Ifoodz

Only Organics, Nothing Else

17/03/2019

Preparing to Launch Ifoodz .........

Stay with us!
Stay with Organic....

04/03/2019

দুধের ৫ টি উপকারিতা
--------------------------------------
ডায়েট করতে গিয়ে অনেক তো মাথা ঘামিয়েছেন৷ খাবারের তালিকায় রেখেছেন হেলদি ফুডস্৷ এতটুকু ফাঁক থাকার জো নেই৷ কিন্তু সেই তালিকায় দুধ কি রয়েছে? ছোট থেকেই দুধের উপকারিতা সম্পর্কে অনেক কথা পড়লেও, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অজান্তেই তাকে তালিকার বাইরে পাঠিয়ে দিই৷ কিন্তু জানেন কি দুধ আমাদের কত উপকার করে৷

হাড়ের সুরক্ষায়ঃ
ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, প্রোটিন, হাড়কে মজবুত আর শক্তিশালী করতে যা যা প্রয়োজনীয়, দুধ আমাদের সেই সব চাহিদাই মেটায়৷ দুধ বা দুধ জাতীয় খাদ্যদ্রব্য শিশুদের জন্য খুবই প্রয়োজনীয়৷ পরবর্তী সময়ে অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে৷

সুন্দর দাঁতের জন্যঃ
দুধে ক্যালসিয়াম এবং ফসফরাসের উপস্থিতি, আমাদের দাঁতের সুরক্ষায় সাহায্য করে৷ দাঁতক্ষয় রোধই শুধু নয়, ক্ষয়ে যাওয়া দাঁতকে আরও ক্ষয় হওয়া থেকে বাঁচাতে দুধের অবদান অনস্বীকার্য৷ তাই চিকিৎসকেরাও দুধ খাওয়ার কথা বলে থাকেন৷

রক্তচাপঃ
প্রতিদিন ফল-সব্জির সঙ্গে পরিমাণ মতো দুধ খেলে তা রক্তচাপের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে৷ বিশেষ করে উচ্চ রক্তচাপ রয়েছে যাঁদের, তাঁদের ক্ষেত্রে খুবই উপকারী৷

হৃদরোগঃ
হাইপারটেনশন এবং ডায়বেটিস-এর আক্রমনের ভয় অনেকটাই কেটে যায় দুধ বা দুধ জাতীয় খাদ্য খেলে৷

স্থূলতাঃ
মেদ নিয়ে অনেকের কপালেই ভাঁজ৷ কিভাবে মেদ কমবে, তা নিয়ে বইপত্র, ডায়েটিশিয়ান, ইন্টারনেট সব যখন অ্যাপ্লাই করে ফেলেছেন, তখন একবার ট্রাই করতে পারেন দুধ৷ প্রতিদিন যদি দুধ খাওয়ার অভ্যেস করে ফেলেন, তার ফল কিন্তু পাবেন হাতে নাতে৷

তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যাদের দুধ বা দুধ জাতীয় খাদ্যদ্রব্যে সমস্যা হয় অল্পবিস্তর, তাঁরা কিন্তু ভেবেচিন্তে একে তালিকাভুক্ত করবেন৷

Milkers

27/02/2019

Name: খাঁটি অর্গানিক ঘি - Pure Organic GHEE
Pack Size: 1kg, 500gm, 250gm
Price: 1600 BDT (1kg)

Order Process:
1. Website: www.ifoodzbd.com
2. Directly on facebook messenger.
3. By phone call (01610883249)

---------------------------------------------------
Ingredient: 100% Pure Certified Organic cow milk solid.
No GMOs, no preservatives, no Trans Fats, no colors or dyes, no MSG, no flavor enhancers. The one and only ingredient is Organic cow milk solid, with absolutely nothing else added to it. Packed in cute glass jar with easy pour spout.

Ifoodz

27/02/2019

Name: Black Seed Oil (Black Cumin Seed Oil) - কালোজিরার তেল
Pack Size: 250ml
Price: 600 BDT

Order Process:
1. Website: www.ifoodzbd.com
2. Directly on facebook messenger.
3. By phone call (01610883249)

---------------------------------------------------
Ingredient: 100% Pure Certified Organic Cold-Pressed Virgin Black Cumin Seed Oil.
No GMOs, no preservatives, no Trans Fats, no colors or dyes, no MSG, no flavor enhancers. The one and only ingredient is Organic Black Cumin Seed Oil, with absolutely nothing else added to it. Packed in green glass bottle with easy pour spout.

Ifoodz

26/02/2019

প্রতিদিন ১ চামচ মধু খাওয়ার ১২টি স্বাস্থ্য উপকারিতা
-----------------------------------------------------------------------
মধু তার অসাধারণ ঔষধি গুনের কারনে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। মধুর মধ্যে রয়েছে ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, আয়োডিন, জিংক ও কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা আমাদের শুধুমাত্র দেহের বাহ্যিক দিকের জন্যই নয়, দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সুরক্ষায় কাজ করে।

সর্বগুন সম্পন্ন এই মধুর গুনের কথা বলে শেষ করা যাবে না। স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা, সৌন্দর্য চর্চা- কোথায় নেই মধুর ব্যবহার? আসুন দেখে নেয়া যাক মাত্র এক চামচ মধু কি কি অসাধারণ উপকারে লাগতে পারে আপনার।

১) মধু হিউম্যাকটেন্ট যৌগে সমৃদ্ধ। এই যৌগটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার কাজ করে এবং ত্বকের উপরিভাগের ইলাস্টিসিটি বজায় রাখে। হিউম্যাকটেন্ট যৌগটি ত্বককে নমনীয় করতেও সাহায্য করে। ফলে ত্বক থাকে দীর্ঘদিন বার্ধক্যের ছাপ মুক্ত। প্রতিদিন সকালে এক চামচ মধু রঙ চা কিংবা দুধের সাথে খেতে পারেন। সেই সাথে আপনার রোজকার ফেস প্যাকেও ব্যবহার করতে পারেন মাত্র এক চামচ মধু। মধু ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করে ও মুখের ত্বকে ভাঁজ পড়া রোধ করে।

২) মধু শরীরের ক্ষত, পোড়া ও কাটা জায়গার চিকিৎসায় ব্যবহার করা হয়। মধুতে মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ক্ষত, পোড়া ও কাটা জায়গায় ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিরোধ করে। কোথাও পুরে, কেটে গেলে ক্ষত স্থানে মধুর একটি পাতলা প্রলেপ দিয়ে দিন। ব্যথা কমবে ও দ্রুত নিরাময় হবে। মধুতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা ক্ষত পরিষ্কার হতে সাহায্য করে ও ব্যথা, ঘ্রাণ, পূঁজ ইত্যাদি হ্রাস করে দ্রুত ক্ষত নিরাময় করে।

৩) মধুতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক ও অন্যান্য কারনে ক্ষতিগ্রস্থ ত্বককে ঠিক করতে সাহায্য করে ও নতুন ত্বক গঠনে ভূমিকা রাখে। চর্মরোগ হলে নিয়মিত আক্রান্ত স্থানে মধু লাগান। এক চামচ মধুর সাথে অল্প পানি মিশিয়ে ব্যবহার করুন।

৪) মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টসমূহ যা সূর্যের অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে কাজ করে শরীরের চামড়াকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। অনেকটা প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে মধু। রোদে পোড়া ত্বককে স্বাভাবিক করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক চামচ মধুর সাথে পানি মিশিয়ে প্রতিদিন মুখে ফেস প্যাকের মতন লাগান। রোদে পোড়া জনিত কালো দাগ দূর হয়ে চেহারা হবে ঝলমলে।

৫) মধুতে বিদ্যমান গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং শর্করা শরীরে শক্তি সবরাহের কাজ করে। প্রতিদিন সকালে ১ চামচ মধু সারাদিনের জন্য দেহের পেশীর ক্লান্তি দূর করতে সহায়তা করে ও আপনাকে রাখে এনার্জিতে ভরপুর।

৬) প্রতিদিন ১ গ্লাস পানিতে ১ চামচ মধু মিশিয়ে পান করলে মধুতে বিদ্যমান ক্যালসিয়াম রক্তে প্রবেশ করে। এবং রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখে। এভাবে মধু রক্তস্বল্পতা রোগকে প্রতিরোধ করে।

৭) মধু ঠোঁটের ওপরের শুষ্ক ত্বক ও কালচে ভাব দূর করে ঠোঁটকে নরম ও গোলাপি করে তুলতে সহায়তা করে। রাতে ঘুমের পূর্বে নিয়মিত ঠোঁটে মধু লাগান। ঠোঁট হয়ে উঠবে নজর কাড়া সুন্দর।

৮) মধুর ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, সি কপার , আয়োডিন ও জিংক দেহে এইচডিএল (ভালো) কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। ফলে মধু কোলেস্টেরল সংক্রান্ত রোগ থকে দেহকে মুক্ত রাখে। দিনে অন্তত এক চামচ মধু খেয়ে নিন,যেভাবে আপনার ভালো লাগে।

৯) সাইনাসের কিংবা শ্বাসপ্রশ্বাসের যে কোন সমস্যা থেকে মধুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টসমূহ দেহকে মুক্ত রাখে। চা কিংবা উষ্ণ পানির সাথে মধু মিশিয়ে প্রতিদিন পান করলে উপকার পাওয়া যাবে।

১০) প্রতিদিন মধু খাওয়া হলে দেহের ইমিউন সিস্টেমের উন্নতি হয়। ফলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সহজে অসুখ বিসুখ ও জীবাণুর সংক্রমণ হয় না।

১১) মধু ওজন কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ চামচ মধু মিশিয়ে পান করলে আমাদের হজম শক্তি বাড়ে ও ফলে খাবারের ক্যালোরি দ্রুত ক্ষয় হয়। এতে ওজন কমে যায়। চিনির বদলে মধুর ব্যবহার মুটিয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করে।

১২) যাদের খুসখুসে কাশির সমস্যা আছে, তারা প্রতিদিন এক চামচ আদার রসের সাথে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। দ্রুত আরোগ্য হবে।

তথ্যসূত্র: প্রিয় লাইফ
----------------------------------------------------------------
কোন সময়ে মধু খেলে উপকার বেশি পাবেন

মহৌষধ হিসাবে প্রাচীন কাল থেকেই মধু ব্যবহৃত হয়ে আসছে। মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। এছাড়াও প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠাণ্ডা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়।

শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু। কারণ, সকালে মধু খেলে ওজন কমে। বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে কিছুদিনের মধ্যেই। এছাড়াও এতে লিভার পরিস্কার থাকে।

মধুর সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০ ভাগ পর্যন্ত কমিয়ে দেয়। মধু ও দারচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

হজমের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করতে পারেন। মধু পেটের অম্লভাব কমিয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা করে। হজমের সমস্যা দূর করার জন্য মধু খেতে চাইলে প্রতিবার ভারি খাবার খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিন। বিশেষ করে সকালে খালি পেটে এক চামচ মধু কিন্তু খুবই উপকারী।

মধুতে আছে প্রাকৃতিক চিনি, যা শরীরে শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখে। বিশেষ করে যারা মিষ্টি জাতীয় কিছু খেতে পছন্দ করেন, তারা অন্য মিষ্টি খাবারের বদলে মধু খেতে পারেন।

শরীরের দুর্বলতা ও চা-কফির নেশা কমায় মধু।

কার্টেসি
Ifoodz

Want your business to be the top-listed Grocery Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

ভেজালের এই কঠিন ভিরে আমরা এসেছি
আপনাদের জন্য বিশুদ্ধ পণ্যের আস্থা নিয়ে...

খাদ্যের নামে প্রতিদিন আমরা কী খাচ্ছি? যে খাদ্য আমাদের জীবন বাঁচাবে, সুস্থ রাখবে, সুস্থ-সবল ও হাসি-খুশী রাখবে গর্ভবতী-দুগ্ধবতী মায়েদের এবং আমাদের সন্তানদের। অথচ সেই খাদ্যই এখন আমাদের নানা রকম রোগবালাই এমনকি মৃত্যুর ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। প্রানঘাতী রোগের চিকিৎসা নিতে ছুটতে হচ্চে চিকিৎসকের কাছে, আশ্রয় হচ্ছে হাসপাতালে, চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হচ্ছে ব্যক্তি-পরিবার। আপনি জানেন কি? ১৯৯৪ সালে আমেরিকার এনভায়রণমেন্ট প্রটেকশন এজেন্সির প্রতিবেদনে প্রকাশ ফরমালিন ফসুফসু ও গলবিল এলাকায় ক্যান্সার সৃষ্টি করে। ২০০৪ সালের ১ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গলবিল এলাকায় ক্যান্সার সৃষ্টির জন্য ফরমালিনকে দায়ী করে। কার্বাইড ও ফরমালিনযুক্ত ফল খেয়ে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ড্যামেজেসসহ নানা প্রানঘাতি রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যাচ্ছে। যেকোন সময় থেমে যেতে পারে আমাদেরও জীবন চাকা। আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রতিদিন শাকসবজি, ফলমুলসহ সুষম খাদ্য গ্রহণ করা খুব জরুরি। কিন্ত আমরা খাবারের নামে প্রতিদিনই যে প্রায় বিষ খেয়ে চলেছি। কারণ শাকসবজি, ফলমুলসহ বিভিন্ন কৃষি খাদ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত হাতবদলের নানা পর্যায়ে মেশানো হচ্ছে হরমোনসহ নানা রকম বিষাক্ত কীটনাশক ও রাসায়নিক সার। খাদ্যের সঙ্গে এসব আমাদের শরীরে ঢুকছে। অন্যদিকে শাকসবজি দীর্ঘদিন সংরক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে কীটনাশক, ছত্রাকনাশক ও প্রিজারভেটিভ ইথারেল, ফল পাকাতে ব্যবহার করা হচ্ছে ইথারেল ও কার্বাইড এবং মাছের পচন ঠেকাতে ব্যবহার করা হচ্ছে অতিমাত্রায় বিষাক্ত ফরমালিন। বাংলাদেশে তিন দশকে ফসল আবাদে রাসায়নিক কীটনাশক ও খাদ্যে বিষাক্ত দ্রব্য ব্যবহার প্রায় ২৫ গুণ এবং ফসল আবাদে রাসায়নিক সারের ব্যবহার ১২ গুণ বেড়েছে। অত্যন্ত আশার কথা হলো পিকেএসএফ-এর সহযোগী সংস্থাসহ অন্যান্য সংস্থার বিভিন্ন অঞ্চলের সংগঠিত ও প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাধ্যমে জৈব প্রযুক্তি ব্যবহার করে এদেশে ব্যাপকভাবে নিরাপদ খাদ্য উৎপাদন হচ্ছে যা সার্বজনীন গ্রহণযোগ্য ও পরীক্ষীত। রাসায়নিক সার ও বিষমুক্ত ফসল উৎপাদন ও সম্প্রসারণে সবচেয়ে বড় বাঁধা হচ্ছে এর বিপনন ব্যবস্থা। স্থানীয় বাজারে কম মূল্য, কৃত্রিম প্রযুক্তিতে (রাসায়নিক সার ও বিষমিশ্রীত) উৎপাদিত ফসলের বাজার দখল। এসব কারণে প্রাকৃতিকভাবে উৎপাদনকারী কৃষকগণ কোনঠাসা হয়ে পড়েছে। তাই ‘অর্গানিক অনলাইন বাংলাদেশ’ ঐসকল কৃষকদের উৎপাদিত ফসলের বিপনন ব্যবস্থা পরিবর্তনের কাজ শুরু করেছে। কৃষকদের আয় বৃদ্ধি ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ সবজি/পণ্যসামগ্রী সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘ iFOODZ ’ প্রত্যন্ত অঞ্চলের প্রশিক্ষীত কৃষি খামারীদের উৎপাদিত দুধ ও নিরাপদ পণ্যসামগ্রী সরাসরি সাপ্লাই চেইনের মাধ্যমে সংগ্রহ করে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করছে। কৃত্রিমতা বিবর্জিত ভেজালমূক্ত প্রাকৃতিক খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা আমাদের মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকার পূরণই ‘ iFOODZ ’এর লক্ষ্য। সু-স্বাস্থ্যবান নাগরিকই পারে একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়তে। আগামী দিনগুলিতে সুস্থভাবে বেঁচে থাকা এবং ভবিষ্যত প্রজন্মকে সুস্থ রাখার জন্য এসব মরণঘাতী বিষ প্রয়োগের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের এখনই সময়। আসুন আমরা আজ থেকে ভেজালযুক্ত খাবার পরিহার করে ভেজালমুক্ত নিরাপদ খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলি।

-----iFOODZ

Telephone

Address


101, S. A. Twoer, Dholairpar
Dhaka
1204

Other Organic Grocery Stores in Dhaka (show all)
Ghorerbazar.com Ghorerbazar.com
Dhaka
Dhaka, 1200

ঘরের বাজার একটি ই-কমার্স প্ল্যাটফর্ম যার প্রধান লক্ষ্য প্রতিটি ঘরে অর্গানিক ফুড পৌঁছে দেয়া।

POLLI MART Organic POLLI MART Organic
Kaderia Madrasha Road, Aziz Moholla
Dhaka, 1207

POLLI MART is a trusted online organic shop. We are cultivating most of our products and others are directly supplied by the farmers. We really do care about what we sell, how we p...

Sraya Organic Corner Sraya Organic Corner
174/1 Tejkunipara, Tejgaon
Dhaka, 1215

Hello! Welcome to Sraya Organic Corner. Here you can find various organic food and groceries. All pr

HollyHerbs HollyHerbs
Dhaka

Al Waqiah Al Waqiah
Dhaka, 1204

Fit Treat BD Fit Treat BD
Naya Bazaar
Dhaka, 1100

We sell organic food। Promoting a healthy lifestyle.

The Organic Garage The Organic Garage
Dhaka, 1219

The Organic Garage - name of organic food items. You can buy our organic foods which are completely made with natural way in village. Eat fresh and be healthy. For more informatio...

RUZEN Organic zone RUZEN Organic zone
Mohammodpur, Kaderabad Housing, Dhaka
Dhaka, 1207

Ruzen is an online shop where you can get 100% pure & original organic products and the best service from us.

Farmer Group Farmer Group
Road#10, Avenue#10, Mirpur DOHS
Dhaka, 1216

ফার্মার গ্রুপ মানেই কৃষকের পণ্য, খাঁটি পণ্য । #organicfoodshop #peanutbutter #ghee #coconutoil

Dry Fruit Cart Dry Fruit Cart
Block-A, Line-5, Section-6, Mirpur-Dhaka
Dhaka, 1216

Dry Fruit Cart is a trusted online shop. Consumer's trust and satisfaction is our main target.

DeshiSob-দেশীসব DeshiSob-দেশীসব
15 New Eskaton
Dhaka, 1000

দেশীসব অর্গানিক পন্যের সমাহার

Lajij shop Lajij shop
Dhaka
Dhaka, 1230

আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদক?