Sami Yousuf - MathMate

We strive to present a method to grasp a topic & assist learners to achieve their professional goals.

18/08/2023

#প্রাইমারী_আপডেট_নিয়োগ_পরীক্ষা

☞ পদের নামঃ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক।

☞ ১ম ধাপের পরীক্ষাঃ সেপ্টেম্বর মাসে (সম্ভাব্য)

☞ ২য় ধাপের এবং ৩য় ধাপের পরীক্ষাঃ ডিসেম্বর মাসে।

সোর্সঃ দৈনিক প্রথম আলো

11/08/2023

I've received 10,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

28/07/2023

২৭তম - ৪৪তম বিসিএস গণিত ও মানসিক দক্ষতার ব্যাখ্যাসহ সমাধানভিত্তিক
◑অফলাইন ব্যাচ☞৩মাসের কোর্স
◑লোকেশন☞দিনাজপুর সদর
◑শুরু☞১লা আগস্ট
◑যোগাযোগ☞01782327610

[বিশেষ করে বেগিনাররা (যারা নতুন শুরু করতে চাচ্ছেন কিন্তু কূল-কিনারা পাচ্ছেন না তারা) চোখ বন্ধ করে চলে আসতে পারেন]
✪✪✪সরকারি যেকোনো চাকরির পরীক্ষায় সিংহভাগ প্রশ্নই আসে বিগত সালের বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো থেকে।
বর্তমান বিসিএস সিলেবাসটি ২৭তম বিসিএস থেকে শুরু হয়ে অদ্যাবধি চালু আছে।
সেজন্য আমি ২৭তম বিসিএস প্রিলিমিনারি থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত সিলেক্ট করেছি।
বিগত সালের প্রশ্নগুলো সলভ করার পাশাপাশি পিএসসি’র সিলেবাস সম্পর্কে আপনার একটা প্র‍্যাক্টিক্যাল ধারণা তৈরি হবে, যা আপনার পরবর্তী পরিকল্পনায় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
|||চাকরীপ্রার্থী সকলের জন্য শুভকামনা|||

28/07/2023

২০২৩ সালের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ সবাইকে অভিনন্দন।
আসল যুদ্ধের প্রস্তুতি শুরু হোক এখনই...

22/07/2023

"পথ চলা যদি হয় সহজ,
তাহলে বুঝবেন পথটি ভুল"..

21/07/2023

"গড়পড়তা যে গোটা ৫ জনের
সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই, আমরা সেই
৫ জন মানুষ হয়ে উঠি"।।

21/07/2023

✪সূচক
✪পার্ট-১০
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত
✪অনুশীলনী-৪.১
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি


Sami Yousuf - MathMate
Sami Yousuf

20/07/2023

✪✪✪অভূতপূর্ব সাড়াদানের জন্য সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পাশাপাশি আমি নিজেও যেহেতু অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিনাতিপাত করি সেজন্য হয়তো সকলকে আমার অফলাইন ব্যাচে সংযুক্ত করতে পারবো না,সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

✪আমি কিন্তু পোস্টে স্পষ্ট করেই উল্লেখ করেছি, ১৫জন করে ২টি ব্যাচে ৩০জন ক্যান্ডিডেট সিলেক্ট করবো, ৩০জনের বেশিও না কমও না।
[কারণ, আমার সক্ষমতার বিষয়টি খেয়াল রেখে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি]

✪শতাধিক ক্যান্ডিডেট আগ্রহ প্রকাশ করেছেন,আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।

✪শুক্রবার, বিকেল ৫টায় আমি ১ম ৩০জন কে বাছাই করবো।
আর যদি একই সাথে ৩০জন ক্রস করে তাহলে প্রাথমিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৩০জন ফাইনাল করবো,ইনশাআল্লাহ্!

✪আমি গতবার ২০জনকে নিয়ে এগিয়েছিলাম এবার সর্বোচ্চ ৩০জনকে শেষ পর্যায়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবো, ইনশাআল্লাহ্!

✪✪✪লোকেশনঃ
সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন,
কালিতলা,
দিনাজপুর সদর, দিনাজপুর।
[[স্কুলের মেইনগেইটে দাড়িয়ে প্রদত্ত নাম্বারে ফোন দিলে আপনাকে রিসিভ করে ক্লাসরুমে পৌঁছে দেওয়া হবে]]

তারিখ☞২১জুলাই, ২০২৩ খ্রি.
বার☞শুক্রবার
সময়☞বিকেল ৫ ঘটিকা

মোবাইলঃ 0178 23 27 610

বি.দ্র.☞ এটা শুধু অফলাইন ব্যাচের জন্য। অনলাইনের জন্য যারা আগ্রহী তাদের একটু অপেক্ষা করতে হবে।
আমি সময় মতো আপনাদের এড করে নেবো,ইনশাআল্লাহ্!

18/07/2023

"বেশির ভাগ ব্যর্থ মানুষ বুঝতে পারে না,সফলতার কত কাছাকাছি তারা পৌঁছেছিলো,
হাল ছেড়ে দেওয়ার আগে"
---
থমাস আলভা এডিসন

17/07/2023

প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য ২ব্যাচে ১৫জন করে পড়াবো,ইনশাআল্লাহ্!৫০%দিয়ে প্রস্তুতি শুরু করবেন,পাশ করার পর মিষ্টিসহ বাকি ৫০% দিবেন।আগে আসলে আগে সিট পাবেন-01782327610

17/07/2023

কষ্ট পেলে...
প্রিয়জন হারানো কিংবা বড় ধরনের হতাশার পর-মন ভারাক্রান্ত হয়,বিষন্নতা ভর করে,কষ্টে মন ভরে যায়।এ সময় জীবন-যাপনের জন্য যে উৎসাহ ও আগ্রহ শক্তি প্রয়োজন সেগুলো হারিয়ে যায়।এরকমটি যত গভীর হয়,ততই ডিপ্রেশন বাড়তে থাকে।এই অন্তর্মুখী,গুটিয়ে যাওয়ার ফলে, যে আশাবাদ হারিয়ে গেছে, তার জন্য শোক করার সুযোগ ঘটে।
করণীয় ☞ যত দ্রুত সম্ভব এ অবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে।বিশেষজ্ঞ কিংবা বিশ্বস্ত কারো সাথে শেয়ার করা যেতে পারে।।

14/07/2023

✪আপনি কি ক্যারিয়ার নিয়ে চিন্তিত?

✪আপনি কি গ্রাজুয়েশন সমাপ্তির শেষ প্রান্তে?

✪আপনি কি সরকারি কিংবা বেসরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন,তা নিয়ে চিন্তিত?

✪আপনি কি নানা মুনির নানা মত নিয়ে মানসিকভাবে হাবুডুবু খাচ্ছেন?

✪আপনি কি মাসের পর মাস কিংবা বছরের পর বছর শুধু প্রস্তুতি'ই গ্রহণ করছেন,কিন্তু একটা প্রিলিমিনারি'ই টিকতে পারছেন না?

✪আপনি কি প্রিপারেশন গ্রহণ করতে করতে জীবন-যৌবন সব শেষ করে ফেলেছেন কিন্তু প্রিপারেশন শেষ করতে পারেন নি?

✪আপনি কি বাবার হোটেলে খেয়ে খেয়ে হাবিজাবি উপায়ে প্রস্তুতি নিয়ে এখন বাবার হোটেলে ঢুকতে লজ্জা পাচ্ছেন?

✪আপনি কি সুন্দরী 'বউ' কিংবা উপযুক্ত 'স্বামী' পাওয়ার আশায় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে মাথায় টাক ফেলে দিয়েছেন?কিংবা মেরুদণ্ডের ক্যালসিয়াম সব ক্ষয় করে ফেলেছেন?

✪আপনি কি দিন-রাত ২৪ঘণ্টা শুধু স্বপ্নই দেখে যাচ্ছেন কিন্তু কাজ-কর্ম না করে শুধু ফেসবুকেই বসবাস করছেন?

✪আপনার কি সবকিছুই ঠিকঠাক চলছে শুধু পড়াশুনা শুরু করতে গেলেই যেখানে-সেখানে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছেন,কিন্তু লজ্জায় কারো সাথে শেয়ার করতে পারছেন না?

✪আপনি কি বাবা'র পাঠানো টাকা দিয়ে ঠিকভাবে খাওয়া-দাওয়া,পড়াশুনা না করে গার্লফ্রেন্ড কিংবা আরেকজনের ভবিষ্যতের বউয়ের পেছনে খরচ করে এখন নিজেই মদনের মতো রাস্তায়-রাস্তায় ঘুরছেন?

✪আপনি কি সারাদিন টিউশনি করতে করতে নিজের ক্যারিয়ার কিংবা জীবন গঠনের জন্য সময় বের করতে পারছেন,না?

✪আপনি কি গার্লফ্রেন্ড এর জন্য হাজার টাকা ব্যয় করতে প্রস্তুত কিন্তু নিজের ক্যারিয়ার গঠনের জন্য এক টাকা খরচ করতে গেলেও আপনার হার্ট ফেইল হওয়ার উপক্রম হয়?

✪আপনি কি ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি গাঞ্জাখোরদের মতো নেশাগ্রস্ত হয়ে পড়ছেন কিন্তু বই-পুস্তক দেখলে আপনার গায়ে ১০৪° জ্বর চলে আসে?

✪মাদ্দাকথা আপনি কি আপনার নিজস্ব কর্মকাণ্ডে লজ্জিত...কিন্তু কারো সাথে শেয়ার করতে পারছেন না...
কিংবা আপনার দিক-নির্দেশনার দরকার হলে...

☆☆☆বিনামূল্যে☆☆☆...
__________________________________________________
ক্যারিয়ারের গোছানো প্রস্তুতিমূলক পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ

সামি ইউসুফ স্যার
[ ক্যারিয়ার কনসালটেন্ট ]

যোগাযোগের ধরন☞সরাসরি

[ফোন দিয়ে আসতে হবে-0178 23 27 610]

শুধু ☞ শুক্র ও শনিবার।

লোকেশনঃ
দিনাজপুর সদর,দিনাজপুর।
মোবাইল☞0178 23 27 610
__________________________________________________

13/07/2023

✪সূচক
✪পার্ট-০৯
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত
✪অনুশীলনী-৪.১
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি


Sami Yousuf - MathMate
Sami Yousuf

12/07/2023

"মানুষের আগামীকালের সফলতার পেছনে সবচাইতে বড় শত্রু হলো আজকের সফলতা"...

11/07/2023

✪সূচক
✪পার্ট-০৮
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত
✪অনুশীলনী-৪.১
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি


Sami Yousuf - MathMate
Sami Yousuf

Photos from Sami Yousuf - MathMate's post 10/07/2023

"মাইকেল মধুসূদন দত্ত"
Note By☞ Sami Yousuf Sir
||প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষার জন্যই প্রযোজ্য||
াংলা_সাহিত্য

09/07/2023

✪সূচক
✪পার্ট-০৭
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত
✪অনুশীলনী-৪.১
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি


Sami Yousuf - MathMate
Sami Yousuf

08/07/2023

✪সূচক
✪পার্ট-০৬
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত
✪অনুশীলনী-৪.১
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি


Sami Yousuf - MathMate
Sami Yousuf

05/07/2023

✪সূচক
✪পার্ট-০৫
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত
✪অনুশীলনী-৪.১
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি


Sami Yousuf - MathMate
Sami Yousuf

Photos from Sami Yousuf - MathMate's post 04/07/2023

"বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়"
Note By☞ Sami Yousuf Sir
প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষার জন্যই প্রযোজ্য
াংলা_সাহিত্য

Photos from Sami Yousuf - MathMate's post 02/07/2023

"ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর"
Note By☞ Sami Yousuf Sir
প্রিলিমিনারি ও লিখিত উভয় পরীক্ষার জন্য প্রযোজ্য
#০৪

28/06/2023

সকল ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীকে
Sami Yousuf - MathMate এর পক্ষ থেকে
✪ইদ মুবারক✪

25/06/2023

✪সূচক
✪পার্ট-০৪
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত
✪অনুশীলনী-৪.১
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি


Sami Yousuf - MathMate
Sami Yousuf

24/06/2023

✪সূচক
✪পার্ট-০৩
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত
✪অনুশীলনী-৪.১
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি


Sami Yousuf - MathMate
Sami Yousuf

Photos from Sami Yousuf - MathMate's post 23/06/2023

✪জাতীয় কবি কাজী নজরুল ইসলাম✪
নোটটি তৈরি করেছেন☞সামি ইউসুফ স্যার
Hand Note By☞ Yousuf Sir
#০৩

22/06/2023

✪সূচক
✪পার্ট-০২
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত
✪অনুশীলনী-৪.১
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি


Sami Yousuf
Sami Yousuf - MathMate

21/06/2023

✪সূচক
✪পার্ট-০১
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত
✪অনুশীলনী-৪.১
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি


Sami Yousuf - MathMate
Sami Yousuf

20/06/2023

✪সূচক বেসিক
✪সূচক কেনো দরকার?
✪সূচকে ব্যবহৃত সূত্রসমূহ
✪শূন্যস্থানে আলোর বেগ/দ্রুতি কত?
✪পৃথিবীর ভর কত?
✪সূর্যের ভর কত?
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪সাধারণ গণিত [৪.১]
✪উচ্চতর গণিত [৯.১]
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি

Sami Yousuf - MathMate
Sami Yousuf

Photos from Sami Yousuf - MathMate's post 20/06/2023

✪বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর✪
Hand Note ☞Sami Yousuf Sir
#০২

Photos from Sami Yousuf - MathMate's post 18/06/2023

অনেকে আমার ব্যক্তিগত নোট দেখে নোট তৈরি ও স্টাডি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।তাদের জন্য ধারাবাহিকভাবে প্রথমত প্রিলিমিনারি পরীক্ষার নোট শেয়ার করবো...সকলের জন্য দোয়া ও শুভকামনা।।
#০১

10/06/2023

✪সূত্র ব্যতীত বীজগাণিতিক রাশির মান নির্ণয়ের কৌশল
✪এসএসসি লেভেল
✪সা.গণিত [৩.১ ও ৩.২]
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি
✪Algebraic Expressions Technique without Formula
✪SSC level
✪G.Math [3.1 & 3.2]
✪BCS & All Other Job Preparation

Sami Yousuf - MathMate
Sami Yousuf

09/06/2023

✪সাফল্য লাভের উপায় শীর্ষক সকল পর্ব একসাথে((পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করে প্রতিদিন সকালে অন্তত ১বার করে পড়ুন))✪

♦সাফল্য লাভের ১ম পদক্ষেপঃ||সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ||
প্রতিবার যখন আপনি একটি কাজ থেকে অন্য কাজে মনোযোগ দেন এবং আবার ফিরে যান, তখন প্রতিবার মনোযোগ পরিবর্তনের দরুন আপনার মস্তিষ্কের নির্দিষ্ট পরিমাণ শক্তি ও বুদ্ধিমত্তা খরচ হয়ে যায়।
তাই একইসাথে একাধিক অনির্দিষ্ট লক্ষ্যের পিছনে ছুটলে এবং একই সময়ে বহুমুখী কাজ করার মাধ্যমে আপনি আস্তে আস্তে নির্বাক ও বুদ্ধিহীন হয়ে যেতে পারেন, দিন শেষে দেখা যাবে যে আপনার সমস্ত অনুভূতি নিঃশেষ হয়ে গেছে।
এইভাবে চলতে থাকলে অনেক সময় আপনি ছোট ছোট বিষয়গুলো সম্পর্কেও দ্বিধান্বিত হয়ে পড়বেন, যেমন এই মুহূর্তে আপনার ক্যারিয়ার সংশ্লিষ্ট দুইটি বিষয়ের মধ্যে কোনটি আপনার জন্য অপেক্ষাকৃত ভালো কিংবা আপনার কোনটি করা উচিত ইত্যাদি।
ফলে প্রায়শই আপনি যেকোনো সাধারণ কাজে দ্বিধান্বিত ও সন্দিহান হয়ে পড়বেন।

♦সাফল্য লাভের ২য় পদক্ষেপঃ||জীবনমুখী অভ্যাস গড়ে তোলা||
মানুষ সবচেয়ে বেশি যে কাজটি করতে পছন্দ করে সেটাই তার ভবিষ্যৎ হিসেবে ধরা দেয়।
মানুষ আসলে তাই যা সে মনে মনে ধারণা পোষণ করে।আর তার এই ধারণা প্রতিদিনের ছোটো-খাটো কার্য দ্বারা প্রতিফলিত হয়।
ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে বড় পার্থক্যের কারণ হিসেবে আবির্ভূত হয়।
আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয় সর্বোচ্চ গুরুত্বের ইচ্ছা শক্তির উপর।আমরা আমাদের সময়গুলোকে যে খাতে ব্যয় করি, ফলাফল সেই খাত থেকেই নির্গত হয়।
একজন স্মার্ট ফোন হাতে পেলেই যতসব আজগুবি আর অপ্রয়োজনীয় ভিডিও দেখে কিংবা ফালতু চ্যাটিংয়ে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে।
অন্যজন ঐ একই স্মার্ট ফোন দিয়ে শিক্ষণীয় ভিডিও দেখে কিংবা গুণিজনের সাথে প্রয়োজনীয় জ্ঞান আহরণের জন্য সময় অতিবাহিত করে।
দুইজনের ভবিষ্যৎ পরিণাম কিংবা ফলাফল একই রকম আশা করা অন্যায়।
কিন্তু মানুষ প্রবল আবেগ প্রবণ জাতি...
পানিতে ডুব দিয়েও শুকনো থাকার প্রয়াস মনে লালন করতে কার্পণ্য করেনা।
তাই মানুষ হিসেবে সফল হতে চাইলে আপনাকে অবশ্যই জীবনমুখী অভ্যাস গড়ে তুলতে হবে।যে অভ্যাসগুলো দৈনন্দিন জীবনে আপনাকে এগিয়ে নিতে পারে সেই অভ্যাসগুলোকেই আপনার আপন করে নিতে হবে।
সেটা হতে পারে পড়াশুনোয় দক্ষতা বৃদ্ধির অভ্যাস কিংবা প্র‍্যাক্টিক্যাল কোনো কাজে দক্ষতা বৃদ্ধির অভ্যাস।

♦সাফল্য লাভের ৩য় পদক্ষেপঃ
||অতীত [ব্যর্থতা] থেকে শিক্ষা গ্রহণ করা||
অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের তালিকা প্রস্তুত করুন।সেখানে
যে ভুলগুলো আপনার দ্বারা সংঘটিত হয়েছিলো তার একটি
গোছানো তালিকা [কারণ উল্লেখসহ] তৈরি করুন।
বারবার একই ভুল যাতে আপনার দ্বারা না হয় সে ব্যাপারে সচেষ্ট হোন।যে ব্যক্তি বারবার একই অজুহাত দেখাতে চায়
সফলতা তাকে ধরা দেয় না।
জীবনে কতবার ব্যর্থ হয়েছেন সেটা খুব বেশি পার্থক্য গড়তে
পারেনা; আবার কতবার নিচে পড়ে গিয়েছেন সেটাও তেমন
কোনো ব্যাপার না; ব্যাপার হলো আপনি ব্যর্থতার পর সোজা
হয়ে দাঁড়াতে পেরেছেন কি না???
কেউ যদি বলে সুযোগ কখনো আমার দরজায় এসে কড়া নাড়েনা তবে সেটা দুঃখজনক একটা অজুহাত ছাড়া আর
কিছুই না।সত্য হলো দিন-রাত সুযোগগুলো সারাক্ষণ আপনার দরজায় অপেক্ষমাণ।
কিন্তু সে [সুযোগ] কখনো আপনার দরজায় কড়া নাড়েনি কিংবা দরজার আগল ভেঙে ভেতরে ঢুকার চেষ্টাও করেনি; শুধু আপনার দরজা খুলে
তাকে [সুযোগ] ভেতরে প্রবেশ করার ব্যবস্থা করে দেওয়ার
প্রয়োজন ছিলো।।
সুযোগ বারবার হাতছাড়া হয়ে যায় শুধু আপনার গাফিলতির
জন্য/অবহেলার জন্য।।

♦সাফল্য লাভের ৪র্থ পদক্ষেপঃ
||আত্ন-মর্যাদা উপলব্ধি করা||
অন্য কেউ আপনার উপর বিশ্বাস রাখুক বা না রাখুক নিজের উপর বিশ্বাস হারাবেন না।পৃথিবীতে আপনার কাছে আপনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।
একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে দাঁড় করাতে যেসব মেটারিয়ালস প্রয়োজন তার সবটাই আছে আপনার কাছে।
কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য শুধু আপনার সুপ্ত প্রতিভা-
গুলোকে জাগ্রত করা প্রয়োজন।যে জিনিস পাওয়ার আকাঙ্খা আপনার মধ্যে তৈরি হবে ধ্যানে-জ্ঞানে তা অর্জনের
চেষ্টায় অবিরত কাজ করে যেতে হবে।
একজন মানুষের সক্ষমতা তার নিজের মধ্যেই বাস করে,আর
সেই সক্ষমতার সর্বোচ্চ কার্যকরী চালক সে নিজেই।
বড় কিছু করার ক্ষমতা আপনার আছে তা মনে-প্রাণে বিশ্বাস
করুন।শুধুমাত্র নিজের উপর আস্থা রেখে আপনি অন্যদের
আস্থাও অর্জন করতে পারবেন।
নিজের সক্ষমতার প্রতি হতাশ হওয়া নিজেকে নিজে সাহায্য না করে ছোট করা ছাড়া কিছুই নয়।
আপনি আপনার গুরুত্ব উপলব্ধি করার পাশাপাশি সেটা ধরে
রাখতে হবে যাতে আপনার গুরুত্বের ক্ষমতাটাকে ঠান্ডা মাথায় উপযুক্ত সময়ে কাজে লাগাতে পারেন।
আপনার কল্পনার চাইতেও বড় আপনি। এর উপর ভিত্তি করেই কাজ চালিয়ে যান।
সফল একদিন হবেনই, ইনশাআল্লাহ্!!!

♦সফলতা লাভের সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ ৫ম ও ৬ষ্ঠ পদক্ষেপঃ
(i)নিজের পিছিয়ে পড়ার জন্য অন্যকে দোষারোপ না করা
এবং
(ii)আপনার আশে পাশের লোকজনদের কাছে পজিটিভ কোনো প্রত্যাশা না করা।

☞কেবল অকর্মণ্য ও বোকা লোকই তার স্বীয় ব্যর্থতার দায় অন্যের উপর চাপিয়ে দায়মুক্তি পেতে চায়।কিন্তু আদৌ কি সে দায়মুক্ত হতে পারে? কখনোই না।
কারণ,সবকিছু এড়িয়ে চলা গেলেও নিজের ব্যর্থতা অথবা অর্জন কোনোটিই বাদ দিয়ে চলা সম্ভব নয়।এগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ।
আর নিজের ব্যর্থতা যে স্বীকার করতে ভয় পায় সে কখনোই শুদ্ধতা লাভের প্রশান্তি পায়না এবং সফলতা লাভের পথে সে দূর্বল প্রতিযোগীদের শামিল হয়ে যায়।
স্রষ্টা(মহান আল্লাহ তায়ালা)ব্যতীত কেউই নির্ভুল ও পূর্ণাঙ্গ হতে পারেনা,ইহা সম্ভবপর নয়।
তাই জীবনে চলার পথে ভুল হলে,ব্যর্থ হলে...আগে নিজের ভুলটা স্বীকার করো,দায়টা নিজের উপর ন্যস্ত করো এরপর
নিজেকে শুধরানোর চেষ্টায় ব্রতী হও, দেখবে তুমি একদিন না একদিন সফলদের কাতারে শামিল হবে আর সেদিন তোমার ভুলগুলো অন্যদের অনুকরণীয় হওয়ার মর্যাদা লাভ করবে।।

☞আপনার সফলতায় সবচেয়ে বেশি মনঃক্ষুণ্ন হয় কিংবা বেজার থাকে আপনার আশেপাশের লোকজন।
তাই আপনার আশেপাশের লোকজনদের কাছে কখনোই পজিটিভ বা ভালো কিছু প্রত্যাশা করবেন না।প্রত্যাশা করলেই আপনি ধরা খাবেন।
সুতরাং কোনো কাজে লেগে পড়ার প্রথম পদক্ষেপ হিসেবে
আপনি আপনার আশেপাশের লোকজনদের কাছ থেকে জিরো% সাপোর্ট পাবেন কিংবা আপনার আশেপাশের লোকজন সম্ভব হলে আপনার পথ রোধ করবে কিংবা আশেপাশের লোকজন থেকে নেগেটিভ কিছুই পাবেন এটি খুব স্বাভাবিক হিসেবে ধরে নিয়েই আপনাকে এগুতে হবে।

"মনে রাখবেন জীবন আপনার
এখানে স্রষ্টাও হস্তক্ষেপ করেন না
তাহলে যদু-মদু-কদু'র হস্তক্ষেপে
আপনার জীবন তামা-তামা হয়ে যাওয়ার কাহিনী
মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন"।।
__________________________________________________
Sami Yousuf - MathMate
June 09, 2023
Friday
At 2.40PM
__________________________________________________

05/06/2023

✪সুষম বহুভুজের অন্তঃস্থ ও বহিঃস্থ কোণ নির্ণয়
✪সুষম বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয়
✪বেসিক সূত্র
✪এসএসসি লেভেল
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি
✪Interior and Exterior angle of Regular Polygon
✪Polygon
✪Basic Formula
✪SSC Level
✪BCS & All Other Job Preparation

Sami Yousuf - MathMate
Sami Yousuf

02/06/2023

✪লগারিদম [এসএসসি লেভেল]
✪অনুশীলনী-৪.২
✪সাধারণ গণিত
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি
✪Logarithm [SSC Level]
✪General Mathematics
✪Ex-4.2
✪BCS & All Other Job Preparation


Sami Yousuf - MathMate
Sami Yousuf

01/06/2023

✪ল.সা.গু ও গ.সা.গু
✪শর্টকাট+বিস্তারিত
✪৮ম,৯ম-১০ম শ্রেণির সাধারণ গণিত
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি
✪LCM & HCF
✪Shortcut+Details
✪Class8,9&10
✪BCS & All Other Job Preparation

Sami Yousuf - MathMate
Sami Yousuf

31/05/2023

✪মানসিক দক্ষতা
✪অসমতা/সংখ্যারেখা
✪এসএসসি ও এইচএসসি লেভেল
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি
✪Mental Ability
✪Inequalities/Number Line
✪SSC & HSC Level
✪BCS & All Other Job Preparation

29/05/2023

✪সেট [ভেনচিত্রের সাহায্যে]
✪৯ম-১০ম শ্রেণি [এসএসসি লেভেল]
✪বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতি
✪Set With Venn Diagram
✪Class9-10 [SSC Level]
✪BCS & All Other Job Preparation

25/05/2023

✪ল.সা.গু ও গ.সা.গু বেসিক
✪গুণনীয়ক ও গুণিতক বেসিক কনসেপ্ট
✪৭ম,৮ম,৯ম- ১০ম শ্রেণি
✪সাধারণ গণিত
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি
✪LCM & HCF Basics
✪Concept Of Factor & Multiple
✪Class7,8,9&10
✪General Mathematics
✪BCS & All Other Job Preparation

24/05/2023

✪অনুধাবন ক্ষমতা
✪৪৫তম বিসিএস প্রিলিমিনারি
✪মানসিক দক্ষতা
✪বিসিএস ও অন্যান্য সকল চাকরির প্রস্তুতি
✪Perceptual Ability
✪Mental Ability
✪45th BCS Preliminary
✪BCS & All Other Job Preparation

24/05/2023

✪যেকোনো সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফলরূপে প্রকাশ করা যায়
✪Any Number Can Be Expressed As Product Of Primes
✪ JSC & SSC Level
✪BCS & All Other Competitive Exams

Want your school to be the top-listed School/college in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Dinajpur

Other Tutors/Teachers in Dinajpur (show all)
ছাত্র কল্যাণ কোচিং সেন্টার ছাত্র কল্যাণ কোচিং সেন্টার
Dinajpur
Dinajpur, 5210

Chatra Kollan Coaching Center-CKCC

Rubel Sir's English Hub Rubel Sir's English Hub
Dinajpur, 5200

English & ICT Care will provide you the best way to learn English Grammar along with ICT.

Jewel sarkar Jewel sarkar
Bologari
Dinajpur

প্রাথমিক সহকারী শিক্ষক - দিনাজপুর : ব্যাচ ২০১৮ প্রাথমিক সহকারী শিক্ষক - দিনাজপুর : ব্যাচ ২০১৮
Dinajpur

পেশাগত উন্নয়নের স্বার্থে শিক্ষক হিসেবে নিজেদের অভিজ্ঞতা এখানে লিখুন!!!!!

Shahariar Ryehan Shahariar Ryehan
Dinajpur
Dinajpur, 5200

This is a personal vlog. I will upload a huge number of topics. Basically on math, computer, English & so on.

SoroBindu Season 10 Co-Instructor Support SoroBindu Season 10 Co-Instructor Support
Suihari, Sadar Dinajpur
Dinajpur

Batch 12 Co-Instructor Support by LFWF Academy

Musha Ali Musha Ali
Bokultola Mor, Dinajpur Sadar, Dinajpur
Dinajpur, 5200

As the tagline goes ‘We learn… We Share…And We Educate” we at EDUCATIONAL INFORMATION try to share what we learn. We are no expert but learners. Learning is a continuous process so...

Bangla shikhoniy golpo Bangla shikhoniy golpo
গাইবান্ধা সুন্দরগঞ্জে
Dinajpur, 2KGF6GKF4

Haw to Bangla shikhoniy golpo peis স্বাগত আমাদের বাংলা শিক্ষনীয় গল্প চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন

Batch 51 WP Fundamental Co-Instructor Support - SoroBindu Batch 51 WP Fundamental Co-Instructor Support - SoroBindu
Chowrangi Kacha Bazar
Dinajpur, 5270

Hoait Hoait
Dinajpur

Education

English  Tuition Center English Tuition Center
Dinajpur
Dinajpur, 5260

It is a good page.