Baby's Comfort
Nearby clothing stores
1214
1214
Basabo
Bashabo
12345678
1214
Basabo
1214
Basabo
Dhaka Basabo Boddomondir
Basabo
Basabo
Bashabo
Atish Dipankar Road
আদরের প্রিয় বাবুগুলোকে আরও কিউট, আরামদায়ক আর অভিজাত সাজে সাজাতে
শিশুর জন্য চাই সৌন্দর্য ও আরাম। শিশুর জন্য চাই যত্ন।
Here you will find Baby's Beautiful & Comfortable Dresses.
আমাদের তৈরি পোষাকগুলো সেরা মানের অর্গানিক সুতি কাপড়ে তৈরি।
Made by Pure Cotton materials with Hand Stitch, Block & Hand paint.
আমাদের কোয়ালিটি গ্যারান্টেড, তাই প্রতিমাসে স্বল্প সংখ্যক ড্রেস তৈরি করে থাকি। আপনার পছন্দের ড্রেসটির সিরিয়াল নিয়ে নিতে এখনই যোগাযোগ করুন
আমরা পরিকল্পনা করি আমাদের মন মতো
আল্লাহ ফায়সালা করে রাখেন ভিন্ন!!!!
যার উপর আমাদের চেষ্টা মেহনত পরিকল্পনা সব অচল হয়ে যায়!!
যে পরিমান অর্ডার জমা হয়েছে আমার তা যেন সুন্দর করে বানিয়ে সবাইকে দিয়ে দিতে পারি তাই এ মাসের শুরুতেই নতুন অর্ডার নেয়া বন্ধ করে দেই।
ইচ্ছে ছিল ২২/২৫তারিখের মাঝে সব শেষ করে নির্ভার কয়টা দিন কাটিয়ে আবার নভেম্বরের শুরুতে বিসমিল্লাহ বলে নতুন অর্ডার নিয়ে কাজ করবো!!!
কিন্তু আল্লাহর ফায়সালা ছিল ভিন্ন,
আমি এতোটাই অসুস্থ হয়ে যাই যে সংসার-বাচ্চাদের দেখভাল করাই মনে হচ্ছে যুদ্ধ।।। শুধু ভাবছিলাম কয়টা দিন গেলেই পারবো কাজগুলো ধরতে,কিন্তু এভাবেই মাসের ২০/২২তারিখ হয়ে গেছে এখনোও হাতে কাজ উঠছে না।।।
কাজগুলো আমানত ছিল,
আমি যদিও কোন এডভান্স নেই না তবুও অত তারিখের মাঝে আপনাকে দিয়ে দিব বলে কাউকে আশ্বাস দেওয়াও তো আমানত!!
পুরো অক্টোবরে হাতে গুনে ৫/৬ টা ড্রেসের বেশি করতে পারিনাই 💔💔💔
এতোজনের সাথে কথার বরখেলাপ করার মতো মানুষ আমি না,করতে পারবো না বুঝলে কখনোই অর্ডার নিতামই না।।।।
আমি সত্যিই চাইনি এতোদিন সময় নিয়ে বলতে যে কারও কাজ করে দিতে পারছি না।।। আশা করি কেউ ভুল বুঝবেন না।।
বানিয়ে যার যার হাতে পৌঁছাতে পারলে আমি নিজেই বেশি আনন্দিত হতাম!!!
চেষ্টা সত্যেও পারিনি
এবং অবশ্যই এর মাঝেই নিশ্চয়ই ভালাই আছে,যদিও অনেকে কষ্ট পেয়েছেন তবুও............।।
এরমধ্যে ৩/৪জন আছেন যারা ২মাস ধরে ওয়েট করছেন, এগুলো আমি যেভাবেই হোক করে দিয়ে দিব ২৭/২৮তারিখের মাঝে।।
আর যাদের অর্ডার ঝুলে আছে,
যদি আমাকে সময় দিতে পারেন তো ইনশাআল্লাহ আমি যত্ন নিয়ে করে দিবো।আর যদি এতোটা দিন ওয়েট করা কষ্টকর হয় তবে অনুরোধ করবো অর্ডারটা ক্যানসেল করে দিবেন প্লিজ।।।
যারা সময় দিতে চান/অর্ডার ক্যানসেল করতে চান সবাইকে অনুরোধ করছি এই পোস্টের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।।।
কেউ ইনবক্সে নক দিয়েন না প্লিজ🙏🙏🙏
৪০০+মেসেজ জমে গেছে, আরও আসছে.......!!!
ইনবক্সে ঢুকলেই মাথা ঝিমঝিম করছে।।।
💚💚💚সবুজ💚💚💚
হালকা ঠান্ডা ভাব সময়ের জন্য ফুলহাতা জামা পাজামা সেট।।।
বাবুর মা অর্ডার করেছেন ৫সেট
রং+ডিজাইন সব আমার মন মতো শুধু বলেছেন গোলাপি আর সাদা না দিতে, বাবুদের সবাই এই রংয়ের ড্রেস দেয়।।
ডার্ক মেরুন+গোল্ডেন কম্বিনেশন
আমার খুব পছন্দের রং দুইটা
🤎❤️🤎❤️🤎
এখনের সময়ে.....
একটা হাচি দিয়েও শান্তি নাই।৫ জন এসে যাবে
আপু আপনার হাচি টার সাউন্ড পারফেক্ট আসেনাই
আপু আপনার হাচি তে "হা" বেশি হয়েছে আর "চি" কম হয়েছে
আপু হাচি না দিয়ে হায়ায়ায়াচ্চুউউউ দিলে ভালো হতো
আপু আপনি হাচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন না যে?
আপু আপনি হাচি টাও মানুষের সামনে দিলেন? হাচিতে নজর লেগে যাবে।আর জীবনে হাচি হবেনা
(সংগ্রহীত)
এইটা দেয়ার কারণ হলো,আমার বর্তমান অবস্থা
মানে আমি ডেইলি কাজ করতেসি,পিক দিয়ে যাই যদি তাহলে একদল বলে আমি নাকি অহংকার দেখাই,এতো এতো অর্ডার আমার।।
ডেইলি নতুন ডিজাইন করে ফেলতে পারি তা সবাইকে দেখানোর জন্য ডেইলি পোস্ট করি 💔💔💔
আবার কয়দিন পোস্ট না করলে বলে কোন অর্ডার নাই তার,ভাব দেখানোর জন্য মাসের শুরুতেই বলে অর্ডার ক্লোজ 💔💔
🌷🌸☘️🏵️🌺🌱🌸🌷🌿☘️🌺🌸
পিঙ্কি ফ্লোরাল স্কার্টটা
এই প্রিন্টটায় ফ্রক আর স্কার্ট দুটো ডিজাইন করেছিলাম.......
সেই থেকে এটার অর্ডার আর করে শেষ করতে পারছি না 🌸🌺🌷
একেতো লাইট পিঙ্ক আবার উজ্জ্বল ফ্লোরাল প্রিন্ট হওয়ায় এইটায় আসলেই বেবিদের খুব সুন্দর লাগে।।।
স্কার্টটা এখন পর্যন্ত নানান সাইজের অর্ডার ছিল কিন্তু ২বছরের নিচে করা হয়নাই।।।। এইটাই সবচেয়ে ছোট্ট সাইজের বানালাম....... ছোটতেই সবচেয়ে মায়া মায়া আদর আদর হইসে সত্যি 🌸
হাতে ধরে তাকায় থাকার মতোন কিউট হয় ছোট সাইজের গুলো❤️❤️❤️
কাজগুলো কেন যেন গুছিয়ে করতে পারছি না 💔💔💔
খুব দরকার ছিলো এই ৩টা দিন যেন নষ্ট না হয়, যা যা লাগবে কাপড় একবারে গজ কাপড়ের পেইজে অর্ডার করেছি বেশ কদিন হলো..... ডেলিভারি আসছে না, তারা তো পার্সেলে দিয়েই দিয়েছেন।।।
আমার তো সময়ের হিসাব আছে, এখন মন খারাপ লাগছে, যাইহোক অবশ্যই আল্লাহ এরমাঝে কোন ভালাই রেখেছেন 🤍
অক্টোবর মাসের অর্ডার নেয়া শেষ,যাদের নভেম্বরে হলে চলবে তারা এখন অর্ডার বুক করে রাখতে পারেন।।।
কিছু করার নাই আসলে, আমি চাইলেও হিসাবের বাইরে একটা কিছুর জন্য সময় বের করতে পারি না 🤍💙💚🤍💙💚
একই ছবি, একেকটায় একেক কালার লাগতেছে....... আজিব ব্যাপার না???
💚💙🤍💚💙🤍💚💙
সিম্পল....... ডেইলি পরার জন্য 🌸🌸💗🌸🌸
বিকেলে বাইরে খেলতে যায় পুচ্চুটা,ঘেমে যায়।।
হিজাব মাথায় রাখে না তাই সফট্ কাপরের রেগুলার পরার মত কয়টা হিজাব!!!!!!
এই লাইট-ডীপ পিঙ্ক কম্বিনেশনের হিজাব টাই বেশি পছন্দ করে কেন জানি সবাই 🌸🌸💗🌸🌸
💚🤍💙🤍💚💙🤍💚💙🤍💚
এপ্লিক ও হাতের কাজের মিক্সিং
যতটা স্নিগ্ধ করা যায় তাই রাখার চেষ্টা করেছি কালার কম্বিনেশনে।।।
কেমন হচ্ছে বলেন তো???
হালকা রংগুলো বাস্তবে যতটা চোখ জুড়ানো লাগে ছবিতে ততটাই মলিন লাগে,তাই জিনিসটা কেমন সুন্দর বোঝা যাচ্ছে না💚🤍💙
তাও আমার মন তো ভালো লাগে নতুন কিছু করতে পারলে 💙
জীবনে আমার এখন কিছুরই অভাব নেই শুধুই সময়ের অভাব!!!
কিছুটা সময়ের অভাবে কত কতকিছুই করা হয়না
ভাবনা গুলো শখগুলো শুধুই মাথায় গোলমাল করে!!!
💙🤍💚💙🤍💙💚
🤎🖤❤️🖤❤️🤎❤️🖤❤️🖤🤎
লাল-কালো-ব্রাউন
মিক্সিংটা ভালোই......
হালকা ঠান্ডা চলে এসেছে, তাই বাবুর জন্য রেগুলার পরার ফুলহাতা জামা-পাজামার সেট লাগবে!!!
অর্ডার দিয়ে আপুটা এত এতটা দিন ধরে ওয়েট করছেন যে আমি এখন রীতিমতন লজ্জিত........হাতে করা জিনিস চাইলেও তারাতাড়ি হয়না।
আবার তারাতাড়ির কাজ কেমন হয় তাওতো সবারই জানা আছে।।।
হাতে পেয়ে মন ভরে যায় টাইপ ড্রেস আপনাদেরকে দিতে হলে আসলে কিছু করারও নাই আমার।।।
🖤🤎❤️🖤❤️🤎🖤
💚💚💚💚💚
অপ্রত্যাশিত খুশিতে দিল কেমন যেন ব্যথা করে, ভিষণ খুশি হওয়া সত্যেও মন বিষন্ন হয়.....ছোখ ভিজে আসে এমন অনুভূতি কাউকে বোঝানো যায় কি!!!!!
এই ছবিটা আপুটা দেয়ার পর থেকে ঠিক এমনই লাগছে আমার।।।
অনেক শুকরিয়া আপু আপনাকে, আমায় এতটা খুশি করে দেয়ার জন্য।।।
আল্লাহ আপনাকে ঠিক এমন দিল জুড়ানো খুশি দিয়ে পুর্ন করে দেয় ❤️
আমার তো আশা ছিল না আপুটা আমায় মদিনায় বসেও মনে রাখবেন।
মন থেকেই প্রতিটা কাজ আমি ভালোবাসা দিয়ে করি।।।
উনি যখন বললেন ওমরাহয় যাবেন তাই ৫/৬ড্রেস হিজাব করে দিতে তখন দিল দিয়েই চাচ্ছিলাম ডীপ সবুজ আর কালো জামা করে দিব।।
হাকিকী এর কোন গুরুত্ব নেই কিন্তু আবেগ কত কি বাহানাই তো খোঁজে!!!
আদিব হুজুরের বাইতুল্লাহর মুসাফিরে পড়েছিলাম উনি মক্কা থেকে ছেলের জন্য কালো জুব্বা আর মদিনা থেকে দুই মেয়ের জন্য সবুজ ওড়না এনেছিলেন হিজাজের ভালোবাসা হিসাবে।।।
যেহেতু আমি কম কথার মানুষ তাই মনের রাজত্বে,ভাবনা কল্পনায় ডুবে থাকি খুব গভীরে, যা হয়তো সবার কাছেই অর্থহীন।।।
কেন যেন এইটা আমার মনে গেঁথে যায় তখনই...... এই কাজ করার সময় তা মাথায় আসলো আবারও।।।
এদিকে বাসায় থাকা স্টকে সে সবুজ কাপড়টা মিলিয়ে হচ্ছিল না।।
আমি বাইরে যেতে পারি না যে কিনে আনবো!!!
মনটাই খারাপ লাগছিল, তখন আমার খাদেমা খালাকে বুঝায়ে বললাম আমি এমন টাইপ কিছু চাই,একটা কাপড়ের টুকরো দিয়ে বললাম কাছাকাছি কিছু এনে দেন খালা.......আল্লাহর বান্দি সারাদিন কাজ শেষে পুরো সন্ধ্যা খুঁজে ঠিক এমন কাপরই এনে দিলো আলহামদুলিল্লাহ।।।।
তারপর এইটা বানাই।।।
আমার পেইজে প্রতিদিনই কত কতজন বাচ্চাদের ড্রেস পরায়ে ছবি দেয় তার হিসাব নেই, নিজেই দেখি পেইজে দেইনা।।
এইটায় আমি অনেক আবেগি হয়ে গেছি, না দিয়ে পারলাম না।।।
💚💚💚💛💛💛💛💚💚💚💚
জ্বর ঠান্ডায় সংসার বাচ্চাদের নিয়ে অদ্ভুত দিন যাচ্ছে।।।
তাও আবার ওদের দুজনেরই পরিক্ষা 💔💔💔
এর মধ্যেই টুকটাক কাজগুলো করে দিয়ে দিচ্ছি কিন্তু খুব সময় লেগে যাচ্ছে সবার কাজে।।।
এই আপুর বোন জাপান থাকেন, আজকেই উনার বাবার ফ্লাইট, মেয়ের কাছে যাচ্ছেন..... তাই আমার হিজাবের অর্ডার ছিল।।
সকালেই খুব তারাহুরো করে পাঠালাম🤍🤍🤍
যতই চাপ পরুক এই মেসেজ গুলো দেখলেই মন ভরে যায়।।।।
❤️❤️❤️
একদম নতুন কম্বিনেশনে এই নতুন ডিজাইনটা!!!
খুব স্নিগ্ধ না??
আমার বানিয়ে ভাল্লাগছে আলহামদুলিল্লাহ।।।
যার জিনিস তার ভালো লাগে যেন খোদা.............. 💛💛
সবাই বলছেন আপু পেইজে এখন শুধুই হিজাব, এটা কি এখন হিজাবেরই পেইজ হয়ে যাচ্ছে???
না না.... একসাথে এই অর্ডার জমে গেছিল এই আর কি।।।
এখন মোটামুটি শেষ, নিয়মিত ড্রেসের পোস্ট আসবে ইনশাআল্লাহ।।।
যার জন্মগত কোন ক্রিয়েটিভিটি নাই তার একমাত্র ও অন্যতম ক্রিয়েটিভিটিই হলো আরেকজনকে কপি করা!!!
সত্যি কিনা বলেন তো?
একদম নিজের ডিজাইন+আইডিয়া কতটা যত্নের হয় তা কি করে বোঝাই।।।
কিছু করতেই যদি মন চায় তো নিজের মতোন কিছু কি করা যায় না,কেন আরেকজনকেই কপি করতে হবে???
আমার ব্রেইন আমার সম্পদ,আমি নতুন নতুন কাজ করতেই থাকবো।।।তাতে আমার ছাপ থাকবেই।।। কত সম্ভব নকল করা???
খুব মেজাজ খারাপ, বেশ কিছু মানুষকে ব্যান করে পেইজের নাম চেইঞ্জ করে ফেলবো।।।
কি নাম দিলে আমার কাজের সাথে মানানসই হয় সবাই বলবেন ইনশাআল্লাহ।পাশে থাকবেন।।।
🖤🤍🖤🤍🖤🤍🖤
Black & white
Simple but elegant 🖤🖤🤍🤍🤍🖤🖤
রেগুলার ইউজের জন্য দারুণ না??
সেই সৌখিন বাবার রাজকন্যার জন্য এইটা আলহামদুলিল্লাহ
🌸🤍🌸🤍🌸🤍🌸
স্নিগ্ধসুন্দর..... হালকা রং🤍🌸🤍
একদম চোখের শান্তি 🌸🤍🌸🤍🌸
আমার প্রথম দিকের করা সেই পিন্কি আর সাদা হিজাব দুইটা সেইম ডিজাইনের অর্ডার ছিল একটা আট মাসের বাবুর জন্য....... একদম এক ডিজাইনই করতে ইচ্ছে করছিল না তাই পাকনামি করে একটু চেঞ্জ করে নতুন করে বানালাম.......🌸🤍🌸🤍🌸
আল্লাহই জানে আবার ভুল করলাম নাকি!!!!!
🌸🤍🌸🌸🤍🌸🌸🤍🌸🤍
🌸🌸🌸ছোট্ট মিষ্টি আবার গর্জিয়াস🌸🌸🌸
আমার নিজেরই অননেক পছন্দ হইসে
পিঙ্ক আর গোল্ডেন কম্বিনেশনে পুচ্চু একটা হিজাব 🌸🌸🌸🌸
এই হিজাবটার অর্ডার করতে গিয়ে নতুন এক অভিজ্ঞতা হল.....এখনও পর্যন্ত আমি যত যতোই কাজ করেছি সব বেবিদের জিনিসই বেবির মা অর্ডার করেছেন,নরমালি তাইতো হয়।।
মা রাই কখন কোনটা লাগবে জোগাড়-যন্ত্র করেন সব পরিবারেই❤️❤️❤️
কেমনে কি হবে ডিজাইন কালার সব বিষয়ে প্ল্যান করে বাচ্চার জন্য হিজাব অর্ডার করলেন এবার একজন বাবা,আমার প্রথম এমন একজনকে পেলাম!!!
খুব আবেগ উচ্ছ্বাস নিয়ে বাচ্চার একটা পিক দিয়ে বললেন আপু আমার বেবিটাকে কেমন কালার+ডিজাইনের হিজাব দিলে বেশি সুন্দর লাগবে তা ঠিক করে আপনি বানিয়ে দিন প্লিজ, ওর মাকে এখনই জানাবো না।হাতে পেলেই দেখবে কারন এতোটা ছোট্ট হিজাব তো আর কোথাও নাই।।। হয়তো অবাক হয়ে যাবে❤️❤️❤️
সুবহানাল্লাহ ভাবা যায়!!!
আমার এতোদিন ধারণা ছিল কেবল আমার বাবাটাই দুনিয়ায় একমাত্র পুরুষ যে কিনা বাজার করতে গিয়েও মেয়েদের জন্য ক্লিপ-ব্যান্ড-জামা কিনে বাজারের টাকা শেষ করে বাসায় চলে আসছে মহা উৎসাহ আনন্দ নিয়ে ❤️।
আমার ডাক্তার বাবার মারাত্মক ব্যাস্ততার জীবনে দুনিয়ায় একমাত্র শখের কাজ ছিল তার ৩মেয়ের জন্য নিজহাতে কেনাকাটা করা❤️❤️
আমার আব্বু ছাড়া আর কখনও আমি কোন সৌখিন বাবা দেখিনি, দরকার পরিমাণ হয়তো সবাই বোঝে তবে অদরকারে শখ করে কেনাকাটা করার মতন বাবা এই আবার দেখলাম
করতে করতে অনেক কিছু মনে পরছে বারবার..... আব্বুর কত আদরের ছিলাম, ৩বোন এখন ৩দিকে।।।ব
ডেইলি ড্রেস বানাতে বানাতে একঘেয়েমি চলে আসছে, একটু ব্রেক নেব ভাবলাম.....
তাও রাতে টুকটাক করে অভ্যাস হয়ে গেছে, কিছু একটা করলেই ব্রেইনটা রেস্ট পায়।।।
কিছু না করতে পারলে কেমন যেন সময় গুলো আজগুবি চিন্তাভাবনায় নষ্ট করে ফেলি💔💔
তাই কি করি কি করি ভেবে
বাচ্চাদের জন্য একটা হেভি চকলেটি কেক বানিয়ে ফেললাম 🍰🍰🍰
ইনডাল্জেন্স টেস্টের তবে একটু নতুনত্ব আছে এতে.....পুরোটাই চকলেটে করা.........
আমার ছেলেরা আবার বাইরের কিছুই খায়না....... শুধুই তাদের মামনীর বানানো সব আইটেম লাগবে......
খুব জরুরি টাইম মতো সবার কাজ করে ফেলা তাও কাল রাতে ইচ্ছে করেই কাপড় কেঁচির সামনেও যাইনি 🤎🤎🤎
একটু ভিন্ন কিছুতে টাইম লাগালে ব্রেইনেও নতুনভাবে কাজ করার টেকনিক চলে আসে।।।
💙💜💚🧡🤎💛❤️💚💙—🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
একটা রংহীন—একটা রঙ্গিন!!!
কোনটার থেকে কোনটা বেশি সুন্দর!!!
??????????
দুইটা দুই রকমের সুন্দর তাইনা???
একটা ভিষণ সুন্দর+ভিষণ ছোট্ট বাবুর জন্য মা এই দুইটা অর্ডার করেছেন খুব আর্জেন্টলি লাগবে কারন আজ রাতেই তাদের ফ্লাইট। থাকেন পোল্যান্ড....... হঠাৎই আমার পেইজ দেখেছেন,চিনতেন না।।।
এখনতো কতকিছু নিতে চান কিন্তু আমার কাছে রেডি থাকে না।।
তারাতাড়ি করা যায় এমন আইটেম থেকে অন্তত দুইটা ছোট্ট হিজাব চাইলেন❤️
আপতত হিজাবের এতো অর্ডার যে অন্য কিছু আর করার মনে হয় সময়ই হবে না........সবার এক আবদার।।।
মানে যাদের অনেক আগে থেকে জামা অর্ডার দেয়া ছিল তারাও তার সাথে হিজাব এড করে দিচ্ছেন,আপু ওই জামাটার সাথে ম্যাচিং হিজাবটাও করে দিয়েন একসাথে........🤍💙💚❤️💜🧡💜🧡🤎❤️💜❤️💜💚💙🤍🤍💜
🤍🤍🤍🤍 সাদার শুভ্রতা 🤍🤍🤍🤍
অসাধারণ সুন্দরের নাম সাদা, তাইনা???
এমন কেউ নাই সাদায় মুগ্ধ হয়না🤍🤍🤍🤍🤍🤍, সবসময়ই সববয়সী মানুষের জন্য সমান ভাবে পছন্দ করা যায় এমন একটা
রংয়ের নাম সাদা🤍🤍🤍
হিজাজগামী সে বাবুর মা হঠাৎই পছন্দ হয়ে যাওয়ায় বাবুর জন্য একটা সাদার উপর সাদা ফুল ফুল জামা কিনেছেন, 🤍🤍🤍🤍
নক করে জামার পিক দিয়ে বলছিলেন এইটার সাথে ম্যাচ করে হিজাব বানিয়ে দিয়েন একটা....... আমার একদম সময় নাই তাও ভাবলাম যা যা বানায়ে দিব তাই তো আমার হাতের ছোঁয়া+দিলের ছায়া হয়ে বাইতুল্লাহয় হিজাজে পৌঁছে যাবে......... একটু কষ্ট তো করাই যায় 🤍🤍🤍🤍🤍
🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍
❤️❤️❤️🧡💛🧡❤️❤️❤️
টুকটুকে ফুটফুটে পরির মতো একটা বাবুর জন্য টুকটুকে ঝিকঝিকে একটা ড্রেস না হলে কেমন হয়!!!!
অনননেক ঘের দেয়া একটা একদম মরিচ লাল আর গোল্ডেন কম্বিনেশন জামা সাথে ম্যাচিং হিজাব!!!
এহমমম.... কেমন হল???
❤️❤️🧡🧡💛🧡🧡❤️❤️
💚🤎💚💚সবুজের আভিজাত্য 💚🤎💚💚
একদম গাড় সবুজ কিন্তু উজ্জ্বল একটা রং,
এ্যমারাল্ড গ্রিন যেই কালারটা হয় আরকি 💚💚💚
আমার মারাত্মক পছন্দের রং,কেন যেন এই রংয়ের হালকা ডিজাইনের জিনিসই খুব অভিজাত লাগে।।।
ছবিতে রংটা আসছে না পুরোপুরি!!!
পান্না সবুজ আর গোল্ডেনের কম্বিনেশনে জয়পুরী কটনের
একটা ছোট্টবু্রির কুর্তি স্টাইল জামা!!!!
💚💚💚💚💚
💙💜🧡💗💚🤍💛💜💙🤎💙
রংয়ের বাহার!!!
কালারফুল আছে কাপড়টা.....
ছোট্ট ছোট্ট ডট প্রিন্টে রংয়ের শেষ নাই!!!
লিনেন কাপরের বেশ আরামদায়ক একটা ফুলহাতা জামা পাজামা সেট💙🤍💜💙
সবাই জামা দেখেন, কেমন হচ্ছে বলেন......
আমি,
জামা বানাই আর কল্পনায় দেখি একটা ফুটফুটে পায়রা হারামের চত্বরে উচ্ছ্বাস আনন্দে উড়ে উড়ে বেড়াচ্ছে আর মা-বাবা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে!!!!!!!
আহা কি সুন্দর ........
🌷🌸🌷মিষ্টি মায়া মায়া পিন্কী 🌷🌸🌷
গোলাপি রঙের ছোঁয়ায় যেন মন কেড়ে নেয় তাইনা 🌷🌸🌷🌸
আমার জীবন এ পর্যন্ত কতো কি উপলক্ষে ড্রেস বানানো হয়েছে, কতো দেশে গিয়েছে সেসব ড্রেস তার হিসাব করা মুশকিল।।
আজকের এই ড্রেসের উপলক্ষ সবকিছুর মাঝে সবচেয়ে স্পেশাল।।।
ছোট্ট একটা গোলাপি ফুলপরি পাখা মেলে উড়তে উড়তে যাবে আল্লাহর ঘর যিয়ারতে,মামনীর শখ হয়েছে একটা হালকা গোলাপি বোরখা সাথে হিজাব আর একটু টিস্যু একটু টুকিটাকি রাখার একটা ম্যাচিং সাইড ব্যাগ.......ভাবা যায় কিইইইই আদুরে একটা সেট মাশাল্লাহ 🌸🌷🌸🌷🌸
আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বোরখা সেটটায় কল্পনার রুপ আনতে🌸
আমি অর্ডার ক্লোজ করে দিসিলাম,অনেক কাজ জমে গেছে তখন আপুটা নক করে বলছিলেন আপু আমি তো বাবুকে নিয়ে ওমরায় যাবো ওর কাজ করে দিবেন প্লিজ........ আমি তো অবাক!!!!
আল্লাহ ভাগ্য দিলেন এমন কাজ করার
বললাম না খেয়ে না ঘুমিয়ে হলেও করবোই ইনশাআল্লাহ
আপনি ভাববেন না।।।
রাতে সবাই ঘুমানোর পর কাজ করি, করতে করতে নিরিবিলি কতকিছু মনে হয়..... ভাবতে ভাবতেই আবেগে কেঁদে কেঁদে অস্থির আমি।।। আমার হাতের ছোঁয়া হারামাইনে পৌঁছে যাবে বাবুটার গায়ে চড়ে!!!!
এও তো ভাগ্য!!!
হঠাৎই মনে হচ্ছে আরে আমার চোখের পানিও তো এই ড্রেসে মিশে গিয়ে দু'একটা ফোটা হারামে যাবে হয়তো!!!
আবার একটু পর মনে পড়লো আরেহ বাবুর মা যদি সব কাপড় প্যাকিং কারার আগে ওয়াস করে দেয় তবে তো আমার এ ধুয়ে যাবে এ দেশেই......এই হল আমার ভাবনার নমুনা!!কই থেকে কই যায়!!!!
নিজের কি ভাগ্য তাই ভাবছি কাজ করতে করতে........ নিষ্পাপ বাবুর ড্রেস আল্লাহ করাচ্ছেন,কোন পাপি -তাপি বড় মানুষের না কারন বড়রা গুনাহের কথা ভাবতে ভাবতেই আল্লাহর ঘরের দিকে চোখ তুলে তাকাবে আর ছোট্ট নিষ্পাপ বাচ্চা তো কৌতুহলী চোখ তুলে কতকিছু বাবা-মাকে জিজ্ঞেস করতে করতে মুগ্ধ হয়ে বাইতুল্লাহ দেখবে!!!!
অবুঝ অবুঝ কথা মনে হয় যেন কানে বাজছে!!! 💗💗💗
আদিব হুজুরের বাইতুল্লাহর সফরনামায় পড়া সেই বাচ্চাটার কথা মনে হচ্ছে উনার হাতে চকলেট দিয়ে বলছিল ""মৌলভীজি ইয়ে আল্লাহ মিয়াঁ কো দে দেনা""৷।
উনি আল্লাহর ঘরের মুসাফির শুনে বাচ্চাটা ভেবেছে সে যেমন চকলেট পেলে খুব খুশি হয় ঠিক তেমন আল্লাহ কেও চকলেট পাঠিয়ে দিলে খুবই খুশি হয়ে যাবে 💗💗💗💗💗
🖤🤍🖤🤍🖤সাদা-কালো🖤🤍🖤
সিম্পল কিন্তু সবার প্রিয়.....
সাদা কালো পলকা ডট প্রিন্টের এই ড্রেসটা মনে হয় লাস্ট দুই পিস করলাম, মানে এইটা আর বানাতেই ইচ্ছে করছে না.....এতোগুলা করে ফেলসি আর বানিয়ে মজা পাচ্ছি না 🖤🤍🖤🤍🖤
আপুটার পিঠাপিঠি দুইটা ছোট্ট বুড়ির জন্য উনি লিনেন কাপরের পাটোয়ারি পায়জামা দিয়ে জামাটা সেট করে অর্ডার করেছেন.....সাথে ম্যাচিং হেয়ার ব্যান্ড।দারুন একটা লুক আসবে কিন্তু দুই বোন একসাথে পড়লে❤️❤️❤️
এই ড্রেস অর্ডার দিয়ে উনি মনে হয় একমাস ধরে ওয়েট করছেন.......এতোদিনে উনাকে দিতে পারলাম।।।
আমার ছোট বাবুটা অসুস্থ হয়ে যাওয়ায় আমি পুরো দুই সপ্তাহ কিছু করতে পারিনি।।। সবার কাজ দেরি হয়ে গেছে কিন্তু কেউই আলহামদুলিল্লাহ ভুল বোঝেনি আমায়❤️❤️❤️❤️
এতে যেন আমি আরও লজ্জায় পরে যাচ্ছি, আল্লাহ আমায় কথা রাখার তাওফিক দিন যেন সবারটা তাদের মনের মতো করে বানিয়ে দেরিতে হলেও দিয়ে দিতে পারি+সবার এই উত্তম ব্যবহার সাপোর্টের বদলাও অবশ্যই আল্লাহ বহুগুনে বাড়িয়ে দিবেন কোনো না কোনো ভাবে❤️
এইটা যে আমারই করা ডিজাইন আমি বিলকুল ভুলে গেসি.....
একদমই মনে ছিল না কয়দিন আগেই এমন ড্রেস করেছি 💔💔
কাস্টমার যখন ছবি দিয়ে বললেন আপু এই ফেব্রিকস টা সেইম🍓🍓🍓🍓🍓 প্রিন্ট আছে তো এখনও?? জামাটা আমার লাগবেই প্লিজ!!!
অনেক্ক্ষণ ভাবার পর মনে পড়লো আরকি আমি এইটা বানাইসিলাম অনেক অনেকগুলো 🍓🍓🍓🍓
মনে হয় বয়স হয়ে যাচ্ছে আর কি!!!
সব ভুলে যাই 💔
কোনমতে কাজ শেষ করে ভোর ৬.৩৫ এর আবছায়া আলোয় ছবি তোলা,বাবুদের টিফিন বানায়ে দেন তাদের ঘুম থেকে উঠায়ে খাওয়ায় রেডি করে স্কুলে দিয়ে বাসায় আসলাম।।।
তাদের বাবার কলিগ এসেছেন জরুরি কাজে,চা নাস্তা দিয়ে চুলায় দুপুরের রান্না বসালাম।।।
এখন একটু ৫মিনিটের ব্রেক নিয়ে ছবি পোস্ট করি আর কি আলহামদুলিল্লাহ,পার্সেল নিয়ে যাবে একটু পরেই ❤️
এদিকে আরেক আপুর আর্জেন্ট অর্ডার ছিল, এখনও ধরতে পারিনি..... অভিমান করে আছে,বুঝতে পারছি ❤️❤️❤️
যা যা কাজ আছে হুরমুর করে শেষ করে ফেলেছি, আল্লাহ সহায় হলে এখন আপুর গুলো করে ফেলতে পারবো ইনশাআল্লাহ ❤️
দেখবেন একটু অপেক্ষা সবরের বদলে আল্লাহ আপনার কাজগুলো আরও সহজ সুন্দর করায়ে দিবেন ইনশাআল্লাহ
মানুষের জীবন আর পশুপাখির জীবনের মাঝে পার্থক্যই হল জীবনের উদ্দেশ্য অর্থ লক্ষ্য বুঝতে পারা আর না পারার মাঝে......
যে আসলেই বুঝতে পারে তার জীবনে অর্থপূর্ণ লক্ষ্য থাকে,যেখানে পৌঁছাতে সে নিজেকে ভেঙে নতুন করে গড়তে হাড়ভাঙা খাটুনি খাটতেও আনন্দ পায়..........চেষ্টা করতে করতেই এই খাটুনি একদিন একটা মুল্যবান জীবন উপহার দেয়!!!
অর্থহীন জীবন ঠিক আবর্জনার মতো,সামনে থাকলে সবাই বিরক্ত বোধ করে, ফেলে দিলে কেউ মনেও করে না এক স্তুপ আবর্জনা ছিল, এখন কই গেল??
অর্থহীন কতশত জীবন পৃথিবীতে আসলো গেল কে মনে করে তাদের আজ??
যার যতটুকু বুঝ-বুূ্দ্ধি,জ্ঞান-শিক্ষা,প্রতিভা,পরিবারিক ব্যাস্ততা তার আবরণেই মিশে থেকে জীবনের গতিপথে একটা লক্ষ্য দাঁড় করানো দরকার......যার কোন লক্ষ্য নেই তার প্রধান ও প্রিয়তম লক্ষ্য হচ্ছে -আরেকজনকে তার লক্ষ্য থেকে ধাক্কা দেয়া।।।
নিজেকে নিয়ে ব্যাস্ত হই,
জীবন দামী হবে।।।
নিজেকে ভালোবাসি,
দুনিয়ায় জীবন নষ্ট করা+কাটায়ে দেয়া থেকে বাঁচবে।।
আখিরাতে হিসাব সহজ হবে কারণ যে নিজেকে ভালোবাসবে সে কখনও তার দুনিয়ায় অন্তরের সুকুন ও আখিরাতে কামিয়াবি ধ্বংস হয় এমন কাজ করতেই পারবে না.......৷।
জীবনের মুল্য দিতে পারলে জীবন আমাদেরকে মুল্যায়ন করবে,মাটিতে মিশে একাকার হয়ে গেলেও হারিয়ে যাবো না।
ধুলিকনায় গল্প তৈরি করতে জীবনের কনা পরিমাণ সময়ও নষ্ট না করি,নিজেকে গড়তে ব্যায় করি❤️
মাঝে মাঝে ইচ্ছে করে এতো আজগুবি ঝামেলা করি যে নিজেকে নিজেরই মাইর দিতে মন চায় 💔💔💔
একদম পুচ্চু একটা বাবুর পার্টি ফ্রক আর ম্যাচিং হিজাব লাগবে, বিয়ের দাওয়াত আছে।।।💜💜💜💜
বাবুর মা যেমন চাচ্ছেন তাতে ড্রেসটা কাতান কাপড়ে করলে সুন্দর হয়, এদিকে আমার কটন ছাড়া বাচ্চাদের কিছু বানাতে ভালো লাগে না।
মনে খচখচ করতেই থাকে,বেবি তো পরে আরাম পাবে না।
তো সিল্ক কাতান ফেব্রিক্সে কটন ইনার দিয়ে ড্রেসটা বানাবো ভেবেই কাজ শুরু করলাম....... আপুটা প্রথম বলেছিল স্লিভলেসই বানাতে গরম যেহেতু, পরে আবার বললেন থাক আপু থ্রি কোয়ার্টার হাতাই দেন যেহেতু মেয়ে বাবু স্লিভলেস পরাবো না❤️
এখন বানাতে গিয়ে আমার চিন্তিত মন বলছে ছোট্ট বেবি হঠাৎই ফুলহাতা জামা পরলে যদি কিছুক্ষণ পরই কান্না করে তখন তো জামা খুলে ফেলা লাগবে!!!!
তো ভাবতে ভাবতে উনার ডিজাইনটাকে ঘুরিয়ে করলাম কি স্লিভলেস ফ্রক বানিয়ে হাতা দিয়ে আলাদা করে গর্জিয়াস একটা কোটি বানিয়ে ফেললাম💜
মানে বিষয়টা দাড়ালো ড্রেসটা হাতা সহই হল তবে বাবুর যদি অস্বস্তি লাগে কিছুক্ষণের জন্য কোটিটা খুলে দিতে পারবে,কেমন হল বুদ্ধিটা???
এতো ছোট্ট জামায় এতো হাবিজাবি করতে গিয়ে যখন ক্লান্ত হয়ে গেছি তখন মনে হচ্ছে আরে আমার এতো ভাবার কি দরকার ছিলো আজাইরা!!!
যেমন চাইসে তেমনই তো টান দিয়ে করে ফেলতে পারতাম!!!
মানে আমি কি আসলে বেকুব না মায়াবী মনের মানুষ কনফিউশানে পরে গেলাম 💔
বাবুদেরকে স্কুলে দিয়ে সকাল সকাল তাদের বাবার ভার্সিটিতে আমরা টুপ করে চলে গেসি,তার কিছু কাজ ছিল ....💚💚💚💚
সাথে লেকের পারে ঘুরাঘুরি,ক্যাফেটেরিয়ার ফুচকা...... কি সুন্দর না জায়গাটা!!!!
শান্তি শান্তি........!!!
এমন জায়গায় মাঝে সাঝে যেয়ে আসলে মাথা ঠান্ডা মন প্রফুল্ল করার জন্য আর কিছু লাগে না, তাইনা??
💙🤍💙আসমানি নিলের মায়াবী রুপ💙
স্নিগ্ধ সুন্দর আরাম আরাম একটা ড্রেস 💙🤍💙🤍💙
তাকালেই চোখে শান্তি লাগে,তাইনা!!!
বেশি কিছু লিখবো না,যার অর্ডার তার পারমিশন না নিয়েই পন্ডিতি করে এই লাইট কালারে ড্রেসটা করসি।এখন পছন্দ হলেই বাঁচা!
💚💚💚💚 সবুজ, চোখের শান্তি💚💚💚
বাবুর বয়স ৬মাস,পছন্দ অপছন্দ কি আর বোঝাতে পারে!!
মা বলছিলেন আপু আমি যেদিন সবুজ ড্রেস পরি ও না বারবার আমার জামাটা ধরে, একটা খুশি খুশি ভাব দেখা যায় ওর চোখে মুখে...... মনে হয় ওর সবুজ রং ভালো লাগে। একটা সবুজ রংয়ের জামা বানায়ে দিয়েন প্লিজ 💚💚💚💚
কেমন মায়া মায়া লাগে না কথা গুলো!!!
ছোট্ট বাবু,মার আবার ডেংগু হয়েছে।।। অসুস্থ মানুষ বাবু নিয়ে ঘুম রেস্ট কিছুই করতে পারেন না।তাও যখন এতো মায়া মমতা নিয়ে বেবির খুশি পছন্দ গুলো খেয়াল করেন শুনতেই কেমন মায়া লাগে,আল্লাহ ও নিশ্চয়ই এই মায়া মমতা গুলো আলাদা করে তুলে রাখেন হিসাবের দিনে পাল্লা ভারী করে দেবার উসিলা হিসেবে!!!!
আশা করতে দোষ কি!!
হতেও তো পারে!!!
মুসা (আ) এর ঘটনা আমার সবাই জানি ,ছাগলের পাল থেকে একটা বাচ্চা অনেক দুর চলে যায়......ছাগলের বাচ্চাটার পেছনে দৌড়ে দৌড়ে তিনি ক্লান্ত হয়ে যান তা সত্ত্বেও বাচচাটাকে ধরতে পেরে আদর করে মমতায় মাখা কথা বলায় আল্লাহ কতটা পছন্দ করেন সে আচরণ!!!!
সুবহানাল্লাহ, ভাবা যায়??
এতো প্রাণী আর আশরাফুল মাখলুকাত মানুষের সাথে বিরক্ত হওয়া যায় সময় বিরক্ত কষ্ট চেপে মায়াময় ব্যাবহার করলে আল্লাহ কি দিবেন!!!
আমিও কাজটা করার সময় ইচ্ছে করেই হালকা ডিজাইন করলাম যেন সবুজের ভাগ বেশি থাকে, পরলেই যেন বাবুটা সবুজ দেখতে পায়💚💚💚
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
Dhaka, 1207
"Hawkeri" is a place where you will find some of unique eye caching product which developed with extensive care, love, and passion to maximize satisfaction of yours.
Sector-13, Uttara
Dhaka, 1230
This page is created especially for ladies and babies to provide them best quality local and variety of cloths as well as customize service.
Dhaka
Nakshi katha is a old bengali art tradition.Nakshi katha is baby&mom care products provider..
295/ja/6-A, Hazaribag
Dhaka
A collection of gorgeous and exceptional designed dresses of women and child in different tastes. Y
House#476, Holding#1343, Central Road, Ward#60, Nurpur, South Dania, Kodomtali, Dhaka South City Corporation
Dhaka, 1236
We are new in this competitive e-commerce business but we will try our best level to bring happiness
Sector 4, Road 16, House 16/a, Uttara Dhaka
Dhaka, 1230
No compromise Quality