জিয়াউর রহমান
স্বাধীনতার ঘোষক।প্রথম প্রেসিডেন্ট। ?
শেয়ার বাজার লুটপাট কারী দরবেশ পালাতে পারে নাই
বিমানবন্দরে পাহারা বসান
ব্রেকিং নিউজ এই মাত্র ডিবি হারুন পালাতে গিয়ে এয়ার পোর্টে সেনাবাহিনী তাকে দেশ ছাড়তে দেননি এবং তাকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে। ধন্যবাদ সেনাবাহিনী।
সূত্র : কালের কণ্ঠ
>>>ব্রেকিং
একটা না দুইটা না ১৩ টা পুলিশ মারলো, মিনিমাম ১০০ জন তো থাকার কথা, একজনকে যদি বিক্ষুব্ধ ছাত্র মারে মিনিমাম ২-৩ জন ভিডিও দেয় মারার। কিন্তু এখানে ১জনও ভিডিও করলো না???
আমরা সব বুঝি, এগুলো ভারতের "র" এর এজেন্ট দিয়ে মেরে স্তুপ করে রেখে সাধারণ ছাত্রদের ফাসানোর চেষ্টা।
এইসব নাটক সাজিয়ে গিয়ে #গণভবনঘেরাও কর্মসূচী আটকানো যাবে?
>>>ব্রেকিং
পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।
আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছে খুনি হাসিনা। চুড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।
চুড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যূদয় ঘটাবো।
আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
রাজপথে আন্দোলনকারীরা, উত্তরা, শাহবাগ, প্রেস ক্লাব, মিরপুর, দনিয়ায় সংঘর্ষ, ভাঙচুর, মুন্সিগঞ্জে নিহত ২
যে যে মোবাইল অপারেটরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে ইন্টারনেট বন্ধ করবে তাদের সকল অফিস ঘেরাও করবেন। সাথে আগারগাঁও এ অবস্থিত বিটিআরসি এর ভবনও ঘেরাও করবেন। এরপর গণভবনের দিকে রওয়ানা দিবেন।
খুলনার আওয়ামী সন্ত্রাসী শেখ শাহজালাল হোসেন সুজনকে গণধোলাই দিয়েছে ছাত্রজনতা।
>>>ব্রেকিং
গাজিপুরের কাপাসিয়া আওয়ামী হানাদারলীগ মুক্ত ঘোষণা।
কিশোরগঞ্জ আওয়ামীলীগ অফিস অবৈধ হাসিনার দখলদারিত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষনা করেছে কিশোরগঞ্জবাসী।
(ইনবক্স থেকে প্রাপ্ত)
বিপদের সময় নিজের বোন পালিয়ে যাচ্ছে
স্পেশাল ব্রেকিং -
শেখ রেহানা পালিয়েছে। একটু আগেই সে দেশ ছেড়েছে। সিকিউরিটি রিজনে আশপাশ থেকে ছবি তুলা সম্ভব হয়নি।
রাজশাহীর পুরো রাজপথে ছাত্র-জনতার গণজোয়ার।
আজ সারাদিন শুধু দেশ স্বাধীন এর খবর দিব
পাশে থাকার অনুরোধ
পিজিতে ছাত্রলীগ ধরে জয় বাংলা করে দিয়েছে ছাত্র জনতা!
লিংক কমেন্ট
শাহবাগ, জাতীয়প্রেসক্লাব, সাইনবোর্ড-রায়েরবাগ- শনিরআখড়া-যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, উত্তরা, সাইন্সল্যাব,ধানমন্ডি, ছাত্র-জনতার দখলে,, আলহামদুলিল্লাহ
আমি কখনো শেয়ার চাই নাই কিন্তু আজকে চাচ্ছি বেশি বেশি শেয়ার দিয়ে কুত্তা লীগের মনোবল.....
বিমানবন্দরে নেতাদের ভীড়। আর পাতি নেতারা যু'দ্ধের প্রস্তুতি নিচ্ছে।
অসহযোগ আন্দোলন সফল করতে ছাত্র-জনতার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫টি জরুরি নির্দেশনা দিয়েছেন।
শনিবার (৩ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এ নির্দেশনার ঘোষণা দেন।
১. কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা দেবেন না।
২. বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না।
৩. সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।
৪. শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।
৫. প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিট্যান্স দেশে পাঠাবেন না।
৬. সব ধরণের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।
৭. বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না।
৮. দেশের কোন কলকারখানা চলবে না, গার্মেন্টসকর্মী ভাই বোনেরা কাজে যাবেন না।
৯. গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।
১০. জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রোববার ব্যাংকগুলো খোলা থাকবে।
১১. পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতিত কোনো ধরনের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু মাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।
১২. দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সব অফশোর ট্রানজেকশন বন্ধ থাকবে।
১৩. বিজিবি ও নৌবাহিনী ব্যতিত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।
১৪. আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।
১৫. বিলাস দ্রব্যের দোকান, শো রুম, বিপণি-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।
তবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন-ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে।
এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে।
আওয়াজ উডা বাংলাদেশ
সাধ্য আছে কার এই মিছিল রোখার
আজ চট্টগ্রাম শহরে এর মিছিল
এখান থেকে পুলিশের শেখার আছে অনেক কিছু
মাসুদ পারভেজদের বাড়ির তত্ত্বাবধায়ক মো. নুরন্নবী প্রথম আলোকে বলেন, সেদিন যাঁরা বাসার সামনে ভিড় করে ছিলেন, তাঁরা বলছিলেন, ‘পুলিশ পরিচয়’ পাওয়ার পর বিক্ষুব্ধ ব্যক্তিরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে। মাসুদ পারভেজ পিবিআই নারায়ণগঞ্জ জেলায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Dhaka
1000
Street No :03
Dhaka, DHAKA-1230
Dr. Abdul Mannan Choudhury is an academic, media personality, politician, and freedom fighter,
40/1A, West Tolarbag, Mirpur-1
Dhaka, 1216
#TeamHAPPY #ChangeForWell #ChangeForTommorow #Mirpur #Dhaka14 #কাজীহ্যাপী #ভ?
Savar
Dhaka
সাবেক সভাপতি. মোচনা ইউনিয়ন ছাত্রলীগ. সদস্য. বাটিকামারী ইউনিয়ন আওয়ামীলীগ. মুকসুদপুর. গোপালগঞ্জ.
Dhaka
আহবায়ক ফেনী জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন। Convener Feni District Bangabandhu Foundation.
Dhaka
সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারী তিতুমীর কলেজ শাখা