সারিতা - Sarita

সারিতা - Sarita

Empowering Women. Online Shop for Women's Outfit and Lifestyle Products.

11/03/2018

Price-2500

11/03/2018
11/03/2018

I am the greatest of God creations!

09/03/2018

Empowering Women

08/03/2018

Happy Womens Day!

22/02/2018

Photos from সারিতা - Sarita's post

19/02/2018

price-1000-2000

15/02/2018

শীতের জড়তা কাটিয়ে নতুন পাতায় ভর করে এসেছে বসন্ত, বসন্তের এই ফুলেল শুভ্রতায় ছেয়ে যাক সকলের মন, জড়তা কাটিয়ে নতুন উদ্যমে শুরু হোক সব কিছু, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা!

14/02/2018

Happy Valentine's Day !

07/02/2018

উন্নতমানের দেশী ডিজাইনার ড্রেস সেট এখন আরো সাশ্রয়ীমূল্যে! প্রতিটি ছবি রিয়াল পিকচার। যেমন দেখছেন ঠিক তেমনই পাবেন।

ফোনে অর্ডার করার জন্য কল করুনঃ 01857282704 (9am to 11pm), অথবা ফোন নম্বর আমাদের ইনবক্স করুন।

☑ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করা যাবে -চট্টগ্রাম অন্য জেলার ক্ষেত্রে বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।
☑ ডেলিভারি সমগ্র বাংলাদেশে!

06/02/2018

Same orna nd full set price-3500
Sama orna chara semi pure orna price-2500
mobile no-01857282704

06/02/2018

2200 full set...
crape with gown
mobile no-01857282704

06/02/2018

Single kamij price-2200
Full set-2600
Any colour available
mobile no-01857282704

06/02/2018

Any colour available
price-4000
Dolar embroidery
mobile no-01857282704

06/02/2018

Any colour available
Price-2800(full set)
only kamij price-2100
mobile no-01857282704

06/02/2018

Material-jorget kamij
orna-sami pure/pure
salwar-butterfly silk/makon
Any colour Available
price-2300(full set)

06/02/2018

Any colour available
Karcupi dress
price-3500(full set)

05/02/2018

ঘরে তৈরী করুন স্বাস্হ্যকর রসুনের সস

রসুনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি তবুও কেউ চাইলে দেখে নিতে পারেন প্রতিদিন ২ কোয়া রসুন খাওয়ার ৩৪ টি উপকারিতা। অনেকেই কাঁচা রসুন খেতে পারেন না, তাই একে সুস্বাদু করে নিতে ঘরে বসেই তৈরী করুন স্বাস্হ্যকর রসুনের সস।

উপকরণ

1. রসুনের কোয়া: ১ কাপ

2. অলিভ অয়েল/ভেজিটেবল অয়েল/সানফ্লাওয়ার অয়েল: ৪ কাপ

3. লেবুর রস: ১/৪ কাপ

4. লবন: ১ চা চামচ

প্রণালি:

# রসুনের কোয়াগুলি ধুয়ে,পরিষ্কার করে একটা ব্লেন্ডারে নিন।

# লবন দিয়ে খুব ভালো ভাবে ব্লেন্ড করুন।

# একদম পিউরির মতো হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে।

# মাঝে একবার, দুবার কাঠের চামচ দিয়ে পাশে লেগে থাকা রসুন নামিয়ে দেবেন।

# ব্লেন্ডার চলন্ত অবস্থায় আধা কাপ করে তেল নিয়ে খুব আস্তে আস্তে জারের ভেতরে ঢালতে থাকুন।

# হাফ চামচ লেমন জুস একইভাবে ঢালুন।

# এইভাবে পুরো তেল আর লেমন জুস শেষ না হওয়া পর্যন্ত রিপিট করতে থাকুন।

# এইভাবে যতক্ষন পর্যন্ত মেয়োনেজের মতো ঘন না হবে ততক্ষন ব্লেন্ড করতে হবে।

# একটি এয়ারটাইট বয়ামে ভরে সরক্ষন করুন।
# যদি গরম থাকে তাহলে বয়ামের মুখ আগেই আটকাবেননা।

# তাহলে নষ্ট হয়ে যেতে পারে।

# এই সস নরমাল ফ্রিজে ৪ সপ্তাহ পর্যন্ত রাখা যাবে।

লেখাটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না।

04/02/2018

সন্ধ্যা ৬টায় হানিফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দ্যেশ্যে কিচ্ছু যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা দেয়,দমদমিয়া-সেন্টমার্টিন ঘাট থেকে অনেক যাত্রী উঠে, হ্নীলা,হোয়াইকং,উখিয়া এর পর লিঙ্ক রোড,চকরিয়া,চট্টগ্রাম থেকে অনেক যাত্রী উঠানামা করে।রাত ১টা। চট্টগ্রাম শহর ছাড়িয়ে হু হু করে বাস এগিয়ে চলেছে ঢাকার দিকে। সদ্য বানানো মসৃণ রাস্তা। বেশির ভাগ যাত্রী সিটে বসে ঢুলছে। সামনের সিটে এক বৃদ্ধ তাঁর মেয়েকে নিয়ে বসেছেন। অভিজাত জামাকাপড় পরে আছেন তাঁরা। হঠাত্ উঠে দাঁড়িয়ে অন্য সব যাত্রীর দিকে মুখ করে বলতে শুরু করলেন তিনি —‘প্রিয় যাত্রী মহোদয়, আমার পোশাক-আশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ভিখারি নই। প্রভু আমাকে অনেক দিয়েছেন, কিন্তু কেড়ে নিয়েছেন আমার স্ত্রী সাবিহাকে। বিধির বিধান কে খণ্ডাতে পেরেছে, বলুন? কিছুদিন আগে আমার ফ্যাক্টরিতে আগুন ধরে সব ছারখার হয়ে যায়। এর কিছু দিনের মধ্যে আমার এক্সপোর্ট-ইম্পোর্টের ব্যবসাও লাটে ওঠে। হঠাত্ করে এতটা ক্ষতি আমি সইতে পারিনি।তাই হয়তো কিছুদিন পরই আমার হার্ট অ্যাটাক করে। যেসব আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব আগে আমার কাছে এসে বসে থাকত, তারা আমার এই দুর্দিনে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। আমি দিন দিন হতাশ হয়ে পড়ি। শরীরও খারাপ হতে থাকে। একসময় ডাক্তার জানায়, আমার জীবনে খুব বেশি দিন অবশিষ্ট নেই। যেকোনো সময় ডাক এসে যেতে পারে। আমার এই যুবতী মেয়ে মিথিলা। দেখতেই পাচ্ছেন আপনারা। সে বেশ সুন্দরী। আমার অবর্তমানে এই মেয়ে নিষ্ঠুর পৃথিবীর বুকে একলা থাকলে তার কী যে দুর্দশা হবে, সে কথা ভেবেই আমি শিউরে উঠি!’ এই কথা কয়েকটি বলতে বলতেই বৃদ্ধের হেঁচকি ওঠা শুরু হয়। মেয়ে মিথিলা বাবাকে ধরে আবার সিটে বসিয়ে দেয়। এমন সময় বাসের পেছনের সিটে বসা এক ভদ্রলোক দাঁড়িয়ে পড়েন এবং বাসে বসে থাকা লোকদের সম্বোধন করে বলা শুরু করেন -ভদ্র মহোদয়গণ, আমি পেশায় ব্যবসায়ী। আমার দুই ছেলে। বড় ছেলে ডাক্তার, বিবাহিত। এই আমার ছোট ছেলে। দুই বছর হলো ইঞ্জিনিয়ারিং পাস করে একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করছে। আমি এর বিয়ের জন্য পাত্রী খুঁজছি। প্রভুর অশেষ দয়া, আমি এই বাসে এক সুন্দরী সুশীলা পাত্রীর দেখা পেলাম। আমি ওই বৃদ্ধকে অনুরোধ করছি, তিনি যদি আমার ছোট ছেলেকে উপযুক্ত মনে করেন, তবে আমি তাঁর মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে রাজি আছি। আপনাদের সবার সামনে শপথ করছি, ওনার মেয়ে আমার বাড়িতে আমার পুত্রবধূ নয়, মেয়ে হয়েই থাকবে।’এ পর্যায়ে সুপুরুষ ছোট ছেলে নিজের সিট ছেড়ে দাঁড়িয়ে বলে উঠল, ‘মেয়ে আমার পছন্দ হয়েছে। আমি বিয়েতে রাজি।’এক অনাবিল মুহূর্তের সাক্ষী হতে পেরে সবার ঘুম গেছে ছুটে! বাসের অন্য যাত্রীরা হাততালি দিয়ে এই সম্বন্ধকে স্বীকৃতি জানাল। এরই মধ্যে নাটকীয়ভাবে এক লোক দাঁড়িয়ে বললেন -আপনাদের সবাইকে অনেক অভিনন্দন! বাসেই যদি এই বিয়ের কার্যক্রম হয়ে যায়, তাহলে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। আমি পেশায় কাজি। বিয়ে পড়াই। আমি এই বিয়েটা পড়াতে পারলে মনে করব জীবনের সবচেয়ে আকর্ষণীয় বিয়ে পড়াতে পারলাম।’যাত্রীরা একসঙ্গে বলে উঠল, দারুণ! মারহাবা...সেই উত্সাহপূর্ণ হট্টগোলের মাঝে কাজি সাহেব বিয়ের কাজ শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে সব আচার-অনুষ্ঠান শেষ হয়ে গেল।
এ পর্যায়ে এক মধ্যবয়স্ক যাত্রী তাঁর সিটে দাঁড়িয়ে বললেন -‘অনেক দিন পর আমি আমার মেয়ে-জামাইয়ের বাড়িতে যাচ্ছি। নাতি-নাতনিরা মিষ্টি পছন্দ করে। তাদের জন্য পাঁচ কেজি রসগোল্লা নিয়েছি। কিন্তু এই আনন্দের মুহূর্তে এই মিষ্টির সদ্ব্যবহার এই বাসেই হোক। পাত্রী তো আমার কন্যাসম।’বক্তব্য শেষ করে ভদ্রলোক কন্যার বাবার দিকে চেয়ে তাঁর অনুমতির অপেক্ষা করতে লাগলেন। মেয়ের বাবা ড্রাইভারের উদ্দেশে বলেন, ‘ড্রাইভার সাহেব, পাঁচ মিনিটের জন্য গাড়ি থামান দয়া করে। সবাই আগে মুখ মিষ্টি করুন। তারপর আমরা আবার যাত্রা শুরু করব ঢাকার দিকে।’
ঠিক আছে স্যার’ বলে ড্রাইভার বাস থামিয়ে দিলেন। আনন্দে উদ্বেলিত মেয়ের বাবার নির্দেশে সেই মধ্যবয়সী ভদ্রলোক একে একে বাসযাত্রীদের মুখে রসগোল্লা পুরে দিলেন।ড্রাইভার আর কন্ডাক্টর যখন চোখ মেলে তাকাল তখন ভোর ৫টা। নববিবাহিত বর-বউ, দুই পিতা, কাজি আর মিষ্টি বিতরক বাদে বাসে সবাই আছে। তবে হ্যাঁ, কারোরই মানিব্যাগ, হাতঘড়ি, গলার সোনার চেইন, হাতের বালা-চুড়ি, স্যুটকেস কোনো কিছুই আর জায়গা মতো নেই!!

#সংগৃহীতঃ

(( সতর্কীকরণঃ অপরিচিত কারো থেকে বাসে কেউ কিছু খাবেন না।))

31/01/2018

Price BDT 2280. For order please inbox us.

20/01/2018

Indian Lehenga only BDT 2450.

10/01/2018

Congratulations Shomi Kaiser !
Being the President of e-commerce association of Bangladesh.

02/01/2018

শুভ হোক আগামীর পথচলা। ই-ক্যাবের নতুন ইসি কমিটিকে অভিনন্দন।
সভাপতিঃ শমী কায়সার
সহ-সভাপতিঃ রেজাউনুল হক জামি
সেক্রেটারি জেনারেলঃ আব্দুল ওয়াহেদ তমাল
জয়েন্ট সেক্রেটারিঃ নাসিমা আক্তার নিশা
ফাইন্যান্স সেক্রেটারিঃ আব্দুল হক অনু
ডিরেক্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সঃ রাজিব আহমেদ
ডিরেক্ট কর্পোরেট অ্যাফেয়ার্সঃ আশিষ চক্রবর্তী
ডিরেক্ট গভ: অ্যাফেয়ার্সঃ তানভীর এ মিশুক
ডিরেক্ট কমিউনিকেশনঃ শাহাব উদ্দিন শিপন

22/12/2017

খুব মজার বিশেষ একটা ঘটনা ঘটতে যাচ্ছে ২০১৮ ইংরেজী নতুন বছরে।।।।

01-01-2018 রবিবার
02-02-2018 রবিবার
03-03-2018 রবিবার
04-04-2018 রবিবার
05-05-2018 রবিবার
06-06-2018 রবিবার
07-07-2018 রবিবার
08-08-2018 রবিবার
09-09-2018 রবিবার
10-10-2018 রবিবার
11-11-2018 রবিবার
12-12-2018 রবিবার

সবাইকে share করার মতো অত্যাশ্চর্য ১২টা দিন..... শুভ নববর্ষ💐🍻

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

I am the greatest of God creations!
Happy Valentine's Day !
সাদায় মায়ের মমতা ও ভালবাসা !

Telephone

Address


House # 350, Road # 26, New DOHS, Mohakhali, Dhaka 1206
Dhaka
1216