Najaah

This is a place for female shopping

20/03/2024

সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আর ৩ সপ্তাহ পাচ্ছি মাত্র। ঈদের শপিং এর আনন্দে যেন দুয়া, যিকির, তিলাওয়াত, কিয়াম এসবে কমতি না পড়ে। সর্বদা জিহবা যেন জিকির ও দরুদে ব্যস্ত থাকে৷ সারাদিনের সমস্ত কর্মব্যস্ততার মাঝে ইবাদাতটা যেন সবার আগে থাকে। সমস্ত ফিকির যেন ইবাদাতকে ঘিরে হয়।

এই যেন শেষ রামাদান আমার!

16/03/2024

যেদিন আপনি আল্লাহকে চিনে যাবেন, সেদিন কারো থেকে পাওয়া আঘাত আপনাকে পুরোপুরি ভেঙে দিবেনা.....

একটা সময় পর জীবনে উপলব্ধি আসবে, ফেলে আসা কত গাঢ় আঘাত সয়ে গেছি.... মরে যাবার মত কষ্টের পরেও, "দিব্যিতো বেচে আছি"! তবে আর ভয় কিসের!?

যেদিন থেকে আপনি বুঝে যাবেন দুনিয়াতে এসেছেন একা, চলেও যাবেন একা..... সেদিন শুধু নিজের আমলই আপনাকে ভাবাবে......

আপনি প্রতিবার আঘাতে রবের আরো কাছে যাবেন

11/03/2024

Ramadan

26/01/2024

জুম্মা মুবারাক

TikTok · Akbar Hossen 11/01/2024

নামাজকে সুন্দর করে পড়ে যেতেই হবে

TikTok · Akbar Hossen 2404 likes, 23 comments. “আল্লাহর কসম করে বলি একটা সময় নামাজ পড়তে চাইবেন কিন্তু পারবেন না...!”

08/12/2023

প্রতিদিন কুর’আনের জন্য ৩০ মিনিটের একটা নির্ধারিত টাইম ঠিক করে রাখা চাই। এতোটুকু সময় কেবলমাত্র কুরআনের জন্য ব্লক করা। তখন ফোনগুলো সাইলেন্ট থাকবে। দরজা বন্ধ থাকবে।

কেউ চাইলে এর বেশিও রাখতে পারি। তবে সর্বনিম্ন এতটুকু সময় রাখলে খুব ভালো হয়। সকালে ফজরের পরে ৩০ মিনিট তিলাওয়াত, রাতে ঘুমানোর আগে ৩০ মিনিট কুরআনের অর্থ পড়া—রেগুলার কুরআনের সাথে একটা সম্পর্ক তৈরীর জন্য খুব সহজেই আমরা এভাবে একটি রুটিন গুছিয়ে ফেলতে পারি।

এখন মনে হতে পারে আমার পক্ষে সেটা সম্ভব না। মাসের বিশেষ সময়ে থাকলে বোনেরা চেষ্টা করবেন ৩০ মিনিট টানা কুরআনের তিলাওয়াত শুনতে। সেই সময় গুলোতে আরো বেশি জিকির, দুয়া, কুরআন তিলাওয়াত শোনার মাঝে থাকতে হবে যেন অলসতা এবং অনীহা না আসে।

মনোযোগ দিয়ে কুরআনের তাফসীর পড়বেন—হোক সেটা হার্ডকপি বই অথবা মোবাইলের কোন অ্যাপ থেকে। টানা ৩০ মিনিট পড়ার চেষ্টা করবেন, এরপর বিরতি নিবেন।

পড়ার ধৈর্য যদি মনে হয় থাকছে না, তাহলে কোনো না কোনো কুরআনের হালাকায় জয়েন করবেন। কুরআন সংক্রান্ত উপকারী আলোচনা শুনবেন। ছোট বাচ্চা নিয়ে সেটাও সম্ভব হচ্ছে না?

তাহলে ৩০ মিনিট টানা বাবুকে কুরআন শেখাবেন। এই যে বাচ্চাকে কুরআন শিখাচ্ছেন, ওই সময়টুকু আপনারও কুরআনের সাথে কোয়ালিটি টাইম চলছে আলহামদুলিল্লাহ।

প্রোডাক্টিভিটি নিয়ে নিজেদের পরিস্থিতি অনুযায়ী ক্রিয়েটিভ এবং তৎপর হওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। প্রোডাক্টিভিটির এই যাত্রায় কিন্তু সবাই একই রাস্তায় হাঁটবে না।

এটা কখনোই ভাববেন না যে, ".. অমুক আমার থেকে কত এগিয়ে গেল! আমি ছোট বাচ্চা নিয়ে বেশি কিছু করতে পারছি না" — এগুলো শয়তানের ধোঁকা এবং ওয়াসওয়াসা। অন্যের সাথে তুলনা করে নিজে হতাশ হওয়া মুমিনের বৈশিষ্ট্য নয়। অন্যের রাস্তায় চলাচল দেখে আমরা বরকতের দুয়া করব এবং সৎ কাজের প্রতিযোগিতায় নিজেরা ঝাপিয়ে পড়বো ইন শা আল্লাহ।

আল্লাহ আপনার জন্যে যে রাস্তায় হাঁটা ঠিক করে রেখেছেন, সেটাই সর্বোত্তম এবং সেটাই আপনার সামর্থ্য অনুযায়ী সঠিক—এই দৃঢ় বিশ্বাস রেখে নিজের জন্য নিজের মতো করে কুরআনের রুটিন গুছিয়ে নিবেন এবং লেগে থাকবেন, ইন শা আল্লাহ।

আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রামাদানের প্রস্তুতির জন্য এবং পরবর্তীতে রামাদান মাসের মুহুর্তকে আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী কাটানোর তাওফিক দিক। আমিন।
©️ শারিন

21/10/2023

পর্দা করে তবে...

বিয়ের দিন হিজাব খুলে ফেললো সে। মাথাটা তার কোনো মতে এক টুকরো কাপড় দিয়ে ঢাকা। আমি আর আমার স্বামী বরকতের জন্য দোয়া করে দিতে গেলাম। দেখতে গেলাম কথা বলার উদ্দেশ্যে। পাশে বসার পর সে বিয়ের ছবিগুলো নিয়ে এলো আমাদের দেখানোর জন্য। অবশ্য তাকে বলেছিলাম অ্যালবামটা না খুলতে। জানালাম যে তার পরনে হিজাব নেই। এই নন-হিজাবী বিয়ের ছবি আমার স্বামী দেখবে না। পর্দা সে করে বটে, তবে ভুলেই গিয়েছিল যে, সে পর্দা করে!

পর্দা করে তবে...

মেয়েটার বোন আসছে মধ্যপ্রাচ্য থেকে। অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছুটে গেল সে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো। কারণ, লাগেজ নামাতে সময় লাগে। অবশেষে চোখে পড়ল বোনের মুখ। সাথে তার স্বামীও। যিনি একজন শিক্ষক। কাছে গিয়ে বোনকে জড়িয়ে ধরল সে। এমনকি তার স্বামীকেও! ভুলেও গেল যে বোনের স্বামী তার জন্য গাইরে-মাহরাম!

পর্দা করে তবে...

বিয়ের অনুষ্ঠান চলছে। উপস্থিত আছে সেও। সবাই বেশ ফিটফাট। আনন্দঘন পরিবেশ। হাই-ভলিউমে গান বাজছে। হাততালি দিয়ে গলা মিলিয়ে চলছে ক'জন। তার ভেতরটাও নেচে উঠছে। মা তার হাত ধরে টেনে আনল, বলল, 'আনন্দ করো, এটাই তো বয়স!' সে মিশে গেল সবার মাঝে। নেচে-গেয়ে হেসেখেলে একাকার। কেউ কেউ অবশ্য ইশারা-ইঙ্গিতে বিদ্রুপের হাসি হেসেছিল। তাকে নিয়ে নয়,তারা হেসেছে তার পর্দা নিয়ে!

পর্দা করে তবে...

কালো লম্বা ফ্রকটা পরে বেরিয়ে এলো সে। বড় একটা চাদরে শরীরের সামনের অংশ ঢাকা। গাড়িতে উঠার সময় এক পা তুলল। সরে গেল ফ্রকের নিচটা। সবার দৃষ্টি ফর্সা পা দুটোতে।

পর্দা করে তবে...

কালো বোরকা কিনেছে সে। হাতার অগ্রভাগ এতই প্রশস্ত যে অর্ধেক হাত দেখতে পাওয়া কঠিন কিছু নয়। আর হাতটা উঁচু করলে তো পুরোটাই চোখে পড়ে যায়! এমন না সে জানেনা। আলবৎ জানে। এই তো ক'দিন আগেও কোন এক অনুষ্ঠানে এমন হাতাওয়ালা গাউন পড়ে গিয়েছিল সে। তবে পাতলা হাতার ভেতরে কনুই পর্যন্ত আলাদা কোন কাপড় ছিলনা। পর্দা সে করে বটে, তবে সবই খোলামেলা।

পর্দা করে তবে...

বোরকার গলাটা বেশ বড়। আবরণও এত স্বচ্ছ যে, ভেতরটা দেখা যায়। সুযোগ! হ্যাঁ, চমৎকার গলার যে হারটা পড়ে আছে, সেটা দেখানোর একটা সুযোগ। স্বচ্ছ হিজাবের নিচে সেটা বেশ সুন্দর দেখায়। অবশ্য তুমি তাকে সতর্ক করতে গেলে সে বাঁকা চোখে তাকাবে। এমনভাবে উত্তর দিবে যেন সে অপরাধী নয়, তুমিই অপরাধী!

পর্দা করে তবে...

টাইট জিন্স পরে! উপরে একটা শার্ট। মাথায় হিজাব। কেউ যদি কিছু বলে তবে রেগেমেগে উত্তর দেয়, 'আমার এই জিন্স তোমাদের বোরকার থেকে বেশি ঢেকে রাখে।' আচমকা কোথাও বসলে জিন্স চিপসে যায়, তার পায়ের আকৃতি ধরা পড়ে স্পষ্টভাবে। সে এখন পুরুষদের মত বসে। পা বিছিয়ে দিয়ে অথবা পায়ের উপর পা তুলে। বিপদের সময় হলো- যখন সে কোন বাচ্চাকে কোলে নিতে অথবা জুতা পরতে নিচু হয়। সমস্যা হলো -এরকম মহিলাদের কেউ আছে খুবই স্থূল। তবু তারা জিন্স ছাড়তে পারে না।

পর্দা করে তবে...

বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আয়নায় তাকালো সে। নিজেকে ডানে-বামে ঘুরেঘুরে দেখে। হঠাৎ খেয়াল চাপল সামনের কয়েকটা চুল বের করে দেওয়ার। হয়তো এতে আরো বেশি সুন্দরী লাগবে তাকে। তাই হিজাবের আড়াল থেকে যত্ন করে কিছু চুল বেরিয়ে এলো। হাতাটাও গুটিয়ে নেওয়া হলো যাতে হাতটা দেখা যায়। সবশেষে গায়ে সুগন্ধি সেন্ট। যে সেন্টের ঘ্রাণে যুবকদের মাথা ঘুরে যায়। আয়নায় তাকিয়ে আরেকবার মুচকি হেসে বেরিয়ে পড়ল সে। মুচকি হাসল শয়~তানও।

পর্দা করে তবে...

ভার্সিটির ক্যাম্পাসে সবার সামনে জোরে জোরে ডাকছে বান্ধবীকে। গলার স্বর শুনে সবাই উৎস খুঁজে বেড়ায়। আবার উচ্চস্বরে হেসে নেয়। সবাই আবার তার দিকে তাকায়। এরকম করবে না কেন? ছোটবেলা থেকে মাকে দেখেছে রাস্তার মাঝে ছোট ভাইকে বকতে কিংবা বিক্রেতার সাথে জোরে জোরে কথা বলতে।

হিজাব যেন কেবল এক টুকরো কাপড়!

পর্দা করে তবে...

ইন্টারনেটে ঢুকলে সবকিছু ভুলে যায়। এর সাথে মজা করে, ওর সাথে হাসি-ঠাট্টা, ফান-ট্রলে হাজার হাজার কমেন্ট-রিয়্যাক্ট করে বেড়ায়। এমন কিছু বলে যা নিজের বাবা অথবা স্বামীর সামনে বলার মত সাহস হয় না। এমনকি যাকে অনলাইনে এমনটা বলছে তাকে সামনাসামনি দেখলেও এমন বলার সাহস করতো না সে। অমুক-তমুক এর সাথে চ্যাটে-কমেন্টে এতো হাসাহাসি, এত মজা যে সবাই তাকে নিয়ে হাসতে বাধ্য হয়। কিন্তু দিনশেষে তাকে কেউ সম্মান করে না। দুঃখজনকভাবে সে নাকি পর্দাও করে!

পর্দা করে তবে...

এমন জামা পড়ে যেটা জালের মতো। সে মনে মনে ভাবছে পর্দা হচ্ছে। অথচ সবকিছু প্রকাশ পাচ্ছে সুস্পষ্টরূপে।

পর্দা করে তবে...

যার সাথে কথা বলে তার চোখে চোখ রেখে বলে।
কখনো চোখের দৃষ্টিতে অন্য কিছু মেশানো থাকে। গলার আওয়াজ খুবই মিষ্টি-মধুর। লিপ্ত হয় উষ্ণ কথাবার্তায়। সহকর্মী বলে কথা! অথচ সে নাকি পর্দানশীল!

পর্দা করে তবে...

সহকর্মীর পাশে বসে স্বামীর নামে গীবত করে। স্বামীর গোপনীয় কথা বলে ফেলে যাতে তার সাথে ফ্রি হওয়া যায়। অনেক গভীর বিষয়ও জানা যায়। দীর্ঘ চ্যাট শুরু হয়। দুজনের মাঝে তৈরি হয় অন্তরঙ্গ সম্পর্ক। কিন্তু দিনশেষে কেউ কাউকে নিয়ে কবরে যাবে না। এমনকি মেয়েটার চোখে-ঠোঁটে মধু থাকলেও না; মেয়েটা সবচেয়ে সুন্দরী হলেও না।

পর্দা করে তবে...

ফেক আইডি খুলে চ্যাট করতে থাকে। ভালোবাসার জালে আবদ্ধ হয়। রিলেশনে জড়িয়ে পড়ে। উত্তেজনাকর কথাবার্তাও হয়। কিছুক্ষণ পর ঘর থেকে বের হওয়ার সময় ঠিকই হিজাব পরে। গরিবদের কাছে গিয়ে দান-সদকা করে। এই আশায় যে, কিয়ামতের দিন হয়তো জাহান্নামের আগুন থেকে বাঁচবে।

তার পর্দা কেন তাকে অনলাইনের পর্দা করাতে পারল না?

পর্দা করে তবে...

কন্ঠটা বেশ কর্কশ। কিন্তু ছেলেদের সাথে কথা বলার সময় কঠিনতা কোথায় যেন হারিয়ে যায়। কন্ঠ হয়ে যায় বিড়ালের মত। ফোন ধরার সাথে সাথে মিষ্টি গলায় কথা বলে। মাঝে মাঝে গলাটা একটু পরিষ্কার করে নেয়। বেশ পারদর্শী অভিনেত্রী।

আচ্ছা, কেন এত রকমফের? সবাই কি পর্দা করছে আদৌ? এরকম দৃশ্যপট আমরা সবাই দেখেছি হয়তো। দেখে বুঝতে পেরেছি কিছু একটা ঘাপলা আছে। পর্দার প্রকৃত অর্থ তারা বোঝেনি। হয়তো কেউ কেউ সত্যিই পর্দার অর্থ জানে না। এরা কি আসলেই পর্দানশীল?

নাকি পর্দা করে, তবে...

(‘জীবন যদি হতো নারী সাহাবির মতো’ বই হতে)

06/10/2023

Jumma Mubarak❤️

05/10/2023
28/03/2023

নিছক পানাহার বর্জন রোযার মূল উদ্দেশ্য হতে পারে না৷ সিয়ামের প্রধান লক্ষ্য ‘তাকওয়া’। তাকওয়া রোজাদারের কলবে, আল্লাহর আনুগত্যের চেতনা জাগ্রত করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আগ্রহ তৈরি করে। গুনাহের মাধ্যমে রোজাকে দুর্বল না করার প্রতি সচেতনতা সৃষ্টি করে।

~শায়খ আতিক উল্লাহ

19/02/2023

বোনটার স্টাইলিশ বোরকা পরিহিত বিভিন্ন ভঙ্গির পোস্ট দেখেই বুকের মধ্যে ধক করে উঠত!কেন জানি পজিটিভ কিছু ভাবতেই পারতাম না আমি।ইস্তেগফার করতাম হয়তো আমার চিন্তাতেই সমস্যা,খুব বেশি উদার মানুষ নই তাই ভালো কিছু ভাবতে পারি না ভেবে!অথচ আমার সেই ভাবনায় সত্যে পরিণত হলো।
আমার অজানা অচেনা সেই বোনটা এখন নিজের চেহারা উন্মুক্ত করে আকর্ষণীয় ভঙ্গিতে বোরকা ছাড়া ছবি দেয়!
কত উন্নতি হয়েছে না বলেন?

আপন কেউ নয়,কিন্তু আমার কেন কষ্ট হচ্ছে জানি না!

তবে এতটুকু উপসংহার টানাই যায়,
একটুখানি সুযোগ দিলে দিন শেষে হেরে যায় নফসের সাথে যুদ্ধ করা মুমিন,জিতে যায় চিরশত্রু শয়তান!
এভাবেই মুমিন হয় পথভ্রষ্ট।

ইয়া রব্বি,হেদায়েত দিয়ে আবার কেড়ে নিয়েন না,
এত বড় শাস্তি আপনি দিয়েন না,আমি আপনার বড় দূর্বল বান্দা!

শামছুন্নাহার রুমি

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#ator
#comboatorbox #brand #ator
#ator #holesell #business #fragrance #parfumoriginal
Gift item #giftshop
#attor #আতর
অসাধারণ একটা গিফট
#kashmirishawls

Telephone

Website

Address


Dhaka

Other Shopping Services in Dhaka (show all)
Hurray Bangladesh Hurray Bangladesh
Dhaka, 1230

Shoppers Haven

Upoharbd.com Upoharbd.com
5/5, Block A, Lalmatia, (Behind Aarong & Close To Lalmatia Water Tank)
Dhaka, 1207

Visit www.upoharbd.com to order gift online for home delivery in Bangladesh.

Smart Shop Smart Shop
East Ahmad Nagar, Mirpur-1, Dhaka, 1216
Dhaka

Smart Shop is a Online Shop. you can get lot of Unique product from Us. after your order we always tr

BGfoods BGfoods
Shop/249, 2nd Floor, Lake City Concord Shopping Complex, Khilkhet/1229
Dhaka

আপনার পছন্দের পূন্য অর্ডার করুন BGfoods থেকে!

Shopping BuzZ Shopping BuzZ
Dhaka, 1205

We provide you all the original products at the best rate. inbox us with your desired product..

Akin. Akin.
36/1/A, North Begun Bari Tejgaon I/A
Dhaka, 1208

Quality is our 1st Commitment.

Smart Shop Smart Shop
Dhaka

Noyaa Bazar Noyaa Bazar
5/C, 4th Floor, 26 Lalshobuj Mohal, Mir Hajirbag, Chourasta, Jatrabari
Dhaka, 1232

Noya Bazar is a trusted online shopping center

Bikroybaba.com Bikroybaba.com
82/1-2, Laboratory Road
Dhaka, 1205

Please order your everyday shopping items online, or over the mobile phone.

APART POINT APART POINT
Vatara
Dhaka, 1212

Apart Point একটি অনলাইন শপ, যেখান থেকে আপনি নিরাপদে পণ্য ক্রয় করতে পারবেন।

Pretty Womanes Pretty Womanes
Borobag Uttarakhan Dhaka
Dhaka, 1230

as your wish

beltop BD beltop BD
House-26, Hazi Salimuddin Road, Natun Bazar, Vatara, Gulshan/2
Dhaka, 1229

Beltop is Bangladesh's Online Shop For Fashion and Leather items