Ready School Dress at Uttara

Ready School Dress at Uttara

রেডিমেড স্কুল ড্রেস এন্ড জেনারেল অর্ডার

যে সব স্কুল ও কলেজের ড্রেস পাওয়া যায় : যে সকল স্কুল কলেজের তৈরি করা স্কুল ড্রেস পাওয়া যাচ্ছে-

- রাজউক উত্তরা মডেল কলেজ
- মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
- উত্তরা হাই স্কুল এন্ড কলেজ
- সৃস্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ
- নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ
- এ এম স্কুল এন্ড কলেজ
- সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল
- লাইফ প্রিপারেটরী স্কুল
- ইয়েল ইন্টারন্যাশনাল
- রিভারউড স্কুল
- উত্তরা মডেল কলেজ
- ন্যাশনাল আইডিয়াল
-

02/02/2024

এ রকম তথ্য ও স্কুূল ড্রেস সংক্রান্ত যে কোন সেবায় আমাদের ফলো রাখুন, যোগাযোগ করুন।

07/12/2023

Best school dresses for your child.

08/11/2023

#ঢাকা টু কক্সবাজার স্বপ্নের ট্রেন চালু হতে যাচ্ছে ১ ডিসেম্বর, ট্রেনের সময়সূচি ও ভাড়া জানুন। ঘরে বসে ভারতের ট্রেন টিকিট নিন : ০১৭১৭-১৮৫৩৬০

কাংখিত ঢাকা টু কক্সবাজার রুটের ট্রেন চালু হতে যাচ্ছে ১ ডিসেম্বর ২০২৩। ঢাকা থেকে আপাতত ১ টি ট্রেন যাতায়াত শুরু হবে এবং পর্যায়ক্রমে ট্রেন সংখ্যা বাড়ানো হবে বলে রেলওয়ে সূত্র থেকে জানা গিয়েছে।
ঢাকা টু কক্সবাজার রেল পথের দূরত্ব প্রায় ৫৫১ কি.মি

** ঢাকা টু কক্সবাজার ভাড়া:

√ শোভন চেয়ার ভাড়া: ৫৬৫ টাকা
√ এসি চেয়ার ভাড়া: ৯৯৫ টাকা
√ এসি বার্থ (কেবিন): ১৯৭৭ টাকা

** ঢাকা থেকে কখন ছাড়বে?

সময়: রাত ১০ টা ৩০ মিনিটে ছাড়বে
স্টেশন: কমলাপুর স্টেশন থেকে

থামবে: বিমানবন্দর স্টেশন, চট্রগ্রাম ও কক্সবাজার

** কক্সবাজার থেকে ঢাকা কখন ছাড়বে?

সময়: দুপুর ১ টায় ছাড়বে
থামবে: চট্রগ্রাম, বিমানবন্দর ও লাস্ট কমলাপুর

** বাংলাদেশ রেলের টিকিট কিভাবে কাটবেন?

একদম সহজ। eticket রেলওয়ে ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নং ও NID নং দিয়ে রেজিষ্ট্রেশন করে সহজে বুকিং করে নিতে পারবেন, একান্ত সমস্য হলে আমাদের নিকট থেকে টিকিট করে নিতে পারবেন, ধন্যবাদ।

০১৭১৭-১৮৫৩৬০ / ০১৯৩৭-৭৭৭২৪২
(Whatsup)

15/10/2023
14/10/2023

মাইলস্টোন বাংলা ভাসর্ন ৯ম থেকে দ্বাদশ শ্রেণির ইউনিফর্ম

11/10/2023

মাইলস্টোন কলেজের রেডিমেড কলেজ ড্রেস পাওয়া যায় এবং অর্ডার নেওয়া হয়।

29/09/2023

দুবাই মনোরেল

26/08/2023

পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের পাশের দেশ ইঞ্জিনিয়ার, ডাক্তার ও আইসিটির বিশেষজ্ঞ হিসেবে চাকরি করবে আর বাংলাদেশিরা মরুভূমিতে উট চড়াবে। কবে আমরা এই কৃতদাস প্রথা থেকে মুক্তি পাব?

25/08/2023

মাইলস্টোন ইংরেজি ভার্সনের ড্রেস রেডিমেড পাওয়া যায়
যোগাযোগ-01638555111

11/09/2022

সম্পুর্ণ পড়ে দেখুন আপনারই কাজে লাগবে
* বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।
* চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।
* পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।
* পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।
* মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।
* ছয়টি জিনিসের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন
* সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি
* পাঁচটি জিনিস কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,
*সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন*
“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Best school dresses for your child. #SchoolDress #SchoolDressUttara
দুবাই মনোরেল

Category

Telephone

Website

Address


A H Tower, 2nd Floor, Road # 2, Sector # 3, Uttara
Dhaka
1230