ঢাকাদক্ষিন ইসলামিক মিডিয়া

আসসালামুয়ালাইকুম
ঢাকাদক্ষিণ ইসলামি?

03/05/2024

সেই চিরচেনা বলিষ্ঠ কন্ঠ।আল্লামা মামুনুল হক দাঃ বাঃ
নয়া যমানার ইতিহাসের নাম!মানুষের ভালোবাসা থেকে
তাকে আলাদা করা যায়নি। আর যাবেও না ইন্শা-আঃ।

09/02/2024

উত্তর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্দ্যেগে আয়োজিত ৯ম তাফসীরুল ক্বোরআন মাহফিল আগামী ১২ ফেব্রুয়ারী রাত ১১ ঘটিকায় তাফসীর পেশ করবেন
👉মুফতি রিজওয়ান রফিকী সাহেব, ঢাকা👈
স্থানঃ উত্তর রায়গড় জামে মসজিদ সংলগ্ন মাঠ।

21/01/2024

ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসা❤️

18/01/2024

পূর্ব সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান বহু বুযুর্গানের স্মৃতি বিজড়িত ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসার ৬৮ তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২০ জানুয়ারী ২০২৪ ইংরেজি রোজঃ শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এতে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করি।

02/01/2024

উত্তর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্দ্যোগে আয়োজিত ৯ম তাফসীরুল ক্বোরআন মাহফিল আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ ইংরেজি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

02/01/2024
01/01/2024

জামিয়া মাদানীয়া রায়গড় মাদরাসার ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ১০ জানুয়ারি বুধবার ২০২৪ইং অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এতে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করি।

25/08/2023

শের ❤️-- সুন্দর সুন্দর উর্দু শের ! ❤️

ঢাকাদক্ষিন ইসলামিক মিডিয়া

14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ....
না ফেরার দেশে চলে গেলেন কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রহঃ।

আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসীব করুন। আমীন।

19/07/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

জামেয়া ইসলামিয়া বারকোট মাদ্রাসার সাবেক মুহতামীম হাফেজ মাওলানা আব্দুল গফ্ফার (রহঃ) এর দ্বিতীয় পুত্র, ঢাকাউত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা ও জামেয়া হুসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস সৈয়দপুর মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা জামিল আহমদ সাহেব দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রাত ৯.৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন

আল্লাহ তাআলা নানা কে ক্ষমা করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

জানাযার নামাজ আগামীকাল বাদ যোহর পশ্চিম ধারাবহর গুলবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।)

18/06/2023

কুরবানীর জরুরি ৬৬ টি মাসআলা!
________________________________________________

১.কার উপর কুরবানী ওয়াজিব?
উঃ জিলহজ্জ মাসের ১০ সুবহে সাদিক থেকে১২ তারিখ
সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি নিছাব পরিমাণ সম্পদ থাকে ৭ঃ৫ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে ৫২ ভরি রুপা থাকে তার উপর কুরবানী ওয়াজিব।

২.নিছাবের মেয়াদ কত দিন?
উঃ ৩ দিন, জিলহজ্জ মাসের ১০,১১ এবং ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত।

৩. তিন দিনের মধ্যে কোন দিন কুরবানী করা উত্তম?
উঃ ১০ তারিখে প্রথম দিন।

৪.যদি নাবালক এর নিছাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানী ওয়াজিব হবে কি ?
উঃ না।

৫.বালেক সুস্থ মস্তিষ্ক না নিছাব পরিমাণ সম্পদ আছে তার উপর কুরবানী ওয়াজিব হবে কি ?
উঃ- না

৬.যদি নাবালেক এর নিছাব পরিমাণ সম্পদ থাকে এর পক্ষে থেকে কুরবানী দেওয়া কি?
উঃ মুস্তাহাব, ওয়াজিব না।

৭.দরিদ্র লোকের উপর কুরবানী কি ওয়াজিব?
উঃ- না, তবে যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে
তখন সে পশু কুরবানী করা ওয়াজিব।

৮.কেউ যদি কুরবানির দিন গুলোতে কুরবানির দিতে না পারে তাহলে কি করবে, যদি সে নিছাব পরিমাণ সম্পদ আছে, কোন সমস্যায় দিতে পারে নি তাহলে কি করবে?

উঃ-একটা ছাগল যে কুরবানী উপযুক্ত সে ছাগলের সমপরিমাণ টাকা সদকা করে দিবে ন এটা হলো যারা পশু ক্রয় করতে পারেনি তাদের জন্য।
কিন্তু যারা পশু কিনেছেন কিন্তু তিন দিনের মাঝে কুরবানী দিতে পারেন নি তাহলে তার জন্য করণীয় হলো সে পশু সদকা করে দেওয়া।

আবার যদি কেউ তিন দিন পর জবাই করে ফেলে তাহলে সে ঐ পশুর গোশত ওজন করবে তারপর যদি ঐ পশুর ক্রয়ের টাকা থেকে কম হয় তাহলে গোশত সহ
যতো টাকার গোশত কম হয়েছে পুরো টাই সদকা করতে হবে। ধরনে আপনি ২০ হাজার দিয়ে কিনেছেন ওজন দিয়ে দেখলেন ১৮ হাজার টাকার গোশত হয়েছে
গোশতের আরও ২ হাজার টাকা সদকা করতে হবে।

৯.প্রথম দিন কখন থেকে কুরবানী করা যাবে?
উঃ যে এলাকায় জুমার নামাজ,এবং ঈদের নামাজ ওয়াজিব সে এলাকায় ঈদের নামাজের আগে কুরবানী করা জায়েজ নেই। তবে কোন প্রকার দুর্ঘটনা ঘটে গেলে
যদি ঈদের নামাজ না পড়া যায় তাহলে করনীয় হলো সূর্য মধ্যে আকাশ অতিক্রম করার পর কুরবানী করা জায়েজ হবে।

১০.রাতে কুরবানী দিলে কি হবে?
উঃ ১০,১১ তারিখে রাতে দিলে হবে ১২ তারিখ রাতে দিলে হবে না।

১১.কোন কোন পশু দিয়ে কুরবানী দেওয়া জায়েজ?
উঃ- গরু,উট,মহিষ,দুম্বা, ছাগল এবং ভেড়া।

১২.পশু দের লিঙ্গ ভেদ করতে হবে কি?
উঃ- না, পুরুষও মহিলা উভয় দিয়ে হবে।

১৩.পশুর বয়স সীমা কত?
উঃ উট কম পক্ষে ৫ বছর,গরু মহিষ ২ বছর
ভেড়া, দুম্বা ছাগল ১ বছর।
ভেড়া এবং দুম্বা ১ বছর হয়নি তবে বলিষ্ঠ মনে হয়
যে এক বছর হয়েছে তাহলে এটা দিয়ে কুরবানী হবে।
তবে ছাগল ১ বছরের নিচে কোন ভাবে হবে না।

১৪.শরীক সর্বোচ্চ কত জন হওয়া যাবে?
উঃ উট,গরু,মহিষে সর্বোচ্চ ৭ জন কমে হলে সমস্যা নেই তবে একা দেওয়া উত্তম । ছাগল, দুম্বা, ভেড়া তে একজন।

১৫.গোশত ভাগে কম বেশি হলে?
উঃ- কারো কুরবানী সহীহ হবে না।

১৬. শরীকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে দেয় তাহলে?

উঃ- কারো কুরবানী হবে না।

১৭.কুরবানীর পশুতে আকিকা দেওয়া যাবে?
উঃ- হ্যাঁ, তবে উট, গরু,এবং মহিষে।

১৮. শরীক দার দের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরা টাকা হারাম হয় তাহলে কি কুরবানী হবে?

উঃ- না না না! কারো কুরবানী হবে না।

১৯. গরু, মহিষ উট একা কুরবানী নিয়তে কিনার অন্য কাউকে কি শরীক করা যাবে?

উঃ- ধনী হলে পারবে অর্থাৎ যার উপর ওয়াজিব , তবে গরিব ওয়াজিব না কুরবানী তার উপর। পশু কিনে ফেলছে কুরবানীর নিয়তে তাহলে শরীক করা যাবে না একাই দিতে হবে।

২০.কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম?
উঃ- রিষ্ট পুষ্ট, তাজা পশু নির্বাচন করা সুন্নত।

২১.যে পশু তিন পায়ে ভর করে চলে এমন পশু ধারা কি কুরবানী হবে?

উঃ- না

২২.রোগ্ন পশু দিয়ে কি কুরবানী হবে?
উঃ- না

২৩.দাঁত ছাড়া পশু দিয়ে কি কুরবানী হবে?
উঃ একটা দাত নেই এটা কোন ভাবেই হবে না ,অথবা কিছু আছে তবে ঘাস খেতে পারে না এমন পশু ধারা কুরবানী হবে না।

২৪. শিং ছাড়া পশু দিয়ে কুরবানী হবে কি ?
উঃ জন্মগত যে পশুর শিং নেই সেটা ধারা হবে।
তবে পরবর্তীতে যেটা ভেঙ্গে যায় আর তার ফলে মস্তিষ্কে ক্ষতি হয় এমন পশু ধারা হবে না। তবে অর্ধে হলেও হবে।

২৫.লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কুরবানি হবে কি?
উঃ যদি পশুর লেজ বা কান অর্ধেক বা তার বেশি কাটা হয় তাহলে সে পশু ধারা কুরবানী হবে না।
তবে অর্ধেকের কম হলে হবে।

২৬.অন্ধ পশু ধারা কুরবানী করা যাবে কি?
উঃ- না তবে যে পশুর এক চোখ ও অন্ধ সেটা দিয়েও হবে না।



২৭.কুরবানীর নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে?

উঃ- ধনী হলে আরেক টা ক্রয় করবেন।
এবং গরিব ওয়াজিব নয় এমন ব্যক্তি ক্রয় করতে হবে না
তবে কিনার পরে যদি আবার প্রথম পশু ফিরে পাওয়া যায় তাহলে ধনী ব্যক্তি যেকোন একটা কুরবানী করলে হবে, তবে দুটা করা উত্তম একটা করলেও হবে।

** আর গরিব ব্যক্তি যদি হয় তাহলে দুটাই দিতে হবে।
দুটাই দেওয়া তখন ওয়াজিব।

২৮.গর্ভবতী পশু কুরবানী করা কি জায়েজ আছে?
উঃ- হ্যা জায়েজ।

২৯.পশু জবাইয়ের পরে যদি বাচ্চা কে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে?
উঃ- বাচ্চা ও জবাই দিতে হবে।

৩০.জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন করনীয় কি?

উঃ- সে পশু জবাই করা জায়েজ আছে, তবে মাকরূহ!

৩১.পশু ক্রয় করার পর যদি এমন কোন দোষ দেখা যায় যে দোষ গুলো থাকিলে কুরবানী হয় না তখন করনীয় কি?
উঃ- এই পশু ধারা কুরবানী হবে না।
তবে এখানে গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে
ধনী ব্যক্তির জন্য জায়েজ নয়।

৩২.আপনি কোন পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করলেন বয়স কত সে বললো ২ বছর যদি সেটার আসলে বয়স ২ বছর না হয় তখন কি করনীয় বা কুরবানী কি হবে?

উঃ- হ্যা হবে তবে যে বিক্রেতা মিথ্যা বলেছে তার গুনা হবে।

৩৩.পশু কোথায় জবাই করা উত্তম?
উঃ- যেখানে পরিবেশ দূষিত হওয়ার আশংকা কম থাকে।

৩৪. পশু কে জবাই করা উত্তম?
উত্তমঃ- নিজের পশু নিজে কুরবানী করা উত্তম।

৩৫.বন্ধা পশু ধারা কুরবানী হবে কি?
উঃ- হ্যা হবে ।

৩৬.অনেক সময় হুজুর জবাই করার পর দেখা যায় সম্পূর্ণ হয় নি আবার অন্য জন তরবারি হাতে নিয়ে
রগ বা শিরা কাটতে যায় এটা কি জায়েজ হবে?

উত্তরঃ- হ্যা জায়েজ আছে তবে উভয় ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহ আকবার না বললে কুরবানী হবে না।
একজন যদি না বলে সেক্ষেত্রে ও কুরবানী বাতিল হয়ে যাবে।

৩৭. কুরবানীর পশু ধারা উপকৃত হওয়া যাবে কি?
উঃ না এটা কোন ভাবে জায়েজ নেই।

৩৮.কুরবানীর পশু ধারা যদি আপনি হাল চাষ করে ফেলেন সেক্ষেত্রে করনীয় কি?
উঃ অন্য পশু ধারা করলে যে পারিশ্রমিক আসত সে পরিমান টাকা সদকা করে দেওয়া।

৩৯.কুরবানির পশুর,দুধ পান করা যাবে কি?
উঃ- না

৪০. যদি পশুর জবাইর আগে মন হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে তাহলে করনীয় কি?

উঃ- সে দুধ দহন করে সদকা করে দিতে হবে.
ভুলে খেয়ে ফেললেন তখন যে পরিমাণ পান করেছেন সে পরিমাণ অর্থ সদকা করতে হবে।

৪১.পশু ক্রয় করার পর শরীক মারা গেল তখন কি করবে?

উঃ- তার ওয়ারিশ রা যদি বলে কুরবানী করেন তাহলে
করতে পারবেন, আর যদি বলে না করতে পারবেন না তাহলে টাকা দিয়ে দিতে হবে।
তবে চাইলে পরবর্তী আরেক জন শরীক করতে পারবেন।

৪২.জবাইয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবেন?

উঃ- ঐ বাচ্চা জীবিত সদকা করে দিতে হবে।
সদকা না করলে পশুর সাথে জবাই করতে হবে।
এখানে জবাই করা বাচ্চার গোশত সদকা করে দিতে হবে, আপনে খেতে পারবেন না।

৪৩.মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কি কুরবানী করা যাবে?

উঃ- হ্যা করা যাবে, তবে উসিয়ত করে গেলে গোশত সদকা করে দিতে হবে। উছিয়ত না করলে আপনে খেতে পারবেন।

৪৪.তিন দিনের বেশি কুরবানীর গোশত রাখা যাবে?
উঃ- হ্যা রাখা যাবে যতো দিন ইচ্ছে!

৪৫.অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে?
উঃ- না, পূর্ণ ওজন করে ভাগ করতে হবে।

৪৬. তিনের এক অংশ গরীব কে দেওয়া, যদি সেটা না দেই তাহলে কি কুরবানী হবে? (আমরা যেটা কে সমাজের গোশত বলি)
উঃ- হ্যা হবে তবে সেটা বড় কৃপ্রনতার পরিচয়।

৪৭.গোশত চর্বি বিক্রি করা যাবে কি?
উঃ- না।

৪৮.জবাইকারী বা কসাই কে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি?

উঃ না টাকা দিতে হবে, তবে পরে হাদিয়া হিসেবে গোশত দিতে পারবেন আগে পারিশ্রমিক দিতে হবে।

৪৯. জবাই করার অস্র কেমন হতে হবে?
উঃ দাড়ালো উত্তম।

৫০. জবাইয়ের কত সময় পর চামড়া আলাদা করা যাবে?
উঃ- নিসতেজ হওয়ার পর পশু।

৫১.এক পশু কে অন্য পশুর সামনে জবাই করা যাবে কি?

উঃ- যাবে তবে ঠিক না নবী কারীম সাঃ নিষেধ করেছেন?

৫২.কুরবানীর গোশত অন্য র্ধমের ব্যক্তি কে দেওয়া যাবে কি ?
উঃ- হ্যা তাতে কোন সমস্যা নেই।

৫৩.পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে কি করনীয়?
উঃ- ধনী হলে আরেক টা ক্রয় করবেন।
গরিব হলে লাগবে না।

৫৪.মুসাফির এর উপর কুরবানী করা কি ওয়াজিব?
উঃ না।

৫৫.কুরবানী ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কুরবানী করলে কি করনীয়?

উঃ- ঐ ব্যক্তি থেকে অনুমতি নিতে হবে।

৫৬.কুরবানী গোশত খাওয়া কি?
উঃ- মুস্তাহব, না খেলেও গুনা হবে না। তবে খাওয়া উত্তম।

৫৭.কুরবানী ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কুরবানী করে কুরবানী হবে কি?
উঃ হবে তবে সুদের উপর ঋণ নিয়ে করলে হবে না।

৫৮.হাজীরা যদি মুসাফির থাকে তখন তাদের উপর কুরবানী কি ওয়াজিব?
উঃ- না।

৫৯.পাগল পশু ধারা কুরবানী কি হবে?
উঃ- না।

৬০.নবী কারীম সাঃ এর পক্ষ থেকে কুরবানী করা কি?
উঃ- উত্তম সামার্থ্যবান দের জন্য।
এটার গোশত সবায় খেতে পারবে।

৬১.খাসি কৃত পশু ধারা কুরবানী করা যাবে কি?
উঃ- হ্যা

৬২.বিদেশে অবস্থানে ব্যক্তির করনীয় কি?
উঃ- উনার পক্ষ থেকে দেশে কুরবানী দিলেও হবে

৬৩.পশুর চামড়া কি নিজে ব্যবহার করা যাবে?
উঃ- হ্যা,তবে বিক্রি করলে টাকা সদকা করতে হবে।

৬৪.জবাই কারী কে পারিশ্রমিক দিতে হবে কি?
উঃ উত্তম হাদিয়া দেওয়া।

৬৫.কুরবানীর দিনে মুরগী হাঁস জবাই করা যাবে কি?
উঃ- যাবে, তবে কুরবানী নিয়তে করা যাবে না।

৬৬. জীবিত ব্যক্তির পক্ষ হতে কুরবানী করা যাবে কি?
উঃ- হ্যা যাবে।

আলহামদুলিল্লাহ এই হলো ৬৬ টি মাসায়ালা
আল্লাহ সকল কে সঠিক নিয়ম মেনে কুরবানী করার তৌফিক দান করুন আমিন।

09/06/2023

বৃষ্টির জন্য সিলেট শাহী ঈদগাহে আদায় হলো সালাতুল ইস্তেসকারের নামাজ....

09/06/2023

বৃষ্টির জন্য সিলেট শাহী ঈদগাহে আদায় হলো সালাতুল ইস্তেসকারের নামাজ.🤲

26/05/2023

সিলেট বিভাগীয় খতমে নবুওয়াত সম্মেলন সফলের লক্ষ্যে ঢাকাদক্ষিণে প্রচার মিছিল ও পথসভা

উলামা পরিষদ বাংলাদেশ আয়োজিত আগামী ২৭ মে শনিবার সিলেট রেজিস্টারি মাঠে সিলেট বিভাগীয় খতমে নবুওয়াত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে উলামায়ে কেরাম ও সর্বস্থরের তৌহিদী জনতার ব্যানারে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে প্রচার মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাদামের চৌমুহনী বনফুলের সামনে পথসভায় রুপ নেয়।

দারুল উলূম হুসাইনিয়া মাদরাসা মিলনায়তনে দারুল আরক্বাম মাদরাসা শিলঘাটের মুহতামিম মাওলানা আব্দুল মতিন শায়খে নাদিয়ার সভাপতিত্বে ও মাওলানা ফয়সল আহমদের পরিচালনায় ও হাফিজ মুহাম্মদ আলীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভায় বক্তারা বলেন , "কাদিয়ানীদের (আহমদিয়া সম্প্রদায়) রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করতে হবে। তারা মুসলমান নয়, তারা অমুসলমান। তাদেরকে যারা অমুসলমান মনে করেন না তারাও অমুসলমান। কাদিয়ানীরা আমাদের শেষ নবীকে মানেন না সুতরাং তারা কাফের। যারা তাদের কাফের মানেন না তারাও কাফির। কাদিয়ানীদেরকে রাষ্ট্রিয়ভাবে অমুসলমান ঘোষণা করতে আমরা শেখ হাসিনা সরকারকে অনুরোধ করবো।"

বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি জাকারিয়া, ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খাইরুল আমিন মাহমুদী, ঢাকাদক্ষিণ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হান্নান পাকিস্তানি, মাওলানা খালেদ সাইফুল্লাহ, বারকোট এশায়াতুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদ, বিশিষ্ট মুরব্বি আবুল লেইছ।

আরো উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ পশ্চিম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি খায়রুজ্জামান, নালিউরী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস ওলি, দক্ষিণ দত্তরাইল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, সুনামপুর মাদরাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ, ঢাকাদক্ষিণ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মাসুক উদ্দিন, মাওলানা খাইরুল আমিন তোয়াকুলি , মাওলানা খালেদ আহমদ, নোমান মাহফুজ, তরুণ আলেম মাওলানা আবু সালেহ উসমান, মাওলানা নাঈম আহমদ সহ বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষক, মসজিদের ইমামবৃন্দ ও সর্বস্থরের তৌহিদী জনতা।

সভায় বক্তারা আগামীকাল ২৭ মে শনিবার সিলেট বিভাগীয় সমাবেশে সকলকে অংশগ্রহণ করার মাধ্যমে সফল করার আহবান জানান। পরিশেষে সভাপতির মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Photos from ঢাকাদক্ষিন ইসলামিক  মিডিয়া's post 26/05/2023

সিলেট বিভাগীয় খতমে নবুওয়াত সম্মেলন সফলের লক্ষ্যে ঢাকাদক্ষিণে প্রচার মিছিল ও পথসভা

উলামা পরিষদ বাংলাদেশ আয়োজিত আগামী ২৭ মে শনিবার সিলেট রেজিস্টারি মাঠে সিলেট বিভাগীয় খতমে নবুওয়াত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে উলামায়ে কেরাম ও সর্বস্থরের তৌহিদী জনতার ব্যানারে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে প্রচার মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাদামের চৌমুহনী বনফুলের সামনে পথসভায় রুপ নেয়।

দারুল উলূম হুসাইনিয়া মাদরাসা মিলনায়তনে দারুল আরক্বাম মাদরাসা শিলঘাটের মুহতামিম মাওলানা আব্দুল মতিন শায়খে নাদিয়ার সভাপতিত্বে ও মাওলানা ফয়সল আহমদের পরিচালনায় ও হাফিজ মুহাম্মদ আলীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভায় বক্তারা বলেন , "কাদিয়ানীদের (আহমদিয়া সম্প্রদায়) রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করতে হবে। তারা মুসলমান নয়, তারা অমুসলমান। তাদেরকে যারা অমুসলমান মনে করেন না তারাও অমুসলমান। কাদিয়ানীরা আমাদের শেষ নবীকে মানেন না সুতরাং তারা কাফের। যারা তাদের কাফের মানেন না তারাও কাফির। কাদিয়ানীদেরকে রাষ্ট্রিয়ভাবে অমুসলমান ঘোষণা করতে আমরা শেখ হাসিনা সরকারকে অনুরোধ করবো।"

বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি জাকারিয়া, ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খাইরুল আমিন মাহমুদী, ঢাকাদক্ষিণ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হান্নান পাকিস্তানি, মাওলানা খালেদ সাইফুল্লাহ, বারকোট এশায়াতুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল আহাদ, বিশিষ্ট মুরব্বি আবুল লেইছ।

আরো উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ পশ্চিম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি খায়রুজ্জামান, নালিউরী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস ওলি, দক্ষিণ দত্তরাইল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, সুনামপুর মাদরাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ, ঢাকাদক্ষিণ মাদরাসার মুহাদ্দিস মাওলানা মাসুক উদ্দিন, মাওলানা খাইরুল আমিন তোয়াকুলি , মাওলানা খালেদ আহমদ, নোমান মাহফুজ, তরুণ আলেম মাওলানা আবু সালেহ উসমান, মাওলানা নাঈম আহমদ সহ বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষক, মসজিদের ইমামবৃন্দ ও সর্বস্থরের তৌহিদী জনতা।

সভায় বক্তারা আগামীকাল ২৭ মে শনিবার সিলেট বিভাগীয় সমাবেশে সকলকে অংশগ্রহণ করার মাধ্যমে সফল করার আহবান জানান। পরিশেষে সভাপতির মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

21/05/2023

আলহামদুলিল্লাহ!

দীর্ঘ ২৫ মাস পর মুক্ত বাতাসে,
মুফতী সাখাওয়াত হোসাইন রাজি হাফিযাহুল্লাহ।

17/05/2023

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🥲

সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, আল্লামা মুহিব্বুল হক শায়খে গাছবাড়ী হুজুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!

আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন 🤲

04/04/2023

আলহামদুলিল্লাহ🥰

27/03/2023

আহ,
এতো মধুর কণ্ঠে
তিলাওয়াত: ওলি ইবনে ওলি হাফিজ মাওলানা ওলিউর রহমান সাহেব পীর সাহেব বরুণা।

23/03/2023

আহলান সাহলান, মাহে রমাদান।
আলহামদুলিল্লাহ।

20/02/2023

উওর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্যোগে ৮ম
তাফসীরুল কুরআন মাহফিল ২০২৩ইংরেজি ২০ ফেব্রুয়ারী রোজ সোমবার

স্থানঃ উওর রায়গড় জামে মসজিদ সংলগ্ন মাঠ
আলোচকঃ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী সাহেব ঢাকা

20/02/2023

উওর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্যোগে ৮ম
তাফসীরুল কুরআন মাহফিল ২০২৩ইং ২০ ফেব্রুয়ারী রোজ সোমবার

স্থানঃ উওর রায়গড় জামে মসজিদ সংলগ্ন মাঠ
আলোচকঃ হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান সাহেব(বণভী)

20/02/2023

উওর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্যোগে ৮ম
তাফসীরুল কুরআন মাহফিল ২০০২৩ইং ২০ ফেব্রুয়ারী রোজ সোমবার
স্থানঃ উওর রায়গড় জামে মসজিদ সংলগ্ন মাঠ
আলোচকঃ আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক সাহেব (ফেনি)

20/02/2023

উওর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্যোগে ৮ম
তাফসীরুল কুরআন মাহফিল ২০২৩ এর
কার্যক্রম চলিতেছ।
ধারাবাহিক ভাবে চলবে ইনশা আল্লাহ।

উক্ত মাহফিলে স্ব বান্ধবে আসার আমন্ত্রণ রইল..🥰

Photos from ঢাকাদক্ষিন ইসলামিক  মিডিয়া's post 10/02/2023

উওর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্যোগে ৮ম
তাফসীরুল কুরআন মাহফিল ২০২৩ইং
আগামী ২০ ফেব্রুয়ারী রোজ সোমবার
স্থানঃ উওর রায়গড় জামে মসজিদ সংলগ্ন মাঠ
আপনাদের সকলের দাওয়াত।

Photos from ঢাকাদক্ষিন ইসলামিক  মিডিয়া's post 15/01/2023

আলহামদুলিল্লাহ...
লাখো লাখো মুসল্লীদের অশ্রুসিক্ত মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হলো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে একমাত্র বিশ্ব ইজতেমা 2023 ইংরেজি ।

রাব্বে কারীম এই ইজতেমাকে সমস্ত উম্মতে মুসলিমার জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করুন,আমিন🤲

13/01/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন পৃথিবী থেকে চিরতরে চলে গেল আমার ভাই Jakaria Tanbir তানভীর আহমেদ আর কখনো ফিরে আসবে না😭😭😭😭 কিছু স্মৃতি রয়ে যাবে আমাদের মাঝে আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন 🤲🤲আমিন 🤲🤲🤲

04/01/2023

আজ অনেক দিন থেকে আমার ভাই খুব অসুস্থ। বর্তমানে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আপনারা সবাই দোয়া করবেন,মহান আল্লাহ পাক যেন আমার ভাইকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন।আমিন।🤲😭

Want your business to be the top-listed Media Company in Dhakadakshin?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সেই  চিরচেনা বলিষ্ঠ কন্ঠ।আল্লামা মামুনুল হক দাঃ বাঃনয়া যমানার ইতিহাসের নাম!মানুষের ভালোবাসা থেকে তাকে আলাদা করা যায়নি। আ...
উত্তর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্দ্যেগে আয়োজিত ৯ম তাফসীরুল ক্বোরআন মাহফিল আগামী ১২ ফেব্রুয়ারী রাত ১১ ঘটিকায় তাফসীর পেশ কর...
ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসা❤️
উত্তর রায়গড় ইসলামী ক্বাফেলার উদ্দ্যোগে আয়োজিত ৯ম তাফসীরুল ক্বোরআন মাহফিল আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৪ ইংরেজি অনুষ্ঠিত হবে ই...
আমাকে শীর্ষ সন্ত্রাসী করে একেক দিন একেকটা নাটক সাজানো হয়েছে। আল্লামা মামুনুল হক হাফিঃ
সংগীত কিংবদন্তি মুহিব খাঁন এর নতুন প্রতিবাদি সংগীত। বদরের বুকে ৩১৩ এর উত্থান যদি হয়
, মুফতী রশিদুর রহমান ফারুক সাহেব, সাহেবজাদায়ে বরুনী
তুমি মেসওয়াক করার ফজিলত ও জানো,খাবার শেষে মিষ্টিমুখ করা হাদিস টাও মানো, শুধু হোক কথাটা উচ্চস্ব
বাবা আমার একটা পা উইড়া গেছে😭 আমি আর বাঁচবোনা আমাকে কালেমা পড়াই দেন😭  #ঢাকাদক্ষিন_ইসলামি_মিডিয়া
ঢাকাদক্ষিন বাজার
কেয়ামতের দিন কত কঠিন!  কেয়ামতের দিন মা বলবে "  আমি তোমাকে জন্মই দেইনি। এর থেকে কঠিন আর কি হতে পারে
মুফতি মুশতাকুন্নবী ক্বাসেমী দাঃবাঃ

Category

Website

Address

Dhakadakshin

Other Dhakadakshin media companies (show all)
ᴘᴜʙɢ ɢᴀᴍᴇʀ ᴛᴀ ヅ ᴘᴜʙɢ ɢᴀᴍᴇʀ ᴛᴀ ヅ
Pahar Line
Dhakadakshin, 5000

It's my gaming page

Dress in Sylhet  Fashion House Dress in Sylhet Fashion House
Dhakadakshin, 546

We are a famous fashion house in sylhet we produce and sell all kinds of ladies gents and kids wear

Kushiara View Kushiara View
বাগলা শাহি ঈদগাহ বাজার
Dhakadakshin

সত্যের পথে কথা বলে বিনোদনের উৎস তোলে দরে Kushiara view

Ꮇᴀʜꜰᴜᴊ  FF亗 Ꮇᴀʜꜰᴜᴊ FF亗
Dhakadakshin

HI DO YOU FOLLOW MY FAGE �

Bhadeswar Online Tv 24 Bhadeswar Online Tv 24
Dhakadakshin

ভাদেশ্বর অনলাইন টিভি ২৪ একটি অনলাইন প্লাটফর্ম। প্রতিষ্ঠাকাল ১৬ -০৩-২০২২ ইংরেজি।

Memes Hub Memes Hub
Dhakadakshin, 3164

ভালো ভালো কনটেন্ট পেতে আমাদের পেইজে লাইক দিয়ে পাশে থাকুন💟

Njr Talat Njr Talat
Dhakadakshin

Follow This page ��

Fuad Squad Fuad Squad
Dhakadakshin

Welcome To Fuad Squad Official page.

Amader Golapgonj Amader Golapgonj
Dhakadakshin

মানবতার ফেরিওয়ালা

X Love Story X Love Story
Theibdn@. Com
Dhakadakshin, 83658

নিজেরমতো একজন সপ্ন ভুনা সাথীই চাই জীবনসঙ্গী হিসেবে।

Dada Roast Dada Roast
Dhakadakshin

হাসাতে হাসাতে কিডনি লক করে ফেলবো🤪🤣

রবি ঠাকুর- Robi Takur রবি ঠাকুর- Robi Takur
Sylhet
Dhakadakshin, 3165

Support Me