Manha Fashion

Manha Fashion

We provide qualitifull dresses and cosmetics.

06/03/2024

প্রায় মাসখানিকের পর শহরে ফিরছি,
ছোট দিনের বেলা, দুপুর সময়েই বাসে বসে অপেক্ষা করছি বাস কখন ছাড়বে
শীতের প্রভাব অনেকটাই কম ,, দুপুরে বেশ গরম লাগছে।
বাসে উঠে সবার কেমন একটা কিউরিওসিটি হয় জানালার পাশে বসতে হবে এমন।
আমার ও তাই, জানালার পাশে বসে ছুটে চলা গাছ, মানুষ আর আকাশ দেখতে আমার অসম্ভব ভালোলাগে।

আজ বগুড়া থেকে আসা মেইল বাসে জানালার পাশে কোনো ছিট আর খালি ছিল না। দুই ঘন্টা রাস্তার জন্য আর পরের বাসের জন্য অপেক্ষা না করে বসে পড়লাম একটা মেয়ের পাশে।

মাঝে মাঝে কখনো মানুষ দেখতে ভাল্লাগে, নিজের হাজারটা টেনশনের কথা ভুলে থাকা যায় অপরের সংগ্রামী মুখ দেখলে।

আমার আজ জন্মদিন, সকালে বাংলালিক সিমের ম্যাসেজে সেটা স্মরন হলো, ভাবলাম টাইমলাইলে কেউ ট্যাগ করে আমাকে চমকে দেবে 🫡
না অযথাই বেশি ভেবে ফেলেছি। খুব কাছের বান্ধবীটাও কাল হয়তো কল দিয়ে বলবে সরি রে।

মনটা নেহাতই ভালো নাই ছয় মাস আগের দেওয়া পরিক্ষার রেজাল্টে। সব জানলেও কেমন হুট করে মন খারাপের যে ব্যাপারটা ক্ষত স্থানে আবার পুড়ে যাওয়ার মতই৷ ক্লিনিক্যাল প্রাকটিসে উওম- মধ্যম তো থাকেই সাথে এত সব প্রেশারে মাথা টা টোটালি জ্যাম।

এর মাঝে হাতে চিপস - কোক আর চকোলেটে একটা ছেলে আমাকে বলে আপু,
শুনতে না পাওয়াই ছেলেটা আমাকে আবার বলে আপু শুনছেন?

- জি?
- আপু আপনি কি আমার সিটটাই বসবেন প্লিজ? সমস্যা হবে না আপনার জানালার পাশেই ছিটটা আমার।
- আমি বললাম ঠিক আছে।
- আমার অনাগ্রহের পরও ছেলেটা আমাকে বলে, আমরা বগুড়া থেকে এসেছি, ওর মামা ছিল পাশে তাই একসাথে বসা হয় নি। বিরামপুরে নেমে যাওয়াই 😊

- আমি বললাম ঠিক আছে। পাশের মেয়েটিকে দেখলাম, বেনী করা চুলের এলোমেলো হয়ে আছে মাথাটা, কপালে টিপ, গলায় তুলসীমালা, কাজল দেওয়া চোখে, বয়স কম মিষ্টি ভীষণ।
মেয়েটি আমার সাথে কোনো কথা না বলে হাসলো শুধু।

- আমি বসলাম জানালার পাশে। এখন আমার ও খুব ভাল্লাগছে। কাংক্ষিত গন্তব্যে পৌঁছতে পারলে আসলে সবাই খুশি,
এই যেমন জানালার পাশে বসে আমি খুশি ঠিক তেমনি ছেলে- মেয়েটি খুশি পাশাপাশি বসে।

না চাইতেও দূর থেকে তাদের দেখতে আমার ভাল্লাগতেছিল। ছেলেটি মেয়েটির চুল গুলো কানের ভাজে রেখে দিচ্ছেল, তারা খুব হাসতেছিল, দুই চেয়ার সামনে বসা আমি তাদের স্পষ্ট দেখতে না পেলেও ছেলেটার হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম।

এই প্রেম জিনিসটা অদ্ভুত সুন্দর, একটা মানসিক শান্তি। দুটো মন পুরোপুরি মিলে গেলে দুনিয়ার সব সুখ মিলেমিশে একাকার হয়। ভয় হয় হারানোর তারপর........... 🥹
থাক না সেসব 🙃

পৃথিবীতে মানুষ তিনভাগে সুখী হয়, শারীরিক, মানসিক আর্থিক।
যার মাঝে বেশির ভাগ মানুষ দুটো পায়। কেউ মানসিক, আর শারীরিক।
কেউ আর্থিক আর শারিরীক।
আর কেউবা আর্থিক - মানসিক।

সব পেয়ে গেলে হয়তো অপূর্ণতার অভাব মানুষ বুঝতো না। এই যে একটা অপরিচিত বাসে মানুষ আসে তাগিদে, আবার গন্তব্য আসলে সে নেমে যায় যার যায় স্থানে।

সেদিন সব ক্লাসের স্টুডেন্টদের নিয়ে একটা আলোচনা হয় আর সেখানে উপস্থিত বক্তব্যে আমি বলেছিলাম অনেক কথা।
একজন জুনিয়র আপু বললো আপনার মোটিভেশন গুলো আপু সত্যিই নিজেকে শেখার মতো।

ক্লাসমেটদের সাথে কত কথা হয় অথচ সে সব নিজে মেইনটেইন কখনো করতে পারি না।
কারন আমি তো জানি আমার ভেতরের অবস্থা। আমি জানি আমি দিন শেষে জিরো।
আমার অন্ধকার রুম, আমার মন খারাপের রাত জানে সব।

ভাষার অপব্যবহার কখনো করিনি, নিঃশ্বাসের দীর্ঘতা কখনো আনিনি, অভিযোগ বা অধিকার দেখানোর মতো সাহস হয়নি এখনো। হয়তো কখনো হবেও না।
আমার একরাশ অন্ধকারে, নিজের প্রতি অভিযোগ সব সময়।

25/12/2023

Website

Address


আনসারী মার্কেট, তুলা পট্টি, স্টেশন রোড, বিরামপুর।
Dinajpur
5266