Arefin's BCS Corner
Nearby schools & colleges
University of Dhaka
Nilkhet
Nilkhet Road
Nilkhet Road
Nilkhet
1209
1205
Nilkhet Road
Nilkhet Road
Dhaka University
Dhaka University
Welcome to My Page Here I’m Arefin Rumi, the CEO of “Arefin's BCS Corner”. This is a job relat
ছয়দফা মনে রাখার কৌশল Some Important LinksCausative Verb II English Grammar- https://www.youtube.com/watch?v=iHFcfBmW4lAEnglish Grammar ll Infinitive ll Gerund ll Participle - htt...
ইন্টারভিউ বোর্ডে বাদ পড়ার "৫০" টি কারণ
১. সার্কুলারে উল্লেখিত চাকরি বর্ণনার সঙ্গে না রেখে উত্তর দিতে না পারা।
২. অল্পতে ঘাবড়ে যাওয়া বা মানসিক চাপ গ্রহণ করতে না পারা। সাধারণত প্রথম না বহুদিন পর ইন্টারভিউ দিতে গেলে এরকম ।
৩.শুধু একটি চাকরি পাওয়ার জন্য যে কোনো নৈতিক ও অনৈতিক কাজ করতে অনাপত্তি প্রকাশ।
৪. কাজের চেয়ে বেতন, সুযোগ সুবিধা, ছুটি ইত্যাদি
বিষয়ে বেশি আলাপ করা।
৫. সিদ্ধান্ত নিতে না পারা অথবা সিদ্ধান্ত নেয়ার জন্য অপরের উপরে নির্ভরশীলতা প্রকাশ করা।
৬. পূর্ববর্তী চাকরির ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ।
৭.উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে কোনো প্রকারের ধারা নিয়ে ইন্টারভিউ দিতে যাওয়া।
৮.সার্কুলারে উল্লেখিত কার্যাবলীর সঙ্গে সামান্যপূর্ন নয়
এমন কাজের ব্যাপারে আগ্রহ প্রকাশ বা অতিরিক্ত কথা বলা।
৯. যে কোনো বিষয়ে অজুহাত দাঁড় করানো ও তর্কে
জড়ানো।
১০. যোগ্যতার চেয়ে অধিক বেতনের কথা বলা।
১১. গুরুগম্ভির, সবজান্তা মূলত আঁতেল ভাব প্রকাশ করা।
১২. ক্যারিয়ারের ব্যাপারে পরিকল্পনার অভাব।
১৩. সৌজন্যবোধের ও টিম ওয়ার্কের অভাব।
১৪. নিজের কর্মক্ষেতের বিষয়ে জ্ঞানের অভাব।
১৫. সিভিতে অতিরিক্ত ও মিথ্যা তথ্য প্রদান করা।
১৬. অযথা হাত পা নড়াচড়া করা, হাই তোলা বা কোন শব্দ করা।
১৭. আবেদনপত্র ভুলভাবে পূরণ করা।
১৮. নিজের যোগ্যতার পরিবর্তে অন্য কোনো বিশেষ ব্যক্তির পরিচয়কে কাজে লাগানোর চেষ্টা করা।
১৯. কঠিন পরিবেশে কাজ করতে অনীহা প্রকাশ করা।
২০. আগের কোনো বাজে রেকর্ড । (অর্থনৈতিক কাজের জন্য চাকরি চলে যাওয়া)।
২১. শিক্ষা জীবনে বাজে রেজাল্ট।
২২. উচ্চাবিলাশী ও অহংকারী মনোভাব প্রকাশ করা।
২৩. দেরিতে ইন্টারভিউ দিতে যাওয়া এবং ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কলম ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে ভুলে যাওয়া।
২৪. একটি মিথ্যা তথ্যকে সত্য করার জন্য একের পর এক মিথ্যা বলা।
২৫. বা শিক্ষা অনুযায়ী পরিপক্ষতার অভাব।
২৬. সিদ্ধান্ত গ্রহণে একরোখা মনোভাব প্রকাশ।
২৭. সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহনের অভাব।
২৮. প্রশ্ন ঠিকভাবে না শুনে উত্তর করা।
২৯. কোম্পানির নিয়ম বিরোধী চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ।
৩০. সঠিক উত্তর জানা না থাকলেও ভুল উত্তর দিয়ে ইন্টারভিউ বোর্ডের উপস্থিত সবাইকে ইম্প্রেস করার ব্যর্থ চেষ্টা।
৩১. কাজের ধরন না জেনে ইন্টারভিউ দিতে চলে আসা।
৩২. প্রশ্ন উত্তরের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক বিষয়বস্তু টেনে আনা।
৩৩. নিম্নমানের শব্দচয়ন, ব্যাকারণের ভুল প্রয়োগ ও কিছু কিছু ক্ষেত্রে বেশি প্রকাশ।
৩৪. আত্মবিশ্বাসের অভাব, চ্যালেঞ্জ নিতে না পারা, ভীতি প্রকাশ এবং কমফোর্টের বাইরে বেরিয়ে এসে কাজ করতে না চাওয়ার মনোভাব।
৩৫. কাজের বিষয় আগ্রহ কম এবং কৌতূহলের অভাব।
৩৬. কম্পিটিশনে ভয় থাকা।
৩৭. কৌশল, চাওলা ও উদ্দীপনার অভাব।
৩৮. নিয়োগকর্তার দিকে না তাকিয়ে উত্তর দেয়া।
৩৯. নিয়োগকর্তাকে অতিরিক্ত সম্মান প্রদর্শন করা অথবা পূর্ববর্তী বসের ব্যাপারে নেগেটিভ কথা বলা।
৪০. অতিরিক্ত কাজ না করার জন্য করার মনোভাব প্রকাশ।
৪১. মুখ গোমড়া করে থাকা, হাসিমুখে যদি কথা না বলতে পারেন তাহলে ইন্টারভিউ দিতে যাবেন না।
৪২. প্রাক্টিকাল ও জেনারেল নলেজের অভাব।
৪৩. ইন্টারভিউ দিতে গিয়েছো কিন্তু আপনার পোশাক যদি উদ্ভট বেমানান অথবা নিম্নমানের হয় তাহলে তা আপনার নিম্নমানের ব্যক্তিত্ব প্রকাশ করে।
৪৪. কোনো কাজ সহজে করার জন্য কুটকৌশল ইন্টারভিউয়ারদের সামনে বলা।
৪৫. এসেসমেন্ট সেন্টারের রিএুটমেন্ট গুলো মিট করতে না পারার কারণে অনেকে বাদ পড়ে যায়।
৪৬. প্রশ্ন করার পর উত্তর নিতে অতিরিক্ত সময় নেয়া।
৪৭. ইন্টারভিউ দিতে গিয়ে বারবার ফোন চেক করা বা উচ্চ স্বরে কথা বলা।
৪৮. নিজের দুর্বলতাকে প্রকাশ করা।
৪৯. আমার একটি চাকরি দরকার বা আমাকে নিন এইরকম কথা বলা।
৫০. চুপচাপ থাকা, প্রশ্ন করলে উত্তর দিতে দেরি করা, জড়তা।
সংগৃহীত
এর কবি ও জনক
1.Geoffrey Chaucer = The Father of English Literature
2.Geoffrey Chaucer = The Father of English Poetry
3.Geoffrey Chaucer = The Father of English Language
4.Geoffrey Chaucer = The Morning Star of the Renaissance
5.Geoffrey Chaucer = The First National Poet
6.Venerable Bede = The Father of English Learning.
7.Venerable Bede = The Father of English History
8.King Alfred the Great = The Father of English Prose
9.Aeschylus = The Father of Tragedy
10.Nicholas Udall = The First English Comedy Writer
11.Edmund Spenser = The Poet’s poet (by Charles Lamb)
12.Edmund Spenser = The Child of Renaissance
13.Edmund Spenser = The Bridge between Renaissance and Reformation
14.Gutenberg = The Father of Printing
15.William Caxton = Father of English Press
16.Francis Bacon = The Father of English Essay
17.John Wycliffe = The Morning Star of the Reformation
18.Christopher Marlowe = The Father of English Tragedy
19.William Shakespeare = Bard of Avon
20.William Shakespeare = The Father of English Drama
21.William Shakespeare = Sweet Swan of Avon
22.William Shakespeare = The Bard
23.Robert Burns = The Bard of Ayrshire (Scotland)
24.Robert Burns = The National Poet of Scotland
25.Robert Burns = Rabbie
26.Robert Burns = The Ploughman Poet
27.William Dunber = The Chaucer of Scotland
28.John Dryden = Father of English criticism
29.William of Newbury = Father of Historical Criticism
30.John Donne = Poet of love
31.John Donne = Metaphysical poet
32.John Milton = Epic poet
33.John Milton = The great master of verse
34.John Milton = Lady of the Christ College
35.John Milton = Poet of the Devil’s Party
36.John Milton = Master of the Grand style
38.John Milton = The Blind Poet of England
39.Alexander Pope = Mock heroic poet
40.William Wordsworth = The Worshipper of Nature
41.William Wordsworth = The High Priest of Nature
42.William Wordsworth = The Poet of Nature
43.William Wordsworth = The Lake Poet
44.William Wordsworth = Poet of Childhood
45.William Wordsworth = Egotistical Sublime
46.Samuel Taylor Coleridge = The Poet of Supernaturalism
47.Samuel Taylor Coleridge = O***m Eater
48.Coleridge & Wordsworth = The Father of Romanticism
49.Wordsworth, Coleridge, Southey = Lake Poets
50.Lord Byron = The Rebel Poet
51.Percy Bysshe Shelley = The Revolutionary Poet
52.Percy Bysshe Shelley = Poet of hope and regeneration
53.John Keats = Poet of Beauty
54.William Blake = The Mystic Poet
55.John Keats = Chameleon Poet
56.Lord Alfred Tennyson = The Representative of the Victorian Era
57.George Bernard Shaw = The greatest modern dramatist
58.George Bernard Shaw = The Iconoclast
59.Jane Austen = Anti-romantic in Romantic age
60.Lindley Murray = Father of English Grammar
61.James Joyce = Father of English Stream of Conscious Novel
62.Edgar Allen Poe = Father of English Mystery play
63.Edgar Allen Poe = The Father of English Short Story
64.Henry Fielding = The Father of English Novel
65.Samuel Johnson = Father of English one Act Play
66.Sigmund Freud = A great Psycho-analyst
67.Robert Frost = The Poet of Terror
68.Francesco Petrarch = The Father of Sonnet (Italian)
69.Francesco Petrarch = The Father of Humanism
70.Sir Thomas Wyatt = The Father of English Sonnet
71.Henry Louis Vivian Derozio = The Father of Indian-Anglican Sonnet
72.William Hazlitt = Critic’s Critic
73.Charles Lamb = The Essay of Elia
74.Arthur Miller = Mulk Raj Anand of America
75.Addison = The voice of humanis Puritanism
76.Emerson = The Seneca of America
77.Mother Teresa = The Boon of Heaven
78.Thomas Nash = Young Juvenile
79.Thomas Decker = Fore-runner of Humorist
80.Homer = The Father of Epic Poetry
81.Homer = The Blind Poet
82.Henrick Ibsen = Father of Modern theatre
83.Rabindranath Tagore = Indian National Poet
84.Nissim Ezekiel = The Father of Indian English Poetry
#সাধারণ_জ্ঞান
#সদরদপ্তর
১। UNDP এর সদর দপ্তর
☞ নিউইয়র্ক
২। জাতিসংঘের সদর দপ্তর
☞ নিউইয়র্ক।
৩। OIC এর সদর দপ্তর অবস্থিত-
☞ জেদ্দা
৪। সার্কের সদর দপ্তর
☞ নেপালে (কাঠমুন্ড)
৫। FAO এর সদর দপ্তর
☞ রোম, ইতালি
৬। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর
☞ ব্রাসেলস
৭। NATO এর সদর দপ্তর
☞ ব্রাসেলস
৮। UNESCO’ এর সদর দপ্তর
☞ প্যারিসে।
৯। WIPO এর সদর দপ্তর
☞ জেনেভা।
১০। WHO এর সদর দপ্তর
☞ জেনেভা
#সাধারণ_জ্ঞান
কৃষি বিষয়ক কিছু সংস্থার অবস্থান
1. বাংলাদেশ রাবার বোর্ড - চান্দগাঁও, চট্টগ্রাম।
2. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট -
জয়দেবপুর, গাজীপুর।
3. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট -
জয়দেবপুর, গাজীপুর।
4. তৈলবীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
5. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট - মানিক
মিয়া এভিনিউ, ঢাকা।
6. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট -
সাভার, ঢাকা।
7. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট - ঈশ্বরদী,
পাবনা।
8. বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী,
পাবনা।
9. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট - শ্রীমঙ্গল,
মৌলভীবাজার।
10. বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ
ইনস্টিটিউট - রাজশাহী।
11. বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র -
চাঁপাইনবাবগঞ্জ।
12. বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র - নশিপুর,
দিনাজপুর।
13. বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র - শিবগঞ্জ,
বগুড়া।
14. বাংলাদেশ তাঁত শিল্প ও প্রশিক্ষণ
ইনস্টিটিউট - নরসিংদী।
15. বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট -
ময়মনসিংহ।
বাংলা সাহিত্যের ১০০ জন লেখকের জীবনকাল
♦
১, অভাবে সভাব নষ্ট- Necessity knows no law.
২, অতি চালাকের গলায় দড়ি- Too much
cunning overreaches itself.
৩, অতি লোভা তাতি নষ্ট- To kill the goose
that lays golden eggs./ All covet, all lost.
৪, অতি ভক্তি চোরের লক্ষন- Too much
courtesy, full of craft.
৫, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- Too many
cooks spoil the broth.
৬, অস ময়ের বন্ধুই প্রকৃত বন্ধু- A friend in need
is a friend indeed.
৭, অল্প বিদ্যা ভয়ংকরী- A little learning is a
dangerous thing.
৮, অপচয়ে অভাব ঘটে-Waste not, want not.
৯, অন্ধকারে ঢিল মারা-Beat about the bush.
১০, অন্ধের কিবা রাত্রি কিবা দিন-Day and
night are alike to a blind man.
১১, অপ্রিয় সত্য কথা বলতে নেই- Do not speak
an unpleasant truth.
১২, অরণ্যে রোদন/ বৃথা চেষ্টা- Crying in the
wilderness.
১৩, অর্থই অন অনর্থের মূল-Money is the root
cause of all unhappiness.
১৪, অহংকার পতনের মূল-Pride geoth before
destruction.
১৫, অহিংসা পরম ধর্ম-Love is the best virtue.
১৬, অসারের গর্জন তর্জন সার/খালি কলসি
বাজে বেশি-An empty vessel sounds much.
১৭, আকাশ কুশুম কল্পনা-Build castles in the air.
১৮, আগাছার বাড় বেশি-All weeds grow apace.
১৯, আগে ঘর, তবে তো পর-Charity begins at
home.
২০, আঠারোমাসে বছর-Tardiness.
২১, আপনার গায়ে আপনি কুড়াল মারা-To dig
one’s own grave.
২২, আপনার ভাল পাগলেও বোঝে- Even a fool
knows his business.
২৩, আপনি বাঁচলে বাপের নাম/ চাচা আপন
প্রাণ বাচা-Self preservation is the first law of
nature.
২৪, আগুন নিয়ে খেলা-To play with fire.
২৫, আদার ব্যাপারীর জাহাজের খবর-The
cobbler must stick to his last.
২৬, আয় বুঝে ব্যয় কর-Cut your coat according to
yor cloth.
২৭, আল্লাহ তাদেরই সাহায্য করেন যে
নিজেদের সাহায্য করে- Allah helps those
who helps help themselves.
২৮, ইচ্ছা থাকলে উপায় হয়-Where there is a
will, there is a way
২৯, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়-Tit for
tat.
৩০, ইশ্বর যা করেন সবই মঙ্গলের জন্য-It is all
for the best./ What God wills is for good.
৩১, উলু বনে মুক্তা ছড়ানো- To cast pearls
before swine.
৩২, উত্তম মাধ্যম দেওয়া(মারপিট করা)- To
beat black and blue.
৩৩, উচুগাছেই বেশি ঝড় লাগে-High winds blow
on high hills.
৩৪, উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়-The child
is father to the man
৩৫, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে- One doth the
scath and another hathhh the scorn.
৩৬, উড়ে এসে জুড়ে বসা-To be quick to occupy.
৩৭, এক ক্ষুরে মাথা মোড়ান-To be tarred with
the same brush.
৩৮, এক ঢিলে দুই পাখি মারা-To kill two birds
with one stone.
৩৯, এই তো কলির সন্ধ্যা- It is just the
beginning of the trouble.
৪০, এক হাতে তালি বাজে না-I takes two to
make a quarrel.
৪১, এক মিথ্যা ঢাকতে অন্য মিথ্যার অশ্রয়
নিতে হয়- One lie leads to another.
৪২, একাই একশ- A host in himself.
৪৩, একূল অকূল দুকূল গেল- To fallen between two stools.
৪৪, এক মাঘে শীত যায় না- One swallow does
not make a summer.
৪৫, এক মুখে দূরকম কথা-To blow hot and cold in
the same braeth.
৪৬, কই মাছের প্রাণ বড় শক্ত- A cat has nine
lives.
৪৭, কষ্ট না করলে কেষ্ট মেলে না-No pains no
gains.
৪৮, কয়লা ধুলেও ময়লা যায় না-Black will take
no other hue.
৪৯, কাচা বাশে ঘুণে ধরা-To be spoiled in early
youth.
৫০, কাটা দিয়ে কাটা তোলা-To swallow the
bait.
৫১, কাকে কান নিয়েছে শুনে কাকের পিছনে
ছোটা- To swallow the bait.
৫২, কাকের মাংস কাকে খায় না-No raven will
not pluck another’s eye.
৫৩, কাটা ঘায়ে নুনের ছিটা-To add insult to
injury./ To add fuel to fire.
৫৪, কান টানলে মাথা আসে-Give the one, the
other will follow.
৫৫, কানা ছেলের নাম পদ্ম লোচন-Appearance
s are deceptive.
৫৬, কিল খেয়ে কিল চুরি করা-To pocket an
insult.
৫৭, কুকুরের পেটে ঘি সহ্য হয়না- Habit is the
second nature.
৫৮, কেচো খুরতে সাপ-From the frying pan to
the fire.
৫৯, কোথাকার জল কোথায় গড়ায়- Let us wait
to see the conclusion.
৬০, খাল কেটে কুমির আনা- To bring on
calamity by one’s own imprudence.
৬১, অসারের গর্জন তর্জন সার/খালি কলস
বাজে বেশি -Empty vessels sound much.
৬২, খিদে থাকলে নুন দিয়ে খাওয়া যায়।–
Hunger is the best sauce.
৬৩, গাছে তুলে মই কেড়ে নেওয়া-To leave one
in the lurch.
৬৪, গামে মানে না আপনি মোড়ল- A fool to
others to himself a sage.
৬৫, ঘর পোড়া গরু সিদুরে মেঘ দেখলে ভয়
পায়-A burnt child dreads the fire.
৬৬, ঘরের শত্রু বিভীষন- Fifth columnist.
৬৭, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া-To make a
fruitless effort.
৬৮, ঘোড়া দেখে খোড়া খোড়া হওয়া- To be
unwilling to work when there is somebody to
help.
৬৯, ঘোমটার ভেতর খেমটার নাচ-Coquetry
under the guise of modesty.
৭০, চাদেও কলঙ্ক আছে-There is no unmixed
goods.
৭১, চাচা আপন জান বাচা-Ever y man is for
himself.
৭২, চেনা বামুনের পৈতা লাগে না-Good value
for ready money.
৭৩, চকচক করলেই সোনা হয় না-All the glitters
is not gold.
৭৪, চোরে চোরে মাসতুতো ভাই-All thieves are
cousins.
৭৫, ছেড়ে দে মা কেদে বাচি-Don’t nag me,
and leave me in peace.
৭৬, ছেলের হাতের মোয়া-Child’s play thing.
৭৭, জহুরীরাই জহর চেনে-Diamond cut diamond.
৭৮, জোর যার মুল্লুক তার-Might is right.
৭৯, গরু মেরে জুতা দান-To rob Peter, to pay
paul.
৮০, ঝিকে মেরে বৌকে শেখান-To whip the
cat of the mistress who doesn’t spin.
৮১. ঝোপ বুঝে কোপ মারা- Make hay while the
sun shines.
৮২. টাকায় কি না হয়-Money makes everything.
৮৩. ঠেলার নাম বাবাজি -Nothing likes force.
৮৪. তেল মাথায় তেল দেওয়া- To carry coal to
new castle.
৮৫. দশের লাঠি একের বোঝা-Many a little
makes a mickle.
#বাংলা_ব্যাকরণ
#এককথায়_প্রকাশ
১) আগমনের কোনো তিথি নেই যার : অতিথি
২)আগুনের ফুলকি : স্ফুলিঙ্গ
৩)আমিষের অভাব : নিরামিষ
৪ )আজন্ম শত্রু : জাতশত্রু
৫)আট মাসে জন্ম যার : আটাশে
৬) আদব কায়দা জানে না যে : বেয়াদব
৭)আদি নেই যার : অনাদি
৮)আনন্দের সঙ্গে বর্তমান : সানন্দ
৯)আপনার বর্ণ লুকায় যে : বর্ণচোরা
১০)আমৃত্যু যুদ্ধ করে যে : সংশপ্তক
১১)আবক্ষ জলে নেমে স্নান : অবগাহন
১২) আরোগ্য হওয়া কঠিন এমন : দুরারোগ্য
১৩)আশীতে বিষ যার : আশীবিষ
১৪)আয় অনুসারে ব্যয় করে যে : মিতব্যয়ী
১৫)আকাশে চরে যে : খেচর
১৬)আকাশে গমন করে যা : বিহগ/ বিহঙ্গ
১৭ )আত্ম বিষয়কেই সর্বস্ব বলে মনে করে : আত্মসর্বস্ব
১৮)আদি হতে অন্ত পর্যন্ত : আদ্যন্ত/আদ্যোপান্ত
১৯)আপনাকে যে হত্যা করে : আত্মঘাতী
২০)আগে যা চিন্তা করা যায়নি: অচিন্ত্যপূর্ব
২১)আগে যা শোনা যায়নি: অশ্রুতপূর্ব
২২)আরোগ্য হওয়া কঠিন যা: দুরারোগ্য
২৩)আমৃত্যু যুদ্ধ করে যে: সংশপ্তক
২৪)আকাশ পথে যে যান ব্যবহার করা যায়—নভোযান।
২৫)আচারে নিষ্ঠা আছে যার— আচারনিষ্ঠ।
২৬)আয়ুর পক্ষে হিতকর: আয়ুষ্য
২৭)আপনার বর্ণ লুকায় যে— বর্ণচোরা।
২৮)আকাশে উড়ন্ত ধূলিরাশি : ধূলিপটল
২৯)আকাশ ও পৃথিবী : ক্রন্দসী
৩০)আহারে সংযম আছে যার: মিতাহারী
৩১)আটপ্রহর পরার মতো : আটপৌরে
৩২)আরোহণ করে আছে যে: আরূহ
৩৩)আলাপ করতে তৎপর — আলাপী।
৩৪) আলোচনার বিষয়বস্তু — আলোচ্য।
৩৫)আপনাকে ভুলে থাকে যে — আপনভোলা।
৩৬)আঠা যুক্ত আছে যাতে — আঠালো।
৩৭)আলো ছড়ায় যে পাখি — আলোর পাখি।
৩৮)আস্ত অজকে গ্রাস করে যে: অজগর
৩৯)আশ্রয় করার যোগ্য: অনুজীব্য
৪০) আধারস্থ বস্তু : আধেয়
৪১)আদর পাচ্ছে যে: আদ্রিয়মাণ
৪২)আকাশ-মারফত প্রেরিত বাণী: আকাশবাণী
৪৩)আদবকায়দা জানে না যে: বেয়াদব
৪৪)আমার মতো দেখায় যাকে: মাদৃশ
৪৫)আগন্তুকের সম্মানে দণ্ডায়মান হওয়া :প্রত্যুত্থান
৪৬) আগন্তুকের সম্মানে সম্যক উত্থিত: প্রত্যুত্থিত
৪৭)আঘাতকারীকে হত্যা করে যে:প্রতিহন্তা
৪৮)আরম্ভ করছে যে: আরভমাণ
৪৯)আরম্ভ হচ্ছে যার:আরভ্যমাণ
৫০)আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ দ্বারা বেদপাঠ: স্বাধ্যায়
বিগত পরীক্ষায় আসা ১০০০টি ভোকাবুলারি
পার্ট-২০
নিয়োগ পরীক্ষার জন্য চুড়ান্ত শর্ট সাজেশন
#বাংলা
➤ভাষার মৌলিক অংশ-৪ টি।
➤ভাষার ক্ষুদ্রতম একক-ধ্বনি
➤মৌলিক স্বরধ্বনি- ৭ টি
➤সাধু ভাষা তৎসম ও গুরুগম্ভীর, নাটক ও সংলাপের জন্য অনুপযুক্ত।
➤সাধু ও চলিতের মিশ্রণ- গুরুচাণ্ডালী দোষ
➤চলিত রীতি পরিবর্তনশীল ও তদ্ভব শব্দবহুল
➤ধ্বনিতত্ত্বে বর্ণ,সন্ধি,ণত্ব বিধান,ষত্ব বিধান আলোচিত হয়।
➤শব্দ তত্ত্বের অপর নাম রূপ তত্ত্ব, এই অংশে আলোচিত হয়- উপসর্গ,বিভক্তি, লিঙ্গ,বচন, কারক, সমাস, ক্রিয়ার কাল ও পুরুষ।
➤গঠন অনুসারে বাক্য তিন প্রকার
➤কুলা,ডাব- দেশি শব্দ
➤চন্দ্র,নক্ষত্র,ভবন- তৎসম শব্দ
➤জ্যোৎস্না,গৃহিণী- অর্ধ-তৎসম
➤চশমা,তারিখ,কারখানা,আমদানি, রপ্তানি- ফারসি শব্দ
➤আদালত,কলম,মহকুমা-আরবি শব্দ
➤দারোগা,বাবুর্চি, কাচি- তুর্কি শব্দ
➤চাবি,গির্জা,বালতি,আনারস, পেয়ারা- পর্তুগিজ শব্দ
➤রিক্সা- জাপানি শব্দদ
➤চাহিদা- পাঞ্জাবি শব্দ
➤হরতাল- গুজরাটি শব্দ
➤চৌহদ্দি- ফারসি+আরবি
➤হেড মৌলভী- ইংরেজি+ফারসি
➤গায়ক- যৌগিক শব্দ
➤পঙ্কজ- যোগরূঢ় শব্দ
➤যেকোনো ব্যাকরণ বই থেকে অল্পপ্রাণ, মহাপ্রাণ,ঘোষ ও অঘোষ ধ্বনি ভালো করে পড়ে করে নিন।
➤নাসিক্য ধ্বনি পাঁচটি- ঙ,ঞ,ণ,ন,ম
➤ ড়- একটি তাড়নজাত ধ্বনি।
➤বিভক্তিহীন নাম শব্দকে বলে- প্রাতিপাদিক।
➤মাত্রাহীন বর্ণ-১০, অর্ধমাত্রা- ৮টি
➤জ্ঞ= জ+ঞ
➤ঞ্জ= ঞ+জ
➤হ্ম= হ+ম
➤ক্ষ্ম= ক+ষ+ম
➤ক্ষ= ক+ষ
➤ষ্ণ= ষ+ণ
➤হ+ন= হ্ন
➤বিরাম চিহ্নঃ কমাতে বিরতি দিতে হয়- ১ বলতে যে সময় লাগে,দাঁড়িতে- এক সেকেন্ড,সেমিকোলনে- ১ বলার দ্বিগুণ সময়,হাইফেন-থামার প্রয়োজন নেই।
➤
➤নিত্য স্ত্রীবাচক শব্দ- কুলটা,বিধবা
➤নিত্য পুরুষবাচক শব্দ- কবিরাজ,কৃতদার
➤পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ- ননদ
➤বচন অর্থ সংখ্যার ধারণা
➤খাঁটি বাংলা উপসর্গ- ২১ টি
➤নিশীথ রাতে বাজে বাঁশি, বাক্যে নিশীথ কোন পদ- বিশেষ্যের বিশেষণ।
➤এ মাটি সোনার বাড়া,সোনা- বিশেষণের অতিশায়ন।
➤মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন- মা,প্রযোজক কর্তা
➤বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।এখানে বাঘে-মহিষে -ব্যতিহার কর্তা
➤এখন গোল্লায় যাও-মিশ্র ক্রিয়া
➤সাইরেন বেজে উঠল- যৌগিক ক্রিয়াপদ
➤মোড়ক,খেলনা- বাংলা কৃৎ প্রত্যয়
➤প্রকৃতি-প্রত্যয়:জাল+ইয়া=জেলে,শ্রৎ+ধা+অ+আ=শ্রদ্ধা,
বচ+তব্য=বক্তব্য,জাগৃ+ইত= জাগরিত,নী+অন=নয়ন,দুল+অনা= দোলনা,বচ+ক্তি=উক্তি, মহৎ+ইমন=মহিমা
➤ব্যাসবাক্যকে সমাস বাক্য বা বিগ্রহবাক্যও বলা হয়।সমাস নিষ্পন্ন পদটির নাম- সমস্তপদ
➤দম্পতি--জায়া ও পতি- দ্বন্দ্ব সমাস
➤দুধে-ভাতে,জলে-স্থলে- অলুক দ্বন্দ্ব
➤জ্যোৎস্নারাত,সিংহাসন,স্মৃতিসৌধ- মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
➤কাজলকালো,তুষারশুভ্র,অরুণরাঙ্গা- উপমান কর্মধারয়
➤জজ সাহেব- কর্মধারয়
➤চাঁদমুখ,পুরুষসিংহ- উপমিত কর্মধারয়
➤মনমাঝি, বিষাদ সিন্ধু- রূপক কর্মধারয়।
➤পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়,তাকে তৎপুরুষ সমাস বলে।
➤গুরুভক্তি,হজ্জযাত্রা- চতুর্থী তৎপুরুষ
➤রাজুত- ষষ্ঠী তৎপুরুষ
➤হরবোলা,খেচর,পকেটমার-উপপদ তৎপুরুষ
➤শতাব্দী,ত্রিভুজ- দ্বিগু সমাস
➤হাতাহাতি,মারামারি, কানাকানি, লাঠালাঠি- ব্যতিহার বহুব্রীহি
➤আশীবিষ- বহুব্রীহি
➤টাকায় টাকা আনে- কতৃ কারকে সপ্তমী।
➤ডাক্তার ডাক- কর্ম কারকে শূন্য
➤টাকায় কী না হয়- করণ কারকে সপ্তমী
➤শিকারী বিড়াল গোঁফে চেনা যায়- করণে সপ্তমী
➤এ (কলমে) ভালো লেখা হয়- করণে সপ্তমী
➤ভিখারিকে ভিক্ষা দাও- সম্প্রদানে চতুর্থী
➤গুরু জানে ভক্তি কর- সম্প্রদান কারক
➤টাকায় টাকা হয়- অপাদানে সপ্তমী
➤তিলে তৈল হয়- অপাদানে সপ্তমী
➤গাড়ি স্টেশন ছাড়লো বাক্যে স্টেশন অপাদানে শূন্য
➤সর্বাঙ্গে ব্যথা,(ঔষধ) দিব কোথা- কর্মকারকে শূন্য
➤যে পরিশ্রম করে,সে সুখ লাভ করে- মিশ্র বাক্য বা জটিল বাক্য।
➤তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি- যৌগিক বাক্য।
➤বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা- জটিল বাক্য
➤
➤সমার্থক শব্দঃ
-অগ্নিআকাশ,অশ্ব,চন্দ্র,পর্বত,বাতাস,সমুদ্র,সূর্য এর সমার্থক গুলো পড়ুন
➤এক কথায় প্রকাশঃ
->যে উপকারীর অপকার করে- কৃতঘ্ন
->হাতির ডাক- বৃংহতি
->যা লাফিয়ে চলে- প্লবক
->ছন্দে নিপুন যিনি- ছান্দসিক
->যা কষ্টে নিবারণ করা যায়- দুর্নিবার
->যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে- অবিমৃষ্যকারী
->দিন ও রাতের সন্ধিক্ষণ- গোধূলি
->যার চক্ষু লজ্জা নেই- নির্লজ্জ
->কর্মে যার ক্লান্তি নাই- অক্লান্ত কর্মী
-> যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ- শ্বাপদসংকুল
-> ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- ইতিহাসবেত্তা
->তা সহজে অতিক্রম করা যায় না- দূরতিক্রম্য
->কোথাও উঁচু কোথাও নিচু- বন্ধুর
-> অক্ষির সমীপে- সমক্ষ
->কর দান করে যে করা যে- করদ
->যে নারীর স্বামী ও পুত্র নেই- অবীরা
->একবার ফল দিয়ে যে গাছ মারা যায়- ঔষধি
->যে মেয়ের বিয়ে হয়নি- অনূঢ়া
->যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী
-> যার দুই হাত সমান ভাবে চলে - সব্যসাচী
-> সাপের খোলস- নির্মোক
->যা জল দেয়- জলদ
->জয়ের জন্য যে উৎসব- জয়ন্তী
->যে ভূমিতে ফসল জন্মায় না- ঊষর
-> যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ
->জানার ইচ্ছা- জিজ্ঞাসা
->যা বলা হয়নি- অনুক্ত
->হনন করার ইচ্ছা- জিঘাংসা
->যে শুনেই মনে রাখতে পারে- শ্রুতিধর
->যার কোন উপায় নেই- নিরুপায়
->ইন্দ্রকে জয় করেছে যে- ইন্দ্রজিৎ
->যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব
-> কষ্টে লাভ হয় যা- দুর্লভ
-> মৃতের মতো অবস্থা- মুমূর্ষ
➤বাগধারাঃ
->উড়নচণ্ডী- অমিতব্যয়ী
-> কংস মামা- নির্মম আত্মীয়
-> অক্কা পাওয়া-মরে যাওয়া
-> ব্যাঙের সর্দি-অসম্ভব ঘটনা
-> বর্ণচোরা-কপটচারী
-> ভূষণ্ডির কাক-দীর্ঘায়ু ব্যক্তি
-> চাঁদেরহাট--প্রিয়জন সমাগম
-> তাসের ঘর-ক্ষণস্থায়ী
-> হাত ভারি--কৃপণ
-> আমার বিষ-অর্থের কুপ্রভাব
->উজানের কৈ--সহজলভ্য
->উত্তম-মধ্যম--প্রহার
->অষ্টরম্ভা--ফাঁকি
->রাবণের চিতা--চিরশান্তি
-> রামগরুড়ের ছানা- গোমড়ামুখো লক
->নেই আকড়া--একগুঁয়ে
->ঢাকের কাঠি--মোসাহেব
-> আমড়া কাঠের -> ঢেঁকি-অপদার্থ
->;আটকপালে--হতভাগ্য
-> আমবস্যার চাঁদ-দুর্লভ বস্তু
->জলে কুমির ডাঙায় বাঘ - উভয়দিকে বিপদ
-> শাখের করাত-দুদিকেই বিপদ
->শকুনি মামা- কুচক্রী লোক
->অরণ্যে রোদন- বৃথা চেষ্টা
->অর্ধচন্দ্র গলা- ধাক্কা দেয়া
->আমড়াগাছি করা- তোষামোদি করা
-> গাছপাথর- হিসাব-নিকাশ
->গৌড়চন্দ্রিকা- ভূমিকা
->কেতাদুরস্ত- পরিপাটি
->গড্ডালিকা প্রবাহ- অন্ধ অনুকরণ
->গোঁফ খেজুরে- নিতান্ত অলস
-> ধর্মের ষাঁড়- অকর্মণ্য
->গুড়ে বালি- আশায় নৈরাশ্য
-> নিরানব্বইয়ের ধাক্কা- সঞ্চয়ের প্রবৃত্তি
-> তোষামোদকারী অপদার্থ
->কেতাদুরস্ত- পরিপাটি
->আতে ঘা- মনে কষ্ট
->চক্ষুদান করা- চুরি করা
-> কাঁঠালের আমসত্ত্ব- অসম্ভব ব্যাপার
-> চোখের বালি - শত্রু
-> ঠোঁটকাটা- স্পষ্টভাষী
চিনির বলদ নিষ্ফল পরিশ্রম
➤শুদ্ধবানান:
পিপীলিকা,পুরস্কার,পরিষ্কার,দুরবস্থা,শ্রদ্ধাঞ্জলি,সমীচীন, বিভীষিকা,নিরীক্ষণ,স্বায়ত্তশাসন,বাল্মীকি,বুদ্ধিজীবী,ইতঃপূর্বে,নিশীথিনী,তিতিক্ষা,গীতাঞ্জলি,মুমূর্ষু,মুহুমুর্হু,আকাঙ্ক্ষা,গীতাঞ্জলি,আদ্যাক্ষর,মনীষী।
➤উপাধিঃ
-> কিশোর কবি- সুকান্ত ভট্টাচার্য
-> আলাওল- মহাকবি
->বিহারীলাল চক্রবর্তী- ভোরের পাখি
->মুকুন্দরাম দাস- চারণ কবি
->ঈশ্বরচন্দ্র গুপ্ত- যুগ সন্ধিক্ষণের কবি
->হেমচন্দ্র- বাংলার মিল্টন
-> মুকুন্দরাম চক্রবর্তী- কবিকঙ্কন
->সত্যেন্দ্রনাথ দত্ত- ছন্দের যাদুকর
➤ভাষা আন্দোলন ভিত্তিক রচনাঃ
->আরেক ফাল্গুন-জহির রায়হান
->কবর- মুনীর চৌধুরী
➤মুক্তিযুদ্ধভিত্তিক নাটকঃ
->পায়ের আওয়াজ পাওয়া যায়--সৈয়দ শামসুল হক
➤মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
-> রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা
-> নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক
-> জাহান্নাম হইতে বিদায়- শওকত ওসমান
-> হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন
-> এ গোল্ডেন এজ- তাহমিনা আনাম।
-> আগুনের পরশমণি--হুমায়ূন আহমেদ
-> জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান।
-> আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।
➤প্রতিশব্দঃ
> Hand out- জ্ঞাপনপত্র
> Wishdom- প্রজ্ঞা
> excise duty- আবগারি শুল্ক
>customer goods- ভোগ্যপণ্য
>Custom- প্রথা
>Ordance- অধ্যাদেশ
>Lexicography- অভিধানত্ত্ব
দিবারাত্রির কাব্য একটি- উপন্যাস
➤সার্থক বাক্যের গুণ তিনটি- আকাঙ্ক্ষা,আসত্তি,যোগ্যতা,
➤রোহিণী চরিত্র-কৃষ্ণকান্তের উইল
➤অপু দুর্গা-পথের পাঁচালি
➤নীলদর্পণ নাটকের বিষয়বস্তু- নীলকরদের অত্যাচার
➤বীরবল- প্রমথ চৌধুরীর ছদ্মনাম
➤ভানুসিংহ- রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম
➤রণসংগীতের রচয়িতা- কাজী নজরুল
➤সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক- মার্শম্যান
➤ক্রিয়াপদের মূল অংশকে বলে- ধাতু
➤রচিত গ্রন্থ:
>কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
> বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত- মুহাম্মদ শহীদুল্লাহ
>ভাষা প্রকাশ বাঙ্গালা- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
>শাহনামা- ফেরদৌসী
>গাজী মিয়ার বস্তানী- মীর মশাররফ হোসেন
>আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি- আবু জাফর ওবায়দুল্লাহ
>সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা- ফররুখ আহমদ
-> সঞ্চিতা- কাজী নজরুল
-> সঞ্চয়িতা- রবীন্দ্রনাথ
-
#শর্ট_সাজেশন
#বাংলা
➤মৌলিক স্বরধ্বনি- ৭ টি
➤ভাষার মৌলিক অংশ-৪ টি।
➤ভাষার ক্ষুদ্রতম একক-ধ্বনি
➤সাধু ভাষা তৎসম ও গুরুগম্ভীর, নাটক ও সংলাপের জন্য অনুপযুক্ত।
➤সাধু ও চলিতের মিশ্রণ- গুরুচাণ্ডালী দোষ
➤চলিত রীতি পরিবর্তনশীল ও তদ্ভব শব্দবহুল
➤ধ্বনিতত্ত্বে বর্ণ,সন্ধি,ণত্ব বিধান,ষত্ব বিধান আলোচিত হয়।
➤শব্দ তত্ত্বের অপর নাম রূপ তত্ত্ব, এই অংশে আলোচিত হয়- উপসর্গ,বিভক্তি, লিঙ্গ,বচন, কারক, সমাস, ক্রিয়ার কাল ও পুরুষ।
➤গঠন অনুসারে বাক্য তিন প্রকার
➤কুলা,ডাব- দেশি শব্দ
➤চন্দ্র,নক্ষত্র,ভবন- তৎসম শব্দ
➤জ্যোৎস্না,গৃহিণী- অর্ধ-তৎসম
➤চশমা,তারিখ,কারখানা,আমদানি, রপ্তানি- ফারসি শব্দ
➤আদালত,কলম,মহকুমা-আরবি শব্দ
➤দারোগা,বাবুর্চি, কাচি- তুর্কি শব্দ
➤চাবি,গির্জা,বালতি,আনারস, পেয়ারা- পর্তুগিজ শব্দ
➤রিক্সা- জাপানি শব্দদ
➤চাহিদা- পাঞ্জাবি শব্দ
➤হরতাল- গুজরাটি শব্দ
➤চৌহদ্দি- ফারসি+আরবি
➤হেড মৌলভী- ইংরেজি+ফারসি
➤গায়ক- যৌগিক শব্দ
➤পঙ্কজ- যোগরূঢ় শব্দ
➤যেকোনো ব্যাকরণ বই থেকে অল্পপ্রাণ, মহাপ্রাণ,ঘোষ ও অঘোষ ধ্বনি ভালো করে পড়ে করে নিন।
➤নাসিক্য ধ্বনি পাঁচটি- ঙ,ঞ,ণ,ন,ম
➤ ড়- একটি তাড়নজাত ধ্বনি।
➤বিভক্তিহীন নাম শব্দকে বলে- প্রাতিপাদিক।
➤মাত্রাহীন বর্ণ-১০, অর্ধমাত্রা- ৮টি
➤জ্ঞ= জ+ঞ
➤ঞ্জ= ঞ+জ
➤হ্ম= হ+ম
➤ক্ষ্ম= ক+ষ+ম
➤ক্ষ= ক+ষ
➤ষ্ণ= ষ+ণ
➤হ+ন= হ্ন
➤বিরাম চিহ্নঃ কমাতে বিরতি দিতে হয়- ১ বলতে যে সময় লাগে,দাঁড়িতে- এক সেকেন্ড,সেমিকোলনে- ১ বলার দ্বিগুণ সময়,হাইফেন-থামার প্রয়োজন নেই।
➤নিত্য স্ত্রীবাচক শব্দ- কুলটা,বিধবা
➤নিত্য পুরুষবাচক শব্দ- কবিরাজ,কৃতদার
➤পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ- ননদ
➤বচন অর্থ সংখ্যার ধারণা
➤খাঁটি বাংলা উপসর্গ- ২১ টি
➤নিশীথ রাতে বাজে বাঁশি, বাক্যে নিশীথ কোন পদ- বিশেষ্যের বিশেষণ।
➤এ মাটি সোনার বাড়া,সোনা- বিশেষণের অতিশায়ন।
➤মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন- মা,প্রযোজক কর্তা
➤বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।এখানে বাঘে-মহিষে -ব্যতিহার কর্তা
➤এখন গোল্লায় যাও-মিশ্র ক্রিয়া
➤সাইরেন বেজে উঠল- যৌগিক ক্রিয়াপদ
➤মোড়ক,খেলনা- বাংলা কৃৎ প্রত্যয়
➤প্রকৃতি-প্রত্যয়:জাল+ইয়া=জেলে,শ্রৎ+ধা+অ+আ=শ্রদ্ধা,
বচ+তব্য=বক্তব্য,জাগৃ+ইত= জাগরিত,নী+অন=নয়ন,দুল+অনা= দোলনা,বচ+ক্তি=উক্তি, মহৎ+ইমন=মহিমা
➤ব্যাসবাক্যকে সমাস বাক্য বা বিগ্রহবাক্যও বলা হয়।সমাস নিষ্পন্ন পদটির নাম- সমস্তপদ
➤দম্পতি--জায়া ও পতি- দ্বন্দ্ব সমাস
➤দুধে-ভাতে,জলে-স্থলে- অলুক দ্বন্দ্ব
➤জ্যোৎস্নারাত,সিংহাসন,স্মৃতিসৌধ- মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
➤কাজলকালো,তুষারশুভ্র,অরুণরাঙ্গা- উপমান কর্মধারয়
➤জজ সাহেব- কর্মধারয়
➤চাঁদমুখ,পুরুষসিংহ- উপমিত কর্মধারয়
➤মনমাঝি, বিষাদ সিন্ধু- রূপক কর্মধারয়।
➤পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়,তাকে তৎপুরুষ সমাস বলে।
➤গুরুভক্তি,হজ্জযাত্রা- চতুর্থী তৎপুরুষ
➤রাজুত- ষষ্ঠী তৎপুরুষ
➤হরবোলা,খেচর,পকেটমার-উপপদ তৎপুরুষ
➤শতাব্দী,ত্রিভুজ- দ্বিগু সমাস
➤হাতাহাতি,মারামারি, কানাকানি, লাঠালাঠি- ব্যতিহার বহুব্রীহি
➤আশীবিষ- বহুব্রীহি
➤টাকায় টাকা আনে- কতৃ কারকে সপ্তমী।
➤ডাক্তার ডাক- কর্ম কারকে শূন্য
➤টাকায় কী না হয়- করণ কারকে সপ্তমী
➤শিকারী বিড়াল গোঁফে চেনা যায়- করণে সপ্তমী
➤এ (কলমে) ভালো লেখা হয়- করণে সপ্তমী
➤ভিখারিকে ভিক্ষা দাও- সম্প্রদানে চতুর্থী
➤গুরু জানে ভক্তি কর- সম্প্রদান কারক
➤টাকায় টাকা হয়- অপাদানে সপ্তমী
➤তিলে তৈল হয়- অপাদানে সপ্তমী
➤গাড়ি স্টেশন ছাড়লো বাক্যে স্টেশন অপাদানে শূন্য
➤সর্বাঙ্গে ব্যথা,(ঔষধ) দিব কোথা- কর্মকারকে শূন্য
➤যে পরিশ্রম করে,সে সুখ লাভ করে- মিশ্র বাক্য বা জটিল বাক্য।
➤তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি- যৌগিক বাক্য।
➤বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা- জটিল বাক্য
➤সমার্থক শব্দঃ
-অগ্নিআকাশ,অশ্ব,চন্দ্র,পর্বত,বাতাস,সমুদ্র,সূর্য এর সমার্থক গুলো পড়ুন
➤এক কথায় প্রকাশঃ
->যে উপকারীর অপকার করে- কৃতঘ্ন
->হাতির ডাক- বৃংহতি
->যা লাফিয়ে চলে- প্লবক
->ছন্দে নিপুন যিনি- ছান্দসিক
->যা কষ্টে নিবারণ করা যায়- দুর্নিবার
->যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে- অবিমৃষ্যকারী
->দিন ও রাতের সন্ধিক্ষণ- গোধূলি
->যার চক্ষু লজ্জা নেই- নির্লজ্জ
->কর্মে যার ক্লান্তি নাই- অক্লান্ত কর্মী
-> যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ- শ্বাপদসংকুল
-> ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- ইতিহাসবেত্তা
->তা সহজে অতিক্রম করা যায় না- দূরতিক্রম্য
->কোথাও উঁচু কোথাও নিচু- বন্ধুর
-> অক্ষির সমীপে- সমক্ষ
->কর দান করে যে করা যে- করদ
->যে নারীর স্বামী ও পুত্র নেই- অবীরা
->একবার ফল দিয়ে যে গাছ মারা যায়- ঔষধি
->যে মেয়ের বিয়ে হয়নি- অনূঢ়া
->যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী
-> যার দুই হাত সমান ভাবে চলে - সব্যসাচী
-> সাপের খোলস- নির্মোক
->যা জল দেয়- জলদ
->জয়ের জন্য যে উৎসব- জয়ন্তী
->যে ভূমিতে ফসল জন্মায় না- ঊষর
-> যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ
->জানার ইচ্ছা- জিজ্ঞাসা
->যা বলা হয়নি- অনুক্ত
->হনন করার ইচ্ছা- জিঘাংসা
->যে শুনেই মনে রাখতে পারে- শ্রুতিধর
->যার কোন উপায় নেই- নিরুপায়
->ইন্দ্রকে জয় করেছে যে- ইন্দ্রজিৎ
->যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব
-> কষ্টে লাভ হয় যা- দুর্লভ
-> মৃতের মতো অবস্থা- মুমূর্ষ
➤বাগধারাঃ
->উড়নচণ্ডী- অমিতব্যয়ী
-> কংস মামা- নির্মম আত্মীয়
-> অক্কা পাওয়া-মরে যাওয়া
-> ব্যাঙের সর্দি-অসম্ভব ঘটনা
-> বর্ণচোরা-কপটচারী
-> ভূষণ্ডির কাক-দীর্ঘায়ু ব্যক্তি
-> চাঁদেরহাট--প্রিয়জন সমাগম
-> তাসের ঘর-ক্ষণস্থায়ী
-> হাত ভারি--কৃপণ
-> আমার বিষ-অর্থের কুপ্রভাব
->উজানের কৈ--সহজলভ্য
->উত্তম-মধ্যম--প্রহার
->অষ্টরম্ভা--ফাঁকি
->রাবণের চিতা--চিরশান্তি
-> রামগরুড়ের ছানা- গোমড়ামুখো লক
->নেই আকড়া--একগুঁয়ে
->ঢাকের কাঠি--মোসাহেব
-> আমড়া কাঠের -> ঢেঁকি-অপদার্থ
->;আটকপালে--হতভাগ্য
-> আমবস্যার চাঁদ-দুর্লভ বস্তু
->জলে কুমির ডাঙায় বাঘ - উভয়দিকে বিপদ
-> শাখের করাত-দুদিকেই বিপদ
->শকুনি মামা- কুচক্রী লোক
->অরণ্যে রোদন- বৃথা চেষ্টা
->অর্ধচন্দ্র গলা- ধাক্কা দেয়া
->আমড়াগাছি করা- তোষামোদি করা
-> গাছপাথর- হিসাব-নিকাশ
->গৌড়চন্দ্রিকা- ভূমিকা
->কেতাদুরস্ত- পরিপাটি
->গড্ডালিকা প্রবাহ- অন্ধ অনুকরণ
->গোঁফ খেজুরে- নিতান্ত অলস
-> ধর্মের ষাঁড়- অকর্মণ্য
->গুড়ে বালি- আশায় নৈরাশ্য
-> নিরানব্বইয়ের ধাক্কা- সঞ্চয়ের প্রবৃত্তি
-> তোষামোদকারী অপদার্থ
->কেতাদুরস্ত- পরিপাটি
->আতে ঘা- মনে কষ্ট
->চক্ষুদান করা- চুরি করা
-> কাঁঠালের আমসত্ত্ব- অসম্ভব ব্যাপার
-> চোখের বালি - শত্রু
-> ঠোঁটকাটা- স্পষ্টভাষী
➤শুদ্ধবানান:
পিপীলিকা,পুরস্কার,পরিষ্কার,দুরবস্থা,শ্রদ্ধাঞ্জলি,সমীচীন, বিভীষিকা,নিরীক্ষণ, স্বায়ত্তশাসন,বাল্মীকি,বুদ্ধিজীবী, ইতঃপূর্বে,নিশীথিনী,তিতিক্ষা,গীতাঞ্জলি,মুমূর্ষু,মুহুমুর্হু,আকাঙ্ক্ষা,গীতাঞ্জলি,আদ্যাক্ষর,মনীষী।
➤
➤উপাধিঃ
-> কিশোর কবি- সুকান্ত ভট্টাচার্য
-> আলাওল- মহাকবি
->বিহারীলাল চক্রবর্তী- ভোরের পাখি
->মুকুন্দরাম দাস- চারণ কবি
->ঈশ্বরচন্দ্র গুপ্ত- যুগ সন্ধিক্ষণের কবি
->হেমচন্দ্র- বাংলার মিল্টন
-> মুকুন্দরাম চক্রবর্তী- কবিকঙ্কন
->সত্যেন্দ্রনাথ দত্ত- ছন্দের যাদুকর
➤ভাষা আন্দোলন ভিত্তিক রচনাঃ
->আরেক ফাল্গুন-জহির রায়হান
->কবর- মুনীর চৌধুরী
➤মুক্তিযুদ্ধভিত্তিক নাটকঃ
->পায়ের আওয়াজ পাওয়া যায়--সৈয়দ শামসুল হক
➤মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
-> রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা
-> নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক
-> জাহান্নাম হইতে বিদায়- শওকত ওসমান
-> হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন
-> এ গোল্ডেন এজ- তাহমিনা আনাম।
-> আগুনের পরশমণি--হুমায়ূন আহমেদ
-> জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান।
-> আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।
➤প্রতিশব্দঃ
> Hand out- জ্ঞাপনপত্র
> Wishdom- প্রজ্ঞা
> excise duty- আবগারি শুল্ক
>customer goods- ভোগ্যপণ্য
>Custom- প্রথা
>Ordance- অধ্যাদেশ
>Lexicography- অভিধানত্ত্ব
➤সার্থক বাক্যের গুণ তিনটি- আকাঙ্ক্ষা,আসত্তি,যোগ্যতা,
➤রোহিণী চরিত্র-কৃষ্ণকান্তের উইল
➤অপু দুর্গা-পথের পাঁচালি
➤নীলদর্পণ নাটকের বিষয়বস্তু- নীলকরদের অত্যাচার
➤বীরবল- প্রমথ চৌধুরীর ছদ্মনাম
➤ভানুসিংহ- রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম
➤রণসংগীতের রচয়িতা- কাজী নজরুল
➤সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক- মার্শম্যান
➤ক্রিয়াপদের মূল অংশকে বলে- ধাতু
➤রচিত গ্রন্থ:
>কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
> বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত- মুহাম্মদ শহীদুল্লাহ
>ভাষা প্রকাশ বাঙ্গালা- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
>শাহনামা- ফেরদৌসী
>সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা- ফররুখ আহমদ
-> সঞ্চিতা- কাজী নজরুল
-> সঞ্চয়িতা- রবীন্দ্রনাথ
->কায়কোবাদের মহাশ্মশান- পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে।
>গাজী মিয়ার বস্তানী- মীর মশাররফ হোসেন
>আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি- আবু জাফর ওবায়দুল্লাহ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Website
Address
Nilkhet Road
Dhaka
1000
Plot-16, Block-B, Bashundhara
Dhaka, 1229
Breaking News : Official Website For 'WE ARE IUBIAN" is coming soon.. It will be a huge Netizen platform of IUB students. Keep in touch with this page.
Mirpur
Dhaka, 1216
Rawbeen.Com :: One for everything, Everything for one- The ultimate path of learning daily technology
House-78, Road-11/A, Dhanmondi
Dhaka
UODA 18th batch of Pharmacy department is the best batch.They will make better future for Pharmacy in Bangladesh.
Wari
Dhaka
𝗧𝗵𝗶𝘀 𝗽𝗮𝗴𝗲 𝗶𝘀 𝗰𝗿𝗲𝗮𝘁𝗲𝗱 𝘁𝗼 𝘁𝗲𝗮𝗰𝗵 𝗲𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 𝗴𝗿𝗮𝗺𝗺𝗮𝗿 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗯𝗲𝗻𝗴𝗮𝗹𝗶 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀!
Palton
Dhaka, 1000
Largest eBook Library. Read and download book full free. Go to our website: https://www.allbooklibrary.com
Dhaka
Need assignments done in a short time? Contact us! Or, need any content for business page or websit