Eccovalley

Eccovalley

মানসম্মত পণ্য ঘরে বসে ক্রয়-বিক্রয় করা? visit করুন প্লিজ www.eccovalley.com

নতুন উদ্যোক্তাদের product ও service গুলো সারাদেশে সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য আমরা নিরলস ভাবে কাজ করছি! যে কেউ তাদের পণ্য ও সেবা এই page ও website এর মাধ্যমে বিক্রি ও বিজ্ঞাপন প্রচার করতে পারেন সহজেই কোন রকম ঝামেলা ও খরচ ছাড়াই!

01/10/2024

আফসোস লীগের হারামিরা কই?

24/09/2024
23/09/2024
22/09/2024

আল্লাহ সুরা তওবার ৮২ নং আয়াতে উল্লেখিত মানুষদের উদ্দেশ্যে নবী (সাঃ) এর নাজিল করেন এই আয়াতঃ
"অতঃপর আল্লাহ যদি আপনাকে তাদের কোন দলের কাছে ফেরত আনেন এবং তারা অভিযানে বের হওয়ার জন্য আপনার অনুমতি প্রার্থনা করে, তখন আপনি বলবেন, তোমরা তো আমার সাথে কখনো বের হবে না এবং তোমরা আমার সঙ্গী হয়ে কখনো শক্রর সাথে যুদ্ধ করবে না। তোমরা তো প্রথমবার বসে থাকাই পছন্দ করেছিলে; কাজেই যারা পিছনে থাকে তাদের সাথে বসেই থাক।"
আল কোরআন, সুরা তওবা, আয়াত-৮৩

আমাদের জন্য শিক্ষাঃ
এরা (মুনাফিক ও ফ্যাসিবাদী) যদি ভবিষ্যতে কোন জিহাদে অংশগ্রহনের ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ হল যে, তখন আপনি প্রকৃত বিষয়টি তাদেরকে জানিয়ে দিন যে, তোমাদের কোন কথা বা কাজে বিশ্বাস নেই। তোমরা জিহাদেও যাবে না, বা আমার (রাসূলের) পক্ষ হয়ে ইসলামের কোন শক্রর বিরুদ্ধে জিহাদেও অংশ নেবে না।
অন্য আয়াতেও আল্লাহ্ তা'আলা মুনাফিকদেরকে বলেন, “তোমরা (ইমানদাররা) যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন যারা পিছনে রয়ে গিয়েছিল, তারা বলবে, ‘আমাদেরকে তোমাদের সংগে যেতে দাও। তারা আল্লাহর বাণী পরিবর্তন করতে চায়। বলুন, ‘তোমরা কিছুতেই আমাদের সংগী হতে পারবে না। আল্লাহ আগেই এরূপ ঘোষণা করেছেন।” [সূরা আল-ফাতহঃ ১৫]
কারণ, তাদের এক অপরাধ অন্য অপরাধকে ডেকে এনেছে, আল্লাহ অন্যত্র বলেন, “আর তারা যেমন প্রথমবারে তাতে ঈমান আনেনি, তেমনি আমিও তাদের অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ পাল্টে দেব এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদভ্ৰান্তের মত ঘুরপাক খাওয়া অবস্থায় ছেড়ে দেব। [সূরা আল-আনআমঃ ১১০]

ইসলামি শরীয়তের বিধান প্রতিষ্ঠায় যারা অন্য আদর্শ গ্রহণ করবে বা অন্য যে কোন আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে অনুসারী হবে তাদের উদ্দেশ্যেই এই আয়াত সমূহ নাজিল হয়েছে!
তারা সত্যিটা সামনে আসলেও বা জানলেও সত্যিকে গ্রহণ করতে পারবে না, বিভিন্ন অজুহাতে তাদের পাপের সিদ্ধান্ত থেকে বের হতে পারবে না!
তারা আল্লাহ বিরোধী কর্মকাণ্ডকেই ঠিক ভাবতে থাকবে, পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ও আজাব!
আল্লাহ আমাদের সকলকেই সত্যি জানা ও পালনের তৌফিক দান করুন! আমীন!

21/09/2024

বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি করা,খুন করা আর ইসলামের শত্রু মানুষ নামধারীদের মুখে জাতীয় সংগীত আর লাল সবুজ পতাকা নিয়ে বেশী দেশ প্রেম দেখা যাচ্ছে!
ছিঃ ছিঃ দূষিত রক্ত!

20/09/2024

ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে ছাত্রলীগ, যুবলীগ এরা কোন পক্ষে থাকবে ভারত না বাংলাদেশের পক্ষে??

20/09/2024

ভুতের গলায় রাম নাম

19/09/2024

শাহরিয়ার কবির। লেখক সাংবাদিক। মুক্তিযুদ্ধের সময়ে একত্রিশ বছরের মজবুত দেহের এক শক্তিশালী যুবক। এই বয়সেও তিনি স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেন নি।
স্বাধীন বাংলা বেতারের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন বেগম মুশতারী শফি "জাহানারা ইমামের স্মৃতির উদ্দেশ্যে লেখা চিঠি" বইতে বলেছেন, শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীকে মুরগী সাপ্লাই করতেন। মুশতারী শফি'র জীবিত কালে মুখে তালা দিলেও, মারা যাওয়ার পরে তিনি এই ঘটনা অস্বীকার করে চলেন!
এদের থেকে সাবধান!

19/09/2024

আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেনঃ

"কাজেই তারা অল্প কিছু হেসে নিক, তারা প্রচুর কাঁদবে(১) সেসব কাজের প্রতিফল হিসেবে যা কিছু তারা করেছে।"
সুরা তওবা, আয়াত-৮১!

দুনিয়ায় আমরা যা কিছু করি না কেন, ভলো হোক কিংবা মন্দ সবকিছুর প্রতিদান সরূপ আমরা হেসে নেওয়ার সুযোগ পাব, বাকি থাকবে শুধু পরকালের প্রতিদান!
অর্থাৎ নিশ্চিতই এমনটি ঘটবে যে, তাদের এ আনন্দ ও হাসি হবে অতি সাময়িক। এরপর আখেরাতে তাদেরকে চিরকাল কাঁদতে হবে।
এ আয়াতের তফসীরে ইবন আব্বাস থেকে বিভিন্ন বর্ণনায় এসেছে “দুনিয়া সামান্য কয়েক দিনের অবস্থানস্থল, এতে যত ইচ্ছা হেসে নাও। তারপর দুনিয়া যখন শেষ হয়ে যাবে এবং আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হবে, তখনই কান্নার পালা শুরু হবে যা আর নিবৃত্ত হবে না।”

আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমীন!

17/09/2024

ইনশা আল্লাহ আপনিই পারবেন!

16/09/2024

দমে যাওয়ার নাম কি বাংলাদেশের ছাত্র!!
আল্লাহ স্যারকে সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুন!!

16/09/2024

জংলী ও ভোগী!

15/09/2024

রক্তাক্ত পিলখানা, ডাকিনি হাসিনা!!

15/09/2024

আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেনঃ

"পেছনে থাকা লোকগুলো আল্লাহর রাসূলের বিপক্ষে বসে থাকতে পেরে খুশি হল, আর তারা অপছন্দ করল তাদের মাল ও জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে এবং তারা বলল, ‘তোমরা গরমের মধ্যে বের হয়ো না’। বল, ‘জাহান্নামের আগুন অধিকতর গরম, যদি তারা বুঝত।"
সুরা তাওবা, আয়াত - ৮১।

তাবুকের যুদ্ধে পলায়নপর ফাসিকদের উদ্দেশ্য এই আয়াতটি নাজিল হয়েছে এবং মুসলমানদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে!
আমাদের জন্য শিক্ষাঃ
১) এতে ইঙ্গিত করা হয়েছে যে, এরা আনন্দিত হচ্ছে যে, তারা নিজেদেরকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিতে পেরেছে এবং জিহাদে শামিল হতে হয়নি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ্ তা'আলা তাদের এহেন সম্মানের যোগ্য মনে করেননি। কারণ তারা হয় মুসলিমদের ক্ষতি করত না হয় তাদের অন্তর অপবিত্র হওয়ার কারণে জিহাদের সৌভাগ্য তাদের নসীব হয়নি।
২) এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে ঘরে বসে রইল। আর শুধু নিজেরাই বসে রইল না; বরং অন্যান্য লোকদেরকেও এ কথাই বুঝাল যে, “গরমের সময়ে জিহাদে বেরিয়ো না”। এখানে এবিষয়ে স্পষ্ট যে, আল্লাহ পথে বাধাদানকারীরাও ক্ষতিগ্রস্তদের সামিল।
৩) কিন্তু , দোযখের আগুনের উষ্ণতার তুলনায় দুনিয়ার (গ্রীষ্মের) উষ্ণতা কিছুই নয়, তাহলে তারা কখনই পিছনে থাকত না। হাদীসে বর্ণিত হয়েছে যে, দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের ৭০ অংশের একাংশ। অর্থাৎ, জাহান্নামের আগুনের উষ্ণতা দুনিয়ার আগুনের থেকে ৬৯ গুণ বেশী। (বুখারীঃ জাহান্নামের বর্ণনা অধ্যায়)
সুতরাং অন্যায় ও জুলুমের প্রতিবাদ করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ!
হে আল্লাহ! আমাদের তৌফিক দান করুন আমরা যেন জুলুমের বিরুদ্ধে জিহাদ করতে পারি, আমীন!

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আল্লাহ দুনিয়াতে কিছু নজির দেখিয়ে, কঠিন শাস্তি পরকালের জন্য রেখে দেন! কালা মানিক, তোকে আর কতো অপমান আর লাঞ্চিত করলে তুই ল...

Telephone

Address


Dhaka
1000

Other Dhaka beauty salons (show all)
manja manja
Rd 27 Dhanmondi
Dhaka

Salon

BEAUTY RAINS BEAUTY RAINS
সেকশন-৬, ব্লক-এ, রোড-এভিনিউ ৫, বাড়ি নং-৪৬, মিরপুর, ঢাকা।
Dhaka, 1216

Here we provide the best services in reasonable price.

MENZ Option - Saloon for Men MENZ Option - Saloon for Men
Ring Tower (3rd Floor), House 6/A, Ring Road, , Mohammadpur, Dhaka/1207
Dhaka, 1209

MENZ Option offers a complete solution to all of your grooming needs.Equipped with high end products.

RED Beauty Studio & Salon RED Beauty Studio & Salon
Plot 11, Concord Modhumoti Plaza, Block G Road No. 11, Banani
Dhaka, 1212

Banani Branch: Concord Modhumoti Plaza, 8th Floor, House 11, Road 11, Block-G, Banani (Old Aarong)

The ordinary The ordinary
2/4 Brobag Mirpur/2
Dhaka, 1216

The Ordinary Skincare Products

Begum Bazar Begum Bazar
South Banasree
Dhaka, 1219

Authentic Beauty and Skin Care products.

Ruper Cosmetics Bazaar Ruper Cosmetics Bazaar
Dhaka

এখানে সকল প্রকার কসমেটিকস এবং বিউটি আ?

Energy Plus Energy Plus
Mirpur 10
Dhaka, 1216

Trusted Online Shop.

Thomas All Likhon Thomas All Likhon
Thomas All Likhon
Dhaka

Morin.com.bd Morin.com.bd
Lalmatia, Dhaka
Dhaka, 1207

পাকা চুল কলপ করার দিন শেষ শুধু একটি শ্?

Rayna's Mehedi gallery Rayna's Mehedi gallery
231 Pagla Mazar, Moghbazar
Dhaka, 1217

This page is for womens who want to make their hand look beautiful by heena/ Mehedi.

N.akter's Queen N.akter's Queen
Uttara 7
Dhaka

All beauty products