Civil Engineering Knowledge
Nearby engineering companies
Uttara
Road 02
Mirpur/2
East Shewrapara
Madani Avenue
Drive Nawab Ali Tower
Ajom Road
Dhaka
1207
Head Office, House #49, Road
House No. 21, Road
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Civil Engineering Knowledge, Construction Company, Dhaka.
একটা বাড়ির নির্মাণ খরচ কমানোর উপায়
**************************************
দেশ ও বিদেশের বিভিন্ন এনজিওতে দীর্ঘ ১৯ বছর কাজ করার অভিজ্ঞতা থেকে কিছু জিনিস শেয়ার করতে চাই, যা সার্বিক মানুষের উপকার না হলেও নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য কাজে আসতে পারে।
একটি বাড়ি একজন মানুষের সারাজীবনের স্বপ্ন। এক জীবনে একাধিক বাড়ি নির্মাণ করা আমাদের মতো ছাপোষা মানুষের পক্ষে করা সম্ভব নয় বিধায় একটু হিসাব নিকাশের মধ্য দিয়ে চললে খরচ কমানো সম্ভব। আপামর সাধারণের সুবিধার্থে আমি ইঞ্জিনিয়ারিং এর কিছু জটিল শব্দ পরিত্যাগ করে সাবলীলভাবে লেখাটি তুলে ধরার চেষ্টা করছি।
বাড়ি বলতেই আমাদের চোখের সামনে বিশাল অট্টালিকা ভেসে ওঠে, এটাই সবাই চিন্তা করি, স্বপ্নও দেখি। কিন্তু আমাদের সামর্থ্য সম্পর্কে বুঝতে হবে আগে। আপনি ১ মন ওজনের কিছু তুলতে পারেন, সেখানে ২ মণের চাপ কেন নিতে যাবেন?
২ তলা বাড়ির জন্য ২ তলার ফাউন্ডেশনই তো করা উচিৎ, তাই নয় কি? ২ তলা বাড়ির জন্য অতিরিক্ত ৪ তলা ফাউন্ডেশন কেন করবেন? মাটির তলেই তো অনেক টাকা ফেলে রেখে দিবেন। আপনার সামর্থ্য আছে ২ তলা বাড়ি করার, সেটুকুতেই সন্তুষ্ট থাকেন। অযথা নিজে ঋণের বোঝা টানবেন, ঘরের বউকে বলবেন “যা বাপের কাছ থেকে টাকা নিয়ে আয় বাড়ির জন্য” (মশকরা করলাম)। ২ তলা বাড়ির জন্য ২ তলা ফাউন্ডেশন করলেই কিন্তু অনেক খরচ কমে যাবে। মাটির অবস্থা মোটামুটি ভালো থাকলে সেমি পাকা, ১ তলা ও ২ তলাতে কলাম এবং বীমের প্রয়োজন হয়না। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় লোডের সঠিক হিসাব করা।
আপনাকে জানতে হবে আপনার কত টাকা আছে বাড়িটির কাজ শেষ করার জন্য। ধরুন, আপনার পরিবারে আপনারা স্বামী স্ত্রী এবং ২ ছেলে মেয়ে নিয়ে বসবাস করবেন। সেইক্ষেত্রে আপনাদের রুম দরকার হবে ৩টি, একটি গেস্ট রুম। বাড়ি করার আগে, ডিজাইন করার আগে ঘরের সদস্যদের নিয়ে বসুন। তাদেরও একটা মতামত অবশ্যই আছে। ইঞ্জিনিয়ারকে দিয়েই বাড়ির ডিজাইন করান। এই লোকটা কিন্তু লেখাপড়া করেছে এই কাজের জন্য। একজন মিস্ত্রি অভিজ্ঞ মানুষ, তার কাজের ক্ষেত্রে। শত শত বাড়ি করার অভিজ্ঞতা তার রয়েছে। কিন্তু একজন ইঞ্জিনিয়ার জানে একটা বাড়ির কলাম পিলার ফাউন্ডেশন কতটুকু চাপ নিতে পারে। ধরুন, RFL কোম্পানি একটা চেয়ার তৈরি করবে। কতটুকু মোটা বা চিকন পা বানাবে তা কিন্তু এই চেয়ারের ইঞ্জিনিয়ার জানে। এটা তাকে ১+১ = ২ যোগ করার মতো করে শিখে আসতে হয়েছে। মিস্ত্রির কাজ হলো, ইঞ্জিনিয়ারের দেয়া ডিজাইন অনুযায়ী কাজ করা।
আপনার নিজের বাড়িতে জমিদারি স্টাইলে মিস্ত্রি হেলপারদের হুকুম করা বাদ দিন। পারলে নিজে হেলপারের সাথে কাজে সহযোগিতা করুন। প্রতিদিন একজন হেলপারের সাথে কাজ করলে বাড়ির কাজ শেষ হলে ১৫ হাজার টাকা কি বাঁচাতে পারবেন না? (গ্রাম ও মফঃস্বলের দিকেই এটা সম্ভব, সবার জন্য প্রযোজ্য নয়)।
ভালো ইট, বালি, সিমেন্ট, খোয়া, সিমেন্ট চিনতে শিখুন।
আপনাকে ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি হিসাব দিল যে, এই কাজে ৫০০ ফুট বালি বা খোয়া লাগবে। আপনি দোকানে গিয়ে বললেন, ৫০০ ফুট বালি পাঠিয়ে দিন। তিনি ৫০০ ফুট বালির টাকা আপনার কাছ থেকে হিসাব করে রেখে দিলেন। আপনি কি আপনার বাসায় ৫০০ ফুট বালি পাচ্ছেন? প্রতি ভ্যান বা গাড়িতে বালি কম থাকবেই। কিন্তু আপনি তাকে ৫০০ ফুট বালির টাকা দিয়েছেন।
ভ্যান বা গাড়ি মাপতে শিখুন। ভ্যানের লম্বা x চওড়া x উচ্চতা গুণ করে ফেলুন। ধরুন, ভ্যানটির বালি রাখার জায়গা ৩ ফুট লম্বা, ২ ফুট চওড়া এবং বালির ভিতর কাঠি ভরে দিয়ে মেপে দেখলেন এর উচ্চতা ১.৫ ফুট বা দেড় ফুট। তাহলে বালি আছে কতটুকু? দোকানদারের সাথে চুক্তি করুন যে আমি বালি মেপে ফুট হিসাবে টাকা দেবো। সবাই যে আপনার শর্তে রাজি হবে তা নয়, তবে কাউকে না কাউকে পাবেন।
বালি কিনে নিয়ে এসে বাসার সামনে ফেলে রাখলেন। কুকুরে ঠ্যাং উচিয়ে হিসু করবে, কুকুর বিড়াল মোরগ মুরগি মারামারি করবে, বাতাসে উড়ে যাবে, পাশের বাড়ির কারো মেঝে নষ্ট হয়েছে, সে রাতের আঁধারে এক বালতি বালি নিয়ে যাবে। মেপে বালি আনার পরে তাহলে কতটুকু বালি পাচ্ছেন? এক ফুট বালির দাম ৩৫ টাকা হলে পুরো বাড়ির কাজ শেষ হলে এমন কত ৩৫ টাকা লস দিচ্ছেন? ৪/৫ হাজার?
বালি কিনে আনার পর তার উপর ইট বা পলিথিন এই টাইপের কিছু দিয়ে ঢেকে রাখুন।
খুচরা খোয়া না কিনে পিকেট কিনে খোয়া করুন। ১/২ নম্বর ইটের খোয়ার উপর কিছু কালো রঙের পোড়া ইটের খোয়া মিশিলাই কিন্তু তা পিকেট ইটের খোয়া হয়না। কিন্তু আপনি এসবের দাম কিন্তু ১ নম্বরের পরিশোধ করছেন।
রড মাটি বা মেঝের উপর রাখবেন না। অন্তত কয়েকটা ইটের উপর রাখুন।
ইঞ্জিনিয়ারকে নিয়ে মিস্ত্রির সাথে ডিজাইন নিয়ে বসুন। লিখিত নিন যে, আপনার বা ইঞ্জিনিয়ারের আদেশ ছাড়া তিনি একটি ইটও গাথবেনা। যদি গাঁথে তাহলে ক্ষতিপূরণ দিবে।
সামর্থ্য কম? ইটের দেয়ালে প্লাস্টার করা বাদ দিন। ইটের গায়ে পয়েন্টিং করুন। নেট তো সবাই চালাই। ফেসবুক ইউটিউবের পিছনে না ঘুরে ইটের পয়েন্টিং লিখে গুগলে সার্চ দিলেই তো অনেক কিছু পাবেন। ২/৩ বছর পরপর রঙ করার খরচ বাঁচবে। পয়েন্টিং এর গাঁথুনিতে মসলা দিতে হয় সমান করে। ইট বসিয়ে দুই পাশে ৮ মিলি রড ব্যবহার করুন, মসলা এক বিন্দুও নষ্ট হবেনা। প্লাস্টারের দেয়ালের মতো এবড়োথেবড়ো করে নয়। ফলে সিমেন্ট বালিও বাঁচে। মিস্ত্রি খরচ সামান্য বেশি হলেও কাজ শেষে দেখবেন ২০%-২৫% টাকা বেঁচে গিয়েছে। দেখতেও তো ভালো লাগে।
পয়েন্টিং এর ক্ষেত্রে সাধারণ ভাটা, অটো ব্রিকস বা সিরামিকের যে ইট ব্যবহার করুন না কেন ইটের গায়ে সিমেন্ট বালি কিংবা মসলার পানি জমতে দিবেন না। পরিস্কার পানিতে ফোম ভিজিয়ে মুছে দিন। এটা নিজে করবেন। হেলপার দিয়ে এই কাজ হয়না। বাড়ির কাজ শেষ হলে পয়েন্টিংকৃত দেয়ালে ভার্নিশ এর একটা কোট বা যেকোনো তেল দিতে পারেন। অবশ্য এটা দিবেন ৫/৬ মাস পর। বছরে একবার দিলেই হবে, না দিয়েও ভালো লাগে। পয়েন্টিং এর মসলায় সিমেন্ট সামান্য একটু বেশি দিবেন।
টয়লেটের মধ্যে সাবান দানিটাও কিন্তু একটা ইট ঘুরিয়ে দিয়েও করা যায়। এতে কি ১৫০ টাকা বাঁচেনা?
ফেরো সিমেন্টের কাজ দিয়ে নিজেদের মতো করে টাইলস বানানো যায়। পুঁজি কম থাকলে টাইলস আপাতত বাদ দিন।।
১টা ইটের দাম যদি ১২ টাকা হয়, তাহলে এভাবে ১২ টাকা করে বেহুদা খরচ বাঁচাতে থাকুন। কাজ শেষে ১০/২০/৩০ হাজার এমনিতেই বাঁচাতে পারবেন।
ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস আসতে দিন। ১০ বছর আগের গরম আর ২০২২ সালের গরম কিন্তু এক নয়। ২০৩৫ সালের গরম কেমন হবে? একজন আর্কিটেক্টকে দিয়েই বাড়ির ফ্লোর প্লান তৈরি করুন, তিনি এই বিষয়ে এক্সপার্ট।
কিউরিং, অর্থ পানি দিয়ে ভিজানো। সিমেন্টের কাজ যেখানেই আছে সেখানেই কিউরিং করতে হবে। নামীদামী ইঞ্জিনিয়ার, বিখ্যাত মিস্ত্রি, নামীদামী সব ব্র্যান্ডের মালামাল ব্যবহার করুন না কেন ঢালাই বা প্লাস্টার কাজের স্থায়িত্ব নির্ভর করবে আপনি কতটা সঠিকভাবে কিউরিং করছেন। প্লাস্টিকের মগে বা বদনায় করে সামান্য না ভিজিয়ে গোসল করান।
আমার কাজের কিছু ছবি শেয়ার করলাম। ভালোভাবে দেখুন। বিশ্বাস করবেন কিনা জানিনা। সাতক্ষীরাতে একটা দোতলা বাড়ি বানিয়েছিলাম ৩ বছর আগে। ১ম তলায় ছাদ, ২য় তলার উপরে রঙিন টিন (৩২ মিলি পুরু)। বাড়িটি ১৬x২৪ ফুটের ছিল। খুব ছোট একটা জায়গা। ৩টা বেড, ডাইনিং, কিচেন, টয়লেট ইত্যাদি। খরচ হয়েছিল ৪ লক্ষ ৩০ হাজার টাকা! ১টি টাকাও ফাও খরচ হতে দেইনি। তদারকি বড় একটা ফ্যাক্টর। ঠিকাদারকে দিয়ে বাড়ি করালেও আপনাকে আপনার বাড়ির কোয়ালিটি দেখতে হবে।
আসলে বাড়ি নির্মাণ মানেই টেকনিক্যাল ব্যাপার স্যাপার। এভাবে কতটা বোঝানো যায় বুঝতে পারছিনা। ২ বছরে এই ধরণের প্রায় ৩০টি বাড়ি তৈরি করেছিলাম, সেই আলোকেই শেয়ার করেছি।
ভাই, আমার এতোটুকু জায়গা আছে। আমি একটা বাড়ি করতে চাই দোতলা ফাউন্ডেশনের, কত খরচ হতে পারে? প্লিজ এই ধরণের প্রশ্ন করা থেকে নিজেকে গুটিয়ে নিন। ৪ হাজার টাকার মোবাইলেও ক্যামেরা থাকে, দেড় লক্ষ টাকার মোবাইলেও ক্যামেরা থাকে। স্থান, পরিবেশ, পাত্র কাল, জমির ধরণ, আপনার চাহিদা, আপনার বাজেট ইত্যাদির উপর খরচ নির্ভর করে। এটা ফেসবুকের একটা কমেন্টসের উত্তরে হয়না। যতক্ষণ পর্যন্ত কোন ডিজাইন চূড়ান্ত না হয়, ততক্ষণ পর্যন্ত কেউই বাড়ির খরচ কত হবে জানাতে পারবেনা। যিনি জানায়, তিনি স্কয়ার ফুট প্রতি ২২০০/২৮০০ টাকা ধরে বলে দেয়। উনি বলে দিলেন আরে মিয়া ১৫ লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। উনি কিন্তু আপনার জমি দ্যাখেনি, মাটির ধরণ জানেনা, আপনি কোন ধরণের জানালা দরজা, বাথরুম ফিটিংস ব্যবহার করবেন তাও না জেনে আপনাকে কাজে নামিয়ে দিলেন। এখন আপনার যদি ১৮ লক্ষ টাকা খরচ হয় তাহলে বাকি ৩ লক্ষ টাকা কোথায় পাবেন?
মিস্ত্রি বা ঠিকাদার যাকেই কাজে নিবেন তার সাথে অবশ্যই লিখিত চুক্তি করে নিবেন। পরিচিত মিস্ত্রি, লজ্জা পাচ্ছেন লিখিত চুক্তি করতে? হ্যাঁ, তবুও লিখিত চুক্তি করতে হবে। লজ্জা নারীর ভূষণ, আপনার নয়।
আপনার জমি, আপনার টাকা- তাহলে আপনার বাড়িতে কোন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এসে ডিজাইনের দায়িত্ব নিবে তা কি করে হয়? আপনি নিজেই এক মাতবর, আপনার পরিচিত মিস্ত্রি করিম চাচা আছে। আপনারা দুজনে মিলে করে ফেললেন একটা ২ তলা বাড়ি। ২ বছর পার হবার পর বুঝলেন ঘরে আলো বাতাস আসেনা, দম বন্ধ বন্ধ লাগে, এখানে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো ইত্যাদি। আপনার ও করিম চাচার ডিজাইনে এমনই হবে। ভালো করে শুনুন, কোন ইঞ্জিনিয়ার কিন্তু একা ডিজাইন করতে পারেনা। আর্কিটেকচারাল অনেক বিষয় থাকে যা ইঞ্জিনিয়ার জানেনা। একজন ইঞ্জিনিয়ারকে আর্কিটেকচারাল বিষয় শেখানো হয়না কিংবা একজন আর্কিটেক্টকেও ইঞ্জিনিয়ারিং বিষয়ে শেখানো হয়না। সামান্য কিছু শেখানো হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করবেন কি করিম চাচার ডিজাইনে?
একটা বাড়ির ডিজাইন করবে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার, মিস্ত্রি নয়।
আমাকেও প্রচুর শিখতে হয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে গেলেও এদিক সেদিক তাকিয়েছি নতুন কিছু আবিষ্কারের আশায়। সাথের ২/১ জন কলিগ এবং মাথার উপর ছাদ হয়ে থাকা ২/১ জন শিক্ষকের জন্যই এগুলো করতে পেরেছি। এগুলো দেখতে যখন আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড থেকে বিভিন্ন এনজি'র লোক এসেছেন, তাদেরকে যখন দেখাতে পেরেছিলাম, বাহবা পেয়েছিলাম, তখন নিজের জন্য নয় "আমরাও পারি" বলে খুব গর্ব হতো। মনের সন্তুষ্টির জন্যই এই কাজগুলি।
আমরা আরেকটা জায়গায় বেশি ভুল করি। একটা বাড়ির ডিজাইন হয় অন্তত ৩০/৪০ পাতা। আমরা নেট থেকে একটা ফ্লোর প্লান ও থ্রিডি ডিজাইন নামিয়ে নিজের মাতব্বরি ও মিস্ত্রির সহযোগিতায় বাড়ি করে ফেলি। কিন্তু একটা ফ্লোর প্লান হয় বাড়িটি কোনমূখী হবে তার উপর। কোন দেয়ালে রোদ পড়ছে সারাক্ষণ ইত্যাদি হিসাব নিকাশ আছে। কিছু বক্স আঁকালেই বাড়ির ফ্লোর প্লান হয়না।
বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইনের বাইরে ইলেক্ট্রিক্যাল ও প্লাম্বিং (স্যানিটারি কাজের ডিজাইন) করতে হয়। অনেকে মনে হয় আকাশ থেকে পড়লেন? ইট বালুর সঠিক হিসাব করলেন। কিন্তু ইলেক্ট্রিক তার, স্যানিটারি পাইপ ও ফিটিংস কি মিস্ত্রির পরামর্শে করবেন? আপনার হাতে সকল প্রকার ডিজাইন থাকলে সে অনুযায়ী ইলেক্ট্রিক্যাল ও প্লাম্বিং কাজ করতে পারবেন। ১ ফুট পাইপ কমাতে পারলেও তো কিছু টাকা বাঁচবে।
আপনার কাঙ্ক্ষিত বাড়িটির সকলপ্রকার ডিজাইন ও নির্মাণের জন্য যোগাযোগ করতে পারেন, হোক তা দেশের যেকোন প্রান্তে।
একটা বাড়ির নির্মাণ খরচ কমানোর উপায়
**************************************
দেশ ও বিদেশের বিভিন্ন এনজিওতে দীর্ঘ ১৯ বছর কাজ করার অভিজ্ঞতা থেকে কিছু জিনিস শেয়ার করতে চাই, যা সার্বিক মানুষের উপকার না হলেও নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য কাজে আসতে পারে।
একটি বাড়ি একজন মানুষের সারাজীবনের স্বপ্ন। এক জীবনে একাধিক বাড়ি নির্মাণ করা আমাদের মতো ছাপোষা মানুষের পক্ষে করা সম্ভব নয় বিধায় একটু হিসাব নিকাশের মধ্য দিয়ে চললে খরচ কমানো সম্ভব। আপামর সাধারণের সুবিধার্থে আমি ইঞ্জিনিয়ারিং এর কিছু জটিল শব্দ পরিত্যাগ করে সাবলীলভাবে লেখাটি তুলে ধরার চেষ্টা করছি।
বাড়ি বলতেই আমাদের চোখের সামনে বিশাল অট্টালিকা ভেসে ওঠে, এটাই সবাই চিন্তা করি, স্বপ্নও দেখি। কিন্তু আমাদের সামর্থ্য সম্পর্কে বুঝতে হবে আগে। আপনি ১ মন ওজনের কিছু তুলতে পারেন, সেখানে ২ মণের চাপ কেন নিতে যাবেন?
২ তলা বাড়ির জন্য ২ তলার ফাউন্ডেশনই তো করা উচিৎ, তাই নয় কি? ২ তলা বাড়ির জন্য অতিরিক্ত ৪ তলা ফাউন্ডেশন কেন করবেন? মাটির তলেই তো অনেক টাকা ফেলে রেখে দিবেন। আপনার সামর্থ্য আছে ২ তলা বাড়ি করার, সেটুকুতেই সন্তুষ্ট থাকেন। অযথা নিজে ঋণের বোঝা টানবেন, ঘরের বউকে বলবেন “যা বাপের কাছ থেকে টাকা নিয়ে আয় বাড়ির জন্য” (মশকরা করলাম)। ২ তলা বাড়ির জন্য ২ তলা ফাউন্ডেশন করলেই কিন্তু অনেক খরচ কমে যাবে। মাটির অবস্থা মোটামুটি ভালো থাকলে সেমি পাকা, ১ তলা ও ২ তলাতে কলাম এবং বীমের প্রয়োজন হয়না। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় লোডের সঠিক হিসাব করা।
আপনাকে জানতে হবে আপনার কত টাকা আছে বাড়িটির কাজ শেষ করার জন্য। ধরুন, আপনার পরিবারে আপনারা স্বামী স্ত্রী এবং ২ ছেলে মেয়ে নিয়ে বসবাস করবেন। সেইক্ষেত্রে আপনাদের রুম দরকার হবে ৩টি, একটি গেস্ট রুম। বাড়ি করার আগে, ডিজাইন করার আগে ঘরের সদস্যদের নিয়ে বসুন। তাদেরও একটা মতামত অবশ্যই আছে। ইঞ্জিনিয়ারকে দিয়েই বাড়ির ডিজাইন করান। এই লোকটা কিন্তু লেখাপড়া করেছে এই কাজের জন্য। একজন মিস্ত্রি অভিজ্ঞ মানুষ, তার কাজের ক্ষেত্রে। শত শত বাড়ি করার অভিজ্ঞতা তার রয়েছে। কিন্তু একজন ইঞ্জিনিয়ার জানে একটা বাড়ির কলাম পিলার ফাউন্ডেশন কতটুকু চাপ নিতে পারে। ধরুন, RFL কোম্পানি একটা চেয়ার তৈরি করবে। কতটুকু মোটা বা চিকন পা বানাবে তা কিন্তু এই চেয়ারের ইঞ্জিনিয়ার জানে। এটা তাকে ১+১ = ২ যোগ করার মতো করে শিখে আসতে হয়েছে। মিস্ত্রির কাজ হলো, ইঞ্জিনিয়ারের দেয়া ডিজাইন অনুযায়ী কাজ করা।
আপনার নিজের বাড়িতে জমিদারি স্টাইলে মিস্ত্রি হেলপারদের হুকুম করা বাদ দিন। পারলে নিজে হেলপারের সাথে কাজে সহযোগিতা করুন। প্রতিদিন একজন হেলপারের সাথে কাজ করলে বাড়ির কাজ শেষ হলে ১৫ হাজার টাকা কি বাঁচাতে পারবেন না? (গ্রাম ও মফঃস্বলের দিকেই এটা সম্ভব, সবার জন্য প্রযোজ্য নয়)।
ভালো ইট, বালি, সিমেন্ট, খোয়া, সিমেন্ট চিনতে শিখুন।
আপনাকে ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি হিসাব দিল যে, এই কাজে ৫০০ ফুট বালি বা খোয়া লাগবে। আপনি দোকানে গিয়ে বললেন, ৫০০ ফুট বালি পাঠিয়ে দিন। তিনি ৫০০ ফুট বালির টাকা আপনার কাছ থেকে হিসাব করে রেখে দিলেন। আপনি কি আপনার বাসায় ৫০০ ফুট বালি পাচ্ছেন? প্রতি ভ্যান বা গাড়িতে বালি কম থাকবেই। কিন্তু আপনি তাকে ৫০০ ফুট বালির টাকা দিয়েছেন।
ভ্যান বা গাড়ি মাপতে শিখুন। ভ্যানের লম্বা x চওড়া x উচ্চতা গুণ করে ফেলুন। ধরুন, ভ্যানটির বালি রাখার জায়গা ৩ ফুট লম্বা, ২ ফুট চওড়া এবং বালির ভিতর কাঠি ভরে দিয়ে মেপে দেখলেন এর উচ্চতা ১.৫ ফুট বা দেড় ফুট। তাহলে বালি আছে কতটুকু? দোকানদারের সাথে চুক্তি করুন যে আমি বালি মেপে ফুট হিসাবে টাকা দেবো। সবাই যে আপনার শর্তে রাজি হবে তা নয়, তবে কাউকে না কাউকে পাবেন।
বালি কিনে নিয়ে এসে বাসার সামনে ফেলে রাখলেন। কুকুরে ঠ্যাং উচিয়ে হিসু করবে, কুকুর বিড়াল মোরগ মুরগি মারামারি করবে, বাতাসে উড়ে যাবে, পাশের বাড়ির কারো মেঝে নষ্ট হয়েছে, সে রাতের আঁধারে এক বালতি বালি নিয়ে যাবে। মেপে বালি আনার পরে তাহলে কতটুকু বালি পাচ্ছেন? এক ফুট বালির দাম ৩৫ টাকা হলে পুরো বাড়ির কাজ শেষ হলে এমন কত ৩৫ টাকা লস দিচ্ছেন? ৪/৫ হাজার?
বালি কিনে আনার পর তার উপর ইট বা পলিথিন এই টাইপের কিছু দিয়ে ঢেকে রাখুন।
খুচরা খোয়া না কিনে পিকেট কিনে খোয়া করুন। ১/২ নম্বর ইটের খোয়ার উপর কিছু কালো রঙের পোড়া ইটের খোয়া মিশিলাই কিন্তু তা পিকেট ইটের খোয়া হয়না। কিন্তু আপনি এসবের দাম কিন্তু ১ নম্বরের পরিশোধ করছেন।
রড মাটি বা মেঝের উপর রাখবেন না। অন্তত কয়েকটা ইটের উপর রাখুন।
ইঞ্জিনিয়ারকে নিয়ে মিস্ত্রির সাথে ডিজাইন নিয়ে বসুন। লিখিত নিন যে, আপনার বা ইঞ্জিনিয়ারের আদেশ ছাড়া তিনি একটি ইটও গাথবেনা। যদি গাঁথে তাহলে ক্ষতিপূরণ দিবে।
সামর্থ্য কম? ইটের দেয়ালে প্লাস্টার করা বাদ দিন। ইটের গায়ে পয়েন্টিং করুন। নেট তো সবাই চালাই। ফেসবুক ইউটিউবের পিছনে না ঘুরে ইটের পয়েন্টিং লিখে গুগলে সার্চ দিলেই তো অনেক কিছু পাবেন। ২/৩ বছর পরপর রঙ করার খরচ বাঁচবে। পয়েন্টিং এর গাঁথুনিতে মসলা দিতে হয় সমান করে। ইট বসিয়ে দুই পাশে ৮ মিলি রড ব্যবহার করুন, মসলা এক বিন্দুও নষ্ট হবেনা। প্লাস্টারের দেয়ালের মতো এবড়োথেবড়ো করে নয়। ফলে সিমেন্ট বালিও বাঁচে। মিস্ত্রি খরচ সামান্য বেশি হলেও কাজ শেষে দেখবেন ২০%-২৫% টাকা বেঁচে গিয়েছে। দেখতেও তো ভালো লাগে।
পয়েন্টিং এর ক্ষেত্রে সাধারণ ভাটা, অটো ব্রিকস বা সিরামিকের যে ইট ব্যবহার করুন না কেন ইটের গায়ে সিমেন্ট বালি কিংবা মসলার পানি জমতে দিবেন না। পরিস্কার পানিতে ফোম ভিজিয়ে মুছে দিন। এটা নিজে করবেন। হেলপার দিয়ে এই কাজ হয়না। বাড়ির কাজ শেষ হলে পয়েন্টিংকৃত দেয়ালে ভার্নিশ এর একটা কোট বা যেকোনো তেল দিতে পারেন। অবশ্য এটা দিবেন ৫/৬ মাস পর। বছরে একবার দিলেই হবে, না দিয়েও ভালো লাগে। পয়েন্টিং এর মসলায় সিমেন্ট সামান্য একটু বেশি দিবেন।
টয়লেটের মধ্যে সাবান দানিটাও কিন্তু একটা ইট ঘুরিয়ে দিয়েও করা যায়। এতে কি ১৫০ টাকা বাঁচেনা?
ফেরো সিমেন্টের কাজ দিয়ে নিজেদের মতো করে টাইলস বানানো যায়। পুঁজি কম থাকলে টাইলস আপাতত বাদ দিন।।
১টা ইটের দাম যদি ১২ টাকা হয়, তাহলে এভাবে ১২ টাকা করে বেহুদা খরচ বাঁচাতে থাকুন। কাজ শেষে ১০/২০/৩০ হাজার এমনিতেই বাঁচাতে পারবেন।
ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস আসতে দিন। ১০ বছর আগের গরম আর ২০২২ সালের গরম কিন্তু এক নয়। ২০৩৫ সালের গরম কেমন হবে? একজন আর্কিটেক্টকে দিয়েই বাড়ির ফ্লোর প্লান তৈরি করুন, তিনি এই বিষয়ে এক্সপার্ট।
কিউরিং, অর্থ পানি দিয়ে ভিজানো। সিমেন্টের কাজ যেখানেই আছে সেখানেই কিউরিং করতে হবে। নামীদামী ইঞ্জিনিয়ার, বিখ্যাত মিস্ত্রি, নামীদামী সব ব্র্যান্ডের মালামাল ব্যবহার করুন না কেন ঢালাই বা প্লাস্টার কাজের স্থায়িত্ব নির্ভর করবে আপনি কতটা সঠিকভাবে কিউরিং করছেন। প্লাস্টিকের মগে বা বদনায় করে সামান্য না ভিজিয়ে গোসল করান।
আমার কাজের কিছু ছবি শেয়ার করলাম। ভালোভাবে দেখুন। বিশ্বাস করবেন কিনা জানিনা। সাতক্ষীরাতে একটা দোতলা বাড়ি বানিয়েছিলাম ৩ বছর আগে। ১ম তলায় ছাদ, ২য় তলার উপরে রঙিন টিন (৩২ মিলি পুরু)। বাড়িটি ১৬x২৪ ফুটের ছিল। খুব ছোট একটা জায়গা। ৩টা বেড, ডাইনিং, কিচেন, টয়লেট ইত্যাদি। খরচ হয়েছিল ৪ লক্ষ ৩০ হাজার টাকা! ১টি টাকাও ফাও খরচ হতে দেইনি। তদারকি বড় একটা ফ্যাক্টর। ঠিকাদারকে দিয়ে বাড়ি করালেও আপনাকে আপনার বাড়ির কোয়ালিটি দেখতে হবে।
আসলে বাড়ি নির্মাণ মানেই টেকনিক্যাল ব্যাপার স্যাপার। এভাবে কতটা বোঝানো যায় বুঝতে পারছিনা। ২ বছরে এই ধরণের প্রায় ৩০টি বাড়ি তৈরি করেছিলাম, সেই আলোকেই শেয়ার করেছি।
ভাই, আমার এতোটুকু জায়গা আছে। আমি একটা বাড়ি করতে চাই দোতলা ফাউন্ডেশনের, কত খরচ হতে পারে? প্লিজ এই ধরণের প্রশ্ন করা থেকে নিজেকে গুটিয়ে নিন। ৪ হাজার টাকার মোবাইলেও ক্যামেরা থাকে, দেড় লক্ষ টাকার মোবাইলেও ক্যামেরা থাকে। স্থান, পরিবেশ, পাত্র কাল, জমির ধরণ, আপনার চাহিদা, আপনার বাজেট ইত্যাদির উপর খরচ নির্ভর করে। এটা ফেসবুকের একটা কমেন্টসের উত্তরে হয়না। যতক্ষণ পর্যন্ত কোন ডিজাইন চূড়ান্ত না হয়, ততক্ষণ পর্যন্ত কেউই বাড়ির খরচ কত হবে জানাতে পারবেনা। যিনি জানায়, তিনি স্কয়ার ফুট প্রতি ২২০০/২৮০০ টাকা ধরে বলে দেয়। উনি বলে দিলেন আরে মিয়া ১৫ লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। উনি কিন্তু আপনার জমি দ্যাখেনি, মাটির ধরণ জানেনা, আপনি কোন ধরণের জানালা দরজা, বাথরুম ফিটিংস ব্যবহার করবেন তাও না জেনে আপনাকে কাজে নামিয়ে দিলেন। এখন আপনার যদি ১৮ লক্ষ টাকা খরচ হয় তাহলে বাকি ৩ লক্ষ টাকা কোথায় পাবেন?
মিস্ত্রি বা ঠিকাদার যাকেই কাজে নিবেন তার সাথে অবশ্যই লিখিত চুক্তি করে নিবেন। পরিচিত মিস্ত্রি, লজ্জা পাচ্ছেন লিখিত চুক্তি করতে? হ্যাঁ, তবুও লিখিত চুক্তি করতে হবে। লজ্জা নারীর ভূষণ, আপনার নয়।
আপনার জমি, আপনার টাকা- তাহলে আপনার বাড়িতে কোন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এসে ডিজাইনের দায়িত্ব নিবে তা কি করে হয়? আপনি নিজেই এক মাতবর, আপনার পরিচিত মিস্ত্রি করিম চাচা আছে। আপনারা দুজনে মিলে করে ফেললেন একটা ২ তলা বাড়ি। ২ বছর পার হবার পর বুঝলেন ঘরে আলো বাতাস আসেনা, দম বন্ধ বন্ধ লাগে, এখানে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো ইত্যাদি। আপনার ও করিম চাচার ডিজাইনে এমনই হবে। ভালো করে শুনুন, কোন ইঞ্জিনিয়ার কিন্তু একা ডিজাইন করতে পারেনা। আর্কিটেকচারাল অনেক বিষয় থাকে যা ইঞ্জিনিয়ার জানেনা। একজন ইঞ্জিনিয়ারকে আর্কিটেকচারাল বিষয় শেখানো হয়না কিংবা একজন আর্কিটেক্টকেও ইঞ্জিনিয়ারিং বিষয়ে শেখানো হয়না। সামান্য কিছু শেখানো হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করবেন কি করিম চাচার ডিজাইনে?
একটা বাড়ির ডিজাইন করবে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার, মিস্ত্রি নয়।
আমাকেও প্রচুর শিখতে হয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে গেলেও এদিক সেদিক তাকিয়েছি নতুন কিছু আবিষ্কারের আশায়। সাথের ২/১ জন কলিগ এবং মাথার উপর ছাদ হয়ে থাকা ২/১ জন শিক্ষকের জন্যই এগুলো করতে পেরেছি। এগুলো দেখতে যখন আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড থেকে বিভিন্ন এনজি'র লোক এসেছেন, তাদেরকে যখন দেখাতে পেরেছিলাম, বাহবা পেয়েছিলাম, তখন নিজের জন্য নয় "আমরাও পারি" বলে খুব গর্ব হতো। মনের সন্তুষ্টির জন্যই এই কাজগুলি।
আমরা আরেকটা জায়গায় বেশি ভুল করি। একটা বাড়ির ডিজাইন হয় অন্তত ৩০/৪০ পাতা। আমরা নেট থেকে একটা ফ্লোর প্লান ও থ্রিডি ডিজাইন নামিয়ে নিজের মাতব্বরি ও মিস্ত্রির সহযোগিতায় বাড়ি করে ফেলি। কিন্তু একটা ফ্লোর প্লান হয় বাড়িটি কোনমূখী হবে তার উপর। কোন দেয়ালে রোদ পড়ছে সারাক্ষণ ইত্যাদি হিসাব নিকাশ আছে। কিছু বক্স আঁকালেই বাড়ির ফ্লোর প্লান হয়না।
বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইনের বাইরে ইলেক্ট্রিক্যাল ও প্লাম্বিং (স্যানিটারি কাজের ডিজাইন) করতে হয়। অনেকে মনে হয় আকাশ থেকে পড়লেন? ইট বালুর সঠিক হিসাব করলেন। কিন্তু ইলেক্ট্রিক তার, স্যানিটারি পাইপ ও ফিটিংস কি মিস্ত্রির পরামর্শে করবেন? আপনার হাতে সকল প্রকার ডিজাইন থাকলে সে অনুযায়ী ইলেক্ট্রিক্যাল ও প্লাম্বিং কাজ করতে পারবেন। ১ ফুট পাইপ কমাতে পারলেও তো কিছু টাকা বাঁচবে।
আপনার কাঙ্ক্ষিত বাড়িটির সকলপ্রকার ডিজাইন ও নির্মাণের জন্য যোগাযোগ করতে পারেন, হোক তা দেশের যেকোন প্রান্তে।
https://www.facebook.com/profile.php?id=100090156445315&mibextid=ZbWKwL
Original Chapai Mango All types of original Chapainawabganj Mango
"Seismic- Resisting Structures" লেকচার, কর্মশালা এবং মাস্টার ক্লাস সিরিজের ১ম উপস্থাপনা
২৫তম নির্বাহী পরিষদের উদ্যোগে লেকচার, কর্মশালা এবং মাস্টারক্লাস এর সমন্বয়ে "Seismic- Resisting Structures" শীর্ষক একটি সিরিজের আয়োজন করা হয়েছে। এই সিরিজের ১ম উপস্থাপনা "Five Key Principles of Architectural Seismic Design" শীর্ষক লেকচার আগামী ২৮ এপ্রিল ২০২৩ তারিখ, শুক্রবার, বিকাল ৫:০০টায় বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হবে। Victoria University of Wellington এর স্বনামধন্য Associate Professor Andrew Charleson অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. তাহমিদ এম আল হুসাইনি ইন্টারনেটের মাধ্যমে তার উপস্থাপনা পেশ করবেন।
এই লেকচারে অংশগ্রহণের জন্য নাম রেজিষ্ট্রেশন করার জন্য নিম্নলিখিত লিংকটি ক্লিক করুন।
লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd1ygllxsO16vL_KRYtVCIgf79oFi7v-qWYyOVtG6mJuiZ-xA/viewform
রেজিষ্ট্রেশনের শেষ দিন: আগামী ২৬ এপ্রিল ২০২৩ তারিখ, বুধবার।
"Seismic- Resisting Structures" লেকচার, কর্মশালা এবং মাস্টার ক্লাস সিরিজের ১ম উপস্থাপনা
IAB এর ২৫তম নির্বাহী পরিষদের উদ্যোগে লেকচার, কর্মশালা এবং মাস্টারক্লাস এর সমন্বয়ে "Seismic- Resisting Structures" শীর্ষক একটি সিরিজের আয়োজন করা হয়েছে। এই সিরিজের ১ম উপস্থাপনা "Five Key Principles of Architectural Seismic Design" শীর্ষক লেকচার আগামী ২৮ এপ্রিল ২০২৩ তারিখ, শুক্রবার, বিকাল ৫:০০টায় বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হবে। Victoria University of Wellington এর স্বনামধন্য Associate Professor Andrew Charleson অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. তাহমিদ এম আল হুসাইনি ইন্টারনেটের মাধ্যমে তার উপস্থাপনা পেশ করবেন।
এই লেকচারে অংশগ্রহণের জন্য নাম রেজিষ্ট্রেশন করার জন্য নিম্নলিখিত লিংকটি ক্লিক করুন।
লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd1ygllxsO16vL_KRYtVCIgf79oFi7v-qWYyOVtG6mJuiZ-xA/viewform
রেজিষ্ট্রেশনের শেষ দিন: আগামী ২৬ এপ্রিল ২০২৩ তারিখ, বুধবার।
Original Chapai Mango All types of original Chapainawabganj Mango
[4 Free Class] Training For Site Engineer
প্রতি মঙ্গলবার আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হয়। লাইভ ক্লাসে জয়েন করতে হলে ফ্রিতেই Enroll করুন এবং জয়েন করুন।। Enroll করার সাথে সাথে কোর্সের ভিতরেই আপনি লাইভ ক্লাসের লিংক পাবেন। এই কোর্সের ৪টি ক্লাস আপনি সম্পুর্ণ ফ্রিতে দেখতে পাবেন।। এবং ৪টি ক্লাস দেখে যাচাই করতে পারবেন এই কোর্সটি আপনার জন্য ভালো হবে কিনা। যদি এই কোর্সটি নিজের জন্য ভালো মনে করেন তাহলে আমাদের পেইড কোর্সে Enroll করতে পারেন। ধন্যাবাদ। 01324-433239
Our Professor's | E-Learning Improve your skill This is an interactive online learning platform for all professionals and engineers all over the world. Those who want to grow and develop professional skills should be connected with us.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Friday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
UNIT:2B, HOUSE: 191, ROAD: 1
Dhaka, 1206
Established in 2019, Imparo Ventures is a real-estate company dedicated to provide unique, affordabl
Civil House, B-111, Mosque Road, New DOHS, Mohakhali
Dhaka, 1206
Heavy Construction, Industrial, Concrete, Earthmoving, Road Machinery & Commercial Vehicle Supplier
Dhaka, 1212
Our emphasis on clear communication and follow-through procedures ensures that client’s objectives are top priority in all the time
Road/10, Sector/10
Dhaka, 1230
civil construction company whole kind of building work we done were,any kind of building materials engineer,labour we supply you dream,we make it reality
11/2-A(9b), Havely Center, Bashundhara Road. , , , BEFCO Constitution And Development Ltd. , , Https://maps. App. Goo. Gl/52FxhaYaxCGT1y4PA
Dhaka, 1229
Construction, Real Estate, Interior/Exterior,Development, Maintenance,Property management,Supplies
Monipur, Mirpur
Dhaka, 1216
UNIVERSAL AUTO BRICKS - Durable & More Strong; we ensure the best quality bricks by choosing quality
Dhaka
বিল্ডিং ও বাড়ির নির্মাণে সকল ডিজাইন পাশ , অত্যাধুনিক মানসম্পন্ন কাজ , পরামর্শদাতা হিসেবে পাশে আছি
Corporate Office: House #14C (2nd Floor), Road # 95, Gulshan-2, Bangladesh. Mirzapur Office: Kamala Supermarket, Moinnagar, Gorai, Mirzapur, Tangail
Dhaka, 1212
We are trusted Architecture & Engineering Company . Our mission and vision is build your Dream.