Rainbow Quran BD

We are trying to represent you the best Quran collection in BD and provide dedicated Quran related pr

04/10/2024

ফ্রেগ্রেন্স এক্সপো শুধু মাত্র একটি সুগন্ধিমেলা নয়, এটা নিজেই একটা উৎসব! দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুবাসপ্রেমিকদের একছাদের নিচে জড়ো করবার উপলক্ষ এই সুবাসমেলা। সুগন্ধিকে যারা ভালোবাসেন, প্রতিবছর তারা মুখিয়ে থাকেন এই আয়োজনের জন্য। সেই দায়িত্ববোধ থেকেই চলে এসেছি নতুন এক Fragrance Expo'র ঘোষণা নিয়ে।

সুগন্ধি'র জগতে হারিয়ে যেতে, সারাবছর ধরে শর্টলিস্ট করে রাখা বিভিন্ন হাউজের পারফিউমগুলোকে একইসময়ে চেখে দেখে তাদের মধ্যে সেরাটাকেই আপন করে নিতে এবং নিজের নাককে আরো বেশি সমৃদ্ধ করতে যে পরিসরে যেই আড়ম্বরে আয়োজন দরকার, আমরা ঠিক সেই কাজটাই করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আসছে ১৪-১৫-১৬ নভেম্বর ২০২৪ এ আমরা BFMMA আয়োজন করতে যাচ্ছি সুগন্ধি নিয়ে সুবিশাল এক মেলা, যার নাম Fragrance Expo Dhaka 2024.

ভেন্যুঃ ভিক্টোরিয়া কনভেনশন সেন্টার (সোবহানবাগ মসজিদের পেছনে), ধানমন্ডি, ঢাকা৷

স্টলের সংখ্যা:
টাইটেল স্পন্সর স্টল - ১ টি
পাওয়ার্ড বাই স্পন্সর স্টল - ১ টি
লাক্সারি (এল-শেইপ) স্টল - ২ টি
সুপার প্রিমিয়াম স্টল - ১৬ টি
প্রিমিয়াম স্টল - ৯ টি

স্টলের ভাড়া:
টাইটেল স্পন্সর স্টল - বিডিং
পাওয়ার্ড বাই স্পন্সর স্টল - বিডিং
লাক্সারি স্টল - ২৬,০০০ টাকা
সুপার প্রিমিয়াম স্টল - ১৫,০০০ টাকা
প্রিমিয়াম স্টল - ১২,০০০ টাকা

মেলায় আমরা ৬জন কো-স্পন্সর নিবো, যাদের ব্যাপারে আলাদাভাবে প্রচারণা চালানো হবে এবং তারা নিজের স্টল বেছে নিতে পারবেন। এই কো-স্পন্সরশিপের মূল্য ১৫ হাজার টাকা করে (স্টলভাড়া এই পনের হাজারে অন্তর্ভুক্ত নয়)।

স্টল বুকিং এর নিয়মাবলি:

সকল স্টল বুকিংয়ের পরে লটারির মাধ্যমে স্টল বরাদ্দ করা হবে। (তবে কো-স্পন্সরগণ লটারির আগেই তাদের পছন্দসই স্টল চয়েজ করে নিতে পারবেন৷ কো-স্পন্সরশীপ নিতে আগ্রহীগণ ফর্মে জানিয়ে দিতে পারেন)।

স্টল বুকিং লিংক: https://forms.gle/tjLtZoi2krJfVjTi7

পেমেন্ট ডিটেইলস:

Bank
AB Bank Ltd, Dhanmondi Branch
A/C Number - 4021 724239 300
Name RAFAY ZAMIR

বিকাশ/নগদ/রকেট (এর ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে)
01673768921

▶️ ফ্রেগ্রেন্স এক্সপো তে যারা স্টল পাবেন তাদের জন্য কিছু বিষয়ে খেয়াল রাখা আবশ্যক:

* স্টলে শুধুমাত্র সুগন্ধি ও সুগন্ধি সামগ্রী প্রদর্শন এবং বিক্রি করা যাবে।
* মেলার ফ্লোরে কোনরকম বাখুর/আগরবাতি/আগরকাঠ/ স্মোক হয় এমন কিছু বার্ন করা যাবেনা।

* সুপার প্রিমিয়াম স্টল অউনাররা শুধুমাত্র নিজ স্টলের টেবিলের সামনে ব্যানার এবং টেবিলের পিছনে ব্যাকড্রপ ব্যাবহার করতে পারবেন। প্রিমিয়াম স্টলের ক্ষেত্রে P1 থেকে P6 স্টলে ব্যাকড্রপ ব্যবহার করা যাবেনা৷

* টেবিলফ্রন্টব্যানার এবং ব্যাকড্রপ ছাপানো ও লাগানোর খরচা যার যার নিজেকে বহন করতে হবে। সময়মত ডিজাইন সাবমিট সাপেক্ষে মেলাকমিটি টেবিলব্যানার+ব্যাকড্রপ স্থাপনের দায়িত্ব নিবে। মেলাপ্লেসের দেওয়ালে কোনরকম টেপ বা আঠা ব্যবহার করা যাবেনা, পেরেক ঠুকা যাবেনা।

* যারা পেমেন্ট কম্পলিট করে কনফার্ম করবেন তাদের কে নিয়ে আলাদা হোয়াটসএপ গ্রুপ করা হবে এবং বাকি তথ্য সেখানে শেয়ার করা হবে, ইনশাআল্লাহ।

04/10/2024

মদিনার আতরের দোকানে যেয়ে জিজ্ঞেস করলাম, “জান্নাতুল ফিরদাউস” আছে?

আরেক দিকে মুখ ঘুরায়ে উত্তর দেয়, মরার পর পাইবা। 😑

#রিযওয়ান

01/10/2024

ছেলেটির নাম ছিলো- হাসিবুল ইসলাম হাসিব,
আমার একসময়ের খুব কাছের ছোট ভাই, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করতো সবসময়ই, দাওয়াতের মাধ্যমে সালাফীয়াত লালন করা শুরু করেছিলো। বিদাতিদের সাথে বিতর্ক শুরু করে দিয়েছিলো, আমার থেকে তাদের খন্ডনের উত্তর নিতো, খুবই কঠোরভাবে বিদাতিদের রদ করা শুরু করেছিলো।

অন্যদিকে স্টুডেন্টও ছিলো মারাত্মক ভালো,
হঠাৎই একদিন জানালো, ওর হরমোন চেঞ্জ হচ্ছে! ওর পরিবার ওকে অপারেশন করে পুরুষই রাখতে চায়, অন্যদিকে ডাক্তার বলছে পুরুষ থাকতে গেলে ক্ষতি হবে!
এই অবস্থায় কি করবে তা নিয়ে ড. আবু বকর জাকারিয়া স্যারের সাথে কনভারসেশন করিয়ে দিলাম, ইতিমধ্যে কানাডায় পৌঁছে গেলো!

পরিবার থেকে দূর চলে গেলো, মেয়ে সাজা শুরু করলো, কিছু গোষ্ঠীর সাথে মিশে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাজ দেয়া শুরু করলো আর আমাকে পিক পাঠাতো, এজন্য নাকি পরিবার নাকি ত্যাজ্য করে দিতে চাইলো।
কিন্তু সে সিদ্ধান্তে অটল ছিলো, আস্তে আস্তে নোংরামির চরম পর্যায়ে পৌছে গেলো।
অল্প কয়েকদিনেই একজন প্র‍্যাক্টিসিং মুসলিম দ্বীন থেকে বেরিয়ে গেলো।

ছেলেটির সাথে অনেক দিন যোগাযোগ নেই, সে নাম পরিবর্তন করেছিলো, আমারো সেই আইডিটা নষ্ট হয়ে গেছিলো,কেউ সাহায্য করুন- আমি তার সাথে যোগাযোগ করতে চাই, আমি তাকে আবারো দাওয়াত দিতে চাই!

✍️Raqi Anik Khandaker

01/10/2024

ওহহ তাই নাকি? rubbish 🏏
যে মনে করবে ট্রান্সজেন্ডার হওয়া জায়েজ, সে কাফের কাফের কাফের 🔖🔴

30/09/2024

Be a man or woman to say the truth.

29/09/2024

আজ, ২৮/০৯/২০২৪, দীর্ঘ ২৯ বছর পর শাবিপ্রবিতে ইসলামিক আলোচনা সভা হয়েছে- বিষয়টি একটি মুসলিম রাষ্ট্রের একজন মুসলিম নাগরিকের জন্য কতটা কষ্টদায়ক!
দীর্ঘ ২৯ বছরে কি কেউ ইসলাম পালন করতে চায় নি? এমন কেউ কি ছিলো না? যদি থেকে থাকে তাহলে তারা পারে নি কেনো? বা চাওয়ার পর তাদের পরিণতিই বা কেমন হয়েছে?
মুসলিমদের সর্বস্বীকৃত ইবাদাত নামাজের রুম নিয়ে পোস্টে কমেন্ট করার কারণে কমেন্টকারীদেরকে কতটা হেনস্তার স্বীকার করা হয়েছে, তা কি কখনো প্রকাশ পেয়েছে?
নিকাব নিয়ে বোনেরা কতটা ঝামেলায় পরেছেন, এর কয়টি ঘটনা প্রকাশ পেয়েছে? ভাইবা বোর্ডে প্রশ্ন, "কখনো সাস্টের টংয়ে চা খেয়েছো?" "নিকাব খুলো নাহলে তোমার প্রেজেন্টেশন তো নিবোই না, তোমার গ্রুপমেটদেরও প্রেজেন্টেশন নিবো না।" "নিকাবমার্কা ম্যান্টালিটি নিয়ে ভার্সিটিতে চান্স পাও কিভাবে? ভর্তি পরীক্ষার আগে মেধার আগে এসব চেক করা উচিত।"
যেকোনো তুচ্ছ কারণেই,
"লিখিত স্টেটমেন্ট দাও"!
"হল ছেড়ে দাও"!
দীর্ঘ ২৯ বছরে ৯০%+ মুসলিমের দেশে একটি ইসলামিক আলোচনা সভার আয়োজন করা সম্ভব হয় নি।যেখানে ২০২৪ সালে শুধু শাবিপ্রবিতেই ৩০টি অস্থায়ী মন্দিরে স্বরস্বতী পূজা হয়। ওদের ধর্ম ওরা পালন করবে এতে আমাদের অসুবিধা নেই। আমরা কোনো ধরণের কম্পারিজনেও যেতে চাই না। কিন্তু আমাদের অবস্থান এতোদিন কোথায় ছিলো সেটাই জোরালোভাবে জানাতে চাই কেবল!
আমরা কি সত্যিই সংখ্যাগুরু ছিলাম? যদি না থাকি, তবে কি ছিলাম?
- Rabeya Bossry
Student,Sust

28/09/2024

- আজ ৩৯ বছরে পা দিলাম। ১৯৮৫ সালের এই তারিখে আমার জন্ম।

আজ থেকে ৪০ বছর আগে, এ পৃথিবীতে আমার কোন অস্তিত্ব ছিল না। জন্ম হয়নি তখন আমার। আমার কোন নাম ছিল না, ছিল না কোন পরিচয়। এই অনস্তিত্ব থেকে তিনিই আমাকে অস্তিত্বে এনেছেন। এই সুন্দর পৃথিবীতে আমি নিজের ইচ্ছায় আসি নি।

কোন একটি কারনে আমার জন্মের আগে আমার নানা নানু খুব চিন্তায় ছিলেন। তাদের ধারণা ছিল আমি বিকলাঙ্গ হব অথবা শারিরিক কোন সমস্যা নিয়ে জন্ম নিব। কিন্তু না! তিনি আমাকে সম্পূর্ণ সুস্থ করে সৃষ্টি করলেন। সামান্য কোন ত্রুটি ছিল না আমার ভেতর। অথচ মায়ের পেটে থেকে আমি কিন্তু তাঁকে একবারও বলি নি, আমার শরিরে যেন কোন খুঁত না থাকে, হে আল্লাহ!

জন্মের পর৷ কয়েক দিন বা কয়েক মাস বয়স যখন আমার। আব্বা আম্মা আমার সাথে কথা বলতেন, আমি কিছুই বুঝতাম না। হাজারটা গ্রামার বই পড়েও আমি কথা বলা শিখতে পারতাম না যদি না তিনি আমাকে কথা বলা শিখাতেন।

৫/৬ বছর বয়সে আমি আল্লাহর সম্পর্কে প্রথম জানতে পারি। মক্তবের উস্তাদজি আমাদের সাথে প্রশ্নোত্তর করতেন।
> বল তো, আল্লাহ কে?
> আমরা জবাব দিতাম, আল্লাহই তো আমাদের বানিয়েছেন।
আমি হয়তো পেতাম না আমার রবের পরিচয়, যদি না তিনি আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহন করাতেন।

- আমার বয়স এখন ৩৯।
এই দীর্ঘ জীবনে আমাকে কখনো একদিনের জন্য অনাহারে থাকতে হয়নি! বস্ত্রাভাবে থাকতে হয়নি। জীবনের উপর হুমকির মত নিরাপত্তার অভাবে থাকতে হয়নি। আমি দু'বেলা ভরপেট খেতে পাই, রাতে শোয়ার মত বিছানা পাই। কর্মস্থল থেকে যে রিকশা দিয়ে বাসার গেটে প্রতিদিন নামি, সেই রিকশা-চালকের হয়তো এই সৌভাগ্যটুকু হয় না। তিনি চাইলে আমাকে রিকশাওয়ালা আর তাকে বাড়িওয়ালাও বানাতে পারতেন।

--------------
আমি ভেবে অবাক হই, এত গুলো অনুগ্রহ যে আল্লাহ আমাকে না চাইতেই করলেন, দু একটা অপূর্ণ ইচ্ছার কারনে যখন তাঁর কাছে আমি অভিযোগ জানাই, তিনি কেন আমাকে অকৃতজ্ঞ ভেবে সাথে সাথে শাস্তি দিয়ে দেন না। কেন আমাকে সুযোগ দেন?

তাহলে কি এটা তাঁর ভালবাসারই বহিঃপ্রকাশ? যদি তাই হয়, তাহলে আমি কি তাঁর কৃতজ্ঞ বান্দা হব না?
#রিযওয়ান_সানিন

26/09/2024
26/09/2024

If you remember...

26/09/2024
23/09/2024

BRAC is not safe place anymore 🔴

তিনি ফজলে আবেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের আইনকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে এই প্রফেসর!

এটা ক্যাম্পাসের অফিসের দরজায়।

23/09/2024

দুঃখ একটাই, এই কথাগুলো আলেম সমাজ থেকে শোনা যায়না 🔴

আনাসকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি একটা। যেই ক্লাস টেনের ছেলেটা বাবা মাকে চিঠি লিখে বিদায় নিয়ে গিয়ে চানখারপুলে পাচ আগষ্ট শহীদ হয়। আনাসের বাবা মায়ের সাথে কথা বলেছি। আনাসের কাছে এই মোবাইলটা ছিলো, খুব ছোট আঙ্গুলের সাইজের একটা চাইনিজ মোবাইল। কোন সিম ছিলোনা। সিম কেনার পয়সা ছিলোনা। মোবাইলে সে কিছু গুরুত্বপূর্ণ নাম্বার সেইভ করে রাখতো। এই মোবাইল থেকে আনাসের বাবার নাম্বার পেয়ে ফোন করে কেউ। নয়তো বেওয়ারিশ হিসেবে কোথাও দাফন হতো আনাসের। বুক পকেটে ছিলো আল্লাহর নাম লেখা এই বোর্ডটা। আনাসের অমিত সাহস এসেছিলো ওই কার্ডটা থেকেই।

আনাসের এই মহাকাব্যিক জীবন নিয়ে আমি লিখবো আমার পরের উপন্যাস। আনাস হবে প্রোটাগনিস্ট। অনেক কাজ করতে হবে এই বিপ্লবের কালচারাল বয়ান তৈরিতে। আমি জানিনা আমি একা কতো করতে পারবো। তাও করে যাই যতোটুকু পারি।

22/09/2024

Logical & Rational. Islam is the true religion.

22/09/2024
20/09/2024

মক্কার অলিগলিতে এখনো দেখা মিলে জীর্নশীর্ণ বাড়িঘরের। রংচটা ভাঙা দেয়ালের। এই অলিগলিই শিহরন জাগায়, এই তো সেই পথ, যে পথে হেঁটেছেন আমার রাসুল (ﷺ)। এই তো সেই শহর, যেখানে কেটেছে তাঁর জীবনের অনেকগুলো বছর।

উমরাহ বা হজ্জ, মক্কা বা মদিনার সফর, এ তো কেবল এক সফর নয়, এ তো এক আবেগ আর ভালবাসার নাম। অশান্ত মন যেখানে এসে প্রশান্ত হয়। অনুভূত হয় এক অদ্ভুত সুকুন। ওয়ালিল্লাহিল হামদ।

Want your business to be the top-listed Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Rainbow Quran BD

We are trying to represent you the best Quran collection in BD and provide dedicated Quran related products, services and sunnah essentials inn sha Allåh

A dedicated Quran shop with gift,.perfumes & more.

#Wholesale #Retail #Affiliate

#Quran #Nurani #Hafezi #Colorcoded

Videos (show all)

কিছু বলার নায় #we_need_hussain 🔻#rqbd
এই প্রতিবাদ করা জরুরি ছিল🔻গতদিন "ঐ জায়গার কোক" এর বিজ্ঞাপন দেখেই  ছোট ভাই ওমর আর আমি মিলে সিদ্ধান্ত নিলাম এটার Opposite ...
ইচছিরে-আইলের কোত্তা কোলা#বয়কট #সমকামীকোলা 🏳️‍🌈🔻@কমেন্ট
🏳️‍🌈🏳️‍🌈🙂🔻
ব্যবসা করতে কি অভিজ্ঞতা জরুরি নাকি সাথে আরো কিছু লাগবে?
PATIENCE, TRUST, WAIT #rqbd ❤️
www.investine.me/ameen #investine #investment #business #entrepreneurship #ameen 🎖️
www.rainbowquranbd.com #rqbd #quran #colour #bestquran #exclusive #gift #luxury
#rqbd🌷🇧🇩
সাবধান হয়ে যা সমকামীর গোষ্ঠি 🉐যারা বলছেন কেনো  bKash বয়কট করতে হবে তাদের জন্য, সমকামিতার বিরুদ্ধে আওয়াজ তোলায় BRAC এই শি...

Telephone

Address


Dhaka

Other Wholesale & Supply Stores in Dhaka (show all)
Kazi Retail Kazi Retail
Dhaka, 1229

This is a initiative to sell quality fashion products both imported and domestic. Our target is to sell quality fashion products in an affordable price for everyone.

Corporateneeds.com.bd Corporateneeds.com.bd
22/1-23 Imamgonj, Chawkbazar
Dhaka, 1211

Corporateneeds.com.bd is an online wholesale marketplace for anything and everything you need to run your office or factory. Best deals at the best prices! Online shopping place f...

Dryland Dryland
House # 18, Block # K, Main Road, South Bansree
Dhaka

Premium Quality Fruits, Dates, Dry fruits & Food Items Importer & Distributer.

Salim Hardware Store Salim Hardware Store
Nawabpur Road
Dhaka

Deals in : V-belt, Fan belt, Timing belt & all kind of industrial belt.

Bhai Bhai Foam House Bhai Bhai Foam House
271/1 Elephant Road
Dhaka, 1205

ভাই ভাই ফোম হাউস।ভালো মানের পর্দা ও সোফা কাপর। ফোম এবং Matters. Bhai Bhai Foam House ২৭১/১ Elephant Road Dhaka - 1205

আতা প্লাস্টিক টয়েস আতা প্লাস্টিক টয়েস
Dhaka, 1211

baby toys wholesale

Aflah Corporation Aflah Corporation
Uttara
Dhaka, 1230

Wholesaler, retailer and supplier

Evaly In Bangladesh Evaly In Bangladesh
Dhaka, 1230

Evaly is the No. 1 Bangladeshi E-commerce site And online shoping

Baby Desk Table পাইকারী বিক্রেতা Baby Desk Table পাইকারী বিক্রেতা
795 Mirpur
Dhaka, 1216

We wholesale baby desk table in bangladesh. collect from manufacturing company.