Luthfar Rahman
I’m a Computer Engineer, Entrepreneur, Public Speaker, & Internet Marketer. LuthfarRahman.Com
Remember, everything is temporary!
এসব কোন ব্যাপারই না!! কি বলেন?
আজকের বাজার দর👉
টমেটো: ২৮০ টাকা
মরিচ: ৪০০
ধনিয়া পাতা: ৫৫০
গাজর: ২২০ টাকা
ডিমের হালি: ৬০ টাকা
লাউ: ১০০ টাকা (প্রতি পিস)
বেগুন: ১৪০ টাকা
কচুর লতি: ১০০ টাকা
মুলা: ১০০ টাকা
পটল: ১০০ টাকা
ঢেঁড়স: ১২০ টাকা
শসা: ৮০ টাকা
সিম: ৪০০ টাকা
মিষ্টি কুমড়া: ৭০ টাকা
করল্লা: ১২০ টাকা
পেঁপে: ৪০ টাকা
বরবটি: ১৪০
লাল শাক:৪০ টাকা
বাঁধাকপি: ৯৫ টাকা
আলু ৬০।
তাই চিন্তাশীলরা সব ক্ষেত্রে তার রবকেই প্রাধান্য দিয়ে থাকেন 💞
What normal people see as a funnel vs. what markets see 😜
কন্টেন রাইটিংকে কেন্দ্র করে এডসেন্স ব্লগিং কিংবা এফিলিয়েট মার্কেটিং বদলে দিতে পারে আপনারও ক্যারিয়ার কিংবা ভাগ্যের চাকা।
গুগল এডসেন্স ব্লগিং কোর্স: https://shorturl.at/BMWqa
অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স:
https://shorturl.at/oLcaV
মাঝে মাঝে সৃষ্টিকর্তাকে সঙ্গে নিয়ে একা পথ চলতে শিখতে হয়। এই একাকীত্ব আপনাকে প্রতিকূলতাকে জয় করতে শেখাবে 💪
প্রয়োজন সকল উদ্ভাবনের জননী।
So, believe in yourself & move on 💪
আইনেস্টাইন বলেছিলেন “ইমেজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ” অর্থাৎ আপনি যদি খুব সুচিন্তিত ভাবে কোনো জিনিস ‘চিন্তা’ করতে পারেন, তাহলে সেটা জ্ঞানের চাইতে বেশী গুরুত্বপূর্ণ।
ভুল থেকে শিক্ষা নেওয়াটাও একটা দক্ষতা।
The art of consistency 💪
⭐ সফলতার ১৫টি সূত্রঃ
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।
২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।
৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।
৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.
৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।
৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।
৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।
৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।
৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।
১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.
১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।
১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।
১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।
১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।
১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।
আল্লাহ বলেছেন,"যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব।"
আলহামদুলিল্লাহ 💝
আমার 'মা',
পড়াশোনার সুবাদে প্রায় অর্ধযুগ সময় আমি আমার পরিবার থেকে দূরে ছিলাম। সময়টা অনেক বেশি না হলেও নেহায়েত কমও নয়। মহান রবের অনুগ্রহে এখনো বাবা-মায়ের ছায়াতলে আছি।
পৃথিবীর এই দীর্ঘ পরিক্রমায় একটা জিনিসের উপলব্দি খুব স্পষ্ট - মহান সৃষ্টিকর্তার পর নিঃস্বার্থ ভালোবাসা মায়ের কাছেই থাকে।
"মা - আমার কাছে একমাত্র জীবন্ত ম্যাজিক।" যিনি মাথায় হাত রাখলে সব কিছু শান্ত হয়ে যায়। যিনি দোয়া করলে কবুল হয়ে যায়।
যার অস্তিত্ব আমার পৃথিবীকে আলোকিত করে আছে 💞
যখন কারো জীবনে কোন বড় লক্ষ্য থাকে না তখন সে ছোট বিষয় নিয়ে মেতে থাকে।
মহান আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রমনির্ভর করে।
তাই মানুষের উচিত সফলতার জন্য পরিশ্রম করা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা।
Money can decide all, Lol ☺️
The Future Depends On What You Do Today.
হিংসুক কি জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে!
পরশ্রীকাতরতা মানুষের সুখ কেড়ে নেয়।
তাই সাবধান শুভাকাঙ্ক্ষী হন, আল্লাহ সেটাই চান।
যে গাছ ঝড় বাতাসের সাথে তাল মিলাতে পারে না তা ভেঙে পড়ে যায়।
তাই পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে হবে।
নিজের গন্তব্য নিজেকেই ঠিক করতে হবে। মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিজের লক্ষ্যে অটুট থাকুন।
পরিশ্রম করে যান নিজের সর্বোচ্চ দিয়ে, ইনশাল্লাহ একদিন ঠিকই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন।
হাটা শুরু করুন।
শুধুমাত্র আপনি চাইলেই আপনার সকালটা সুন্দর হবে অন্যথায় না।
এটাই যথেষ্ট!
পৃথিবীর প্রতিটা সময়ই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু সময় স্মরণীয়।
Click here to claim your Sponsored Listing.
Only You Can Change Your Life!
Only You Can Change Your Life! Not Someone :)
If You Dream It You Can Do It!
So, please be humble, be a good person in this Dunya, and work hard for achieving your goal with the right way!
Follow Me In Web: LuthfarRahman.Com
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Jatrabari
Jatrabari
Hi, I am Ayan Islam Arfin, � Follow My page, Ayan Islam Arfin official is a Motivational video, music video, This Channel is mainly Focused on, love story, Funny Vide...
Jatrabari
Mawlana Golam Kabir Azhari Kamil, M.A Dawrae Hadith, ifta. Lesance(Honurs), Tafseerul Qur'an & Qur'anic Science. Al Azhar University, Cairo, Egypt.
Jatrabari
বাইতুল্লাহ তাওয়াফে ও রওজা শরীফ জেয়ারাতে আমাদের বিশ্বস্ত সঙ্গী হতে পারেন আপনিও। 01719-632 408
West Dholair Par Jatrabari
Jatrabari, 1204
Our page uploads Islamic videos, Islamic waz and Islamic songs
Dhaka
Jatrabari
��সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এটা শুধু আমার একার পেজ না তোমাদের সবার পেজ।��
Dhaka
Jatrabari
Freelancing bisoy jodi help dorkar hoy tahole bolben.insha allah cesta korbo