Cheese Austagram
Welcome to Cheese Austgram
অষ্টগ্রামের বিখ্যাত পনিরের টেস্ট নিতে আপনাকে স্বাগতম
বাংলাদেশের বিখ্যাত অষ্টগ্রাম এর পনির।
অর্ডার করতে ইনবক্স করুন
🧀পনির চিতই
শীতে অসাধারণ মজাদার একটা খাবার
পনির এর গুনাগুন ও উপকারিতা
দুধ ও দুগ্ধজাত খাবার প্রাচীন সময় থেকে মানুষের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে।
পনির দুধ দিয়ে তৈরি খাবারের মধ্যে অন্যতম।
শরীরের বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় যা যা উপাদান প্রয়োজ তা পনিরে পাওয়া যায়।
ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস, ভিটামিন, মিনারেল পনিরে থাকে। যা মানব শরীরের জন্য খুবই জরুরী।
অর্ডার করতে ইনবক্স করুন
পনির কিভাবে খায়❓
⚜️আমরা অনেকেই পনির খেতে পছন্দ করি। পনির খাওয়ার কোন নির্ধারিত নিয়ম নেই কিন্তু, বিভিন্ন দেশে পনির খাওয়ার ধরন ভিন্ন। আমাদের দেশে আমরা মূলত পনির স্যান্ডউইচ, এবং পিজ্জায় পনির ব্যবহার করে থাকি বেশি,কিন্তু এছাড়াও বিভিন্নরকম ভাবে পনির খাওয়া যায়। আমাদের তৈরি পনির দিয়ে আপনি অনেক ধরনের খাবার বানাতে পারবেন। পালং পনির অনেক সুস্বাদু একটা খাবার,এছাড়া মাসালা পনির,বা সমুচা,সিংগারা,রোল এগুলোর মধ্যে ও পনির দিয়ে তৈরি করে খেতে পারেন মজাদার খাবার গুলো😋
ডিমের সাথে ভেজে পনির কিন্তু অসাধারণ মজাদার একটা খাবার,খেয়ে দেখতে হবে আগে, তাহলে আর দেরি কেন!
নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আমাদের কাছে,একদম ফ্রেশ পনির পৌছে যাবে আপনার কাছে ইন শা আল্লাহ।
চায়ের সঙ্গে পনির
কি অবাক হলেন🤔🧀
দুধ চায়ের সঙ্গে পনির দিয়ে খেতে অসাধারণ মজা লাগে,একবার খেয়েই দেখেন,বারবার খেতে ইচ্ছে হবে🥰
সকালের নাস্তায় এক টুকরো পনির কিন্তু খাওয়া যায় অনায়াসে। আর যদি ডিমের সাথে ভেজে খাওয়া যায় তাহলে এর স্বাদ টা আরও বেশি ভালো লাগে 🧀🧀
একদম ফ্রেশ আর নিজস্ব কারিগর দিয়ে তৈরি অষ্টগ্রামের পনির।
অর্ডার করতে ইনবক্স করুন।
#পনির এ এনার্জির ঘাটতি দূর হয়
ঠিকই শুনেছেন🥰
আজকাল কি কারণে-অকারণে বেজায় ক্লান্ত লাগছে?
তাহলে আপনার রোজের ডায়েটে পনিরকে অন্তর্ভুক্ত করতে দেরি করবেন না যেন! কারণ একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত পনির খাওয়া শুরু করলে শরীরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায়, যার প্রভাবে এনার্জির ঘাটতি দূর হতে সময় লাগে না। সেই সঙ্গে শরীরও চাঙ্গা হয়ে ওঠে।
একেকটা পনিরের চাকা ১ কেজি আবার কেউ চাইলে আধা কেজি পরিমাণ ও তৈরি করে দিচ্ছি আমরা।
পনির লবণ দিয়ে তৈরি টা অনেকদিন ভালো থাকে,আবার আমাদের সম্মানিত ক্রেতাদের চাহিদা অনুযায়ী লবণ ছাড়া ও আমরা পনির তৈরি করে দেই ।অথবা একদম অল্প পরিমাণ লবণ দিয়ে তৈরি পনির অনেকে পছন্দ করে থাকে।
পনির অর্ডার এর ২,৩ দিন মধ্যেই আমরা ক্রেতাদের কাছে পৌছে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করি। কেননা আমরা সেই অষ্টগ্রাম থেকে তৈরি করে এনে দেই এই পনির।
একদম সতেজ আর নির্ভেজাল খাবার পৌছে দেওয়াই আমাদের কর্তব্য।
ধন্যবাদ
সবসময় আমাদের পাশেই থাকবেন।
আসসালামু আলাইকুম
আজকে নিয়ে এলাম মজাদার সুস্বাদু একটা খাবারের রেসিপি।
চিজ এবং গুল্মের সাথে গরুর মাংসের রোলগুলি কীভাবে তৈরি করে নেয়া যায় এর সহজ রেসিপি টি দেখে তৈরি করে নিতে পারবেন। তীব্র সুগন্ধের জন্য লেবু জাস্ট যোগ করার পরামর্শ দিচ্ছি, এটি মাংসের সাথে পুরোপুরি কাজ করে। কোনও গ্রিল বা প্যানে রোলগুলি প্রাক-ভাজাই ভালো।
উপকরণ:
গরুর মাংস - 450 গ্রাম
লবণ এবং মরিচ স্বাদ মতো
পনির - 100-130 গ্রাম
লেবু জেস্ট - 2 চা চামচ
পার্সলে - 1/2
গরুর মাংস ধুয়ে ফেলুন, শুকনো করুন এবং হালকাভাবে বেট করুন।লবণ ও গোলমরিচ স্বাদ মতো । গ্রেটেড পনির, লেবু জেস্ট এবং কাটা পার্সলে দিয়ে ছিটিয়ে দিন। আলতো করে রোল।
ঘন থ্রেডের সাথে বেঁধে রাখুন যাতে রোলটি তার আকৃতিটি ভালভাবে ধরে। অংশগুলি কাটাতে একটি ধারালো ছুরি ব্যবহার করুন।
রোলসকে স্কিলে রাখুন এবং সোনালী বাদামি হওয়া পর্যন্ত প্রতিটি দিকে 5-6 মিনিটের জন্য ভাজুন। ফয়েল দিয়ে কভার করুন এবং প্রস্তুতিতে আনার জন্য 200 ডিগ্রি প্রিহিটেড একটি ওভেনে প্রেরণ করুন। আপনার খাবার পুরোপুরি তৈরি।
খেয়ে জানাবেন কেমন লাগলো🥰🥰
ধন্যবাদ
দিনের গুরুত্বপূর্ণ খাবারটা হল সকালের নাস্তা। কারণ, সারারাত প্রায় আট থেকে ১০ ঘণ্টা খাওয়া ও পানি পান করা হয় নি, তাই এসময় শরীরকে পুষ্টিকর খাবার দেওয়া জরুরি।
সকালের নাস্তায় পনিরকে আদর্শ খাবার হিসেবে দাবি করছেন বিশেষজ্ঞরা।
আপনার সকালের নাস্তায় পনির রেখেছেন তো❓
সবাইকে ঈদের শুভেচ্ছা 🌙❤️
তন্দুরি পনির কাবাব রেসিপি
উপকরণ
তন্দুরি পনির কাবাব তৈরিতে আপনার যা প্রয়োজনঃ
২৫০ গ্রাম পনির, ১ ইঞ্চি করে কিউব করে কাটা
৩০০ গ্রাম দই
৪ টেবিল চামচ তন্দুরি পাউডার
২ চা চামচ রসূন, সূক্ষভাবে
২ চা চামচ আদা বাটা
১ টি মরিচ কুচি
২ টি সবুজ, লাল ক্যাপসিকাম ,১ ইঞ্চি কিউব করে কাটা
১/২ চা চামচ গোল মরিচ পাউডার
২ চা চামচ জিড়া
২ টেবিল চামচ লেবুর রস
১৪ চা চামচ লবণ
২ টি সাদা বড় পেঁয়াজ,কিউব করে কাটা
১৫ টি সাদা মাশরুম, কোয়ার্টার কাটা
BBQ skewers
পদ্ধতি
আপনি যদি কাঠের স্ক্যুয়ার ব্যবহার করেন তাহলে সেগুলো রান্না করার আধাঘন্টা আগে ভিজিয়ে রাখুন।
একটি বড় মিক্সিং বাটিতে দই,তন্দুরি পাউডার, লেবুর রস, রসূন, আদা মরিচ একত্রিত করুন।
দইয়ের মিশ্রণে পনির,পেঁয়াজ,গালমরিচ এবং মাশরুম মিশিয়ে নিন।কমপক্ষে ১/২ ঘন্টা ফ্রিজে রাখুন।
প্রক্রিয়াটি সম্পন্ন হলে এক টুকরো পনির,এক টুকরো ক্যাপসিকাম, এক টুকরো পেয়াজ এবং মাশরুমের টুকরো বি বি কিউ স্ক্যুয়ারে থ্রেড করুন।
পনির কাবাব গুলো কে ১০ মিনিটের জন্য গ্রীল করুন বাদামী করে।
তৈরি হয়ে গেলো মজাদার সুস্বাদু তন্দুরি পনির কাবাব,আপনার পছন্দের যেকোন খাবারের সাথে পরিবেশন করুন অথবা এভাবেই খেয়ে নিন😊😊
আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না
আলহামদুলিল্লাহ এইভাবে আস্তে ধিরে এগিয়ে যেতে চাই সবার দোয়া ও সহোযোগিতায়
আসসালামু আলাইকুম
চলে এলাম আলু পনির রেসিপি নিয়ে
🥔🧀উপাদানগুলি
200 গ্রাম পনির
3 টে বড় সাইজের আলু
1 চা চামচ আস্ত জিরে
1/2 চা চামচ আস্ত ধনে
1 চা চামচ আস্ত মৌরি
1/2 চা চামচ সর্ষে
1টেবিল চামচ কসুরি মেথি
1/2 ইঞ্চি আদা
8-9 টা কাঁচামরিচ
স্বাদ মত লবণ
1 চা চামচ মরিচের গুঁড়ো
1 চা চামচ হলুদ
প্রয়োজন মত সর্ষের তেল
প্রয়োজন মত পানি
1/2 চা চামচ গরম মসলা গুঁড়ো
2 টা তেজপাতা
1/2 চা চামচ আস্ত জিরে (পোড়নের জন্য)
2 টা এলাচ
🥔🧀ধাপগুলি
প্রথমে আলু গুলি চার টুকরো করে কেটে ধুয়ে কড়াইয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে।
কাঁচামরিচ,আদা,জিরে,ধনে,মৌরি,কসুরি মেথি,সর্ষে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিতে হবে।
এবার গ্যাস এ কড়াই বসিয়ে তেল দিতে হবে তেল গরম হলে লবণ হলুদ দিয়ে পনির গুলি ভেজে তুলে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট।
এবার ঐ তেলেই তেজপাতা এলাচ ও আস্ত জিরে পোড়ন দিয়ে সেদ্ধ আলুর টুকরো গুলি দিয়ে সমান্য লবণ হলুদ দিয়ে 3-4 মিনিট ভেজে পেস্ট করা মসলা দিয়ে স্বাদ মত লবণ হলুদ দিয়ে মিডিয়াম আচে নাড়াচাড়া করে মসলাটা কষাতে হবে তারপর প্রয়োজন মত গরম পানি দিতে হবে ফুটে উঠলে পনির গুলি দিয়ে গরম মসলা ও সামান্য কসুরি মেথি দিয়ে আচ কমিয়ে 10 মিনিট হতে দিতে হবে তারপর নামিয়ে পরিবেশন করতে হবে ।
তৈরি হয়ে গেলো মজাদার আলু পনির, ভাত দিয়ে খেতে ভালো লাগে আবার চাইলে রুটির সাথে ও খেতে পারেন।
আমিষের পাশাপাশি নিরামিষ কিছু কিছু পদ আছে যার স্বাদ মুখে লেগে থাকার মতো। মাছ, ডিম, মাংস এগুলো তো প্রায়শই খাওয়া হয়ে থাকে।
কিন্তু নিরামিষ পদ আজকাল দিনে খুবই কম হয় মানুষ জনের বাড়িতে। কিন্তু অনেকেই আছেন যারা আমিষের থেকেও নিরামিষ পদ খেতে ভালোবাসেন। আর নিরামিষ পদ মানেই সবার প্রথমে আসে পনির এর কোনো আইটেম।
🧀🥔‘আলু পনির’ ভাতের সঙ্গে এটি খেতে বেশ ভালো লাগে। এমনকি রুটি দিয়েও আপনি খেতে পারেন। খুব কম সময়ে নিরামিষ এর দিন গুলোতে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন এটি।
রেসিপি বলবো কিন্তু আজ না😊🧀🥔
শুভরাত্রি
আসসালামু আলাইকুম
জুম্মা মোবারক
🧀পনির খেতে যেমন ভালো তেমনি শরীরের পক্ষেও উপকারী। পনির আমরা নানা ভাবে খেয়ে থাকি, যেমন চিলি পনির, কড়াই, পনির বাটার মশলা ইত্যাদি। পনির পরোটাও অতন্ত্য উপাদেয় খাদ্য। আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার হিসেবে পনির পরোটা খেতে পারি। আসুন আজ দেখেনি মজাদার পনির পরোটা রেসিপি।
উপকরণঃ
২ কাপ আটা
পানি পরিমান মতো
ঘি
লবন স্বাদ মতো
পনিরের স্টাফিং তৈরী করতে লাগবে
পনির ২০০ গ্রাম🧀🧀
২টি কাঁচামরিচ কুচি
১/২ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
লবন স্বাদ মতো
তেল বা ঘি
প্রণালীঃ
প্রথমে একটি পাত্রে পরিমান মতো পানি, লবন ও ঘি দিয়ে ভালো করে আটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে পাত্রটি ঢাকা অবস্থায় ২০ থেকে ৩০ মিনিটের জন্য রেখে দিন। আটা মাখা হয়ে গেলে পনির এর স্টাফিং তৈরী করতে হবে। একটি পাত্রে প্রথমে পনিরটিকে কুচিকুচি করে নিতে হবে। এবার তার সাথে শুকনো মরিচ গুঁড়ো, কাচামরিচ কুচি, গরম মশলা পাউডার ও স্বাদ মতো লবন দিয়ে ভালো করে মেখে নিলেই পনির এর স্টাফিং তৈরী হয়ে যাবে।
এবার রুটি করার জন্য আমরা যেমন আটারগুলি বানাই সেরকম দুটিগুলি বানিয়ে আলাদা আলাদা অল্পবেলে নিন। এবার বেলে নেওয়া একটি অংশে পনির এর স্টাফিং দিয়ে ওপর বেলা অংশটি দিয়ে ঢেকে আবার বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে এই সময় যাতে পনিরের স্টাফিং বাইরে বেরিয়ে না যায়।
এবার তাওয়া গরম করে নিয়ে তাতে স্টাফ করা পনির পরোটা তাওয়ায় দিতে হবে। তবে গরম না হতেই পরোটা ভাজার জন্য দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। একপাশ কিছুটা ভাজা হলে পরোটা উল্টে দিয়ে তাতে এক চামচ ঘি বা তেল মাখিয়ে দিয়ে কিছুক্ষন ভেজে আবার উল্টে দিতে হবে। উল্টো পিঠেও সমান ভাবে তেল বা ঘি মাখিয়ে নিয়ে আবার উল্টে দিতে হবে। ভালো করে পরোটার দুপাশ ভাজা হলে নামিয়ে নিতে হবে। একই ভাবে বাকি পরোটা ভেজে নিতে হবে।
ব্যাস হয়ে গেলো রেডি আপনার পনির পরোটা।
তৈরি করে খেয়ে নিন আর আমাদের সাথে শেয়ার করুন পনির দিয়ে তৈরি আপনার পছন্দের খাবার টি নিয়ে।
ধন্যবাদ
সবার দিনটি সুন্দর হোক
পনির দিয়ে কে কি কি খাবার তৈরি করেন আমাদের সাথে আপনার পছন্দের খাবারটি শেয়ার করতে পারেন 🧀🧀
সবার দিনটি সুন্দর হোক
🧀🥰পনিরের ক্লিনজিং মাস্কঃ
পনিরের মাস্ক মুখমণ্ডল পরিস্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘরের বাইরে গেলে প্রতিদিনের ধুলোময়লা আমাদের ত্বকে জমে থাকে। নিয়মিত ভালোভাবে পরিষ্কার না করলে এসব ময়লা জমে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রয়োজন ত্বকের নিয়মিত পরিচর্যার। এক্ষেত্রে যব ও পনির দিয়ে তৈরি মাস্ক সাহায্য করতে পারে। এই মাস্ক মুখমণ্ডলে কিছুক্ষণ লাগিয়ে রাখলে মুখের ধুলাবালি মাস্কের সাথে উঠে আসে আর মুখমণ্ডল পরিষ্কার রাখে।
পদ্ধতিঃ
এ মাস্ক তৈরি করার জন্য প্রথমে এক টেবিল চামচ পরিমাণ যব ও সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ পনির নিতে হবে। এরপর এই দুই উপকরণকে খুব ভালো করে মেশাতে হবে। খেয়াল রাখতে হবে যে মিশ্রণটি যেন খুব ঘন বা খুব পাতলা না হয়। মিশ্রণ তৈরি হয়ে গেলে কাঁধে ও মুখে নিচে থেকে ওপরের দিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলেই মিশ্রণটি শুকিয়ে যাবে। এরপর মুখে ও কাঁধে হালকা করে ঠাণ্ডা পানি ছিটিয়ে মাস্কটি ভালোভাবে ঘষে তুলে ফেলতে হবে। শেষে বেশ কিছুক্ষণ সময় নিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানিতে মুখ ও কাঁধ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই মাস্কে থাকা যব ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং পনির একই সঙ্গে ত্বক পরিষ্কারক ও ত্বকের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহকারী হিসেবে কাজ করে। এর ফলে ত্বক হয়ে ওঠে ঝলমলে।
কি অবাক হলেন 🤔🤔
আজই চেষ্টা করে দেখুন
আসসালামু আলাইকুম
আজকে নিয়ে আসলাম পনিরের আরও একটা মজাদার রেসিপি।
🧀🍳🥚পনির অমলেট রেসিপিঃ
🍳🥚কি কি লাগবেঃ
৮টি ডিম
আধা কাপ পেঁয়াজ কুচি
১ কাপ সসেজ কুচি
১ কাপের চার ভাগের এক ভাগ কাঁচা দুধ
আধা টেবিল চামচ তেল
আধা টেবিল চামচ বেকিং পাউডার
১ কাপ পনির
পরিমাণ মতো সাদা গোলমরিচের গুঁড়া
পরিমাণ মতো লবণ
🍳🥚কিভাবে বানাবেনঃ
ডিম, দুধ, বেকিং পাউডার, গোলমরিচ, এবং লবণ একসাথে দিয়ে মিশিয়ে নিন। বেকিং ট্রে তে তেল ব্রাশ করে প্রথমে সসেজ ও তারপরে পনির দিন। এবারে ডিমের যে মিশ্রণটি বানিয়েছিলেন সেটা ট্রে তে ঢেলে দিন। ১৮০° সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট বেক করলেই রান্না শেষ।
হয়ে গেলো পনির অমলেট।
ধন্যবাদ
একবার বানিয়ে খেয়ে দেখবেন মজার এই খাবার টি,আর আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না😊
পনির বা চিজ দিয়ে স্যান্ডউইচ, বার্গার, বিভিন্ন ধরণের ফ্রাই, পালং পনির ইত্যাদি আমরা অহরহ খেয়ে থাকি। কিন্তু পনির দিয়ে তৈরি করা যায় আরো নানা মুখরোচক রেসিপি। পূজা-পার্বণে পনিরের সুস্বাদু তরকারি দ্বিগুণ করে তুলবে উৎসবের আনন্দ। আজকের আয়োজনে থাকছে পনির দিয়ে তৈরি মজার একটি রেসিপি।
পনির কাবাব রেসিপিঃ
কি কি লাগবেঃ
৮-১০ টি পনিরের টুকরা (চার কোণা করে কাটা)
১ চা চামচ তন্দুরি মশলা
১ চা চামচ রসুন বাটা
১ চা চামচ রসুন কুচি
১ চা চামচ ধনেপাতা কুচি
আধা চা চামচ হলুদ গুঁড়া
আধা চা চামচ মরিচ গুঁড়া
১ চা চামচ বেসন
১ চা চামচ হোয়াইট ভিনেগার
২ চা চামচ সরিষার তেল
আধা চা চামচ ক্রিম
স্বাদ মতো লবণ
স্বাদ মতো চাট মশলা
কিভাবে বানাবেনঃ
পনিরের টুকরা আর চাটমশলা বাদে বাকি সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিন। এবারে এতে পনির দিয়ে মেরিনেট করে ১ ঘন্টা ফ্রিজে রেখে দিন। বেকিং ট্রে তে তেল ব্রাশ করে নিন। ফ্রিজ থেকে পনির নামিয়ে কাঠিতে গেঁথে নিন। কাঠিগুলো বেকিং ট্রে তে বিছিয়ে ২০০° সেলসিয়াস তাপমাত্রায় ৭-৮ মিনিট বেক করুন।
সবশেষে উপরে চাট মশলা দিয়ে পরিবেশন করুন পনির কাবাব।
Pray for Sylhet 🤲
নানারকম খাবার তৈরিতে পনিরের ব্যবহার বেশ পুরানো। পনির দিয়ে যেমন সুস্বাদু সব খাবার বানানো যায়, তেমনি পনিরের কিন্তু অনেক গুণও রয়েছে।
আচ্ছা চা দিয়ে পনির খেয়েছেন কখনো ❓
না খেয়ে থাকলে আজই খেয়ে দেখুন নাহলে বুঝবেন কিভাবে এর স্বাদ কেমন☕🧀💕
বৃষ্টির দিনে চায়ের চাহিদা কিন্তু অনেক গুণ বেড়ে যায় অন্যদিনের তুলনায়, আর সাথে যদি হয় পনির চা তাহলে এর স্বাদ টা অন্যরকম ভালো লাগে।
শুভ সন্ধ্যা
ক্যান্সার প্রতিরোধক এ অনেক কার্যকরী পনির 🧀
পনিরে হাই কোয়ালিটির প্রোটিন থাকে যা বিভিন্ন ধরণের ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে আটকে দেয়।
লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি হওয়ার সম্ভাবনা কমে যায়। লাইনোলিক অ্যাসিড ও স্পাইনগোলিপিডস নামে দুই উপাদানে ভরা পনির।
যা ক্যান্সার প্রতিরোধক।পনির খান আর ক্যান্সারের মতো মারণরোগকে নিজের শরীর থেকে দূরে রাখুন।
সুস্থতা আল্লাহর নেয়ামত।
ভালো খাবার খান সবসময়
সুস্থ থাকুন।
গর্ভাবস্থায় পনির খাওয়ার ক্ষেত্রে সমস্যা নেই বিশেষজ্ঞদের মতে,তবে কোন ধরনের পনির খেতে পারবেন অবশ্যই ডক্টর এর পরামর্শ নিয়েই খেতে হবে।
পনির, অন্যান্য দুগ্ধজাতের মতো মায়ের শরীরে ক্যালসিয়াম সরবরাহ করে। এটি গর্ভবতী মহিলা এবং শিশু নিজেই উভয়ের হাড়ের সঠিক বিকাশের জন্য একটি প্রয়োজনীয় খনিজ। এগুলি ছাড়াও পনির একটি উচ্চ পরিমাণে প্রোটিন সরবরাহ করে যা মায়ের গর্ভের ভিতরে শিশুর সঠিক বিকাশের জন্য উপযুক্ত।
"হাওর বাউড় মাছে ঘেরা
অষ্টগ্রামের পনির সেরা"
🧀সুস্থ রক্তপ্রবাহ
গবেষক দের মতে দুগ্ধজাত পণ্য অ্যান্টিঅক্সিডেন্ট, গ্লুটথিয়নের একটি ভাল উৎস হতে পারে। এই অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য এবং বয়স-সম্পর্কিত নিউরোডিজেনারেশন প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🧀পনির কিভাবে খাবেন❓
১.এটি সাধারণত স্যালাড কিংবা যেকোনো রান্নার ওপর ছড়িয়ে খাওয়া যেতে পারে।
২. গ্রেট করে পনির পিৎজার ওপর ব্যবহার করা যেতে পারে।
৩. বেশ কিছু ফলের রসের মধ্যে এটি দেওয়া হয়ে থাকে।
৪. মাংস দিয়ে ফাঁপা বল তৈরী করে বলের ভেতর পনির যোগ করতে পারেন। এটি একটি নতুন ধরনের রেসিপি হবে।
৫. বিভিন্ন ফলের মাঝখানে পনিরের টুকরো যোগ করে নতুনত্ব স্বাদের খাবার খেতে পারেন।
৬. ডিমের অমলেট এর ভেতরে পনির দিয়ে অমলেট তৈরি করতে পারেন।
৭. যেকোনো ধরনের প্যাটিস খাওয়ার সময় তার ভেতরে এটি যোগ করে খেতে পারেন।
৮.নূডুলস এর সাথে দিয়ে পনির খেতে পারেন।
৯. পাউরুটির ভেতরে দিয়ে খেতে পারেন।
১০.চিতই পিঠার মাঝে পনির দিয়ে ও অসাধারণ মজার একটা খাবার খেতে পারেন ইত্যাদি।
#ফ্রেশখাবারখান
#সুস্থথাকুন
#অষ্টগ্রামপনির
৩০০ শত বছরের পুরানো ঐতিহ্য অষ্টগ্রামের পনির অর্ডার করতে নক করুন এখনি কিংবা ফোন করুন 01609096848 এই নাম্বারে
🚛 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ৮০
আউটসাইড ঢাকা ১২০
ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে।
Take healthy food 🧀
Lead wealthy life 💪
#পনির #অষ্টগ্রাম
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Nurjahan Road, Mohammadpur
Dhaka
Madrasa Road, East Boxnagar, Saruliya, Demra
Dhaka, 1361
On the path of purity, with the Ummah.
Shantinagar
Dhaka, 1217
আসসালামু আলাইকুম। আমাদের খেজুর জোনে আমানিকৃত ভালো মানের খেজুর পাবেন। ইনশাআল্লাহ।
174/1 Tejkunipara, Tejgaon
Dhaka, 1215
Hello! Welcome to Sraya Organic Corner. Here you can find various organic food and groceries. All pr
House# 82, Road# Pubachal Road, North Badda
Dhaka, 1212
মশলা সমাচার ১০০% খাঁটি পণ্যে & সার্ভিস ?
Janani-3, Block/C, Bashundhara Riverview, South Keraniganj
Dhaka
🌲🌲🌿🌿🌿সজনে পতার গুড়া, ঘি, চিয়া বীজ, পিংক সল্ট, যবের ছাতু,বিভিন্ন ধরনের খেজুর, বাদাম, মধু, খেজুরের গুড়, তেল সহ মসলা ও সকল প্রকার ভেষজ জাতীয় পণ্য পাওয়া যায়। 🌿🌿🌿🌲🌲
Bashabo, Khilgaon
Dhaka
This is an online shop for different premium quality food items. We ensure you genuine and 100% natu
Dhaka, Dhaka Division
Dhaka
Within the context the group creates, healthy food is defined as food that provides nourishment and
House# 103, Road# 07, Block# B, Bashundhara, Bashundhara R/A
Dhaka, 1229
The Source of good food is only grown by the natural ecosystem. The fundamental things of nature are the sun, air, water, and soil needed to produce natural & organic food, and the...