ফাতেমা আয়ুর্বেদিক

ফাতেমা আয়ুর্বেদিক

ধুনট বাজার, মসজিদ গেট, ধুনট বগুড়া

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 07/09/2024

#সানভিটা


বোটানিক ল্যাবরেটরীজ (ইউনানী)

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 31/08/2024

#প্লাভিট

কার্যকারিতা:
সাধারণ দূর্বলতা, মানসিক অবসাদ, ক্ষুধামান্দ্য, রক্তাল্পতা, হৃদকম্প, মহিলাদের শারীরিক দূর্বলতা ও ভিটামিন এ এবং সি-র অভাব।

🛑 হোম ডেলিভারিতে দেওয়া যাবে 🚛

যোগাযোগ: 01630-946875

14/06/2024

ভিগোজেল একটি অয়েন্টমেন্ট জাতীয় ঔষধ যা যৌনাঙ্গের শিথিলতা, যৌন দুর্বলতা, লিঙ্গের বক্রতায় ব্যবহৃত হয়।

🛑 দেশব্যাপী হোম ডেলিভারি পসিবল। 🚛

অডার করতে ⤵️

যোগাযোগ : ফাতেমা আয়ুর্বেদিক , মসজিদ গেট, ধুনট বাজার, বগুড়া।

মোবাইল: WhatsApp, imo - 01630-946875 , Bkash - 01781816955


#ভিগোজেল
#ইবনেসিনা
#পেনিস #ওয়েন্টমেন্ট

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 17/05/2024

ডায়কেয়ার - (রেহমানিয়া ৩০০ মিগ্রা)

পার্শপ্রতিক্রিয়াঃ ক্যাপসুল ডায়কেয়ার নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোন পার্শ্বপ্রতিক্রিয়া প্রমাণিত হয়নি। তবে কোন কোন ক্ষেত্রে ঔষধ সেবনের প্রাথমিক পর্যায়ে ডায়রিয়া, পেট ব্যাথ্যা, পেট ফাঁপা, ঘুমঘুম ও বমিবমি ভাব অথবা শারীরিক দুর্বলতা পরিলক্ষিত হতে পারে।।

সেবনবিধিঃ ক) NIDDM ইনসুলিন অনির্ভরশীল ডায়াবেটিস -এর ক্ষেত্রে নিম্নোক্ত নিয়মে আহারের ৩০ মি. পূর্বে অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা-

রক্তে শর্করার পরিমাণ

১১০ মি.মল/লি-এর কম

০+০+১

১০-১৫ মি.মল/লি

১+০+১

১৬-২০ মি.মল/লি

২+০+১

> ২০ মি.মল/লি-এর উর্ধ্বে

মাত্রা

২+০+২

খ) ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস (IDDM)-এর ক্ষেত্রে ২+০+২ নিয়মে আহারের ৩০ মিনিট পূর্বে অথবা রেজিঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

বিঃদ্রঃ পর্যায়ক্রমে সপ্তাহে ২ পয়েন্ট করে ইনসুলিন গ্রহণ কমিয়ে দিতে হবে

বিশেষ পরামর্শ:

১) সকালে ও বিকালে ৩০ মিনিট হাঁটবেন। ২) মিষ্টি ও চর্বি জাতীয় খাবার পরিহার করবেন।

৩) তিতা জাতীয় খাবার যেমন- করলা, পাট শাক, মেথি, চিরতা

ইত্যাদি বেশি করে খাবেন।

৪। দুঃশ্চিন্তামুক্ত থাকবেন।

) পরিমিত ও নিয়মিত খাদ্য গ্রহণ করবেন। ৫

৬) প্রতি ৭ (সাত) দিন পরপর রক্তের গ্লুকোজ পরীক্ষা করবেন।

উপস্থাপনাঃ ৩০ ক্যাপসুল (ব্লিষ্টার প্যাক) |

সূত্র: রেহমানিয়া (বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারী)

প্রস্তুতকারক Ergon আরগন ফার্মাসিউটিক্যালস্ (আয়ু)

জেল রোড, কাশর, ময়মনসিংহ, বাংলাদেশ।

🛑 দেশব্যাপী হোম ডেলিভারি পসিবল। 🚛

অডার করতে ⤵️ ইনবক্স করুন অথবা কল করুন

যোগাযোগ : ফাতেমা আয়ুর্বেদিক , মসজিদ গেট, ধুনট বাজার, বগুড়া।

মোবাইল: WhatsApp, imo - 01630-946875 , Bkash - 01781816955

#ডায়কেয়ার #আরগন
#ডায়াবেটিক

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 13/05/2024

হামদর্দ নিশাত , লিবিডেক্স , এনডিউরেক্স, ফ্রোডেক্স ।
এছাড়াও সকল প্রকার ইউনানী ঔষধ পাবেন আমাদের কাছে ।

🛑 দেশব্যাপী হোম ডেলিভারি পসিবল। 🚛

অডার করতে ⤵️

যোগাযোগ : ফাতেমা আয়ুর্বেদিক , মসজিদ গেট, ধুনট বাজার, বগুড়া।
বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন ⤵️
মোবাইল: WhatsApp, imo - 01630-946875 , Bkash - 01781816955

13/05/2024

_______জিনটোন (জিনসেং ৫০০ মিগ্রা)

শক্তি ও দৃঢ়তা বৃদ্ধি করে

বর্ণনাঃ

জিনটোন প্যানাক্স জিনসেং এর মূলের স্ট্যান্ডার্ডাইজড নির্যাস দিয়ে তৈরি একটি প্রাকৃতিক ওষুধ, যা শারীরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ইহা কর্মশক্তি এবং শারীরিক দৃঢ়তা বৃদ্ধি করে।

উপাদানঃ

প্রতি ক্যাপসুলে রয়েছে-

জিনসেং (প্যানাক্স জিনসেং) মূলের ৫০০ মিগ্রা স্ট্যান্ডার্ডাইজড নির্যাস।

নির্দেশনাঃ

জিনটোন শারীরিক ও মানসিক অবসাদ এবং স্নায়বিক চাপ দূর করে, স্মৃতি শক্তি এবং জীবনী শক্তি বৃদ্ধি করে। ইহা কামাকাঙ্ক্ষা বৃদ্ধি করে, প্রতিকূল অবস্থায় দেহকে সুরক্ষিত ও কর্মক্ষম রাখে এবং যৌন দুর্বলতা দূর করে। জিনটোন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

সেবনবিধিঃ

১ ক্যাপসুল দৈনিক ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

প্রতিনির্দেশঃ

কোন প্রতিনির্দেশ নেই।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ

নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সতর্কতাঃ

জিনটোন গ্রহণে কোন কোন সময় অতিরিক্ত উত্তেজনা এবং নিদ্রাহীনতা দেখা দিতে পারে, এছাড়াও অতিমাত্রায় সেবনের ফলে সামান্য রক্তচাপ বৃদ্ধি বা অতিরিক্ত যৌন উত্তেজনা দেখা দিতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে সেবন করা যেতে পারে, কারণ জিনটোন রক্তে গ্লুকোজের মাত্রা সামান্য হ্রাস করে।

🛑 দেশব্যাপী হোম ডেলিভারি পসিবল। 🚛

অডার করতে ⤵️

যোগাযোগ : ফাতেমা আয়ুর্বেদিক , মসজিদ গেট, ধুনট বাজার, বগুড়া।

মোবাইল: WhatsApp, imo - 01630-946875 , Bkash - 01781816955

12/05/2024

___________এপি চ্যবনপ্রাশ

উৎকৃষ্ট রসায়ন ও বাজীকরণ ঔষধ, কাশি, শ্বাস, যক্ষ্মা, স্বরভঙ্গ, ফুসফুসের রোগ ও হৃদরোগ প্রশমক, মেধা, কান্তি, আয়ু ও ইন্দ্রিয়শক্তি বর্দ্ধক, মূত্ররোগ ও শুক্রদোষ, শিশুদের রিকেট রোগ প্রশমক। গর্ভাবস্থায়ও সেবন করা যায়।

🛑 দেশব্যাপী হোম ডেলিভারি পসিবল। 🚛

অডার করতে ⤵️

যোগাযোগ : ফাতেমা আয়ুর্বেদিক , মসজিদ গেট, ধুনট বাজার, বগুড়া।

মোবাইল: WhatsApp, imo - 01630-946875 , Bkash - 01781816955

12/05/2024

__________এপি শুক্রসুধা
কার্যকারিতাঃ শুক্রবর্ধক, বলকারক, মেধা বর্দ্ধক, কামশক্তিবর্দ্ধক, ধ্বজভঙ্গ ও ইন্দ্রিয় শৈথিল্য প্রশমক, উৎকৃষ্ট বাজীকরণ ও পরম রসায়ন ঔষধ, অকাল বার্ধক্য দূর করে, মহিলাদের জরায়ুরোগে উপকারী।

🛑 দেশব্যাপী হোম ডেলিভারি পসিবল। 🚛

অডার করতে ⤵️

যোগাযোগ : ফাতেমা আয়ুর্বেদিক , মসজিদ গেট, ধুনট বাজার, বগুড়া।

মোবাইল: WhatsApp, imo - 01630-946875 , Bkash - 01781816955

01/05/2024

মা'জুন মুগাল্লিয (*AP)

কার্যকারিতা: শুক্র উৎপাদন করে, শুক্র গাঢ় করে। যৌনশক্তি বর্ধক।

প্রয়োগক্ষেত্র: শুক্র স্বল্পতা, শুক্র তারল্যতা, রমনকালে দ্রুত শুক্রপাত হওয়া এবং যৌন দুর্বলতা প্রশমন করে।

৩০-৪০ দিন ঔষধ সেবন করতে হবে।

সেবন বিধি: ১-২ চা চামচ করে দৈনিক ১- ২ বার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ মতে।

01/05/2024

পুরুষের প্রয়োজনে

অমৃত

[ঔষধ প্রশাসন রেজিঃ নং-আয়ু-৫৮এ-১৪৬]

প্রধান উপাদান: অমৃত ডাঁটা, শ্বেত চন্দন, বালা, মুথামূল, রক্তচন্দন, চিরতা, বটছাল, অশ্বত্থ ছাল, যষ্টিমধু, কাঞ্চন ছাল, মোচরস, গোক্ষুর, হরীতকী, আমলকী, বহেড়া, বেড়েলা মূল, শ্যামালতা, যমানী, দেবদারু, তেজপত্র, তেউড়ী, ধাইফুল, কিস্মিস্, - গুড়, চিনি ও মধু ইত্যাদি।

প্রয়োগ ক্ষেত্র: স্বপ্নদোষ, চলিত শুক্রদোষ, শুক্রমেহ, ধ্বজভঙ্গ, বহুমূত্র, সোমরোগ, বীর্যহীনতা, শুক্রতারল্য, ইন্দ্রিয় শৈথিল্য, বিষমেহ বা গণোরিয়া, প্রস্রাবে যন্ত্রনা, কোষ্ঠবদ্ধতা, বদহজম, স্মরণশক্তি হীনতা, উগ্রমেজাজ, অবসন্নতা, মাথাঘোরা, অম্ল, অরুচী এবং বিংশতি প্রকারের প্রমেহ রোগে কার্যকরী। ইহা বল, বীর্য, রক্ত ও শক্তি বর্ধক।

সেবন বিধি: দুই বেলা আহারের পর চার চা চামচ ঔষধ সমপরিমাণ শীতল জলসহ সেব্য

🛑 দেশব্যাপী হোম ডেলিভারি পসিবল। 🚛

অডার করতে ⤵️

যোগাযোগ : ফাতেমা আয়ুর্বেদিক , মসজিদ গেট, ধুনট বাজার, বগুড়া।

মোবাইল: WhatsApp, imo - 01630-946875 , Bkash - 01781816955

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 20/02/2024

এপি - হরিতকী খন্ড : কোষ্ঠ পরিষ্কারক ও বায়ুনাশক ।

কার্যকারিতাঃ
অম্লপিত্ত, কোষ্ঠবদ্ধতা, অগ্নিমন্দা টোগ প্রশমক। হজমকারী ও বায়ু নিঃসারক।


#হরিতকী খন্ড

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 06/12/2023

সরাসরি ``সরিষা ক্ষেতে উপস্থিত থেকে "মধু'' সংগ্রহ !

যাদের খাঁটী মধু লাগবে দ্রুত যোগাযোগ করেনঃ 01630-946875
ঠিকানাঃ মসজিদ গেট, ফাতেমা আয়ুর্বেদিক, ধুনট বাজার, বগুড়া।

#মধু
#সরিষামধু
#ফাতেমা_আয়ুর্বেদিক
#ধুনট #বগুড়া

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 24/07/2023

#ডায়নামন 💥💥

#পুরুষাঙ্গের_বাহিরগত_ব্যবহারের_ক্রিম ।

• পুরুষাঙ্গের শিথিলতা ও বক্রতা দূর করে ।
• পুরুষাঙ্গের টিস্যু গুলোকে পুনরায় উজ্জিবিত করে ।
• পুরুষাঙ্গের রক্ত সরবরাহ বাড়িয়ে দেয় ।
• পুরুষাঙ্গের উত্থান ও দৃঢ়তা আনয়ন করে ফলে বক্রতা দূর হয় , লিঙ্গ দীর্ঘ ও সবল করে ।

#সেবন_বিধিঃ দৈনিক ১-২ বার ৩-৫ মিনিট প্রয়োজন মত ক্রিম পুরুষাঙ্গে মালিশ করতে হবে ।

দেশব্যাপী হোম ডেলিভারি পসিবল — চার্জ ১২০/-
অডার করতে ইনবক্স করুন অথবা কল করুন

#নেপচুন_ল্যাবরেটরীজ_লিঃ



#ফাতেমা_আয়ুর্বেদিক ধুনট বাজার, মসজিদ গেট বগুড়া

What's App - 01630-946875 || 01781816955 (BKash)

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 16/07/2023

পেনিটোন ওয়েল (তিলা জাদীদ)

💢 পুরুষের বিশেষ অঙ্গের শক্তিবর্ধক 💢

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়া্কফ) বাংলাদেশ

বর্ণনা: পেনিটোন পুরুষাঙ্গের শিথিলতা, যৌন দুর্বলতা, লিঙ্গের বক্রতায় অত্যন্ত কার্যকরী। বিভিন্ন কারণে পুরুষাঙ্গের স্নায়ু, রক্তবাহী নালী এবং টিস্যু শিথিল হয়ে পড়লে উত্তেজনার (ইরেকশন) সময় অভ্যন্তরের ফাঁপা স্তরে রক্ত দীর্ঘক্ষণ আটকে থাকতে পারে না। ফলে পুরুষাঙ্গের উত্থান ক্ষণস্থায়ী ও দুর্বল হয়। পেনিটোন ব্যবহারে রক্তবাহী নালিতে টিস্যুর চাপ মজবুত হওয়ায় দীর্ঘক্ষণ রক্ত আটকে থেকে পুরুষাঙ্গের উত্থান ও দৃঢ়তা দীর্ঘস্থায়ী হয়।

নির্দেশনা: পুরুষাঙ্গের শিথিলতা ও দুর্বলতা, পুরুষাঙ্গের বক্রতা, লিঙ্গোত্থানের সমস্যা।

ব্যবহারবিধি: পেনিটোন তেল: রাতে শোবার সময় ৫-৬ ফোটা পুরুষাঙ্গে হাল্কা ভাবে মালিশ করতে হবে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শমত ব্যবহার্য।

পেনিটোন অয়েন্টমেন্ট: প্রয়োজনমত অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শমত ব্যবহার্য।

প্রতিনির্দেশ: কোন প্রতিনির্দেশ নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় ব্যবহারেে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

সতর্কতা: ওষুধটি লাগানো অবস্থায় স্ত্রী সহবাস নিষেধ। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
বিরূপ প্রতিক্রিয়া: কখনো পুরুষাঙ্গের ত্বকে বীচি বা ফুসকুড়ি দেখা দিলে ওষুধ ব্যবহার বন্ধ রেখে নারিকেল তেল লাগালে ফুসকুড়ি চলে যাবে। এরপর আবার ওষুধ ব্যবহার শুরু করতে হবে।

পরিবেশনা: পেনিটোন তেল: প্লাস্টিক ড্রপারে ১৫ মিলি তেল।
পেনিটোন অয়েন্টমেন্ট: প্লাস্টিক কন্টেইনারে ২০ গ্রাম অয়েন্টমেন্ট।

মূল্য: ১৫ মিলি ড্রপার ২৬০ টাকা
💠 হোম-ডেলিভারি - ১২০/- টাকা চার্জ সমগ্র বাংলাদেশ
একদম গ্রাম পর্যায়ে আপনার ঠিকানায় পৌঁছে দেবার দায়িত্ব আমাদের

#ক্যাশঅন ডেলিভারিতে প্রডাক্টি নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে
ডেলিভারি চার্জ এডভান্স পে করে অর্ডার কনফার্ম করতে হবে ❣️

💢দেশের যেকোনো উপজেলায় হোম ডেলিভারি পসিবল ☑️
💢 পাঠাও কুরিয়ারে'র মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ☑️






প্রডাক্টটি অডার করতে
আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ইনবক্স করুন অথবা কল করুন ⤵️
☘️ ফাতেমা আয়ুর্বেদিক '' মসজিদ গেট, ধুনট বাজার, বগুড়া
☎️ — 01630-946875 || 01781816955 (বিকাশ) পারসোনাল

What's App ☑️ - 01630946875 ☑️ Imo ☑️ Telegram ☑️

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 15/05/2023

একদম নতুন প্রডাক্ট 💥 স্টক সীমিত
ফুরিয়ে যাবার পূর্বেই অডার করুন 📦

#ববকেয়ার ক্রীম , ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন।

১ পিছ ৩০০/- টাকা 🚛 হোম ডেলিভারি চার্জ - ১২০/-

⚜️ বাংলাদেশের যেকোন লোকেশনে ডেলিভারি পসিবল ☑️

• অডার করতে কি কি করতে হবে ?
— ডেলিভারি চার্জ টা বিকাশ/নগদ করে আপনার ঠিকানা দিয়ে দিন, ইনবক্সে অথবা What's App, imo তে । এরপর আপনার ঠিকানায় প্রডাক্ট পাঠিয়ে দেবো | ডেলিভারি টাইম - ৩/৪ দিন লাগতে পারে।

বিকাশ/নগদঃ 01781816955
(What's App, imo) 01630-946875 ☑️

আমাদের ফার্মেসী'র ঠিকানাঃ ⤵️

ফাতেমা আয়ুর্বেদিক, মসজিদ গেট, ধুনট বাজার , বগুড়া।

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 28/02/2023

🩺 সিনাস্লিম ট্যাবলেট

#অধিক_ওজন_ও_মেদ_কমানোর_প্রাকৃতিক_সমাধান"



★অতিরিক্ত দৈহিক ওজন কমানোর একটি কার্যকর প্রাকৃতিক ঔষধ।
★ফ্যাটি এসিড সংশ্লেষণে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মাধ্যমে দেহে অতিরিক্ত ফ্যাট সঞ্চয় প্রতিরোধ করে।
★উত্তম মানের ল্যাক্সেটিভ এবং ন্যাচারাল আন্ত্রিক পরিস্কারক হিসেবে কাজ করে।
★দেহে সঞ্চিত অতিরিক্ত ফ্যাট নিঃশেষ করে।
★ওজন হ্রাসকারক অন্যান্য ঔষেধের ন্যায় শারীরিক দুর্বলতা, দৈহিক ক্লান্তি বা ক্ষুধামন্দা সৃষ্টি করে না।
★নিরাপদ, কার্যকর ও পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত।

সেবন মাত্রা ও সেবন বিধিঃ-
প্রাপ্ত বয়স্ক: ২টি করে ট্যাবলেট দিনে ২বার আহারের ১/২ ঘন্টা পূর্বে কুসুম গরম পানিসহ অথবা চিকিৎসকের পরামর্শে সেব্য।

★সরবরাহ:-
প্রতিটি বক্সে আছে ৩০টি ট্যাবলেট এ্যালু-এ্যালু ব্লিস্টার প্যাকে।
মূল্যঃ ৩০০ টাকা প্রতি বক্স


#মেদ_কমানোর_ন্যাচারাল_ফর্মুলা

💠 Home Delivery : 120 /- charge All District (Bangladesh)
ক্যাশঅন ডেলিভারিতে প্রডাক্টি নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে
ডেলিভারি চার্জ এডভান্স পে করে অর্ডার কনফার্ম করতে হবে ❣️

💢দেশের যেকোনো উপজেলায় হোম ডেলিভারি পসিবল ☑️
💢 পাঠাও কুরিয়ারে'র মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ☑️




প্রডাক্টটি অডার করতে
আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ইনবক্স করুন অথবা কল করুন ⤵️
☘️ ফাতেমা আয়ুর্বেদিক '' মসজিদ গেট, ধুনট বাজার, বগুড়া
☎️ — 01630946875 || 01781816955 (বিকাশ) পারসোনাল
What's App ☑️ - 01630946875 ☑️ Imo ☑️ Telegram ☑️

07/12/2022

#সারা_বাংলাদেশ থেকে অর্ডার করা যাবে।

ডেলিভারি চার্জ - ১২০ টাকা * হোম ডেলিভারি ✅

What's App - imo. তে যোগাযোগ করতে পারেন

For Order : Call - 01630946875

Bobcare স্তন ঝুলে পড়া চিকিৎসায় কার্যকর
Ointment
IBN Sina Natural Medicine Division
Generic: Rowghan Zeenat

ববকেয়ার অয়েন্টমেন্ট রওশন জীনাত


বিবরনঃ কার্যকরী ভেষজ উপাদানের সমন্বয়ে বকেয়ার স্তন ঝুলে পড়া চিকিৎসায় কার্যকর

Agrond উপাদান : প্রতি ২০ গ্রাম অয়েন্টমেন্ট-এ সক্রিয় উপাদান রয়েছে (নির্যাস আকারে):

বৈজ্ঞানিক নাম:Punica granatum

পরিমাণ:২০gm

ডালিমের ফুল

ডালিম গাছের পাতা

ডালিম গাছের ছাল

কাঁচা ডালিম

জলপাই তেল

সূত্র: রওশন জীনাত, বা.জা.ই.ফ



রোগ নির্দেশনা:স্তন ঝুলে পড়া



মাত্রা ও ব্যবহার বিধি। ঋনে প্রয়োজনমত মালিশ করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য

2 পার্শ্ব-প্রতিক্রিয়া কোন পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ঔষধের সাথে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।



বিরূপ প্রতিক্রিয়া: ইউনানী ঔষধ রওগন জীনাত এ তেমন কোন বিরূপ প্রতিক্রিয়া জানা যায়নি।

গর্ভাবস্থায় ও ঘন্যদানকালে ব্যবহার ইউনানী ঔষধ ববকেয়ার অয়েন্টমেন্ট গর্ভবর্তী ও স্তন্যদান কালীন সময়ে ব্যবহার নিরাপদ।

সংরক্ষণঃ আলো থেকে দূরে ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

পরিবেশনা প্রতিটি লেমিনেটেড টিউবে রয়েছে ২০ গ্রাম ববকেয়ার অয়েন্টমেন্ট

দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন। (ইউনানী বিভাগ) সফিপুর, গাজীপুর, বাংলাদেশ।

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 25/11/2022

আয়ুর্বেদিক হেয়ার প্যাক

21/11/2022

কেশরাজ আয়ুর্বেদিক তেল

উপাদান : ৪১ টি প্রাকৃতিক দ্রব্য ও ভেষজ দিয়ে তৈরি একটি আয়ুর্বেদিক তেল। চুলের সকল সমস্যার সমাধান। এতে রয়েছে ভৃঙ্গরাজ, কালোকেশর, জটামাংসী, আমলকী, নাগকেশর, জবা,মেথী,মেহেদী, খাটি নারিকেল তেল, তিল ও বাদাম তেল,গোলাপ,ঘৃতকুমারী ও অন্যান্য উপাদান ইত্যাদি।

ব্যবহার বিধিঃ সপ্তাহে ৪/৫ দিন তেলটি পরিমাণ মতো নিয়ে চুলের আগা থেকে গোড়া পযন্ত লাগাতে হবে এবং মাথার তালুতে আলতো করে ম্যাসাজ করে লাগাতে হবে।পরে স্যাম্পু করে পরিষ্কার করবে।

উপকারিতাঃ তেল টি নিয়মিত ব্যবহারে অতিরিক্ত চুল পড়া ও চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করবে।নতুন চুল গজাতে সাহায্য করবে,চুলকে ঘন, কালো,ও স্বাস্থ্য উজ্জ্বল করতে সহায়তা করবে।

Photos from ফাতেমা আয়ুর্বেদিক's post 29/10/2022

সুখবর!!!😍 সুখবর!!! 😍
যাদের চুল পড়ে যাচ্ছে,,চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে,, চুল ভেঙে যাচ্ছে,চুলের গ্রোথ কম তাদের জন্য রয়েছে ফাতেমা আয়ুর্বেদ হেয়ার কেয়ার।
ফাতেমা আয়ুর্বেদিক এর তৈরি হেয়ার প্যাক ও হেয়ার অয়েল যা চুলের সকল সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ
👉👉👉হেয়ার অয়েল টি ৩৭টি প্রাকৃতিক দ্রব ও ভেষজ দ্বারা সম্পূর্ণ আয়ুর্বেদ মতে তৈরী(খাটিনারিকেল,তেল,আমলকী,বহেড়া,হরিতকী,নাগকেশর,ভৃঙ্গরাজ,কালোকেশর,গোলাপ,মেহেদী,জবা,ব্রাম্মী,জটামানসি,কাজুবাদাম,তিল,কালোজিরা,নিম, তুলসি,মন্জিষ্ঠা,ইত্যাদি আরো উপাদান দিয়ে তৈরী যা আয়ুর্বেদ মতে চুলের জন্য খুবই উপকারি )

👉👉বিস্তারিত জানতে ফাতেমা আয়ুর্বেদ পেজের সাথেই থাকুন।ইনবক্সে
প্রশ্ন করুন ।ডা. Sirajum Monira

Want your practice to be the top-listed Clinic in Dhunat?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Address


Dhunat Bazar
Dhunat
5850

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Other Medical & Health in Dhunat (show all)
Shuvo Clinic and Diagnostic Centre Shuvo Clinic and Diagnostic Centre
Dhunat Upazila Health Complex
Dhunat, 5850

Shuvo clinic and diagnostic centre