Central Hearing Care Center
Central Hearing Care Center
বছর ঘুরে আবারো এল ঈদুল আজহা। নেক আমলগুলোর মধ্যে কোরবানি একটি বিশেষ ইবাদত। কোরবানি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। পশু কোরবানি করা মুখ্য বিষয় নয়; বরং আল্লাহভীতিই এখানে মুখ্য বিষয়। আল্লাহ পাক এ প্রসঙ্গে বলেন, ‘আল্লাহর কাছে পৌঁছায় না এর গোশত ও রক্ত, পৌঁছায় তোমাদের তাকওয়া।
‘যে মুমিন ব্যক্তি প্রশান্ত হৃদয়ে হাসিখুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে, আল্লাহ তাআলা তার এ কোরবানিকে জাহান্নামের আজাব থেকে রক্ষার জন্য ঢালস্বরূপ বানিয়ে দেবেন।
-(ইবনে মাজাহ).
আপনাদের সকলের ঈদ ভালো কাটুক, সুস্থতার সাথে কাটুক। সেন্ট্রাল হিয়ারিং কেয়ার এর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা।
রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা আসমিআউ আল-আলিম অনুবাদ: হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে [এটি] কবুল করুন। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।
Rhinoplasty and Endoscopy sinus surgery workshop - 2024
Coblator
" আসসালামু আলাইকুম "
💚 🌹 সবাইকে জুম্মা মোবারক 🌹💚
☘🍁💐 আজ শুক্রবার 💐🍁☘
#আজকের_তারিখ_আপটেড
" ২৩ শাওয়াল - ১৪৪৫, হিজরি
" ২০ বৈশাখ - ১৪৩১, বঙ্গাব্দ
" ০৩ মে - ২০২৪, খ্রিষ্টাব্দ
এখন গ্রীষ্মকাল।
আজকের দিনটি সবার আনন্দে ও নিরাপদে কাটুক।
#আজ যাদের জন্মদিন তাদের জন্য রইলো সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টার এর পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা।
#ভালো_থাকুন_সুস্থ_থাকুন।
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
বিছমিল্লাহির রাহমানির রাহিম।
"(আরম্ভ করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে ৷৷
وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَ رْضِ ۗ وَكَفٰى بِا للّٰهِ وَكِيْلًا
ওয়া লিল্লা-হি মা-ফিছছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদি ওয়া কাফা-বিল্লা-হি ওয়াকীলা-।
"আসমানে যা আছে আর যমীনে যা আছে সব আল্লাহরই, কার্যনির্বাহক হিসেবে আল্লাহ্ই যথেষ্ট।"
(সুরায়ে নিসা ১৩২)
#হাদীস
আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, মহান আল্লাহ ডাকবেন, হে আদম (‘আঃ)! তখন তিনি জবাব দিবেন, আমি হাযির, আমি সৌভাগ্যবান এবং সকল কল্যাণ আপনার হতেই। তখন আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে বের করে দাও। আদম (‘আঃ) বলবেন, জাহান্নামী কারা? আল্লাহ বলবেন, প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন। এ সময় ছোটরা বুড়ো হয়ে যাবে। প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখাবে নেশাগ্রস্তের মত যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুতঃ আল্লাহর শাস্তি কঠিন- (হাজ্জঃ ২)। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে সেই একজন কে? তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহন কর। কেননা তোমাদের মধ্যে হতে একজন আর এক হাজারের অবশিষ্ট ইয়াজুজ-মাজুজ হবে। অতঃপর তিনি বললেন, যাঁর হাতে আমার প্রাণ, তাঁর কসম। আমি আশা করি, তোমরা সমস্ত জান্নাতবাসীর এক তৃতীয়াংশ হবে। [আবূ সা’ঈদ (রাঃ) বলেন] আমরা এ সংবাদ শুনে আবার আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। তিনি আবার বললেন, আমি আশা করি তোমরা সমস্ত জান্নাতীদের অর্ধেক হবে। এ কথা শুনে আমরা আবারও আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। তিনি বললেন, তোমরা তো অন্যান্য মানুষের তুলনায় এমন, যেমন সাদা ষাঁড়ের দেহে কয়েকটি কাল পশম অথবা কালো ষাঁড়ের শরীরে কয়েকটি সাদা পশম।
সহিহ বুখারী, হাদিস নং ৩৩৪৮
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে, কুরআন ও হাদীস অনুযায়ী বেশি বেশি আমল করার তৌফিক দান করুক
#পাঁচ_ওয়াক্ত_নামাজ_জামাতের_সহিত_আদায়_করার,সত্য কথা বলা ও মিথ্যা কথা বর্জন করার তৌফিক দান করুক
#আমিন। 💝
"💚🌹 জাযাকাল্লাহু খাইরান 🌹💚"
বিশ্ব কণ্ঠ দিবস।
"Resonate,Educate and Celebrate" এই প্রতিপাদ্য নিয়ে গত ১৬ই এপ্রিল,২০২৪ উদযাপিত হলো বিশ্ব কণ্ঠ দিবস। বিশ্বব্যাপী এটি উদযাপিত হয়, প্রতিটি মানুষের কাছে কণ্ঠস্বরের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে।
মানুষের ভয়েস /কণ্ঠ, একটি অসাধারণ যন্ত্র, যা আবেগ, চিন্তাভাবনা এবং ধারণা প্রকাশ করতে সক্ষম। এটি আমাদেরকে স্বচ্ছতা, সহানুভূতি এবং সূক্ষ্মতার সাথে যোগাযোগ করতে সক্ষম করে, যা তথ্যের আদান-প্রদান এবং অর্থপূর্ণ সম্পর্ক গঠনে ভূমিকা রাখে। শিল্পীর প্রশান্তিদায়ক সুর থেকে শুরু করে নেতাদের আবেগপ্রবণ বক্তৃতায় কণ্ঠ, সংস্কৃতি এবং প্রজন্মের মধ্যে তথ্য ও যোগাযোগ সংযোগের বাহন হিসাবে কাজ করে।
যেকোনো যন্ত্রের মতো, ভয়েসের সর্বোত্তমভাবে কাজ করার জন্য যত্ন এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তাই কণ্ঠস্বরের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু রক্ষায়, কণ্ঠস্বর স্বাস্থ্যবিধি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
"কণ্ঠস্বরের স্বাস্থ্যবিধি" বজায় রাখার জন্য এখানে কিছু প্রয়োজনীয় বিষয় তুলে ধরা হল,যা মেনে চলে,আপনি খুব সহজেই কণ্ঠস্বরের বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন :
1. হাইড্রেটেড থাকুন: ভোকাল কর্ডগুলিকে লুব্রিকেটেড এবং নমনীয় রাখার জন্য পর্যাপ্ত হাইড্রেশন অপরিহার্য। সারাদিন প্রচুর পানি পান, বারবার খাওয়ার অভ্যাস করুন, বিশেষ করে ভোকাল ব্যবহারের আগে এবং সময়কালে।
2. কিছু পদার্থ, যেমন ক্যাফেইন, অ্যালকোহল এবং তামাক, ভোকাল কর্ডের ক্ষতি করে এবং ভোকাল স্ট্রেইনে অবদান রাখতে পারে। এই ধরণের খাবার সীমিত করা বা এড়ানো, ভয়েস রক্ষা করতে সাহায্য করতে পারে।
3. কথা বলার সময় বা গান গাওয়ার সময় সঠিক মাত্রা বজায় রাখুন। যা অতি জোরেও হবে না।যেমন : Rock-Music. আবার ফিসফিস করে কথা বলাও ক্ষতিকারক,এটি স্বরযন্ত্রে চাপ সৃষ্টি করে।
4.আপনার ভয়েসকে উষ্ণ করুন: ক্রীড়াবিদরা যেমন শারীরিক ক্রিয়াকলাপের আগে ব্যায়াম করে, শরীরকে উষ্ণ করে, তেমনি ভোকাল ওয়ার্ম-আপ ভয়েস পারফরম্যান্সের জন্য ভয়েসকে প্রস্তুত করে। ভয়েসের মৃদু ব্যায়াম কণ্ঠনালীকে শক্তিশালি করে এবং কণ্ঠের নমনীয়তা উন্নত করতে সাহায্য করে।
(নিয়ম: মেরুদণ্ড সোজা রেখে বসে, পা দুটো মাটিতে সমানভাবে রেখে, এক হাত বুকের উপর এবং অপর হাত পেটের উপর রেখে, নাক দিয়ে শ্বাস নিন এবং ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। শ্বাস যতক্ষন ধরে নিবেন, শ্বাস ছাড়ার সময়টি দ্বিগুণ ধীর গতিতে ছাড়বেন)
5.অ্যামপ্লিফিকেশন ডিভাইস ব্যবহার করুন: এমন পরিস্থিতিতে যেখানে আপনাকে আপনার ভয়েস ব্যবহার করতে হবে, যেমন পাবলিক স্পিকিং বা পারফর্ম করা, ভয়েসের চাপ কমাতে যখনই সম্ভব অ্যামপ্লিফিকেশন ডিভাইস ব্যবহার করুন।
6. আপনার ভয়েসকে বিশ্রাম দিন: যেকোনো পেশীর মতো, ভোকাল কর্ডেরও বিশ্রাম প্রয়োজন। অত্যধিক কণ্ঠের চাপ এড়ান এবং আপনার কণ্ঠস্বরকে নিয়মিত বিরতি দিন, বিশেষ করে যদি আপনি ক্লান্তি বা অস্বস্তির কোনো লক্ষণ অনুভব করেন।
7. আপনি যদি ক্রমাগত কণ্ঠস্বর সমস্যা বা অস্বস্তি অনুভব করেন,তবে একজন বক্তৃতা-ভাষা রোগ বিশেষজ্ঞ বা অটোল্যারিঙ্গোলজিস্ট (কান, নাক এবং গলা বিশেষজ্ঞ) এর সাথে পরামর্শ করুন।
এই অনুশীলনগুলিকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে, আপনি কণ্ঠস্বর স্বাস্থ্য এবং দীর্ঘায়ুকে উন্নীত করতে পারেন।
আপনার যেকোনো কণ্ঠস্বরজনিত সমস্যা হলে,যোগাযোগ করতে পারেন সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টারে। এখানে অভিজ্ঞ ডাক্তার-দ্বারা গলার 'FOL Test' করা হয় এবং 'স্পীচ থেরাপি নেওয়ার সুব্যবস্থা রয়েছে।
সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টারে,ঢাকা।
যোগাযোগ: ০১৮১৪৮৪৭৬২৯
পবিত্র রমজানে,একমাস সিয়াম সাধনার পর এলো খুশির উত্সব "ঈদ"।
আপনাদের আনন্দ উদযাপন কল্যাণময় হোক, সকলকে সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টারের পক্ষ থেকে, ইদ মোবারক।
“তাকাব্বাললাল্লাহু মিন্না ওয়া মিন্কুম্”,
অর্থ: “আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন”।
সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টার,ঢাকা।
📞 ০১৮১৪-৮৪৭৬২৯
বয়স বা অন্যান্য কারণে কানে শুনতে সমস্যা হচ্ছে? 'সঠিক হিয়ারিং এইড' আপনার শোনার শক্তিকে ফিরিয়ে আনতে পারে। উন্নত প্রযুক্তির এই হিয়ারিং এইডগুলো ব্যবহার করে পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে স্বাভাবিকভাবে আবার কথা বলুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনুন🤍
যোগাযোগ:
ঠিকানা: সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টার,ঢাকা।
মোবাইল: 01814-847629
হিয়ারিং এইড ব্যবহারের সহজ পদ্ধতি ও পরিচর্যা:
১। হিয়ারিং এইড একটি ইলেকট্রনিক্স ডিভাইস তাই এটাকে পানি, আগুন ও ধুলাবালি হতে দূরে রাখতে হবে।
২। বৃষ্টির দিনে বাইরে হেয়ারিং এইড পড়লে,সাবধানতা অবলম্বন করতে হবে।
যাতে কোনভাবেই হেয়ারিং এইডে পানি না লাগে।
৩। কোন কারণে যেন হিয়ারিং এইড হাত বা কান থেকে না পড়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
৪। Ear Mould পরিষ্কার রাখতে হবে। না হলে সেখান থেকে কানে ইনফেকশন হতে পারে।এছাড়াও Ear Mould-এ ময়লা জমে থাকলে, হিয়ারিং এইড দিয়ে শুনতে অসুবিধা হয়।
৫। অজু-গোসল-খেলাধুলা ও ঘুমানোর আগে হিয়ারিং এইড কান থেকে সরিয়ে,ব্যাটারির কম্পার্টমেন্ট খুলে রেখে, হিয়ারিং এইডটি অফ করে দিবেন।
৬। আমাদের দেশের আবহাওয়ায় জলবায়ুর পরিমাণ বেশি থাকার কারণে,আপনার হিয়ারিং এইডটিকে ভালো রাখতে,যখন হিয়ারিং এইড ব্যবহার করবেন না,তখন ব্যাটারী খুলে রেখে, হিয়ারিং এইডটিকে 'Dry Box' এ রাখার ব্যবস্থা করতে পারেন। এতে মেশনটি ভালো থাকে।
যেকোনো ধরনের হেয়ারিং এইড সম্পর্কে জানতে, কিনতে কিংবা ফ্রী ট্রায়ালের জন্য যোগাযোগ করতে পারেন Central Hearing Care Centre-এ.
ঠিকানা: সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টার, শান্তিনগর,ঢাকা।
📞০১৮১৪-৮৪৭৬২৯
বয়স বা অন্যান্য কারণে কানে শুনতে সমস্যা হচ্ছে? 'সঠিক হিয়ারিং এইড' আপনার শোনার শক্তিকে ফিরিয়ে আনতে পারে। উন্নত প্রযুক্তির এই হিয়ারিং এইডগুলো ব্যবহার করে পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে স্বাভাবিকভাবে আবার কথা বলুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনুন🤍
যোগাযোগ:
ঠিকানা: সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টার,ঢাকা।
মোবাইল: 01814-847629
হিয়ারিং এইড ব্যবহারের সহজ পদ্ধতি ও পরিচর্যা:
১। হিয়ারিং এইড একটি ইলেকট্রনিক্স ডিভাইস তাই এটাকে পানি, আগুন ও ধুলাবালি হতে দূরে রাখতে হবে।
২। বৃষ্টির দিনে বাইরে হেয়ারিং এইড পড়লে,সাবধানতা অবলম্বন করতে হবে।
যাতে কোনভাবেই হেয়ারিং এইডে পানি না লাগে।
৩। কোন কারণে যেন হিয়ারিং এইড হাত বা কান থেকে না পড়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
৪। Ear Mould পরিষ্কার রাখতে হবে। না হলে সেখান থেকে কানে ইনফেকশন হতে পারে।এছাড়াও Ear Mould-এ ময়লা জমে থাকলে, হিয়ারিং এইড দিয়ে শুনতে অসুবিধা হয়।
৫। অজু-গোসল-খেলাধুলা ও ঘুমানোর আগে হিয়ারিং এইড কান থেকে সরিয়ে,ব্যাটারির কম্পার্টমেন্ট খুলে রেখে, হিয়ারিং এইডটি অফ করে দিবেন।
৬। আমাদের দেশের আবহাওয়ায় জলবায়ুর পরিমাণ বেশি থাকার কারণে,আপনার হিয়ারিং এইডটিকে ভালো রাখতে,যখন হিয়ারিং এইড ব্যবহার করবেন না,তখন ব্যাটারী খুলে রেখে, হিয়ারিং এইডটিকে 'Dry Box' এ রাখার ব্যবস্থা করতে পারেন। এতে মেশনটি ভালো থাকে।
যেকোনো ধরনের হেয়ারিং এইড সম্পর্কে জানতে, কিনতে কিংবা ফ্রী ট্রায়ালের জন্য যোগাযোগ করতে পারেন Central Hearing Care Centre-এ.
ঠিকানা: সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টার, শান্তিনগর,ঢাকা।
📞০১৮১৪-৮৪৭৬২৯
পৃথিবীর একমাত্র Self-Fitting Hearing Aid,সহজে ব্যবহারযোগ্য, রিচার্জেবল ব্যাটারির সুবিধা,চমৎকার ডিজাইন।
Earkart Hearing Aid.
Central Hearing Care Center,Dhaka.
📞01814-847629
শব্দহীন পৃথিবী কল্পনাই করা যায় না। আপনি বা আপনার পরিবারের, কোনো সদস্য যদি কানে কম শুনতে পান, তাহলে অবশ্যই একটি ভালো মানের Hearing Aid machine,আপনার শোনার ব্যবস্থা করে দিতে পারবে।শুধু প্রয়োজন একটি সঠিক ব্যবস্থা গ্রহণ।
কানের পরীক্ষা এবং বিভিন্ন ধরনের Hearing Aid নিতে যোগাযোগ করতে পারেন, Central Hearing Care Center,Dhaka.
📞01814-847629
বাজার থেকে কেনা ,যেকোনো কানের মেশিন, কখনোই আপনার জন্য একটি উত্তম সমাধান নয়.উপযুক্ত কানের পরীক্ষা করে,আপনার জন্য সঠিক কানের মেশিন/ Hearing Aid-টি বেছে নিতে আজই যোগাযোগ করুন, Central Hearing Care Centre এ.
Central Hearing Care Centre, Shanti-Nagar, Dhaka.
Contact: 01814-847629
Your ears connect you to the world; cherish the Symphony of sounds that surround you.
Presenting a brand new elegant designed, Self-Fitting Hearing Aid.
1. Rechargeable Battery.
2. Self-Fitting.
3. Bluetooth,App Connectivity.
4. Elegant Design.
5. 2 Years Warranty Facilities.
6. Active Noise Reduction.
7. 5 listening Programs for better tunning.
To order or further queries please contact "Central Hearing Care Centre,Dhaka" 📞01814-847629
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে,ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
আগামীকাল বাংলাদেশ এর প্রধান সংবাদ পত্রগুলোর প্রধান খবর কি হতে পারে?
যা জেনে জাতি উপকৃত হবে।
সর্বচ্চো পুরস্কার ধন্যবাদ।
Good Morning
আপনি কি জানেন?
দৃশ্যমান কানের অংশ/ external ear না থাকলেও, আমরা কিন্তু শুনতে পারি. শব্দ আমাদের কানে দুইভাবে পরিবাহিত হয়:
1. Air Conduction.
2. Bone Conduction.
Bone Conduction Hearing Aid ব্যবহার করে, খুব সহজেই একজন কানের দৃশ্যমান অংশটি না থাকা মানুষও, শব্দ শুনতে পারে এবং আমাদের সাথে easily communication/ যোগাযোগ করতে পারে.
যোগাযোগ:
সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টার
মালিবাগ ও শান্তিনগর এর মাঝখানে, ট্রপিক্যাল রাজিয়া কমপ্লেক্স, শান্তিনগর, ঢাকা।
01814847629
Back home from UAE
Happy Republic day of India
Happy Republic day, Joy Hind!
Click here to claim your Sponsored Listing.
Tips for a Wise Buyer
Our main concern is to ease the process of getting used to with a hearing aid which can make change in their life style. The simplest sounds can be a great source of joy. We say "Why miss a decibel of life" , "Discover better sound, without compromising your style"
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Website
Address
26/1, Chamelibagh Tropical Razia Complex, Beside Twin Tower, Nearst Malibag Mor
Dhaka
1217
Savar
Dhaka, 23287
মেডিকেল টেকনোলজিষ্টরা দেশের বোঝ নয়, দ?
Dhaka
Dhaka, 1000
Medipath is online medical pathology services for your. We are collecting online pathology test door to door as per requirement
Dhaka
☞T3 ☞T4 ☞TSH ☞FT3 ☞FT4 ☞ PCT ☞CRP ☞SAA ☞IL-6 ☞cTnI ☞TnT ☞BNP ☞NT-pro-BNP ?
257 Kabirajbag, Dania , Jatrabari
Dhaka, 1236
it's only for medical services. such as medical information, medicine home services, pathology samp
12 Siddeshwari Lane, Rajmoti Palace, Flat C4, 12 SIDDESHWARI LANE, Shantinagar
Dhaka, 1217
All about the brain and Neuro development disability specialist speech language therapist for stoke aphasia , autism
House 10, Road 8, Baridhara J Block
Dhaka, 1212
-আমরা দিচ্ছি বাসা থেকে Covid-19 পরীক্ষা করা?
Kamrangir Char, Dhaka
Dhaka, 1211
এটা একটি ভেষজ জাতীয় প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন বিষয়ে চিকিৎসা দেওয়া হয়।
Topkhana Road BMA Bhavan Bangladesh Medical Association
Dhaka
Surgical item Online Shop All kinds of medical Items Scientific Surgical Pathological Reagent Labo