Minhaz Elahi Islam

Still I am living with my dream . Its not over , until I win

11/11/2023

Be dedicated to achieving your dream.

10/11/2023

Admission open for the intake of the 6th batch of the Master of Applied Finance and Capital Market

Apply now!

27/10/2023

Jumma Mubarak

17/10/2023

কতই না ভালোভাবে জীবন কাটে আমাদের!

15/10/2023

কখনো কখনো নিজের চলার পথের আলো নিজেকেই জ্বালাতে হয়!

22/07/2023
21/07/2023

জুম্মা মোবারক!

ছোটদের যেই জন্য ভালো লাগে তারা বড়দের মতো পিছন থেকে কখনো ছুরি মারে নাই আমাকে, অল্প একটু মায়া দিলেই বহুগুণে ফিরিয়ে দিয়েছে।

নিমকহারামে ভরা সমাজে বড়রা অতীত ভুলে যায়, তাই স্বেচ্ছায় বড়দের যতটা সম্ভব এড়িয়ে চলি।

21/02/2023

সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।

05/10/2022

এক গবেষণায় দেখা গিয়েছে গতকালকে যারা মোমবাতি বেশি করে কিনেছে তাদের অধিকাংশই শেয়ার ব্যবসায়ী কারন তারা আগে থেকেই ভবিষ্যতে দেখতে পায়, ঠিক যেই ভাবে দেখতে পায় শেয়ারের ভবিষ্যত দাম।

08/02/2022

এই 'আল্লাহু আকবার' ধ্বনি পৃথিবীর সব ধর্মান্ধদের জন্য চপেটাঘাত !
আর আরেকটি বার্তা ও পরিস্কার করে দিয়েছে এই বোন সেইটা হলো যার মনে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে, তাকে দুনিয়ার ধর্মান্ধরা দমাতে পারে না !
আপনি মুসলমান হয়ে যদি অন্যায়ভাবে কোন হিন্দুর সাথেও ধর্মান্ধদের আচরণ করেন তাহলে কথাগুলা আপনার জন্যও প্রযোজ্য। কারন ধর্মান্ধ সব ধর্মের খোলসেই নিজেকে সেরা ধার্মিক মনে করে অন্যকে তুচ্ছ করে বেড়ায় !

06/02/2022

The government revenue earnings from Dhaka Stock Exchange (DSE) jumped 51 per cent in seven months for July-January period of the current fiscal year compared to the same period last fiscal, powered by rising trading volume.

23/12/2021

Congratulations

11/10/2021

Bepza has received investment proposals, mostly from China, Japan, India, South Korea

20/07/2021

ঈদ হোক সবার জন্য নিরাপদের !

গত বছরও যারা ঈদ করেছিলো, এমন অনেকেই এই বছর দুনিয়াতে নেই। এই বছর আমরা যারা ঈদ পালনের দ্বারে আছি আমাদের অনেকেই আগামি ঈদ পালনের সময় থাকবে না ! এটাই তো দুনিয়ার রীতি, করোনা সেই কথাই জানান দিচ্ছে ।

আনুমানিক ১.৫ কোটি মানুষ ঢাকা ঈদে শহর থেকে গ্রামে যাবে আবার সিংহ ভাগই ফিরবে ঈদের পরের দিন, একবার ভাবুন ঈদ পরবর্তী করোনা পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি কি !!!

20/02/2021

অভিমান এবং রাগ ! একটা নিজেই ভেঙে যায় আরেকটা ভাঙাতে হয় !

Photos from Minhaz Elahi Islam's post 30/04/2020

ওষুধ প্রশাসন অধিদপ্তর এখন কি করে পরীক্ষার অনুমোদন দিয়েছে ?

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তো লিস্টেই ছিলো না, এই কাজটা যদি আরও আগে করা হতো তাহলে তো কি দেশের জন্য ভালো হতো না !

ইউরোপে অনুমোদন পাওয়ার পরে অনুমোদন পেয়েছে বাংলাদেশে , ইতিহাস যেনো মনে রাখে !

Photos from Minhaz Elahi Islam's post 29/04/2020

কোপ দিতে যাবে, এসময় একজন বললো, “এটা বন বিভাগের গাছ !!

কদম আলী বনাম গণস্বাস্থ্যের করোনাকিট

কদম আলী নামে এক ভদ্রলোকের উপর ঝড়ে গাছ উপড়ে পড়লে, কদম আলী গাছে নীচে চাপা পড়ে.... সে চিৎকার করে তাকে বাঁচাতে।

এলাকাবাসী কুড়াল, খুন্তী, দা নিয়ে দৌড়ে আসে। গাছে কোপ দিতে যাবে, এসময় একজন বললো, “এটা বন বিভাগের গাছ। তাদের অনুমিত ছাড়া গাছ কাটা যাবেনা।” সেখানে মিটিং হল। মিটিংয়ে সিদ্ধান্ত হল, দরখাস্ত লিখা হবে। সে দরখাস্ত বন বিভাগের অফিসে নিয়ে যাবে অনুমোদন পেতে। এদিকে কদম আলী গাছের চাপায় মরণ যন্ত্রণায় ছটফট করছে। সমাজের লোকজন তাকে ধমকে উঠলো, “ ঐ মিয়া, আমরা কি বসে আছি? তোমার জন্যই তো সবাই কাজ করছি।”

এর পরের ঘটনা আরো করুন। বন বিভাগে দরখাস্ত জমা দিলে তারা তদন্ত কমিটি করলো। সে কমিটি সরেজমিনে তদন্ত করতে আসলো। তখনো কদম আলী গাছের নীচে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে আর বলছে, “আগে আমাকে বাচান।” বন বিভাগের লোকজন আরো গরম হয়ে বললো, ” ঐ মিয়া চিল্লাও কেন? আমরা তো ঘরে বসে নেই। এই ঝড়ের দিনেও শুধু তোমার জন্য এখানে আসলাম। তোমাকে উদ্ধারের অফিসিয়াল প্রসেস চালাচ্ছি। চিল্লাইবা না।”

যাই হোক, বন বিভাগ রিপোর্ট নিয়ে তাদের অফিসে গেল। ফাইল বনবিভাগের কর্তার সামনে গেল। তিনি খানিক কন ভেবে বললেন, আরে, এটা তো আমার কাজ নয়। ঝড়ে গাছ পড়েছে মানে হল, এটা অপসারন করা এখন ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কাজ।

ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কাছে খবর পৌছানো হল। তারা আবার সরেজমিন তদন্ত করলো। রিপোর্ট গেল অফিসে। কর্তার সামনে গেলে তিনি কিছুক্ষণ ভেবে বললেন, “তোমরা কি তদন্ত করেছো? তোমরা কি জান, এই গাছ বৃটিশ প্রধানমন্ত্রী এদেশ সফরে এসে সম্প্রীতি স্মারক হিসেবে লাগিয়েছিল??তাদের অনুমতি ছাড়া এ গাছ কাটলে আন্তর্জাতিক আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বিপন্ন হবে।”

এদিকে কদম আলী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আর বলছে তাকে উদ্ধার করতে। উপস্থিত কর্তারা তাকে শাসাচ্ছে আর বলছে, “তুমি কি জানো, শুধু তোমাকে উদ্ধার করতে কত লোক, কত বিভাগ কাজ করছে??”

অপরদিকে ফাইল রেডি করা হল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটিশ এম্বাসি হয়ে ফাইল গেলো বৃটিশ মন্ত্রণালয়ে। তিনমাস পর গাছ কাটার অনুমোদন সহ ফাইল আসলো। গাছ কাটতে লোকজন গেলো ঘটনাস্থলে। গাছ ঠিকই কাটা হল। তবে তত দিনে কদম আলীর হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিলনা ঐ গাছের নীচে।

করোনা সনাক্তকরনে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ”রেপিড ডট ব্লটস” এর অবস্থাও ঠিক এই পর্যায়ে পৌছেছে। প্রতিষ্ঠানটি সময়ের বিবেচনায় ত্বরিত সনাক্তকরনের জন্য কিটস আবিষ্কার ও প্রস্তুত করলো। কিন্তু এখন আমরা তাদেরকে হাইকোর্ট দেখাচ্ছি। সিস্টেম ফলো করেছে কিনা সে প্রশ্ন তুলছি। সিস্টেম ফলো করে হয়তো একদিন কিটস অনুমোদন পাবে। কিন্তু ততদিনে বাংলাদেশের কদম আলীদের কি অবস্থা হবে, তা ভেবে দেখার বিষয়।

লেখক : চৌধুরী

28/04/2020

সম্পূর্ণ না পড়ে লাইক কিংবা শেয়ার দিবেন না , এই অনুরোধ রইল !

করোনা মোকাবেলায় দুর্নীতিবাজদের পকেটে টাকা যাচ্ছে নাতো ??

সেনেগাল পারলে আমরা কেনো পারি না !

সেনেগালকে নিয়ে যখন নিউজ হয় তারা ১ ডলারে কোভিড র‌্যাপিড টেস্ট তৈরী করেছে তখন আমাদের দেশে নিউজ হয় গণস্বাস্থ্যের কিট নিয়ে ঔষধ প্রশাসন কর্তৃপক্ষের অসহযোগিতা এবং কালক্ষেপণের নিউজ ! সত্য, মিথ্যা যাচাই করছি শুধু একটা বিষয় অনুধাবন করুন আমাদের দেশের সার্বিক পরিস্থতি কতটা বিরুপ হলে এমন নিউজ হতে পারে !

এই জুরুরী মুহূর্তেও নিয়মের দোহাই দেওয়া হচ্ছে গণস্বাস্থ্যের কিট নিয়ে অথচ সরকার বিশেষ বিবেচনায় পারতো গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব নিতে ! এই কিট যদি পরীক্ষায় সফল হয়ে অনুমোদন পায় তাহলে লাভটা তো এই দেশের জনগণেরই হবে , এইটা কেনো আমরা বুঝি না !

আমরা কত অভাগা জাতি হলে গণস্বাস্থ্যের পাশে বেসরকারি সুচিন্তা ফাউন্ডেশনকে এগিয়ে আসতে হয় , আমার প্রশ্ন হলো কেনো সরকার নিজ থেকে এগিয়ে আসলো না ??

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হতেই পারে কিন্তু দেশের স্বার্থে কেনো আমরা একসাথে কাজ করতে পারি না ??

১৬ কোটি মানুষের দেশে এখন পর্যন্ত একদিনে আমরা ৫০০০ জনের টেস্ট ও করার সক্ষমতা অর্জন করতে পারিনি ! সেখানে আমাদের উচিত গণস্বাস্থ্যের টেস্ট কিটের পরীক্ষা নিরীক্ষায় দ্রুত সহযোগিতা করা !

কারন বেশি বেশি টেস্ট করার বিকল্প নেই !

তাছাড়া বাংলাদেশ শ্রম নির্ভর দেশ হওয়াতে ইতিমধ্যে কল-কারখানা চালু করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । অনেক গার্মেন্টস ইতিমধ্যে চালু ও হয়েছে , আমরা যদি পরীক্ষার হার বাড়াতে না পারি এবং কল-কারখানা গুলায় যথাযথ স্বাস্থ্যবিধি রক্ষা করতে না পারি তাহলে যেই গার্মেন্টস শিল্প নিয়ে আমাদের এতো বড়াই সেই গার্মেন্টস শিল্পই আমাদের কাল ডেকে আনবে নাতো !

মিনহাজ এলাহী ইসলাম

28/04/2020

প্রতিদিন আমাদের অর্থনৈতিক লস ১ লাখ কোটি টাকা ! যার বড় একটা অংশ গার্মেন্টস শিল্প থেকে হারাচ্ছে , আবার কারখানা চালু করলে করোনাতে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ার সম্ভবনা আছে !

এমন অবসথায় কারখানাগুলা চালু করা উচিত কি ??

28/04/2020

ডক্টর জামিলুর রেজা চৌধুরী এর মৃত্যুতে জাতি তার এক কৃতি সন্তানকে হারালো|তাঁর আত্মার মাগফিরাত কামনায় করছি|

27/04/2020

ধান পাকা গাছ কাঁচা !

Photos from Minhaz Elahi Islam's post 26/04/2020

পোস্ট সম্পূর্ণ না পড়ে লাইক দিবেন না দয়া করে !

১৯৭১ সালের ডাঃ জাফর উল্লাহ্ বনাম ২০২০ সালের ডাঃ জাফর উল্লাহ্ !

মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ডাঃ জাফর উল্লাহ্‌ কি করেছেন জানেন?

- ১৯৬৪ সালে ডিএমসি থেকে এমবিবিএস ও ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু চূড়ান্ত পর্ব শেষ না করে মুক্তিযুদ্ধে অংশ নিতে দেশে ফিরে আসেন।
পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে যে কয়েকজন বাঙালি পাসপোর্ট ছিঁড়ে আগুন ধরে রাষ্ট্রবিহীন নাগরিকে পরিণত হয়েছিলেন তাদের একজন ডা. চৌধুরী।
তারপর বৃটিশ স্বরাষ্ট্র দপ্তর থেকে ‘রাষ্ট্রবিহীন নাগরিকের’ প্রত্যয়নপত্র নিয়ে সংগ্রহ করেন ভারতীয় ভিসা।

এই বিষয়ে জাহানারা ইমাম তার ‘একাত্তরের দিনগুলি’র ১৬১-১৬২ পৃষ্ঠায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে লিখেছেন-
‘চেনা হয়ে উঠেছে ড. জাফরুল্লাহ চৌধুরী, ডা. এমএ মোবিন। এরা দুজনে ইংল্যান্ডে এফআরসিএস পড়ছিল। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বিলেতে চার বছর হাড়ভাঙা খাটুনির পর যখন এফআরসিএস পরীক্ষা মাত্র এক সপ্তাহ পরে, তখনই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু। ছেলে দুটি পরীক্ষা বাদ দিয়ে বাংলাদেশ আন্দোলনে অংশ নিলো, পাকিস্তানি নাগরিকত্ব বর্জন করলো, ভারতীয় ট্রাভেল পারমিট যোগাড় করে দিল্লিগামী প্লেনে চড়ে বসলো। উদ্দেশ্য ওখান থেকে কলকাতা হয়ে রণাঙ্গনে যাওয়া। প্লেনটা ছিল সিরিয়ান এয়ারলাইন্স-এর। দামাস্কাসে পাঁচ ঘণ্টা প্লেন লেট, সবযাত্রী নেমেছে। ওরা দুইজন আর প্লেন থেকে নামে না। ভাগ্যিস নামেনি। এয়ারপোর্টে এক পাকিস্তানি কর্নেল উপস্থিত ছিল ওই দুইজন ‘পলাতক পাকিস্তানি নাগরিককে’ গ্রেপ্তার করার জন্য।
প্লেনের মধ্য থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না, কারণ প্লেন হলো ইন্টারন্যাশনাল জোন। দামাস্কাসে সিরিয়ান এয়ারপোর্ট কর্মকর্তা ওদের দুইজনকে জানিয়েছিল- ওদের জন্যই প্লেন পাঁচ ঘণ্টা লেট। এমনিভাবে ওরা বিপদের ভেতর দিয়ে শেষ পর্যন্ত মে মাসের শেষাশেষি সেক্টর টু রণাঙ্গনে গিয়ে হাজির হয়েছে।’

আমাদের দূর্ভাগ্য কি জানেন?

অসীম সাহসী এই বীরদের গল্প লিখে আমাদের সমাজে এখন অনেকেই বিখ্যাত হয়েছে কিন্তু গল্পের মূল চরিত্রের মানুষগুলাকে আমাদের জাতি এখনো মূল্যায়ন করতে পারেনি !

(তথ্যঃ কাফি কামাল- কে এই জাফরুল্লাহ চৌধুরী)

#জাফরুল্লাহ

26/04/2020

হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ(সো:)ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবসহ রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুণাহ মাফ করে দেওয়া হবে।

(সহীহ বুখারী: ৩৮, সহীহ মুসলিম:৭৬০)

25/04/2020

আহলান সাহলান মাহে রমজান !

Photos from Minhaz Elahi Islam's post 22/04/2020

This is true sign of harmony and teaching of Islam.

Yes ! This pictures are taken from Bangladesh where a Hindu Covid19 infected brother died but none from his community or family came to take part his funeral ritual. A group of Bangladeshi Muslims took part his funeral ritual and completed it.

Stay safe always

Snap: Pranotosh Das Chhoton

21/04/2020

নতুন আক্রান্তঃ 434 জন !
নতুন মৃতঃ 09 জন !
সর্বমোট আক্রান্তঃ 3382 জন !
সর্বমোট মৃতঃ 110 জন !

18/04/2020

সাংবাদিকের দাবীকৃত চাঁদা না দেওয়াতে চাল চোর বানিয়ে নিউজ প্রকাশ করে ৭১ টেলিভিশনের সাংবাদিক পলাশ !

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিচার চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দিন শামীম খান।

একবার ভেবে দেখুন , এই চেয়ারম্যানের জায়গায় যদি আপনার পরিবারের বাবা, ভাই কিংবা অন্য কেউ থাকত তাহলে কেমন লাগত ??

যদি এইভাবে সৎ মানুষকেও চোর বানিয়ে দেওয়া হয় তাহলে , তাহলে আর কোন সৎ মানুষ রাজনীতি করতে আসবে না !

আসুন , এই অন্যায়ের প্রতিবাদ করি !

#শামীমখান #বিষ্ণপুর #চেয়ারম্যানশামীমখান #চাঁদপুর

16/04/2020

রাজধানীর শেরে বাংলানগরে সেনা সদস্যদের একটি গাড়ি উল্টে ০৫ জন সেনা সদস্য নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো পথে দিয়ে আসা একটি রিকশা হঠাৎ করে সামনে চলে আসায় দুর্ঘটনা ঘটে।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মাওলানা শামসুল হকের নওমুসলিম থেকে মুসলিম হওয়ার কাহিনী !
যৌন আকাঙ্ক্ষা : নু'মান আলী খান : বাংলা ডাবিং

Category

Website

Address

Dhaka

Other Entrepreneurs in Dhaka (show all)
Estoes MFRA Estoes MFRA
Dhaka, 1216

The more you travel around, the more knowledge achieved. I enjoying my life! Thanks to Allah.

CAT Trade Engineering Company CAT Trade Engineering Company
H-&, R-4, 1st Floor, Kaderabad Housing
Dhaka, 1207

We are supplying PP woven bag machineries and all kinds of Spares. Our CAT Engineering Company maintain full stock spares in our store. So contact with us.

যিশু তরফদার যিশু তরফদার
Dhaka

Jishu Tarafder - Leadership Coach, Corporate Trainer, Author, Painter and Video Maker

Kazi Emtiaz Quraishi Kazi Emtiaz Quraishi
Old DOHS, Banani
Dhaka, 1213

”পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না। যেদিকে কোনও পথ নেই, সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও”

Dhaka L**e House Dhaka L**e House
Narayangonj
Dhaka, 1400

All kind of oil, mobile and bike servicing available here

nehad nehad
Dhaka
Dhaka, 1207

nEhAd CEO & Founder BD Event Management & Wedding Planners (R) www.bdeventmanagement.com

DJ Showrov DJ Showrov
Dhaka

Name : Showrav Hello: +8801681400428 BASIC Level COURSE: GARAGE (DJ REPAIRING HOUSE, DHAKA) Sta

Jol Rong Jol Rong
FLAT A4, ROSANA, 25 North Road
Dhaka, 1205

Branded clothing store who provides the best quality batik and other types of clothes.

EMRAN A-Z RANA EMRAN A-Z RANA
Dhaka

❤কোরান ও সুন্না আলো❤

জুবায়ের রহমান চৌধুরী জুবায়ের রহমান চৌধুরী
Hasina Monjil (2nd Floor) Ta-119, Bir Uttam AK Khandaker Sarak (Gulshan-Badda Link Road), Gulshan/1
Dhaka, 1212

Welfare Secretary, Dhaka Union of Journalists (DUJ) & Chairman & MD, ZuAsSa BizCon & E365 Ventures.

Md Rafiuzzaman Md Rafiuzzaman
Dhaka

To help Humanity...

MD. OSMAN GONI MD. OSMAN GONI
Dhaka

এটি আমার ব্যাক্তিগত কাজের জন্যই ব্যবহৃত পেইজ..।। সবাই সচেতন থেকেই নিজের উন্নয়ন করি।