BOOK BAZAR
বই ও ষ্টেশনারি পণ্য কিনুন সবচেয়ে কমমূল্যে। আমরা প্রতিষ্ঠা করতে চাই ন্যায্যমূল্যে।
www.ideal-bazar.com
Click here to claim your Sponsored Listing.
বইয়ের সাথে পথ চলা...
বই পড়া আমাদের একটি নিত্যদিনের অভ্যাস ছিল।ছোটবেলা থেকেই হুমায়ন আহমেদ আর তিন গোয়েন্দা পড়তে খুবই ভাল লাগত আর কমিক্স বই এর জন্য চাচা চেীধুরী আর সাবুর তো তুলনাই নাই। বড় হয়ে বইয়ের অভ্যাসটা যে থমকে গেছে তা কিন্তু না ।প্রায় সময়ই হাটতে হাটতে নীলক্ষেত যাওয়া হত কিছু ডিপার্টমেন্টের বই কিনার উদ্দেশ্য থাকলেও উপন্যাসের বইগুলোই ঘুরে ঘুরে দেখা হত।মাঝে মাঝে বই কিনে ফেললেও বেশির ভাগই সময়ই কেনা হত না টাকার জন্য। এভাবে অনেক দিন কাটার পর শুরু করলাম পুরাতন বই কিনার। এখনও মাঝে মাঝে সময় পেলে ঘুরে আসি নীলক্ষেতের সেই পুরাতন বইয়ের দোকানে । অনেক দোকানদারই এখন আমাকে চিনেন। নীলক্ষেত থেকে বই কিনতে কিনতে মাথায় হঠাত মাথায় ধারণা জন্মায় যে কিভাবে বাংলাদেশের সকল মানুষের কাছে ন্যায্য মূল্যে বই পেীছানো যায়।এভাবেই পথ চলা ideal-bazar(Buy & Sell old books) এর।
যাই হোক আমার মত বই পড়ুয়াদের জন্য বই কি জিনিস টা অন্যদের বুঝানো যাবে না। কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অনলাইনে বই পড়াতে সাহায্য করেন, বিষয়টা খারাপ না তবে আমার কাছে ততটা পছন্দ না। কারণ বইয়ের পাতার গন্ধ শুকতে শুকতে বই পড়ার মজাই আলাদা।
বই পড়া যেমন দরকারি তেমনি বইয়ের মূল্যে সম্পর্কেও সবাইকে সচেতন থাকতে হবে। ছাত্রজীবনে বই পড়বে সেটা খুব স্বাভাবিক।কিন্তু যে বই পড়তে চায় সে যদি টাকার জন্য বই পড়তে না পারে তাহলে তার জন্য আমরা দ্বায়ী বলে আমরা মনে করি ।
বইয়ের দাম থাকবে সবচেয়ে কম।কিন্তু আমাদের দেশে বইয়ের দামই তুলনামূলক বেশি। এই ঘোর কাটিয়ে উঠার জন্য আমাদের উচিত ন্যায্য মূল্য প্রতিষ্ঠা করা। যা আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়েই যাচ্ছি।পাশাপাশি এই প্রযুক্তির যুগে এসে যদি টাকা খরচ করে অথবা পায়ে হেটে কষ্ট করে বই কিনার লাগে তাহলে তো খুবই লজ্জাজনক বিষয়।
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1205