KBM College Dinajpur.

Welcome to our KBM college student's page.keep like to get our college.

02/12/2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

• আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।
সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।

• বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।

• অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।

• তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...!
ভালো থাকবেন প্রতিবেশীরা...!
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...!
পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...!
তবু ও বলছি সমাজ কি বললো...!
প্রতিবেশী কি বললো সেটা শুনে,
নিজের ছেলে মেয়েকে অপমান করে,
মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...!
মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের নয়
(প্রতিবেশীর নয়)...….....!!!!
সংগৃহীত

26/11/2023

আজকে HSC রেজাল্ট যাই হোক না কেনো , কেউ আশেপাশের মানুষের কথায় ডি*প্রেশনে গিয়ে ভূ*ল কিছু করবেন না..!!
একটা রেজাল্ট আমাদের ভাগ্য নির্ধারন করতে পারে না ,
সবসময় মনে রাখবেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
দোয়া করি আজকে যেন সকলের মুখেই হাসি ফুটে।আপনারা যারা এইচএসসি পরিক্ষার্থী তাঁরা নিচের ওয়েবসাইট থেকে সহজেই রেজাল্ট দেখতে পারবেন👇ওয়েবসাইট লিং কমেন্ট বক্সে দেওয়া আছে!!

03/11/2023

"ক" ব্যবহার করে দীর্ঘ লেখা...

( ক দিয়ে কমেন্ট করুন।)

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত। কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।

কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল ? কাজে কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।

কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, কাবেরী কোলের কেয়া- কুঞ্জে কোয়েলের কলকা কলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে ?কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"। কদমার কদর কল্পনাতীত!

©কপি
.

24/10/2023

এই ৪ টি চিত্র শুধু'ই চিত্র নয়-
৪০ হাজার বইয়ের সমান শক্তিশালী -✋

20/10/2023

আগামী এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁ*স করে দিলাম, নাও এবার পাশ করো🙂

10/10/2023

*শিক্ষকগণ'ই একমাত্র ব্যক্তিবর্গ,যারা অন্যের সন্তানের সাফল্য দেখে নিজেরা গর্ববোধ করেন*!
❤️

03/09/2023

😀😀

29/08/2023
27/08/2023

এমন দারুণ একটি প্লেসে বসে বই পড়ার সুযোগ পেলে আপনি কোন বইটি পড়তেন?

20/08/2023
14/08/2023

ইন্না-নিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি আমাদের মাঝে আর নেই।
বিদায় হলো এক কিংবদন্তীর!

27/05/2023

কলেজ থেকে সবাইকে বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজন করা হলো।
তো সবাই এসে প্লেনে উঠে পড়ল, প্লেনে ওঠার পর পাইলট ঘোষণা করল আপনারা এটা শুনলে খুব খুশি হবেন যে আপনারা যে প্লেন-টি করে বিদেশে যাচ্ছেন এই প্লেন-টি আপনাদের কলেজের সব অভিজ্ঞ ছাত্ররা মিলে বানিয়েছে!😲
এটা শোনার পর সব শিক্ষক প্লেন থেকে তাড়াহুড়ো
করে নেমে গেল, প্লেন-টি আকাশে উড়ার পর ক্রা/শ হয়ে যাবে বলে..
শুধু প্রিন্সিপাল বসে রয়েছিল এটা দেখে পাইলট এসে জিজ্ঞেস করল; কি ব্যাপার স্যার সবাইতো নেমে গেল আপনি বসে আছেন যে?
প্রিন্সিপাল: আমার বিশ্বাস বেশি, আমি জানি প্লেন-টি চালুই হবে না উড়ার তো দূরের কথা.!🤣
only funny post KBM College Dinajpur.

19/05/2023

শরীরের শক্তি আর ক্ষমতা আছে বলেই তা সব জায়গায় প্রয়োগ করবেন না। কখন যে কোথায় আটকে গিয়ে মাটির সাথে মিশে যাবেন তা আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। সুযোগ দেওয়া হয়েছে তাই পেয়েছেন, সুযোগের অপব্যবহার করবেন না। অহংকার আর দাম্ভিকতা পতনের লক্ষণ। তাই অহংকারী না হয়ে সহনশীল হোন। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিৎ, আপনার চেয়েও বড় বড় পালোয়ান এই পৃথিবীতে পরিস্থিতির বেড়াজালে আটকে পড়ে ধ্বংস হয়েছেন।👍

Photos from KBM College Dinajpur.'s post 10/05/2023

২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচী PDF কমেন্ট বক্সে দেওয়া আছে 👇👇👇

21/04/2023

EID-MOBARAK 😊

Photos from KBM College Dinajpur.'s post 08/02/2023

🔰HSC Result || KBM College Dinajpur || 2023🔰

Photos from KBM College Dinajpur.'s post 07/12/2022

২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি।

06/11/2022

কিছু মজাদার তথ্য জানবেন কি, যা হয়তো আপনি জানেন না?

অধিকাংশ পুরুষই তাদের মানিব্যাগ পেছনের পকেটে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রায়শই পকেটে রেখেই এর উপর বসে পড়েন। কিন্তু এর জন্য নিজের অজান্তেই নিজেদের শারীরিক ক্ষতি করে ফেলছেন।

বড়/ভারী/মোটা মানিব্যাগের উপর বসায় মেরূদণ্ড খানিকটা বাঁকা হয়ে যায় নিজের অবস্থান থেকে। এরজন্য কোমরে চাপ তো পড়েই, সাথে sciatic স্নায়ুতন্তুটিও সংকুচিত হয়ে যায়। এই স্নায়ুতন্তুটি কোমর থেকে একদম পা পর্যন্ত সকল স্নায়ু মস্তিষ্কে বহন করতে সাহায্য করে। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে একসময় কোমরে ব্যথা,পা ব্যথা নিত্যদিনের সঙ্গী হয়ে যায়

03/10/2022

অনুপ্রেরণা....
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

- Collected

Photos from KBM College Dinajpur.'s post 21/09/2022

💢২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি...💢

19/09/2022

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২

যারা অংশগ্রহণ করতে পারবে:

গ্রুপ ক: ৮-১২ বছর
গ্রুপ খ: ১৩-১৮ বছর

নিবন্ধন:

২৮ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর, ২০২২, রাত ১২টা পর্যন্ত অনলাইনে (quiz.sheikhrussel.gov.bd) নিবন্ধন করা যাবে।

অনলাইন প্রতিযোগিতা:

গ্রুপ ক:: ৮-১২ বছর
৩০ সেপ্টেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
গ্রুপ খ:: ১৩-১৮ বছর
০১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।

পুরস্কার:

গ্রুপ ক: ৮-১২ বছর
৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)
গ্রুপ খ:: ১৩-১৮ বছর
৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)

নিয়মাবলি:

কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।

একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।

সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।

সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।

কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।

চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।

ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

কুইজের বিষয়:

শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

#গ্রুপ ক: ৮-১২ বছর রেজিস্ট্রেশন

https://quiz.sheikhrussel.gov.bd/ka_group_registration

#গ্রুপ খ: ১৩-১৮ বছর রেজিস্ট্রেশন

https://quiz.sheikhrussel.gov.bd/kha_group_registration

18/09/2022

আজকে থেকে ডিগ্রি ভর্তি শুরু হলো,,,,,আবেদনের শেষ সময় ১১ অক্টোবর।

আবেদনের লিংক কমেন্ট এ↓

19/08/2022

আলহামদুলিল্লাহ!
আমরা এখন ৫০০০ মেম্বার এর পরিবার।

27/07/2022

#৬ষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর প্রাথমিক তথ্য প্রকাশ। দেখে নিন এক নজরে কত?

♦ জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন
♦প্রতি বর্গ কি.মি. জনসংখ্যা ঘনত্বের হার ১ হাজার ১১৯ জন ।
♦পুরুষ: নারী ৯৮: ১০০ জন।
♦সাক্ষরতার হার ৭৪. ৬৬%
♦মোবাইল ব্যবহারকারীর হার ৫৫.৮৯%
♦ইন্টারনেট ব্যবহারকারী ৩০. ৬৮%
♦জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%

Photos from KBM College Dinajpur.'s post 23/06/2022

যিনি তৈরি করেছেন তাকে ধন্যবাদ❣️

06/06/2022

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করি 🤲
আল্লাহ রাব্বুল আল-আমিন তাদের জান্নাত নসিব করুক..আমিন 🤲

26/05/2022

শিক্ষার্থী ও স্টুডেন্ট ভাই-বোনদের জন্য লাইফ হ্যাক।
- কিছুক্ষণ পড়ার পর বোরিং লাগে কেন?
= ব্রেনে সেরোটনিন কমে যায়, এজন্যে।
- সেরোটনিন কিভাবে বাড়ানো যায়?
= কোরআন পড়ে বা শুনে, যিকির করে ইত্যাদি।
যে আগে একটানা ১ ঘন্টা পড়তে পারত, পড়তে বসার আগে ৫-১০ মিনিট এসব কাজ করলে এর বেশি পারবে - দেড় ঘন্টা, দু ঘন্টা বা আরো বেশি।
তারপরও যখন বোরিং লাগবে, আবার কোরআন পড়তে হবে বা শুনতে হবে, জিকির করতে হবে, একটু হাটাহাটি করতে হবে। ব্রেনে সেরোটোনিন আবার তৈরি হবে, আবার মনোযোগ আসবে।
- ডাঃ আবেদুর রহমান
- ঢাকা মেডিকেল কলেজ

14/05/2022

দিনাজপুরের বিখ্যাত লিচু!!

03/05/2022

আসসালামু আলাইকু,
ঈদ মোবারক!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের এই ফেসবুক গ্রুপ থেকে একটি ইসলামি কুইজ প্রতিযোগীতার আয়োজন করতে চাচ্ছি। উপহার পাবেন তিন জন। উপহার হিসাবে থাকবে ইসলামিক বই।
সবার মতামত আশা করছি।
আয়োজনে-
গ্রুপ এডমিন & মডারেটর
ধন্যবাদ

01/05/2022

⭕জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স (২০২১-২২) ভর্তির প্রাথমিক আবেদন সম্পর্কিত....................

📍 জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ভর্তি পরীক্ষা দিত হয়❓
উঃ না পরীক্ষা দিতে হয় না😌

📍 তাহলে কিভাবে ভর্তি নেওয়া হয়❓
উঃ পয়েন্ট অনুযায়ী অনলাইন আবেদনের মাধ্যমে 😊

📍 ভর্তি আবেদন শুরু কবে❓
উঃ ২২ মে থেকে বিকাল ৪.০০ টা থেকে😀

📍প্রশ্নঃ ভর্তি আবেদন কত দিন পর্যন্ত চলবে❓
উঃ ৯ জুন রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত 🔔

📍প্রশ্নঃ আবেদন কোথায় গিয়ে করতে হবে❓
উঃ যে সকল দোকানে অনলাইনের কাজ করা হয় ঐখানে বা আপনি নিজেও অনলাইনে করতে পারেন😊

📍প্রশ্নঃ আবেদনের সময় কী কী লাগবে❓
উঃ SSC ও HSC এর রোল ও পাশের সন এবং ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং ১টি সচল ফোন নাম্বার✅

📍প্রশ্নঃ পাশের সালের কী কোনো সীমাবদ্ধতা আছে❓
উঃ হ্যাঁ আছে..আপনার SSC ২০১৮,১৯ এবং HSC ২০২০,২১ সালে পাশ থাকতে হবে..১টি কম বা বেশি হলে আবেদন করতে পারবেন না🔥

📍প্রশ্নঃ কতটি কলেজ চয়েজ দিতে হয়❓
উঃ ১টি

📍প্রশ্নঃ কতটি সাবজেক্ট চয়েজ দেয়া যায়❓
উঃ যে কয়টি আপনার সামনে প্রদর্শিত হবে সব দিতে পারেন..আপনার ইচ্ছা..চাইলে ১টা ও দিতে পারেন🤗

📍প্রশ্নঃ আবেদন অন্য কেউ করে দিলে হবে না ❓
উঃ নিজ কাজ নিজে করা শ্রেয়🙂

📍প্রশ্নঃ আবেদনের সময় কত টাকা লাগে❓
উঃ ৫০ বা ১০০ টাকা

📍প্রশ্নঃআবেদনে যদি কোনো প্রকার ভুল হয় অথবা আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি তবে কি নতুন ভাবে আবেদন করা যাবে❓
উঃহ্যা যাবে..তবে ১বার👍🏻 কিন্তু ফর্মটি কলেজে জমা দিয়ে দিলে আর যাবে না🚫

📍প্রশ্নঃ আবেদনের সাথে সাথে অথবা কতদিন পরে কলেজে জমা দিতে হবে ?
উঃ ১১ জুনের মধ্যে..(আবেদনের সাথে সাথে ঐ দিনও যেতে পারবেন)

📍প্রশ্নঃআবেদন ফর্মটি জমা দিতে নিজেকে যাইতে হবে ❓
উঃহ্যা (অন্য কেউ গেলেও চলবে কলেজ কতৃপক্ষ যদি বেঁকে না বসে)

📍প্রশ্নঃ ফর্মটি কোথায় জমা দিবো❓
উঃ যে কলেজটা চয়েজ দিছেন ঐটাতে🏢

📍প্রশ্নঃ আবেদন কলেজে জমা দিতে কত টাকা লাগবে❓
উঃ ২৫০ টাকা

📍প্রশ্নঃজমা দেয়ার সময় কি কি কাগজ নিয়ে যাবো❓
উঃ SSC ও HSC এর রেজিঃ কার্ড ও মার্কশীট এর ফটো কপি (৪কপি) এবং ২ বা ৪ কপি পাসর্পোট সাইজ ছবি (যদি কলেজের নোটিশ বোর্ডে ছবি চায়)

📍প্রশ্নঃ কলেজেতো এখন মার্কশীট আসে নাই অথবা তুলি নাই অথবা SSC এর ফটোকপিটাও নাই..তাহলে কি করবো❓
উঃ অনলাইন থেকে মার্কশীট ডাউনলোড করে ঐটা জমা দিলেও হবে😇

📍প্রশ্নঃকাগজ গুলোকি সত্যায়িত করতে হবে❓
উঃ কলেজের নোটিশ বোর্ডে যদি কাগজপত্র সত্যায়িত করে চায় তবে দিতে হবে😐

📍প্রশ্নঃ কাগজ গুলা জমা দেয়ার সময় কি কিছু করতে হবে❓
উঃ হ্যা, আবেদন পত্র দুটি অংশ থাকবে..১টি কলেজের অপরটি স্টুডেন্টদের..দুটি অংশ আপনার ছবি নিচে স্বাক্ষর ও তারিখ দিতে হবে..যেদিন জমা দিবেন সেদিনের তারিখ দিবেন..কলেজ আলাদা ভাবে ফোন নাম্বার চাইলে উপরে লিখতে হবে🤓

📍প্রশ্নঃ জমা দেয়ার পর কি কোনো মেসেজ আসবে❓
উঃ হ্যা ১টি মেসেজ আসবে

প্রশ্নঃ কত সময় বা দিনের মধ্যে মেসেজ টা আসবে❓
উঃ ১ থেকে ৫ দিনের মধ্যে

📍প্রশ্নঃ যদি মেসেজ না আসে❓
উঃ মেসেজ না আসলে দ্রুত স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে যোগাযোগ করতে হবে🤯

📍প্রশ্নঃ মেসেজ ডিলিট হয়ে গেছে আবেদন গ্রহন হয়েছে তা সিওর হওয়ার কোনো কি অন্য পথ আছে❓
উঃ হ্যা আছে..আপনার কাছে যে আবেদন ফর্ম আছে (কলেজে কাগজ জমা দিলে কলেজ আপনাকে স্টুডেন্ট কপিটা ফেরত দিবে এবং ঐটা আপনারে স্বযত্নে রাখতে হবে) ওটাতে ১টি পিন ও পাসওয়ার্ড আছে..ওটা দিয়ে জাবির ওয়েব সাইটে লগ ইন করলে Status -লাল রঙে Submit লেখা থাকবে.. আর "কলেজ আবেদন গ্রহন করলে তা সবুজ রঙে Receive লেখা হয়ে যাবে"👈

📍প্রশ্নঃ অনলাইনে দেখেছি এক্সেপ্ট করছে কিন্তু মেসেজ আসে নাই সমস্যা হবে❓
উঃ কোনো সমস্যা নেই..এখন এইটুকু না বুঝলে আপনি ফ্রি তে টেনশন নিচ্ছেন😪

📍প্রশ্নঃ ফর্মটা কলেজে জমা দিয়েছি মেসেজ আসছে বা আসেনি এখন কি ওটা বাতিল করা যাবে❓
উঃ না

📍প্রশ্নঃ১ম মেরিটের রেজাল্ট কবে দিবে❓
উঃনোটিশ দিলে জানতে পারবেন

📍প্রশ্নঃ নোটিশ কবে দিবে❓
উঃ আবেদন শেষের ১ থেকে ৭ দিনের মধ্যেই দিবে।😀

📍প্রশ্নঃ রেজাল্ট দেখবো কিভাবে❓
উঃ রেজাল্ট মেসেজের মাধ্যমে জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NU ATHN Roll পাঠিয়ে দিন 16222নম্বরে..এখন আবেদন ফর্মের রোল নম্বর দিতে হবে এবং এই পদ্ধতিতে মেধা ও রিলিজের আবেদনের ফলাফল দেখা যাবে ll

[বিঃদ্রঃ বিগত বছর অনুযায়ী] কালেক্টেড!

পরবর্তী আপডেট পোস্ট পাওয়ার জন্য আমাকে ফেন্ড রিকুয়েক্ট দিয়ে রাখো। Follow দিয়ে রাখো। কারো কোন প্রশ্ন থাকলে করুন।
ধন্যবাদ ❤️

29/03/2022

_ খুব মিস করি কবিতা গুলো...❤

27/03/2022

বুস্টার ডোজ নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। যেহেতু এই তথ্যগুলি অনলাইনে কোথাও পাইনি তাই শেয়ার করছি যাতে অন্যদের হেল্প হতে পারে।

আগে ভেবেছিলাম-
১। যেমন এসএমএস না আসলে বুস্টার ডোজ নেয়া যাবেনা
২। বয়স অন্তত ৪০ না হলে নেয়া যাবেনা
৩। শুধুমাত্র ফ্রন্টলাইনাররাই আগে পাবে ইত্যাদি
এগুলি নিয়মে বা ঘোষণায় লেখা থাকলেও বাস্তবে আপনার
প্রথম এবং ২য় ডোজ নেয়ার পর অন্তত ৬ মাস হবার পর বুস্টার ডোজ নিতে পারেন। তবে এক্ষেত্রে আগের টিকা কার্ডে যেহেতু ৩ নাম্বার বা বুস্টার ডোজের কোন তথ্য নেই তাই টিকা কার্ড নতুন করে প্রিন্ট করে নিয়ে গেলেই হবে।

যারা দরকার মনে করেন, আপনি আপনার আগের ২ ডোজ টিকা যেই টিকা কেন্দ্র থেকে নিয়েছেন সেম টিকা কেন্দ্রে বুস্টার ডোজের জন্য যেতে হবে। ভিড় এড়াতে দুপুর ১ টার পর যেতে পারেন, বুস্টার ডোজের জন্য তেমন ভিড় থাকেনা। তবে কেন্দ্র টু কেন্দ্র ভ্যারি করবে। কোন কোন কেন্দ্রে ১ম, ২য় এবং বুস্টার ডোজ এক সিরিয়ালেই দিয়ে থাকে। তবে আমি ঢাকা মেডিক্যালের টিকা কেন্দ্র থেকে নিয়েছি এখানে ১ম + ২য় ডোজ এর লাইন আলাদা এবং বুস্টার ডোজের জন্য আলাদা এরেঞ্জমেন্ট ছিল।

আরও একটি কথা বুস্টার ডোজ আলাদা কিছুই না এটি এখন সবার জন্যই ফাইজার এর অন্য টিকার মতই আরেকটি ডোজ। আপনি আগে অন্য যে টিকাই নিয়ে থাকেন না কেন এখন গণহারে সবাইকেই ফাইজার এর টিকা বুস্টার ডোজ হিসাবে দিচ্ছে যদিও ঢাকার বাইরের খবর কনফার্ম বলতে পারছিনা কেননা ফাইজার এর টিকা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়।

নিজের অতিরিক্ত সুরক্ষা এবং দেশের বাইরে ট্রাভেল করলে বুস্টার ডোজ নিয়ে রাখতে পারেন- অনেক ক্ষেত্রেই হেসেল কমে যাবে। আর হ্যাঁ, টিকা নেয়ার সাথে সাথেই অনলাইনে টিকা কার্ডে বুস্টার ডোজের তথ্য আপডেট হয়েছে।

20/03/2022

একজন সুপারহিরো বাবা 🥰

19/03/2022

যারা কথাই কথাই বলেন, আমাকে দিয়ে হবে না, তাদের জন্য ছবিটা🙂

Want your school to be the top-listed School/college in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Artificial Intelligence (AI) আমাদের জীবনে কতটা ভয়ংকার হতে যাচ্ছে, বিশেষ করে মেয়ের জন্য!
EID-MOBARAK 😊

Website

Address


Dinajpur

Other Educational Research in Dinajpur (show all)
HW_Private Centre HW_Private Centre
Doshmile
Dinajpur, 5200

☞︎︎︎�☞︎︎︎_☾︎উন্নত সার্টিফিকেট_উন্নত জীবন☽︎_�

Beacon Of Hope Private Center _BHPC Beacon Of Hope Private Center _BHPC
Uttara, Dalaikota, Sarkarpara
Dinajpur, 5260

Since 2018, It is established as a learning group.

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট DPI দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট DPI
Dinajpur, 5200

The government of Purbo Bangla established 16(sixteen) polytechnic institutes in each district of P

Holy Quran and Islamic Dawah Holy Quran and Islamic Dawah
Dinajpur

কোরআন ও সুন্নাহ প্রচারের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতে চাই।

Best Sohel Rana Outsourching Institute Best Sohel Rana Outsourching Institute
Dinajpur

We are the best Outsourching Institute in Dinajpur.You can build up your carear by this Institute.

এসো ইসলামের পথে& এসো ইসলামের পথে&
Rangpur, Nawabganj
Dinajpur, 5280

আসুন আমরা সকলে ইসলামী শরিয়া মোতাবেক ও রাসূল এর সুন্না মোতাবেক জীবন পরিচালনা করি।

24H Education News 24H Education News
Dinajpur, 5230

Education is the process of facilitating learning, or the acquisition of knowledge, skills, values,

Ethical Social Research Initiative - ESRI Since '2022' Ethical Social Research Initiative - ESRI Since '2022'
Simultola Market, Baserhat
Dinajpur, 5200

Ethical Social Research Initiative (ESRI) is a research-based organization established in 2022. Research is our motive. The whole World is our field.

Sahera Chowdhury Hifzul Ulum Madrasa Sahera Chowdhury Hifzul Ulum Madrasa
MOHADANI, BORO BAUL, CHIRIR BANDOR
Dinajpur

Islamic education and research centre. and give free education to orphans and distressed children also poor students.

ORBIT Chemistry Academy ORBIT Chemistry Academy
Collegepara, North Side Of Birampur Govt Degree College, Upazila Road, Birampur
Dinajpur, 5266

For All

নিজের প্রস্তুতি নিজের প্রস্তুতি
Dinajpur
Dinajpur, 5200

"নিজের প্রস্তুতি" নিজেকে ঝালাই করে নেওয়ার আরেকটি সুযোগ