Spread Ummah Bd
A Islamic Lifestyle Solution Clothing Brand. We Believe In Quality. Promoting budget friendly Dawah
Prophet Muhammad said:
"Spread Islam by your words and your beautiful actions."
আসুন সত্যের ছায়া তলে আশ্রয় নেই এবং কোরআন-সুন্নাহর আলোকে যা ভালো তা প্রচার করি, যা মন্দ তার বিরোধিতা করি।
👖সুতি এবং ডাবল স্ট্রিচ পায়জামা।
ডাবল স্ট্রিচ কাপড় হওয়ায় উঠা বসায় কোন সমস্যা হবে না।
👖সাদা এবং কালো দুটি কালার রয়েছে।
👖আমাদের পায়জামায় যা কিছু থাকছে:
👉মানিব্যাগ রাখার জন্য পিছনে একটি পকেট,
👉 দুই সাইডে দুটি পকেটে থাকবে,
👉ফ্রি সাইজ কোমর, এবং সাথে ফিতা থাকবে,
👉 দুই পকেটে সেফটির জন্য দুইটা চেইন ও সামনে একটা,
👉৩ স্তরে সেলাই করা, তাই সেলাই খোলার কোন সম্ভাবনা নেই,
👉সম্পুর্ন পায়জামটিই ওভারলক করা,
👉পিছনের পকেটে মানিব্যাগ সেফটির জন্য বোতাম থাকবে,
👖পায়জামার সাইজ:
কোমর ২৮-৪০ পর্যন্ত ফ্রী সাইজ,
👉৩৮ সাইজটি ৩৭ ইন্সি লম্বা
👉৪০ সাইজটি ৩৯ ইন্সি লম্বা
👉৪২ সাইজটি ৪১ ইন্সি লম্বা
👖আমাদের প্রতিটি পায়জামার মূল্য 💸 মাত্র ৪৫০ টাকা।
💸ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে পাওয়া যাবে।
🚛 ঢাকার অভ্যন্তরে ডেলিভারিতে চার্জঃ ৫০-৮০ টাকা
🚛ঢাকার বাইরেঃ ১০০-১২০ টাকা।
⚠️ঢাকার বাইরে থেকে অর্ডার করলে অবশ্যই
ডেলিভারি চার্জ বিকাশে আগে দিতে হবে।
🖨️অর্ডার কনফার্ম করতে লিখুন:
আপনার নাম:
মোবাইল নম্বর:
ঠিকানা:
অথবা
📲কল করুন: 01619 199 990
Men's Long Sleeve Shirt/Solid Slim Fit Casual/Business/Formal Button Up Shirts with Pocket/Soft/Breathable Thin Fabric/Good Choice for Spring ,Summer and the early Autumn/Long Sleeve/Formal Dress Shirt for Men/Various Colors/Fitted/Casual/Business/Work/Dating/Party/suitable for a variety of occasions/Perfect Gift for families, friends or boyfriend.
★★★Size Note★★★
15, 15.5, 16, 16.5
Size Measurement:
15 – Chest: 38inch, Sleeve: 24, Body Length: 27.5
15.5 – Chest: 40inch, Sleeve: 24.5, Body Length: 28.5
16 – Chest: 42inch, Sleeve: 25, Body Length: 29.5
16.5 – Chest: 44inch, Sleeve: 25.5, Body Length: 30.5
1.Please note that body builds vary by person, therefore, detailed size information should be reviewed
2.Due to different measurements, please accept 1~3 cm errors
★★★Color Disclaimer★★★
Due to monitor settings, monitor pixel definitions,
Different computer screen can display different colors even if it is the same color.
We strive to make our colors as accurate as possible.
However, colors are approximations of actual colors.
please allow reasonable color difference.
★★★Design inspiration★★★
Simple To Extreme
Non elastic fabric
Smart Casuals 100% Cotton, Printed smart casual shirt with contrasting inner placket for men.
NB: Depending on your computer or mobile screen resolution, product color may vary slightly.
📲 Any Information Feel Free Call: 01619199990
:::::::::কাপড়ের মান:::::::::::
> এক্সপোর্ট গার্মেন্টস কোয়ালিটি ইয়ার্ন ফেব্রিক
> জিএসএমঃ ১৭০+-
> গরমে আরামদায়ক
> সহজে পরিস্কারযোগ্য
> অধিক টেকসই
> এ্যাজো ফ্রি ডাইং
> নেক/গলা ঝুলে যাবে না।
> ফেব্রিক ও কালার দীর্ঘ স্থায়ী ও টেকসই হবে
> আপনার সাচ্ছন্দ্যবোধ, আমাদের অঙ্গিকার।
> বাজেট ফ্রেন্ডলি দেশ সেরা শার্ট এই গরমের
হোম ডেলিভারি পেতে আজই অর্ডার করুন।
> দেশের সেরা মানের বাজেট ফ্রেন্ডলি শার্ট গ্যারান্টি দিচ্ছি।
> একবার অর্ডার করলে বার বার অর্ডার করবেন।🙂
🛒 অর্ডার করার জন্যঃ
অর্ডার কনফার্ম করতে কুরিয়ার চার্জ অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় নির্দিষ্ট কুরিয়ার এ দিতে হবে।
অর্ডারের কনফার্ম করার জন্য নিচের তথ্য পূরন করুন
নামঃ
মোবাইল নংঃ
গ্রামঃ
পোষ্ট অফসঃ
থানাঃ
জেলাঃ
বিভাগঃ
টি-শার্ট সাইজঃ
📲 বিস্তারিত তথ্যের জন্য কল করুনঃ-
01619199990
দয়া করে কেউ এড়িয়ে যাবেন না।
আল আকসা আমাদের, এ বিজয় আমাদের হবে।
ইন্ন শাহ আল্লাহ ♥️
হ্যাশট্যাগ কেন দেব?
কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে যেন বলতে পারি জীবন দিতে পারি নাই কিন্তু মজলুম ভাইদের পাশে থেকে ইসলামের পক্ষে ছিলাম!
আল্লাহ ফিলিস্তিন কে হেফাজত করুক, আমীন!❤️
©
আমরা বারুদে মেটাই তৃষা, রক্তের যমযম
ধ্বংস কেল্লায় আমরা সাজাই সংসার হরদম !
❤️
-
ইমাম সাদিক আদনান
তাক্কব্বালাল্লহু মিন্না ইয়া মিন কুম।
অর্থাৎঃ- আল্লাহ আমার ও আপনার নেক আমল কবুল করুক।
এই মাস তওবার জন্য মহামূল্যবান।
হাদিসে কুদসিতে এসেছে-
‘আল্লাহ তাআলা বলেন,
হে আমার বান্দা তোমরা দিনে রাতে গুনাহ করে থাকো, আর আমি সব গুনাহ মাফ করি।
তোমরা আমার কাছে ক্ষমা চাও,
আমি তোমোদের গুনাহ মাফ করে দেব।’
(মুসলিম)
বান্দার গুনাহ মাফের জন্য এর চাইতে বড় প্রতিশ্রুত আর কি হতে পারে?
পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেছেন-
‘হে আমার বান্দারা! তোমরা যারা নিজের আত্মার ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরোশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। নিঃসন্দেহে তিনিঅধিক ক্ষমাশীল ও মেহরবান।
-(সূরা জুমার-৫৩)
রাসূলে করিম (সা.) বলেছেন-
আল্লাহ দিনে গুনাহকারীদের গুনাহ মাফ করার জন্য রাতে নিজ ক্ষমার হাত প্রসারিত করেন এবং রাতে গুনাহকারীদের গুনাহ মাফ করার জন্য দিনে নিজ ক্ষমার হাত সম্প্রসারিত করেন।
কেয়ামতের আগ পর্যন্ত এভাবেই চলতে থাকবে।’
এ থেকে বোঝা যায়,
আল্লাহ গুনাহ মাফের জন্য রীতিমত অপেক্ষা করেন। l
বান্দা মাফ চাইলেই পেতে পারে।
রাসূল (সা.) আরো বলেছেন,
সেই ব্যক্তির নাক ধূলামলিন হোক, l
যে রমজান পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ হয়নি।’
(তিরমিজি)
প্যালেস্টাইন এর জন্য দুঃখ হয় অনেক, কিন্তু বাস্তবতা হচ্ছে, জিয়োনিস্ট-রা আল-আকসা দখল করবেই করবে; আজকে না হয়, কালকে বা এক বছর পরে হলেও। কারণ, যতদিন তারা সমস্ত ফিলিস্তিন ও আল-আকসা দখলে নিবে না, ততদিন তাদের আল-মাসীহ (আদ-দাজ্জাল) আসবে না। আর এটা আমরা যেমন বিশ্বাস করি, তারা নিজেরাও বিশ্বাস করে; গতকালকে তাদের নিয়ে কিছু ভিডিওতে দেখলাম।
আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হল, তারা ইসরাইলে Garqad tree plantation নামে একটা প্রজেক্ট চালু করেছে কয়েক বছর আগে (গুগলে সার্চ দিলেই পাবেন)। Garqad নামে এই গাছের কথাও নবীজি ﷺ এর মুসলিম vs ইহুদীদের মধ্যকার শেষ যুদ্ধ নিয়ে হাদীসে এসেছে। হাদীস অনুসারে, জিয়োনিস্টরা এই গাছকে ব্যবহার করবে সেই যুদ্ধের সময়; বর্তমানে এই কারণেই তারা এই ট্রি প্লান্টেশন প্রজেক্ট হাতে নিয়েছে।
মোদ্দা কথা, তারা শেষ জমানার সবচেয়ে বড় প্ল্যান নিয়ে আগাচ্ছে৷ তারা আল-আকসা দখলে নিবে, আগামী কয়েক বছরের মধ্যে তারা হবে এই পৃথিবীর সবচেয়ে বড় হর্তাকর্তা। এরপর তাদের আল-মাসীহ আদ-দাজ্জাল আসবে এই জেরুজালেম থেকেই। তারপর, আমাদের আল-মাসীহ ঈসা ইবন মারিয়াম আঃ আসবেন সিরিয়ার দামেস্কাস এর দিক থেকে, ইহুদী vs মুসলিম শেষ যুদ্ধ হবে, আল মাসীহ আদ দাজ্জাল নিহত হবে, জিয়োনিস্টদের হাত থেকে সিরিয়া-প্যালেস্টাইন স্বাধীন হবে, খিলাফাহ আসবে, কিয়ামত হবে। শুনতে অবাক লাগলেও, তাদের প্ল্যান আর আমাদের হাদীসে দেয়া নবীজি ﷺ প্রেডিকশন এখন পর্যন্ত হুবহু একই রকমভাবে আগাচ্ছে। বর্তমানে আল্লাহ তাদের অবকাশ দিচ্ছেন, তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা আর পূর্ণ রাজত্বও তিনি দিবেন। তবে তা কেবল সেইদিন পর্যন্ত, যেদিন ঈসা আঃ ও ইমাম মাহদীর হাতে তাদের চূড়ান্ত পতন হবে।
Moral of the story is, the stage for the FINAL & BIGGEST showdown is being set!
সিরিয়া-প্যালেস্টাইন একদিন স্বাধীন হবেই, আল-আকসাও আবার আমাদের হবে। ততদিন পর্যন্ত, আল্লাহ যেন ওখানকার মানুষদের সবর, সাহস, মনোবল আর তাওয়াক্কুল এভাবেই রক্ষা করেন। আর সাথে যেন আমাদের ঈমান বাড়িয়ে দেন, আল মাসীহ আদ-দাজ্জালের ফিতনামুক্ত রাখেন, ঈসা আঃ এর দলের সাথে যুক্ত হওয়ার তাওফীক দেন।
আমীন! 🤍
আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??
যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এত্তো অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে!!
১. এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।
২. এখানেই আল্লাহর মহানবী রাসুল (সা) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।
৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।
৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।
৬. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।
৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।
৮. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!
৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।
১০. পবিত্র কোর আনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।
"তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"
(বুখারি, হাদিস নং: ১৯৪)
#নিজে_জানুন_অন্যকে_জানান
আপনার সন্তানকে শিক্ষা দিন-
লাল রঙে বেষ্টিত জায়গাটি আল-আকসা মসজিদের বিস্তৃত মাঠ।
কালো রঙে বেষ্টিত স্থাপনাটি আমাদের প্রথম কিবলা মাসজিদুল আকসা।
নীল রঙে বেষ্টিত স্থাপনাটি মাসজিদে কুব্বাতুস সাখরা।
আপনার সন্তানকে আল-আকসা, কুদস ও ফিলিস্তিন বিষয়ে সচেতনতা শিক্ষা দিন। তাদের বলুন, আল-আকসা আমাদের প্রথম কিবলা, এটি ইসরা ও মি’রাজের স্মৃতি বিজরিত পূণ্যভূমি। তাদের বুঝতে দিন, আল-আকসার প্রতি ভালবাসা স্থাপন আমাদের ইমানের অংশ, আমাদের ইবাদাতের অংশ।
তাদের জানিয়ে দিন, আল-আকসা দখলদারদের হাতে ছেড়ে দেয়া আল্লাহ, রাসুল সা. ও পবিত্র ধর্ম ইসলামের সঙ্গে প্রতারণা। দোয়ায় বলতে থাকুন, হে আল্লাহ! ফিলিস্তিনে আপনার দুর্বল বান্দাদের বিজয় দান করুন।
আমিন।।
মৃত্যু আমাদের কাছে খুব যন্ত্রণাদায়ক।
এতোটাই তিক্ততার যে আমরা এটা নিয়ে
ভাবতে চাই না। ভুলে থাকতে চাই।
তবে সবার কাছে হয়তো মৃত্যু এমনটা না।
কারো কাছে মৃত্যু রবের দীদার লাভের এক মাধ্যম।
প্রিয় নবীকে বহুদিন পর দেখার এক সুবর্ণ সুযোগ।
তাইতো মুখে এই নির্বিক হাসি।
এই দুনিয়া তো মুসলমানদের জন্য কারাগার মাত্র।
মৃত্যুর বন্ধীত্ব থেকে মুক্তি পেলেই পুরুস্কার স্বরুপ জান্নাত।💕
গুলি, স্টান গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং গ্রেপ্তার হওয়া সত্ত্বেও, # রামাদানের ২৭তম রাতে া মাসজিদে আজ সন্ধ্যায় ৯০০০০ এর বেশি মুসলিম জমায়েত হয়েছেন আলহামদুলিল্লাহ।
একবার এক লোক রাসূল (সাঃ)- এর কাছে আসলো। বললোঃ
"হে আল্লাহর নবী! যখন আমি আপনার সাথে থাকি, তখন আমার মন প্রচণ্ড খুশি থাকে। কিন্তু যখন আমি আমার পরিবারের কাছে যাই তখন আমি আপনাকে মিস করা শুরু করি। আমার চোখ দুটি আপনাকে দেখতে আকুল হয়ে পড়ে। তাই আমি আপনার কাছে আসি। আপনার দিকে তাকাই। আমার অন্তর ঠাণ্ডা হয়।
কিন্তু এক সময় তো আপনি মারা যাবেন। আর আমিও মারা যাবো। আপনি জান্নাতে নবীদের সাথে উচ্চ পর্যায়ে থাকবেন। আর আমি যদি খুব কষ্ট করে জান্নাতে যেতেও পারি, তবে অনেক নীচু পর্যায়ে থাকবো। হে আল্লাহর নবী! আপনাকে ছাড়া জান্নাত কীভাবে জান্নাত হতে পারে!"
রাসূল(সাঃ) জবাব দিতে পারলেন না।
স্তব্ধ হয়ে রইলেন।
জিবরাইল (আঃ) উত্তর দিতে আসমান থেকে নেমে আসলেন।বললেনঃ
“ আপনার অনুসারীদের বলুন! মানুষ তো তার সাথেই জান্নাতে থাকবে যাকে সে দুনিয়াতে সবচেয়ে বেশী ভালোবাসে।”
ভালো পথে চলুন।
ভালো মানুষের সাথে চলাফেরা করুন।
আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত সহজ ও সুন্দর করে দিন।
হে আল্লাহ্ ,
সামনের রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত বাড়িয়ে দিন
এবং তা পূর্ন করার তৌফিক দিন।
আজ ২৫শে রমজান।
আজকেও শবে কদর এর রাত হয়ে যেতে পারে,
তাই বেশি বেশি করে এই দোয়া পরুন।
"আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুউন, তুহ্বিব্বুল আ'ফওয়া, ফাআ'ফু আ'ন্নি।"
অর্থঃ "হে আল্লাহ্, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন। অতএব আমাকে ক্ষমা করে দিন। "
আসুন আমরা আল্লাহ্ কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি।
রমজান মাসের শেষ দশ দিনের বিজোড় রাত্রি গুলো
২১, ২৩, ২৫, ২৭, ২৯ মধ্যে যেকোন ১ রাত হচ্ছে লাইলাতুল কদর। তাই এই সময় মূল্যায়ন করুন।
আল্লাহ্ আমাদের সবাইকে হাশরের কঠিন সময়ে হেফাযত করুন।
আমিন
মৃত্যুর পর সবার একটাই আফসোস হবে,
"হায়! আফসোস! আখিরাতের জন্য যদি কিছু করতাম!"
Click here to claim your Sponsored Listing.
★★★Taqwa Brand★★★
Our All kind Of T-Shirt Are 100% Export Quality And 100% Quality Control T-Shirt.
Product Details:
We Provide 100% Cotton & Taiwan CVC Fabric
Color: As same as picture.
�Size Measurement Chart: (Inch).
S: Length:26″, Chest: 34″
M: Length:27″, Chest: 36″
L: Length:28″, Chest: 38″
XL: Length:29″ , Chest: 40″
XXL: Length:30″, Chest: 42″
✔ সম্পূর্ণ নতুন আঙ্গিকে
জমজমাট কালেকশন মনকড়া ডিজাইন।
Category
Contact the business
Telephone
Website
Address
East Jurain, Dhaka-1204
Dhaka