Kinship In Style
The best quality at reasonable price is our motto. We are selling Bangladeshi Women’s Clothing.
নিজের উদ্যেগকে এগিয়ে নিয়ে যেতে ইউএনডিপি উইং প্রজেক্ট থেকে পেলাম অটোমেটেড সেলাই মেশিন ।এই মেশিন Kinship In Style এর যাত্রায় আরো দ্বিগুন গতিতে এগিয়ে যাবে।।অনলাইন, অফলাইন সব ভাবেই আমাদের কাজ আরো সহজ হবে। উদ্যোক্তা জীবনে আরও একটা প্রাপ্তি আমাদের যোগ হলো।
শোকর আলহামদুলিল্লাহ।
স্পেশাল ধন্যবাদ
#ইউএনডিপি,
#আনন্দমেলা,
#উইং প্রজেক্ট,
anondomela আনন্দমেলা
ঘরের সৌন্দর্যের জন্য এইরকম একটা বেডশীড, চাদর,কুশন কাভার,পর্দা কার কার চাই বলেন তো!
আমাদের কাছে নতুন নতুন ডিজাইনের সব কাজ আছে।কার কার এই কালার পছন্দ একটু জানান!
#বেডকাভার #পর্দা #কুশন_কাভার
“জীবন বাইসাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে”
– আইনস্টাইন
এখন বিয়ের সিজন তাই ড্রেস, শাড়ির সাথে সাথে লাল বেডশিট খুব পছন্দ হচ্ছে সবার।যেহেতু কাস্টমাইজ কাজ ডেলিভারী পেতে ৭-১০ দিন সময় লাগবে।
✴️আমাদের কাছে পাচ্ছেন...
✴️ব্লক প্রিন্ট চাদর, পর্দা, ডাইনিং সেট,
✴️ডিপ ফ্রিজ কভার, ওভেন কভার,
✴️রানার ও ম্যাট।
#বেডকাভার #পর্দা #কুশন_কাভার
বিয়ের সিজন....
শাড়ি,ব্লাউজ,পেটিকোট,ওড়না
গয়না,বেডশীড,পর্দা সব এক প্যাকেজে আমাদের থেকে কাস্টমাইজ পেয়ে যাবেন।
বিয়ে মানেই হাজার গোছগাছ, আয়োজন, কেনাকাটা সব মিলিয়ে বড় আয়োজন ।
বিয়ের আয়োজনকে আরো স্পেশাল করতে লাল মসলিন কিংবা কাস্টমাইজ যেকোনো কালার একটা মসলিন শাড়ি কিনশীপ ইন স্টাইল
থেকে নিয়ে নিতে পারেন।
প্রি অর্ডার নিচ্ছি শাড়িটা
সময় লাগবে ১৫-১৮ দিন।
হালকা শীতে নিজেকে শালে জড়িয়ে নিতে পারেন। আর এই সব কালার সালোয়ারকামিজ থেকে শুরু করে শাড়ি,টপস সবকিছুর সাথে মানান সই।।আমাদের কাছে অনেক অনেক কালার সাথে।অনেক ডিজাইন আছে।একটু নক করে সব কালার গুলো দেখে নেবেন।
বিনিময় মূল্যঃ ৮৫০/-
#চাদর
মসলিন শাড়ির ______
কিছু কিছু শাড়ি আছে যা ছবি বা লিখে এর আসল সৌন্দর্য বোঝানো যায় না।মসলিন এই শাড়ির বেইজ কালার হচ্ছে স্কীন কালার সাথে পুরা শাড়িতে সাদা,পীচ,আর পিঙ্ক সুতা নিয়ে কম্বিনেশন করা আছে আর এর সাথে আছে সিকোয়েন্স আর পুথির কাজ।ভীষন ভীষন সুন্দর একটা শাড়ি।
বিনিময় মূল্যঃ ১৫,৫০০/-
Hello
Everyone,,
Assalamu Alaikum...
জামদানি মোটিফে মেশিন এমব্রয়ডারী মসলিন শাড়ি।
কাস্টমাইজ কাজে অসাধান সব কাজ আমাদের হচ্ছে।।তবে এই কাজ প্রি অর্ডার।হাফ টাকা এডভান্স পে করার পর তারপর আমাদের কাজ শুরু হয়।।কেননা এই সব দামী কাজ ক্রেতা এবং বিক্রেতা দু পক্ষকেই দায়িত্বশীল আচরন করতে হয়।তাহলে কাজটা দ্রুত এবং ভালো হয়।।
কম্বো ড্রেস লাইভ
কাচা পাতা অথবা নতুন পাতায় কন্বিনেশন একটা কালার।এতো সুন্দর! দেখেন ওড়নায় পুরা সাইড কুশি লেইজ দিয়ে মুড়ানো আছে।আর কালার টা কি সোভার দেখেছেন!অস্থির কালেকশন ☘
থ্রি খুব ই সুন্দর ও আরামদায়ক।
😍Description:
🔰বডি ৬৪
🔰লং ৪৫"-৪৬"
🔰হাত আলাদা
🔰সেলোয়ার ২.৫ গজ
ওড়না পাচ হাত,আড়াইহাত
গরম গরম একটা কাজ দেখি কেমন!
সিল্কের উপর গর্জিয়াস একটা কাজ 💚
ফ্লাওয়ার ডিজাইনের আরেকটা মসলিন শাড়ি।জুম করে দেখলে শাড়ীর কাজটা আরো ভালো করে বুঝা যায়।।আমাদের মসলিন শাড়ির অর্ডার প্রি অর্ডার।।আমাকে শাড়িটা তৈরী করে দেবার জন্য ৫-৭ দিন সময় দিতে হবে।
মা, মেয়ের কম্বো এক দেখায় দারুন হবে...
পাঞ্জাবিও তৈরী করে দেয়া যাবে।।
কার কার পছন্দ এই কালার?
মসলিন শাড়ির প্রি অর্ডার নেয়া হচ্ছে....
কালার এন্ড ডিজাইন কাস্টমাইজ করা হয়।
আমাদের প্রাইস ফিক্সড এবং কাস্টমাইজ কাজে
পেমেন্ট হাফ এডভান্স নেয়া হয়।।
শীত বুঝি এলো রে!
শীতের বুড়ি হন হনিয়ে চাদর মুড়ে এলো রে!
তার আসাতে সবার মনে সুখের দেখা দিলো !
সকাল বেলা মিষ্টি রোদ হাসছে তাকে দেখে,
সবুজ ঘাসে শিশির কণা
পড়ছে এঁকে বেঁকে।
#চাদর
ওয়েডিং সিজন চলে আসলো।আমাদের কাছে বিয়ের শাড়ি থেকে শুরু করে ব্লাউস,পেটিকোট, ওড়না সবকিছু পেয়ে যাবেন।। ব্রাইডাল কালেকশনে থাকছে বর বউয়ের এক্সক্লুসিভ সব কাজের কাস্টমাইজ কাজ।। প্রি অর্ডার চলছে....
ডিজাইনার থ্রিপিস।যারা একটু নিজেদের আরাম আর ইউনিক ড্রেসে দেখতে চায় তারা চোখ বন্ধ করে থ্রিপিস গুলো নিতে পারেন।ভীষন ভীষন সুন্দর।।কামিজে কাপড় আছে পৌনে তিনগজ,হাতের কাপড় আলাদা,সালোয়ার আড়াই গজ আর ওড়নায় ট্যাসেল আছে সাথে কাপড় আছে পাচ হাত লম্বা,চওড়া দুই হাত।দাম একদম সাধ্যের মধ্যে
#ব্লক
Black Muslin 🖤
মসলিন শাড়ির প্রি অর্ডার নেয়া হচ্ছে....
কালার এন্ড ডিজাইন কাস্টমাইজ করা হয়।
আমাদের প্রাইস ফিক্সড এবং কাস্টমাইজ কাজে
পেমেন্ট হাফ এডভান্স নেয়া হয়।।
শিবুড়ী ডাইয়ের শাড়ি ....
এই শাড়ি সুইসুতার মাধ্যমে আগে সেলাই করে পরে ডাই করা হয়।।তারপর আলাদা করে পাড় বসিয়ে ফটোশুট করে আপনাদের দেখানো হয়।।অন্যান্য শাড়ি তৈরিতে যা কষ্ট হয় এই শিবুড়ী ডাইয়ের শাড়ি তার চেয়ে বেশি পরিশ্রম করে এই একটা শাড়ি তৈরি করে তারপর ক্রেতাদের জন্য আনা হয়।।
এন্ডি সিল্ক ❤
এন্ডি সিল্কের শাড়ি,পাঞ্জাবি,কূর্তি থেকে শুরু করে সিল্কের যা কিছু চান সবই কিনশীপ ইন স্টাইলে কাস্টমাইজ পাওয়া যায়।।বিয়ের মৌসুম যেহেতু শুরু হয়ে গেছে জমকালো পোশাক আর সাজের যথার্থ সময় শীতকাল। সারা বছর সব ফেব্রিক পরা যায় তবে সিল্ক ফেব্রিক পরার আসল মজাটা কিন্তু শীতেই।পুরো সাজে যোগ হয় আভিজাত্য ও পরিপাটি একটা ভাব।।
ছবিতেঃ পুতুল মোটিফ কাঠব্লক এন্ডি সিল্ক টপস।
মার্জিত একটা কালার!
আচ্ছা ব্লকের ড্রেস কি একেবারেই সেকালের!
আমার কাছে কিন্তু একদম তা মনে হয় না!
কেননা যত ডিজাইনার কাজ ফিউশন হয় তার মধ্যে ব্লক,বাটিক,টাইডাই,এমব্রয়ডারী,কারচুপি কাজ হয়ে থাকে।। ফেব্রিক যেটাই হোক না কেনো পোশাক ফুটে উঠে প্রেজেন্টেশনের উপর।
#ব্লক
SMART BANGLADESH SUMMIT
Engendering DPI Towards
বিছানার চাদর,কুশন কাভার, পর্দা অর্ডার নিচ্ছি।।যেহেতু কাস্টমাইজ কাজ ডেলিভারী পেতে ৭-১০ দিন সময় লাগবে।আর এর আগেই বেডকাভার পেতে চেইলে আমাদের কালেকশন পন্য তো আছেই ....
শুধু পেইজে নক করুন।।আর সব আপডেট জেনে নিন।
#বেডকাভার #পর্দা #কুশন_কাভার
মেসেঞ্জারে এক আপু এই শাড়ির ভিডিও দেখতে চাইলো। লিঙ্ক শেয়ার করছি ওপেন হচ্ছে না এজন্য আবার এখানে শেয়ার দিয়ে রাখলাম।
কারিগর ছবি পাঠিয়ে বলছে আপা ___
দেখেন সবকিছু ঠিক আছে কিনা!
আমি তো ছবি দেখেই বাকবাকুম।
যেমন বলেছিলাম ঠিক তেমন ভাবেই কাজ করেছে।
নতুন কাজ! দেখতেই কি ভালো লাগছে তাই না!
আমাদের কাজ যেটা ছবিতে সুন্দর লাগে তার চেয়ে বেশি সুন্দর লাগে সামনাসামনি দেখলে।এটা আমাদের কোন কথা না।ইনবক্সে আসা ক্রেতার ফিডব্যাক।
#পাঞ্জাবি #দেশী_পাঞ্জাবি
মসলিন আমাদের আভিজাত্য,
আমাদের ঐতিহ্যের শাড়ি 💜
প্রি অর্ডারে মসলিন শাড়ির কাজ করা হয়।
১০০% সিউর হয়ে নাম, মোবাইল নাম্বার,ঠিকানা দিয়ে
পেইজে ইনবক্স করে অর্ডার কনফার্ম করে রাখবেন। আর হ্যা প্রি অর্ডারের কাজ মাস্ট হাফ এমাউন্ট এডভান্স বিকাশ নেয়া হয়।।দায়িত্বশীল আচরন কাজের স্পীড বাড়িয়ে দেয়।কাজ ভালো হয়।।
কাপল ড্রেস বা ফ্যামিলি কম্বোর অর্ডার নেয়া হচ্ছে।কিছু কিছু ডিজাইন আর কালার থাকে যেগুলো সবসময় অর্ডার আসতে থাকে।আমাদের পেইজ খুব নিষ্ঠার সাথে কাজ করে।।কখনো এমন হয় না যে, কম অর্ডার করেছে বলে কম গুরুত্ব পেয়েছে আর বেশি অর্ডারে বেশি গুরুত্ব পেয়েছে প্রত্যেকটি অর্ডার আমাদের কাছে মূল্যবান এবং যত্নে গড়া কাজ।।
তাই বরাবরের মতো ভরসা রাখুন।
সুন্দর এই কম্বোসেট এর অর্ডার নেয়া হচ্ছে।।
কালার, সাইজ, ডিজাইন সবকিছু নিজের মতো করে ডিজাইন দিয়ে করে নিতে পারবেন ।
ফেব্রিক আছে স্কীর্নপ্রিন্ট।।
চাইলে বাটিক,ব্লক,মসলিন,জামদানী বা সিল্কে কাজ করিয়ে নিতে পারেন।।
বেড কাভার,পর্দা,কুশন কাভার সব
একসঙ্গে পাওয়া যাবে।।
গৃহসজ্জায় একটু পরিবর্তন আনুন।।
#বেডসীড #বেডকভার
#পর্দা #কুশনকাভার
মসলিন ফেব্রিকে মা,মেয়ে মিলিয়ে মেচিং কম্বো নিতে পারেন।সাথে বাচ্চার ফ্রক বা পাঞ্জাবিও নিতে পারেন।আমরা আমাদের কাজে ভীষন স্বচ্ছ।আমাদের কাজের ফিনিশিং ভালো ।একটা কথা মনে রাখবেন স্বস্তার ১২ অবস্থা।একটু কম দামের আশায় যেখানে পোশাক নেবেন দেখবেন অনেক জিনিসই কথায় ও কাজের মিল পাবেন না।পাবেন শুধু কম দাম।।যেই জিনিসটার মান এবং সার্ভিস ভালো সেই জিনিসের দামও ভালো।
তাই যেখানেই কেনাকাটা করুন একটু ভেবে করুন।
ভালো প্রোডাক্ট গ্রহন করুন।
হ্যাপি শপিং
কো অর্ড সেট অর্ডার নেয়া হচ্ছে 💜
কালার,সাইজ,ডিজাইন কাস্টমাইজ করা হয়।
শারদীয় আমেজে শাড়িগুলো আজ সাজুক সাজে।
আমাদের বিয়ে বাড়ি বা যেকোন উতসবে একরঙ্গের শাড়িতে সাজাতে আমাদের অর্ডার করতে পারেন ।একসঙ্গে একি রঙ্গে মিলিয়ে শাড়ি,থ্রিপিস যেটাই নেন
পেয়ে যাবেন একদম রিজেনেবল প্রাইসে।।তবে সেক্ষেত্রে অর্ডারের সংখ্যাটা বেশি হতে হবে।।
#শাড়ি #তাতের_শাড়ি #শাড়িকালেকশন
কি সোভার সব কালার!
এতো এতো সুন্দর ।
লেইস,পুথি দিয়ে কাজ করা অর্গেঞ্জার রেডি থ্রিপিস।
৪০ থেকে ৪৬ সাইজ এভেলেভল আছে।।
পাঞ্জাবি লাইভ
১৮ অক্টোবর ২০২৩
অল্প সময় তবে প্রধানমন্ত্রীর বাসভবন গনভবনে অনেক অভিজ্ঞতা।আজ বি-শা-ল এক লম্বা লাইন অপেক্ষা করে গনভবনে ঢুকে ম্যালা ম্যালা অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরলাম।ফিরে মনে হলো কোন অভিজ্ঞতাই এমনি এমনি আসে না ।ত্যাগ আর শ্রমের মধ্য দিয়ে এক একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়। সব কিছু সিস্টেমের মধ্যেই থাকে আমরা মানুষেরাই সেটা ব্রেক করে ফেলি।সবাই না যার রক্তে মানা, না মানার ব্যাপার মিশে আছে তাকে কখনও সিস্টেমে আনা যায় না।যাইহোক যতটুকু পেরেছি গণভবন ঘুরে দেখেছি।।প্রধানমন্ত্রীর সবজি বাগান,ফল ফলাদির বাগান দেখেছি।সে তার গনভবনের জায়গা পর্যাপ্ত ইউটিলাইজ করেছে।।নারীদের উন্নয়নের জন্য অনেক অনেক প্রজেক্ট হাতে নিয়ে।সত্যি বললে মেয়েদের এগিয়ে চলাতে অনেক ধরনের সুবিধা দিয়েছে।।যেই মানুষটাকে টিভিতে দেখেছি তাকে তার ই গনভবনে গিয়ে কাছে থেকে দেখা ,বক্তব্য শোনা সর্বপরি প্রতিটা জেলা থেকে আগত সব নারী উদ্যেক্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাইকে একত্রিক করে আমাদের বঙ্গভবনে ডেকে সম্মানিত করা এই বিষয়টা আমাদের অনেকেই সম্মানিত করেছে।।যাইহোক আমার আজকের এই পোস্ট সবার ভালো লাগবে না,মিলবে না।প্লিজ ইগনোর করবেন।যাকিছু লিখেছি এগুলো একান্তই আমার ব্যাক্তিগত অবজার্ভেশন।।আমি পজিটিভ ব্যাক্তিত্বের মানুষ।।ভালো, খারাপ,দোষ গুন সবকিছু গ্রহন করে এগিয়ে যেতে পছন্দ করি।।ভেতরে মোবাইল নিয়ে যাই নি অল্প কিছু ছবি আপুদের থেকে পেয়েছি।আজকে দিনটি স্মরনীর স্মরনীয় হয়ে থাকবে।একজন উদ্যেক্তা,একজন সাধারন মানুষ হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া,শুভকামনা,দীর্ঘায়ু কামনা করি।।
স্থানঃ গণভবন, ঢাকা।
গয়নাঃ Kinship Craft BD
১৭ অক্টোবর ২০২৩
শাড়ি শুধু একটা পোশাক ই না
এটি একটি ____
ভাষা, পরিচয়,গল্প,প্রান ❤
পূজোর শাড়ি রেডি হচ্ছে
ডেলিভারী হবে ১৮ অক্টোবর
লিলেন স্কিন প্রিন্ট ড্রেস।
কালার কম্বিনেশনও চমৎকার।
থ্রি পিসগুলোর রং , কশ, কাপড়ের মান এবং কাপড়ের পরিমাণ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন।
প্রতিটা ড্রেস এক্সট্রিমলী কালারফুল , খুব ই সুন্দর ও আরামদায়ক।
:
জামা: চাইনিস লিলেন
ওড়না: পিওর ওড়না
লং ৪৮+
কো- অর্ড ড্রেস লাইভ 💜
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Address
Mohammadpur
Dhaka
1207