Diamond Electrical Appliances
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diamond Electrical Appliances, Industrial Company, Nawabpur Road, Dhaka.
Since 1976, followed by a Vision to serve the common people of Bangladesh with quality products, Diamond Electric Co initiated its journey with Main switch for the rural development.
এই কনটেন্ট যিনি বানিয়েছেন তিনি ❤
শুধু পেপসি না শুধু কোক নয় এরকম যত প্রোডাক্ট আছে সব বয়কট মন থেকে ইনশাল্লাহ।
ডায়মড 53A ডাবল পোল (DP) সুইচ।
🔺 এই 53A ডাবল পোল (DP) সুইচটি পাতলা চকচকে মসৃণ ও সুন্দর ফিনিশিং। ইন্ডিকেটর লাইট যুক্ত ডিপি সুইচটি যেকোন বাড়ি বা বাণিজ্যিক সাজসজ্জার সাথে মানানসই।
🔺 উচ্চমানের ডাবল পোল সুইচ ইলেকট্রনিক যন্ত্রের নিরাপদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে ।
🔺 বড় যন্ত্রপাতি যেমন ওয়াটার হিটার, গিজার, বড় ওভেন, এবং মটর সুইচ হিসাবে প্রায়শই 53A ডিপি সুইচ ব্যবহার করা হয়।
স্পেসিফিকেশন:
রঙ: সাদা
এম্পস: 53A
ভোল্টেজ: AC 220 - 240V
মাত্রা: উচ্চতা 90 মিমি x প্রস্থ 90 মিমি
উপাদান: বেকেলাইট বডি এবং ব্রাশ কন্টাক্ট ।
ওয়ারেন্টি:
🔺 ৩ বছর
প্রয়োজনীয় বৈদ্যুতিক পণ্যের সুরক্ষা নিশ্চিতে বাড়িতে ব্যবহার করুন #ডায়মন্ড ব্রান্ডের পন্য।
ডায়মন্ড ব্রান্ডের পন্য দীর্ঘস্থায়ী, নিরাপত্তায় সকলের মনজয়ী।
অর্ডার করতে কল করুন:
01711877596
(শুধুমাত্র পাইকারী)
® 👉🏿 ডায়মন্ড ট্রেডিং এজেন্সী
ক্যাটালগ : https://tinyurl.com/4v3hcphn
আজকে অস্ট্রেলিয়া ৭ ওভার হাতে রেখে ইন্ডিয়াকে হারানোর অতিরিক্ত খুশিতে আমাদের সকল পন্যের উপর অতিরিক্ত ৭% ডিস্কাউন্ট দেওয়া হবে !!!
প্রয়োজনীয় বৈদ্যুতিক পণ্যের সুরক্ষা নিশ্চিতে বাড়িতে ব্যবহার করুন #ডায়মন্ড ব্রান্ডের পন্য।
ডায়মন্ড ব্রান্ডের পন্য দীর্ঘস্থায়ী, নিরাপত্তায় সকলের মনজয়ী।
অর্ডার করতে কল করুন:
01711273858
01711877596
® 👉🏿 ডায়মন্ড ট্রেডিং এজেন্সী
ক্যাটালগ : https://tinyurl.com/4v3hcphn
প্রয়োজনীয় বৈদ্যুতিক পণ্যের সুরক্ষা নিশ্চিতে বাড়িতে ব্যবহার করুন #ডায়মন্ড ব্রান্ডের পন্য।
ডায়মন্ড ব্রান্ডের পন্য দীর্ঘস্থায়ী, নিরাপত্তায় সকলের মনজয়ী।
অর্ডার করতে কল করুন: 01711273858
👉🏿 @ডায়মন্ড ট্রেডিং এজেন্সী
ক্যাটালগ ইস্যু: 2023 ইং
কচুর ডগা!
যার আন্তর্জাতিক মূল্য ৭.৯৯ ডলার (প্রায় ৯০০ টাকা)। তবে স্থানবদলের মধ্যে দিয়ে আপনিও রাস্তার মোড়ে পড়ে থাকা কচুরডগার মতো মূল্যহীন, যদি সুপ্তথাকা প্রতিভা সঠিক স্থানে প্রদর্শন করতে না পারেন!
বর্তমানে যে স্থানে আছেন তাতে যদি মূল্যহীন হয়ে থাকেন, অথবা আপনার যোগ্যতার অবমূল্যায়ন হচ্ছে বলে মনে করেন তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন। তবেই সুপার শপের কচুরডগার মতো মূল্য বেড়ে যাবে।
একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”
DIAMOND® 30A Motor Starter Push Switch
Push Button Switch KH-305 On/Off Koino.
Switch button for motor pump machine.
ব্যাকেলাইট বেজ এডেপটার:
পন্যের দীর্ঘস্থায়ীত্ব এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য একমাত্র আমরাই আমাদের পুশ সুইচে উচ্চমুল্যের ব্যকলাইট পাউডারের বেস ব্যবহার করছি। যা ১৬৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ-প্রতিরোধী।
১০০% তামার রিপিট :
৯৯.৯৯% বিশুদ্ধ কপারের রিপিট দিয়ে তৈরি কন্টাকের স্মুথ কনডাকটিভিটি বিদ্যুৎ পরিবহন করবে কোন প্রকার বাঁধা ছাড়াই। তাই বন্ধ হবে যন্ত্রের পিটপিট, মেশিন থাকবে ফিট , দীর্ঘস্থায়ী ও নিরাপদ।
উন্নত মানের যন্ত্রাংশ:
আমাদের তৈরি মটর পুশ সুইচ উন্নত মানের গ্যালভানাইজডকৃত এবং নিখুত ফিনিশিং এর যন্ত্রাংশ দিয়ে তৈরি। যা অধিকতর নিরাপদ ও দীর্ঘস্থায়ী।
সাশ্রয়ী মূল্য:
আমাদের মুল moto হচ্ছে "Quality comes first, profit is it's logical sequence" এর গভীর অর্থ অর্থ হল, "যদি আপনার পণ্যগুলি উচ্চ মানের হয়, প্রফিট হবে স্বাভাবিক ফলাফল"
গ্রাহক সন্তুষ্টিই আমাদের মুল প্রফিট এবং মুল লক্ষ্য। উচ্চমানের পন্য ন্যায্যমুল্যে গ্রাহককে উপহার দেওয়াটা আমাদের মুল সন্তুষ্টির জায়গা।
অর্ডার করতে কল করুন:
01711273858
01711877596
👉🏿 ডায়মন্ড ট্রেডিং এজেন্সী
আস্থার চার যুগ, ডায়মন্ড মেইন সুইচ।
🆗 পল্লী বিদ্যুতায়ন বোর্ড অনুমোদিত 🆗
✔️১৫ এমস্ সেগুলার কোয়ালিটি।
✔️ ১৫ এমস্ এক্সপোর্ট কোয়ালিটি।
✔️ ৩০ এমস্ রেগুলার কোয়ালিটি।
✔️ ৩০ এমস্ এক্সপোর্ট কোয়ালিটি।
➡️ পন্য অর্ডার করতে কল করুন :
📞 Call 01711273858 ☎
📲 IMO 01711877586 📲
২০০৮ সালে ১০০০ টাকার নোট ছাপানো হয়।
২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়) অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।
আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৮৪০০০ টাকা (প্রায়) অর্থাৎ আজকে আপনাকে ৮৪ টি ১০০০ টাকার লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।
এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত।
২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০÷৮৪ = ৩০৯
আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোট টির আজকের মূল্য ৩০৯ টাকা!!
এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয়না!
৯৯.৯৯% কপার দিয়ে তৈরি ডায়মন্ড ক্যাবলস-এর স্মুথ কনডাকটিভিটি বিদ্যুৎ পরিবহন করবে কোন প্রকার বাঁধা ছাড়া। তাই বন্ধ হবে লাইটের পিটপিট, ঘর থাকবে আলো ঝলমলে ফিট।
৯৯.৯৯% বিশুদ্ধ কপারে তৈরি হয় ডায়মন্ড ক্যাবলস। যা আপনার বাসা-বাড়িতে দিবে সঠিক মাত্রার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ।
৯৯.৯৯% বিশুদ্ধ কপারে তৈরি হয় ডায়মন্ড ক্যাবলস। যা আপনার বাসা-বাড়িতে দিবে সঠিক মাত্রার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ।
https://youtube.com/shorts/Swgpxq7Ut3U?feature=share
Diamond Cables | ডায়মন্ড ক্যবলস | 99.99% Pure Copper | Best | Quality | Top Brand 99.99% বিশুদ্ধ কপার এবং উন্নত মানের ইনসুলেশন দিয়ে তৈরি ডায়মন্ড ক্যাবলস।"ডায়মন্ড কেবলস"-এ বিশুদ্ধ কপার ও ভালো মানের ইন....
৯৯.৯৯% কপার দিয়ে তৈরি ডায়মন্ড ক্যাবলস-এর স্মুথ কনডাকটিভিটি বিদ্যুৎ পরিবহন করবে কোন প্রকার বাঁধা ছাড়া। তাই বন্ধ হবে লাইটের পিটপিট, ঘর থাকবে আলো ঝলমলে ফিট।
Diamond Cables | ডায়মন্ড ক্যাবল | 100% Smooth Conductivy | 99.99% Pure Copper | Best & Top Brand 99.99% বিশুদ্ধ কপার এবং উন্নত মানের ইনসুলেশন দিয়ে তৈরি ডায়মন্ড ক্যাবলস।"ডায়মন্ড কেবলস"-এ বিশুদ্ধ কপার ও ভালো মানের ইন....
৯৯.৯৯% বিশুদ্ধ কপারে তৈরি হয় ডায়মন্ড ক্যাবলস। যা আপনার বাসা-বাড়িতে দিবে সঠিক মাত্রার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ।
Diamond Cables | ডায়মন্ড ক্যবলস | 99.99% Pure Copper | Best | Quality | Top Brand
প্রয়োজনীয় বৈদ্যুতিক পণ্যের সুরক্ষা নিশ্চিতে বাড়িতে ব্যবহার করুন ® সার্কিট ব্রেকার।
DIAMOND® সারকিট ব্রেকার ওজনে হালকা, নির্ভরযোগ্য এবং পারফরম্যান্সে চমৎকার। এটির উচ্চ ব্রেকিং ক্ষমতা রয়েছে, দ্রুত ট্রিপ করতে পারে , এর যন্ত্রাংশ এবং আইটেমগুলি উচ্চ অগ্নি-প্রতিরোধী এবং শকপ্রুফ প্লাস্টিক দ্বারা প্রস্তুত করা হয়।
Quick Details:
Model NO.: L7
Load Capacity : 10K
Certification: VDE, ISO9001-2000, CE, UL, CCC
Function: Failure Protection
Type: Circuit-Breaker
Poles Number: 4
Structure: MCB
Installation:Fixed
Arc-extinguishing Medium: MCB
Speed: High-Speed Circuit Breaker
Operation: Electric Type
Breaking Capacity: Low Voltage Circuit Breakers
Items: L7 Mini Circuit Breaker
Pole Number: 1,2,3,4 P
Warranty Time: 5 years
Certificate: Ce ,CQC
Service: OEM & ODM
Trademark: ডায়মন্ড
Transport Package: Standard Export Packing
Specification:Iec
Origin: China
HS Code: 8536
যোগাযোগ : 01711877596
অর্ডার করতে কল করুন: 01711273858
৯৯.৯৯% বিশুদ্ধ কপারে তৈরি হয় ডায়মন্ড ক্যাবলস। যা আপনার বাসা-বাড়িতে দিবে সঠিক মাত্রার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ।
99.99% বিশুদ্ধ কপার এবং উন্নত মানের ইনসুলেশন দিয়ে তৈরি ডায়মন্ড ক্যাবলস।
"ডায়মন্ড কেবলস"-এ বিশুদ্ধ কপার ও ভালো মানের ইনসুলেশন থাকায় আপনার বাড়ির বিদ্যুতের পরিপূর্ণ চাপ নিতে সক্ষম।
"ডায়মন্ড এফআর ক্যাবলস" অগ্নিপ্রতিরোধক, তাই আপনার স্থাপনাকে রাখবে নিরাপদ।
নিরাপদ ক্যাবলস মানেই ডায়মন্ড ক্যাবলস।
সাধারণ ক্যাবলস ব্যবহারে বিদ্যুৎ অপচয় বেশি হয়ে থাকে। মাস শেষে অতিরিক্ত বিদ্যুৎ বিল এর ঝুঁকি থেকেই যায়।
তাই সাধারণ ক্যাবলস ব্যবহার থেকে বিরত থাকুন। অতিরিক্ত বিদ্যুৎ অপচয় রোধ করুন।
ব্যবহার করুন বিদ্যুৎ সাশ্রয়ী উন্নত মানের “LFFR Skin Coated cables” মাস শেষে বিদ্যুৎ বিল নিয়ে থাকুন নিশ্চিন্ত।
প্রয়োজনীয় বৈদ্যুতিক পণ্যের সুরক্ষা নিশ্চিতে বাড়িতে ব্যবহার করুন #ডায়মন্ড ব্রান্ডের পন্য।
অর্ডার করতে কল করুন: 01711273858
👉🏿 ডায়মন্ড ট্রেডিং এজেন্সী
প্রয়োজনীয় বৈদ্যুতিক পণ্যের সুরক্ষা নিশ্চিতে বাড়িতে ব্যবহার করুন #ডায়মন্ড ব্রান্ডের পন্য।
ডায়মন্ড ব্রান্ডের পন্য দীর্ঘস্থায়ী, নিরাপত্তায় সকলের মনজয়ী।
অর্ডার করতে কল করুন: 01711273858
👉🏿 ডায়মন্ড ট্রেডিং এজেন্সী
প্রয়োজনীয় বৈদ্যুতিক পণ্যের সুরক্ষা নিশ্চিতে বাড়িতে ব্যবহার করুন #ডায়মন্ড ব্রান্ডের পন্য।
অর্ডার করতে কল করুন: 01711273858
👉🏿 ডায়মন্ড ট্রেডিং এজেন্সী
হে আমাদের প্রতিপালক, আমাদের রক্ষা ও হেফাজত করুন। আমরা বড়ই অসহায় হয়ে পড়েছি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Nawabpur Road
Dhaka
1100
Opening Hours
Monday | 09:00 - 20:00 |
Tuesday | 09:00 - 20:00 |
Wednesday | 09:00 - 20:00 |
Thursday | 09:00 - 20:00 |
Saturday | 09:00 - 20:00 |
Sunday | 09:00 - 20:00 |
TARA CORPORATE HEADQUARTERS, 311 Progoti Shoroni, Vatara, Baridhara
Dhaka, 1229
Karotoa Green Spinning Mills | Tara Spinning | Enayetpur Spinning | Prekite Technologies | LEND
House # 1 (1st Floor), Road # 1, Block # Ka, Section # 6, Mirpur
Dhaka, 1216
Trusted Industrial Machinery Provider. 1. PET/HDPE Bottle/Cap Making Line. 2. Pure Mineral Water treatment Plant. 3. Soft drink/Juice Procesing and filling
113 Kazi Nazrul Islam Avenue
Dhaka, 1000
Khan & Deen Traders is one of the leading technology suppliers for a wide range of industries, espec
Mirpur1, Misco Market
Dhaka, 1216
JACK CHINA NO 1 Authorised Agent Badol sewing center Lincon Traders our Showroom:Mirpur1 Misco Super Market,(1st Floor) outlet#44+45+103+139+140+150+02, Mirpur, Dhaka1216
1 No, Postogola Industrial Area
Dhaka, 1204
We are the manufacturer of iron black wire. Producing different size and measurement of ms black wir
Demra Stuff Quater
Dhaka
Md Abid Hasan, Manager ( Mark wrapper printing industries Ltd
House: 54, Road: 14, Sec: 14, Uttara
Dhaka, 1230
All Machinery Products, Engineering Goods, Networking Items, Power Plant Items, Medical Items Etc
Shimrail, Demra
Dhaka
Mohammadi Steel Works Limited is established in the year 1984. This company is producing B 420 DWR & C 500 CWR, MS Re-Bar from their own Billets produced in the same factory.
Chanpara Bazar , UIttarkhan
Dhaka, 1230
হটলাইনঃ 01326710080/ 01326710081/ 01326710082/ 01326710083/ 01326710084/ 01326710085/ 01326710086/
Dhaka, 1100
Industrial Wedge, PU, Automotive, Synchronous, Timing, Poly & Conveyor Belt. Grip, PIV, Groove Chain
87, BNS Center , Sector#07-Uttara
Dhaka, 1230
We are Worldwide sourcing company based on Bangladesh