BiletBond

We provide 100% authentic products from the renowned international brands right at your doorstep at affordable price. Happy shopping with BiletBond :)

BiletBond delivers 100% authentic products from the famous international brands at affordable price. The mission of BiletBond is to enable customers to establish the long cherished bond with the brands they are passionate about. Terms & Conditions

BiletBond adheres to few terms & conditions to ensure the delivery of the quality products and to maintain transparency with the valued customers.

=>

22/06/2023

সহজে “মা” হওয়ার কোন উপায় নেই! প্রথমবার মা হওয়ার থেকে হাজারগুন কঠিন দ্বিতীয়বার মা হওয়া।

কিন্তু বাবাদের কঠিন কিংবা সহজ বেছে নেওয়ার অপশন থাকে,ফিজিক্যাল পরিশ্রম করে লালন-পালনের বেলায়।তারা চাইলেই সহজে “বাবা” হতে পারে আবার চাইলেই কঠিন পরিস্থিতি পার করেও “বাবা” হতে পারেন সবটুকুই তাদের ইচ্ছা।

কত জনের বাপ হওয়ার গল্পে শুনেছি, “ তারা নাকি তিন মাস পর্যন্ত বাচ্চাকে কোলেই তুলে নি, কারণ খুব সিম্পল তারা নাকি বাচ্চা কোলে নিতে পারে না।”
আবার কত জনের বাপ হওয়ার গল্পে শুনেছি, “ তারা বাচ্চা হওয়ার আগের তিন মাসে কোলবালিশ কোলে তুলে প্যাক্টিস করেছে যেন বাবু হলে কোলে নিতে পারে।”

মা হওয়ার গল্পে “সহজ” শব্দের অস্তিত্ব নেই! মা’দের কোন অপশন নেই, নেই মানে নেই!!

লিখা: Nusrat-Nusayfa মা-মেয়ের গল্প

ামেয়েরগল্প #মা

18/02/2023

😂😂😂

16/01/2023

সুন্দর পরিবেশ, বেড়াতে গিয়েও ছোট মানুষ পড়ালেখা করে আসতে পারবে 🤭 || Such a baby friendly ambience.

ামেয়ের_গল্প

14/01/2023

মা-মেয়ের পাপড়ের বিজনেস।পাপড় বিক্রির এক ফাঁকে ছোট মেয়েটা মাকে জিজ্ঞেস করছে "মা, আমি কি একটা পাপড় খেতে পারি!"


ামেয়ের_গল্প

Photos from BiletBond's post 08/01/2023

Available, please knock me if you u need!

05/01/2023
02/01/2023

❤️

08/10/2022
17/07/2022

এরপর নিজে থেকেই বলতেছে …..”তারপর আমাদের বাসায় কে যেন আসছিল তখন আমি খেতে চেয়েছিলাম, তুমি না করেছিলে সেটাও ভদ্রতা!!” (আমি ভুলেই গিয়েছিলাম)
একটু পর যখন আমি মোবাইল দেখছি তখন, “মা কি দেখ? মা তুমি যখন মোবাইল দেখ, তখন কি আমি উঁকি দিয়ে দেখতে পারি!”
হ্যাঁ পার ! 😄

10/06/2022

আমরা অনেকেই মেহমান আসলে সুন্দর করে ঘর সাজাই , নতুন চাদর বিছাই, সুন্দর সুন্দর প্লেট গ্লাস বাটি চামচ বের করে টেবিল সাজাই। মেহমানকে অবশ্যই এগুলো সম্মান করে করা হয়ে থাকে। কিন্তু আমার কাছে মনে হয়, মেহমান আসলেই কেন শুধু ঘর সাজাবেন। মাঝে মধ্যে শুক্রবার সুন্দর সুন্দর বাটি চামচ প্লেট গ্লাস টেবিলে সাজিয়ে নিজেরা মিলে খাবেন। রাতে টেবিলে মোমবাতি জ্বালিয়ে, সুন্দর করে টেবিল সাজিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করবেন। বিয়ের পর বাসর ঘর সবার জীবনে আসে। কিন্তু প্রায়ই তো বিছানায় ফুল সাজিয়ে একটু ঘর সাজিয়ে রাতে ঘুমাতে পারেন। জীবনে আনন্দের জন্য আসলে একটা মন প্রয়োজন। ব্যাস্ত জীবনে অনেক কারনে বা কাজের চাপে বা বাচ্চাদের স্কুলের জন্যে বা যেকোনো কারনেই যদি কোথাও যাওয়ার সুযোগ করতে না পারেন, নিজের বাসাকেই নিজের সাধ্যের মধ্যে সাজিয়ে ঘুছিয়ে রিসোর্টে পরিনত করুন। নিশ্চয়ই কমেন্টে লিখবেন, ম্যাডাম টাকা কে দিবে? তাদের উত্তরে বলতে চাই, এক দুইটা মোম আর কিছু ফুল খুব কি দামী? ঘরের সবচেয়ে সুন্দর চাদর বিছানাতে বিছাবেন, সুন্দর গ্লাস চামচ প্লেট দিয়ে টেবিল সাজাবেন, টিভি মোবাইল বন্ধ রাখবেন। জীবনের আনন্দের স্মৃতি গুলো নিয়ে কথা বলবেন। বাচ্চাদের সেই গল্প গুলো শোনাবেন, গান ছেড়ে জানার হাওয়া ঘরের লাইট বন্ধ করে অনুভব করবেন। এই সব কিছুর জন্য একটা মন আর কিছু ইচ্ছের প্রয়োজন। জিনিসের দাম, ডলারের মূল্য বৃদ্ধি, রাস্তার জ্যাম, তেলের দাম বৃদ্ধি, পাউরুটি বিস্কুটের দাম বৃদ্ধি এসব বাদ দিয়ে অন্য গল্প করবেন। ভালো করে পরিবারের সবার সাথে সময় কাটাবেন। মানুষের জীবন খুব যান্ত্রিক হয়ে গেছে। কিছু আনন্দ যদিও করে ফেসবুকে পোস্ট দিতে গিয়ে তা উপভোগ করে কম। যাই হোক সুস্থ শুধু পুষ্টি উপাদান যুক্ত খাবার খেলেই হয় না, সুস্থ থাকতে একটা সুন্দর উৎফুল্ল মনের প্রয়োজন।মন ভালো না রাখলে পুষ্টিকর খাবারও কিন্তু হজম হতে চায়না। তাই আজ থেকেই মনের যত্ন নিতে সুন্দর মূহুর্তের সৃষ্টি করুন।

Collected

19/05/2022

❤️

18/05/2022
17/05/2022

Worty to share! Please try to follow this!

16/05/2022

Day 1

15/05/2022

এটা আমার প্রথম Travel Vlog! আমার কথায় অনেক জড়তা তাও ইচ্ছে করে এটা আর এডিট করি নি। আমার সাথে কথা বলছে আমার তিন বছরের মেয়ে, যে সব সময় আমাকে কাজের উৎসাহ যোগায়!

আমাদেরকে ভালবেসে আমাদের পেজে লাইক ফলো করবেন!

12/05/2022

ছোট্ট মাটির চুলায়, মাটির হাড়ি! সুন্দর না??

চুলে কালার দিয়ে ৩৫ মিনিট রাখতে হবে ভাবলাম এতক্ষণ কি করব, তারপর মা- মেয়ে কিছু একটা করার চেষ্টা করলাম। কেমন হয়েছে?

বাই দ্যা ওয়ে, প্রিমিয়াম সুইটস এর এই দই টা খুব মজার।

11/03/2022

জীবন vs ওষুধ!

20/02/2022

Ma sha allah!

29/12/2021

একটি সচেতনতামুলক পোস্ট

যাতে যাদের বেবি আছে তারা সচেতন হবেন।তাই ডিসক্লেমার দিলাম না।

২৭ নভেম্বর : ভয়ংকর ১রাত ছিল আমাদের জন্য :

আমি কাজ শেষে আরহামকে daycare থেকে নিয়ে বাসায় আসি। বাসায় এসেই কিছুটা রেস্ট নিয়ে ছেলেটা বাদাম (cashew nut) খাওয়া শুরু করলো আর আমি টুকটাক কিছু কাজ করছিলাম। হটাৎ চিৎকার করে কান্না শুরু করল। আরহামের দিকে তাকিয়ে বুঝলাম গলায় হয়ত বাদাম আটকে গেছে সে জন্য চিৎকার করে কান্না করছে আর কাশছে সমানে। তাড়াতাড়ি পিঠে জোরে জোরে চাপড় দিলাম পানি খাওয়ালাম কিছুতেই কিছু হচ্ছে না। আমার মাথা তখন পুরোপুরি blank হয়ে আছে। কি করব! কাকে ডাকব !কাকে কল করব !!

আরহামের কান্নাকাটি শুনে পাশের বাসা থেকে ২জন ভদ্রলোক এসে আরহামকে কোলে তুলে পিঠে চাপড় দিয়ে পানি খাওয়াল আর আমাকে সুন্দর করে বুঝিয়ে বলল: যেহেতু আরহাম কান্না করতে পারছে এবং পানি খেতে পারছে সেহেতু সে নিশ্বাস নিতে পারছে, এটা পজিটিভ। আমি ও একটু শান্ত হলাম কারণ আরহাম তখন একটু একটু কথা বলছে এবং হাসছে।
এর সাথে সাথেই হাসিব আসল বাসায়। সব শুনে বলল, এখনই ইমার্জেন্সি তে চল। এই বলতে বলতে আরহাম ৩ বার বমি করল। সাথে সাথে বের হয়ে গেলাম আমরা। ডাক্তার আরহামকে চেক করে বলল গলায় কিছু আটকে নাই, তবে এখন ও যেহেতু কাশতেছে আমি ১০০% sure হতে চাই। আমি হসপিটালে রেফার করে দিচ্ছি ওরা X-ray করে দেখুক। হসপিটালে যাবার পর পর ওরা কিছু টেস্ট করল, X-ray করল কিন্তু কিছুই ধরা পড়ল না। তবে ওরা এটা ও বলল যে X-ray তে মেটাল সহজে ধরা পরে food সেভাবে ধরা পরে না। পরে তারা নাক দিয়ে ১টা চিকন পাইপ (ক্যামেরা সহ) এর মত গলায় এবং lungs চেক করে ও কিছু পেল না। তবে এটা ও বলল এই ক্যামেরা দিয়ে lungs এর ছোট ছোট branch গুলো চেক করা যায় না। তাই তারা National Hospital এ রেফার করল যেখানে lungs এর ছোট ছোট branch গুলো চেক করার এবং কিছু পেলে বের করে আনার equipment আছে। গেলাম আমরা সে হসপিটালে। সেখানে যাবার পরে তারা বলল - আরহামকে জেনারেল এনেস্থেসিয়া দিয়ে এই অপারেশনটা করা হবে। আমরা খুবই ভয় পেলাম এত বড় ১টা অপারেশন !! হাসিব জিজ্ঞেস করল: এই অপেরেশনের রিস্ক কতখানি? ওরা বলল : "রিস্ক কিছুটা তো থাকবেই তবে যদি বাদাম lungs এ থেকে থাকে সেটা থেকে ইনফেকশন হয়ে যেতে পারে সেটা বরং আর ও dangerous. তাই ১০০% sure হওয়া ভাল"। সাথে সাথেই অপারেশন হল এবং right lung এ আলহামদুলিল্লাহ বাদামের টুকরা পাওয়া গেল।
আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শোকর আর সেই সাথে ডক্টরদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নাই। তারা X-ray করেই কাজ শেষ করতে পারত। আমাদের যদি বলত X-ray কিছু পাওয়া যায়নি, কিছু নেই। গলায় হয়ত বাদাম আটকে ছিলে গিয়েছে সে জন্য uncomfortable feel করে কাশতেছে। আমরা ও নিশ্চিন্তে চলতে আসতাম। কিন্তু তারা সেটা করে নাই। তারা বারবার বললেন আমরা ১০০% sure হতে চাই।

আমার কোনও ধারণাই ছিল না যে বাচ্চাদের বাদাম খেতে দেয়া যায় না। এত বড় বিবরণ লিখার ১টাই উদ্দেশ্য - আপনারা কেউ ৪-৫ বছর হবার আগে বাচ্চাদের বাদাম, পপকর্ণ, সিদ্ধ ডিমের শক্ত কুসুম খেতে দিবেন না প্লিজ। ডাক্তাররাই মানা করে দিয়েছেন দিতে। কারণ ছোট বাচ্চাদের শ্বাসনালী এর উপর ওদের স্ট্রং control থাকে না, তাই খুব সহজেই গলায় আটকে গিয়ে দুর্ঘটনা ঘটে। ডাক্তাররা যত গুলো এ ধরণের কেস পান তার বেশিভাগই বাদাম অথবা পপকর্ন। আমি তো বলব আলহামদুলিল্লাহ আরহামের গলায় না আটকে lungs এ আটকে গিয়েছিল। গলার আটকে গেলে বেশির ভাগ কেসই বাচ্চা মারা যায় নিশ্বাস নিতে না পেরে। তাই সবাই খুব সাবধান। আল্লাহ সবাইকে সবসময় ভালো রাখুক। নিজের এবং নিজের সন্তানের যত্ন নিন।

আরহাম আলহামদুলিল্লাহ ভাল আছে এখন। অপারেশন শেষ হবার পর ভালই খেলাধুলা করছিল, বাসায় চলে আসি আমরা। কিন্তু রাতেই হঠাৎ অনেক জ্বর আসে, সকালে আবার হসপিটালে যাই। আবার ও ডাক্তাররা কয়েকবার সব টেস্ট করেন যে জ্বর কি কোনও ইনফেকশন এর জন্য নাকি নরমাল ভাইরাস জ্বর। কয়েকদিন থাকতে হয়েছে আমাদের হসপিটালে। আলহামদুলিল্লাহ আরহাম এখন ভাল আছে। আপনারা সবাই আরহামের জন্য দোয়া করবেন।

পোস্টটা যেহেতু এখন public তাই কিছু information add করে দিচ্ছি। আরহামের বয়স ২বছর ২মাস। আলহামদুলিল্লাহ আরহাম নিজের হাতে খাবার খায় সব সময় এবং সুন্দর করে চিবিয়ে খায়। ওর lung এ ১টা cashew nut এর ১/৪ অংশ পাওয়া গিয়েছে, আস্ত না। আরহাম বেশ কয়েক মাস যাবৎ বাদাম খায়, কখনও কোন সমস্যা হয়নি। এইবার হঠাৎ এই accident টা হল। বাচ্চাদের এই ধরণের ঘটনা খুব easily ঘটে যায় তাই আমাদের আরও সাবধান হওয়া উচিত।

সংগৃহীত

26/12/2021

এই বছরের করোনা যখন পিক এ তখন এই খাবারটাই আমাদের ভরসা ছিল। জাউ ভাত দিয়ে খাওয়ার জন্য
মুরগি এভাবে রান্না করেছিলাম। পরে আবার এটা দিয়েই স্যুপ বানাতাম।

23/12/2021

প্রথম বার Camerate কাজ করেছি, ফোকাস ঠিক করতে করতেই রান্না শেষ!
ভাল লাগলে প্লিজ শেয়ার করবেন!

19/12/2021

চলতে থাকেন সবাই আমাদের সাথে ...

04/11/2021

রাসুল সা: একবার এক বেদুইনকে প্রশ্ন করলো, "তুমি কি কখনো উম্ম মিলদাম দ্বারা আক্রান্ত হয়েছো? " উত্তরে লোকটি জিজ্ঞেস করল,
"উম্ম মিলদাম কি? " রাসুল সা : বললেন : "এক ধরণের জ্বর যা হাড় ও চামড়ার ভেতর দিয়ে আসে। উত্তরে লোকটি বলল : "না "
রাসুল সা: তাকে পুনরায় জিজ্ঞেস করলেন :"তোমার কি কখনো মাথাব্যথা হয়েছে? " উত্তরে লোকটি জিজ্ঞেস করল : "মাথাব্যথা কি? "
উত্তরে রাসুল সা: বললেন:" মাথার স্নায়ুজনিত কারণে সৃষ্ট ব্যাথা।" উত্তরে লোকটি বলল :"না"। লোকটি চলে যাওয়ার পর রাসুল সা: বললেন তোমরা যদি কোন জাহান্নামী লোককে দেখতে চাও তাহলে একে দেখে নাও। [আবু হুরাইরা :নাসাঈ, হিব্বান]
বিশ্বাস করুন মুমিনের জীবনে বিপদাপদ আসবেই। বিপদাপই তার সঙ্গী কিন্তু কারো যদি বিপদাপদ না আসে তাহলে বুঝতে হবে তার সমস্ত প্রতিদান হয়তো এ দুনিয়াতেই আল্লাহ তাকে দিয়ে দিচ্ছেন।
এক ভাইকে এর আগে সালাম দিয়ে জিজ্ঞেস করেছিলাম, "কেমন আছেন? "উত্তরে বলেছিলেন, "আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিন্তু সর্দি লেগেছে। " আমার পাশের ভাই এবার পুনরায় জিজ্ঞেস করলেন, " সর্দি লেগেছে তাহলে ভাল থাকলা কেমনে?? " উত্তরে ভাই বলেছিলেন, "সর্দির কারণে শুধু আমার অসুস্থতা দেখলে চলবে?? এর কারণে যে আমার গুনাহ মাফ হচ্ছে সেটা কে দেখবে!!!
সুবহানআল্লাহ বিশ্বাস করুন মুমিন বান্দাদের আল্লাহ তা আলা খুবই ভালবাসেন এজন্যই সামান্য কাটা বিঁধলেও তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করেন। বিপদে বা অসুস্থ হলে এই হাদীসটা আমার বারবার স্মরণে আসে,
"মুমিনের ব্যাপারটা সত্যিই আশ্চর্যজনক। যখন সে আল্লাহর নিয়ামত ভোগ করে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে এটা তার জন্য মঙ্গলজনক। আবার যখন সে কোন বিপদে পতিত হয় তখন সে ধৈর্যধারণ করে এটাও তার জন্য মঙ্গলজনক ". [বুখারী, মুসলিম ]
জ্বি হ্যা আল্লাহ তা আলা আপনাকে বিপদে ফেলে অসুস্থ করে আপনাকে পরীক্ষা করবে। মনে রাখবেন আপনি যত বেশী পরীক্ষার সম্মুখীন হবেন আল্লাহ ঠিক তত বেশী আপনাকে ভালবাসেন। তিরমীযি শরীফের একটি হাদিসের সারমর্ম অনেকটা এরুপ, " বান্দা আল্লাহকে জিজ্ঞেস করেন, "হে আল্লাহ সবসময় কেন আমার সাথেই ঘটে " উত্তরে আল্লাহ তা আলা বলেন, "কারণ আমি তোমাকে ভালবাসি। "
ঋতু পরিবর্তন হচ্ছে। আমি সহ অনেক ভাইবোনই হয়তো অসুস্থ। কিন্তু মনে রাখতে হবে একটি স্বর্ণ কেও কিন্তু আগুনের মধ্যেই যাচাই করা হয়। মাঝে মাঝে একটি কথা প্রায় ভাবি মাত্র সাতদিনের কোন অসুখ আমরা সহ্য করতে পারি না। আল্লাহকে অভিযোগ দিতে শুরু করি । অথচ আইয়ুব আ: কত দীর্ঘ দিন ধরেই না অসুস্থ ছিলেন অথচ কত বিনম্রভাবে তার অবস্থা আল্লাহর কাছে জানিয়েছিলেন।
কতই না অপরিসীম ধৈর্যের অধিকারী তিনি ছিলেন। ঠিক এজন্যই আল্লাহ তাদেরকে জমিনের বুকে সর্বশ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেছিলেন।
বিপদাপদ, দু:খ কষ্ট, অসুখ-বিসুখ আমাদের জীবনের পরীক্ষার এক একটি ধাপ। কিন্তু এর মধ্যেও স্বস্তি রয়েছে।
"নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। " [নাশরাহ :৫-৬]

03/11/2021

#সতর্কতামূলক_পোস্ট!!!
ঢাকার রাস্তায় ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ 'ডেভিলস ব্রেথ' বা 'শয়তানের শ্বাস' বা স্কোপোলামিন (Scopolamine)
ছিনতাইকারী, পকেটমার ও মলম পার্টির পর বাজারে নতুন এসেছে 'ডেভিলস ব্রেথ' (Devil’s Breath) বা 'শয়তানের শ্বাস' নামে পরিচিত স্কোপোলামিন নামক ড্রাগ। যা ব্যবহার করে যাত্রী ও পথচারীদের সর্বস্ব লুটে নেয় এক চতুর পার্টি।
ঘটনা-১
রাস্তায় হাটছিলেন রহমান সাহেব, হঠাৎ খুব পরিচিত ভঙ্গিতে একজন ডাক দিল। যেন রহমান সাহেব কে চিনে ভাল করে! রহমান সাহেব কিছুটা দ্বিধাগ্রস্ত! পরে লোকটা জাস্ট হ্যান্ডশেক করল, এরপর বেশ কিছু সময় গল্প করল। এরপর উনাকে বলল "ভাই, মানিব্যাগ আর মোবাইলটা দিয়ে দিন'। রহমান সাহেব বিনাবাক্যে এবং বিনাদ্বিধায় পকেট থেকে বের করে পুরো মাসের বেতন সহ মোবাইল দিয়ে দিলেন। কেন দিলেন উনি নিজেই জানেন না! উনি এখনো মোহগ্রস্ত!
ঘটনা-২
রাস্তায় একটা লোক এক্সকিউজ মি বলে নীলা কে ডাক দিল, নীলা ঘুরে তাকাল। এরপর লোকটা জাস্ট মুখের উপর ফু দিল, বলল গাড়ীতে উঠ। নীলা গাড়ীতে উঠল, লোকটা তাকে একটা বাসায় নিয়ে গেল। এরপর কয়জন মিলে ওর সাথে শারিরীক সম্পর্ক করল! নীলা তেমন কোন উচ্চ বাচ্চ করে নি। এরপর ওকে জাস্ট রাস্তায় নামিয়ে দিয়ে গেল। নীলা আবছা আবছা মনে করতে পারে ওর সাথে কি হয়েছে, কিন্তু বাসার ঠিকানা বা লোকগুলোর চেহারা মনে করতে পারছে না। নীলার ঘোর এখনো কাটে নি সে শারিরীক বা মানসিক ভাবে বিধ্বস্ত।
কীভাবে কাজ করে 'ডেভিল ব্রেথ' পার্টি?
স্কোপোলামিন মাদক ব্যাবহারের কারণে ছিনতাইকারীদের মতো ছুরি, চাকু বহন করা লাগে না এই পার্টির সদস্যদের। এমনকি পকেটমারদের মত ধরা পড়া বা গণপিটুনি খাওয়ার রিস্কও থাকে না তাদের। স্কোপোলামিনের ব্যবহার তাদেরকে এমন সব ঝুট-ঝামেলা থেকে মুক্তি দিয়ে শহরের সবচেয়ে সফল হাইজ্যাকারে পরিণত করেছে। প্রথমে এই পার্টির এক সদস্য তার টার্গেটেড লোকের কাছে যেয়ে একটি কাগজ বা মোবাইলের মেসেজ দেখিয়ে বলবে আন্টি/ভাই/আপু এই ঠিকানাটা কোথায়? কিংবা কোন এক রিকশাওয়ালা সদস্য একটি প্রেসক্রিপশন দেখিয়ে বলবে 'বাবা, এই প্রেসক্রিপশনের ওষুধের নামটা কী? কোথায় পাওয়া যাবে?'
মানবিক বোধ থেকে তাদের সাহায্য করতে গেলেন মানেই তাদের ফাঁদে পা দিলেন। এরা ইচ্ছা করেই কাগজে লেখা ছোট করে থাকে যাতে তাদের 'সম্ভাব্য মুরগী' মোবাইল বা কাগজটা নাক ও মুখের কাছাকাছি নিয়ে পড়তে বাধ্য হয়। তাদের দেওয়া কাগজ, ফোন বা অন্যকিছু আপনি নাক, চোখমুখের কাছাকাছি ধরার মাধ্যমে নিজে নিজেই স্কোপোলামিন গ্রহণ করে ফেলবেন। এরপর আপনি হয়ত ঠিকানা খুঁজতে যাবেন বা ঔষধের নাম, কিন্তু ততক্ষণে সব শেষ। আপনার মাথা ঝিমঝিম লাগবে এবং আপনি বুঝবেন না আপনি কী করছেন! আপনি নিজ থেকেই আপনার কাছে থাকা টাকাপয়সা, গহনা, মোবাইল সহ সব দিয়ে দিবেন আপনার সামনে থাকা ভয়ংকর 'ডেভিলস ব্রেথ' পার্টির সেই কুচক্রী সদস্যের হাতে।
এই পার্টি প্রধানত জুয়েলারি ও ব্যাংকের আশেপাশে ঘোরাফেরা করে এবং অবস্থাসম্পন্ন পথচারী নারীদের টার্গেট করে। এই ঘটনা অনেকেই ফেস করেছেন কিংবা ফেসবুকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছেন। অনেকেই সর্বস্ব খুইয়েছেন। কয়েক মুহুর্তের মধ্যে 'চিন্তাশক্তি অকার্যকর হয়ে হিপনোটাইজড হওয়া এবং ভিকটিমের নিজ থেকেই সব দিয়ে দেওয়া' কীভাবে সম্ভব?
এই পাউডার ভিকটিমের উপর খাবারের মাধ্যমে, মুখের উপর ফু দিয়ে (যা বেশি করা হয়) অথবা হ্যান্ডশেকের সময় হাতে একটা পিন ফুটিয়ে প্রয়োগ করা হয়। এটা প্রথমে আক্রান্ত ব্যাক্তির মস্তিস্কের প্রাথমিক স্মৃতি বা ইনিশিয়াল স্টেইজ অব মেমোরিকে ব্লক করে দেয়। যার ফলে সে এ্যাটাকারকে ভালভাবে চিনতে পারে না। সেই সাথে ব্রেইনের Amigdale নামক অংশকে আক্রান্ত করে যা তার মস্তিস্কের চিন্তা করার অংশকে ব্লক করে দেয়! যার ফলে তার চিন্তা করার ক্ষমতা চলে যায়, এবং বাহির থেকে আক্রমন আসলে তার প্রতি যে স্বভাবগত প্রতিক্রিয়া দেখানোর কথা সেটা আর পারে না। ভিক্টিমের আচরন হয়ে যায় সাবমিসিভ, বা বশীভূত! তখন তাকে যে কমান্ড দেয়া হয় সে তাই মানে!
নাসা তাদের এ্যাস্ট্রোনাটদের উপর ০.৩৩ মিলিগ্রাম ইউজ করে, তাদের মোশন সিকনেস কাটানোর জন্য। আর যেকোন সাধারণ মানুষের উপর যদি এর ৫-৭ মিলিগ্রাম ইউজ করা হয় তবে সে হয়ে যাবে এমন হেল্পলেস জম্বি। তাকে দিয়ে যা ইচ্ছা করানো যাবে! আর যদি ১০ মিলিগ্রাম বা তার বেশি হয় তবে রোগী কোমায় চলে যাবে এবং সেখান থেকে মারা যেতে পারে।
তাই রাস্তাঘাট, জুয়েলারি, ব্যাংক, যেকোনো শপিং সেন্টার থেকে বের হবার সময় এই ঘটনাগুলো মনে রাখুন, সতর্ক থাকুন। সতর্ক থাকুন যখন আপনি রিক্সার যাত্রী তখনও! বৈশ্বিক এয়ার ইনডেক্সের টপলিস্টে থাকা বসবাসের অযোগ্য দূষিত এই ধুলাময় শহরে ডাস্ট অ্যালার্জি, ফুসফুসের ক্ষতি, মলম পার্টি, ক্লোরোফর্ম ও ডেভিলস ব্রেথ পার্টিসহ অজানা সব বিপদ থেকে রক্ষা পেতে "মাস্ক" ব্যবহার করুন। এর সুবিধা হলো মাস্ক পরা থাকলে এই সব দুষ্কৃতিকারীরা আপনাকে সহজে টার্গেট করবে না এবং টার্গেট করলেও মাস্ক আপনাকে ওয়ান স্টেপ প্রোটেকশন দিবে। এই রকম ভিক্টিম কেউ হলে তাকে পীর ফকির বাদ দিয়ে, সোজা ডাক্তারের কাছে নিয়ে যাবেন।

নিজেকেই সাবধান হতে হবে, নির্জন যায়গায় কেউ ডাকলে যাওয়া যাবে না। অপরিচিত কেউ বেশি ঘনিষ্ঠ বা পরিচিত আচরণ করলে তার পরিচয় জিজ্ঞেস করে শিওর হয়ে নিবেন এবং তার থেকে একটা নির্দিষ্ট দুরুত্ব বজায় রাখবেন। যার তার সাথে হ্যান্ডশেক করবেন না।

11/09/2021

সরিষা ইলিশ।

ঘরে সরিষা আর ইলিশ মাছ থাকলেই হবে আর অন্য উপকরণ গুলো সব সময়ই আমাদের সবার ঘরেই থাকে। পাটায় বাটা ছাড়াই করা যাবে এই সরিষা ইলিশ। সবচেয়ে কম সময়ে আর কম উপকরণে মজাদার সরিষা ইলিশ।

Photos from BiletBond's post 21/01/2021

100% Original Leather men's sandal

Upper: Cow Oil finish L/R
Lining : Cow Lining Leather
Footbed : Cow Oil finish L/R
Sole : TPR

30/12/2020

হ্যালো!
2020_বিশবিশ!

10/12/2020

0-2 years toddler sleeveless romper!

02/12/2020

"Shoes speak louder than words"!

Unisex baby's shoe.
Age: 6 months -6 years.
Pre-order based.

Photos from BiletBond's post 17/07/2017

কথায় আছে ,"বৃষ্টির দিনের ছাতা আর শীতের দিনের কাঁথা কাউকে দিতে নেই।"

শুধু কি বৃষ্টির দিনের বন্ধু !না দিন দিন যা তাপমাএা বাড়ছে তাতে ছাতা ছাড়া বাহিরে বের হওয়া
যাবেই না ।

"গরম - বৃষ্টির বন্ধু "

লিমিটেড অর্ডার নেওয়া হবে ।

Name : Apple umbrella
No it's not a purse it's a umbrella cover !!such a beautiful covered umbrella 🌂 .

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Other Children's Clothing Shops in Dhaka (show all)
Hawkeri Hawkeri
Dhaka, 1207

"Hawkeri" is a place where you will find some of unique eye caching product which developed with extensive care, love, and passion to maximize satisfaction of yours.

FSF FASHION INTL FSF FASHION INTL
Dhaka, 1206

FSF Fashion International is now an independent sourcing agent/vendor in Bangladesh.

Costume Gallery Costume Gallery
Sector-13, Uttara
Dhaka, 1230

This page is created especially for ladies and babies to provide them best quality local and variety of cloths as well as customize service.

Sura's Choice Sura's Choice
Uttara
Dhaka

Best Quality Fabrics and Design we provided

Sadika Nakshi Store Sadika Nakshi Store
Dhaka

Nakshi katha is a old bengali art tradition.Nakshi katha is baby&mom care products provider..

Little Kids Store Little Kids Store
Dhaka

happy clothing, happy childhood 👼

Ayaan's Fashion House Ayaan's Fashion House
Dhaka, 1204

All kind of baby products available here...

LX Salman Khan LX Salman Khan
Sherpur, Serpur
Dhaka

Sayra Fashion & Design Sayra Fashion & Design
295/ja/6-A, Hazaribag
Dhaka

A collection of gorgeous and exceptional designed dresses of women and child in different tastes. Y

Friends         Clab Friends Clab
Ulalbazar
Dhaka

Tanha Islam Tanha Islam
Daka
Dhaka

Hot page

Bariza بارزة Bariza بارزة
House#476, Holding#1343, Central Road, Ward#60, Nurpur, South Dania, Kodomtali, Dhaka South City Corporation
Dhaka, 1236

We are new in this competitive e-commerce business but we will try our best level to bring happiness