Chutti Tourism
Nearby travel agencies
1000
Purana Paltan
Narayanganj
55 Purana Paltan
1000
1217
Purana Paltan
Ramna
Merul Badda
1000
Fokirapull Kalbat Rood 5th Floor
Purana Paltan Circle
Bijoynagar
Paltan Dhaka00
Purana Paltan
You may also like
The World is a small place to be
Where it is never enough to see
Come and plan your next best trip with
Chutti Tourism.
Chutti Tourism is the best tour agency who provides you always the best deal in a cheap price...!!!
আছি, বিগেস্ট ট্যুরিজম ফ্যাস্টিভ্যাল ২০২৩।
ব্যুফে আমের পাশাপাশি কিন্তু আমও কিনতে পারবেন পাইকারি দামে!!!
রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ আমের বাগানে ছুট্টি ট্যুরিজম!
যোগাযোগ: 01676600673, 01789157700।
⛔এটি ছুট্টি ট্যুরিজমের একটি স্পেশাল কমার্শিয়াল ইভেন্ট
যাত্রার তারিখ : ৮ জুন বৃহস্পতিবার রাতে রওনা
ফেরার তারিখ : ৯ জুন শুক্রবার ফেরা
প্যাকেজ মুল্য জনপ্রতি ১৪৫০/-
প্যাকেজের অন্তর্ভুক্ত
▶️ ঢাকা -চাপাইনবয়াবগঞ্জ -ঢাকা নন এসি বাসে যাতায়াত
▶️ সকালের নাস্তা ও দুপুরের খাবার
▶️আমের বাগানে বসে বুফে আম
▶️স্থানীয় বিভিন্ন পর্যটন স্পটে ঘুরাঘুরি
প্যাকেজের অন্তর্ভুক্ত না
🚫কোন ব্যাক্তিগত খরচ
🚫লোকাল ট্রান্সপোর্ট খরচ
🚫 প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
যাবেন নাকি রাঙ্গামাটি...!!!
বান্দরবানের গিরিপথে ছুট্টি ট্যুরিজম...!!!
আপনার কলেজ, ইউনিভার্সিটি, অথবা অফিসসহ যে কোনো ট্যুরের জন্য যোগাযোগ করুন: 01676-600673
শাওন টাওয়ার,৭ম তলা, পুরানা পলটন ঢাকা ১০০০।
ছুট্টি ট্যুরিজমের হ্যাপি গেস্ট!!!
আপনার কলেজ, ইউনিভার্সিটি, অথবা অফিসসহ যে কোনো ট্যুরের জন্য যোগাযোগ করুন: 01676-600673
শাওন টাওয়ার,৭ম তলা, পুরানা পলটন ঢাকা ১০০০।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কক্সবাজার-বান্দারবান ট্যুর ।
ব্রাজিল vs সার্ভিয়ার মধ্যে আজ কে জিতবে বলুন!
সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন পাবেন ২দিন ৩রাতের কক্সবাজার ট্যুর সম্পুর্ণ ফ্রি...
উত্তর দেয়ার শেষ সময় খেলা শুরুর আগ পর্যন্ত।
সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণের আর ১০ টা সিট খালি আছে।২৪ তারিখ রাতে রওনা।
ছুট্টি গেস্টদের নিয়ে রাতের বিচে গানাড্ডা তো থাকছেই।
যেতে চাইলে আজই বুকিং করুন: আগামি ২৪ নভেম্বরের কক্সবাজার ইভেন্ট। খালি আছে আর মাত্র ২০ টা সিট।
প্যাকেজ মূল্য: ২৮০০/-
ছুট্টি ট্যুরিজিমের আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে শহীদ বদিউজ্জামান এন্টারপ্রাইজের কর্পোরেট ট্যুরের বারবিকিউ পার্টিতে শাহীদুল ইসলাম সামীর গান
সমুদ্র সৈকতে ছুট্টি ট্যরিজমের নিজস্ব প্রোফেশনাল ফোটোগ্রাফার ফুল ক্যামেরা সেটাপ নিয়ে সব-সময় থাকে ট্যুর গেস্টদের সাথে। আপনাকে বিচ ফোটোগ্রাফার নিয়ে ভোগান্তি পোহাতে হবেনা। কোনো পেমেন্টও করতে হবেনা।
কর্পোরেট টিম নিয়ে কক্সবাজার চার তারকা মানের হোটেল কল্লোলে।
আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক বাস যাত্রী নিয়ে আমরা রওনা হয়েছি।
সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দর ভাবে পরিক্ষা শেষ করে ঢাকায় ফিরতে পারি
আলিকদম থেকে বলছি
চান্দের গাড়িতে ছুট্টি ট্যুরিজম
বান্দরবান এর পথে ছুট্টি ট্যুরিজম
আজকের বান্দরবান ট্যুরের গেস্ট দের নিয়ে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ
সবাই দোয়া করবেন আমরা যেন সফল ভাবে ট্যুর শেষ করে ফিরতে পারি
আলহামদুলিল্লাহ আমাদের সাথে আজকে যারা মেরাইথং পাহাড় এ ক্যাম্পিং এবং ডিম পাহার অভিযান এক্সট্রিম ভ্রমণে যাচ্ছেন তাদের সকলের উদ্দেশ্য ⬇️
যারা যারা বুকিং কনফার্ম করেছেন রাত ৮.৩০ এর মধ্যেই সায়েদাবাদ হুযুরবাড়ি গেইট চলে আসবেন। অযথা কেউ দেরি করলে তার দায়ভার আমাদের নয়।
যে কোন প্রয়োজনে যোগাযোগ
01676600673
এটা যেহেতু এডভেঞ্চার জাতীয় ট্যুর তাই সাথে যা যা রাখা দরকার
- টর্চ লাইট অন্তত ২/৩ রাত চলার জন্য
- পাওয়ার ব্যাংক অন্তত ২০০০০ মিলি এম্পেয়ার
- ওয়াটার প্রটেক্টেড মোবাইল ব্যাগ
- ট্রাউজার/ জার্সি কাপড়ের প্যান্ট বা টি-শার্ট
- ব্যাগের ওয়াটার প্রুফ কাভার
- অন্তত ৫ ফুট রশি
- NID কার্ডের ১০ কপি ফটোকপি
- রবি/টেলিটক/এয়ারটেল সিম
- ট্রেকিং উপযোগী হালকা ব্যাকপ্যাক
- ট্রিপ উপযোগী এবং পরিমাণমত জামাকাপড়
- গামছা, সানগ্লাস, ক্যাপ, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ, টুথপেস্ট
- প্রয়োজনীয় ঔষধ
- ট্রেকিং এর জন্য অবশ্যই শুকনা খাবার (চকলেট, বিস্কুট, বাদাম, তিল, খেজুড়, কফি, স্যালাইন ইত্যাদি)
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- পর্যাপ্ত পলিথিন(মোবাইল, ক্যামেরা বৃষ্টি বা পানি থেকে বাঁচানোর জন্য)
- নিজ নিজ পানির বোতল
- ট্রেকিং/ হাঁটার উপযোগী স্যান্ডেল
- নিয়মিত যারা ট্রেকিং করেন, তারা ট্রেকিং পোল কিনে নিতে পারেন (বাঁশ এর বিকল্প)
আমাদের এই ট্যুরে হোস্ট হিসেবে আছেন
sayeed mashfi
Saad mashfiq khan
আমাদের বান্দরবান এক্সক্লুসিভ ইভেন্টের সব সিট বুকিং হয়ে যাওয়ায় বুকিং ক্লোজ ঘোষণা করতে হচ্ছে। আমাদের পরবর্তী ইভেন্ট কক্সবাজার।
ডিটেইলস আজকে রাতেই আসছে।গ্রুপের সাথেই থাকুন
লাস্ট কলিং!!
৪ তারিখ বান্দরবান এক্সক্লুসিভ ইভেন্টের আর মাত্র ২ টা সিট খালি আছে। যারা এক প্যাকেজে পুরো বান্দরবান ঘুরতে চান তাদের জন্য এই ট্যুর।
সিট ফিলাপ হয়ে যাওয়ার পর কান্না কাটি করলেও নিয়ে যাওয়া সম্ভব হবে না।
সো ভাগ্যবান ২ জন দ্রুত বুকিং কনফার্ম করুন
মাত্র ৪৫০০/- টাকায় দেখবো পুরো বান্দরবান এর ৮ টা স্পট।এডভেঞ্চারের ফিল নিতে আমরা যাবো ভয়ংকর আলীর গুহায়।আর মেরাইথং পাহাড়ে ক্যাম্পিং নাইট তো থাকছেই।
মেঘের রাজ্যে হারিয়ে যেতে চলুন আমাদের সাথে।
১৭০০ ফিট উচ্চতায় সেরা ক্যাম্পিং নাইট এবং এডভেঞ্চিং ট্যুর ছুট্টি ট্যুরিজম এর সাথে গহীন বান্দরবানে। এটি ছুট্টি ট্যুরিজম এর একটি অফিসিয়াল ট্যুর।
⏩ট্যুরঃ মারায়নথং পাহাড়ে ক্যাম্পিং নাইট ও বাংলাদেশের সর্বচ্চ এক্সট্রিম সড়ক ডিম পাহার ও নিলগিরি নিলাচল শৈলপ্রপাত ভ্রমণ সময়কালঃ ২ দিন ৩ রাত। তারিখঃ ৪ অগাস্ট ২০২২ হইতে ৬ অগাস্ট ২০২২ বাজেটঃ ৪৫০০ টাকা( কোনো হিডেন চার্জ নেই) বুকিং মানিঃ ১৫০০ টাকা টিম সাইজঃ ১৪ জন বুকিং চলবেঃ সিট ফিলাপ হওয়া পর্যন্ত বিকাশঃ 01676600673 (পারসোনাল) কেউ চাইলে অফিসে এসেও টাকা জমা দিতে পারবেন৷ বুকিংঅফিস- ১৭/ই নয়াটোলা মগবাজার ঢাকা হেড অফিস- শাওন টাওয়ার, পুরোনো পল্টন, ঢাকা ১০০০। আসার আগে 01676600673 (ট্যুর হোস্ট) নাম্বারে কল দিয়ে আসতে হবে৷
⏭️ আমরা যা যা দেখবোঃ
১. আলির সুরঙ্গ
২. নিভৃতে নিসর্গ
৩.মেরাইথং পাহাড়
৪. ডিম পাহার
৫. বাংলাদেশের সর্বোচ্চ সড়ক
৬. থানচি বাজার
৭. নিলগিড়ি
৮. শৈলপ্রপাত
৯.চিম্বুক পাহাড়
১০.নিলাচল
**ভ্রমন বিস্তারিতঃ
➡৪ অগাস্ট তারিখ রাতে আমরা ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল হতে রওনা দিব চকরিয়ার উদ্দেশ্যে।
➡৫অগাস্ট তারিখ সকালে আমরা চকরিয়া পৌঁছে সকালের নাস্তা সেরে রিজার্ভ চান্দের গাড়ি নিয়ে চলে যাবো নিভৃতে নিসর্গ, সেখান থেকে আলিকদম। সেখান থেকে রিজার্ভ অটো তে করে আলির গুহা। সেখানে আমরা ঘুরে ফিরে চলে আসবো মারায়নথং পাহাড়ের নিচে।আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিব। সময় থাকলে সেখান থেকে সবাই মিলে ৩০ মিনিট ট্রেকিং করে চলে যাব শিলবুনিয়া ঝর্ণা দেখতে (সময় সাপেক্ষে)। কিছুক্ষণ পর ফিরে এসে তারপর আমরা ট্রেকিং করে ১৭০০ ফিট উচায় মেরাইথং পাহারের উপর উঠে সূর্যাস্ত দেখবো এবং তাবু গাড়বো রাতে সেখানেই কেম্পিং হবে। সেখানে বারবিকিউ করবো।গান গল্প আড্ডা দিয়ে আমরা নিজেদের মতো করে রাত কাটাবো
➡৬ অগাস্ট তারিখ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরে একটা মন্দির আছে সেটা ঘুরে নিচে নেমে নাস্তা করবো।তারপর রিজার্ভ চান্দের গাড়ি নিয়ে বাংলাদেশের সর্বচ্চ সড়ক ডিম পাহার থানচি বাজার ও নিলগিরি নিলাচল শৈলপ্রপাত সব ঘুরে বান্দরবান শহরে সন্ধায় পৌছাবো ইনশাআল্লাহ। সেখানে রাতের খাবার খেয়ে বাসে করে ঢাকায় ব্যাক করবো।
➡৭ অগাস্ট তারিখ সকাল ৬ টার মধ্যেই ঢাকা পৌছানোর মাধ্যমে যাত্রার সমাপ্তি।
⏩প্যাকেজে কি কি থাকছেঃ
*ঢাকা-বান্দরবান-ঢাকা নন-এসি বাস।
* স্থানীয় সকল লোকাল পরিবহন। *স্থানীয় গাইড খরচ।
*বারবিকিউ
*সকল প্রকার এন্ট্রি ফি
*পাহাড়ে কেম্পিং এর জন্য তাবু ফায়ার প্লেস সহ যাবতীয় সব কিছু ।
*২ দিনের সকল খাওয়ার খরচ (সেখানের পাওয়া সর্বোচ্চ ভালো মানের খাবারই পরিবেশন করা হবে)
⏩কি কি থাকছে নাঃ
*কোন ব্যক্তিগত খরচ *যাত্রাবিরতিতে হোটেল খরচ
*ইভেন্টের উল্লেখ্য ব্যতীত কোন খরচ *নিজস্ব ওষুধ খরচ।
⏩সাথে কি কি নিতে এবং করণীয়ঃ
**ইহা পুরোটাই একটি এক্সট্রিম ট্রেকিং ট্যুর।আলির গুহা ও মারায়নথং পাহাড়ে উঠা নামা পুরো সময়ই ট্রেকিং। সুতরাং,যারা পাহাড়ি পথে ট্রেকিং করেছেন বা ট্রেকিং করার মানসিকতা এবং সামর্থ্য রয়েছে তারাই যোগদান করবেন।
*পাহাড়ি পরিবেশে মানিয়ে চলতে হবে।ডিলাক্স কোন কিছুরই আশা করবেন না।এতটুকু বিশ্বাস রাখবেন হোষ্ট তার সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে সেরা সার্ভিস দেওয়ার৷
**হাল্কা কিছু শুকনা খাবার বহন করবেন। যেমনঃ- চিড়া,বাদাম,কয়েকটি মিনি বিস্কুট এর প্যাকেট,খেজুর ইত্যাদি।
*জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট /জন্মনিবন্ধন সার্টিফিকেট যেকোন একটির ১০টি ফটোকপি৷ (এটা ছাড়া আপনি বান্দরবান শহরেই প্রবেশ করতে পারবেন না৷)
**আপনার প্রয়োজনীয় ব্যাকপ্যাক যত হালকা নেওয়া যায় এতে আপনার ট্রেকিংয়ে সুবিধা হবে।
*আপনার প্রয়োজনীয় জামা-কাপড়,ক্যাপ অথবা হ্যাট রোদ থেকে পরিত্রানের জন্য।
**খাবার স্যালাইন,গ্লুকোজ এবং প্রয়োজনীয় ওষুধপত্র।মশা এবং অন্যান্য পোকামাকড় নিরোধে ওডোমস নিয়ে নিতে পারেন।
*ছবি তুলার ডিভাইস,অতিরিক্ত পাওয়ার ব্যাংক আনুষাঙ্গিক যা লাগে। **কোন প্রকারের মাদকদ্রব্য পরিবহন করা যাবে না।কারোও কাছে মাদকদ্রব্য পাওয়া গেলে তাকে ঐ মুহুর্তেই টিম থেকে বের করে দেওয়া হবে এবং তার কোন দায়ভার গ্রুপ বহন করবে না।
**নারী টিম মেম্বারদের সাথে কোন প্রকার অশালীন আচরন করা যাবেনা৷ *এটি একটি গ্রুপ ট্রিপ। এখানে সবাইকে নিজের আপন করে নিতে হবে এবং একটি পরিবারের মত করে উপভোগ করতে হবে।অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনায় বিচলিত কিংবা মন খারাপ না করে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা রাখতে হবে।
**আমরা পাহাড়ী আদিবাসীদের অতিথি হিসাবে যাবো।আমরা তাদের সাথে কোন প্রকারের বাজে ব্যবহার করবো না।এবং তাদের ছবি তুলার আগে অবশ্যই অনুমতি নিয়ে নিব।
*ঘুরতে গিয়ে পরিবেশ নষ্ট করবো না।কোন প্রকারের আবর্জনা প্রকৃতিতে ফেলবো না। *আপাতত আর মনে পরছে না কারো কিছু থাকলে জানাইয়েন এড করে দিব।
★★ যে কোন জিজ্ঞাসা, বুকিং অথবা বাংলাদেশের যেকনো প্রান্তে কাস্টোমাইজ ট্যুরের জন্য যোগাযোগ করুনঃ ছুট্টি ট্যুরিজম মোবাইলঃ 01676600673 বুকিংঅফিস- ১৭/ই নয়াটোলা মগবাজার ঢাকা হেড অফিস- শাওন টাওয়ার, পুরোনো পল্টন, ঢাকা ১০০০।
১৭০০ ফিট উপর থেকে দেখবো মেঘের রাজত্ব। আর সাথে পাহাড়ের উপর বারবিকিউ না করলে কি চলে?
এই ট্যুরে এরকম আরো সব এডভেঞ্চার পাবেন। তাই আমাদের সাথে এড হতে চাইলে দ্রুত ইনবক্সে মেসেজ দেন
যাচ্ছি আগামি ৪ তারিখ সিটখালি আর ২ টা
১৭০০ ফিট উচ্চতায় সেরা ক্যাম্পিং নাইট এবং এডভেঞ্চিং ট্যুর ছুট্টি ট্যুরিজম এর সাথে গহীন বান্দরবানে। এটি ছুট্টি ট্যুরিজম এর একটি অফিসিয়াল ট্যুর। গ্রুপ লিংক— https://www.facebook.com/groups/1989439917936893/?ref=share ⏩ট্যুরঃ মারায়নথং পাহাড়ে ক্যাম্পিং নাইট ও বাংলাদেশের সর্বচ্চ এক্সট্রিম সড়ক ডিম পাহার ও নিলগিরি নিলাচল শৈলপ্রপাত ভ্রমণ সময়কালঃ ২ দিন ৩ রাত। তারিখঃ ৪ অগাস্ট ২০২২ হইতে ৬ অগাস্ট ২০২২ বাজেটঃ ৪৫০০ টাকা( কোনো হিডেন চার্জ নেই) বুকিং মানিঃ ১৫০০ টাকা টিম সাইজঃ ১৪ জন বুকিং চলবেঃ সিট ফিলাপ হওয়া পর্যন্ত বিকাশঃ 01676600673 (পারসোনাল) কেউ চাইলে অফিসে এসেও টাকা জমা দিতে পারবেন৷ বুকিংঅফিস- ১৭/ই নয়াটোলা মগবাজার ঢাকা হেড অফিস- শাওন টাওয়ার, পুরোনো পল্টন, ঢাকা ১০০০। আসার আগে 01676600673 (ট্যুর হোস্ট) নাম্বারে কল দিয়ে আসতে হবে৷
⏭️ আমরা যা যা দেখবোঃ
১. আলির সুরঙ্গ
২. নিভৃতে নিসর্গ
৩.মেরাইথং পাহাড়
৪. ডিম পাহার
৫. বাংলাদেশের সর্বোচ্চ সড়ক
৬. থানচি বাজার
৭. নিলগিড়ি
৮. শৈলপ্রপাত
৯.চিম্বুক পাহাড়
১০.নিলাচল
**ভ্রমন বিস্তারিতঃ
➡৪ অগাস্ট তারিখ রাতে আমরা ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল হতে রওনা দিব চকরিয়ার উদ্দেশ্যে।
➡৫অগাস্ট তারিখ সকালে আমরা চকরিয়া পৌঁছে সকালের নাস্তা সেরে রিজার্ভ চান্দের গাড়ি নিয়ে চলে যাবো নিভৃতে নিসর্গ, সেখান থেকে আলিকদম। সেখান থেকে রিজার্ভ অটো তে করে আলির গুহা। সেখানে আমরা ঘুরে ফিরে চলে আসবো মারায়নথং পাহাড়ের নিচে।আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিব। সময় থাকলে সেখান থেকে সবাই মিলে ৩০ মিনিট ট্রেকিং করে চলে যাব শিলবুনিয়া ঝর্ণা দেখতে (সময় সাপেক্ষে)। কিছুক্ষণ পর ফিরে এসে তারপর আমরা ট্রেকিং করে ১৭০০ ফিট উচায় মেরাইথং পাহারের উপর উঠে সূর্যাস্ত দেখবো এবং তাবু গাড়বো রাতে সেখানেই কেম্পিং হবে। সেখানে বারবিকিউ করবো।গান গল্প আড্ডা দিয়ে আমরা নিজেদের মতো করে রাত কাটাবো
➡৬ অগাস্ট তারিখ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরে একটা মন্দির আছে সেটা ঘুরে নিচে নেমে নাস্তা করবো।তারপর রিজার্ভ চান্দের গাড়ি নিয়ে বাংলাদেশের সর্বচ্চ সড়ক ডিম পাহার থানচি বাজার ও নিলগিরি নিলাচল শৈলপ্রপাত সব ঘুরে বান্দরবান শহরে সন্ধায় পৌছাবো ইনশাআল্লাহ। সেখানে রাতের খাবার খেয়ে বাসে করে ঢাকায় ব্যাক করবো।
➡৭ অগাস্ট তারিখ সকাল ৬ টার মধ্যেই ঢাকা পৌছানোর মাধ্যমে যাত্রার সমাপ্তি।
⏩প্যাকেজে কি কি থাকছেঃ
*ঢাকা-বান্দরবান-ঢাকা নন-এসি বাস।
* স্থানীয় সকল লোকাল পরিবহন। *স্থানীয় গাইড খরচ।
*বারবিকিউ
*সকল প্রকার এন্ট্রি ফি
*পাহাড়ে কেম্পিং এর জন্য তাবু ফায়ার প্লেস সহ যাবতীয় সব কিছু ।
*২ দিনের সকল খাওয়ার খরচ (সেখানের পাওয়া সর্বোচ্চ ভালো মানের খাবারই পরিবেশন করা হবে)
⏩কি কি থাকছে নাঃ
*কোন ব্যক্তিগত খরচ *যাত্রাবিরতিতে হোটেল খরচ
*ইভেন্টের উল্লেখ্য ব্যতীত কোন খরচ *নিজস্ব ওষুধ খরচ।
⏩সাথে কি কি নিতে এবং করণীয়ঃ
**ইহা পুরোটাই একটি এক্সট্রিম ট্রেকিং ট্যুর।আলির গুহা ও মারায়নথং পাহাড়ে উঠা নামা পুরো সময়ই ট্রেকিং। সুতরাং,যারা পাহাড়ি পথে ট্রেকিং করেছেন বা ট্রেকিং করার মানসিকতা এবং সামর্থ্য রয়েছে তারাই যোগদান করবেন।
*পাহাড়ি পরিবেশে মানিয়ে চলতে হবে।ডিলাক্স কোন কিছুরই আশা করবেন না।এতটুকু বিশ্বাস রাখবেন হোষ্ট তার সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে সেরা সার্ভিস দেওয়ার৷
**হাল্কা কিছু শুকনা খাবার বহন করবেন। যেমনঃ- চিড়া,বাদাম,কয়েকটি মিনি বিস্কুট এর প্যাকেট,খেজুর ইত্যাদি।
*জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট /জন্মনিবন্ধন সার্টিফিকেট যেকোন একটির ১০টি ফটোকপি৷ (এটা ছাড়া আপনি বান্দরবান শহরেই প্রবেশ করতে পারবেন না৷)
**আপনার প্রয়োজনীয় ব্যাকপ্যাক যত হালকা নেওয়া যায় এতে আপনার ট্রেকিংয়ে সুবিধা হবে।
*আপনার প্রয়োজনীয় জামা-কাপড়,ক্যাপ অথবা হ্যাট রোদ থেকে পরিত্রানের জন্য।
**খাবার স্যালাইন,গ্লুকোজ এবং প্রয়োজনীয় ওষুধপত্র।মশা এবং অন্যান্য পোকামাকড় নিরোধে ওডোমস নিয়ে নিতে পারেন।
*ছবি তুলার ডিভাইস,অতিরিক্ত পাওয়ার ব্যাংক আনুষাঙ্গিক যা লাগে। **কোন প্রকারের মাদকদ্রব্য পরিবহন করা যাবে না।কারোও কাছে মাদকদ্রব্য পাওয়া গেলে তাকে ঐ মুহুর্তেই টিম থেকে বের করে দেওয়া হবে এবং তার কোন দায়ভার গ্রুপ বহন করবে না।
**নারী টিম মেম্বারদের সাথে কোন প্রকার অশালীন আচরন করা যাবেনা৷ *এটি একটি গ্রুপ ট্রিপ। এখানে সবাইকে নিজের আপন করে নিতে হবে এবং একটি পরিবারের মত করে উপভোগ করতে হবে।অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনায় বিচলিত কিংবা মন খারাপ না করে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা রাখতে হবে।
**আমরা পাহাড়ী আদিবাসীদের অতিথি হিসাবে যাবো।আমরা তাদের সাথে কোন প্রকারের বাজে ব্যবহার করবো না।এবং তাদের ছবি তুলার আগে অবশ্যই অনুমতি নিয়ে নিব।
*ঘুরতে গিয়ে পরিবেশ নষ্ট করবো না।কোন প্রকারের আবর্জনা প্রকৃতিতে ফেলবো না। *আপাতত আর মনে পরছে না কারো কিছু থাকলে জানাইয়েন এড করে দিব।
★★ যে কোন জিজ্ঞাসা, বুকিং অথবা বাংলাদেশের যেকনো প্রান্তে কাস্টোমাইজ ট্যুরের জন্য যোগাযোগ করুনঃ ছুট্টি ট্যুরিজম মোবাইলঃ 01676600673 বুকিংঅফিস- ১৭/ই নয়াটোলা মগবাজার ঢাকা হেড অফিস- শাওন টাওয়ার, পুরোনো পল্টন, ঢাকা ১০০০।
চট্টগ্রামের মিরসরাইতে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায়
খৈয়াছড়া ঝর্ণা রোডে মাইক্রো আরোহী ১০ পর্যটক নিহত হয়েছেন।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। চলার পথে সবাই সাবধানতা অবলম্বন করতে হবে।
যারা গতবার মেরাইথং পাহাড় ক্যাম্পিং ও সাড়া বান্দরবান ট্যুর মিস করেছেন
তাদের জন্য আবার আসছে এই ট্যুর
গ্রুপে চোখ রাখুন
দুই বাস স্টুডেন্ট নিয়ে আমরা এখন রাজশাহীর পথে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা
এই মাসের লাস্টে ঢাকা টু রাঙ্গামাটি ২৯৯৯/=
ধুপপানি ঝর্না,মুপ্পোছড়া ঝর্না,ন-কাটা ঝর্না ট্যুরে দিলে কে কে যাবেন
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
2/C, Purana Paltan
Dhaka
1000
Opening Hours
Monday | 09:00 - 22:00 |
Tuesday | 09:00 - 22:00 |
Wednesday | 09:00 - 22:00 |
Thursday | 09:00 - 22:00 |
Friday | 09:00 - 22:00 |
Saturday | 09:00 - 22:00 |
Sunday | 09:00 - 22:00 |
House: 57, Road: 5, Ground Floor, Banani Old DOHS
Dhaka, 1206
::::: Our Services ::::: >> Airline Ticketing >> City Sightseeing >> River Cruise >> Domestic Packag
112 Green Road Farmgate
Dhaka, 1205
আল্লাহর সৃষ্টি সুন্দর পৃথিবীকে দেখবো এবং এই পেইজে তুলে ধরার চেষ্টা করবো।
Bay Park Heights , Suit-7E, Plot-02, Road-09, Kolabagan, Dhanmondi
Dhaka, 1209
One Tourism Ltd one of the"IATA Accredited Travel Agent" in Bangladesh. Keeps your travel budget low.
32 Mohakhali C/A, Level 1
Dhaka, 1212
Another name for a small attempt to wander into the web of folklore surrounding the unknown history of some places in Bangladesh is The Trip X
212/1 KATHAL BAGAN BAZAR (1ST FLOOR), OPPOSITE OF BAZAR MOSQUE, KALABAGAN
Dhaka, 1205
ট্রাভেল আপডেট পেতে সাবস্ক্রাইব : https://www.y
Pathantola Primary School, Dhamrai
Dhaka, 1350
আমি তোমার মস্তিষ্কের বারান্দায় কার্নিশে বেড়ে ওঠা অপ্রয়োজনীয় রানী বিলাস।।।
House:57, Shorswardy Avenue, Baridhara
Dhaka, 1206
Professional Driver & Traveler. I know my county as like own hand.