Hopes With SR
মানুষ তার স্বপ্নের সমান
ইচ্ছে হচ্ছে মানুষের বড় শক্তি
তাই স্বপ্ন+ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে চল বহুদূর Like, Share And Subscribe Kore Pasei Thakon. Dhonnobad
𝗥𝗮𝗶𝗻 𝗟𝗶𝗹𝘆......🌿🌸
নদীর সাথে মেঘের মিলন,
আহা কি প্রকৃতির ভালোবাসার বন্ধন 🌫️💙
#প্রকৃতি #আকাশ #নদী #রেল #রেল_ভ্রমন
ভৃঙ্গরাজ 🌼💛
নয়নতারা 🌸🩷
Excellent win for the tigers! 💥
Bangladesh Won by 89 Runs against Afghanistan.❤️
চা মানেই একরাশ প্রশান্তি ☕🤎
জীবনকে পরিশুদ্ধ করার জন্য দোয়ার নির্যাস সমূহ 🌿❤️
পড়ন্ত বিকেল 🌥️💙
𝗗𝗲𝘃𝗶𝗰𝗲 :- 𝗥𝗲𝗮𝗹𝗺𝗲 8
𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 :- 𝗕𝗿𝗮𝗵𝗺𝗮𝗻𝗯𝗮𝗿𝗶𝗮
ICC Cricket World Cup Rescheduled Fixtures - INDIA 2023
ফুল মানেই ভালোলাগা, ভালোবাসা ... 🌼💛
জাপানি ভাষায় নিজের নাম লেখো: কোনো দুই নাম্বারি চলবেনা।
𝗔 = কা , 𝗕 =তুই, 𝗖=মি, 𝗗=তি, 𝗘=কু ,𝗙=
লু , 𝗚= জি, 𝗛=রি, 𝗜 = কি, 𝗝= জু, 𝗞= মি, 𝗟= তা, 𝗠= রিন , 𝗡 =টু, 𝗢 = মো, 𝗣= নো, 𝗤=কি, 𝗥=সাই, 𝗦=আরি, 𝗧=চাই, 𝗨=ডু, 𝗩=রু, 𝗪=মেই, 𝗫=না, 𝗬=ফু, 𝗭=জি
দেখি কার টা বেশি ইন্টারেস্টিং হয় 😆😂
আসলেই 🌻🖤
মানুষের আসল সৌন্দর্য প্রকাশ পায় তার কথাবার্তায় আর আচার- আচরণে । যার ব্যাবহার যত সুন্দর হবে ব্যাক্তি হিসেবে তার সৌন্দর্য ততটাই প্রকাশ পাবে।
একজন খারাপ আচরণকারী ব্যাক্তি বাহির থেকে দেখতে যতই সুন্দর হোক না কেন, প্রকৃতপক্ষে মানুষ হিসেবে সে কেবলই নিকৃষ্ট।
🌻🖤
প্রকৃতি অনেক সুন্দর। যার কোন স্বার্থ নাই। সীমাহীন ভাবে সে শুধু দিয়েই যায়ঃ-
প্রায় ৬ মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী ওয়াই-ফাই পাসওয়ার্ড চাইলো। দিয়েও দিলাম, কারণ আমার তো আর অতিরিক্ত খরচ হচ্ছে না; এছাড়া নতুন প্রতিবেশীর সাথে একটু খাতিরও হলো।
গতকাল বাসায় ফিরছিলাম। উনাকে দরজার সামনে দেখে কুশল বিনিময় ও হাল্কা আলাপের মাঝে জানালেন যে সম্প্রতি উনি নেটফ্লিক্স এ সাবস্ক্রাইব করেছেন এবং নতুন নতুন ম্যুভি দেখে সময়টা ভালোই কাটছে। মজা করে বললাম -" ভাই সারাদিন এতো ব্যস্ত থাকি যে টিভি দেখার সময়ই পাই না। আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দিলে আমিও মাঝে মাঝে দুই-একটা সিরিয়াল দেখতাম।"
উনার ঘরের দরজা খোলা ছিল। ভিতর থেকে উনার গিন্নি প্রায় বেশ জোরে বলে উঠলেন-"পাসওয়ার্ড দিতে পারবো না। আমরা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি, পাসওয়ার্ড কেনো দিবো?"
কয়েক মুহূর্তের নিরবতা ভদ্রলোক ভাংলেন অপ্রস্তুত হাসি আর টুকটাক আলাপ শুরু করে। আমিও পালটা হাসি দিয়ে- "আরে কোন সমস্যা না" বলে নিজের বাসায় ঢুকে গেলাম।
কিছুক্ষন পর ভদ্রলোক আর তার গিন্নি হন্তদন্ত হয়ে বেল বাজালেন- দরজা খুলতেই জানালেন যে ওয়াইফাই কাজ করছে না, পাসওয়ার্ডও নিচ্ছে না, আর নেটফ্লিক্সও চালাতে পারছেন না।
এবার মুচকি হাসি দিয়ে বললাম- জি, পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। ইন্টারনেট বিলটা যেহেতু আমিই দিচ্ছি তাই পাসওয়ার্ড শেয়ার করবোনা ঠিক করেছি। মুখ শুকনা করে তারা ফিরে গেলেন। এর পর আর তাদের সাথে আন্তরিকতার দেখানোর প্রয়োজন অনুভব করিনি।"
লেখাটি একটা ইংরেজি লেখার অনুবাদ। তবে এর থেকে কিছু শিক্ষা অবশ্যই নেওয়া যায়-
বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মমতা, আন্তরিকতা, সন্মান এই সব কিছুই হওয়া উচিৎ পারস্পরিক।
নিরবতার বদলে নিরবতা, শুন্যতার বদলে শুন্যতা, মায়ার বদলে মায়া, অনুভূতির বদলে অনুভূতি, আনুগত্যর বদলে আনুগত্য, সন্মানের বদলে সন্মান- এভাবে চলতে পারলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব। এতে জীবনটা অনেক অনেক শান্তিময় হবে।
(সংগৃহীত)
মেঘাচ্ছন্ন আকাশ 🌀🌧️
আমি ভুল হয়ে নয় ,
ফুল হয়ে থেকে যাব 🌼🌿
Love 🌷🩷
মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে।
যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, সে মানুষ হিসেবে ঠিক ততটাই সুন্দর !
🖤🌻
কৃষ্ণচূড়া 🍂❤️
𝗡𝗮𝘁𝘂𝗿𝗲 𝗶𝘀 𝘁𝗵𝗲 𝗽𝘂𝗿𝗲𝘀𝘁 𝗽𝗼𝗿𝘁𝗮𝗹
𝘁𝗼 𝗶𝗻𝗻𝗲𝗿 𝗽𝗲𝗮𝗰𝗲.....🌿💚
এই কথাগুলো প্রতিদিন একবার পড়বেন এবং ধারণ করবেন - আপনার স্বপ্ন ও সাহস হারাবে না কখনো এবং যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না কখনো !
১। জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার।
২। স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন...... সাফল্য আসবেই।
৩। জীবনের অন্তত ৫টি বছর ৯--৫টা ভুলে গিয়ে কাজটাকে ভালবাসুন, আপনার এগিয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার।
৪। সফলতা হচ্ছে ৪ “স” – সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ।
৫। জীবনে বড়, সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই।
৬। সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেন্ট।
৭। সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময়ই সব ঠিক করে দিবে...।
৮। সমস্যা থেকে বের হয়ে আসবে নতুন কোন বিজনেস আইডিয়া।
৯। বৃষ্টি সবার জন্যই পড়ে তবে ভিজে কেউ কেউ।
১০। সবসময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। কোন কোন হার নতুন পথ দেখায়।
১১। কিছু স্কিলস শিখে শুরু করতে হবে তাড়াতাড়ি তবেই পড়াশুনা শেষ হবার আগেই আপনার জন্য রেডি চাকরী বা কোন উদ্যোগ।
১২। যে নিজেকে ভাল রাখে এবং অন্যকেও ভাল রাখে - তিনিই একজন ভালোমানুষ ! ভালমানুষ হবার প্রতিযোগিতা হউক।
১৩। জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া।
১৪। আপনার জীবনে এগিয়ে যাবার কোন চমক দিতে পারে শুধুমাত্র মা-বাবার দোয়ায়।
১৫। জীবনে শুধু ১ টা কাজ বা ১ টা চাকরী করার জন্য আপনার জন্ম হয়নি, আপনার যা কিছু করছেন তারচেয়েও আরও অনেক বেশী কিছু করার মেধা ও বুদ্ধি আপনার আছে।
১৬। মানুষের জন্য কাজ করলে, জীবিকার জন্য কাজের অভাব হয় না।
১৭। কোন একটা কাজে সফল হবার মূল মন্ত্র হচ্ছে - 'প্রতিদিন' ঐ কাজটা করা।
#ইকবাল_বাহার_জাহিদ স্যার #নিজের_বলার_মত_একটা_গল্প
আজ একুশে ফেব্রুয়ারি।
১৯৫২ সালের এই দিনে, এদেশের সোনার ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়েছিল। আমাদের মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠা করার জন্য। তাদের এই আত্ন ত্যাগের বিনিময়ের কারণে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি।
তাই সকল শহীদের প্রতি আমি হাজার সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি।
#1952 #মাতৃভাষা #২১ফেব্রুয়ারি #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #১৯৫২ #২০২৩
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Website
Address
Dhaka
Dhaka, 1207
Mr.Bangla News shows some Latest & most important News that these can save a viewer’s time, money & more. No offensive matter are not discussed here. Thanks for Watching our Bangla...
Mohammadpur
Dhaka, 1207
Share news, fun, Entertainment, Moments. প্লিজ সেক্সচুয়াল পোস্ট থেকে বিরত থাকুন. আপনার ব্যবহার আপনার বংশের পরিচয় বহন করে.
Dhaka, 8001
Assalamu Alaikum Welcome to our page. How are you I hope you are well. You can follow our page to ge