অর্গানিক ছাতু - Organic Chhatu.

অর্গানিক ছাতু - Organic Chhatu.

Organic Products

25/05/2024

যবের ছাতু বানানোর প্রক্রিয়া

07/03/2024

একজ'ন স'ৎ ব্য'বসা'য়ি!

05/12/2023

CID খ্যাত ফ্রে ডি (Fredericks) ওরফে দীনেশ ফাদনিস আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন💔
We will miss you Freddy.💔

29/11/2023

কোষ্ঠকাঠিন্যতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ও ও-জ-ন নিয়ন্ত্রণে যবের ছাতু অনেক উপকারী।

যবের ছাতুর উপকারীতাঃ
▪️কোষ্ঠকাঠিন্যতা দূর করে।
▪️ডায়াবেটিস রোগীদের জন্য যবের ছাতু বেশী ‍উপকারী। যবের ছাতু খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় না।
▪️রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে।
▪️হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
▪️ক্লান্তি দূর হয়,শরীরে এ-নার্জি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ে।
▪️রক্তচাপ ও কোলেস্টরেল অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। নিয়মিত যবের ছাতু খেলে শরীরের মে-দ-ভূড়ি কমে যায়।
▪️ও-জ-ন নি-য়ন্ত্রনে আসে।
▪️সহজে হজম হয়, শরীর ঠাণ্ডা করে, বল ও পুষ্টি বৃদ্ধি করে এবং শু-ক্র বৃদ্ধি করে।
▪️শরীরের দাহ (জ্বালা), অস্থিরতা কমায়, খাবারের রুচি বাড়ে।
▪️রক্তের টক্সিক উপাদান বেরিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই ছোট-বড় নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়।
▪️বিভিন্ন ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ করে।
▪️হৃদ রোগের ঝুকি কমায়।
▪️প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় আমাদের ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।

✔ সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেদের তত্ত্বাবধানে বাছাইকৃত যবের দানা থেকে ছাতু তৈরি করা হয়।

খাওয়ার_নিয়ম: এক গ্লাস পানিতে ২-৩ চা চামচ যবের ছাতু মিশিয়ে খাবেন। আর যদি টেষ্টি করে খেতে চান তাহলে গুড় / লাল চিনি / মধু মিশিয়েও খেতে পারেন.

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

#ছাতু # Chhatu

27/11/2023

Barley powder offers several health benefits. It is rich in fiber, promoting digestive health and helping manage wei-ght. Additionally, it contains vita-mins and mine-rals, such as B-vita-mins and iron, contributing to overall well-being. Barley powder may also help regulate blood sugar levels and lower chole-sterol, supporting heart health. It's essential to incorporate it into a balanced di-et for optimal results.

Sattu /Chhatu drinks is desi horlicks for childrens, women, and adults. It is high in essential vita-mins and mine-rals and Chhatu/ sattu consists of cal-cium, pota-ssium, fiber, iron and mag-nesium. Another benefit of chhatu/ sattu is healthy for tee-th and bo-nes.

Health benefit of sattu/ Chhatu:

Sattu/ Chhatu, a type of flour made from roasted and ground Barley, chickpeas, gram, wheat, corn, or other grains, has several potential health benefits, including:

Rich in Protein: Chhatu/ Sattu is a good source of protein, which is essential for building and repairing muscle tissue.

Low Glycemic Index: Chhatu/ Sattu has a low glycemic index, meaning it has a slow release of glucose into the bloodstream, making it a good option for people with diabetes.

Fiber Content: Chhatu/ Sattu is a rich source of fiber, which helps with digestion and promotes feelings of fullness.

Iron and B-Vitamin Content: Chhatu / Sattu contains iron and B-vitamins, which are essential for healthy blood and energy levels.

Potential Heat-Stabilizing Effects: Some people believe that consuming chhatu/ sattu can help regulate body temperature, making it a popular choice during hot weather.

It's important to note that while chhatu/ sattu has many potential health benefits

Ready to embrace the goodness of Chhatu/sattu/ powder? 🌾

Cash on Delivery (COD) option all over Bangladesh.

Inbox us for more details.

Elevate your nutrition with barley powder – your body will thank you! 🌿

23/11/2023

কো-ষ্ঠ কা-ঠি-ন্য, উ-চ্চ র-ক্ত চা-প, ডা-য়া-বে-টিস, ও ও-জ-ন নিয়ন্ত্রণে যবের ছাতু অনেক উপকারী
যবের ছাতুর উপকারীতাঃ
▪️ডায়াবেটিস রোগীদের জন্য যবের ছাতু বেশী ‍উপকারী। যবের ছাতু খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় না।
▪️রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে।
▪️সহজে হজম হয়, শরীর ঠাণ্ডা করে, বল ও পুষ্টি বৃদ্ধি করে এবং শু-ক্র বৃদ্ধি করে।
▪️শরীরের দাহ (জ্বালা), অস্থিরতা কমায়, খাবারের রুচি বাড়ে।
▪️রক্তের টক্সিক উপাদান বেরিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই ছোট-বড় নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়।
▪️বিভিন্ন ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ করে।
▪️ক্লান্তি দূর হয়,শরীরে এ-নার্জি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ে।
▪️রক্তচাপ ও কোলেস্টরেল অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। নিয়মিত যবের ছাতু খেলে শরীরের মে-দ-ভূড়ি কমে যায়।
▪️ও-জ-ন নি-য়ন্ত্রনে আসে।
▪️হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
▪️হৃদ রোগের ঝুকি কমায়।
▪️কোষ্ঠকাঠিন্যতা দূর করে।
▪️প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় আমাদের ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।
✔ সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেদের তত্ত্বাবধানে বাছাইকৃত যবের দানা থেকে ছাতু তৈরি করা হয়।

খাওয়ার_নিয়ম: এক গ্লাস পানিতে ২-৩ চা চামচ যবের ছাতু মিশিয়ে খাবেন। আর যদি টেষ্টি করে খেতে চান তাহলে গুড় / লাল চিনি / মধু মিশিয়েও খেতে পারেন

আমাদের প্রোডাক্ট সমূহ :
1. যবের ছাতু 330 টাকা কেজি।
2. যবের ছাতু (ঢেঁকিছাটা) 380 টাকা কেজি।
3. স্পেশাল ছাতু 380 টাকা কেজি।
4. যব ছোলা মিক্সড ছাতু 315 টাকা কেজি।
5. ছোলার ছাতু 300 টাকা কেজি।
6. স্লি-ম হা-র্ব স্লি-ম টি (থাইল্যান্ড) 300 টাকা প্যাকেট।
7. কুমড়ার বড়ি।
8. কাউনের চাল।

অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন

13/11/2023
28/06/2023

ঈদ মোবারক

05/06/2023

Weather demand!

03/06/2023

আসসালামু আলাইকুম,
প্রিয় গ্রাহক আশা করি আপনি ভালো আছেন। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমাদের এই অনলাইন বিজনেস টি গত ১ বছর ধরে বন্ধ ছিল। অত্যন্ত আনন্দের সহিত আমরা আপনাকে জানাচ্ছি যে আমরা পুনরায় "অর্গা-নিক ছাতু" পেজের কার্যক্রম আরো বড় পরিসরে চালু করেছি। আপনি যদি ছাতু নিতে চান তাহলে অর্ডার করতে পারেন।

আমাদের প্রোডাক্ট সমূহ :

১. যবের ছাতু 330 টাকা কেজি
২. যবের ছাতু (ঢেঁকিছাটা) 380 টাকা কেজি
৩. ছোলার ছাতু 300 টাকা কেজি
৪. গমের ছাতু 280 টাকা কেজি
৫. ভুট্টার ছাতু 250 টাকা কেজি
৬. যব ছোলা মিক্সড ছাতু 315 টাকা কেজি
৭. যব+তিল+চাল+মিছরি+ অন্যান্য উপকরণ মিশ্রিত টেস্টি স্পেশাল ছাতু 380 টাকা কেজি
৮. স্লি-মি-ং হার্ব স্লি-ম টি (থাইল্যান্ড) ৩৫০ টাকা প্যাকেট।

ধন্যবাদান্তে
অর্গানিক ছাতু

যবের ছাতুর উপকারিতা সম্পর্কে জেনে নিন | Nutritionist Aysha Siddika 27/05/2023

যবের ছাতু সম্পর্কে পুষ্টিভিদ আয়েশা সিদ্দিকার মতামত

যবের ছাতুর উপকারিতা সম্পর্কে জেনে নিন | Nutritionist Aysha Siddika জেনে নিন পুষ্টিবিদ আয়শা সিদ্দিকার কাছ থেকে।Aysha Siddika MSc & BSc (Food & Nutrition, DU) Consultant (Diet & Nutrition) , Easy Diet BD. Ltd. চেম্বারধানমন্ডি...

26/05/2023

সতর্কতা!
‌লিফট খোলা মাত্র প্র‌বেশ কর‌বেন না। আ‌গে দে‌খে নিন "‌ফ্লোর" আ‌ছে কি না। অ‌নেক সময় লিফ‌টের দরজা আ‌সে কিন্তু ফ্লোর আ‌সে না। আপ‌নি পা দেয়ার সা‌থে সা‌থে একদম নি‌চে প‌ড়ে -মা- -রা- যে‌তে পা‌রেন। তাড়াহুরা নয় বরং ধী‌রে সু‌স্থে প্র‌বেশ করুন।

এমন দু- র্ঘ- ট- না- য় অনেক মানুষই -মা- -রা- গেছেন।
(এই ছোট্র ম্যাসেজটি অনেককে সচেতন করবে ইনশা আল্লাহ)

30/07/2022

যবের ছাতু

[শারীরিক সুস্থতায় নিয়মিত যবের ছাতু খান। কোষ্ঠকাঠিন্যতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ও ও-জ-ন নিয়ন্ত্রণে যবের ছাতু অনেক উপকারী।]

যবের ছাতুর উপকারীতাঃ

▪️সহজে হজম হয়, শরীর ঠাণ্ডা করে, বল ও পুষ্টি বৃদ্ধি করে এবং শু-ক্র বৃদ্ধি করে।

▪️শরীরের দাহ (জ্বালা), অস্থিরতা কমায়, খাবারের রুচি বাড়ে।

▪️রক্তের টক্সিক উপাদান বেরিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই ছোট-বড় নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়।

▪️বিভিন্ন ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ করে।

▪️ক্লান্তি দূর হয়,শরীরে এ-নার্জি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ে।

▪️রক্তচাপ ও কোলেস্টরেল অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। নিয়মিত যবের ছাতু খেলে শরীরের মে-দ-ভূড়ি কমে যায়।

▪️ও-জ-ন নি-য়ন্ত্রনে আসে।

▪️হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

▪️হৃদ রোগের ঝুকি কমায়।

▪️কোষ্ঠকাঠিন্যতা দূর করে।

▪️ডায়াবেটিস রোগীদের জন্য যবের ছাতু বেশী ‍উপকারী। যবের ছাতু খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় না।

▪️রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে।

▪️প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় আমাদের ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।

✔ সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেদের তত্ত্বাবধানে বাছাইকৃত যবের দানা থেকে ছাতু তৈরি করা হয়।

খাওয়ার_নিয়ম: এক গ্লাস পানিতে ২-৩ চা চামচ যবের ছাতু মিশিয়ে খাবেন। আর যদি টেষ্টি করে খেতে চান তাহলে গুড় / লাল চিনি / মধু মিশিয়েও খেতে পারেন

30/07/2022

একাধিক গবেষণায় দেখা গেছে ছাতু খেলে শরীরের নানাবিধ উপকার তো হয়ই, সেই সঙ্গে অনেকক্ষণ পেট ভরে থাকার কারণে বারে বারে খাবার খাওয়ার প্রবণতাও কমে। ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনাও হ্রাস পায়। শুধু তাই নয়, মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন...

১. শরীরকে রোগমুক্ত করে:
বেশ কিছু স্টাডিতে দেখা গেছে নিয়মিত এই পানীয়টি খাওয়া শুরু করলে দেহের ভিতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যে তার প্রভাবে রক্তে উপস্থিত টক্সিক উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ছোট-বড় নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে।

২. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়:
প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এই দুটি উপদান ত্বক এবং চুলের সৌন্দর্যতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, আর অন্যদিকে, প্রোটিন শরীরের ভিতরে যে ঘাটতি রয়েছে, তা পূরণ করে। ফলে সার্বিকভাবে শরীর, ত্বক এবং চুলের জেল্লা বৃদ্ধি পায়। প্রসঙ্গত, এইসবকটি উপাদানই ছাতুতে প্রচুর মাত্রায় রয়েছে। এবার নিশ্চয় বুঝতে পয়েছেন কেন প্রতিদিন ছাতু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

৩. এনার্জির ঘাটতি দূর হয়:
ছাতু খাওয়ার সঙ্গে সঙ্গে নিমেষে উপকারি উপাদানগুলি রক্তে মিশে যায়। ফলে সঙ্গে সঙ্গে এনার্জির মাত্রা বাড়তে শুরু করে। সেই সঙ্গে শরীরের ভিতরে ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ হওয়ার কারণে সার্বিকভাবে শরীর এবং মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি পেতে শুরু করে। সেই কারণেই তো চিকিৎসকেরা নিয়মিত প্রাতঃরাশে ছাতুর সরবত খাওয়া পরামর্শ দিয়ে থাকেন।

৪. বয়স্কদের জন্য উপকারি পানীয়:
বয়স যত বাড়তে থাকে, তত নানাবিধ শারীরিক সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। এক্ষেত্রেও কিন্তু ছাতু বিশেষ ভূমিকা পালন করে থাকে। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে ৬০ বছরের পর থেকে যদি নিয়মিত ছাতু খাওয়া যায় তাহলে একাধিক বয়সকালীন রোগ শরীরে বাসা বাঁধার কোনও সুযোগই পায় না। ফলে শেষ বয়সটা বেজায় নিশ্চিন্তেই কেটে যায়।

৫. স্টমাকের কর্মক্ষমতা বৃদ্ধি পায়:
প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ছাতুর সরবত নিয়মিত খেলে কনস্টিপেশনের মতো সমস্যার প্রকোপ কমতে শুরু করে। সেই সঙ্গে হজম ক্ষমতারও উন্নতি ঘটে। এখানেই শেষ নয়। আরও নানা উপকারে লাগে ফাইবার। যেমন ধরুন, প্রতিদিন খাবারের সঙ্গে যে পরিমাণ তেল আমাদের শরীরে প্রবেশ করে, তা স্টমাক থেকে বের করে দিতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৬. সুস্থ থাকতে শিশুদের খেতেই হবে:
শরীরের যথাযত বৃদ্ধির জন্য যে যে উপাদানগুলির প্রয়োজন পরে তা সবই উপস্থিত রয়েছে ছাতুতে। তাই তো বাজার চলতি হেলথ ড্রিঙ্কের পরিবর্তে নিয়মিত যদি শিশুদের ছাতু খাওয়ানো যায়, তাহলে দারুন উপকালে লাগে।

৭. ডায়াবেটিকদের জন্য উপকারি পানীয়:
গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার কারণে ছাতুতে উপস্থিত শর্করা খুব ধীরে ধীরে রক্তে মিশে থাকে। ফলে এই ধরনের খাবার খেলে হঠাৎ করে শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনাই থাকে না। সেই কারণেই তো ডায়াবেটিক রোগীরও ইচ্ছা হলে ছাতু খেতে পারেন। প্রসঙ্গত, একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত ছাতুর সরবত খেলে রক্তচাপ অনেকাংশেই নিয়ন্ত্রণে চলে আসে। তাই যারা হাই ব্লাড প্রেসারে ভুগছেন, তারা এই খাবারটি নিয়মিত খেলে উপকার পেতে পারেন।

৮. মেয়েদের শারীরিক ক্ষমতা বাড়ে:
পিরিয়ডের সময় শরীরে দেখা দেওয়া পুষ্টির ঘাটতি দূর করতে ছাতুর সরবতের কোনও বিকল্প হয় না বললেই চলে। ছাতুতে প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন থাকে, যা শরীরের সচলতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

তথ্যসূত্র: গুগল

অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন

Photos from অর্গানিক ছাতু - Organic Chhatu.'s post 23/06/2022

🌾 গরমে নিয়মিত যবের ছাতু খান, ক্লান্তি দূর করুন ও শরীরকে ঠান্ডা রাখুন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোষ্ঠকাঠিন্যতা ও ওজন নিয়ন্ত্রণে যবের ছাতু অনেক উপকারী। খুচরা ও পাইকারি যবের ছাতুর জন্য মেসেজ করুন অথবা কল করুন 📞 01912-229886

যবের ছাতুর উপকারীতাঃ
▪️সহজে হজম হয়, শরীর ঠাণ্ডা করে, বল ও পুষ্টি বৃদ্ধি করে এবং শুক্র বৃদ্ধি করে।
▪️শরীরের দাহ (জ্বালা), অস্থিরতা কমায়, খাবারের রুচি বাড়ে।
▪️রক্তের টক্সিক উপাদান বেরিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই ছোট-বড় নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়।
▪️বিভিন্ন ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ করে।
▪️ক্লান্তি দূর হয়,শরীরে এনার্জি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ে।
▪️রক্তচাপ ও কোলেস্টরেল অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। নিয়মিত যবের ছাতু খেলে শরীরের মেদ-ভূড়ি কমে যায়।
▪️ওজন নিয়ন্ত্রনে আসে।
▪️হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
▪️হৃদ রোগের ঝুকি কমায়।
▪️কোষ্ঠকাঠিন্যতা দূর করে।
▪️ডায়াবেটিস রোগীদের জন্য যবের ছাতু বেশী ‍উপকারী। যবের ছাতু খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় না।
▪️রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে।
▪️প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় আমাদের ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে।

✔ সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেদের তত্ত্বাবধানে বাছাইকৃত যবের দানা থেকে ছাতু তৈরি করা হয়।

#খাওয়ার_নিয়ম : প্রতিদিন সকালে খালিপেটে ও বিকালে এক গ্লাস পানিতে 2-3 চা চামচ যবের ছাতু মিশিয়ে খাবেন। আর যদি টেষ্টি করে খেতে চান তাহলে গুড় / লাল চিনি / মধু মিশিয়েও খেতে পারেন।

✅ যবের ছাতু 320 টাকা প্রতি কেজি।
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

🚒 কুরিয়ার সার্ভিস চার্জ........
▪️ঢাকার ভিতর ২ কেজি পর্যন্ত ক্যাশ অন হোম ডেলিভারী ৬০ টাকা।
▪️ঢাকার বাইরে ১ কেজি হোম ডেলিভারী ১৩০ টাকা।

#খুচরা_ও_পাইকারি নিতে মেসেজ করুন অথবা কল করুনঃ
📞 01912229886

Videos (show all)

যবের ছাতু বানানোর প্রক্রিয়া

Website

Address


669, West Ibrahimpur, Mirpur
Dhaka
1206