আল মিরআতুল মাকতাবাহ

আল মিরআতুল মাকতাবাহ

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল মিরআতুল মাকতাবাহ, Book & Magazine Distributor, পাফিন চাইনিজ”র ২য় তলা, ষ্টেশন রোড, দিনাজপুর।, Dinajpur.

18/12/2023

ফজরের নামাজের পর আবহাওয়ার মধ্যে আলাদা একটা সজীবতা আছে । যা শরীর ও মন দুটোকেই প্রাণবন্ত করে তুলে...
(বাসার সামনের রাস্তা)

17/12/2023

আলহামদুলিল্লাহ
দারুল হাদীস রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ১১ জন হাফেজ ছাত্রদের পাগড়ী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি শাইখ আব্দুল জলীল মাদানী

16/12/2023

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা যখন বলেন আল্লাহ বলেন, তুমি সত্য বলেছো অতঃপর আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি বললে আল্লাহ বলেন ক্ষমা করলাম, রহম করলাম, রিজিক দিলাম।

16/12/2023

‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’।
সূরা- আয-যুমার, আয়াত নং ৫৩

15/12/2023

আল্লাহ তাআলা চান তাঁর বান্দা তাঁর কাছে প্রার্থনা করে। আল্লাহ বলেন, ‘আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকারবশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। ’ (সুরা গাফির, আয়াত : ৬০)
আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তাঁর ওপর অসন্তুষ্ট হন। ’ (তিরমিজি, হাদিস : ৩৩৭৩)

14/12/2023

আলহামদুলিল্লাহ
লেখকের কাছ থেকে হাদিয়া পেলাম

14/12/2023
13/12/2023

আলহামদুল্লিলাহ
আজ মাকতাবাহ যে বই গুলো এসেছে

10/12/2023

বই গুলো একটি মাদ্রাসায় হাদিয়া দেওয়া হল।

Photos from আল মিরআতুল মাকতাবাহ's post 06/12/2023

প্রিয়তমদের রোদে শুকাইবার মাধ্যমে তাহাদের হ্রদয় উত্তপ্ত হইয়া অত:পর আমাদিগকের রিক্ত হস্তে তাহাদিগকে গোছাইয়া ঘরে উঠাইবার দৃশ্য বড্ড নয়ানাভিরাম মনোমুগ্ধকর চিত্রখানা এ দু'নয়নে দেখিয়া প্রশান্তির ঢেউ খেলিয়া গেল
সংগ্রহ - মাহমুদ বিন আলী
( আমার প্রিয় একজন মানুষ, এক সময় ৪/৫ ঘন্টা মাকতাবাহ না থাকলে তার মনভরতো না, এখন মাসে এক দিন আসার সময় পায় না🥲)

06/12/2023

اسلام عليكم و رحمتالله و بركيته

আলহামদুলিল্লাহ
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে। যারা ছাত্রী, গৃহিনী, চাকুরিজিবি মহিলা আছেন দিনাজপুর শহরে তাদের জন্য বিকেলে আলেমা কোর্সের ব্যাবস্থা করা হয়েছে। যারা এই কোর্স করতে চান যোগাযোগ করুন
আরজুমান
WhatsApp 01774-542914

04/12/2023

আলহামদুলিল্লাহ ছোট্ট এক ভাইকে মাকতাবাহ রেখে গত কাল বিয়ে খেতে পীরগঞ্জ, ঠাকুরগাও গিয়েছিলাম, এসে দেখি... ভাইয়া মাকতাবাহ গুছিয়ে রেখেছে। কয়েকদিন পর ছোট্ট ভাইটি পড়াশোনা করার জন্য আজহার বিশ্ববিদ্যালয়, মিশর যাবে আল্লাহ সব কিছু সহজ করে দিক।

Photos from আল মিরআতুল মাকতাবাহ's post 02/12/2023

দুই ভাই বোন মাকতাবাহ এর সিরি দিয়ে উঠার সময় থেকেই মামা বলে ডাকা শুরু করে, তারা আসলে আমি আর বসে থাকতে পারি না, তারা সারা মাকতাবাহ বই নিয়ে ব্যস্ত হয়ে যায়। জাকির আর রুশদা মতো করে শিশুরা বই প্রেমিক হয়ে বেরে উঠুক।

29/11/2023

এই হজ্ব গাইড গুলো হাদিয়া দেওয়া হবে।

24/11/2023

হে মুমিনরা, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনদের রক্ষা করো সেই আগুন থেকে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। তাতে নিয়োজিত আছে কঠোর স্বভাব, কঠিন হৃদয়ের ফেরেশতারা যারা আল্লাহর কোনো হুকুমের অবাধ্য হয় না, তাদের যা নির্দেশ দেওয়া হয় তারা সেটাই করে।
সূরা তাহরীম, ৬৬:৬

21/11/2023

এক ভাই দিনাজপুর কাহারোলে মেয়ে দেখতে যাবে, সঙ্গে নিলো বই আর চকলেট

Photos from আল মিরআতুল মাকতাবাহ's post 15/11/2023
15/11/2023

২০২২ সালের আল কাউসার ভলিউম
সঙ্গে নভেম্বর মাসের আল কাউসার

12/11/2023

মুসলিম মনীষীদের জীবনীর আকর-গ্রন্থ ‘সিয়ারু আ’লামিন নুবালা’র সংক্ষিপ্তরূপ নুযহাতুল ফুদ্বালা’র অনুবাদ।

গ্রন্থে সাহাবী, তাবেয়ী, তাবে-তাবেয়ী-সহ হিজরী সপ্তম শতক পর্যন্ত ৯৯৩টি জীবনী স্থান পেয়েছে।

বই- মহৎ প্রাণের সান্নিধ্যে (পাঁচ খণ্ডে সমাপ্ত)
লেখক- ইমাম শামসুদ্দীন আয-যাহাবী রাহিমাহুল্লাহ

সংক্ষেপিত সংস্করণ- নুযহাতুল ফুদ্বালা
সংকলন ও সংক্ষিপ্তকরণ- শাইখ ড. মুহাম্মাদ মূসা আশ-শরীফ

ভাষান্তর- আব্দুল্লাহ মজুমদার
সম্পাদনা- প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

12/11/2023

ইতিহাসের আয়নায় বর্তমানকে জানতে হলে! বর্তমান বাস্তবতার ইতিহাস বুঝতে হলে! এই বইয়ের বিকল্প আছে কি?

Photos from আল মিরআতুল মাকতাবাহ's post 07/11/2023

আলহামদুলিল্লাহ
রুহুমা প্রকাশনী থেকে হাদিয়া পেলাম
সাধারণত আমি হাদিয়া গুলো পরিচিতদের দিয়ে দিতাম, এখন থেকে ভেবেছি আমার অর্ধাঙ্গিনী জন্য রেখে দিবো যদিও জানি না সে কখন ও কিভাবে আসবে...

07/11/2023

বন্ধুরা মিলে বন্ধুর বিয়েতে হাদিয়া দিয়েছে

05/11/2023

তিনটি বই এর সাথে চল্লিশ হাদিস বইটি ফ্রী

01/11/2023

৬০% ছাড়ে "রিয়াযুস সালেহিন" মাত্র ১০৮০ ৳
(তিনখণ্ডে বক্সসহ প্রিমিয়াম)

লেখক: ইমাম নববি রাহিমাহুল্লাহ
তাহকিক: শাইখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ
ভাষান্তর ও ব্যাখ্যা : নাজিবুল্লাহ সিদ্দিকি হাফিযাহুল্লাহ

আমাদের #রিয়াযুস_সালেহিন বেশ কিছু কারণে ভিন্নতা ও অনন্যতার ‎‎দাবিদার। যেমন :‎
০১- অনুবাদক যেহেতু দীর্ঘদিন যাবৎ ‘আরবি ভাষা ও সাহিত্য’ বিভাগে ‎পাঠদানের সঙ্গে জড়িত আছেন, তাই আরবির ওপর তাঁর বেশ ভালো ‎‎দখল রয়েছে। আশা করা যায়, এ কারণে প্রতিটি হাদিসের অনুবাদ ‎বিশুদ্ধ ও মূলানুগ হওয়ার পাশাপাশি যথেষ্ট ঝরঝরে ও সুখপাঠ্য হয়েছে।‎

০২- অনুবাদক মুফতি আব্দুল মালেক সাহেব হাফিযাহুল্লাহ এর পরিচালিত মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকায় দু-বছর (২০০৯-১০ ‎খ্রি.) উলুমুল হাদিস তথা উচ্চতর হাদিস গবেষণা বিভাগে অধ্যয়ন করেছেন।‎ এবং কর্মজীবনেও তিনি দীর্ঘদিন সুনামের সাথে হাদিসের পাঠ দান করে আসছেন। তাই হাদিস নিয়ে গবেষণা করা তার জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ।"রিয়াযুস সালেহিন" বইটির অনুবাদ ও ব্যাখ্যা করার ক্ষেত্রে তার গবেষণার অনেককিছুই ফুটে উঠেছে।

০৩-শুধু অনুবাদ পাঠ করে যেসব হাদিসের মর্ম উপলব্ধি করা যায় না, টীকায় ‎‎সেসব হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে এবং পূর্বসূরি ‎মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা-বিশ্লেষণের আলোকে অল্প কথায় হাদিসের ‎মর্ম সহজবোধ্য করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ‎

০৪- রিয়াযুস সালিহিন গ্রন্থে সহিহ বুখারি ও সহিহ মুসলিম ছাড়াও অন্য কিছু ‎হাদিসগ্রন্থ থেকে প্রচুর হাদিস সংকলন করা হয়েছে। সময়ের দাবি ও ‎চাহিদা ছিল অনুবাদের পাশাপাশি সেসব হাদিসের তাহকিক তথা হাদিসের মান ও তাখরিজ তথা হাদিসের সূত্র উল্লেখ করে ‎‎দেওয়া। আমাদের অনূদিত গ্রন্থটিতে নিকট-অতীতের খ্যাতনামা ‎মুহাদ্দিস শায়খ শুয়াইব আরনাউত রহ.-এর তাহকিক অনুসরণপূর্বক ‎‎সেসব হাদিসের মান ও তাখরিজ উল্লেখ করা হয়েছে। ‎

০৫- সংকলিত প্রতিটি হাদিসের মূলসূত্র ও মূল গ্রন্থের হাদিস-নম্বর উল্লেখ করা ‎হয়েছে। ফলে একজন পাঠক চাইলেই এই গ্রন্থে বিদ্যমান যেকোনো ‎হাদিস মূলগ্রন্থের বরাতে বর্ণনা করতে পারবেন।‎
আমরা আশাবাদী, আমাদের প্রকাশিত অনুবাদগ্রন্থটি সম্মানিত ইমাম-‎খতিবগণসহ বাংলা ভাষাভাষী সর্বশ্রেণির পাঠকের ইলমি-রুহানি খোরাক ‎‎জোগাতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে।‎ইনশাআল্লাহ।

রিয়াযুস সালেহিন (তিনখণ্ড বক্সসহ প্রিমিয়াম)
লেখক: ইমাম নববি রাহিমাহুল্লাহ
তাহকিক: শাইখ শুআইব আরনাউত রাহি.
ভাষান্তর ও ব্যাখ্যা : নাজিবুল্লাহ সিদ্দিকি
বিভাগীয় প্রধান: আরবি ভাষা সাহিত্য বিভাগ,
সিনিয়র মুহাদ্দিস : জামিয়াতুল মানহাল, উত্তরা, ঢাকা।
তিনখণ্ডের মোট পৃষ্ঠাসংখ্যা ১৪৬৪

বইয়ের কোয়ালিটি বর্ণনা
বইটি মজবুত বক্স,১৫০গ্রামের জেল কভার,তার উপর ৩৫০ গ্রামের দৃষ্টিনন্দন গ্যাকেট কভার, উন্নতমানের হার্ডকভার বাইন্ডিং,উন্নতমানের ক্রিম কালার কাগজে পরিষ্কার ছাপা।এককথায় বইটি খুবই কোয়ালিটিপূর্ণ হবে।

31/10/2023

ছোট্ট বন্ধু আব্দুল্লাহ আল নাফিস যখন গল্প শুন্তে চায়

Want your business to be the top-listed Media Company in Dinajpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আলহামদুলিল্লাহ দারুল হাদীস রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ১১ জন হাফেজ ছাত্রদের পাগড়ী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথ...
হে মুমিনরা, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনদের রক্ষা করো সেই আগুন থেকে,  যার জ্বালানি হবে মানুষ ও পাথর।  তাতে নিয়...
ছোট্ট বন্ধু আব্দুল্লাহ আল নাফিস যখন গল্প শুন্তে চায়
নতুন বইয়ের গন্ধ কিছু মানুষের  আত্মা ছুঁয়ে যায়...মাসুদ ভাই তাদের মধ্যে একজন,  হাজী দানেশ এ পড়াশোনা করছেন। আজ পাঠক কাল লেখ...
আলহামদুলিল্লাহসমকালীন প্রকাশন থেকে প্রকাশিত পড়ো ১,২,৩,৪ বই গুলো অভিযাত্রীক মাধ্যমে ১২০ জন মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মাঝ...
আলহামদুলিল্লাহচলে এসেছে দুআ বিশ্বকোষ
কেন এই অধঃপতন বইটি আজ মাকতাবাহ আসলো
গত রমজান মাসে এই ভিডিও টা ধারণ করা হয়েছিল
আপনার জীবনের ৭:৫৫ মিনিট সময় কি হবে...???কথা গুলো শোনার জন্য।
মসজিদে কুরআন শিক্ষা চালু করি এই রমজানে...কুরআন শিক্ষার জন্য কায়দা, আমপারা এবং কুরআন টাকা ছাড়াই সংগ্রহ করতে পারবেনআল মি...
আলহামদুলিল্লাহ ড. মিজানুর রহমান আজহারির নতুন বই-‘রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ’!এখন  আল মিরআতুল মাকতাবাহ  পাওয়া যাচ্ছে  গার...

Telephone

Website

Address


পাফিন চাইনিজ”র ২য় তলা, ষ্টেশন রোড, দিনাজপুর।
Dinajpur
5200