Ziaur Rahman

মা-বাবার আদরের বড় ছেলে

09/04/2020

MVI_4850

09/04/2020

VID_20200325_122855

08/04/2020

এমন একটা একটা গিফট #লকডাউন এ কে কে পেতে চান 🤣🤣🤣🤣🤣.........?
ভাই আমারে ও দিস একটা গিফট #আমিও

08/04/2020

তুমি ক্ষমা করে দিও | ZRJ

( #সেই_তুমি)

তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

08/04/2020

RJ Nirob

আমিও এই প্রশ্নের উত্তর খুঁজছিলাম ....

08/04/2020

আজ দুপুরে ১০০ টাকা ভাড়া দিয়ে ১০৫ টাকার খাবার কিনতে যা কষ্ট হইসে বুঝিয়ে বলতে পারবোনা। কোথাও কোন খাবার নাই, অফিস শেষ করে বাসায় আসলাম মাত্র। সাংবাদিকতা পেশা অনেক কষ্টের। তবুও মানুষকে সামাজিক অবস্থা জানাতে হয় প্রতিনিহত। সব মানুষ সুখে থাকুক_ ভালো থাকুক।

08/04/2020

love bite 5-1-2020 By Ziaur

08/04/2020

WhatsApp Video 2020-03-21 at 4.21.26 PM

08/04/2020

BNO_21_12_19_0815AM

08/04/2020

WhatsApp Video 2020-03-22 at 4.47.03 PM

08/04/2020

MVI_4849

08/04/2020

নিজে সুস্থ থাকুন, অন্যকে নিরাপদে রাখুন | ZRJ

করোনাভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনাবলী মেনে চলুন।

নিজে সুস্থ থাকুন, অন্যকে নিরাপদে রাখুন।

ঘরে বসেই করোনাভাইরাসের ঝুঁকি পরীক্ষা করতে ভিজিট করুন: www.livecoronatest.com

জরুরি স্বাস্থ্যসেবা পেতে ৩৩৩ অথবা ১৬২৬৩ নম্বরে কল করুন এবং তথ্য পেতে www.corona.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।

08/04/2020

উহানে লকডাউন প্রত্যাহার, শহরজুড়ে আলোকসজ্জা
মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান থেকে লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে। দীর্ঘ ১১ সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে শহরটির ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেয়া হয়।

এ সময় শহরজুড়ে করা হয় আলোকসজ্জা। বুধবার সকাল থেকেই আবারো মানুষ নির্বিঘ্নে চলাচল শুরু করেছে শহরটিতে। একইসঙ্গে চীনের অন্যান্য প্রদেশ থেকে উহান শহর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। চলছে সবধরনের যানবাহন।

আজ থেকে চীনের উহান শহর সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এর আগে রাজধানী উহান বাদে হুবেই প্রদেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কর্তৃপক্ষ। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই বেইজিং কর্তৃপক্ষ শহরটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ঘরবন্দি করে রাখে ১ কোটিরও বেশি মানুষকে।

আজ থেকে উহানে ট্রেন, সড়কে চলাচলকারী সব ধরনের পরিবহন এবং অন্যান্য রেল সংযোগ পুনরায় চালু করে দেওয়া হয়েছে। উহানের বাসিন্দারা এখন চাইলেই শহর ছেড়ে অন্য যে কোনো স্থানে যেতে পারবেন। তবে হেলথ অ্যাপের যারা সবুজ সংকেত পাবেন সেসব সুস্থ বাসিন্দা ও পর্যটকই চলাচল করতে পারবেন।

করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রায় ১১ সপ্তাহ ধরে উহানের ১ কোটি ১০ লাখেরও বেশি বাসিন্দারা অবরুদ্ধ ছিলেন। পুরো উহান ছিল অচল আর ভূতুড়ে এক নগরী। বাইরের কেউ শহরটিতে ঢুকতে পারতো না সেখান থেকেও কেউ বাইরে যেতে পারেনি এতদিন। বন্ধ ছিল সব ধরনের যান চলাচল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চীনের মূল ভূখণ্ডে ৩ হাজার ৩০০ এর বেশি মানুষ মারা গেছে। এরমধ্যে বেশিরভাগই রাজধানী উহানসহ হুবেই প্রদেশের। এছাড়া প্রায় ৮২ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ ৭৭ হাজারের বেশি। করোনা মোকাবিলায় চীন সফল বলেও মনে করা হচ্ছে।

এদিকে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো এ সংক্রমণে কোনো মৃত্যু ছাড়াই একটি দিন পার করার কথা জানিয়েছে চীন। দিনটি ছিল গত সোমবার। ওইদিন গোটা চীনে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মূলত বিদেশফেরত ও উপসর্গবিহীন রোগী বাড়তে থাকায় ফের উদ্বেগ দেখা দিয়েছে দেশটিতে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে গত ২৩ জানুয়ারি পুরো শহরটি লকডাউন করে দেয়া হয়।

08/04/2020

MVI_4848

08/04/2020

WhatsApp Video 2020-03-22 at 6.07.00 PM

07/04/2020

শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙ্গে গেছে, কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে | Zrj

শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙ্গে গেছে, শুধু কথা বলা হয়নি বলে, কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে ।

07/04/2020

love bite 4-1-2020 By Ziaur

07/04/2020

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ গ্রেপ্তার |Bangladesh Awami League | ZRJ

#বঙ্গবন্ধুর_খুনি

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ গ্রেপ্তার
বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।
পলাতক ছিলেন মৃত্যুদন্ড প্রাপ্ত এই আসামী।

মঙ্গলবার (৭ এপ্রিল) ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ গ্রেপ্তার হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির মধ্যে তিনি অন্যতম।
পলাতক বাকি ছয় খুনিরা হলো আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন। এদের মধ্যে কানাডায় নূর চৌধুরী, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী। মোসলেম উদ্দিন জার্মানিতে ও শরিফুল হক ডালিম স্পেনে আছে। তবে খন্দকার আবদুর রশিদ ও আবদুল মাজেদ কোন দেশে অবস্থান করছেন তার সঠিক তথ্য পুলিশের কাছে ছিলনা।

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ গ্রেপ্তার |Bangladesh Awami League | ZRJ

07/04/2020

Thanks

07/04/2020

BNO_21_1_2020 12-15 AM by Ziaur

07/04/2020

WhatsApp Video 2020-03-22 at 7.14.43 PM

07/04/2020

MVI_4847

07/04/2020

somoynews.tv

সরাসরি >>> দেশে করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিং চলছে

07/04/2020

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ গ্রেপ্তার
বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। পলাতক ছিলেন মৃত্যুদন্ড প্রাপ্ত এই আসামী।


মঙ্গলবার (৭ এপ্রিল) ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদ গ্রেপ্তার হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির মধ্যে তিনি অন্যতম।

07/04/2020

somoynews.tv

সরাসরি >> করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে অধিকাংশ পোশাক কারখানা বন্ধ রয়েছে

07/04/2020

somoynews.tv

সরাসরি >> করোনা পরিস্থিতি নিয়ে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

07/04/2020

MVI_4846

07/04/2020

WhatsApp Video 2020-03-23 at 11.41.13 AM

06/04/2020

মাস্কে ৭ দিন পর্যন্ত করোনাভাইরাস থাকে!

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা ৭০ হাজার ছাঁড়িয়েছে। এরমধ্যেই ২০৯ দেশে ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এর থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ একের পর এক উপায় খোঁজে বের করছেন। কখনো মাস্ক কখনো আবার গ্লাভসের সহায়তা নিচ্ছেন তারা।

অন্যদিকে, করোনা থেকে মানবজাতিকে রক্ষা করতে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনগুলো। ঠিক এমন সময়ে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণা প্রকাশিত হয়েছে।

সেখানে বলা হয়েছে; টাকার নোটে একদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। এমনকি ব্যাংক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনাভাইরাসের বেঁচে থাকার সম্ভবনা বেশি। অন্যদিকে, মাস্কে এক সপ্তাহ বা সাতদিন পর্যন্ত করোনাভাইরাস বেঁচে থাকতে পারে। এমনই তথ্য দিচ্ছে হংকংয়ের বিজ্ঞানীদের গবেষণা।

গবেষণা আরো বলা হয়েছে, করোনাভাইরাস কাপড়ে সেভাবে বাঁচে না। তবে, কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি। গবেষকদের দাবি, সিজনড কাঠের ত্বকেও সেভাবে বাঁচে না করোনা। তবে সবকিছুই নির্দিষ্ট সময় পর ধুয়ে মুছে রাখা ভালো, বলে মত তাদের।



এদিকে, হংকংয়ের বিজ্ঞানীদের দাবি, টাকায় একদিন করোনাভাইরাস বাঁচলেও টিস্যু পেপারে তিন ঘণ্টার বেশি বাঁচতে পারে না কোভিড-১৯ রোগের ভাইরাস। এমনকি প্রিন্টেড কোনো কাগজেও ৩ ঘণ্টার বেশি করোনা বাঁচবে না বলে মত বিজ্ঞানীদের।

করোনায় (কোভিড-১৯) তাণ্ডব দিশেহারা গোটা বিশ্ব। সারাবিশ্বে মৃত্যেুর সংখ্যা ৭০ হাজার ৬১১ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ হাজার ২৭৮ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৭২ হাজার ৯০ জনে।
.tv

06/04/2020

love bite 1-1-2020 By Ziaur

06/04/2020

সন্ধ্যা ৭ থেকে রাত ১০ পর্যন্ত কাঁদলেই কমবে শরীরের মেদ!

দিনে দিনে মোটা হয়ে যাচ্ছেন। কত চেষ্টা করেও কমাতে পারছেন না শরীরের মেদ। এবার মোটা ব্যক্তিদের জন্য রয়েছে সুখবর। সন্ধ্যা ৭ থেকে রাত ১০ টা পর্যন্ত কাঁদলেই কমবে শরীরের মেদ। কি শুনে অবাক হচ্ছেন।
তাহলে বলি কারণটা। কী সেটি? বিজ্ঞান বলছে আমরা যখন কাঁদি তখন কর্টিসোল নামক এক হরমোন নিঃসৃত হয় আমাদের শরীর থেকে। এই হরমোনের মাত্রা দেহে বেড়ে গেলে আমাদের দেহের মেদ কমে যায়। এছাড়াও মানসিক চাপ দ্বারা প্রভাবিত হরমোন আমাদের শরীরের টক্সিক পদার্থ গুলোকে বের করে দেয়। এটিও ওজন কমার জন্য উপযোগী। পৃথিবীর নামকরা একজন বায়োকেমিস্ট উইলিয়াম ফ্রে গবেষণার এই ফলাফলকে সমর্থন করেছেন।

এছাড়া যখন আমরা বিশ্রামে থাকি তখন আমাদের কার্ডিয়াক পেশীগুলি ঘণ্টায় প্রায় সাড়ে আট ক্যালরি করে দাহ্য হয়। যখন আমরা আবেগতাড়িত হই, আমাদের হৃৎস্পন্দন বেড়ে যায়। এই বেড়ে যাওয়া হৃৎকম্পন পেশীগুলিকে বেশি মাত্রায় দহন করে। এতে করে আমাদের মেদ কমতে থাকে।

তাহলে সন্ধ্যে সাতটা থেকে রাত ১০ টা পর্যন্ত কান্নাকাটি কেনো। যে কোন সময় কাঁদলেই হতো। কিন্তু বিজ্ঞান বলছে, সন্ধ্যে সাতটা থেকে রাত ১০ টা পর্যন্ত কর্টিসোন হরমোন সবচেয়ে বেশি পরিমাণে ক্ষরিত হয়। তাই এই সময় কাঁদাই সবচেয়ে উত্তম সময়। তবে সত্যি সত্যি কাঁদতে হবে। দুঃখে বিহ্বল হয়ে না কাঁদতে পারলে কিছুতেই মোটা থেকে রোগা হওয়ার সম্ভাবনা নেই।

অতএব, এরপর যখন কান্না পাবে, কখনোই আটকাবেন না। কাঁদলে শুধু মন হালকাই হয় না, শরীরও সুস্থ থাকে। দেখুন না একবার চেষ্টা করে মেদ কমানো যায় কিনা।

06/04/2020

BNO_21_1_2020 8-15 AM by Ziaur

06/04/2020

WhatsApp Video 2020-03-24 at 11.24.05 AM

06/04/2020

MVI_4845

06/04/2020

করোনায় বাংলাদেশে একদিনে মৃত ৪ | RZJ

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

06/04/2020

করোনায় বাংলাদেশে একদিনে মৃত ৪ | Corona Virus covid-19 | RZJ | Root News TV

অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে নতুন করে ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে রোগীর সংখ্যা বে...

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

তুমি ক্ষমা করে দিও | ZRJ
নিজে সুস্থ থাকুন, অন্যকে নিরাপদে রাখুন | ZRJ
শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙ্গে গেছে, কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে | Zrj
করোনায় বাংলাদেশে একদিনে মৃত ৪ | RZJ
ঝুঁকি নিয়ে কর্মস্থলমুখী গার্মেন্টস কর্মীরা | Prothom Alo | ZRJ
lockdown
হায়রে লকডাউন
ভয়ঙ্কর সুন্দরীর ফাঁদে | somoynews.tv | ZRJ
ত্রান কীভাবে দিতে হয় এদের কাছ থেকে শিখতে হবে। | ZRJ
করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ অবস্থা
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাজধানীমুখী মানুষের ঢল
ঢাকামুখী শ্রমিকের ঢল !

Category

Telephone

Website

Address


Dhaka

Other Video Creators in Dhaka (show all)
Bangladesh Knowledge Hub Bangladesh Knowledge Hub
Dhaka

Bangladesh Knowledge Hub-বাংলাদেশ জ্ঞান কেন্দ্র

Regan71 Regan71
Dhaka
Dhaka, 1214

Hi everyone! I'm just another person with a camera on my helmet and making videos, lol. I travel videos will also help to prepare yourself for your next tour ;-) So, stay and wat...

Biker Bro Vlogs Biker Bro Vlogs
Dhaka

Hi Biker. It's BikerBro for Moto vlogger & video content. Follow fb.com/bikerbro.com.bd. Thanks.

Have tea & get fresh for work Have tea & get fresh for work
Tea House
Dhaka, 1205

This page is basically for tea lovers......who are very much fond of tea....

Food Doctor Food Doctor
Dhaka
Dhaka, 1212

Life Is Like a camera

Imtiaj Mahmud Imtiaj Mahmud
Dhaka

Content creator, Comedian & Entrepreneur

Abdullah Al Mamun - Rushow Abdullah Al Mamun - Rushow
Dhaka, 5310

This is my personal page.

Travel & Lifestyle By Neil Travel & Lifestyle By Neil
Dhaka

Whatever you’ve got in mind, we’ve got inside

বিশ্ব বাংলা বিশ্ব বাংলা
Dhanmondi
Dhaka, 1217

বাংলাদেশ ও বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে নতুনপ্রজন্মের সামনে তুলে ধরতে বদ্ধ পরিকর।

Rj Shubro Rj Shubro
Khilkhet
Dhaka, 1229

Rj Shubro

Masfiq editz # Masfiq editz #
Kamrangir Chor
Dhaka

I love video creating

M ALAMIN 2.0 M ALAMIN 2.0
Dhaka
Dhaka, 1204

I Love My FOLLOWERS.....