In Mashrafee We Trust We Believe

মাশরাফি এক অনুপ্রেরণার নাম।

মাশরাফি এক বিস্ময়ের নাম ,এক যোদ্ধার নাম ।সাত সাতবার অস্ট্রেলীয় শল্যবিদ ডেভিড ইয়াংয়ের ছুরির নিচে রাখতে হয়েছে যার হাঁটুকে সেই সেই ম্যাশ এখন ও ১২০/১২৫ গতিতে বল করে ক্রিকেট বিশ্বে এরচেয়ে বড় বিস্ময় কি হতে পারে ?
মাশরাফি সেই ক্রিকেটার প্রতি সকালে সিরিঞ্জ দিয়ে যার হাঁটু থেকে পানি আর পুঁজ বের করতে হয়। হাঁটুতে কৃত্রিম বাটি লাগিয়ে দেশের জন্য লড়েন। তাঁকে নিয়ে ভবিষ্যতে গবেষণা হতে পারে। তাঁর চিকিৎসক ডা. ডেভিড

07/07/2023

"তামিম বিরতি চেয়েছে, সেটা নিক। পুরো ফিট হয়ে, মানসিকভাবে তরতাজা হয়ে ফিরুক। কিন্তু এভাবে অবসরের মানে নেই। বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই হয়। কোচের সঙ্গে ঝামেলা হতে পারে, বোর্ডের সঙ্গে হতে পারে। আমার ২০ বছরের ক্যারিয়ার আর অধিনায়কত্বের ৫-৬ বছরে তো কম হয়নি এসব। সব দলেই কম-বেশি এসব হয়। এসব সামলেই চলতে হয়।”

"আমার কথা হলো, তামিম যেন এখন ট্রেনিং করে পুরো ফিট হয়ে আসে। দায়িত্ব এখন পুরোপুরি ওর। মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই ওকে বলেছি, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করছিস, তোর ক্যারেকটারে সেই দাপট থাকা উচিত। এত আমতা আমতা করে, এত সংশয় নিয়ে ক্রিকেট খেলা যাবে না। ক্রিকেটে অভিমানের কোনো মূল্য নেই। এভাবে অবসর নিলে তিন মাস পর তোকে কেউ মনে রাখবে না। মনে রাখার মতো কিছু করতে হবে।”

“এটাও বলেছি ওকে, ‘তুই বাংলাদেশের জন্য খেলছিস, এতে তোর গর্ব অনুভব করা উচিত। বাংলাদেশ তোর প্রতি কৃতজ্ঞ নয়, তোর চিরকৃতজ্ঞ থাকা উচিত দলের প্রতি। ১৫ হাজার রান করে যদি দলের ভেতরে-বাইরের চাপ নেওয়ার মানসিকতা না থাকে, তাহলে অবসর নেওয়াই ঠিক আছে।” এখন এসব কথায় ওর খারাপ লাগতে পারে, তবে ক্রিকেট খেলা এতটা সহজ নয়। তামিম আশা করি ইতিবাচকভাবেই নিয়েছে।”

---- মাশরাফি বিন মুর্তজা

https://bangla.bdnews24.com/cricket/ctwyl542mn

নড়াইলে মাশরাফি | শুনছেন মানুষের সমস্যার কথা | Mashrafe 28/03/2023

নড়াইলে মাশরাফি | শুনছেন মানুষের সমস্যার কথা | Mashrafe নড়াইলে মাশরাফি | শুনছেন মানুষের সমস্যার কথা

26/12/2022

অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা

মাশরাফি বিন মুর্তজা

যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী লীগ।

01/11/2022

ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য সাংবাদকর্মীরে সঙ্গে মিশেছি, তাদেরকে কাছ থেকে দেখেছি। এমন অনেক সাংবাদিক আছেন, ক্রিকেট তাদের কাছে শুধু পেশাই নয়, আরও বেশি কিছু। অনেক সীমাবদ্ধতা, ক্যারিয়ার নিয়ে অনেক অনিশ্চয়তা মধ্যেও অনেকেই অনেক কষ্ট করে কাজ করে যান ক্রিকেট খেলাকে ভালোবেসে, দেশের ক্রিকেটকে ভালোবেসে। তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা সবসময়ই ছিল, আছে ও থাকবে।

আমাকে নিয়ে প্রকাশিত খবরটির জন্য এখানে দুঃখপ্রকাশ করা হয়েছে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। তবে সব মিডিয়ারই বোঝা উচিত, আমাদের পরিবার আছে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আছে, সামাজিক মর্যাদা ও আত্মমর্যাদা আছে। স্পর্শকাতর কোনো খবর প্রকাশের আগে তাই যতটা সম্ভব নিশ্চিত হওয়া উচিত।

আর আমার বিরোধী মতের যে ভাইরা মনে করছেন, এসব উড়ো খবরকে পুঁজি করে আমার সম্মানহানি করবেন, তাদেরকে বলব, আপনারা কেবল সময় নষ্টই করছেন। রাজনীতির এই বিশাল জগতে মাশরাফি তুচ্ছ ও নগন্য একজন। আমার দল এত ঐতিহ্যবাহী এবং এতটা বড়, সেখানে আমি খুবই ক্ষুদ্র ও সামান্য একজন। আমার মতো একজনের পিছু লেগে থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা। আমি আমার পথেই থাকব। আপনারা নিজেদের পথটা খুঁজতে থাকুন!

- Mashrafe Bin Mortaza

01/11/2022

captain 💖

23/03/2022
21/03/2022

সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে কারন, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত।যদিও পৃথিবী চলছে বিপরীত মুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে,যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরী।

ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছ।

সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিলো খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারন, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়।

যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবে না তাই তোমার ক্রিকেটের সেরা মূহুর্তগুলো হয়ে উঠুক লাল,সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন।

তাসকিন ইস্যুতে Mashrafe Bin Mortaza 💝

17/01/2022

বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন অধিনায়ক

12/01/2022

Captain Mashrafe Bin Mortaza

06/01/2022
07/12/2021

Trophy in the cabinet 🏆

Want your business to be the top-listed Gym/sports Facility in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Our Story

মাশরাফি এক বিস্ময়ের নাম ,এক যোদ্ধার নাম ।সাত সাতবার অস্ট্রেলীয় শল্যবিদ ডেভিড ইয়াংয়ের ছুরির নিচে রাখতে হয়েছে যার হাঁটুকে সেই সেই ম্যাশ এখন ও ১২০/১২৫ গতিতে বল করে ক্রিকেট বিশ্বে এরচেয়ে বড় বিস্ময় কি হতে পারে ?
মাশরাফি সেই ক্রিকেটার প্রতি সকালে সিরিঞ্জ দিয়ে যার হাঁটু থেকে পানি আর পুঁজ বের করতে হয়। হাঁটুতে কৃত্রিম বাটি লাগিয়ে দেশের জন্য লড়েন। তাঁকে নিয়ে ভবিষ্যতে গবেষণা হতে পারে। তাঁর চিকিৎসক ডা. ডেভিড ইয়াং তো বলেই দিয়েছেন, মাশরাফি এখনও উঠে দাঁড়ায় এবং ক্রিকেট খেলে এটাই তার জীবনের সবচেয়ে বড় বিস্ময়।২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ড ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাশরাফির বল করার দৃশ্য কেউ নিশ্চয়ই ভুলে যায়নি। একটু পর পর দুই পা ধরে বসে পড়ছিলেন, মাঠেই স্ট্রেচিং করে নিচ্ছিলেন। তারপরও মাঠ ছেড়ে যান নি।


ম্যাশকে নিয়ে লিখতে গেলে পুরো বই লিখে ও শেষ হবে না ।ম্যাশ কোন ক্রিকেটার নয় সে একজন হার না মানা যোদ্ধা ।ম্যাশ হচ্ছে আমাদের পরশ পাথর ।ম্যাশের হাত ধরেই বদলে গেছে আমাদের ক্রিকেট ।বিশ্বকাপ থেকে শুরু করে ফাকিস্তান সিরিজ এবং সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজ জয় ম্যাশ বাহিনী আমাদের উপহার দিয়েছে ।


হাটুর চোটের কারনে এমন নি- ক্যাপ পরেই মাঠে নামতে। তবু উজার করে দেন নিজেকে। প্রতিকুলতার সঙ্গে লড়াই করে এখনো টিকে আছে আমার এই ভালো লাগার মানুষটি। অনেক অনেক শুভ কামনা।


লিজেন্ড, বস Mashrafe Bin Mortaza

Videos (show all)

থানচির পথে মাশরাফি

Category

Address


Dhaka
1207

Other Sports in Dhaka (show all)
Bangladesh Football Federation Bangladesh Football Federation
BFF House, Holding No. 14/B Toyenbee Circular Road, Motijheel C/A
Dhaka, 1000

Welcome to the Official page of Bangladesh Football Federation

Mohsin91 Mohsin91
Dhaka, DHAKA

Pubg Pubg
Thakurgian
Dhaka

[email protected]

Join Tape for Grass/Turf Installation Join Tape for Grass/Turf Installation
Adabor
Dhaka, 1207

we're supply all type of join tape for sports filed and landscaping installation

ইমরান নাজির ইমরান নাজির
Dhaka, 1200

🇧🇩 Bangladesh❤️ 🇦🇷 Argentina💙 🇵🇰 Pakistan💚 🔵 Barcelona❤️

Batx365win Batx365win
Dhaka

Pubg Ground Pubg Ground
Dhaka
Dhaka, 1217

like This Page

Avak kando Avak kando
Nagarpur
Dhaka, 1936

Avak kichu

BFS Sports BFS Sports
Tejgaon, Bijoyshoroni, Eleanbari
Dhaka, 1215

What's up Everyone. This page only Live football and Cricket match.

BD cricket news BD cricket news
Dhaka

Bangladesh update cricket news

Zent Sports Zent Sports
Dhaka

Neymar Jr. Fan Club Neymar Jr. Fan Club
Dhaka

কিছুই চাই না, শুধু এই পেইজে লাইক করে পাশে থাকুন,আর বেশি বেশি (Seaport) করুন �