MD. OSMAN GONI

এটি আমার ব্যাক্তিগত কাজের জন্যই ব্যবহৃত পেইজ..।।
সবাই সচেতন থেকেই নিজের উন্নয়ন করি।

16/11/2023

জীবনের শেষ বয়সে এসে আপনার মনে হবে, এক হাত বেশি পাওয়া জায়গার জন্য প্রতিবেশির সাথে ঝগড়া করাটা ভুল ছিল। রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারো সাথে চ্যাট করাটা ভুল ছিল। কারো সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেয়াটা ভুল ছিল। দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল। জীবনের শেষ বয়সে এসে মনে হবে ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব ক্ষতি কিছু ছিল না৷ অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হত না। জীবনের শেষ বয়সে এসে মনে হবে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই শেষ চাওয়া।

জীবনের শেষ বয়সে এসে আপনার আরও মনে হবে মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ ছিল, যেটা অর্জন করতে পারিনি। জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল।

-Post

29/10/2023

"কিছু সফলাতা দৃশ্যমান হতে সময় লাগে"
অধৈর্য হইও না।

' নিশ্চয় আল্লাহ আমাদের কর্মের দিকে নজর রেখেছেন '

Photos from MD. OSMAN GONI's post 26/06/2023

স্বৃতিতে রেখে দিলাম......👭👫

Photos from MD. OSMAN GONI's post 15/05/2023

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র বন্ধুর সাথে ঘুরতে গেলাম....।

02/05/2023

"ফটিকছড়ি উত্তর উপজেলা" নামে নতুন উপজেলা, গঠনের লক্ষে-
২নং দাঁতমারা ইউনিয়ন পরিষদে
৭ই,মে গনশুনানির আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত....।।
#আমাদের_দাবি_উত্তরের_উপজেলা_উত্তরেই_চাই.💪💪💸💸👫👬👭

11/04/2023

জীবনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরী।

কারন এই সুশীল সমাজ আপনার অর্থের মাপকাঠিতে আপনার যোগ্যতার পরিমাপ করবে।

অর্থ থাকলে আপনি সমাজের কাছে একজন সমাজসেবক,পরিবারের কাছে একজন আদর্শ পুরুষ,
রাষ্ট্রের কাছে একজন আদর্শ নাগরিক।

অর্থ হচ্ছে পুরুষের ব্লাডের মতই।

08/04/2023

দ্বীনদার জীবনসঙ্গী সফলতা ও শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ !

04/04/2023

রাজধানীর ঐতিহ্যবাহী বঙ্গবাজার মার্কেটে এই ভয়াবহ অগ্নিকান্ড ঈদ পূর্ববর্তী সময়ে ব্যবসায়ীদের এক অপূরণীয় ক্ষতি।
এ দুর্যোগে আমরা গভীর ভাবে শোকাহত।
#শোকাহত

03/04/2023

হেয়াকো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ৮ম দিনের সালাতুত তারাবিহ্ এর তিলাওয়াত।
তিলাওয়াত করছেন হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ আজিজী
( খতিব হেয়াকো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ)

08/03/2023

দুজনে একটু চায়ে চুমুক....
রিফ্রেশ মাইন্ড💓

24/02/2023

আগামী- ২৬ শে,ফেব্রুয়ারি ২০২৩,
রোজ-রবিবার।
আমাদের এলাকায়,, হোসেনের খিল দারুলউলুম তা'লীমুল ইসলাম মাদ্রাসার বার্ষিক দ্বীনি ওয়াজ মাহফিলের আয়োজন কার হয়েছে। উক্ত মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত।।
আমন্ত্রণে -
এলাকাবাসির পক্ষে,
ওসমান গনি।

Photos from MD. OSMAN GONI's post 21/11/2022

বিশ্বকাপ ফুটবল উন্মাদনার সাথে সেল্ফ পরিবার ও যেন পিছিয়ে না থাকে....

প্রিয় সেল্ফ পরিবার এবার সেল্ফ লাইভ টিভি থেকেই বিশ্বকাপ ফুটবল দেখুন সবাই।

অসম্ভবকে সম্ভব করাই সেল্ফের কাজ।

সেল্ফের সাথে থাকুন নিরাপদ ক্যারিয়ার গড়ুন✌️
https://play.google.com/store/apps/details?id=www.self_digital

30/09/2022

অসাধারণ কুরআন তেলওয়াত
ক্ষুদে হাফেজ সালেহ আহমেদ তাকরিম।

Photos from MD. OSMAN GONI's post 04/08/2022

দাতঁমারা ইউপির নতুন ভোটারদের জন্য ইউনিয়ন পরিষদ হতে নতুন নির্দেশনাঃ

ভোটার হতে আগ্রহী ফটিকছড়ির ২ নং দাঁতমারা ইউপির স্থায়ী বাসিন্দা জম্মনিবন্ধন,জাতীয়তা সনদ,স্হায়ী বাসিন্দা সনদসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করতে ইচ্ছুক, ইউনিয়ন পরিষদের পক্ষ হতে শৃঙ্খলা আনতে আগামী রবিবার হতে ওয়ার্ড ভিত্তিক সেবা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সে অনুযায়ী আগামী রবিবার ১ ও ২ নং ওয়ার্ড,
সোমবার ৩ ও ৪ নং ওয়ার্ড ,
মঙ্গলবার ৫ ও ৬ নং ওয়ার্ড,
বুধবার ৭ ও ৮ নং ওয়ার্ড,
এবং বৃহস্পতিবার ৯ নং ওয়ার্ডের অবস্থানরত নতুন ভোটারের জন্য ইউনিয়ন পরিষদ হতে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা হবে।

21/06/2022

প্রিয় উত্তর ফটিকছড়িবাসী আচ্ছালামুয়ালাইকুম /আদাব।
আমার প্রিয় দাঁতমারা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অগ্রিম পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা নিবেন।
আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে 'ফটিকছড়ি উত্তর উপজেলা' নামে নতুন একটি উপজেলা হতে যাচ্ছে।এই বিষয়ে হারুয়ালছড়ি কিংবা ভূজপুর বাসীর সাথে গণশুনানি এবং উপজেলা পরিষদের স্থান নির্ধারণ নিয়ে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ নেই।আমি দাঁতমারা ইউনিয়নের জনগণকে মন থেকে যতটুকু ভালোবাসি পাশাপাশি ভূজপুর এবং হারুয়ালছড়ি সহ অন্যান্য ইউনিয়নের জনগণকেও সেরকম ভালোবাসি।যুক্তিসংগত কারণে বাগানবাজার,দাঁতমারা নারায়ণহাট ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষে দাঁতমারা নতুন উপজেলা অথবা দাঁতমারা নারায়ণহাটের মধ্যবর্তী (যৌক্তিক স্থানে) উপজেলা পরিষদের স্থান নির্ধারণ করা হকদার,দাবিদার,আবশ্যক।এবং যদি ভূজপুরে গণশুনানি হয় অন্য চার ইউনিয়নেও গণশুনানি করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি।

ইতোমধ্যে মাননীয় এমপি মহোদয়,মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়,উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের কাছে তিন ইউনিয়নের গণমানুষের পক্ষে যৌথভাবে দাবি তুলে ধরেছি।এই বিশাল গণমানুষের দাবি উপেক্ষিত হলে আমার সহকর্মী পাশ্ববর্তী দুই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং সর্বস্তরের বিশাল জনগোষ্ঠীকে সাথে নিয়ে যৌথভাবে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মেধা,বুদ্ধি,প্রজ্ঞা,জ্ঞান দিয়ে যা-যা করার দরকার তা-ই করবো ইনশাআল্লাহ।

নতুন উপজেলা গঠনকল্পে যারা কাজ করছেন- মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
কেন দাঁতমারা উপজেলা পরিষদ হওয়া চাই...!!!???বিস্তারিত..
যেসকল কারণে দাঁতমারাতে উপজেলা হওয়ার হকদার তা নিচে তুলে ধরা হলোঃ-

১. দুইটি আঞ্চলিক মহাসড়ক এর সংযোগস্থল- ১টি ঢাকা-বারইয়ারহাট হেয়াকো ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং হেয়াকো রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক।
২. পল্লী বিদ্যুতের সাব-স্টেশন
৩. পল্লী বিদ্যুতের একটি সাব জোনাল অফিস।
৪. একটি পুলিশ তদন্ত কেন্দ্র।
৫. একটি বিজিবি ক্যাম্প।
৬. একটি বন গবেষণা ইন্সটিটিউট।
৭. চারটি বনবিট অফিস
৮. একটি রেঞ্জ অফিস।
৯. এশিয়া বিখ্যাত দুইটি রাবার বাগান।
১০. চারটি চা বাগান।
১১. একটি বিশ্ববিদ্যালয় কলেজ।
১২. ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৩. পাচটি হাইস্কুল।
১৪. পাচটি দাখিল মাদ্রাসা,
১৫. তিনটি এবতেদায়ী মাদ্রাসা,অসংখ্য ফোরকানিয়া মাদ্রাসা,নুরানি মাদ্রাসা,এতিমখানা ও হেফজখানা।
১৬. ১৬১টি জামে মসজিদ ও অসংখ্য এবাদত খানা।
১৭. ১৫টি মন্দির।
১৮. বিশাল জনসংখ্যা (প্রায় ৮০ হাজার)।
১৯. প্রায় ৪০ হাজার ভোটার
২০. প্রস্তাবিত ৪ লেইন বিশিষ্ট রামগড় স্থলবন্দর সংযোগ সড়ক।
২১. প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশন।
২২. চারটি বৃহত্তম বাজার।
২৩. দুইটি বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান।
২৪. একাধিক ব্যাংকের শাখা, উপশাখা সহ এজেন্ট ব্যাংকিং।
২৫. বহু কর্পোরেট হাউজগুলোর ডিলার এবং এজেন্ট।
২৬. দুইটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র,একটি জেডিসি পরীক্ষা কেন্দ্র,দুইটি জেএসসি পরীক্ষা কেন্দ্র সহ একাধিক প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্র।
২৭. সেলফি রোড,চা বাগান,রাবার বাগান সহ অনেক দর্শনীয় স্থান।
২৮. দেশে বিভিন্ন স্থানে রপ্তানিযোগ্য প্রায় ২৫ টি মাল্টা বাগান।
২৯. একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স।
৩০. ছয়টি কমিউনিটি ক্লিনিক।
৩১. একটি সড়ক ও জনপদের ডাকবাংলো।
৩২. আয়তনে প্রায় ৯৫ বর্গকিলোমিটার যা মানিকছড়ি উপজেলার চেয়ে বড় এবং আবদুল্লাহপুর ইউনিয়নের প্রায় ২৪টির সমান।
৩৩. প্রস্তাবিত মা ও শিশু হাসপাতাল।
৩৪. টেকনিক্যাল ট্রেনিং ইউনিট (T.T.U)যা বাংলাদেশে একমাত্র।
৩৫. বড় দুইটি সরকারি আশ্রায়ন প্রকল্প।
৩৬. একটি পেট্রোল পাম্প ও একটি এলপিজি গ্যাস স্টেশন।
৩৭. দুইটি ওয়াপদা (পিডিবি) অফিস।

চৌহদ্দীঃ-
পূর্বে পার্বত্য চট্টগ্রাম,পশ্চিমে মিরস্বরাই এবং সীতাকুণ্ড, উত্তরে রামগড় উপজেলা এবং ভারত সীমান্ত,দক্ষিণে হালদাভ্যালি চা বাগান।

12/06/2022

"ফটিকছড়ি উত্তর উপজেলা" নামকরণে আমি একমত।
তবে প্রশাসনিক দপ্তরসমূহ যদি ভূজপুরে হয় তাহলে বাগানবাজার, দাঁতমাড়া ও নারায়ণহাট এর জনসাধারণ এর সুফল হতে বঞ্চিত হবে। তাই দাঁতমাড়া এবং নারায়ণহাট এর মাঝামাঝি প্রশাসনিক দপ্তর (আবাসন) নির্মাণের নিমিত্ত গণ-শুনানীতে উপস্থাপন করার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করছি।

Photos from MD. OSMAN GONI's post 08/06/2022

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন আমাদের সকলের প্রিয়, শ্রদ্ধাভাজন প্রকৌশলী মোঃ রুহুল আমিন স্যার। অধ্যক্ষ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমরা ইলেকট্রোমেডিকেলের সকল ছাত্র-ছাত্রী স্যারকে নিয়ে গর্বিত, বরিশাল বিভাগকে কারিগরি শিক্ষাবোর্ডকে যিনি সমৃদ্ধ করেছেন তাঁর শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।💐🌷

(দোয়া করবেন আমাদের জন্য স্যার,যেন সবসময় আপনার দেওয়া উপদেশকে বুকে ধারণ করে জীবন অতিবাহিত করতে পারি)🥰

মোঃ ওসমান গনি
৭ম সেমিস্টার,
ইলেকট্রো-মেডিকেল ।

06/06/2022

চট্টগ্রাম শহরে,চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় সহ আসে পাশের মানুষজন অন্তত কয়দিন বৃষ্টিতে ভিজবেন না, ঘর থেকে বের হলে সর্বোক্ষন ছাতা রাখুন। হাইড্রোজেন পার অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড বিধায় দূষিত বাতাসের বৃষ্টির পানি মিশে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই যতদূর সম্ভব বৃষ্টি এরিয়ে চলুন।
যতটুকু খারাপ ঘটনা ঘটেছে তার থেকে খারাপ কিছু যেনো না ঘটে,
সবাই সর্তক থেকে সর্তক করুক।

02/06/2022
31/05/2022

ইন্জিনিয়ারিং পড়ার প্রথম ধাপ,
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল

©MD. OSMAN GONI

Photos from MD. OSMAN GONI's post 28/05/2022

বিশ্ববিদ্যালয়ে ঘুরাঘুরি করে,,একটা অন্যরকম আনন্দ পাই,, আপনিও ঘুরে যেতে পারেন ।।।

19/05/2022

💢জীবনে যে ৭টি আফসোস রাখবেন না :

১.নিজের চেহারা কিংবা গায়ের রং এর জন্য আফসোস রাখবেন না।

২.অর্থবিত্ত নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করবেন।

৩.প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস রাখবেন না, বরং এটা বিশ্বাস করবেন,আল্লাহ্ - ই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন কারন তারা আপনার জন্য কল্যাণকর নয়।

৪.নিজের অস্তিত্ব নিয়ে আফসোস রাখবেন না। যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন, নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে।

৫.নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না।
পরিবার যেমনই হোক, কৃতজ্ঞ থাকুন এটা ভেবে আপনি এতিম নন, আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি।

৬.মন নরম আর ইমোশনাল হয়ে থাকলে কখনোই আফসোস রাখবেন না, কারন মন নরম হওয়াটা মুমিনের গুণাবলী।

৭.ভুল মানুষদের ভালোবেসে আফসোস রাখবেন না।
কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ, কিন্তু তারা হারিয়েছে আপনার মতো কেয়ারিং মানুষকে। বরং আল্লাহর উপর কৃতজ্ঞ থাকুন।

(সংগ্রিহীত)

18/05/2022

ছোট ভাই বোনদের নিয়ে আশে-পাশে বেড়ানোর সময়...!!!!

17/05/2022

আপনিও শিখে নিতে পারেন....!!!!

প্রিয় একজন ব্যাক্তি... 🖤🖤

01/04/2022

সবার জন্য শুভ & আনন্দময় হোক,, মাহে রমাদান । দোয়া রইলো,,,,
আমার জন্যও দোয়া করবেন....!!!

Photos from MD. OSMAN GONI's post 17/03/2022

লঞ্চঘাটে বন্ধুকে পৌছে দিতে...
আমিও যখন লঞ্চে উঠি...।।।🥰🥰🥰🥰

02/02/2022

সাহায্য করুন নিজের সামর্থ্য অনুযায়ী, এড়িয়ে না যাওয়ার অনুরোধ রইলো....???

আপুর জন্য দোয়া করবেন..!!!
https://www.facebook.com/meke.jahan

24/01/2022

Hi friends

Photos from MD. OSMAN GONI's post 04/01/2022

বড় মামার ছোট ছেলে আর আমি যখন এক সাথে..
প্রিয় ছোট ভাই.
#আবু_রায়হান

Photos from MD. OSMAN GONI's post 28/12/2021

ঝালকাঠীতে সুগন্ধা নদীতে ঢাকা টু বরগুনা অভিযান-১০ লঞ্চের মর্মান্তিক অগ্নিকান্ডে আহত রোগীদের বরিশাল শেরে-বাংলা হাসপাতালে সার্বিক সহযোগিতা করছেন,,
#বরিশাল_পলিটেকনিক_ইনস্টিটিউট_রোভার_স্কাউট গ্রুপের রোভার সদস্যরা।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

হেয়াকো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ৮ম দিনের সালাতুত তারাবিহ্ এর তিলাওয়াত। তিলাওয়াত করছেন হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লা...
দুজনে একটু চায়ে চুমুক.... রিফ্রেশ মাইন্ড💓
অসাধারণ কুরআন তেলওয়াত ক্ষুদে হাফেজ সালেহ আহমেদ তাকরিম।
আপনিও শিখে নিতে পারেন....!!!!প্রিয় একজন ব্যাক্তি... 🖤🖤
সাহায্য করুন নিজের সামর্থ্য অনুযায়ী, এড়িয়ে না যাওয়ার অনুরোধ রইলো....???আপুর জন্য দোয়া করবেন..!!!https://www.facebook.com...

Category

Website

Address


Dhaka

Other Entrepreneurs in Dhaka (show all)
Estoes MFRA Estoes MFRA
Dhaka, 1216

The more you travel around, the more knowledge achieved. I enjoying my life! Thanks to Allah.

CAT Trade Engineering Company CAT Trade Engineering Company
H-&, R-4, 1st Floor, Kaderabad Housing
Dhaka, 1207

We are supplying PP woven bag machineries and all kinds of Spares. Our CAT Engineering Company maintain full stock spares in our store. So contact with us.

যিশু তরফদার যিশু তরফদার
Dhaka

Jishu Tarafder - Leadership Coach, Corporate Trainer, Author, Painter and Video Maker

Kazi Emtiaz Quraishi Kazi Emtiaz Quraishi
Old DOHS, Banani
Dhaka, 1213

”পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না। যেদিকে কোনও পথ নেই, সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও”

Minhaz Elahi Islam Minhaz Elahi Islam
Dhaka

Still I am living with my dream . Its not over , until I win

Dhaka L**e House Dhaka L**e House
Narayangonj
Dhaka, 1400

All kind of oil, mobile and bike servicing available here

nehad nehad
Dhaka
Dhaka, 1207

nEhAd CEO & Founder BD Event Management & Wedding Planners (R) www.bdeventmanagement.com

DJ Showrov DJ Showrov
Dhaka

Name : Showrav Hello: +8801681400428 BASIC Level COURSE: GARAGE (DJ REPAIRING HOUSE, DHAKA) Sta

Jol Rong Jol Rong
FLAT A4, ROSANA, 25 North Road
Dhaka, 1205

Branded clothing store who provides the best quality batik and other types of clothes.

EMRAN A-Z RANA EMRAN A-Z RANA
Dhaka

❤কোরান ও সুন্না আলো❤

জুবায়ের রহমান চৌধুরী জুবায়ের রহমান চৌধুরী
Ta-119, Hasina Monjil (2nd Floor) , Bir Uttam AK Khandaker Sarak, Gulshan-1
Dhaka, 1212

Special Correspondent & Chief Reporter Daily Dhaka Press Joint General Secretary Journalist Unity Bangladesh (JUB) Group Creator & Chief Admin Media Watch★মিডিয়া ওয়াচ Chairman & ...

Md Rafiuzzaman Md Rafiuzzaman
Dhaka

To help Humanity...