Al Noman 001

Al Noman 001

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Noman 001, Video Creator, Shankar, Plaza, Shankar Busstand, Dhanmondi.

আমি কখনই একা নই আল্লাহ
সবসময় আমার সাথে আছেন।☺️
👉সবাই সাপোর্ট করবেন, আল্লাহ ভরসা একদিন সফলতা অর্জন করবো,আপনারা কেমন ভিডিও চান বলবেন,যত বড়ো চ্যালেঞ্জ হোক পূরণ করার চেষ্টা করবো,বাকি টা আল্লাহ তো আছেন ই, ধন্যবাদ🥰 সবাই ফলো দিয়ে পাশে থাকুন👈

15/03/2024

নামাজ_শিখুন_সঠিক_পদ্ধতিতে_।।_মুফতী_আল-আমিনসাইফী

26/02/2024

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহায্য কৃত গুহা❤️
#গুহা

24/02/2024

প্রিয় একদিন তুমি আর আমি ☺️

24/02/2024

মানুষ লাইক পেতে কি কি করে দেখুন🙄

24/02/2024

😁😁😁😁😁😁

25/01/2024

আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় l

বাঙালিমাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনওদিনই ভুলবেন না কেউ।

কিন্তু ছড়াটি মোটেই মাত্র চার লাইনের নয়।

মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয়, তার মধ্যে একটি অবশ্যই

‘হাট্টিমাটিম টিম’।
তারা মাঠে পাড়ে ডিম,
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।

এর চেয়ে বেশি তথ্য শতকরা ৮০ শতাংশ বাঙালির কাছে রয়েছে কি না সন্দেহ।

আদতে ছড়াটি মোটেই ৪ লাইনের নয়। রোকনুজ্জামান খানের লেখা একটি ৫২ লাইনের সম্পূর্ণ ছড়া।

রোকনুজ্জামান খান জন্মেছিলেন ১৯২৫ সালের ৯ এপ্রিল অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায়। বাংলাদেশে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত ছিলেন। সেদেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু-কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর।

তাঁর রচনার বেশিরভাগই শিশু-কিশোরদের জন্য। হাট্টিমাটিম সম্ভবত তাঁর রচনাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

১৯৬২ সালে রচিত হয় ছড়াটি। ১৯৬৮ সালে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান রোকনুজ্জামান।

সেই 52 লাইনের আসল ছড়াটা এইরকম -

টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।

বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।

সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।

উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।

সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।

উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।

চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।

বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।

শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।

গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।

মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।

গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।

হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।

ইন্টারনেট থেকে সংগৃহীত।

24/01/2024

-- " বাড়িতে আসার সাথে সাথেই গোসল করিস কেন তুই বউ? তোর কাজটা কি এমন!দুপুর সন্ধ্যা যে সময় বাড়িতে আসিস আগে সোজা কলপাড়ে গিয়ে গোসল করতে হয়। আমি জানতে চাইলে নানান অজুহাত এ প্রসঙ্গ বদলায় ফেলিস। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তুই কি করিস বাইরে৷ কই যাস, কি করিস এতো টাকা কোথায় থেকে আসে?আমার চিকিৎসার জন্য এতো টাকা কই পাচ্ছিস তুই? আজ সত্যি টা জানতে হবে আমার, বল তুই আমায়। "

অসমি মাথা নিচু করে চুপ থাকে।তার স্বামী জোরে চিৎকার করে উঠে আজ এই সব কথার জবাব চায় সে, না হলে রাতের খাবার খাবে না সে সাথে ঔষধ ও।

অসমি সন্ধ্যার পর বাড়িতে ফিরে গোসল সেরে, ঘরে আসলে তাকে জেঁকে বসে বিপ্লব (তার স্বামী)।

কি উত্তর দেবে অসমি সেটা ভাবতে ভাবতে কিছুক্ষণ চুপ থাকে। পরক্ষণেই রাগে গরগর করে অসমি আর বলে,

-- " এতো দিন থেকে বিছানায় পরে আছেন আমি যে আপনার দেখাশোনা করার জন্য পরে আছি এখানে নিজের সুখ-দুঃখ ভুলে। কষ্ট করে রোজগার করে আপনার খাওয়া চিকিৎসার ব্যবস্থা করছি সেটা কি সহ্য হচ্ছে না আপনার? বলেছি তো কাপড় কাটার কাজ করি একটা দোকানে, সে-তো আর আপনার বিশ্বাস এ আসে না।এখন এগুলোর জবাব দেন আমাকে, এটাও বলেন আমি না থাকলে আপনার কি হবে, কে দেখবে আপনাকে? "

উপায় খুঁজে না পেয়ে অসমি তার স্বামীর দূ*র্বল জায়গায় আঘাত করেছে।

সত্যি তো, অসমি ছাড়া বিপ্লব এর এই পৃথিবীতে কেউ নেই। তবুও বিপ্লব অসুস্থ অচল এই কথা বলে আঘাত করেছে অসমি বিপ্লব কে, তার জন্য দুঃখ টা রাগে পরিণত হয়ে যায় বিপ্লবের।

পাশে থাকা স্টিল এর মগ টা হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মা*রে অসমির দিকে। পিঠে গিয়ে ঠেকে মগটা অসমির, হালকা আর্তনাদ করে চুপ হয়ে যায় মেয়েটা।

এখন দু'জন দু'জনার দিকে চেয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। অসমি রান্নাঘর ঢুকে রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। বিপ্লব এর পছন্দের খাবার খিচুড়ি রান্না করে আজ সে।

বিপ্লব অনেক শান্ত মেজাজ এর ছেলে, ধৈর্য ক্ষমতা অনেক বেশি তার। কিন্তু ইদানীং বউয়ের আচরণ তার ভালো ঠেকছে না৷ আশেপাশের মানুষজন বাড়িতে এসে বসে নানান কথা বলে যায়,

-- " বিপ্লব তুই শয্যাশায়ী হয়ে তোর বউটা খা*রাপ হয়ে গেলো রে। এ পাড়ায় কাজ নাই, কাজের জন্য বাজার পার হয়ে শহরের দিকে যাইতে হয় তার, বুঝতে পারছিস কাজটা কি। "

আজ প্রতিবেশী চাচীর এমন কথা শুনে বিপ্লবের মাথায় র*ক্ত উঠে যায়। কিন্তু, অসমি তো ব্যাপার টা কৌশলে এড়ায় গেলো। না না এভাবে ছাড় দেওয়া উচিত হবে না।

বিপ্লব ভীষণ রাগ হয়ে চিৎকার করতে থাকে 'আসমানী, আসমানী' বলে।

আসমানী নাম শুনে চমকে উঠে অসমি, আসলে নিজের সত্যি নামটা ভুলতে বসেছে সে। ভালোবেসে বিপ্লব সবসময় আসমানী কে অসমি বলে ডাকে।

তাড়াতাড়ি বিপ্লবের কাছে আসে অসমি, জানতে চায় কি লাগবে।

বিপ্লবের এক কথা,
-- " সত্যি টা জানতে চায় সে। তার বউ রোজ কোথায় যায়?সে কোনো খা*রাপ কাজে নিজেকে বি*ক্রি করে দেয় নি তো! "

-- " দেখেন আপনি যা ভাবছেন তা ভুল, অযথা আমাকে ভুল বুঝতেছেন আপনি। মানুষ তো নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই না, এই আমি নিজেকে ছুঁয়ে ওয়াদা করছি আমি এমন কোনো কাজ করছি না যেটাতে আমার এবং আমার স্বামীর সম্মান ন*ষ্ট হয়। "

বিপ্লব একটু শান্ত হয়, নিজেকে ছুঁয়ে কেউতো মিথ্যা কথা বলতে পারে না এটা সে ছোট কাল থেকে জেনে আসছে।

স্বাভাবিক ভাবে দু'জনে রাতের খাবার খাওয়া শেষ করে বিছানায় ঘুমোতে যায়। চার মাস আগে এক ট্রাক এ*ক্সিডেন্টের এর পর থেকে বিপ্লব শয্যা*শয়ী, পা ভে*ঙে গেছে। পায়ের ভিতরে লোহার রড সাপোর্ট হিসেবে দেওয়া আছে। পুনরায় অপারেশন করে সেই রড বের করলে বিপ্লব আবার আগের মতো চলাফেরা করতে পারবে বলে ডাক্তার আশ্বাস দিয়েছে।


কিন্তু তারা দিনে আনে দিনে খায়, ছোট একটা মুদির দোকান চালাতো বিপ্লব বাজারে ভাড়া নিয়ে। তার অসুস্থতার জন্য সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে, ভাড়া বাকি ছিলো অনেক। তার অবস্থা দেখে দোকানের মালিক আর ভাড়ার টাকা নেয় নাই। শুধু বলেছে সুস্থ হয়ে যেনো আবার ফিরে আসে দোকানে।

-- " বউ ও বউ, কাছে আয় তোকে জ*ড়ায় না ধরলে আমার ঘুম আসে না যে। "

অসমি ছোট্ট বাচ্চার মতো বিপ্লবের কোলের ভিতরে নিজের জায়গা করে নেয়।
ফুলের মতো সাজানো সুন্দর জীবন টা তাদের অকালে ন*ষ্ট হতে চলেছে। অসমির চোখ ভর্তি পানি এতো সহজে সে হাল ছাড়বার মেয়ে নয়। যেভাবেই হোক না কেনো নিজের স্বামীকে সে সুস্থ করে তুলবেই। তার স্বামীর যেমন এ পৃথিবীতে সে ছাড়া কেউ নেই, তেমনি তারও কেউ নাই। তারা দু'জন দু'জনার।

ফজরে ঘুম থেকে উঠে অসমি নামাজ পড়ে, বিপ্লবের জন্য চা-নাস্তা জোগাড় করে খাইয়ে দেয় তাকে। হাতের কাছে প্রয়োজনীয় সব জিনিসপত্র শুকনা খাবার ও পানি রেখে চেয়ারে বসায় বিপ্লব কে তারপর আটটা নাগাদ কাজে চলে যায়।

অসমির চলে যাওয়ার পথে চেয়ে থাকে বিপ্লব, খুব খা*রাপ লাগে তার এই প*ঙ্গুত্ব। অসহায়ের মতো জীবনযাপন করতে, বউয়ের কষ্টের টাকায় দিনগুজরাতে একা একা বসে শুয়ে থাকতে।

পাড়া প্রতিবেশীর কথায় কান দেয়না এখন বিপ্লব, তার অসমির প্রতি পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু কাপড় কে*টে তো হাজার হাজার টাকা আয় করা যাবে না, এনিয়ে খটকা বিপ্লবের মনে। অসমিকে জিজ্ঞেস করবে তারও সময় পায় না, আসলে অসমির ওই মায়া ভরা মুখটা দেখলে সবকিছু ভুলে যায় সে। ভুলে যাওয়ার স্বাভাবিক, তার মায়াভরা ডা*গরডো*গর আঁখি যুগল দেখলে বিপ্লবের আর কিছু মনে থাকে না।


-- " বিপ্লব শোন, আজ দেখলাম তোর বউ শহরের নামকরা একজন ব্যবসায়ীর কাছ থেকে অনেক গুলো টাকা নিলো হেসে হেসে। কোন কাজের জন্য মানুষ এত টাকা মানুষকে দেয় জানিস কি তুই?

শুধু আমি না আমার নাতিডাও দেখছে সে কি কান্ড। তুই এ খা*রাপ মেয়ে মানুষটাকে ছাইড়া দে, জগতে মাইয়ার অভাব নাই। আর তুই মনে হয় এটাও জানিস না রোজ এক ভ্যানগাড়ি আইসা, তোর বউরে নিয়ে যায় আবার সেই ভ্যান এ দিয়ে যায়। "

প্রতিবেশী রহিমা চাচী আজও অনেক কথা বলে গেলো। বিপ্লব সব মাথা থেকে ঝেড়ে ফেলতে চাইলেও পারছে না।

আজ দুপুরে অসমি পর পর কয়েকবার বমি করতে থাকলে তার সন্দেহ দ্বিগুণ হয়। কারণ স্বামী-স্ত্রীর মে*লামে*শা এখন তাদের নিষিদ্ধ ডাক্তারি মতে।

চলবে,
----
--------
গল্প : #বাস্তবের_সত্যতা
প্রথম পর্ব (০১)

06/11/2023

Y60 Smart Watch 7+1 ( Offer Price: 2350/-)

এক বক্সেই ৭ সেট স্ট্র্যাপ ও ওয়াচ বডি কেস সহ পেয়ে যাবেন এই প্যাকেজটি 😱

এই smart ওয়াচের সাথে পেয়ে যাচ্ছেন ৭টা বেল্ট এবং একটি প্রটেকটিভ কেস যা ঘড়িকে যেকোনো আঘাত থেকে সুরক্ষা দেবে😊
আমি মনে করি বাজেটের মধ্যে সেরা কোন smartwatch নিতে চাইলে এই smart watch নিতে পারেন

আপনি সাত দিনে 7 টা বেল্ট ব্যবহার করে ঘড়ি পড়তে পারেন😉

✅অর্ডার করতে পেইজে অথবা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে পারেনঃ WhatsApp
☎️01640-736614
✅সারাদেশের যে-কোনো থানা/উপজেলায় হোম ডেলিভারি সুবিধা।
❤️অডার কনফার্ম করতে ১০০ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অডার কনফার্ম করতে হবে।।
💖💖
অডার কনফার্ম করতে সরাসরি আমাকে মেসেঞ্জার মেসেজ করেন। 🥰🥰🥰

06/10/2023
Photos from Al Noman 001's post 08/05/2023

Couple Dress
Price: 1399/-
এই কাঁপল ড্রেস গুলো ১২ মাসই পাওয়া যাবে।

কাপড়: ফেব্রিক্স রেশম সিল্ক/ধুপিয়ান।শাড়ী :
মসলিন হাফ সিল্ক তাত কটন শা‌ড়ি
পাঞ্জাবি : ধুপিয়ান
ডিজাইন : ব্লক প্রিন্ট
কোয়ালিটি : স্ট্যান্ডার্ড
কালার : গ্যারান্টি
# # # আমাদের থে‌কে প্রডাক্ট গু‌লো কেন কিনবেন ?
১০০% কোয়ালিটি সম্পন্ন প্রডাক্ট এর নিশ্চয়তা।
আমরা দিচ্ছি সর্বনিম্ন প্রাইজে সেরা প্রডাক্ট।
আমরা খুব যত্ন সহকারে প্রডাক্ট গ্রাহকের কাছে পাঠিয়ে থাকি।
ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রডাক্ট গুলো গ্রাহকের কাছে পৌছায় সুতরাং দেখে পেমেন্ট করার সুযোগ রয়েছে।


‌নোট
১/ সমগ্র বাংলা‌দে‌শে হোম ডে‌লিভা‌রি করা হয় ।
২/ ঢাকার ভিত‌রে ডে‌লিভা‌রি চার্জ 60 টাকা এবং ঢাকার বা‌হি‌রে ডে‌লিভা‌রি চার্জ 100 টাকা

Photos from Al Noman 001's post 08/05/2023

Baby Knee Protection Pad
Price: 249/-

Made of premium material 80% cotton, 20% spandex which has strength, durability.
Design of high elastic sponge, very breathable, absorb sweat, deodorization durable and soft to wear.
Very stretchy, work well with any size baby instead of being tighten.
The baby knee pads are easy to wash, machine washable and dryer
It’s a Good Present as a Newborn Baby Gift. Perfect Gift for Your Friends Who Have Baby.

Photos from Al Noman 001's post 08/05/2023

Baby Fluffy angel Dress
ঈদ কালেকশন বেবি পরী ড্রেস
Price: 1100/-

✅ কালার ৪ টা

1 Pink
2 Peach
3 Sky Blue
4 Maroon
✅সাইজ ১৬-১৮-২০-২২-২৪ বয়স ০-৬ মাস ৬-১২ মাস ১২-১৮ মাস ১৮-২৪ মাস ২৪-৩৬ মাস।

Photos from Al Noman 001's post 08/05/2023

Baby Hand Work Dress

Price: 1249/-

ঈদ কালেকশন বেবি হ্যান্ডওয়ার্ক ড্রেস

✅ কালার ৪ টা
1 White
2 Pink
3 Red
4 Blue
✅সাইজ ১৬-১৮-২০-২২-২৪ বয়স ০-৬ মাস ৬-১২ মাস ১২-১৮ মাস ১৮-২৪ মাস ২৪-৩৬ মাস।

08/05/2023

Basic T-shirt at 199/- Only

100% Export quality

●Colours: 6 (Black, White, Navy Blue, Maroon, Ash, Green)

Available sizes: S, M, L, XL, XXL

Delivery time: 1-3 Days (All Over Bangladesh )

●Note : Please do check The products before receiving (Colour & Quality may vary a bit because of the photos being edited)
●After receiving products No kind Of exchange will Be given.

Photos from Al Noman 001's post 15/04/2023

𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 & 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲 𝐏𝐚𝐧𝐣𝐚𝐛𝐢 🖤 𝗘𝗶𝗱-𝘂𝗹-Adha 𝟮𝟬𝟮𝟯

𝐃𝐄𝐋𝐈𝐕𝐄𝐑𝐘 𝐎𝐏𝐓𝐈𝐎𝐍𝐒:
সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয়!
বিঃদ্রঃ আমরা কোন প্রকার অগ্রিম টাকা নেইনা! পণ্য হাতে পেয়ে দেখে তারপর টাকা পরিষোধ করবেন! অন্যথায় রিটার্ন করে দিবেন!
কাড়রের দাম জানতে মেসেজ দিন অথবা কল করুন।
Contact number: 01886-325297 & 01868-635480
𝐒𝐢𝐳𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
M- Length 40, Chest 42
L- Length 42, Chest 44
XL-Length 44, chest 46
অর্ডার করতে ঃ
�মেসেজ দিন অথবা কল করুন।
#পাঞ্জাবী

Photos from Al Noman 001's post 10/04/2023

From Dinajpur

Photos from Al Noman 001's post 09/04/2023

𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 & 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲 𝐏𝐚𝐧𝐣𝐚𝐛𝐢 🖤 𝗘𝗶𝗱-𝘂𝗹-𝗙𝗶𝘁𝗿 𝟮𝟬𝟮𝟯
💥Delivery Charge Free💥 💥
𝐃𝐄𝐋𝐈𝐕𝐄𝐑𝐘 𝐎𝐏𝐓𝐈𝐎𝐍𝐒:
সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয়! (ডেলিভারি চার্জ ফ্রী)
বিঃদ্রঃ আমরা কোন প্রকার অগ্রিম টাকা নেইনা! পণ্য হাতে পেয়ে দেখে তারপর টাকা পরিষোধ করবেন! অন্যথায় রিটার্ন করে দিবেন!
কাড়রের দাম জানতে মেসেজ দিন অথবা কল করুন।
Contact number: 01886-325297 & 01868-635480
25 রোজা পর্যন্ত অর্ডার নেওয়া হবে। সময় নষ্ট না করে এখনি অর্ডার করে ফেুলন। আপনার পছন্দের পাঞ্জাবিটি।
𝐒𝐢𝐳𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
M- Length 40, Chest 42
L- Length 42, Chest 44
XL-Length 44, chest 46
অর্ডার করতে ঃ
�আপনার নাম:
�ঠিকানা :
� ফোন নাম্বার:
�ঠিকানা:

#পাঞ্জাবি #ঈদ #ঈদুলফিতর #ফ্যাশন

Photos from Al Noman 001's post 02/04/2023

𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 & 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲 𝐏𝐚𝐧𝐣𝐚𝐛𝐢 🖤 𝗘𝗶𝗱-𝘂𝗹-𝗙𝗶𝘁𝗿 𝟮𝟬𝟮𝟯
💥Delivery Charge Free💥Delivery Charge Free💥
𝐏𝐑𝐄𝐌𝐈𝐔𝐌 𝐏𝐀𝐍𝐉𝐀𝐁𝐈 𝐂𝐎𝐋𝐋𝐄𝐂𝐓𝐈𝐎𝐍
রুচিশীল পুরুষদের সবচাইতে পছন্দের তালিকায় রয়েছে #পাঞ্জাবী
আর তা যদি হয় কোয়ালিটি হয়, তাহলে তো কথাই নাই।
𝐃𝐄𝐋𝐈𝐕𝐄𝐑𝐘 𝐎𝐏𝐓𝐈𝐎𝐍𝐒:
সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয়! (ডেলিভারি চার্জ ফ্রী)

বিঃদ্রঃ আমরা কোন প্রকার অগ্রিম টাকা নেইনা! পণ্য হাতে পেয়ে দেখে তারপর টাকা পরিষদ করবেন! অন্যথায় রিটার্ন করে দিবেন!

Contact number: 01886-325297 & 01868-635480

𝐒𝐢𝐳𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
M- Length 40, Chest 42
L- Length 42, Chest 44
XL-Length 44, chest 46
অর্ডার করতে ঃ
�আপনার নাম
�ঠিকানা
�ফোন নাম্বার টা দিন অথবা কল করুন (০১৮৬৮-৬৩৫৪৮০

Photos from Al Noman 001's post 01/04/2023

𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 & 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲 𝐏𝐚𝐧𝐣𝐚𝐛𝐢 🖤 𝗘𝗶𝗱-𝘂𝗹-𝗙𝗶𝘁𝗿 𝟮𝟬𝟮𝟯
💥Delivery Charge Free💥Delivery Charge Free💥
𝐏𝐑𝐄𝐌𝐈𝐔𝐌 𝐏𝐀𝐍𝐉𝐀𝐁𝐈 𝐂𝐎𝐋𝐋𝐄𝐂𝐓𝐈𝐎𝐍
রুচিশীল পুরুষদের সবচাইতে পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি
আর তা যদি হয় কোয়ালিটি হয়, তাহলে তো কথাই নাই।
𝐃𝐄𝐋𝐈𝐕𝐄𝐑𝐘 𝐎𝐏𝐓𝐈𝐎𝐍𝐒:
সারা বাংলাদেশ হোম ডেলিভারি
ঢাকার ভিতরে: 24 ঘন্টা।
Contact number: 01886325297
𝐒𝐢𝐳𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
M- Length 40, Chest 42
L- Length 42, Chest 44
XL- Length 44, Chest 46
Xxl- Length 46, Chest 48

Photos from Al Noman 001's post 01/04/2023

𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 & 𝐋𝐮𝐱𝐮𝐫𝐲 𝐏𝐚𝐧𝐣𝐚𝐛𝐢 🖤 𝗘𝗶𝗱-𝘂𝗹-𝗙𝗶𝘁𝗿 𝟮𝟬𝟮𝟯
💥Delivery Charge Free💥Delivery Charge Free💥
𝐏𝐑𝐄𝐌𝐈𝐔𝐌 𝐏𝐀𝐍𝐉𝐀𝐁𝐈 𝐂𝐎𝐋𝐋𝐄𝐂𝐓𝐈𝐎𝐍
রুচিশীল পুরুষদের সবচাইতে পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবি
আর তা যদি হয় কোয়ালিটি হয়, তাহলে তো কথাই নাই।
𝐃𝐄𝐋𝐈𝐕𝐄𝐑𝐘 𝐎𝐏𝐓𝐈𝐎𝐍𝐒:
সারা বাংলাদেশ হোম ডেলিভারি
ঢাকার ভিতরে: 24 ঘন্টা।
Contact number: 01886325297
𝐒𝐢𝐳𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
M- Length 40, Chest 42
L- Length 42, Chest 44
XL- Length 44, Chest 46
Xxl- Length 46, Chest 48

Want your business to be the top-listed Media Company in Dhanmondi?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#facebookreels #foryoupage #reelsviralシ #fbreels #viralreelsfb #reelsforyou #foryou
নামাজ_শিখুন_সঠিক_পদ্ধতিতে_।।_মুফতী_আল-আমিনসাইফী #namajniyom #foryoupage #facebookreels #namaj
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহায্য কৃত গুহা❤️#reelsviralシ #foryoupage #fbreels #foryou #viralreels...
মানুষ লাইক পেতে কি কি করে দেখুন🙄
প্রিয় একদিন তুমি আর আমি ☺️#foryoupage #foryou #viralreelsfb #fbreels #reelsviralシ #highlights
#foryoupage #foryou 😁😁😁😁😁😁
Super Fight🤯😎 #fbreels #viralreelsfb #foryoupage #foryou #highlights #reelsforyou #reelsviralシ
#fbreels #viralreelsfb #foryoupage #fbreels #highlights #biker #bikelover #foryou supper bike Riding 😎
#fbreels #viralreelsfb #foryoupage #highlights
#fbreels #viralreelsfb #foryoupage #highlights
#fbreels #foryoupage #viralreelsfb
Y60 Smart Watch 7+1 ( Offer Price: 2350/-)এক বক্সেই ৭ সেট স্ট্র্যাপ ও ওয়াচ বডি কেস সহ পেয়ে যাবেন এই প্যাকেজটি 😱এই smar...

Category

Telephone

Website

Address


Shankar, Plaza, Shankar Busstand
Dhanmondi
1207