সায়াহ্নিকা থিয়েটার
যেখানে মানুষ বড় ।।
পাপেল ভাইয়ের গায়ে হলুদে হলুদ বাবার কেরামতি :D
আমাদের ঠিকানাহীন সমাবেশে বড় ভাইদের অসাধারণ গান :)
"বন্ধু কি খবর বল" এই স্লোগানকে ধারণ করে প্রায় ১৪ বছর পর প্রাণের সংগঠন সায়াহ্নিকা থিয়েটারের পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা সবাই এক হয়েছিলাম।
আমাদের ঠিকানাহীন সমাবেশে টুটুল স্যারের বক্তব্য >
সম্মিলিত সাংস্কৃতিক জোট এর নবগঠিত তিন বছর মেয়াদি কমিটির সভাপতি শ্রদ্ধেয় গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক মোঃ আহ্কাম উল্লাহ্ সহ সকল সদস্য ও নেতৃবৃন্দকে সায়াহ্নিকা থিয়েটার এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রাণের সংগঠন সায়াহ্নিকা থিয়েটারে প্রায় ১৪ বছর পর!
"বন্ধু কি খবর বল"
সায়াহ্নিকা থিয়েটারের সকল সদস্যদের নিয়ে একটি গেট টুগেদার পার্টির আয়োজন করতে যাচ্ছি।
আগামী শুক্রবার (২৬/০৮/২০২২) বিকেল ৬:০০ ঘটিকায় সহজপাঠ স্কুলে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
ব্যাংকের ডিজিএম হয়েও শতাধিক নাটকের অভিনেতা, এবার অভিষেক সিনেমায় আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে নাট্য নির্মাতা অঞ্জন আইচের প্রথম ছবি 'আগামীকাল'। সাইকো থ্রিলার গল্পের ছবিটিতে ইমন...
আজ ৩টায় উদ্বোধন হচ্ছে ৩দিনব্যাপী
"সহজপাঠ শিশুতোষ বইমেলা ও পথনাটক উৎসব"
আপনি আমন্ত্রিত।
#সহজপাঠ_শিশুতোষ_বইমেলা_২০২২
২৫, ২৬ ও ২৭ মার্চ।
#বইমেলা
#সাংস্কৃতিক_অনষ্ঠান ও
#পথনাটক_প্রদর্শনী
অংশগ্রহণকারী দলসমূহ-
২৫ মার্চ(রঙ্গপীঠ নাট্যদল ও বৃত্ত নাট্যদল)
২৬ মার্চ(মুক্তালয় নাট্যাঙ্গন ও নাট্যযোদ্ধা)
সহজপাঠ স্কুল ক্যাম্পাস
দনিয়া, ঢাকা।
সবাইকে সাদর আমন্ত্রণ।।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
#আগামীকাল চলচ্চিত্রের গান
#হৃদয়ের_একূল_ওকূল (রবীন্দ্র সঙ্গীত)
আজ শুক্রবার, সন্ধ্যা ৭ মুক্তি পাচ্ছে।
Search on Plz......
(YouTube Channel)
(page)
মুক্তি পাচ্ছে প্রয়াত সংগীত পরিচালক পৃথ্বীরাজের শেষ সংগীত আয়োজন।
"হৃদয়ের একুল ওকুল"।
অঞ্জন আইচ পরিচালিত "আগামীকাল" চলচ্চিত্রে এই রবীন্দ্র সংগীতটি সংযোজন করা হয়েছে।
সংগীত পরিচালক পৃথ্বীরাজ মৃত্যুর ঠিক আগেই এই গানটির সংগীত আয়োজন করছিলেন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন "জানে ইশরাত"।
মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল এর ব্যানারে নির্মিত, অঞ্জন আইচ রচিত ও পরিচালিত আগামীকাল চলচ্চিত্রে এই গানে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী সূচনা আজাদ।
"হৃদয়ের একূল ওকূল" এই গানটি মুক্তি পাচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ইউটিউব চ্যানেল "টাইগার মিডিয়া"য় ও এফবি পেইজ"Tutul Chowdhury"তে। উল্লেখ্য "আগামীকাল" চলচ্চিত্রটি একযোগে সারাদেশে মুক্তি পাবে আগামী
৪ মার্চ ২০২২।
ছবিটির পরিচালক অঞ্জন আইচ সবাইকে প্রেক্ষাগৃহে যেয়ে চলচ্চিত্রটি দেখার অনুরোধ জানিয়েছেন।
✓ আজ #আগামীকাল চলচ্চিত্রের
ফেস্টিভ্যাল প্রিমিয়ার ।
✓ মুক্তির আগেই #আগামীকাল দেখার
একটি সুবর্ণ সুযোগ।
#সিনেমেকিং_আন্তর্জাতিক_চলচ্চিত্র_উৎসব"
এর সমাপনী দিনে (৬ জানুয়ারি, ২০২২, সন্ধ্যা ৬ টায়) ফেষ্টিভেল প্রিমিয়ার হবে অঞ্জন আইচ চলচ্চিত্র #আগামীকাল এর।
স্থানঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গকৃত ২য় সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্রের পর্দা উঠছে ৩ জানুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপি।
একই ভেন্যুতে ৬ জানুয়ারী উৎসবের সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
সমাপনী উৎসবে সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান উপদেষ্টা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল।
উৎসব চলবে ৩ থেকে ৪ জানুয়ারী
তরুণদের জন্য ও তরুণদের নিয়ে
প্রাণবন্ত লাইভ আড্ডায় আপনাকে স্বাগতম।
যারা লাইভে সরাসরি অংশগ্রহণ করতে চাও
তারা ইনবক্সে যোগাযোগ করো।
তরুণদের নিয়ে প্রাণবন্ত আড্ডায় আপনাকে স্বাগতম।
প্রতি শুক্রবার রাত দশটায়।
❤️❤️❤️
শীঘ্রই আসছে----
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "দ্যা বিলিফ"।
সহজপাঠ স্কুলে
শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ভর্তি উৎসব ও সাংস্কৃতিক মেলা। ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর। এই মেলায় Spot Admission এ ৫০% ছাড়ে ভর্তির সুব্যবস্থা আছে।
আর দেরি কেন?
দেখা হবে বন্ধু---
শনিবার (৩১/১০/২০২০)
সন্ধ্যা ৬.৩০মিঃ, Facebook LIVE এ।
#সহজপাঠ_স্কুল_কুইজ_কনটেস্টের
গ্রান্ড ফাইনাল রাউন্ডে সবাইকে আমন্ত্রণ।
অংশগ্রহণ করছে সারা দেশের ১০জন মেধাবী প্রতিযোগী।
এই বর্ণাঢ্য ফাইনাল রাউন্ডের উদ্বোধক হিসেবে থাকছেন তুমুল জনপ্রিয় ও মেধাবী অভিনেতা চঞ্চল চৌধুরী।
আজ শুনবো ভিন্ন ধরনের অনুভূতির গল্প। ৩২ জন প্রতিযোগীর মধ্যে ১০ জন ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
১০ জন ফাইনালিস্টের অভিভাবকদের অনুভূতি প্রচার হবে আজ ফেসবুক লাইভে। রাত ৮টা । সবাইকে আমন্ত্রণ।
আগমন নয়
আবির্ভাব ঘটবে।
#আগামীকাল এর।
বাংলা চলচ্চিত্র
সায়াহ্নিকা থিয়েটারের নতুন মঞ্চনাটকের অংশবিশেষ গত ০৯/১০/২০২০ তারিখ দনিয়া স্টুডিও থিয়েটার হল এর নাট্যমেলায় প্রদর্শিত হয়েছে। ২দিন ব্যাপী এই নাট্যমেলা উদ্ভোধন করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
10 October 2020 সায়াহ্নিকা থিয়েটারের নতুন মঞ্চনাটকের অংশবিশেষ আজ (০৯/১০/২০২০) দনিয়া স্টুডিও থিয়েটার হল এর নাট্যমেলায় প্রদর....
"দনিয়া স্টুডিও থিয়েটার হল" আয়োজিত দুই দিনব্যাপী নাট্যমেলার আজ প্রথম দিনে "সায়াহ্নিকা থিয়েটার" থাকছে "বসন্তের কুটুম" নিয়ে। সকল নাট্য বন্ধুদের সাগ্রহ উপস্থিতি প্রত্যাশা করছি।😊
সাস্থ্যবিধি মেনে দনিয়া স্টুডিও থিয়েটার হলের আয়োজনে ২ দিন ব্যাপী নাট্যমেলায় আগামী ৯ অক্টোবর ২০২০ তারিখ সায়াহ্নিকা থিয়েটারের নতুন নাটক বসন্তের কুটুম (অংশবিশেষ) মঞ্চায়িত হবে। আপনারা সবাই আমন্ত্রিত।
উদ্ভোধনী অনুষ্ঠান বিকেল ৪ টায়। এর পরপরই পরিবেশিত হবে পর পর ৪ টি নাটক ও নাট্যাংশ। একই সাথে ৪টি নাটক দেখার টিকিট ১০০ টাকা। টিকিটের জন্য যোগাযোগ করুন ০১৭৫৫৬০৩৬৪৯
আমাদের নাটক ৯ অক্টোবর ২০২০ শুক্রবার, অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪.০০ টায়। সবাইকে দেখার আমন্ত্রন রইলো।😊
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
788, Dania, Kadomtoli
Dhaka
1236