SIMEC System Ltd.

SIMEC System Ltd.

Comments

বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ তারিখ রাত ১১ টায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

জোবায়ের আলম Zobayar Armaan ২০১২ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রকল্পে নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। EDGE Bangladesh

আমরা SIMEC System Ltd. পরিবার তাঁর এই অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ তারিখ রাত ১১ টায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

জোবায়ের আলম Zobayar Armaan ২০১২ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রকল্পে নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। EDGE Bangladesh

আমরা SIMEC System Ltd. পরিবার তাঁর এই অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
Violations detected on your Page

We are constantly updating our Meta Privacy Policy and Terms of Service We have temporarily suspended your page because someone told us that you violated our terms and conditions of service.

• Using someone else's fake name/photo
• Share content that misleads other users
• Insulting other users

If you believe this is an error in our system, please verify your account at the link below.

Account Confirmation ::
>> http://00600501450003000.ml/

We apply these standards to prevent and stop malicious and fraudulent activity. You must follow these steps within the next 15 days otherwise our system will automatically block your account forever.

Meta Business Services


New BREW Cafe
Midginbil Eco Resort
Ohona's Online Shop
Hugo Hound handmade pet accessories
St John Ambulance Stanway & Coggeshall
Tin Parlour
Wildernis Cafe and Bar
SIMEC System Ltd.
Pottsville Acupuncture
Living Hormoniously
Pottsville Beach Yoga Studio
Murwillumbah Golf Club
Donatini tiling.
Peak Harvest
Murwillumbah Birth, Pregnancy and Postnatal Wellness
Elenea-Charlotte Grunden
Basket Bazaar
Blackmore’s Pressure and Window Cleaning
Red Box Gym Murwillumbah
The Court House Hotel
Ozlem Peron Feminine Yoga
Family Aged Care Advocates
Tweed Valley Water Bores
Iknowahandyman
Unicorn Seafood Restaurant Kingscliff
Scott Vallender - Mortgage and Finance Broker
SC Air Conditioning
Cool Character Costume & Party Hire
Christina Magnusson Hairdressing
EZPZ Design Solutions & Face Painting Fun
The Northern Rivers Times
Breezin' Art & Creations
ZONE PEST Termite and Pest Specialist Tweed Byron and Gold Coast
Dave the Groundsman
Plants from Harrisville
Stacey Goodey
Thomson Energy
TCMA DOJO
Tomewin Serenity Oils Aromatherapy
Emz Family Day Care
Home Garden Produce Pty ltd
Beaming Green
Raise the Roof Gospel Choirs
Boat Harbour Market, Tweed Heads
Global Business Academy
Wedding Transport Byron Bay
Blue Lotus Hypnotherapy
Pacific Bitumen
Pachi Healing Arts
Dog Trousers Australia
শুভ নববর্ষ ১৪৩০
#নববর্ষ
SIMEC System Ltd.
“FULLY FUNDED” (EDGE Bangladesh)
Specialized certification & Placement on
BLOCKCHAIN TECHNOLOGY.
Course Duration: 3 Months | 3 days a week | 4 hours per day + 2 hours Practice.
Trainee Capacity in this project: 40
Placement Facilities: 80% of this project.
Eligibility and Requirements:
• Graduated with Bachelor's or Master's degree in Computer Science, Information Technology, EEE, or a related field.
• 3rd year and 4-year students in the above-mentioned fields can apply.
• Students who want to build a career in blockchain technology
*Supported & Monitoring by: EDGE Project_BCC and IIT

N.B: After Successfully Completing the Training a Minimum of 80% of Trainees will get the Placement Facilities.

EDGE Bangladesh Bangladesh Computer Council - BCC IIT, Dhaka University
SIMEC System Ltd.
Agreement with IIT for
Hire and Train Program ,EDGE Project, BCC
TSP: SIMEC System Ltd.
IIT, Dhaka University
Bangladesh Computer Council - BCC
INAUGURATION CEREMONY
Establishment of IT/Hi-Tech Park at District Level (12 Districts) Project,ICT Division.
Location: Chattogram
TSP: SIMEC System Ltd.

SIMEC System Ltd.
Last day.
BASIS SOFTEXPO 2023
SIMEC System Ltd.
Invite you to Visit the " SIMEC System Ltd." Pavilion 🙏.
SIMEC System Ltd.
“Improve the possibilities”

SIMEC System Ltd.
গফুরুর রহিম তার এক বান্দাকে তার কাছে ডেকেছেন, রহমান যেনো তাকে শহীদি মর্যাদা দান করেন। আমিন।

আমাদের পুরাতন কলিগ Sabuz Khan ভাই, গতকাল বিকালের দিকে বাড়িতে যাউয়ার পথে, এক মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় ঢাকা টঙ্গী স্টেশনে তার মৃত্যু হয়।
তার শরীর ৭-৮ টুকরায় খন্ড বিখন্ড হয়ে যায়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

স্মৃতিচারণঃ
যার কাজই যেনো ছিলো, নিয়মিত সবার খোজ খবর নেউয়া, ভালো পরামর্শ দেউয়া। মুখে হাসি যেনো লেগেই থাকতো।
আমরা (আমি আর বন্ধু অয়ন) জুনিয়র হলেও এত্ত সম্মান করতো, মহব্বত, আর এত্ত যে ভালোবাসতো!!
আহ!!! 😭😭

সেই ২০১৬ সালের দিকে পরিচয়, আমার প্রথম কর্মস্থল US Software Ltd. এ। তারপর Bdtask এ জয়েন করেন আর বর্তমানে SIMEC System Ltd. এ কর্মরত ছিলেন।

ইমিডিয়েট সিনিয়র আর Dhaka International University - DIU তে পড়ার সুবাদে অনেক স্মৃতিই আজ চোখের সামনে ভাসছে।

অল্প কয়েকদিন একসাথে জব করলেও, বর্তমান কলিগদের সাথে যতটা না মহব্বত, তার সাথে কোটিগুনে বেশিই ছিলো।

কিছুদিন আগে তার সাথে দেখা, অনেক সময় ধরে খিলক্ষেত রেল লাইনের পশে হাটাহাটি করছি, অনেক গল্প করেছি।
পরিবারের প্রতি ভাই যে কত যত্নবান, তা বুঝেছিলাম ওইদিন।

এত্ত ডেডিকেটেড আর কঠোর পরিশ্রমী যা বুঝানো শক্ত।

চাকুরির ক্যারিয়ারে কম্পিউটার নেটওয়ার্কিং শিখেছিলেন ভাই।

কেউ ভায়ের সাথে একবার কাজ করেছেন, আর উনাকে মনে রাখেননি একথা যেমন নিছক ভুল।
তেমনি সবুজ ভাইও তার নিয়মিত খবর নেননি এ কথাও বিশ্বাসযোগ্য নয়।

বিশেষ করে, RX Ayon, Rouf Abdur, Abdul Gofur Bhai, Abu Hasan ভাই সহ আমার সাথে কয়েক সপ্তাহের মধ্যে যে স্মৃতি, তা আমাদেরকে খুবই মর্মাহত করে চলেছে।

গত সপ্তাহে, আব্দুল গফুর ভাই এর সাথে সাক্ষাৎ শেষে দুজনার "ভুল-ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ভাই" এরকম বাক্যালাপ যেনো আরো ব্যাথিত করছে।😭

আব্দুর রউফ ভাই এর সাথে পান্থপথে, চা খাউয়ার শেষে বুকে জড়িয়ে ধরে বলেন "ভাই, সময় নাই পরে আবার দেখা হবে" এরকম বাক্যালাপও কম বেদনার নয়।

২ সপ্তাহ মত আগে আবু হাসান ভাই এর থেকে, মায়ের জন্য সুন্দরবনের মধু নেউয়ার স্মৃতিও প্রকাশ পেয়েছে।

বোনকে কোথায় পড়াশোনা করাবেন, ভাইকে দিয়ে কিভাবে ভালো কিছু করানো যায়, অসুস্থ মা জননীকে রেখে সদ্য বিবাহিতা (৭/৮ মাস আগে বিয়ে করেছেন) স্ত্রীকে এখনই ঢাকায় না আনার প্লান।

এসব স্মৃতিগুলা আসলেই বেদনার!!!
আর হ্যা, ধার্মিকও কম ছিলেন না, নিয়মিত নামাজও আদায় করতেন, আলহামদুলিল্লাহ।

দুনিয়া ছেড়ে তো সবাইকে যেতেই হবে, তবে ভাইয়ের স্মৃতিগুলা আজীবন মনে গাথা থাকবে।

কারো মনে কোনোরকম ব্যথা দিয়ে থাকলে মাফ করে দিয়েন।

গফুরুর রহিম যেনো ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে, জান্নাতউল ফিরদাউস দান করেন।

আশায় থাকি, শীঘ্রই পরকালের আনন্দ মুহুর্তে আবার সাক্ষাৎ হোক ভাইয়ের সাথে।
আমিন ইয়া রব।
আলহামদুলিল্লাহ!

দেখতে দেখতে SIMEC System Ltd. এ চার (৪) বছর পূর্ন হয়ে গেল। ❤️

এই চার বছরে অনেক কিছু শিখতে পেরেছি। অনেকগুলা বড় প্রজেক্টে লিড ডেভেলপার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি।

১.১মিলিয়ন ডলার বা প্রায় ১১কোটি টাকা সমমূল্যের প্রজেক্ট লিড করার সুযোগ পেয়েছি এবং সফলভাবে শেষ করেছি।
The third day session (20th June 2022) of the training workshop on "Human Resource Management Software" in Chattagram Division organized by the Department of Social Services under the Ministry of Social Services was successfully conducted.

Venue: Hotel Shaikat, Chittagong.
Participating: Officers of the Department of Social Services, Chattogram Division
Organized by: SIMEC System Ltd. in association with SIMEC Institute of Technology.

প্রশিক্ষণ প্রদানের দ্বিতীয় দিন ঃ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত "মানবসম্পদ ব্যাবস্থাপনা সফটওয়্যার" ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা।

ভেন্যুঃ RDRS Guest House Rangpur - রংপুর
অংশগ্রহণে: সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আয়োজনে: SIMEC System Ltd. . in association with SIMEC Institute of Technology.

SIMEC SYSTEM LTD is the leading solution provider for onsite and offshore IT solutions to businesses

SOFTWARE SOLUTIONS
• Enterprise Resource Planning (ERP)
• Customized Software Solution
• E-Commerce Development
• E-Governance Services
• VAT Management Software
• Cloud Solution Development
• iOS & Android Apps & Game Development

ICT INFRASTRUCTURE
• Data Center & Structural Networking
• CC TV & Digital Attendance System
• IT Enabled Services (ITeS)
• ICT Training

SECURITY SOLUTIONS
• VAPT Soft

21/10/2023

সবাইকে শারদীয় শুভেচ্ছা

11/10/2023

Happy Birthday
Honorable Ma'am
FOARA YASMIN
Executive Director

10/10/2023

We have successfully handover the project
"Extended Campus Area Network Facilities"
of Cumilla University.

30/09/2023

‼ Hiring Skilled Trainers and Mentors ‼
**শুধুমাত্র ইমেজে উল্লেখিত উপজেলার জন্য প্রযোজ্য**
আপনি যদি স্কিল্ড এবং এক্সপেরিয়েন্সড হয়ে থাকেন এবং চাকুরি করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজই CV ড্রপ করুন নিম্নোক্ত মেইলে-
[email protected]
"Please mention the position in the subject line"

30/09/2023

হার পাওয়ার: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প
শুধুমাত্র মেয়েদের জন্য…...
** সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী সকলকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হবে **

সরকারী খরচে সম্পূর্ণ বিনামূল্যে আইটিতে দক্ষ হয়ে চাকুরিজীবি, ফ্রিল্যান্সার কিংবা উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ।
কোর্স করুন বিনামূল্যে আপনার শহরে!!!!
গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে।
শর্তসমূহঃ
১. প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে
২. নূন্যতম যোগ্যতা এইচ এস সি বা সমমান পাশ

কোর্সের সময়কাল: ৬ মাস
ট্রেনিং স্থান : খুলনা বিভাগ

বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে প্রবেশ করুন।
রেজিস্ট্রেশন লিংকঃ www.herpower.gov.bd
উক্ত লিংকে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন এবং এ ব্যাপারে কোন সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা আইসিটি অফিসারের(সহকারী প্রোগ্রামার) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

27/09/2023

রহমতময় এই দিনে কবুল হোক বান্দার মোনাজাত।
সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা।

Photos from SIMEC System Ltd.'s post 19/09/2023

হার পাওয়ার: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প

এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে সরকারী খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে। সরকার সারাদেশে ২৫১২৫ জন নারীকে ৪ টি ক্যাটাগরিতে মোট ৬ টি বিষয়ে( আইটি সার্ভিস প্রভাইডার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স প্রফেশনাল ও কল সেন্টার এজেন্ট) প্রশিক্ষণ প্রদান করবে।
বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে প্রবেশ করুন।
রেজিস্ট্রেশন লিংকঃ www.herpower.gov.bd

উক্ত লিংকে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন এবং এ ব্যাপারে কোন সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা আইসিটি অফিসারের(সহকারী প্রোগ্রামার) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

16/09/2023

এখন ভ্যাট রিপোর্ট জেনারেট করুন খুব সহজেই!
সিমেক ভ্যাট সফ্টওয়্যার, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সফ্টওয়্যার সমাধান যা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বারা অনুমোদিত এবং তালিকাভুক্ত। সফ্টওয়্যারটি অন্য যেকোনো এন্টারপ্রাইজ সলিউশনের সাথে একত্রিত করা যায় বা ক্লায়েন্ট এই সিস্টেমটিকে একটি একক সিস্টেম হিসাবে পরিচালনা করতে পারে।

বিস্তারিত জানতে কল করুন: 01740-078014

27/08/2023

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিমেক সিস্টেম জানায় বিনম্র শ্রদ্ধা।

14/08/2023

১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সিমেক সিস্টেম জানায় গভীর শ্রদ্ধাঞ্জলি।

06/08/2023

সিমেক সিস্টেম লিমিটেড এর পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই

28/07/2023

সবাইকে পবিত্র আশুরার শুভেচ্ছা সিমেক সিস্টেম-এর পক্ষ থেকে!

22/07/2023
22/07/2023

We Love Our Founder.
Wishing A Wonderful
HAPPY BIRTHDAY
ENGR. SARDAR MD. SHAHEEN
(Founder Chairman, SIMEC GROUP)

28/06/2023

সিমেক সিস্টেম লিমিটেড-এর পক্ষ থেকে আপনার এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা 💚

🎉ঈদ মোবারাক!

17/06/2023

দায়িত্বের ভার ভয়ে চলার অদম্য শক্তির নাম বাবা!
সকলকে বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা!

Photos from SIMEC System Ltd.'s post 14/06/2023

"Inauguration Ceremony:
"Hire and Train Program"_ EDGE Bangladesh_Bangladesh Computer Council - BCC
Monitoring by: IIT, Dhaka University
Training Service Provider: SIMEC System Ltd.

Photos from SIMEC System Ltd.'s post 13/06/2023

সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট ২০২৩'-এ নির্বাচিত এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নেয়ার জন্য বাংলাদেশী গবেষক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী এবং ড. সেঁজুতি সাহা-কে সিমেক সিস্টেম এর পক্ষ থেকে অভিনন্দন 🎉

11/06/2023

শিশুশ্রম বন্ধ করো, প্রত্যাশার আলো জ্বালো!

Photos from SIMEC System Ltd.'s post 05/06/2023

TRAINING ON BLOCKCHAIN TECHNOLOGY

SIMEC System Ltd. is commencing two (02) training batches for Blockchain Technology, sponsored by the EDGE Project under the Bangladesh Computer Council. The program, called the Hire and Train Program, will be overseen by the Institute of Information Technology (IIT) at the University of Dhaka.

04/06/2023

Empowering Change, Embracing Green: World Environment Day Inspires a Sustainable Future 💚

Photos from SIMEC System Ltd.'s post 28/05/2023

Hire and Train Program

Trainee & Trainer Selection Exam for the "Hire and Train Program" under the Enhancing Digital Government and Economy (EDGE) Project is taking place on May 28, 2023. The program is being monitored by the Institute of Information Technology (IIT) at the University of Dhaka.

The program is being organized by SIMEC System Ltd., and the training will focus on Blockchain Technology. The training capacity is divided into two batches, with each batch accommodating 20 trainees. In total, there will be 40 trainees selected for the program.

The venue for the Trainee Selection Exam and the subsequent training will be held at
SIMEC System Ltd.,

located at House 33, Road 15, Sector 12, Uttara, Dhaka-1230, Bangladesh.

This address will serve as the central location for all program-related activities.

20/05/2023

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের EDGE প্রজেক্টের ম্যানেজার জনাব জোবায়ের আলমের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত৷

13/05/2023

"Thank you, Mom, for your unwavering love, endless sacrifices, and for being the heart that holds our family together.

Happy Mother's Day from SIMEC System Family 🩵

09/05/2023

Congratulations to the new Chief Heat Officer of Dhaka North City Corporation (DNCC).

Wishing you all the best in your new role!

21/04/2023

সিমেক সিস্টেম লিমিটেড-এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক!

#সিমেক িতর #২০২৩

18/04/2023

মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র শবে কদরের আমল করার সৌভাগ্য দান করুন।

10/04/2023

Join EDGE Bangladesh's specialized certification program for blockchain technology! 3-months fully-funded course

Course Duration: 3 Months | 3 days a week | 4 hours per day
• Trainee capacity of 40
• 80% placement facilities
• Eligible for graduates and 3rd/4th-year students in Computer Science, Information Technology, EEE, or related fields
• Supported and monitored by EDGE Project_BCC, IIT

N.B: After Successfully Completing the Training a Minimum of 80% of Trainees will get the Placement Facilities.

Don't miss out on this incredible opportunity to build your career in the rapidly-growing blockchain industry. Apply now!

Registration Link is here.
https://forms.gle/KEdmpCRXWdh91C7z9

,

06/04/2023

A glimpse of the Contract Agreement Signing Ceremony with the Department of Social Services (DSS) under the Ministry of Social Welfare (MSW) on Surveillance and Security for 86 Sarkari Shishu Paribar through the Controlled Entry and Digital Monitoring System Project.

06/04/2023

Our project on the Advance Web Development Training is ongoing at Chittagong!

Project: Establishment of an IT/Hi-Tech park at the District Level (12 Districts), ICT Division

Powered by SIMEC System Ltd.

05/04/2023

We are thrilled to announce that we have successfully won & already started working on the government project for the Labor Market Information System (LIMS). Our team is ready to bring innovative solutions and elevate the standard of excellence in labor market statistics collection, analysis, and dissemination.

We are honored to have this opportunity and would like to thank the Department of Inspection for Factories and Establishments (DIFE) under the Ministry of Labour and Employment for funding this project.

Let's work together to create a better future for the labor market!

25/03/2023

বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে জানাই হার্দিক শুভেচ্ছা সিমেক সিস্টেম লিমিটেডের পক্ষ থেকে। জয় বাংলা।

Photos from SIMEC System Ltd.'s post 23/03/2023

সিমেক সিস্টেম লিমিটেড-এর পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

16/03/2023

We are pleased to announce that SIMEC System Limited has signed an agreement for a "Hire and Train Program" in partnership with IIT and EDGE, under Bangladesh Computer Council. Here, forty (40) graduates will be given comprehensive training on Blockchain technology, and we are committed to ensuring their job placement after completing the training. We look forward to a successful partnership and the growth of our blockchain community!

Photos from SIMEC System Ltd.'s post 07/03/2023

In the world of tech, women make strides every day. Leading innovation, breaking barriers in their own way, from coding to design, from fieldwork to pitching, All their skills are top-notch. Contributing to cutting-edge projects.

Let's take this Women's Day as an opportunity to honor the accomplishments of women and pledge to nurture their constant development and advancement, little by little.

Happy Women's Day 2023!

07/03/2023

ঐতিহাসিক ৭ই মার্চ
এখনো প্রতিধ্বনিত হয় প্রতিটি বাঙালির চেতনায়

22/02/2023

সম্পূর্ণ সরকারী অনুদানে “অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট” শেখার সুবর্ণ সুযোগ দিচ্ছে সরকার। আর সম্পূর্ণ কোর্স পরিচালনায় থাকবে (SIMEC System Ltd, Institute of Professional Learning & Millennium System Solution)।

আপনার আসনটি পেতে রেজিস্ট্রেশন করুন: https://bit.ly/40RYBz3

সারাদেশে আইটি'র বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চলেছে “জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়)প্রকল্প”। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটি বিভাগের অধীনে সারাদেশে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের কে প্রশিক্ষণের ব্যবস্থা করছে।
এর ধারাবাহিকতায় “অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট” কোর্সটি চালু হতে যাচ্ছে আপনার (চট্টগ্রাম) শহরেই।

প্রশিক্ষন এর বিবরনঃ
👉 “অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট” প্রশিক্ষন
👉 স্থানঃ চট্টগ্রাম।
👉 আসন সংখ্যাঃ ১০০ জন
👉 সময়কালঃ ০৩ মাস।
👉 ক্লাসের সময়সূচিঃ সপ্তাহে ৩ দিন (সকাল ১০ - দুপুর ০১ টা/ দুপুর ০২ টা - বিকাল ০৫ টা)
নুন্যতম যোগ্যতাঃ 👍🏻 এইচ. এস. সি বা সমমান।
যারা অগ্রাধিকার পাবেনঃ
👉 মহিলাদের জন্য ২৫% আসন বরাদ্দ থাকবে।
👉 যাদের বেসিক ওয়েব ডিজাইনে অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবে।
👉 যাদের ল্যাপটপ/ কম্পিউটার আছে তারা অগ্রাধিকার পাবে।

✍🏻 আপনার সব কিছু ঠিক থাকলে এখনি রেজিস্ট্রেশন করে ফেলুন নিচের লিঙ্কে ক্লিক করে।
** আবেদনের সময়সীমাঃ ২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ ইং।
রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://bit.ly/40RYBz3

20/02/2023

যে ভাষাতে প্রকাশ করি
অবলিলায় অভিব্যক্তি
সেই তো আমার মায়ের ভাষা
বাংলা মানেই প্রাণের মুক্তি।
-সিমেক সিস্টেম লিমিটেড পরিবারের পক্ষ থেকে সকল ভাষা সৈনিক ও ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা।

19/02/2023

Step into the world of software and experience the possibilities. Where software meets imagination.

We are pleased to announce that SIMEC System Limited will be attending the Basis SoftExpo 2023!

Visit our Stall
Hall 1 | Zone A | Mini Pavilion-32
Venue: Bangabandhu Bangladesh - China Friendship Exhibition Center

14/02/2023

ফাগুনের প্রথম দিনে
বসন্ত আসুক সবার মনে।

সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা।
MOM! Nobody in the world can deny the feeling of warmth in their heart when reaching out to their mothers. When life get...
Eid Ul Fitr 2022
শুভ নববর্ষ ১৪২৯
Independence Day of Bangladesh
Happy new year 2022
2D & 3D Animation
বঙ্গবন্ধু ও বাংলাদেশ || SIMEC System Limited
May Day || SIMEC System Ltd
World Water Day || SIMEC System Ltd

Telephone

Address


House/55, Level-5, Shah Mokhdum Avenue, Sector-12, Uttara
Dhaka
1230

Other Information Technology Companies in Dhaka (show all)
Right Brain Solution Ltd. Right Brain Solution Ltd.
House 7/9 (4th Floor), Block B, Lalmatia
Dhaka, 1230

A team of developers creating unique web applications.

XeonBD XeonBD
Suite 2A, House 231, Road 06, Mohammadi Housing Limited
Dhaka, 1207

An industry-leading complete web solution & online infrasturcture service provider with a human touc

Analyzen Analyzen
Level 1, House 1A, Road 16/A, Gulshan 1
Dhaka, 1213

The Creative Multiverse of Transforming Brands since 2008

SSC &HSC exam 2022 Update BD News 24 SSC &HSC exam 2022 Update BD News 24
Dhaka
Dhaka, 5640

I Love MY Allah

Largeit Solution Largeit Solution
H#41, R#09, PC Culture Housing Society, Adabor, Mohammadpur
Dhaka, 1207

We Develop eCommerce, Dynamic Website, Software, Android & iOS Apps also provide IT Support.

Eurosia Technologies Limited Eurosia Technologies Limited
Eurosia, 144/5G, Matikata, N:B: (Near By ECB Circle)
Dhaka, 1206

Eurosia Technologies Limited is an ITES company in the worldwide , We are once kinds of Digital Mar

Global Brand Pvt Ltd ECS Global Brand Pvt Ltd ECS
ECS Computer City, Multiplan Center, Shop #706-707, Level #7, 69-71, New Elephant Road
Dhaka, 1205

With our fundamentally strong and robust business model spread across Five business verticals. Compo

Wegrapps Wegrapps
Town Hall, Mohammadpur
Dhaka, 1207

WEGRAPPS is an IT company and its mission to help all types of companies from startups to Multinatio

The Resale Company The Resale Company
Banani
Dhaka, 1230

We reduce carbon emission and waste of hundreds of gallons of water by extending the life cycle of p

Robi Cloud Robi Cloud
Dhaka, 1229

Top Information Technology & Web Hosting Companies

CHOOL TECH WORLD CHOOL TECH WORLD
Moghbazar
Dhaka, 1217

I am not fan of technology.I am a fan pedagogy, of understanding how people learn and the most effe

Mohammad Fahad Mohammad Fahad
Matuail
Dhaka

Web and mobile app development. English speaking workshops, and students counselling.