Winmac System
Winmac System is a Software Company based in Dhaka, BD. We provide various IT services including Website Design and Software and Mobile App Development.
We are specialized in Business software, ERP, POS, CRM and customized Management Information System. Software and Web Design firm based in Dhaka, Bangladesh. We provide custom software for small and medium businesses. Accounts, HR & Payroll Management, Hospital Management System, SmartPOS and Customized Billing Software for any Business.
আমাদের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাচ্ছি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা! ঈদ মোবারাক!
FYI
Join the Cognobits Free Webinar for IT Job Opportunity in the USA Join the Cognobits Free Webinar to know more about H1B Visa, Job Sponsorship from US Reputed Organizations, IT career in the US and many more.
আপনার বিজনেস আছে কিন্তু ওয়েবসাইট নাই কেন?
আমাদের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে জানাই পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা৷
EID MUBARAK!
I wish you and your family a happy, prosperous, and beautiful Eid!
খোশ আমদেদ মাহে রামজান!
On behalf of Winmac System, we would like to wish you a happy and prosperous New Year!
We are proud of all the accomplishments we have achieved together in 2022, and look forward to an even better 2023.
May this new year bring many successes your way, both professionally and personally. Wishing you good health, joy, peace, and prosperity throughout the coming year. :)
🚫 জরুরি 🚫
বিবিয়ানা ৪০০কেভি লাইন ট্রিপ করায় সম্পূর্ণ সিলেট সহ ঢাকা এবং অন্যান্য পিজিসিবির ট্রান্সমিশন-১ লাইন ব্ল্যাক আউট হয়ে যায়।
এতে করে দেশের প্রায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
ব্ল্যাক আউটের কারণে প্রায় সব জেনারেশন বন্ধ হয়ে গেছে।
যেটা চালু করা সময় সাপেক্ষ।
তাই বিদ্যুৎ সরবরাহ আসতে অনেক সময় লাগতে পারে।
May Allah help us all
"আই জানতাম ইজ্ঞা আরে টিয়া কম দিবো, এল্লাই আই যে তারাবী পড়াইছি একদিনু অজু করি নাই৷"
তারাবী নামাজের একজন ইমাম আশানুরূপ সম্মানী না পাওয়ায় এই কথা বলেছিলেন৷
গুগল বা ফেসবুকে এড দিলেও এক ই অবস্থা। কম খরছে এড দিলে তারা এমন অডিয়ান্সের কাছে এড দেখায়, যারা আপনার প্রোডাক্ট জীবনেও কিনবে না৷
😄
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ডিজিটাল নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Those who think, they can do everything using mobile App.
অভিজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়াররের সাথে পরামর্শের জন্য কল করুন।
আমাদের অভিজ্ঞ টিম আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে সব সময় প্রস্তুত।
A real life example of difference between Design(UI) and User Experience(UX)
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের সকল গ্রাহক ও শুভানুদ্ধায়ীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন!
#স্বাধীনতার৫০বছর
আইসিপিসির ওয়ার্ল্ড ফাইনালে ভারতের শক্তিশালী আইআইটিকে টপকায়ে বুয়েট এশিয়া ওয়েস্ট রিজিওনের চ্যাম্পিয়ন হলো। Winmac System এর পক্ষ থেকে বুয়েট আর ঢাবির ফাইনালিস্টদের প্রানঢালা অভিনন্দন।
সফটওয়্যার প্রোডাকশনে যাওয়ার পর মানে লাইভ হওয়ার পর বাগ ফিক্সিং খুবই অবস্থাটা অনেকটা এরকমই৷
তাই যতটা সম্ভব প্রজেক্ট লাইভ করার আগে প্রোডাক্ট বাগ ফ্রি করে করে লাইভে যাওয়া৷ নাহলে ঠিক এই ভাবেই প্যান্ট খুলে কাজ করানোর মত অবস্থা হবে৷ যা ডেভেলপার ও প্রোডাক্ট ওনার দুই পক্ষের জন্য বিব্রতকর৷
স্টার্টআপ, নিজের বিজনেস, এন্ট্রাপ্রেনারশীপ - এগুলো বাইরে থেকে যতটা sexy শোনায় সবসময় আসলে ততটা না।
'95% of startups fail' - এটা কথার কথা না, এটা statistics.
নিজের বিজনেসের যে time freedom এর কথা বলা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে myth.
বাস্তবতাটা হচ্ছে, নিজের একটা স্টার্টআপ বা বিজনেস দাঁড় করাতে হলে আপনাকে প্রতিদিন গড়ে মিনিমাম 16 ঘন্টা কাজ করতে হবে, একটার পর একটা চ্যালেঞ্জ ফেইস করতে হবে, ফান্ডিং ক্রাইসিস এর জন্য প্রস্তুত থাকতে হবে, এমপ্লয়ী হায়ারিং এবং রিটেনশন করতে গিয়ে গলদঘর্ম হতে হবে এবং প্রচুর স্ট্রেস নিতে হবে।
এ সবকিছু মেনে নিয়ে বছরের পর বছর লেগে থাকার মানসিকতা যদি আপনার থাকে তবে আপনি এই পথে পা বাড়াতে পারেন।
If everything clicks - it will be highly rewarding, satisfying and impactful.
কিন্তু না জেনে না বুঝে শুধুমাত্র হাইপ দেখে লাফ দিয়ে startup bandwagon এ ওঠা কোনভাবেই উচিৎ না।
আপনার DNA তে যদি ফুলটাইম entrepreneurship না থাকে আপনি পুরোপুরি জবে ফোকাস করুন, হাই পারফরমার হবার স্কিল ডেভেলপ করুন, করপোরেট ল্যাডার বেয়ে ধীরে ধীরে উপরে উঠুন।
যদি আপনার নিজের কিছু করার ইচ্ছে থাকে কিন্তু এই মূহুর্তে হাই রিস্ক নেবার সুযোগ না থাকে সেক্ষেত্রে জবের পাশাপাশি উইকেন্ডে এবং সন্ধ্যার পর একটা side business দাঁড় করানোর চেষ্টা করুন।
সাইড বিজনেস এরিয়া বেছে নেবার সময় খুব সতর্ক থাকবেন - এমন কোনকিছুতে হাত দেবেন না যেটা 24 ঘন্টা এটেনশন বা ইফোর্ট ডিমান্ড করে।
বরং এমন এরিয়া খুজে নিন যেটা উইকলি 10-15 ঘন্টা সময় দিলেই যথেষ্ট (হ্যাঁ এরকম বিজনেস আইডিয়া অনেক আছে, সময় নিয়ে ভাল করে রিসার্চ করে আইডেন্টিফাই করুন কোনটা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত)।
আপনার লাইফটা আপনার নিজের। অন্য কারো দেখাদেখি বা কথায় না বুঝে কিছুতে ঝাপিয়ে পড়বেন না।
Don't let anybody define your life.
প্রতিটা সৎ ইনকামেই শান্তি আছে, স্যাটিসফ্যাকশন আছে, রিওয়ার্ড আছে।
Work hard and smart, earn honestly, live your own life and stay happy.
Collected
Get Professional Digital Marketing Service at Winmac System
ঈদের পর স্বাথ্যবিধি মেনে অফিসে কাজ চলছে৷
প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের অফিসে।
Winmac System
38, Garib-e Newaz Avenue, Sector-11, Uttara, Dhaka-1230
Phone: 01612946622, 09678200211
https://winmacsystem.com
ঈদ মোবারক!
May this Eid brings happiness and peace to you and your family!
Happy Eid-ul-Adha!
When Google Chrome and Adobe sharing RAM 😄
ডক্টর আব্দুস সালাম একমাত্র পাকিস্তানি যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। পুরস্কার পাওয়ার পর তিনি ভারতে আসেন আর তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন তাঁর প্রাক্তন শিক্ষক শ্রীঅনিলেন্দু গাঙ্গুলীর খোঁজ বার করে দিতে।
শ্রীঅনিলেন্দু গাঙ্গুলী অবিভক্ত ভারতের লাহোরে সনাতন হিন্দু ধর্ম কলেজে অংকের অধ্যাপক ছিলেন। ডক্টর সালাম তাঁর কাছে ১৯৩৪ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত অংক শিখেছিলেন। স্বাধীনতার পরে শ্রীগাঙ্গুলী লাহোর ছেড়ে কলকাতা চলে আসেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শেষপর্যন্ত ডক্টর সালাম ভারত সরকারের সাহায্যে শ্রীগাঙ্গুলীর ঠিকানা পান। উনি ১৯৮১ সালের ১৯শে জানুয়ারি কলকাতা আসেন আর শ্রীগাঙ্গুলীর বাড়িতে যান।
তখন শ্রীগাঙ্গুলী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শয্যাশায়ী। বিছানা ছেড়ে ওঠার ক্ষমতাও নেই। ডক্টর সালাম তাঁর শয্যার পাশে দাঁড়িয়ে পকেট থেকে নোবেল পদকটি বার করে তাঁর শীর্ণ হাতে দেন আর বলেন, "এই পদকের ওপর অধিকার আমার চেয়ে আপনার বেশি। আপনি আমাকে অংক ভালোবাসতে শিখিয়েছিলেন।"
( সিদ্ধার্থ রায়)
Secure your work environment now.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
House-38, Garib-e Newaz Avenue, Sector-11, Uttara
Dhaka
1230
Opening Hours
Monday | 09:00 - 18:00 |
Tuesday | 09:00 - 18:00 |
Wednesday | 09:00 - 18:00 |
Thursday | 09:00 - 18:00 |
Saturday | 09:00 - 18:00 |
Sunday | 09:00 - 18:00 |