নেশন হোমিও ক্লিনিক।

নেশন হোমিও ক্লিনিক।

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নেশন হোমিও ক্লিনিক।, Medical supply store, 101/B Malibag Chowdhurypara Khilgoan, Dhaka.

02/08/2023

নবযৌবনের অনুভূতি সত্যিই এ বয়সেও হবে ! পার্শ্বপ্রতিক্রিয়াহীন দুর্বার গতি ও বাড়তি আনন্দের প্রতিটি মুহূর্ত।
জার্মান থেকে আমদানিকৃত হোমিও মেডিসিন ১ ফাইল এ যথেষ্ঠ।

27/05/2023
27/05/2023

বাত-ব্যথা ,হাঁড়ক্ষয় এর প্রধান কারণ সাইকো-সোমাটিক। ( যদি আঘাতজনিত না হয়।) সাইকো-সোমাটিক রোগের চিকিৎসা শুধু বাজারে প্রচলিত ওষুধ দিয়ে সরানো সম্ভব নয়। (এর প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন । ) এর জন্য প্রয়োজন রোগ নির্ভর ওষুধ প্রস্তুত ও প্রয়োগ।

রোগ নির্ভর ওষুধ প্রস্তুত পদ্ধতি শুধুমাত্র হোমিওপ্যাথিতেই রয়েছে ! আলহামদুলিল্লাহ সেটি প্রস্তুত ও সঠিক মাত্রায় প্রয়োগ করে ৯৮.২৪% রোগী সুস্থ করার সৌভাগ্য আমরা অর্জন করতে পেরেছি।
ডাঃ 01713680462

নেশন হোমিও ক্লিনিক। Medical supply shop

27/05/2023

ঠান্ডা লাগা , হাঁচি, সর্দি, নাকের পলিপাস, কাশি, নিউমোনিয়া, চোখ দিয়ে পানি পড়া ও জ্বালা এগুলোও এ রোগের লক্ষণ । এক চিকিৎসায় অনেক রোগের প্রকোপ কমে যায়।

01/04/2023

ঠান্ডাজনিত রোগের চিকিৎসায় অভূতপূর্ব সাফল্যের নাম নেশন হোমিও ক্লিনিক।

08/02/2023

ব্যথার রোগীদের জন্য মহা সংবাদ- হোমিওপ্যাথির "সুপ্ত ওষুধই গুপ্ত " ব্যথার মহা ওষুধ। তাই ব্যথা মুক্তির জন্য চিকিৎসা হোমিও চিকিৎসা নিন।

ডাক্তার : 01819839209

04/07/2022

কিডনির পাথর অপারেশন করেও লাভ হয় না। কিছুদিন পর আবার ফিরে আসে। এবং অন্য কিডনিকে আক্রান্ত করে । এর একমাত্র প্রতিকার হলো শরীর থেকে বের করে দেয়া।

আর এটি হোমিওপ্যাথি ছাড়া অন্য কোন চিকিৎসা পদ্ধতিতে এখনো প্রায় অসম্ভব। হোমিওপ্যাথিতে এর কার্যকরি চিকিৎসা রয়েছে।

14/10/2018

অর্শ মলদ্বারের একটি জটিল রোগ। এ রোগে মলদ্বারের বাইরে বা ভেতরে, একপাশে বা চারপাশে, একটি বা একাধিক, গোলাকৃতি বা সুচাল গুটিকা দেখা দেয়। এ গুটিকাগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় 'বলি' বা 'গেজ' বলি। পায়খানা করার সময় এ বলিগুলো থেকে অভ্যন্তরীণ সমস্যার অনুপাতে কারো অধিক পরিমাণে, কারো স্বল্প পরিমাণে রক্ত যায়। আবার অনেকের রক্ত যায়ই না। অনেকের ব্যথা থাকে আবার অনেকের থাকে না।

অর্শের কারণ :

ক. দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া।
খ. শরীরের অতিরিক্ত ওজন।
গ. মহিলাদের গর্ভাবস্থায় জরায়ুর ওপর চাপ পড়লে।
ঙ. লিভার সিরোসিস।
চ. মল ত্যাগে বেশী চাপ প্রয়োগ।
ছ. শাকসব্জী ও অন্যান্য আঁশযুক্ত খাবার এবং পানি কম খাওয়া।।
জ. পরিবারে কারও পাইলস থাকা মানে বংশগত।
ঝ. ভার উত্তোলন, দীর্ঘ সময় বসে থাকা ইত্যাদি কারণে হয়ে থাকে।

তাছাড়া যাদের প্রায় চিকেন ফ্রাই, ড্রাইফুড , ফাস্টফুড, সব ধরনের কাবাব যেমন- বাটি কাবাব, টিক্কা কাবাব, গ্রিল কাবাব, বিবিধ খাবারের অভ্যাস রয়েছে।

লক্ষণসমূহ :
• পায়খানা করার সময় অত্যধিক বা অল্প পরিমাণে রক্ত যেতে পারে।

• পায়খানার রাস্তায় জ্বালাপোড়া ও ফুলে উঠা।

• ব্যথা ও যন্ত্রণা।

• কাঁটাবিদ্ধ অনুভূতি।

• মাথা ধরা ও মাথা ভার বোধ।

• উরুদেশ, বক্ষ, নাভির চারপাশে ব্যথা ও মলদ্বারে ভার বোধ।

• কোমরে ধরা ও কোষ্ঠবদ্ধতা।

অর্শ রোগে আক্রান্তদের করণীয় :

১. কোষ্ঠকাঠিন্য যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকা এবং নিয়মিত মলত্যাগে অভ্যস্ত হওয়া।

২. পরিমিত পরিমাণে শাকসবজী ও অন্যান্য আঁশযুক্ত খাবার খাওয়া। প্রয়োজনীয় পানি পান করা।

৩. সহনীয় মাত্রার পরিশ্রম করা।

৪. প্রতিদিন ৬-৮ ঘন্টা ঘুমানো।

৫. শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখা।

৬. টয়লেটে অধিক সময় বসে না থাকা।
৭. সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করা।
৮. ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করা।
৯. মল ত্যাগে বেশী চাপ না দেয়া।

১০. দীর্ঘমেয়াদী ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য থাকলে তার চিকিৎসা নেয়া।
১১. চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করা।
১৩. পেটে হজম হতে চায় না এমন খাদ্য বর্জন করা।
১৪. অধিক মশলা জাতীয় খাদ্য পরিহার করা।

কি খাবেন :

শাকসবজি, ফলমূল, সব ধরণের ডাল, সালাদ, দধি, পনির, গাজর, মিষ্টি কুমড়া, লেবু ও এ জাতীয় টক ফল, পাকা পেঁপে , বেল, আপেল, কমলা, খেঁজুর , ডিম, মাছ, মুরগীর মাংস, ভূসিযুক্ত (ঢেঁকি ছাঁটা) চাল ও আটা ইত্যাদি খাবারের অভ্যাস গড়ে তুলতে পারলে অনেকটা উপকার পাওয়া যাবে।

কি খাবেন না -
গরু, খাসি ও অন্যান্য চর্বিযুক্ত খাবার, বিশেষ করে শুটকির ভুনা, চা, কফি, চীজ, মাখন, চকোলেট, আইসক্রীম, কোমল পানীয়, সব ধরণের ভাজাপোড়া খাবার ।যেমনঃ
পরোটা, লুচি, পুরি, পিঁয়াজু, সিঙ্গারা, চিপস ইত্যাদি।

চিকেন ফ্রাই, ড্রাই, ফাস্টফুড, সব ধরনের কাবাব যেমন- বাটি কাবাব, টিক্কা কাবাব, গ্রিল কাবাব, অতিরিক্ত ঝাল, ভুনা খাবার, কাঁচা লবণ, দেশী বিদেশী হরেক রকমের বাহারি নামের অস্বাস্থ্যকর খাবার গুলি বর্জন করতে হবে।

মনে রাখবেন, অর্শ এমন একটি রোগ যা বারবার অপারেশন করা যায়না।

কিছু অভ্যাসের পরিবর্তন ও নিয়ম পালন করলে অবশ্যই এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

DR.01819 893 209

Want your business to be the top-listed Health & Beauty Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ঠান্ডাজনিত রোগের চিকিৎসায় অভূতপূর্ব সাফল্যের নাম নেশন হোমিও ক্লিনিক।
ব্যথার রোগীদের জন্য মহা সংবাদ- হোমিওপ্যাথির "সুপ্ত ওষুধই গুপ্ত " ব্যথার মহা ওষুধ। তাই ব্যথা মুক্তির জন্য চিকিৎসা হোমিও চ...

Category

Telephone

Website

Address


101/B Malibag Chowdhurypara Khilgoan
Dhaka
1219