Golam Kabir Azhari
Mawlana Golam Kabir Azhari
Kamil, M.A Dawrae Hadith, ifta. Lesance(Honurs), Tafseerul Qur'an & Qur'anic Science. Al Azhar University, Cairo, Egypt.
আজকের মাহফিল কসবা,ব্রাহ্মণবাড়িয়া
💢আজকের মাহফিল কসবা বি বাড়িয়া। আশপাশের বন্ধুদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, দোয়া চাই সকলের।
আজকের মাহফিল 💢লালমনিরহাট কালীগঞ্জ!
আজকের মাহফিল ভুয়াপুর, টাংগাইল।
বড়লেখা মৌলভীবাজারে প্রিয় শায়েখ মোল্লা নাজিম উদ্দিন ভাইয়ের মাহফিলটি ছিল প্রাণবন্ত সাথে আমি ছোট্ট মানুষ।
আসসালামু আলাইকুম,টাঙ্গাইলের পথে আমরা কয়েকজন।
হাজারো কুরআনের পাখির ভিড়ে পাইকমারি, নরাইল উচ্ছ্বসিত।
আবু দারদা (রা:) বলেন— তোমরা আলেম হও, নয়তো তালিবে ইলম হও, অথবা আলেমদের ভালোবাসো, কিংবা তাদের অনুসারী হও। এই চার প্রকার বাদ দিয়ে পঞ্চম প্রকার হয়োনা। আর পঞ্চম প্রকার হলো আলেম বিদ্বেষ। আলেম বিদ্বেষী হয়োনা, তাহলে ধ্বংস অনিবার্য।
[শো’আবুল ইমান]
বিশ্ব বিখ্যাত আলেম শাইখ ডঃ ইউসুফ আল কারযাবী ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কাদায়া ফিকহিয়্যাহ মুয়াছারা, লেনদেনে হিল্লা পদ্ধতি শরীয়তের দৃষ্টিকোণ।
ইসলামী শরীয়তে নিলাম এবং টেন্ডারের বিধান। কাদায়া মুয়াছারা, দারুল ইফতা লাইভ ক্লাস।
আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা বাংলাদেশের খুদে হাফেজ সালেহ আহমদ তাকরিমকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। এ সময় বিমানবন্দরে হাফেজ তাকরিমকে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আর শিগগিরই বড় পরিসরে সংবর্ধনা দেয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আলফিকহুল আকবার 23 তম ক্লাস
💢কাদের কবরে প্রশ্ন করা হয় না,
💢কারা কিয়ামতের বিচলিত হবে না,
💢কাদের দেহ কবরের মাটি গ্রাস করবে না,
💢আরশ কুরসি লৌহ কলম কি?
ঈমান সংজ্ঞা এবং সূক্ষ্ম বিষয়গুলি দরস প্রদান করছেন উসতাজুল আসাতিজা শাইখুল হাদীস আল্লামা ফজলুল করীম দা. বা। দারুল ইফতা এর নিয়মিত দরস নং ০২
মাকাসিদে শরীয়াহ ৯ম ক্লাস, ইজতিহাদ সংজ্ঞা শর্ত ওক্ষেত্র, দারুল ইফতা চতুর্থ ব্যাচ লাইভ ক্লাস। ১১/৯/২২
দারুল উলূম ঢাকার ইফতা বিভাগের লাইভ ক্লাস,বুহুছ ফী কাদায়া ফিকহিয়্যাহ মুয়াছারা। আল্লামা মুফতি আবু ইউসুফ
ইসলামী শরীয়তে কাউকে কাফের বলার বিধান কি ??
দারুল উলুম ঢাকার আকিদা লাইভ ক্লাস
তাওফিক কাকে বলে।
নেশা করে কেউ ভালো কাজ করেছে তার প্রমাণ আছে কি ??
আল্লাহ শব্দের তাফসীর সারসংক্ষেপ।।
মানুষ তুমি কার ??
মনের আশা পূরণ হয় না কারণ কি ???
যারা নিজের দোষ চর্চা করে তারা বুদ্ধিমান নাকি বোকা ??
বিখ্যাত বুজুর্গ মালেক ইবনে দিনার রহিমাহুল্লাহ -এর ঘরে এক রাতে চোর ঢুকলো। চুরি করার কোন কিছুই পেল না। ফিরে যেতে রওনা করলো।
মালেক ইবনে দিনার তাকে ডাকলেন। তুমিতো আমার গৃহে দুনিয়ার কোন কিছুই পেলে না। আখেরাতের কোন কিছু নিয়ে যেতে চাইলে নিতে পারো। তুমি কি তা নেবে? চোর বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ ঠিক আছে। ওজু করো, দুই রাকাত নামাজ পড়ো। চোর তাই করল।
তারপর মালেক ইবনে দিনার চোরকে নিয়ে মসজিদে গেলেন। লোকজন জিজ্ঞেস করলোঃ এই লোক কে? তিনি বললেনঃ সে চুরি করতে এসেছিল। আমরা তাকে চুরি করে ফেললাম। (তার চুরি পেশা থেকে নামাজী বানিয়ে নিলাম)। সুবহানাল্লাহ!!
১.সহীহ মুসলিম শরীফে ইয়ামে আরাফার রোজা উল্লেখ করা হয়েছে কোন তারিখ উল্লেখ করা হয় নাই।
২. আবু দাউদ শরীফের সহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম জিলহজ মাসের নয় তারিখ রোজা রাখতেন উল্লেখ করা হয়েছে।
৩. নাসায়ী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের ৯ তারিখের রোজা কখনো ছাড়তেন না উল্লেখ করা হয়েছে।অথবা আরাফার ময়দান যে দেশে ওই দেশের তারিখের সাথে বা সময়ের সাথে মিলাতে হবে এমন হাদিস আমার জানা মতে নেই।
৩. হাজী সাহেবগণ যেদিন আরাফার ময়দানে যান ঐদিন হাজী সাহেবদের আরাফাতের ময়দানে যাওয়া মিডিয়ায় দেখে দেখে রোজা রাখতে হবে এমনটি কোন হাদিসে উল্লেখ করা হয়েছে বলে আমার জানা নেই।
৪. তাকবীরে তাশরিকের ব্যাপারে আরাফার দিন বাদ ফজর থেকে শুরু করতে হবে বহু হাদীস শরীফে উল্লেখ করা হয়েছে
এখন যারা আরাফার দিন সৌদি আরবের সাথে মিলায়ে রোজা রাখতে চান তাহলে বাংলাদেশের তাকবীরে তাশরিক কখন থেকে শুরু শেষ করবেন।
৫. সৌদি আরবের সাথে আরাফার রোজা মিলাতে হলে সেহরি এবং ইফতারটি ও মিলিয়ে রাখা শুরু করা অত্যাবশ্য, না হয় আরাফার দিন শুরু শেষ কখনো মিলবে না মিলবে না।
৬. সৌদি আরবের বিপরীত মেরুতে অবস্থিত দেশগুলো হুবহু সৌদি আরবের উল্টা অর্থাৎ সৌদি আরবে যখন দিন তখন উনাদের এখানে রাত্র তাহলে উনারা বাধ্য হয়ে পরদিন রোজা রাখার বিকল্প আছে কি??
৭. তাছাড়া পৃথিবীর কিছু দেশে যেখানে ছয় মাস দিন ছয় মাস রাত্রি হয় তার ব্যাপারে আলাদা হাদিস বিদ্যমান।
৮. পৃথিবীর পশ্চিম আফ্রিকার কিছু কিছু দেশ যেমন লাইবেরিয়া, মালি, নাইজার ইত্যাদি কতিপয় দেশ প্রায় সময় সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখে অর্থাৎ সৌদি আরবে হাজী সাহেবগণ যেদিন আরাফার ময়দানে যান ঐদিন ঐ সকল দেশে ঈদুল আযহা তাহলে ওই সকল দেশের মুসলিমগণ আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলানো শরীয়তের দৃষ্টিতে হারাম।
৯. তাছাড়া রাসুল সাঃ সাহাবায়ে কেরাম সহ সর্বোত্তম তিনটি যুগে অর্ধেকটি পৃথিবী ইসলামের ছায়াতলে শাসনব্যবস্থায় আসা সত্ত্বেও উনারা স্থানীয় দেশ ও সময়ের আলোকে রোজা শুরু এবং শেষ করতেন, আরাফা, কদর, নামাজ, সেহরি ইফতার ইত্যাদি কার্যাবলী সম্পাদন করতেন এখন উনারা আমাদের আদর্শ নয় কি??
১০. আরাফা দিবসে উপলক্ষে রোজা শুধু একদিন এবং জিলহজ মাসের শুরুতে একাধারে ৯ দিন রোজার কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। কাজেই আরাফা দিবসে উপলক্ষে দুই দিন রোজা রাখা ইসলামি শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়, যারা আরাফার রোজা নিয়ে বর্তমান যুগে মিডিয়ার কারণে গুজামিলের মধ্যে নিমজ্জিত তারাই কেবল এই জাতীয় ফতোয়া প্রদান করে থাকে।
১১. হাদিসে ইয়াওয়ামুন নহর অর্থাৎ কুরবানীর দিন শব্দটি উল্লেখ করা হয়েছে কাজেই এই দিনে যেহেতু হাজী সাহেবদের কুরবানী এবং সৌদি আরবের কুরবানী আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি এজন্য কি আমরা ওই দিনেই কুরবানী করব না আমাদের দেশের হিসাব অনুযায়ী জিলহজ্জ্বের দশ তারিখে কুরবানী করব??
১২.কাজেই আমরা সালাফে সালেহীনের অনুসরণ করে পৃথিবীর প্রত্যেক দেশে চাঁদের হিসেব অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখ আরাফা দিবসের রোজা পালন করব ইনশাআল্লাহ।
১৩. হজ পালনরত অবস্থায় যারা আরাফার ময়দানে থাকবে তাদের জন্য আরাফার দিবসের রোজা নেই। আরাফার দিবসের রোজা নিয়ে মতানৈক্য পূর্বের যুগে ছিল বলে আমার জানা নেই বর্তমান যুগে এটা শুরু হয়েছে, আল্লাহ তাআলা উনাদেরকে সঠিক বুঝ দান করুন আমীন।
১৪.যেই দেশে আরাফাতের ময়দান সেই দেশের গ্রান্ড মুফতি শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহ. ফতুয়া হচ্ছে প্রত্যেক দেশের চাঁদের হিসাব অনুযায়ী জিলহজ্জ্বের ৯ তারিখ আরাফার রোজা রাখবে।( তিনি মিডিয়ার যুগের মুফতী ছিলেন)।
১৫. হাজী সাহেবদের ফরজ আরাফার ময়দানে অবস্থান (ওকুফে আরাফাহ) শুরু হয় ৯ জিলহজ যুহরের ওয়াক্ত থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। বাংলাদেশে যদি আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে ৮ জিলহজ রোজা রাখেন তাহলে আপনি ইফতার করবেন ওই সময়ে যেই সময়ে হাজী সাহেবদের আরাফার ময়দানে ফরজ অবস্থান শুরু। অর্থাৎ সৌদি আরব থেকে তিন ঘন্টা আগে আপনি ইফতার করবেন। তাহলে আপনার রোজাটি আরাফার ময়দানে অবস্থানের সাথে কতটুকু মিলিলো??
আর সৌদি আরবের সাথে যে সকল দেশের রাত দিনের ১০০% ব্যবধান তাদের কথা নাই বা বললাম।
আল্লাহপাক সবাইকে বুঝার তৌফিক দিন।
নিবেদক
আপনাদের দ্বীনী ভাই
গোলাম কবির আযহারী।
শিক্ষার শেষ নেই।
১. স্ত্রীর পাশে ১-মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন।
২. মাতালের কাছে ১০- মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ।
৩. সাধুদের সাথে ৩-মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে।
৪. রাজনীতিবিদের সাথে ৪-মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশুনা সব বেকার, অনর্থক।
৫. একজন জীবন বীমা এজেন্টের সাথে ৫-১০ মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
৬. একজন ব্যবসায়ীর সাথে ৬-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না।
৭. একজন বিজ্ঞানীর সাথে ৭-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে।
৮. একজন ভালো শিক্ষকের সাথে ৮-মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন।
৯. একজন কৃষক বা শ্রমিকের সাথে ৯-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না।
১০. একজন সৈনিকের সাথে ১০-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য।
১১. কবরস্থানে ১০/১১ মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই।
১২. একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো, উদার মনের প্রকৃত বন্ধুর সাথে ১০-মিনিট বসুন, মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর ।
সংগৃহীত
ওহে মাবুদ সিলেটবাসীর প্রতি রহম করো!!!!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Jatrabari
Jatrabari
Hi, I am Ayan Islam Arfin, � Follow My page, Ayan Islam Arfin official is a Motivational video, music video, This Channel is mainly Focused on, love story, Funny Vide...
Jatrabari
বাইতুল্লাহ তাওয়াফে ও রওজা শরীফ জেয়ারাতে আমাদের বিশ্বস্ত সঙ্গী হতে পারেন আপনিও। 01719-632 408
West Dholair Par Jatrabari
Jatrabari, 1204
Our page uploads Islamic videos, Islamic waz and Islamic songs
Dhaka
Jatrabari
��সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এটা শুধু আমার একার পেজ না তোমাদের সবার পেজ।��
Dhaka
Jatrabari
Freelancing bisoy jodi help dorkar hoy tahole bolben.insha allah cesta korbo