Waraqal Jannah
Nearby clothing stores
Dhaka
Dhaka Division
Dhaka
Gulshan
Dhaka, Banani Model Town
House: 38 Road: 1 Block : I Block-i Banani/Dhaka, Banani Model Town
Shahbuddin Plaza Ring Road
Uttara, Uttarati
Shamim Sarani Concord Tower Shop Number
1200
Manikganj
1213
Dhaka
Mohammad Pur
Women clothing brand_ Hijab and other clothing accessories.
ক্রেপ কটন হিজাব
গরমে এবং সারা বছর পরার জন্য পারফেক্ট একটা হিজাব । এর ক্রেপি ফেব্রিকের জন্য হিজাবগুলোকে আরও সুন্দর লাগে দেখতে। ছোট ছোট সিকুয়েন্স
থাকাতে সৌন্দর্যটা বেড়ে গেছে অনেক। প্রতিটা কালারই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর !
ফুল কাভারেজ দিবে 🥰
গরমে ঘাম শুষে নিবে 🥰
আরামদায়ক অনুভূতি হবে সারাদিন পরে থাকলেও...🥰🥰
জ্বী !! এতগুলো প্লাস পয়েন্ট মাত্র একটা হিজাবেই ! এত ওয়েদার ফ্রেন্ডলি ফেব্রিক খুব কমই আছে । আমরা যারা ওয়ার্কিং ওমেন এবং বেশিরভাগ সময় বাইরে থাকা লাগে, তাদের জন্য একেবারে পারফেক্ট একটি হিজাব এই
ক্রেপ কটন হিজাব।
অন্য হিজাবের তুলনায় দৈর্ঘ্যের দিক দিয়েও বড় 🥰🥰
একের ভেতর অনেক 🥰🥰
বসন্তের রঙের সাথে সাথে ভালোবাসার রঙও ছড়িয়ে পড়ুক।
সবার জন্য ভালোবাসা 💕💕💕
বসন্ত এসে গেছে
🌺🏵️🌻
প্রেজেন্টেশন স্কিলস এর পোস্ট গুলো – Razib Ahmed প্রেজেন্টেশন স্কিলস এর পোস্ট গুলো Leave a Comment / Presentation / By Razib Ahmed / July 17, 2019 August 1, 2019 এই পোষ্টে প্রেজেন্টেশন স্কিলস এর পোস্ট গুলোর টপ.....
কালো ফেব্রিকের উপর গোল্ডেন কাজ করা প্যানেল
আমরা এখন প্রতিনিয়ত ইউনিক ড্রেস খুঁজতে খুঁজতে হয়রান! কোনটা একটু আনকমন, কোনটা একটু সোবার অথচ ক্লাসি,, এই চলে জল্পনা কল্পনা। বোরকা বা আবায়ার উপর কটি / কিমোনো / শ্রাগ এখন চলতি ট্র্যান্ড। আবার অনেকে বডি পুরো কাভার করতেও পরেন এই কিমোনো। সহজ কিন্তু দেখতে স্মার্ট একটা লুকের কিমোনো এনেছি আপনাদের জন্য।
কালোর উপর গোল্ডেন কাজ করা প্যানেল। সাদামাটা আউটফিটের কদর সবসময়ই 🥰🥰
কারচুপি কিংবা জারদৌসি কাজ করা আবায়াগুলোতে ব্যবহার করা হয়েছে রিয়েল স্টোন, কুন্দন পাথর, মিনা পাথর। এই পাথর গুলো সাধারণ গ্লু দিয়ে আটকে দেয়া হয়নি। ইলেক্ট্রিক মেশিনের সাহায্যে হিট দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে এবং দক্ষ হাতে এই কাজগুলো করা হয়েছে। পুরো একটা আবায়া তৈরি করতে সময় লাগে ৪/৫ দিন। সিকুয়েন্স মেইন্টেন করে একটা নির্দিষ্ট গ্যাপে বসানো হয় এই পাথর।
একটা সুন্দর কাজের পেছনে কত শ্রম আর নিষ্ঠা জড়ানো থাকে যদি আমরা বুঝতাম!!
নিত্যদিনের ব্যস্ততায় আরামদায়ক আর সহজ পরিধেয় কিছুই চাই যেন আমাদের। এমনই কিছু কাফতান এবং গাউন এগুলো।
ফেব্রিক রেখেছি ডায়মন্ড জরজেট এবং চেরির মধ্যে। দুটোই খুব আরামের।
সুন্দর সুন্দর হিজাব পিন হিজাবের পরিপূর্ণতা আনে
💞💞💕💕
Double shaded hijab
With large coverage 💝💝
Double sided hijab
With large coverage 🥰🥰
Double sided Hijab
With large coverage 🥰🥰
হুটহাট বেরিয়ে পরার জন্য একদম পারফেক্ট দুইটা বোরকা।
ঝামেলা নেই। চট করে ক্লাসি লুক!
কটি ফুল স্লিভ এবং স্লিভলেস দুই ধরনের হয়। এখন যেহেতু শীত চলে আসছে, তাই ফুল হাতা কটিগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে।
এখানে ফুল হাতা এবং হাতা কাটা অর্থাৎ স্লিভলেস দুই ধরনের কটি আছে।
যেকোনো ড্রেসের সাথে এবং ইনারের সাথে পরা যাবে এই কটিগুলো।
নিত্যদিনের ব্যস্ততায় আরামদায়ক আর সহজ পরিধেয় কিছুই চাই যেন আমাদের। এমনই কিছু কাফতান এবং গাউনের ছবি আপলোড করেছি।
ফেব্রিক রেখেছি ডায়মন্ড জরজেট এবং চেরির মধ্যে। দুটোই খুব আরামের।
Single Koti
Free Size
Fabric : Diamond georgette / Double georgette / Black Nida
কারচুপি কাজ করা পার্টি হিজাব
ফেব্রিক : চেরি
মিডিয়াম কভারেজ।
Exclusive party Abaya
কিশমিশ আর কটির কত মিল 🤔🤔
একদম সাধারণ একটা ডেজার্ট এর উপর অল্প কিছু কিশমিশ ছড়িয়ে দিলেই দেখতে অসাধারণ হয়ে যায় ঘরে বানানো যেকোনো মিষ্টি আইটেম। আমার উদ্যোগের এই কটিগুলোও ঠিক যেন সেরকমটা!
যেকোনো ড্রেসের উপর চাপিয়ে দিলেই দারুন স্মার্ট লুক সাথে সাথেই পেয়ে যাই আমি!
কি মিল তাইনা কিশমিশের সাথে!!! 😃😃
স্টাইল নিজের কাছে...
আমাকে গর্জিয়াস দেখতে লাগবে কিনা... এটা ভাবার আগে দেখতে হবে আমি ঠিক কোন পোশাকে সবচেয়ে বেশি কম্ফোর্ট ফিল করি। সবার দেখাদেখি যেকোনো আউটফিটেই আমাকে স্মার্ট লাগবে এটা ভাবা ঠিক নয়। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা। সেই ব্যক্তিত্ব নির্ধারিত হয় তার পোশাকেও। তাই সবসময় পোশাক নির্বাচনে হতে হবে সাবধান।
আমার ফ্যাশন, আমার স্টাইল একান্তই আমার কাছে!
একটা কথায় আছে না...
We are what we wear!
Alhamdulillah!
New collection for winter and party wear
Exclusive designer long kimono
🥰🥰🥰
আমরা সবসময় পারফেক্ট ড্রেস খুঁজি। বাইরে যাওয়ার সময় হলেই কিছুতেই পছন্দসই কোনোকিছু চোখে পড়েনা যেন। আমারও একই সমস্যা।
তখন এই কাফতান কাভার আপ গুলোই আমার সমাধান দিয়ে দেয়। " নো চিন্তা "" মুড অন হয়ে যায় তক্ষুনি।
জেব্রা প্রিন্টেড সিম্পল গাউন
সিম্পল অথচ এলিগেন্ট একটা কাভার আপ। নিশ্চিন্তে কোথাও বের হতে এর চেয়ে ভালো ড্রেস সল্যিউশন হয়না। আমরা যারা পর্দা করি তারা সাধারণত বাইরে একটু বের হলেই বোরকা আবায়া পরে বের হই। হয়তো কারো বাসায় বেড়াতে গেলাম ; এরকম একটা সিম্পল লুকের স্টাইলিশ কাভার আপ আমাদের দিবে স্ট্রং পার্সোনালিটি লুক।
সব আবহাওয়ার জন্যই এটি পারফেক্ট। গরমে সুয়েটিং হবে না এবং শীতেও ঠান্ডা লাগবে না।
মণিপুরী শাল
দেশীয় শালে হোক শীত বরণ
🥰🥰🥰
উদ্যোগ শুরুর পর থেকেই সবসময় ভেবেছি হিজাব এবং আবায়ার উপর যতটা সম্ভব পড়াশোনা করব। প্রতিটা ফেব্রিকের আলাদা বৈশিষ্ট্য এবং শুরুর ইতিহাস রয়েছে নিশ্চয়ই। সেটা জানার চেষ্টা করব।
সেই সূত্র ধরে আজকের পোস্ট।
এই হিজাবগুলো ক্রেপ কটনের। ইতিহাস পড়তে গিয়ে জানলাম একসময় এটি ছিল খুবই চাহিদাসম্পন্ন একটা ফেব্রিক। Victorian Era তে পশ্চিমা দেশগুলোর নারীরা কোনো শোকাবহ অনুষ্ঠানে এই ফেব্রিকের তৈরি পোশাক, স্কার্ফ ইত্যাদি পরিধান করতেন। এখনও অর্থোডক্স গ্রীক মহিলারা এই প্রচলন ধরে রেখেছেন।
ফ্রেঞ্চ শব্দ " crimped " থেকে এই Crepe নামটি এসেছে।
ক্রেপ এই কটন চারটি বৈশিষ্ট্যের হয়। এগুলো হচ্ছে
Puckered
Bubbly
Crinkly
Pebbly
আমাদের দেশের আবহাওয়ায় এই হিজাবগুলো সবসময়ই পরা যায়। শীত গ্রীষ্ম উভয় ঋতুতে ক্যারি করা যায়। এজন্যই এত জনপ্রিয় এই ফেব্রিকের হিজাব।
কালারগুলিও থাকে সবসময়ই এমন ফ্রেশ!
স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের যখন হিজাব করতে হয়, তারা ড্রেস নিয়ে দারুন সমস্যায় পড়ে যায়! কি পড়বে, কেমন ড্রেসই বা চুজ করবে! সালোয়ার কামিজে এই উঠতি বয়সী বাচ্চারা খুব বোর হয়ে যায়।
আবার মায়েরাও কিন্তু মেয়েদের ড্রেস স্টাইল নিয়ে কিঞ্চিৎ সমস্যায় পড়েন। এই গাউনগুলি হতে পারে একের ভেতর সবকিছুর সমাধান। ফুল বডি তো কাভার হচ্ছেই, নতুন হিজাবীদের মনেও আনে আনন্দ!
আসলে হিজাব এবং এরকম গাউন কিশোরীদের মনে উৎসাহ আনে নিজেদের পর্দা করার ব্যাপারে।
আর এই গাউন পড়া মেয়েগুলিকে আমার কাছে ঠিক আরব্য রজনীর রাজকুমারীদের মতো মনে হয়,, যেন এইমাত্র রুপকথার বই এর পাতা থেকেই নেমে এলো!
💙💙💙
আমার উদ্যোগের কাজগুলো যে দোকানে দিয়ে থাকি, সেই দোকানের টেইলার্স ছেলেটা, গেলেই " আপা আপা " করে সব কাজ এক সাইডে রেখে আগে আমার কাজগুলো আগে নিয়ে নেয়।
খুব সিনসিয়ার ছেলে। সৎ আর পরিশ্রমী। এই ডিজাইনটা নতুন করতে দিয়েছি। আজকে আমাকে ফোন দিয়ে বললো, আপা, আপনার নতুন আবায়াটা হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠালো। আমাকে নিশ্চিন্ত করতে পারলেই যেন সে খুশি!
সেই ভেবেই ভিডিওটা নিজে থেকেই পাঠালো। 😊
আমি দোকান মালিকের একজন ক্লায়েন্ট।
সে একজন কর্মচারী! অথচ, তার কর্তব্যনিষ্ঠ আচরণ আমাকে মুগ্ধ করে।
আমাদের প্রত্যেকটা মানুষই যদি যার যার কাজে এভাবে নিবেদিতপ্রাণ হতাম, সমাজের চেহারাটাই পাল্টে যেত!
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে!
বেবি পিংক কালারটা এত সুন্দর! মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সফট কালার এটাই! নিষ্পাপ একটা অনুভূতিও আসে এই রঙটা থেকে! চেহারাটাও যেন মুহুর্তেই বাচ্চা বাচ্চা হয়ে ওঠে 😇
Fakiha Sabira Kaukab Chowdhury
আমি তখন হোস্টেলে থাকি। এইচ এস সি পড়ি। বাসায় এসেছি। দেখি, আব্বুও ছুটিতে বাসায় এসেছেন,, আবার আসার সময় কি সুন্দর বেগুনি কালারের জর্জেট একটা শাড়ি এনেছেন আমার জন্য। আমি তো তখন কিশোরী বালিকা! নিজেকে খুব বড় ভাবতে ইচ্ছে করত সারাক্ষণ!
আব্বু নাকি শাড়িটা দেখিয়ে আম্মুকে বলছিলেন, আমার মেয়েকে এই রঙটাতে খুব সুন্দর লাগবে। আমার মেয়ে তো ফর্সা!!
আজ কারচুপির এই হিজাবটার ছবি তুলতে গিয়ে এই কথাগুলো মনের কোনে জ্বলজ্বল করে উঠছিল বারবার!! মেয়েরা বাবার চোখে থাকে রাজকুমারীর মতোই! পার্পল কালার আসলেই এমন একটা রঙ,, সবাইকেই মানিয়ে যায়!
Fakiha Sabira Kaukab Chowdhury
মনিপুরী শাল গুলি এত্ত সুন্দর!!
শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে!
এত সুন্দর কেন!!
ঐতিহ্যবাহী মনিপুরী শাল ❤️❤️❤️
মনিপুরী তাঁতের ব্লল করা থ্রি পিস
ওড়না পুরো পাঁচ হাত
গরমের আরাম
🥰🥰🥰
ফ্যাশন সেটাই যা আপনাকে দিবে স্বাতন্ত্র্য একটা লুক এবং যেকোন আবহাওয়াতেও হবে আরামদায়ক।
আমি আমার বাইরে যাওয়ার ক্ষেত্রে প্রেফার করি এই ধরনের সেমি লং আবায়া নতুবা লং কটি। বেশ ঢোলা হওয়াতে যেমন গরমের আরাম, তেমনি আঁটসাঁট না হওয়াতে ফুল বডি ঢাকেও খুব ভালোভাবেই।
ম্যাচিং প্যান্ট কিংবা সালোয়ার পরার ঝামেলাও নেই। সব কালারের সাথেই মানানসই এই ডিজাইন গুলি। 🥰
বাফত হাওয়া.... হাতে বোনা বাতাস!!
💦 নামটি দিয়েছিলেন একজন রাজকবি। এক পরিব্রাজকের তথ্যমতে, ৩০০ ফুট লম্বা মসলিনের কাপড় অনায়াসে একটি আংটির ভেতর ঢোকানো ও বের করা যেতো।
২০ শতকের শুরুর দিকে বিশ্বের প্রতিটি কোন থেকে অদৃশ্য হয়ে যায় এই মসলিন। এখন শুধু টিকে আছে জাদুঘরে এবং কিছু ব্যক্তিগত সংগ্রহে।
💦 ঢাকাই মসলিন যে মানুষের হাতে বোনা, এ কথা পশ্চিমারা কিছুতেই প্রথমে বিশ্বাস করতে চাইত না। এমনও গুজব ছিল, মসলিন বুনত জ্বীন, ভুত, মৎস্যকন্যা এবং পরীরা!!
💦 এখন ফুটি কার্পাসের বদলে নিম্নমানের সুতো দিয়ে তৈরি হয় মসলিন। বর্তমানে বেশিরভাগ সংস্করনের কাউন্ট সংখ্যা ৪০ থেকে ৮০ এর মধ্যে। মসলিনের কাউন্ট সংখ্যা ছিল ৮০০-- ১২০০ এর মধ্যে।
💦 ঢাকাই জামদানীর প্রথম প্রদর্শনী হয়েছিল ১৮৫১ সালে, যুক্তরাজ্যে। এই বুদ্ধি দিয়েছিলেন রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্ট। উদ্দেশ্য ছিল প্রজাদের এই অমূল্য এবং বিস্ময়কর কাপড় দেখিয়ে একদম চমকে দেয়া।
এর বুনন পদ্ধতি খুবই ব্যয়বহুল এবং শ্রমসাধ্য। এক কেজি তুলা থেকে মাত্র ৮ গ্রাম মসলিন পাওয়া যেত।
💦 জানা যায় যে, উত্তর ভারতের বন্দর শহর মসলিপাটনাম থেকে প্রাচীন গ্রিসের বনিকেরা কিনে নিয়ে যেত, ঐ শহরের নাম ছিল Maisolos. অনেকের ধারণা, এই শব্দটি থেকেই মসলিনের নামকরণ হয়েছে।
💦অন্যভাবে, ইংরেজদের অভিধানে পাওয়া যায়, ইরাকের এক বিখ্যাত ব্যবসাকেন্দ্র মসুল থেকে এই মসলিন শব্দটা এসেছে৷ যেহেতু মসুলও সূক্ষ্ম কাপড়ের জন্য বিখ্যাত ছিল। তাই এই মসুল এবং সূক্ষ্ম কাপড়,, এই দুয়ের যোগসূত্র মিলিয়ে ইংরেজরা এই সূক্ষ কাপড়ের নাম দেয় মসলিন।
আমাদের দেশে গার্মেন্টস গুলিতে ভিন্ন কিছু সুতো দিয়ে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তৈরি করছে কিছু টিস্যু ফেব্রিক যা মসলিনের মতো। তৈরি হচ্ছে হিজাব এবং সালোয়ার কামিজের কাপড়!
যদিও গুন এবং মান কোনো দিক দিয়েই এই ফেব্রিক মসলিনের ধারে কাছেও নেই!!
তাই বলে কি আমাদের দেশিয় এই কাপড় আমরা পড়ব না!!
হয়তো একদিন মসলিনের সেই হারানো ঐতিহ্য আবারও ফিরে পাব আমরা। সেই সোনালী স্বপ্নের অপেক্ষায় রইলাম।
🍁🍁 ছবিতে মসলিন হিজাব।
ফ্যাশন হচ্ছে সেটাই আরামদায়ক। ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে এমন পোশাক পরাই রুচিশীলতা।
সবার সাথে পাল্লা দিয়ে যখন যা, তা পরিধান করাই প্রমাণ করে না যে, আপনি স্টাইলিশ!
একটা প্রশ্ন হয়তো সবার মনেই আসে-- স্টাইলের সংজ্ঞা কি!!
অল্প কথায় জেনে নিই স্টাইল সম্পর্কে
🍁 স্টাইল তৈরি হয় নিজস্ব চিন্তাধারার মাধ্যমে
🍁 স্টাইলের পর ফ্যাশন শুরু হয়
🍁 স্টাইল সবার মধ্যে দেখা যায় না
🍁 স্টাইল সবার ক্ষেত্রে সমান হয় না
🍁স্টাইল দীর্ঘস্থায়ী
সঠিক পোশাক নির্বাচন করতে পারাও আপনাকে অন্যদের চেয়ে স্বতন্ত্র করে তুলবে। 🥰🥰🥰
Zebra print long koti ❤️❤️❤️❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Aftabnagar Sector 2 Road 6 Block F
Dhaka
RAK Tower, Jasim Uddin, Uttara
Dhaka, DHAKA-1230
For your valuable family, Ariyan's is the right choice for shopping ready made product.
Bashundhara City, Lifestyle Store LEVEL#7, BLOCK#C, BASHUNDHARA CITY, 3 NO WEST TEJTURY BAZAR, DHAKA
Dhaka, 1205
Men's wear brand Tanjim offers an array of shirts, t-shirts, trousers, formal wear, denims, footwear and accessories.
Dhaka
Bishwo Rang Leading Fashion Brand in Bangladesh www.bishworang.com Hot Line: 01819257768, 01730068063
House-29 GF, Road-10/B, Sector-11, Uttara, Dhaka. Bangladesh
Dhaka, 1230
Known for quality goods & comitted services.
UTTARA-DHAKA
Dhaka, 1230
Export & import Bangladesh is 24 hours open online platform. Let us know your requirements...
, Baily Road, Dhaka
Dhaka, 1100
Our Contact Information: +8801987799633 ( what's app,viber ,imo) +8801714090297( BKash) Shopnomela, Shop No-06,Navana Baily Star, 9 No Baily Road,Dhaka-1100.
Level-2, House-76, Road-12, Block-E, Banani
Dhaka, 1213
From the last 19 years, 02 is known for launching its design with its unique collections.
Plot#29, Road#13, Sector#11, Uttara
Dhaka, 1230
Original designer boutique based in Dhaka. Estd. 2010
Takia Center, House: 39, Shonargaon Janapath Road, Sector: 07, Uttara
Dhaka, 1230
Official Page of Mansha