Baadsha

Sub inspector (UB)
Dhaka Metropolitan police, DMP

15/07/2024

অরগানাইজড ক্রাইম, ক্রাইম এগেইনস্ট প্রপার্টি সহ সকল ধরনের ক্রাইম প্রিভেনশনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের, কাফরুল থানার সমগ্র এলাকা সিসিটিভির ক্যামেরার আওতায়।

30/03/2024

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Photos from Baadsha's post 18/01/2024

ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ সার্কুলার।

20/10/2022

পুলিশ তুমি কার 🤐

Photos from Baadsha's post 10/10/2022

নিরন্তর অভিনন্দন ও শুভ কামনা
ঢাকা রেঞ্জের শ্রদ্ধেয় ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার স্যার
অতিরিক্ত আইজি, ট্যুরিস্ট পুলিশ হিসেবে পদায়নকৃত হয়েছেন।

04/10/2022

শখের বশে অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও সংরক্ষণ করেন অনেকে। কিন্তু মোবাইল ফোন যখন হারিয়ে যায় তখন ওই ভুক্তভোগী মোবাইলের চেয়ে বেশি ভোগেন অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও নিয়ে। তাই মোবাইল ফোনে কেউ এসকল ছবি না রাখাই শ্রেয়। মোবাইল ফোন হারিয়ে/চুরি/ ছিনতাই হয়ে গেলে তৎক্ষনাত ওই ফোনের imei নাম্বার সহকারে নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

Photos from Baadsha's post 30/09/2022

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম স্যার

30/09/2022

দখলদারি সূত্রে ভুমির মালিকানা নিষিদ্ধ! দলিল যার মালিকানা তার

"নতুন ভূমি আইন-২০২২"

10/08/2022

পুলিশের প্রত্যেক টা সদস্য জানে এই বুটের ঠক ঠক শব্দে কত আবেগ অনুভূতি ভালো লাগা ও ত্যাগ মিশে থাকে।

02/08/2022

লস প্রজেক্ট 🥱

30/07/2022

পুলিশ ভেরিফিকেশন! যে সকল বিষয়ে তদন্ত করা হয়।
পলিশ ভেরিফিকেশনের সময় সাধারণত প্রার্থীর যে সকল বিষয়ে তদন্ত করা হয়, সেগুলাে হলাে ঃ
১। প্রার্থীর পুরাে নাম
২। প্রার্থীর জাতীয়তা
৩। প্রার্থীর পিতার পুরাে নাম ও জাতীয়তা
৪। প্রার্থীর স্থায়ী ঠিকানা (বাড়ির দলিলের কপি বা বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ওয়াসার বিল/টেলিফোন বিল, ইত্যাদির কপি)
৫। প্রার্থীর বর্তমান বাসস্থলের ঠিকানা
৬। প্রার্থীর বৈবাহিক অবস্থা
৭। প্রার্থী বিগত ৫ (পাঁচ) বছর যেসব ঠিকানায় অবস্থান করেছেন সেগুলাের ঠিকানা
৮। প্রার্থীর জন্ম তারিখ (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সার্টিফিকেট বা জন্ম সনদ) ৯। প্রার্থীর জন্মস্থান (গ্রাম, ইউনিয়ন, থানা/উপজেলা, জেলা ইত্যাদি)
১০। প্রার্থীর ১৫ (পনের) বছর বয়স হতে যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে (বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ইত্যাদি) অধ্যয়ন করেছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য।
১১। প্রার্থী যদি কোনাে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত, স্থানীয় সরকারের কোনাে সংস্থা বা বেসরকারি প্রতিষ্ঠানে পূর্বে চাকুরি করে থাকেন বা বর্তমানে কর্মরত থেকে থাকেন, সেগুলাের তথ্য।
১২। প্রার্থী মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা/নাতি/নাতনি কিনা?
১৩। প্রার্থী অন্য কোনাে কোটাধারী কিনা?
১৪। প্রার্থীর কোনাে ধরণের প্রতিবন্ধীতা আছে কিনা?
১৫। প্রার্থী ফৌজদারি, রাজনৈতিক, বা অন্য কোনাে মামলায় অভিযুক্ত, গ্রেফতার, বা দন্ডিত এবং নজরবন্দি বা কোনাে বিধিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থা হতে বহিঃষ্কার হয়ে থাকলে তার তথ্য।
১৬। প্রার্থীর নিকট আত্বিয়-স্বজন (পিতা, মাতা, ভাই, বােন, আপন মামা, চাচা, খালু, ইত্যাতি বা শশুরের দিকের অনুরূপ কোনাে নিকট আত্বিয়) বাংলাদেশ সরকারের কোনাে সংস্থা বা প্রতিষ্ঠানে চাকুরিরত থাকলে সেগুলাের তথ্য।
১৭। প্রার্থী কোনাে মামলায় সাজাপ্রাপ্ত বা নৈতিক স্খলনের রেকর্ড রয়েছে কিনা?
১৮। প্রার্থী ইতােপূর্বে কোনাে সরকারি চাকুরি থেকে বরখাস্ত হয়েছেন কিনা?
১৯। প্রার্থী কোনাে রাষ্ট্রদ্রোহী বা নাশকতামূলক কর্যকলাপে জড়িত আছেন/ছিলেন কিনা?
২০। প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান।
২১। এছাড়াও আবেদনের ধরণ অনুযায়ী প্রাসঙ্গিক ও প্রয়ােজনীয় অন্য যেকোনাে বিষয়ে তদন্ত হতে পারে।
নিজে সচেতন হই অন্যকে সচেতন করি নিরাপদ জীবন গড়ি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স, বাংলাদেশ পুলিশ
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

28/07/2022
27/07/2022

জামিনযোগ্য অপরাধের ধারা সমূহ:
পেনাল কোড-১৮৬০ এর
৩৩৪-৩৫২, ৩৫৪, ৩৫৫. ৩৫৭-৩৬৩, ৩৭০, ৩৭৪, ৩৮৪, ৩৮৮, ৩৮৯, ৪০৩, ৪০৪, ৪১৭-৪৩৫, ৪৪৭, ৪৪৮, ৪৫১, ৪৬১-৪৬৫, ৪৬৯-৪৭৫, ৪৭৭ক-৪৮৯, ৪৮৯গ, ৪৯১, ৪৯৪-৫০৪, ৪০৬-৫১০।
জামিন অযোগ্য অপরাধের ধারা সমূহ:
পেনাল কোড-১৮৬০ এর
৩৫৩, ৩৫৬, ৩৬৪, ৩৬৪ক, ৩৬৫, ৩৬৬ক, ৩৬৬খ-৩৬৯, ৩৭১-৩৭৩, ৩৭৬-৩৮২, ৩৮৫-৩৮৭, ৩৯২-৪০২, ৪০৬-৪১৪, ৪৩৬-৪৪০, ৪৪৯, ৪৫০, ৪৫২-৪৬০, ৪৬৬-৪৬৮, ৪৮৯ক, ৪৮৯খ, ৪৮৯ঘ, ৪৯৩, ৫০৫, ৫০৫ক, ৫১১।
মৃত্যু দন্ডের ধারাসমূহ:
পেনাল কোড-১৮৬০ এর
১২১, ১৩২, ১৯৪, ৩০২, ৩০৩, ৩০৫, ৩২৬-ক, ৩৬৪-ক, ৩৯৬ দন্ডবিধির মোট ৯টি ধারায় এবং আরো কয়েকটি বিশেষ আইনের ধারায়ও মৃত্যুদন্ডের বিধান রয়েছে যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, এসিড অপরাধ দমন আইন ২০০২, ইত্যািদি।
যাবজ্জীবন কারাদন্ডের ধারাসমূহ:
পেনাল কোড-১৮৬০ এর
১২১, ১২১-ক, ১২২, ১২৪-ক, ১২৫, ১২৮, ১৩০, ১৩২, ১৯৪, ১৯৫, ২২২, ২২৫
(মৃত্যুদন্ডে দন্ডিত ব্যক্তিকে আইনসঙ্গত হেফাজতে বাধা দিলে), ২৩২, ২৩৮, ২৫৫, ৩০২, ৩০৪, ৩০৫, ৩০৭, ৩১১, ৩১৩, ৩২৬, ৩২৬-ক, ৩২৯, ৩৬৪, ৩৬৪-ক,
৩৭১, ৩৭৬, ৩৭৭, ৩৮৭, ৩৮৮, ৩৮৯
(সম্পত্তি আদায়ের জন্য কারাদন্ডে দন্ডনীয় অপরাধে অভিযুক্ত করার অস্বাভাবিক ভয় দেখালে), ৩৯৪-৩৯৬, ৪০০, ৪০৯, ৪১২, ৪১৩, ৪৩৬, ৪৩৮, ৪৪৯, ৪৫৯, ৪৬০, ৪৬৭, ৪৭২, ৪৭৪, ৪৭৫, ৪৭৭, ৪৮৯-ক, ৪৮৯খ, ৪৮৯-ঘ, ধারা।
এছাড়া বিশেষ কয়েকটি আইনের ধারায়ও যাবজ্জীবন কারাদন্ডের বিধান রয়েছে।
শুধুমাত্র বিনাশ্রম কারাদন্ডের ধারাসমূহ:
১৬৩, ১৬৬, ১৬৮, ১৬৯, ১৭২, ১৭৩, ১৭৪, ১৭৫, ১৭৬, ১৭৮, ১৭৯, ১৮০, ১৮৭, ১৮৮, ২২৩, ২২৫-ক(খ), ২২৮, ২৯১, ৩০৯, ৩৪১, ৩৫৮, ৫০৯, ৫১০
শুধুমাত্র জরিমানা দন্ডের ধারাসমূহ:
১৩৭, ১৫৪, ১৫৫, ১৫৬, ১৭১ছ, ১৭১জ, ১৭১ঝ, ২৬৩ক, ২৭৮, ২৮৩, ২৯০।

ফৌজদারী কার্যবিধি ২য় তফসিলে উল্লেখিত রয়েছে যে, দন্ডবিধি ব্যতীত অপর কোন আইনে শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে উক্ত আইনে ভিন্ন কোন বিধান না থাকলে অপরাধটি যদি দুই বছরের কম শাস্তিযোগ্য কিংবা কেবল অর্থদন্ড প্রদানযোগ্য হয় তবে উক্ত অপরাধটি জামিনযোগ্য হবে।

26/07/2022

মাদক আইনের অপরাধ ও শাস্তির বিষয়টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করা আছে।

18/07/2022

নিয়তির নির্মমতায় হতভম্ব শিশু!
ট্রাক চাপায় পরিবারের ৩ সদস্যই চলে গেছেন অথচ গর্ভ থেকে ফেটে এসেও আলহামদুলিল্লাহ সুস্থ।

অবশ্যই মহান আল্লাহই যেভাবে বাঁচিয়েছেন সেভাবেই বড় করে তুলবেন💜
অনেক বড় হও তুমি💜

08/07/2022

দুর্ঘটনায় বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষন করে কিভাবে হাসপাতালে আনবেনঃ
কোরবানির ঈদে অনেক অপেশাদার সাধারন মানুষ পশুর মাংস প্রস্তুতে নিযুক্ত হন।কাটাকাটির অভিজ্ঞতা না থাকায় অনেকেই দুর্ঘটনার শিকার হন।বিশেষ করে ভারি ধারালো অস্ত্র দিয়ে সজোড়ে হাড় কাটার সময় কারো পুরো আঙ্গুল হয়ত বিচ্ছিন্ন হয়ে যায়।কোরবানির ঈদে এই ঘটনা বিরল নয়।প্রতি বছর ই বড় ঈদে দেশের প্লাস্টিক সার্জনদের কাছে এমন অনেক কেস আসে।কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে না পারায় এবং সঠিক পদ্ধতিতে সংরক্ষন করে না আনায় অধিকাংশ ক্ষেত্রে কাংখিত ফলাফল দেয়া সম্ভব হয় না।
শুধু কোরবানির কাটাকাটি ছাড়া ও মারামারি বা রোড ট্রাফিক এক্সিডেন্টে ও কারো অঙ্গ বিচ্ছিন্ন হতে পারে। বিচ্ছিন্ন অঙ্গ কেউ পুণঃসংযোজন করতে চাইলে আসতে হবে মাইক্রোসার্জারিতে পারদর্শী একজন প্লাস্টিক সার্জনের কাছে।আমরা সাধারন মানুষ বিচ্ছিন্ন অঙ্গের সংরক্ষন পদ্ধতি জানিনা এবং কত সময়ের মধ্যে আসতে হবে তাও জানিনা।
বিচ্ছিন অঙ্গটি (আঙ্গুল,হাত বা পা) প্রথমেই নরমাল স্যালাইন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।নরমাল স্যালাইন পাওয়া না গেলে পরিষ্কার পানি দিয়ে খুব দ্রুত পরিষ্কার করে নিলেও চলবে।তারপর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে শুকিয়ে ফেলতে হবে।শুকনো অঙ্গটি একটি পরিষ্কার পলিথিনে ভরে পলিথিনের মুখ ভালভাবে আটকে নিতে হবে।অতপর একটি আইস বক্সে বরফ দিয়ে সেখানে পলিথিনে ভরা অঙ্গটি সংরক্ষন করতে হবে।যদি আইস বক্স না পাওয়া যায় সেক্ষেত্রে অন্য একটি পলিথিনে বরফ নিয়ে তার ভিতর পলিথিনে মোড়ানো অঙ্গটি সংরক্ষন করা যাবে।
বরফ দেয়ার উদ্দেশ্য হল দীর্ঘ সময় যেন সতেজ থাকে অঙ্গটি।তাই পরিবহনের সময় প্রয়োজনে মাঝপথে বরফ সংযোজন করা যাবে।
অঙ্গহানির ৬ ঘন্টার মধ্যে নির্দিষ্ট হাসপাতালে পৌঁছাতে হবে।এই ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়।তাই সবচে ভাল হয় যদি রওয়ানা দেয়ার পুর্বেই মাইক্রোসার্জারিতে অভিজ্ঞ একজন প্লাস্টিক সার্জনের সাথে ফোনে যোগাযোগ করে রওয়ানা দেয়া যায়,যাতে সেই সময়ের মধ্যে সার্জন তার টিম ও অপারেশন থিয়েটার প্রস্তুত করে ফেলতে পারে।

© ডা. কামরুল ইসলাম মামুন

কিছুদিন আগে চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্য জনি খানের হাতের কব্জি জোড়া লাগিয়েছিলেন জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউটের হ্যান্ড অ্যান্ড মাইক্রোসার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক ডা. সাজেদুর রেজা ফারুকী।

এ ছাড়াও আছেন ডা. গোলাম ফারুক যিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল (মিরপুর) এ বসেন।

ডা. আর আর কৈরি (জাতীয় পঙ্গু হাসপাতাল)

শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন, কার কখন কাজে লাগে বলা যায় না।

Photos from Baadsha's post 28/06/2022

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-Voce)-এর ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd-এ ফলাফল পাওয়া যাবে।

বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২,৫৫০ জন প্রার্থীর মধ্য থেকে জাতীয় মেধার ভিত্তিতে ৮৭৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বলে বিবেচিত হলেই এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের নিয়োগ শর্ত ও পরীক্ষা পদ্ধতি আধুনিকীকরণসহ যুগোপযোগীকরণের লক্ষ্যে পুলিশ রেগুলেশনস্, ১৯৪৩ এর প্রবিধান-৭৪১ এ উল্লিখিত নিয়োগ পদ্ধতিসহ প্রযোজ্য শর্তাদি সংশোধনকরত এস.আর.ও নং-২৭১-আইন/২০২১ মূলে গত ১০ আগস্ট ২০২১ তারিখে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তৎপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর ২০২১ তারিখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২১ বিজ্ঞপ্তি ৩টি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থী অনলাইন রেজিস্ট্রেশন করলে তাদের মধ্যে উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং-এ ৪৮০২৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৮-১৯ ডিসেম্বর ২০২১ তারিখে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা Physical Endurance Test (PET)-৮টি রেঞ্জ কর্তৃক নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয় এবং উক্ত পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯৭৮ জন প্রার্থীগণের ৩টি বিষয়ের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত ৮-১০ জানুয়ারি ২০২২ তারিখে ৮টি রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং ৩৪৩৬ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীর Computer Competency Test (কম্পিউটার দক্ষতা পরীক্ষা) বিগত ৫-৮ এবং ১৩-১৫ মার্চ ২০২২ পর্যন্ত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হয় এবং সর্বমোট ২৫৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয় যাদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-Voce)-এর কার্যক্রম ৯ মে ২০২২ হতে ৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত পরীক্ষাসূচি অনুযায়ী সম্পন্ন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্ব ও সুযোগ্য পরিচালনায় ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ৪০ বছর পর এবারই প্রথম সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনার মাধ্যমে বিশ্বায়নের এ যুগে তথ্য-প্রযুক্তির মৌলিক জ্ঞান চর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকালে অধিকতর সক্ষম ও কারিগরিভাবে দক্ষ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ‘বেস্ট অব দ্য বেস্টস (সেরাদের সেরা)’ প্রার্থী নিয়োগ করা সম্ভব হয়েছে, যার সুফল দেশ ও দেশের জনগণ ভোগ করবেন মর্মে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আশাবাদ ব্যক্ত করেছেন।

20/06/2022

এই ছবিটা দিয়ে প্রথম আলো শিরোনাম করেছে,"ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে আসছিল পুলিশের একটি জিপ। এ সময় গাড়িটির গতি রোধ করে এক মোটর সাইকেল চালক প্রতিবাদ করায় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।"
জনগণ আশা করে দেশের সরকারী সেবাদাতা প্রতিষ্ঠান গুলো যেকোন সমস্যায় খুব তাড়াতাড়ি সাড়া দিবে। ৯৯৯ এ ফোন করা মাত্র পুলিশ ঘটনাস্থলে এসে পড়বে, ফায়ার সার্ভিসের কর্মীরা আসবে, এ্যাম্বুলেন্স হাজির হবে।
কিন্তু ঢাকা শহরের তীব্র জ্যামে জরুরি প্রয়োজনে তারা যদি ঘটানাস্থলে উল্টোপথে যায় এক শ্রেণীর মানুষ সেটাকে ইস্যু করে পরিস্থিতি গরম করে। যেমন করেছে প্রথম আলো।
পুলিশ, ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স এগুলো জাতীয় জরুরি সেবা। এ সব সেবাদাতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমাদের সহানুভূতি না থাকে তবে বিপদগ্রস্ত লোকজন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবে।

Photos from Baadsha's post 09/06/2022

মাছ ধরতে নেমে ড্রেনে আটকে পড়ল তিন শিশু-কিশোর, ৯৯৯ নম্বরে ফোন কলে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানে জীবিত উদ্ধার

যশোরের কোতোয়ালী থানাধীন তেঁতুলতলা রেলগেট থেকে খালিদ হাসান নামে একজন কলার ৭ জুন মঙ্গলবার ২০২২ বেলা সোয়া তিনটায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চেয়ে অনুরোধ জানান। কলার জানান সেখানে ড্রেনের ভিতর কয়েকটি শিশু আটকা পড়েছে। তিনি শিশুদের কান্নাকাটি ও বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পাচ্ছিলেন। ড্রেনের ছোট্ট একটি ফোকর দিয়ে তিনি কান্নারত এক শিশুকে দেখতে পেয়েছেন, তার থেকে জানতে পেরেছেন ড্রেনের ভিতরে আরো দুই শিশু রয়েছে তার সাথে।

৯৯৯ কলটেকার কনষ্টেবল মোসাম্মৎ ফাতেমা আক্তার কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল ফাতেমা তাৎক্ষণিকভাবে যশোর ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানায়। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ আল আমিন কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। ড্রেনে নামার আর কোন পথ না থাকায় ঢালাই করা ড্রেনের কংক্রিট স্ল্যাব ভাঙ্গার প্রয়োজন হয়ে পড়ে উদ্ধারকারী দলের। এরপর ড্রেনে বিষাক্ত গ্যাস থাকার ঝুঁকি উপেক্ষা করে ফায়ার সার্ভিস উদ্ধারকারীরা ড্রেনে নেমে প্রথমে এক কিশোরকে উদ্ধার করে। এরপর ড্রেনের ভেতর অর্ধ কিঃমিঃ দূর থেকে আরো দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ড্রেনটির উচ্চতা সাত ফুট প্রস্থ তিন ফুট এবং দৈর্ঘ্য দুই কিমিঃ বলে জানা যায়। শিশু-কিশোর তিনজন মাছ ধরার জন্য ড্রেনে নেমেছিল, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে অনেক দূর চলে আসার পর অন্ধকার ড্রেনের ভেতর তারা দিক ও পথ হারিয়ে ফেলে বলে জানা যায়। উদ্ধারকৃত শিশু-কিশোর তিনজন হলো ১. নিরব (১৪), ২. হৃদয় (১৯) ও নয়ন (১৩)

ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক,যশোর জনাব মনোরঞ্জন সরকার ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।

৯৯৯ দেশের যে কোন প্রান্তে চব্বিশ ঘন্টা নাগরিকের জরুরী মুহুর্তে ও প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও এম্ব্যুল্যান্স সেবা প্রদানে বদ্ধপরিকর।

ধন্যবাদান্তে,

আনোয়ার সাত্তার
পুলিশ পরিদর্শক
ফোকাল পার্সন মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ন্যাশনাল ইমার্জেন্সী সার্ভিস ৯৯৯

08/06/2022

কালকে তো দেখলাম পুলিশ মারার ভিডিও ভাইরাল হওয়ার পর জনগণের উদযাপন, তৃপ্তি আর সাথে না জেনেই তাদের বিরুদ্ধে ১০হাজার টাকা চাঁদাবাজি ও নারী লাঞ্চনার অভিযোগ।।

আজকে দেখেন সেই ট্রাফিক সার্জেন্টের বডি অন ক্যামেরার ভিডিও।।

তারপর যারা যারা না জেনে মন্তব্য করেছিলেন গতকালকে আজকে খুঁজেন কোথায় কোথায় মন্তব্য করে আসছেন।।

পুলিশ মারার আনন্দে ঈদ উদযাপনের পর যখন আবার সেই পুলিশের কাছেই যেকোন বিপদে মোবাইল করে সাহায্য চান তখন আপনাদের কি লজ্জা হয়?? খুব জানতে ইচ্ছা করে।।
কারন ডেইলি অনেক ফোন পাইতো !!! কখনো তো ফোন করে গালি দিতে শুনি না, আকুতি মিনতি করতেই শুনি শুধু।। তখন তো পারলে পা-ও জড়ায় ধরেন মোবাইলে প্লিজ বলতে বলতে।।
সরি টু সে, আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড পার্সোনালিটি নিতে বদ হজম হয় আমাদের!!

Photos from Baadsha's post 07/06/2022

র/ক্ত আমার থেকে নেন ভাইয়া
আমিতো টাকা দিয়ে পারছি না র/ক্ত দিয়ে সাহায্য করি। ৪ টি গাড়ি পরিবর্তন করে ব্লা/ড দিতে ছুটে এসেছেন
মেহরাজ ভাই।
রোগীও র/ক্তদাতার জন্য দোয়া করবেন।
জয় হোক মানবতার 💔
সকল সত্যিকার র/ক্তদাতার মন এমনই উদার হয় ❤️

Photos from Baadsha's post 05/06/2022

পা হারিয়েও আমাদের পুলিশ সদস্য নির্বিকার। যেন মনে মনে বলছেন, 'অগ্নিদগ্ধ ভাই-বোনদের জন্য কিছু করতে পারলাম না।'
মনকষ্ট নিবেন না। আপনি হেরে যাননি, বরং মানবতাকে জয় করেছেন।
কর্তব্য পালন করতে গিয়ে নিহত পুলিশ সদস্যসহ,ফায়ারসার্ভিস কর্মী,উদ্ধার কাজে অংশগ্রহণ করে যারা নিহত এবং আহত হয়েছেন সকলের জন্য অশেষ দোয়া ও সহমর্মিতা জানাচ্ছি। আপনাদের এই ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে আজীবন। আল্লাহ্ নিহতদের পরিবারকে ধৈয্য ধরার তৌফিক দান করুন।
আল্লাহ্ উত্তম হেফাযতকারী এবং তিনিই সর্বাধিক দয়ালু।

Photos from Baadsha's post 31/05/2022

পুলিশ সুপার থেকে ৪৩ জন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত স্যারদের প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from Baadsha's post 30/05/2022

"জাতির সূর্য সন্তান এস আই প্রিয় সমীরণ স্যার"

কর্তব্যরত অবস্থায় পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক রোড আ্যকসিডেন্টে পতিত হয়ে আমাদের সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি জমালেন।ভালো থাকবেন ওপারে ,অনেক ভালো থাকবেন ।
স্যালুট জানাই আপনাকে,লাল সবুজের পতাকা জড়ানো স্যালুট।

দুর্ঘটনায় গুরুতর আহত এসআই সওকত মাসুদ, এসআই সুলেমান, এএসআই জাহাংগীর ,কন্সটেবল মাসুক, কন্সটেবল আজিজ সবাইকে আল্লাহ যেন মেহেরবানি করে সুস্থ করে দেন সেই প্রার্থনা করি ।আল্লাহ শোক সন্তপ্ত পরিবারবর্গকে শোক বইবার শক্তি দিন।আমিন

21/05/2022

কারোর চুরি হওয়া মোবাইলের সাথে এসব ফোনের আইএমইআই মিলে গেলে প্রয়োজনীয় কাগজপত্রসহ মামলার তদন্তকারী ডিবি কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন (01320-045667) স্যারের নম্বরে যোগাযোগ করা জন্য অনুরোধ করা হলো।

এক ফোনের সূত্রধরে ১৫৮টি চোরাই মোবাইল উদ্ধার।
চোরাই উদ্ধারকৃত মোবাইলগুলোর আইএমইআই নম্বরসমূহ হলো-

জব্দ কপি- ১
১। আইফোন- আইএমইআই- ৩৫৫৭৭৭৯১৪২২৫২৬৭, ৩৫৫৭৭৭৯১৪৩১৩২৮৭
২। আইফোন- আইএমইআই- ৩৫৩০৭৯১০৯৮৭৭২৩, ৩৫৩০৭৯১০৯৮৫৮৪৯৫
৩। আইফোন- আইএমইআই- ৩৫৭২৬৯০৯৩২৪৩৫২৫, ৩৫৭২৬৯০৯৩১৪৪১১১
৪। আইফোন- আইএমইআই- ৩৫৭৩৭৩৩০৯৪৭২৭১১২, ৩৫৭৩৭৩০৯৫০৪৭৭৬৭
৫। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬০৭৩৩০৫২৪৯২৯৫১, ৮৬০৭৩৩০৫২৪৯২৯৪৪
৬। অপ্পো মোবাইল (গোল্ডেন কালার) আইএমইআই- ৮৬৬৫৫৮০৩৫৩৬৩৩৩২, ৮৬৬৫৫৮০৩৫৩৬৩৩২৪
৭। অপ্পো মোবাইল (সিলভার কালার) আইএমইআই- ৮৬৬৮৯৯০৫১৫৮৯৩৯৬, ৮৬৬৮৯৯০৫১৫৮৯৩৮৮
৮। অপ্পো (অফ হোয়াইট কালার) আইএমইআই- ৮৬৫৪২৪০৫৮০৩১৭৫৩, ৮৬৫৯২৪০৫৮০৩১৭৪৬
৯। অপ্পো মোবাইল (সিলভার কালার) আইএমইআই- ৮৬৩৭৮২০৫১৭৮৮২৫৪, ৮৬৩৭৮২০৫১৭৮৮২৪৭
১০। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৮৮৯৬০৫০৮৯৯৬১৮,৮৬৮৮৯৬০৫০৮৯৯৬০০
১১। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬০৭৩৩০৫৬৩৫০৮৯০, ৮৬০৭৩৩০৫৬৩৫০৮৮২
১২। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৬২০৬০৫১৪০৭৭৫৩, ৮৬৬২০৬০৫১৪০৭৭৪৬
১৩। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৩৭৮২০৫৭৯৪৯৯৯১, ৮৬৩৭৮২০৫৭৯৪৯৯৮৩
১৪। অপ্পো মোবাইল (ব্লু কালার) আইএমইআই- ৮৬১০১৪০৫৪৭০৯৬৯৫, ৮৬১০১৪০৫৪৭০৯৬৮৭
১৫। অপ্পো মোবাইল (সিলভার কালার) আইএমইআই- ৮৬১৯৩২০৫৭১০০৩৫৮, ৮৬১৯৩২০৫৭১০০৩৪১
১৬। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৬৫৯২০৫২৬২৫৬৫৩, ৮৬৬৫৯২০৫২৬২৫৬৪৬
১৭। অপ্পো মোবাইল (গোলাপী কালার) আইএমইআই- ৮৬৮৬১৫০৫৪২৪৩৬৩৮/৪১, ৮৬৮০১৫০৫৪২৪৩৬২০/৪১
১৮। অপ্পো মোবাইল (সিলভার কালার) আইএমইআই- ৮৬১০৬৬০৫৬৩৮৪৮৫১, ৮৬১০৬৬০৫৬৩৮৪৮৪৪
১৯। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৬০৩০০৫০১৮৫৮৭৫, ৮৬৬০৩০০৫০১৮৫৮৬৭
২০। অপ্পো মোবাইল (সিলভার কালার) আইএমইআই- ৮৬১৯৩২০৫৫১১৭১৭২,৮৬১৯৩২০৫৫১১৭১৬৪
২১। অপ্পো মোবাইল (লাল কালার) আইএমইআই- ৮৬৯২৬০০৩৫৯৭৭৯৯০,৮৬৯২৬০০৩৫৯৭৭৯৮২
২২। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৮০৬৬০৫২১৯২৭১৫, ৮৬৮০৬৬০৫২১৯২৭০৭
২৩। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৬০৩০০৫৮১৪৩৬৫২, ৮৬৬০৩০০৫৮১৪৩৬৪৫
২৪। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৮২২২০৫৩৫৭০০৩৩, ৮৬৮২২২০৫৩৫৭০০২৫
২৫। অপ্পো (অফ হোয়াইট কালার) আইএমইআই- নাই।
২৬। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৮০৬৬০৫০৬৯৬২৩৮, ৮৬৮০৬৬০৫০৬৯৬২২০
২৭। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬২৭১৯০৪৭২৭৮৯৯১, ৮৬২৭১৯০৪৭২৭৮৯৮৩
২৮। অপ্পো মোবাইল (ব্লু কালার) আইএমইআই- ৮৬৬৮৩০০৪৫৬৮০২৩১, ৮৬৬৮৩০০৪৫৬৮০২২৩
২৯। অপ্পো মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৯৯৫৯০৪০১৩০৯৩৯, ৮৬৯৯৫৯০৪০১৩০৯২১
৩০। মোবাইল ফোন আইএমইআই- ৮৬২৩৮৪০৫১২৫৫৬৭২/০০, ৮৬২৩৮৪০৫১২৫৫৬৮০/০০
৩১। রেডমি মোবাইল আইএমইআই- ৮৬৩১১৮০৪১৬৮৮০৩৩, ৮৬৩১১৮০৪১৬৮৮০৪১
৩২। রেডমি (ব্লু কালার) আইএমইআই- ৮৬৮২৬৯০৪৫০৪৭২৯৯, ৮৬৮২৬৯০৪৫৫৪৭২৯৮
৩৩। রেডমি (ব্লু কালার) আইএমইআই- ৮৬৪৭৮২০৪৭৯০৫৯৩৫, ৮৬৪৭৮২০৪৭৯০৫৯৪৬
৩৪। মোটোরোলা (সবুজ কালার) আইএমইআই- ৩৫৭৬৪৫১৩১৪৪৪৫৩২/১৪, ৩৫৭৬৪৫১৩১৪৪৪৫৪০/১৪
৩৫। এমআই মোবাইল আইএমইআই- ৮৬৮১৯৯০৩০৬৮৪২৭৯, ৮৬৮১৯৯০৩১৫১৪২৭৭
৩৬। মোটোরোলা (কালো কালার) আইএমইআই- ৩৫৬৬৬৫৬৮১১১৮০৫৫/০৮, ৩৫৬৬৬৫৬৮১১১৮০৬৩/০৮
৩৭। রেডমি (গ্রে কালার) আইএমইআই- ৮৬৯৯৫৬০৫১১২৭০৬৯, ৮৬৯৯৫৬০৫১১২৭০৭৭
৩৮। রেডমি মোবাইল আইএমইআই- ৮৬৮০৩৪০৫৩৪৭৪৬৪৯, ৮৬৮০৩৪০৫৩৪৭৪৬৫৬
৩৯। এমআই (ব্লু কালার) আইএমইআই- ৮৬২৩৮৪০৫৮১২৪০৭৯/০০, ৮৬২৩৮৪০৫৮১২৪০৮৭/০০
৪০। রেডমি (ব্লু কালার) আইএমইআই- ৮৬০৩৭০০৫৩৪৯৭৯৪৩/১০, ৮৬০৩৭০০৫৩৪৯৭৯৫০/১০
৪১। মোটোরোলা (আকাশি কালার) আইএমইআই- ৩৫৭১৭৫৯৩১৩০৩৭৭৯/১৯, ৩৫৭১৭৫৯৩১৩০৩৭৮৭/১৯
৪২। মোটোরোলা (আকাশি কালার) আইএমইআই- ৩৫৭২১৮১০১১০৮৯৩১/২৫, ৩৫৭২১৮১০১১০৮৯৪৯/২৫
৪৩। মোটোরোলা (আকাশি কালার) আইএমইআই- ৩৫১৬২৮১১৩২৪৭৮২২/১৩, ৩৫১৬২৮১১৫২৪৭৮২০/১৩
৪৪। রেডমি (ব্লু কালার) আইএমইআই- ৮৬৫৫৫২০৪২৬৪১২১১/০১, ৮৬৫৫৫২০৪২৬৪১২২৯/০১
৪৫। রেডমি (সাদা কালার) আইএমইআই- ৮৬৯৩৭৯০৫০৪১৫৮৮২/০১, ৮৬৯৩৭৯০৫০৪১৫৮৯০/০১
৪৬। রেডমি (আকাশি কালার) আইএমইআই- ৮৬৯০০৯০৪৬৪৮০৭৩৮, ৮৬৯০০৯০৪৬৪৮০৭৪৬
৪৭। রেডমি (ব্লু কালার) আইএমইআই- ৮৬৭৩৮১০৪২৪১৫২১২, ৮৬৭৩৮১০৪২৪১৫২২০
৪৮। রেডমি (ক্রিম কালার) আইএমইআই- ৮৬৭৪৯৬০৪২৯৪৬৩৫২, ৮৬৭৪৯৬০৪২৯৪৬৩৬০
৪৯। রেডমি (আকাশি কালার) আইএমইআই- ৮৬৫০০৮০৫৯২৩৭৮৪৯/১০, ৮৬৫০০৮০৫৯২৩৭৮৫৬/১০
৫০। রেডমি (কালো কালার) আইএমইআই- ৮৬৮৯১৫০৫৯৬৫৮৮৪৯/০১, ৮৬৮৯১৫০৫৯৬৫৮৮৫৬/০১
৫১। রেডমি (নীল কালার) আইএমইআই- নাই
৫২। রেডমি (আকাশি কালার) আইএমইআই- ৮৬৮৬৩৮০৪৩১৩০৬৪৮, ৮৬৮৬৩৮০৪৩১৩০৬৫৫
৫৩। রেডমি (নীল কালার) আইএমইআই- ৮৬২৯২১০৪০০৯৭৯৫২, ৮৬২৯২১০৪০০৯৭৯৬০
৫৪। শাওমি (কালো কালার) আইএমইআই- ৮৬৮৪৯৪০৫৪১৮৩০১৩/০৭, ৮৬৮৪৯৪০৫৪১৮৩০২১/০৭
৫৫। রেডমি (কালো কালার) আইএমইআই- ৮৬৫১১৫০৪৪৭৬০৪১১, ৮৬৫১১৫০৪৪৭৬০৪২৯
৫৬। রেডমি (কালো কালার) আইএমইআই- ৮৬৭৯৩৬০৪৮০৫৯৭৪২, ৮৬৭৯৩৬০৪৮০৫৯৭৫৯
৫৭। রেডমি (আকাশি কালার) আইএমইআই- ৮৬৫৫৫৯০৫৫৬১৪০৬৮/১১, ৮৬৫৫৫৯০৫৫৬১৪০৭৬/১১
৫৮। এমআই মোবাইল যাহার পিছনে আইএমইআই- নাই।
৫৯। এমআই (গোন্ডেন কালার) আইএমইআই- ৮৬৭২৪৭০৪৬১২২৪৫২,৮৬৭২৪৭০৪৬১২২৪৬০
৬০। রেডমি (নীল কালার) আইএমইআই- ৮৬৫৪৪১০৪৫১১৪৭৩৩,৮৬৫৪৪১০৪৫১১৪৭৪১
৬১। রেডমি (গ্রে কালার) আইএমইআই- ৮৬৭৭৯৯০৪৬৭১১১৭১,৮৬৭৭৯৯০৪৬৭১১১৮৯
৬২। রিয়েলমি(কালো কালার) আইএমইআই- ৮৬২৪৯০০৫৪৬০৯৬৭২/৪১,৮৬২৪৯০০৫৪৬০৯৬৬০১/৪১
৬৩। রিয়েলমি(কালো কালার) আইএমইআই- ৮৬০৭০৫০৫৩১০৮১১৩/২৪,৮৬০৭৪৫০৫৩১০৮১০৫/২৪
৬৪। রিয়েলমি(কালো কালার) আইএমইআই- ৮৬৯৮২৯০৫০৬৫১০৭৬/০৭, ৮৬৯৮২৯০৫০৬৫১০৬৮/০৭
৬৫। রিয়েলমি(কালো কালার) আইএমইআই- ৮৬৯৪২৯০৫১০৫৩২৩১/০৬, ৮৬৯৮২৯০৫১০৫৩২২৩/০৬
৬৬। রিয়েলমি(ব্লু কালার) আইএমইআই- ৮৬১৮৭৬০৪২৪৫৫৩৭৯, ৮৬১৮৭৬০৪২৪৫৫৩৬১
৬৭। রিয়েলমি(ব্লু কালার) আইএমইআই- ৮৬০৬৩৫০৪৫৩০৮২৫৩, ৮৬০৬৩৫০৪৫৩০৮২৪৬
৬৮। রিয়েলমি(নীল কালার) আইএমইআই- ৮৬০৫৫৫০৪০২৯০৪৫৬, ৮৬০৫৫৫০৪০২৯০৪৪৯
৬৯। রিয়েলমি(গ্রে কালার) আইএমইআই- ৮৬১৩৩৮০৫৬৭৩১২৩৭/৪০, ৮৬১৩৩৮০৫৬৭৩১২২৯/৪০
৭০। রিয়েলমি(ব্লু কালার) আইএমইআই- ৮৬৪১৩২০৪৬৭৭২০৯৭, ৮৬৪১৩২০৪৬৭৭২০৮৯
৭১। রিয়েলমি(কালো কালার) আইএমইআই- নাই
৭২। রিয়েলমি(গ্রে কালার কালার) আইএমইআই- ৮৬৫২৫৯০৫১৫০৪৪১৯/৯৭, ৮৬৫২৫৯০৫১৫০৪৪০১/৯৭
৭৩। রিয়েলমি(আকাশি কালার) আইএমইআই- ৮৬২০৪০০৪৬৯৩৯৫৯৪/১০, ৮৬২০৪০০৪৬৯৩৯৫৮৬/১০
৭৪। রিয়েলমি(ব্লু কালার) আইএমইআই- নাই

জব্দ কপি- ২
১। রিয়েলমি(সাদা কালার) আইএমইআই- ৮৬৭৪২৯০৪০৭৮২০৩২/৫৩, ৮৬৭৪২৯০৪০৭৮২০২৪/৫৩
২। রিয়েলমি(গ্রে কালার) আইএমইআই- ৮৬০৭৫৬০৫১০১৫০৯৩/১১, ৮৬০৭৫৬০৫১০১৫০৮৫/১১
৩। ভিভো (সাদা কালার) আইএমইআই-নাই
৪। ভিভো (গ্রে কালার) আইএমইআই- ৮৬৬০৫২০৫২১৩৩৯৭৬, ৮৬৬০৫২০৫২১৩৩৯৬৮
৫। ভিভো (টুইন কালার) আইএমইআই- ৮৬৮১৮৮০৫৪৩৩৯৬৩৯, ৮৬৮১৮৮০৫৪৩৩৯৬২১
৬। ভিভো (সিলভার কালার) আইএমইআই- ৮৬৮৩৮৬০৫৬৩৩৪১৯০/১০, ৮৬৮৩৮৬০৫৬৩৩৪১৮২/১০
৭। ভিভো (সিলভার কালার) আইএমইআই- ৮৬৩৯৩৫০৫৬৭৮৭৬৫১, ৮৬৩৯৩৫০৫৬৭৮৭৬৪৪
৮। ভিভো (কালো কালার) আইএমইআই- ৮৬৬৩৮৬০৪৮৮৫১২৫৩, ৮৬৬৩৮৬০৪৮৮৫১২৪৬,
৯। ভিভো (সিলভার কালার) আইএমইআই- ৮৬৮৮৯৪০৫৫৭৫২৮১৭, ৮৬৮৮৯৪০৫৫৭৫২৮০৯
১০। ভিভো (সিলভার কালার) আইএমইআই- ৮৬৬৫৮৩০৫৭০৮১৫৩৯, ৮৬৬৫৮৩০৫৭০৮১৫২১
১১। ভিভো (নীল কালার) আইএমইআই- ৮৬৪৪৩৩০৫২৬২৫৫৫৩, ৮৬৪৪৩৩০৫২৬২৫৫৪৬
১২। ভিভো (নীল কালার) আইএমইআই- ৮৬৫২৬৫০৫৯৫৪৮১৭৫/০৯, ৮৬৫২৬৫০৫৯৫৪৮১৬৭/০৯
১৩। ভিভো (নীল কালার) আইএমইআই- ৮৬৯৬৮৫০৫৩৫৫৩২৯১, ৮৬৯৬৮৫০৫৩৫৫৩২৮৩
১৪। ভিভো (নীল কালার) আইএমইআই- ৮৬১৫৫৬০৪৭২৬৫৩৭৫, ৮৬১৫৫৬০৪৭২৬৫৩৬৭
১৫। ভিভো (সীলভার কালার) আইএমইআই- ৮৬০৬৮৮০৫৫৩১২১৭৮, ৮৬০৬৮৮০৫৫৩১২১৬০
১৬। ভিভো (নীল কালার) আইএমইআই- ৮৬৮৩৯০০৫৯৪৬৩৫৭৬, ৮৬৮৩৯০০৫৯৪৬৩৫৬৮
১৭। ভিভো (নীল কালার) আইএমইআই- ৮৬৬৭১১০৫৭৭২১৩৭০, ৮৬৬৭১১০৫৭৭২১৩৬২
১৮। ভিভো (কালো কালার) আইএমইআই- ৮৬০৭৫৩০৫১৯৮০৫৭৪/২১, ৮৬০৭৫৩০৫১৯৮০৫৬৬/২১
১৯। ভিভো (নীল কালার) আইএমইআই- ৮৬৮২৫১০৫৫৩৩৫৩৯২, ৮৬৮২৫১০৫৫৩৩৫৩৮৪
২০। ভিভো (নীল কালার) আইএমইআই- ৮৬৮২৫১০৫৬৮৬৪৯৯৪, ৮৬৮২৫১০৫৬৮৬৪৯৮৬
২১। ভিভো (সীলভার কালার) আইএমইআই- ৮৬৬৫৮৩০৫৮২১২০৫৯, ৮৬৬৫৮৩০৫৮২১২০৪২
২২। ভিভো (টুইন কালার) আইএমইআই- ৮৬১৬১২০৫৬৭৭০৭১২, ৮৬১৬১২০৫৬৭৭০৭০৪
২৩। ভিভো (আকাশি কালার) আইএমইআই- নাই
২৪। ভিভো (কালো কালার) আইএমইআই- ৮৬৮১৬৫০৫৩০৮৬২১৩, ৮৬৮১৬৫০৫৩০৮৬২০৫
২৫। ভিভো (কালো কালার) আইএমইআই- নাই
২৬। ভিভো (কালো কালার) আইএমইআই- নাই
২৭। ভিভো (গোলাপী কালার) আইএমইআই- ৮৬৬৩৮৬০৪৯৩৬১৬৯০, ৮৬৬৩৮৬০৪৯৩৬১৬৮২
২৮। ভিভো (আকাশি কালার) আইএমইআই- ৮৬৯৬৮৫০৫৩৩৫৬৯৩৫, ৮৬৯৬৮৫০৫৩৩৫৬৯২৭
২৯। ভিভো (আকাশি কালার) আইএমইআই- ৮৬৮৩২৬০৫১৭২৪১১০, ৮৬৮৩২৬০৫১৭২৪১০২
৩০। ভিভো (আকাশি কালার) আইএমইআই- ৮৬৬২৪০০৫০৪২৭২৭২, ৮৬৬২৪০০৫০৪২৭২৬৪
৩১। ভিভো (আকাশি কালার) আইএমইআই- ৮৬৮৯১৮০৫২২০৭৬১৪/১৬, ৮৬৮৯১৮০৫২২০৭৬০৬/১৬
৩২। ভিভো (আকাশি কালার) আইএমইআই- ৮৬৯৩২৯০৫৬২৬৫৬৭৪, ৮৬৯৩২৯০৫৬২৬৫৬৬৬
৩৩। ভিভো (সিলভার কালার) আইএমইআই- ৮৬৩৯৩৫০৫৩৪১৫১৭৩, ৮৬৩৯৩৫০৫৩৪১৫১৬৫
৩৪। ভিভো (সিলভার কালার) আইএমইআই- নাই
৩৫। ম্যাক্স টু জিরো (গ্রে কালার) আইএমইআই- ৮৬৪৯৫০০৫৫৭৫৪৩৭৯/০৯, ৮৬৪৯৫০০৫৫৭৫৪৩৬১/০৯
৩৬। ম্যাক্স টু জিরো (কালো কালার) আইএমইআই- ৮৬০৭৭১০৫৭০৪৭৯৩৩/০১, ৮৬০৭৭১০৫৭০৪৭৯২৫/০১
৩৭। ম্যাক্স টু জিরো (কালো কালার) আইএমইআই- ৮৬৭৪০৪০৫৪৪৫১০৫৫/০১, ৮৬৭৪০৪০৫৪৪৫১০৪৮/০১
৩৮। ম্যাক্স টু জিরো (কালো কালার) আইএমইআই- ৮৬৩৮৯৬০৫২৫১৯২৫০/১৫, ৮৬৩৮৯৬০৫২৫১৯২৪৩/১৫,
৩৯। পোকো মোবাইল (নীল কালার) আইএমইআই- ৮৬০৯৫০০৫২২১০৫২৮/০৯, ৮৬০৯৫০০৫২২১০৫৩৬/০৯
৪০। পোকো মোবাইল (গ্রে কালার) আইএমইআই- ৮৬৮৭০৩০৩০৩৯৪২৩৩, ৮৬৮৭০৩০৩০৩৯৪২৪১,
৪১। পোকো মোবাইল (নীল কালার) আইএমইআই- ৮৬৩৯১৮০৪৭০৮৪৯০৯, -৮৬৩৯১৮০৪৭০৮৪৯১৭,
৪২। হুয়াওয়ে মোবাইল (আকাশি কালার) আইএমইআই- ৮৬১৪৯০০৪৩৩৭০৬৮৪, ৮৬১৪৯০০৪৩৪০৫৬৯৬
৪৩। হুয়াওয়ে মোবাইল (সাদা কালার) আইএমইআই- ৮৬৭৫৩৭০২০৮৯১২৬৬,
৪৪। স্যামসাং মোবাইল (নীল কালার) আইএমইআই- ৩৫৮২৩৭১০২৯১০৫০৮/০১, ৩৫৮২৩৮১০২৯১০৫০৬/০১
৪৫। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- ৩৫৫০২৮১০০২৮১৯১৬/০১, ৩৫৫০২৯১০০২৮১৯১৪/০১
৪৬। স্যামসাং মোবাইল (গ্রে কালার) আইএমইআই- ৩৫১৬৭৬০৯১৪৬৩৬০৬/০২, ৩৫১৬৭৭০৯১৪৬৩৬০৪/০২,
৪৭। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- ৩৫৬০৫৫০৯১৬২৬০৭১/০২, ৫৬০৫৬০৯১৬২৬০৭৯/০২
৪৮। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- নাই।
৪৯। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- ৩৫৩৬৮০১১০৯৭৩৩৪৬/০১, ৩৫৩৬৮১১১০৯৭৩৩৪৪/০১
৫০। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- ৩৫৪০২০০৯৬৮৩৭২৫৭/০২, ৫৪০২১০৯৬৮৩৭২৫৫/০২
৫১। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- ৩৫৫০০০১১৫৮৪৪৩০১/০১, ৩৫৫০২৬১১৫৮৪৪০৩৬/০১
৫২। স্যামসাং মোবাইল (গোল্ডেন কালার) আইএমইআই- ৩৫৯৪৭৩০৭১২০৭৯৪৪/০২, ৩৫৯৪৭৪০৭১২০৭৯৪২/০২
৫৩। স্যামসাং মোবাইল (গ্রে কালার) আইএমইআই- ৩৫৮৪৫১৩২৭২৭৮৭৩৮/০১, ৩৫৯০৭৯৮৬৭২৭৮৭৩২/০১,
৫৪। স্যামসাং মোবাইল (নীল কালার) আইএমইআই- ৩৫৩৪৩১১৩০৫৬৭২২৫/০১, ৩৫৫৩০৪২২০৫৬৭২২৩/০১
৫৫। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- ৩৫১৫৭৮১০৫৯০৭৯০১/০১, ৩৫১৫৭৯১০৫৯০৭৯০৯/০১,
৫৬। স্যামসাং মোবাইল (গোল্ডেন) আইএমইআই- ৩৫৮৩৪৪০৮৪১৪২২৮০/০১, ৫৮৩৪৫০৮৪১৪২২৮৭৭/০১
৫৭। স্যামসাং মোবাইল (নীল কালার) আইএমইআই- ৩৫৩১২০৭৬৩৪২৬০৭৮/০১, ৩৫০৩৮৫৯১৩৪২৬০৭৯/০১
৫৮। স্যামসাং মোবাইল (নীল কালার) আইএমইআই- ৩৫১৭৪৩৮৫২১৩৩১৪৯/০১, ৩৫২১২৮৩৫২১৩৩১৪৮/০১
৫৯। স্যামসাং মোবাইল (আকাশি কালার) আইএমইআই- ৩৫৪৪৬৪১১৪৩২৬৪৭৩/০১, ৫৪৪৬৫১১৪৩২৬৪৭০/০১
৬০। স্যামসাং মোবাইল (গোল্ডেন কালার) আইএমইআই- ৩৫৬৩১৬০৮০২১৭৮১৩/০১, ৫৬৩১৭০৮০২১৭৮১১/০১
৬১। স্যামসাং মোবাইল (গ্রে কালার) আইএমইআই- নাই।
৬২। স্যামসাং মোবাইল (গ্রে কালার) আইএমইআই- ৩৫৬৯৭৭৫১৫১১৩১৬৪
৬৩। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- ৩৫৪৫৬৬৫৬০১১২০৬৪/০১, ৩৫৫২২৩৪৫০১২০৬৪/০১
৬৪। স্যামসাং মোবাইল (গ্রে কালার) আইএমইআই- ৩৫৫৬৫৬১০১৫১০৮৬৫/০১, ৩৫৫৬৫৭১০১৫১০৮৬৩/০১
৬৫। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- ৩৫৫২৭১১১০৩৫০৩০১/০১, ৩৫৫২১৭২১০৩৫০৩০৯/০১
৬৬। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- নাই।
৬৭। স্যামসাং মোবাইল (গ্রে কালার) আইএমইআই- ৩৫৪৫৮৬৮৫০৬০৫৭৩৪/০১, ৩৫৮৬৩০৭৮০৬০৫৭৩১/০১
৬৮। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- ৩৫১৬২৭৯৪০৩১৪৪৬৬/০১, ৫১৮৬৮৫৬০৩১৪৪৬৫/০১
৬৯। স্যামসাং মোবাইল (নীল কালার) আইএমইআই- নাই।
৭০। স্যামসাং মোবাইল (নীল কালার) আইএমইআই- ৩৫৫৩৬৮১১৩৫৩১১৯০/০১, ৩৫৫৩৬৯১১৩৫৩১১৯৮/০১
৭১। স্যামসাং মোবাইল (কালো কালার) আইএমইআই- ৩৫৫৪৫৮১১৭৪৪৯০৫৯/০১, ৩৫৫৪৫৯১১৭৪৪৯০৫৭/০১
৭২। স্যামসাং মোবাইল (বেগুনী কালার) আইএমইআই- ৩৫৫৬৯০১১৯২১৭৯৪০/০১, ৩৫৫৬৯১১১৯২১৭৯৪৮/০১
৭৩। গুগল পিক্সেল-৪ মোবাইল (গোলাপী কালার) আইএমইআই- ৫২৯৩১১০৩০৭৪০৪৩,৩৫২৯৩১১০৩০৭৪০৫০
৭৪। গুগল পিক্সেল-৪ মোবাইল আইএমইআই- ৩৫২৯৩১১০৫৮৭৪৬৬৩,
৭৫। ওয়ান প্লাস নোর্ড মোবাইল (গ্র্রে কালার) আইএমইআই- ৮৬৫২৯৫০৫৩৫৩৪৫৩৩, ৮৬৫২৯৫০৫৩৫৩৪৫২৫
৭৬। ওয়ান প্লাস এনআর মোবাইল (আকাশি কালার) আইএমইআই- ৮৬৬৯৭৮০৫১০৮৮৪১৭, ৮৬৬৯৭৮০৫১০৮৮৪০৯
৭৭। ওয়ান প্লাস মোবাইল (গ্রে কালার) আইএমইআই- ৮৬৮২১৮০৫২৩৭৩৮৭৪, ৮৬৮২১৮০৫২৩৭৩৮৬৬,
৭৮। ওয়ান প্লাস মোবাইল (গ্রে কালার) আইএমইআই- ৮৬২২০২০৫৩৯৯০৬৩৫, ৮৬২২০২০৫৩৯৯০৬২৭
৭৯। ওয়ান প্লাস মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৬০০৩৩৭৩৮৮৭৪৭৭, ৮৬০০৮৩৬৩৭৩৮৪৪৪২
৮০। ওয়ান প্লাস মোবাইল (কালো কালার) আইএমইআই- ৮৬৬২১৬৪৫৬৬৭৫৬৭২, ৮৬৬২১৬৪৫৬৬৭৫৬০৭
৮১। ভিভো (কালো) আইএমইআই- ৫৩৬৪৮৪৫০৪১৮১৮৭২, ৫৩৬৪৮৪৫০৪১৮৭৮৭২
৮২। ওয়ান প্লাস মোবাইল (গ্রে কালার) আইএমইআই- ৮৬৮২১৮০৫৩৮৯০১৯৯, ৮৬৮২১৮০৫৩৮৯০১৮১,

জব্দ কপি- ৩
৮৩। আইফোন-১৩ (কালো কালার) আইএমইআই- ৩৫৭৭৭৪৩৩২৯৮৯৮৩৮
৮৪। আইফোন (লাল কালার) আইএমইআই- ৩৫১৪৮৬৩১১২৬১২৩০, ৩৫১৪৮৬৩১১১৯৩৯৪৬

17/05/2022

Our Real Hero ❤️

ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুত গতিতে ছুটে চলছিল যাত্রীবাহী এক বাস। হঠাৎ সেই বাস থেকে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

একইসঙ্গে বাসের যাত্রীরাও ডাকাত ডাকাত করে চিৎকার করতে থাকেন। সড়কে দায়িত্বরত অবস্থায় সেটি দেখে ফেলেন পুলিশের এক কর্মকর্তা। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে পড়েন সেই বাসে। ধারালো ছুরি হাতে রাখা ডাকাতকে ধরে ফেলেন তিনি। সে পুলিশের নাম হেলাল। পুলিশ সদস্যের এ সাহসিকতায় বেঁচে যায় প্রায় ২০-২৫ জন যাত্রী। ❤️

এ ঘটনায় এক পুলিশ সদস্য ও তিন যাত্রী আহত হয়েছেন।

পোস্টঃ https://www.facebook.com/profile.php?id=100006987797421

Photos from Baadsha's post 17/05/2022

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর টোল চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।। জয় বাংলা

Want your organization to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পুলিশের প্রত্যেক টা সদস্য জানে এই বুটের ঠক ঠক শব্দে কত আবেগ অনুভূতি ভালো লাগা ও ত্যাগ  মিশে থাকে।
কালকে তো দেখলাম পুলিশ মারার ভিডিও ভাইরাল হওয়ার পর জনগণের উদযাপন, তৃপ্তি আর সাথে না জেনেই তাদের বিরুদ্ধে ১০হাজার টাকা চা...
সালাম জানাই আমার ট্রাফিক পুলিশ ভাইদের এবং সকল বাবাদের।
পেশায় রিক্সাওয়ালা। তার ব্যাংক একাউন্ট ৪০ টি। তিনি আবার তার একাউন্ট ভাড়া দেন।
জীবনের এই এক অবিশ্বাস্য রূপ!সংগ্রামের এই এক অবর্ণনীয় ধারা!

Telephone

Address


Dhaka

Other Public & Government Services in Dhaka (show all)
Centre for Asian Arts and Cultures (CAAC) Centre for Asian Arts and Cultures (CAAC)
5/2 Block A Lalmatia
Dhaka, 1215

Centre for décolonisation of culture

Our'S  " N"   RoaD Our'S " N" RoaD
1-A, BaituL AmaN HousinG, AdaboR
Dhaka, 1207

Bondhu der shathe adda hochche jiboner mojar ekti ongsho..r sheta jodi amader "N" road e hoy ta o a

Homecoholic Homecoholic
Building 21, Road 16, Sector 14, Uttara
Dhaka, 1230

Find inspiration for interior design is to step outside your normal boundaries of creating and desig

Ashik Ashik
Dhaka

জানি না

Amake chine naw Amake chine naw
Munshignaj
Dhaka, MUNSHIGNAJ

Nisad khan mafia Nisad khan mafia
Dhaka

Hi This is Nisad khan New page plz Follow me

Nazim Uddin Electronics Nazim Uddin Electronics
Dhaka, 1212

ac, fridge service center

Mahir Page Mahir Page
Gulshan Badda Link Road
Dhaka

Please follow my page.

All Apply Bd All Apply Bd
Dhaka
Dhaka

All Online Application World

Duranto Survey Corner Duranto Survey Corner
Hajaribagh Company Ghat
Dhaka

Hi, This is shah md salim I'm a surveyor I have a Duranto Survey Corner page, please Follow Get my post everytime.

Insta Solutions Insta Solutions
2 Lalbagh Road
Dhaka, 1211

You've got a headache (a Problem, a Job to be done, need a fix) ? we provide Paracetamol (Solutions)