অন্ধকার-ɹɐʞoɥpuo

৭৯৯ কটি মানুষের মাঝে তোমাকেই ভালোবাসি।
তোমাকে না পেলে আক্ষেপ তো থেকেই যাবে 🙂

15/12/2022

পুরুষ মানুষ সুযোগ পেলে; কেবল মাত্র শারীরিক উত্তেজনা ও কামবোধ থেকে যেকোন নারী দেহের কাছে যেতে পারে! নারীদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। নারী তার কামবোধকে সংযত করতে পারে। মানসিক আগ্রহ ও কোনরকম আবেগের জায়গা সৃষ্টি না হলে, নারীরা সাধারনত দেহের বিনিময় করেনা।

পুরুষের ভেতরও এক শ্রেণীর পুরুষ আছেন, যারা তার তীব্র কামবোধকে নিয়ন্ত্রন করতে পারে। সুযোগ থাকার পরও নারীরা যার তার সাথে নিজেকে ভাগ করেনা; এমন পুরুষের সন্ধান পাওয়া বিরল, তবে শূণ্য নয়।

যে পুরুষ সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে, নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রন করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়; মহাপুরুষ! তাকে ভালোবেসো!

11/12/2022

নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার। 💔

10/12/2022

পাগল এর ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই।
শুধু শুধু বোঝানো বা কথা বলায় বৃথা।

11/11/2022

:)

01/11/2022

শেষ স্টাটাস
02.11.2022.

মানুষ একটা সময় পর চুপ হয়ে। ☹

01/11/2022

মাঝ রাতে,
কেমন একলা হয়ে যাই!
বিষাদের পৃথিবী ভারী হয়ে নেমে আসে আরও,
কোথাও কেউ নাই!
ঘুম নাই, ভালোবাসা নাই,
ভালো লাগা নাই, কাছে আসা নাই,
রাত দেশলাইয়ের কাঠির মতন ফুরায় অযথাই!
পালাই।
পালাতে গিয়ে গুমরে মরি নিজেকেই আঁকড়ে ধরি,
গুমোট অন্ধকারে,
বারে বারে,
সে কী নীরব কান্না শুধু আমি পাই টের,
এমন কষ্টের রাত পার করেছি ঢের,
তবুও আসেনি রেললাইন ধরে আসা সকালের ট্রেন!
কু ঝিক ঝিক-
থামিয়ে দিক,
ছুরির মত চিড়ে আসা বাহন,
ব্যাগভর্তি সাতকাহন,
আছে জমা,
দাড়ি, কমা,
সব ছেড়ে জীবন আজ এক আশ্চর্যবোধক চিহ্ন!
প্রতি রাতে,
ঘুমিয়ে গেলে চোখ,
ভাবনার দেয়ালে গ্রাফিতি-শোক,
হাঁটি পথ,
আশেপাশে থাকলেও সবাই,
একলা জেগে থাকা আমি টের পাই,
পথে কোথাও কেউ নাই,
আমার চেয়ে কেউ একলা আর নাই!
~কিঙ্কর আহসান

01/11/2022

আমি মানুষ হিসাবে এমনটা ডিজার্ভ করি 🫤।

01/11/2022

তুমি তো একটা মানুষকে চিনতে; বুঝলে না তুমি। ❤️

01/11/2022

❝নিজেকে পরিবর্তন করার সবথেকে বড়
মাধ্যম হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া!❞

01/11/2022

ছেড়ে যাওয়ার হাজারটা কারন থাকে; বেশিরভাগ মানুষ একটা দুটা কারনেই রয়ে যায়।

রয়ে যাওয়ার জন্য একটা দুটা কারনই যথেষ্ট।
এরজন্য কেবল জরুরী; ইচ্ছাশক্তি।

মানুষের যখন ইচ্ছা, আগ্রহ এবং কৌতুহলের মৃত্যু হয়, তখন থাকবার জন্য হাজারটা কারন থাকলেও, মানুষ থাকেনা। ছেড়ে চলে যায়।

সে তোমাকে যত যা'ই বলুক না ক্যান, যত দোষই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক না ক্যান, তোমার প্রতি তার আগ্রহ নষ্ট না হলে, সে আটকে থাকবে। আগলে রাখবে।

কোন কিছুর প্রতি বিন্দুমাত্র আগ্রহ থাকা পর্যন্ত, মানুষ কোনভাবেই সে জিনিস হারাতে চায়না। 🙂

01/11/2022

বেশি প্রায়োরিটি দিলে মানুষ 'স-স্তা' ভাবে!'🤢

01/11/2022

পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বাজে অভ্যাস হলো,
কারো কাছ থেকে তীব্র
অবহেলা পেয়েও, তাকে ছাড়তে না পারা! 💔

01/11/2022

কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলো জানে,
ভালোবাসা কতটা ভয়ঙ্কর!🌸💔

31/10/2022

আমি কখনোই আজ অব্দি আমার জন্য কাউকে নিজের সবটুকু বিলিয়ে দিতে দেখিনি। কাউকে বলতে শুনিনি, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দর একটা মানুষ। তোমার থেকে সুন্দর মানুষ আমি আর কখনোই দেখিনি।

আমি আজীবন মানুষের তিরস্কার নিয়ে বেড়ে উঠেছি। স্পেশাল হওয়ার জন্য কখনোই আমার মধ্যে কিছুই ছিলো না। কখনোই ছিলো না। আমার যা কিছু আছে ওইটুকু দিয়েই সবাইকে স্পেশাল বানানোর চেষ্টা করি। আমার জন্য কেনো জানি এইটুকুও কেউ করে না।

31/10/2022

ভালোবাসার সম্পর্কের মধ্যে যত্ন ব্যাপারটা হলো অনেকটা তরকারিতে দেয়া লবণের মতো। লবণ ছাড়া তরকারি খেতে যেমন বিস্বাদ লাগে, তেমনি যত্ন না করলে ভালোবাসাতেও নিমের তেতো ঘ্রাণ ছড়িয়ে যায়।
মানুষ ভালোবাসে, নিজের প্রয়োজনেই আসলে ভালোবাসে। কিন্তু যত্ন নেয় অন্যের তাগিদে। চারপাশে শত শত ভালোবাসার নির্দশন, উদাহারন, প্রদর্শন। কিন্তু শেষ অবধি যত্ন করে ক'জন..?? ক'জন আগলে রাখতে পারে..??
তারচেয়েও বড় প্রশ্ন- ক'জনে আগলে রাখতে জানে??!
এই জানতে পারাটাও অনেকটা আর্টের মতো। কেউ কেউ থাকে যারা জীবনের পথ চলায় এত এত চড়াই-উতরাই পার করে আসে যে, ঠেকে গিয়ে, হারতে হারতে অথবা ঘাত প্রতিঘাতের কারণে একটা সময় শিখে নেয় সবকিছু। আর তারা না, ভীষণ যত্ন করতে জানে। স্নেহ/মমতা/মায়ার চাদরে এত দারুণ ভাবে আগলে রাখতে পারে যে, অপর পক্ষের মানুষটা সবসময়ই হৃদয় জুড়ানো প্রচন্ড সুখের ভালো লাগায় আবিষ্ট থাকে। যার রেশ রয়ে যায় শেষ নিঃশ্বাস অবধি৷

আর কিছু মানুষ থাকে যারা এত কিছুর ধার ধারে না। অত সময় তাদের থাকেই না আসলে। নিজের জন্য, নিজের ইচ্ছের খাতিরে, প্রয়োজনটুকু মোতাবেক পরিমিত মাফিক ভালোবাসা পেয়ে গেলেই হয়ে গেল। অত যত্ন ফত্ন করার মতো আদিখ্যেতা তাদের নেই। অপর মানুষটা হাসলো কিনা, মুঠো ভরা ভালোবাসায় মত্ত হলো কিনা, সে কিছুটা মনোযোগ চাইলো কিনা, কোনো পূর্ণতার ইচ্ছে করলো কিনা- এসব দেখবার, শুনবার আদতে জানবারও কোনো ইচ্ছাই তাদের হয় না কখনো। ভালোবাসছে সে ই তো কত বড় বিষয়, অত পূর্ণ অপূর্ণের খোঁজ জেনে কি হবে?

অথচ এমনও অনেকে থাকে যারা এমনিতেই মনটার যত্ন করে। খারাপ হলে ভালো করার প্রচেষ্টা চালিয়ে যায়, অসুখ হলে মমতার আঁচলে জড়িয়ে নেয়। আর অবুঝ হলে স্নেহের হাত বুলিয়ে যায়৷ একাকিত্বে ছায়া হয়ে, বেখেয়ালি স্মৃতি হয়ে পাশে থেকে যায় আজীবন।

ভালো শুধু বেসে গেলেই চলে না, যত্ন নিতে হয়। যত্ন ছাড়া সব সম্পর্কই মরচে ধরা লোহার মতো। তেল দিলে কলকব্জা জোর আপত্তি সত্ত্বেও আটকে আটকে কাজ চালিয়ে যায়। তবে মসৃণতার গুণ হারায় নিমিষেই। তেমনে যত্ন বিনা সম্পর্কও চলতে থাকে দায়বদ্ধতার খাতিরে। সেখানে নিঃশ্বাসটাও নিতে গেলে ফুসফুস বিদ্রোহী হয়ে ওঠে। ওটাকে বেঁচে থাকা বলে না।
তারচে বরং যতনে রাখুন, মরমে বাঁধুন। সে মেতে থাকুক বাঁধ ভাঙা উল্লাসে আর আপনি হাসুন তার খুশিতে।

31/10/2022

এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি ঝোঁক! সেই মানুষটা আমার না হোক!

31/10/2022

আপনি যতই মানিয়ে নিবেন আপনার প্রতি মানুষের প্রত্যাশা ততই বেড়ে যাবে। আপনার কোনো সিদ্ধান্তকে তারা গুরুত্ব দিবে না তারা ভাববে যেই সিদ্ধান্ত নেই না কেন ও তো মানিয়ে নিতেই পারবে।

কোনো কিছু নিয়ে যদি একজনকে সেক্রিফাইজ করতে হয় তাহলে সেই মানুষটি আপনিই হবেন কারণ তারা ভাববে আপনি মানিয়ে নিবেন।

আপনার কষ্টগুলোকে তাদের কাছে কষ্টই মনে হবে না কারণ আপনি কষ্ট লুকিয়ে হাসতে জানেন। আপনিও যে একটা মানুষ, আপনারও যে কষ্ট হয়, আপনিও যে মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে পরেন এটা কখনোই তারা বুঝবেনা।

31/10/2022

যাকে আপনি ভালোবাসবেন তাকে কখনো মিথ্যা বলতে পারবেন না।
যদি মিথ্যা বলতে পারেন তবে আপনার ভালোবাসা পরিপূর্ণ না 🙂।

31/10/2022

যদি কখন হারিয়ে যাই তাহলে আমাকে তুমি তোমার ভেতরেই তল্লাশি কইরো। ওটাই আমার চিরস্থায়ী ঠিকানা। 🥀🙂

31/10/2022

প্রিয়জন আর প্রয়োজন এর পার্থক্য বুঝলাম এতোদিনে।

31/10/2022

প্রতিটা রাত সাক্ষী; শূন্যতার অনুভূতি কতটা ভয়ংকর।
সে কি করে বুঝবে _ পূর্ণ থাকলে কখনোই শূন্যাতা ছুতে পারে নাহ💔।

31/10/2022

কাছের আসার আগ্রহটায় বুঝিয়ে দেয় কে কার কতটা প্রিয় জন।

31/10/2022

🥀💔

31/10/2022

মানুষ চিৎকার করে বলেছিলো- সময় বদলায়;সময় বদলায়!
সময় কানে কানে এসে বললো - মানুষও বদলায়!

31/10/2022

🙂💔

31/10/2022

নির্বাক দর্শকের ভঙ্গিতে থাকা মনোযোগী শ্রোতার ব্যক্তিত্বে আঘাত করাটা ভুল। সহনশীলতাকে তার দূর্বলতা ভাবতে ভাবতে যখন তুমি তার সেল্ফস্টিমে আঘাত করার চেষ্টা করবে, তখন তার ধৈর্যের প্যারামিটারের সীমা লঙ্ঘন করলে; সে হয়ে উঠবে প্রতিবাদী।

নিস্তব্ধতার সাথে যার যাপন, তার কন্ঠস্বর একবার জাগ্রত হলে, কোন কিছু দিয়েই তাকে আর থামানো যায়না।

কারো নৈশব্দ্যকে, তার দূর্বলতা ভেবো না; বিনয় ভাবো অথবা সহনশীলতা।

31/10/2022

পৃথিবীতে এত প্রতারণা, এত ঠগবাজী, এত ছলনা আর মিথ্যা মিথ্যা আবেগের বিনিময়- তবু এত কিছুর পরও যখন কেউ তোমাকে বিশুদ্ধ বিশ্বাস সমর্পন করে সামান্য ভরসা করবে; তার ভরসাটুকু নষ্ট করো না।

যে তোমাকে ভরসা করবে, তার কাঁধে হাত রাখো।

31/10/2022

আসলেই কিছুই না 💔

31/10/2022

মাঝেমধ্যে ভালো রাখার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত..!!

31/10/2022

তুমি আমার না হলেও,তুমি আমার প্রাক্তন না ; তুমি আমার না হওয়া ভালোবাসা!' 🙃❤️

31/10/2022

প্রকৃতির নিয়ম 💔

31/10/2022

মানুষ পরিবর্তন হওয়ার পিছনে
বিশেষ একটা কারণ থাকে..🤎💔

31/10/2022

🙃🙃

31/10/2022

🙂💔

খুব সহজে মানুষ চেনা যায়....

31/10/2022

মিথ্যার চেয়েও বেশি
ভয়ংকর হলো-অর্ধেক সত্য! 🙂🙏

31/10/2022

সব আছে শুধু হারিয়ে ফেলেছি মনের শান্তি নামক সেই শব্দটা 🙂

30/10/2022

আল্লাহ্ সব দেকছেন 🙂🤞

29/10/2022

-কিছু সম্পর্ক যোগাযোগে নয়,বেঁচে থাকে নিরবে!!

Want your business to be the top-listed Media Company in Faridpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

🥀💔
🫤
🙂
😍🤗
🙂🙂
😆😅
মাফ কইর দেন ভাই 😂

Category

Website

Address

Faridpur
7700

Other Magazines in Faridpur (show all)
FOUR STAR FOUR STAR
Faridpur
Faridpur

FOUR STAR page in Bangladesh.High-quality musical programs,educational and entertaining pro

Rajendra college Short stories Rajendra college Short stories
Faridpur

This is a platform where you can share your feelings and experiences. But it's must be varsity relate

Gourango Gourango
Faridpur, Dhaka
Faridpur, 1000

Dailymedha Dailymedha
Faridpur, 7800

দৈনিক মেধা পত্রিকা

Sort News Sort News
Dhaka
Faridpur, 1204

it is a Game News page and very good news page

দেবী দেবী
Deora
Faridpur, 7830

নহে দেবী,নহে সামান্যা নারী�

Ki Are Bolbo vai Ki Are Bolbo vai
Tambulkhana
Faridpur

amar group a sonai ad koro

Humans of DAMC Humans of DAMC
Jhiltuli
Faridpur

Discover the colors behind those white aprons, hear out the tales of the lives of those who live for others.

আড়াল - A r a l আড়াল - A r a l
Faridpur

I'n need of entertainment in life, so stay with us to take entertainment...

V A i L E N T V A i L E N T
Faridpur

Crash, Confession & Love Story Alfadanga All College Crash, Confession & Love Story Alfadanga All College
Alfadanga
Faridpur, 7870

fell this love � [email protected]