Gazipur city
মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশন ও
সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।
Inshaallah✌️
সোমবার সকাল ১০ঃ০০ ঘটিকায় বঙ্গতাজ অডিটোরিয়ামে, নব-নির্বাচিত মেয়র জায়েদা খাতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
প্রিয় নগরবাসী আপনারা সকলেই আমন্ত্রিত।
😂কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানে ১০০ জন লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে!😋
কিন্তু খাবার দিতে গিয়ে দেখা গেলো প্রায় ২০০ জন লোক হয়েছে! 😮
তখন অনুষ্ঠানের আয়োজক গিয়ে জিজ্ঞেস করল করলেন আপনাদের মধ্যে বরপক্ষ কারা? ৪০-৫০ জন উঠে দাঁড়ালো। 🙋♂️🫠
তারপর আবার জিজ্ঞেস করল কন্যাপক্ষ কারা? আরও ৪০-৫০ জন দাঁড়িয়ে গেলো। 🙋♂️🙆♂️
তখন অনুষ্ঠানের আয়োজক গিয়ে হাসিমুখে বললেন দয়া করে আপনারা বেরিয়ে যান। এটা আমার ছোট ভাইয়ের জন্ম দিনের অনুষ্ঠান!🙂
©
💢“রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-
: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে ?
সে বল্লো -
: আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা ! আপনি নিঃশংক চিত্তে যেতে পারেন ।
রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন , সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলো , সে বললো-
: মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন ? একটু পরেইতো ঝুম বৃষ্টি হবে !
রাজা রেগে বল্লেন -
: বেটা জেলের বাচ্চা ! তুই কি জানিস আবহাওয়ার খবর ? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি খবর জেনে তবেই এসেছি ।
রাজা সাগরে গেলেন , কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি ! রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন, তারপর ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! জেলে তো পড়লো মহা বিপদে! সে তো আবহাওয়ার কিছুই জানে না! রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বল্লো-
: মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না।
রাজা বল্লো -
: তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগে চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি !
জেলে উত্তর দিল ,
: মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না ! সব কৃতিত্ব আমার ছাগলের ! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে ! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে !
তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হয়।”
Collected
১ নাম্বার থেকে ৯ নাম্বার পর্যন্ত পড়ুন, আল্লাহর নেয়ামতের তথ্য পাবেন।
১. সুবহানাল্লহ
জান্নাতে একটি ফল গাছ রোপন করে নিলেন।
২. আলহামদুলিল্লাহ
মিযানের পাল্লাটা একটু ভারি করে নিলেন।
৩. আল্লহু আকবার
আল্লাহর নামে আর একটি তাকবির পেশ করলাম।
৪. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ সাঃ
যার নেক সাত আসমান ও সাত জমিন হইতেও উত্তম।
৫. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ
জান্নাতের একটি রত্ন কুড়িয়ে পেলাম।
৬. আলিফ লাম মিম
পেয়ে গেলাম ৩০ নেকি।
৭. সুবহানাল্লহি ওয়াবিহামদিহি, সুবহানাল্লহিল আজিম
এবার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করে নিলেন।
৮. আস্তাগফিরুল্লহ
আর একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম।
৯. সুবহানাল্লহি ওয়াবিহামদিহি
আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটি সমান সওয়াব অর্জন করে নিলেন
আল্লহ আমাকে এবং সবাইকে আমল করার তাওফিক দান করুন...আমিন
আপনি যদি পুরোটা পড়ে থাকেন, তাহলে এতোক্ষণে আপনার আমলনামায় অনেক সওয়াব লেখা হয়ে গিয়েছে.... সুবহানাল্লহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লহ আল্লহু আকবার। ( সব সগিরা গুনাহ ঝরে পড়ে গেছে আর কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে )
- ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজীউন।
আমাদের বাসার সামনে অনেক বড়
একটা কবরস্থান,,,
গোল মার্ক করা যেই ছেলেটাকে দেখতে পাচ্ছেন,, ছেলেটার মা মারাগেছে আজকে ছয়দিন যাবত😔
ছেলেটাকে আমি ছয়টা দিন যাবো দেখতেছি,, কতক্ষণ কান্না করে😭😭,, কতক্ষণ বসে থাকে,, আবার দাঁড়িয়ে এক পলক দৃষ্টিতে মায়ের কবরের দিকে তাকিয়ে থাকে!
মায়ের কবর জিয়ারত করে আবার মাঝেমাঝে ছুয়ে দেখে কবর,
, আজকে ছয়টা দিন যাবত একদিনও বাদদেয়নি সকাল,, বিকাল,,, সন্ধ্যা সে এভাবেই ছুটে আসছে মায়ের কবরের কাছে,,
(মা- বাবা হারানো কি যন্ত্র না যে হারায় সে হয়তো বোঝে যে জীবনে কি হারাইছে😭😭.......)
আল্লাহ তায়ালা সকল মা-বাবাকে নেক হায়াত দান করুক🤲(আমিন)
আর যাদের মা বাবা মারা গেছে তাদেরকে বেহেস্ত নসিব করুক.. 🤲(আমিন)
#সংগৃহিত
সম্মানের সাথে সদ্য স্মাতক হওয়া মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা মেয়েকে নিয়ে গ্যেরেজে গেলেন।
বললেন,“এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তারা তোমাকে কত অফার করে।”
মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′ তারা আমাকে এক হাজার ডলার অফার করেছে কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”
বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”
মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে এখানে মাত্র ১০০ ডলার অফার করেছে।′′
বাবা তখণ একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহল ভাবে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ্ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"
তখন বাবা তাঁর মেয়েকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে রাগ করবেনা। বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুনের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার মূল্য কেউ দেখে না।”
#সংগৃহিত
উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে সে তা তাজা পানি পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।
উট কাঁটা খেতে পারে। এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না। কারণ, তার লালা এসিডের মত, যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।
উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।
উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।
এছাড়া আরো অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এই প্রাণীর।
সুবহানাল্লাহ!
(Information Collected)
Gazipur city #সংগৃহিত
বন্ধুর সাথে গেছিলাম তার বিয়ের শেরওয়ানি কিনতে। পিছন থেকে ওর মা ওরে বলেতেছে, এক সাইজ বড় নে, সামনের বছর আবার পরতে পারবি🙂
#সংগৃহিত
দোকানটা রাত ১২ টার পর বন্ধ হলে ভালো হবে🙄👻
আলহাজ্ব এ্যাড মোঃ জাহাঙ্গীর আলম - Md Zahangir Alam
🤣🤣🤣
ক্রমাগত লস খাওয়ার পর এক বাংলাদেশী পোল্ট্রি ব্যবসায়ী একবার ক্ষে''পে গিয়ে তার সকল মুরগী দের বললেন!😠
'আগামীকাল থেকে যদি প্রতিদিন ২টা করে ডিম না দিস তাইলে ধরে খে/য়ে ফেলব'! 😵💫
এরপর থেকে প্রত্যেকটা মুরগীই প্রতিদিন ২টা করে ডিম দিতে লাগলো!
শুধু একটা বাদে! ঐটা প্রতিদিন একটা করেই ডিম পারতে লাগলো!
দেখে ব্যবসায়ী ক্ষে'পে গিয়ে বললেন:-
কিরে! তোর তো সাহস কম না! এতো বড় হু'ম'কি
দিলাম, এরপরও একটা করে ডিম পারতেসিস!😮💨
ভয়ে ভয়ে সে উত্তর দিলো: হুজুর! আপনার ভয়ে বহু কষ্টে একটা করে ডিম পারতেসি, আমি আসলে মোরগ!
#সংগৃহিত
🤣🤣🤣!
এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে !
বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন !
হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক আছে,ঠিক আছে। বাস চলতে শুরু করলো।
বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বললোঃ ভালুকা আইছে? হেল্পার উত্তরে ‘না’ বলল !
কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল! হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।
এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো।
তখন হেল্পারের মনে পড়লো যে, বুড়িমা তো ভালুকার কথা বলে রেখেছিল!
বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বললো।
তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এলো।
হেল্পার বুড়িকে বললোঃ বুড়িমা, ভালুকা আসছে !
আপনে নামেন !
বুড়ি চোখ কুঁচকে জবাব দিলঃ নামমু কে?
আমি যাইয়াম মমিসিং (ময়মনসিংহ) ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা ট্যাবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে !
আমি এখন ট্যাবলেট খাইবাম! পানি দে !
😍😍😍
#সংগৃহিত
আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?
সে কি জ্যাক?
যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?
একদম না! তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!
জ্যাক বা রোজ কেউই না।
ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।
- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।
- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।
- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।
- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।
সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।
ইতিহাস সৃষ্টিকারী সাহসী পিতার একমাত্র রাজকন্যা জাফেরা মেহজাবিন "জারার" শুভ জন্মদিনে অনেক অনেক দোয়া ও শুভকামনা। সুস্থতার সাথে দীর্ঘজীবী হও। আলহাজ্ব এ্যাড মোঃ জাহাঙ্গীর আলম - Md Zahangir Alam
যদি বউ ফিক করে হেসে দেয় তাহলে বুঝে নিবেন আলামত ভালো না।
আলহামদুলিল্লাহ
জনগনের জন্য কাজ করাই একজন নেতার মুখ্য উদ্দেশ্য।
গতকাল রাতে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ভাই এর মেয়ের জন্মদিন এর অনুষ্ঠানে।
একটি সামাজিক অনুষ্ঠানে..
জ্বালানী তেলের মূল্য আন্তর্জাতিক বাজারে না কমলেও দাম কমিয়েছে সরকার
মূল্য সমন্বয়ের পর বাংলাদেশে জ্বালানী তেলের মূল্য
পেট্রোল ১২৫ টাকা/ লিটার
ডিজেল ১০৯ টাকা/ লিটার
অকটেন ১৩০ টাকা/ লিটার
কেরোসিন ১০৯ টাকা/ লিটার
ডিজেলের আমদানি মূল্য ১২৮.৬১ টাকা/লিটার
বিপিসির লোকসান প্রতি লিটারে ২০টাকা
#মূল্যসমন্বয়
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
A/132
Dhaka
1680