বাংলা থিয়েটার, ফরিদপুর

বিশ্ব মঞ্চে গেয়ে ওঠো আজ শান্তির জয়গান...

ঠিকানাঃ ৭নং গেট, শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর ক্লাবের নীচতলা, কোর্টপাড়, ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ ।

প্রয়োজনেঃ
+8801728-107519 ;
+8801758-993948 ;
+8801812-825468 ;
+8801722-067019

গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/theatrebishoyok

আমাদের উদ্দেশ্যঃ বাঙালী সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরা...

আমাদের শ্লোগানঃ "বিশ্ব মঞ্চে গেয়ে ওঠো আজ শান্তির জয়গান" ।

11/09/2024

অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর এর ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এই সম্মেলনে ২৫ টি দলের ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সন্মানীত কাউন্সিলরদের প্রতি। আপনাদের সুচিন্তিত মতামত ও সমর্থনে সুন্দর ও তারুণ্যের একটি নেতৃত্ব কাঠামো সৃষ্টি হলো। ২৫ সদস্য বিশিষ্ট কমিটি :

১. সভাপতি : শাহাদাত হোসেন তিতু, (চাঁদের হাট, ফরিদপুর)
২. সহ সভাপতি : প্রসেনঞ্জিত পাল, (সঙ থিয়েটার, ফরিদপুর)
৩. সহ সভাপতি : কাজী মো: আলী আহসান কল্লোল (অর্ণিবান সাংস্কৃতিক সংস্থা, ফরিদপুর)
৪. সহ সভাপতি: আমির হোসেন হামিদ (বহুরূপী সাংস্কৃতিক সংস্থা, ফরিদপুর)
৫. সাধারণ সম্পাদক : মো: জাহিদুল ইসলাম (আবৃত্তি সংসদ ফরিদপুর)
৬. যুগ্ন সাধারণ সম্পাদক : মোহাম্মদ আনিসুর রহমান (বাংলা থিয়েটার, ফরিদপুর)
৭. যুগ্ন সাধারণ সম্পাদক : মো: শান্ত শেখ (ফরিদপুর থিয়েটার)
৮. সাংগঠনিক সম্পাদক : মেহেদী হাসান মিঠু (ললিতকলা একাডেমি)
৯. সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : লুৎফুন্নাহার লতা (উদিচী শিল্পী গোষ্ঠী)
১০. অর্থ সম্পাদক : নন্দীতা ঘোষ (জাতীয় কবিতা পরিষদ)
১১. প্রচার ও প্রকাশনা সম্পাদক : পলাশ খান (বৈশাখী নাট্য গোষ্ঠী)
১২. দপ্তর সম্পাদক : শেখ ফরিদ আহম্মেদ (শহীদ সুফি নাট্য গোষ্ঠী)

এছাড়াও বাকি ১৩টি দলের একজন প্রতিনিধি নির্বাহী সদস্য হিসাবে কার্যনির্বাহী পর্ষদের সদস্য হিসাবে মনোনীত হয়েছেন।

এই কাউন্সিল অধিবেশন এর সভাপতির দায়িত্ব পালন করেন, আব্দুস সালাম মোল্লা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উদ্বোধন করেন জনাব খাইরুল ইসলাম নিলু বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

সবাইকে ধন্যবাদ। সুন্দর হোক আগামীর যাত্রা।

Photos from বাংলা থিয়েটার, ফরিদপুর's post 11/09/2024

ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত
সভাপতি - শাহাদাত হোসেন তিতু,
সাধারণ সম্পাদক - জাহিদুল ইসলাম জাহিদ।

এছাড়াও সহ সভাপতি - প্রসেনজিৎ পাল,
কাজী আলী আহসান কল্লোল,
আমীর হোসেন হামিদ,

যুগ্ম সম্পাদক - মোঃ আনিসুর রহমান (Anisur Rahman),
নিরব ইমতিয়াজ শান্ত

সাংগঠনিক সম্পাদক
মোঃ মেহেদী হাসান মিঠু,

অর্থ সম্পাদক - নন্দিতা ঘোষ,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক - লুৎফুন্নাহার লতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক - পলাশ খান,
দপ্তর সম্পাদক - শেখ ফরিদ আহমেদ।

নবগঠিত জোটের সকল পর্যায়ের সদস্যকে বাংলা থিয়েটার, ফরিদপুর -এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

11/09/2024

অভিনন্দন Anisur Rahman

ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।

এছাড়াও নবনির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন তিতু ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে বাংলা থিয়েটার, ফরিদপুর -এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

09/09/2024

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক
হিসাবে নিযুক্ত হয়েছেন ড. সৈয়দ জামিল আহমেদ।

অভিনন্দন ও শুভেচ্ছা। আগামীর শিল্পাঙ্গন মানুষের হয়ে উঠুক।

16/06/2024

ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন। সকল শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের বাংলা থিয়েটার ফরিদপুর এর পক্ষ থেকে ইদুল আজহার শুভেচ্ছা। ইদ মোবারক। ❤️‍🩹💖

23/04/2024

শুভ জন্মদিন উইলিয়াম শেক্সপিয়ার

22/04/2024

অসাধারণ আরও একটি আড্ডা

14/04/2024

শুভ নববর্ষ 1431

06/04/2024

বাংলা থিয়েটার ফরিদপুর এর সন্মানীত দর্শক সমালোচক শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের জানাই ইদুল ফিতরের শুভেচ্ছা। ইদ মোবারক। ❤️‍🩹💖

Photos from বাংলা থিয়েটার, ফরিদপুর's post 12/07/2023

জমে উঠছে ফরিদপুরে মঞ্চ নাটক

আজ শিশু একাডেমিতে ফরিদপুরে "নকশীকাঁথার মাঠ" আর পরশু জেলা শিল্পকলা একাডেমি ফরিদপুরে "সাইরেন "।সকলে সবান্ধব আমন্ত্রিত।

21/04/2023

বাংলা থিয়েটার ফরিদপুরের পক্ষ থেকে সকল নাট্য সংগঠন সংগঠক অভিনেতা কলাকুশলীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।বৃক্ষ নিধন বন্ধ করুন, পরিবেশ বাঁচান।

11/02/2023

কবি ও কবিতার আড্ডা

Photos from বাংলা থিয়েটার, ফরিদপুর's post 10/02/2023
Photos from বাংলা থিয়েটার, ফরিদপুর's post 09/02/2023

আজ সন্ধায় পর্দা উঠছে ঐতিহ্যবাহী রাজবাড়ী থিয়েটারের ৪০ বছর পুর্তিতে নাট্যোৎসব।শিল্পের শহর রাজবাড়ীতে অলটারনেভিভ লিভিং থিয়েটার কলিকাতা ভারত,বাতিঘর ঢাকা,বাংলা থিয়েটার ফরিদপুর,বহুবচন থিয়েটার পাংশা, স্বদেশ নাট্যাঙ্গন রাজবাড়ী এবং আয়োজক রাজবাড়ী থিয়েটারের নাটক উপভোগ করতে চলে আসুন দর্শক বন্ধু ৯-১২ ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধা ৬ টায় ঐতিহাসিক আজাদী ময়দান রাজবাড়ীতে।

20/01/2023

থিয়েটার যাঁদের রক্তপ্রবাহে ‘তাদের জন্য মঞ্চ জননীর স্নেহ’। জননীকে আগলে রাখার জন্য অনেক কাঠ খড়ও পোড়াতে হয় নাট্যশিল্পীদের। সেই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই নাট্য মঞ্চ হয়ে উঠেছে একাধারে প্রতিবাদের ভাষা আবার কখনও অনুভূতি প্রকাশের আশ্রয়। এমনই এক আশ্রয়ের খোঁজ দিয়েছে মালদা ড্রামাটিক ক্লাব । নাট্য মঞ্চকে আরও শিল্পী উপহার দিতে এই ব্যবস্থাপনা।
৬ই থেকে ৯ই এপ্রিল বি.দে হলের মঞ্চে হবে নাট্য কর্মশালা। এই শিবিরে নবাগতদের দেওয়া হচ্ছে নাট্য প্রশিক্ষণ। প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শ্রী তীর্থঙ্কর চন্দ মহাশয়ের পরিচালনায় এই প্রশিক্ষণ শিবির চলবে। মঞ্চের নানান দিক নিয়েই শিক্ষা প্রদান করা হচ্ছে। অভিনয়ের শৈলীর সমস্তটাই শেখানো হচ্ছে এই শিবিরে।
ক্রিয়েটিভ আর্ট পারফর্মার আয়োজিত নবাগতদের নিয়ে এই নাট্য কর্মশালা মঞ্চকে আরও সুসজ্জিত করতেই এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে। ‘যাঁদের বুকে থিয়েটারের নীলচে আগুন’ তাঁদের জন্য মঞ্চ এখনও মায়ের স্বরূপ। মাতৃক্রোড়ে তাঁদেরই ঠাঁই দেওয়ার প্রচেষ্টা এই নাট্য কর্মশালা।

20/01/2023

ইশরাত নিশাত নাট্য পুরস্কার
বাংলাদেশে মঞ্চ নাটকের জগতে প্রবর্তিত সর্ব প্রথম নাট্য পুরস্কার।

ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২২
মনোনয়ন প্রাপ্তরা হলেন —

শ্রেষ্ঠ প্রযোজনা:
* মাংকি ট্রায়াল (বাতিঘর)
* পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
* পারাপার (দেশ নাটক)

শ্রেষ্ঠ নির্দেশক:
* মুক্তনীল, নাটক- মাংকি ট্রায়াল (বাতিঘর)
* ইউসুফ হাসান অর্ক, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
* ফাহিম মালেক ইভান, নাটক- পারাপার (দেশ নাটক)

শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ):
* প্রশান্ত হালদার, নাটক- রায়মঙ্গল (অনুস্বর)
* খালিদ হাসান রুমি, নাটক- মাংকি ট্রায়াল (বাতিঘর)
* সুকর্ন হাসান, নাটক- রাজদ্রোহী (এথিক)

শ্রেষ্ঠ অভিনেতা (নারী):
* সঙ্গীতা চৌধুরী, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র),
* মনামী ইসলাম কনক, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
* কাজী রোকসানা রুমা, নাটক- রাইজ অ্যান্ড শাইন (বটতলা)

শ্রেষ্ঠ নাট্যকার:
* বদরুজ্জামান আলমগীর, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
* মাসুম রেজা, নাটক- পারাপার (দেশ নাটক)
* আবদুস সেলিম, নাটক- রাইজ অ্যান্ড সাইন (বটতলা)

শ্রেষ্ঠ আলোক পরিকল্পক:
* অম্লান বিশ্বাস, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
* মোহাম্মদ আলী হায়দার, নাটক- রাইজ অ্যান্ড সাইন (বটতলা)
* অম্লান বিশ্বাস, নাটক- রায়মঙ্গল (অনুস্বর)

শ্রেষ্ঠ সঙ্গীত পরিকল্পক:
* শিশির রহমান ও অন্যান্য, নাটক- মলুয়া (মেঠোপথ থিয়েটার)
* সেলিম মাহবুব, নাটক- মাধব মালঞ্চি (থিয়েটার আর্ট ইউনিট)
* ইউসুফ হাসান অর্ক, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)

শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক:
* ফজলে রাব্বি সুকর্ণ, নাটক- সে এক স্বপ্নের রাত (দৃষ্টিপাত নাট্যদল)
* ইউসুফ হাসান অর্ক, নাটক- পুণ্যাহ (নাট্যকেন্দ্র)
* মুজিবুল হক, নাটক- মলুয়া (মেঠোপথ থিয়েটার)

Photos from বাংলা থিয়েটার, ফরিদপুর's post 11/01/2023

নাট্যকলার অভ্যুদয় ও বিকাশ
©Rezvi Zaman

প্রাচীন গ্রিসে নাট্যকলা বিকশিত হয় মদ, নৃত্য ও বিনোদনের দেবতা ডায়োনিসাসের উৎসবের মধ্য দিয়ে। এ উৎসবে বিনোদনের অংশ হিসেবে নাচ-গানের মধ্য দিয়ে নাটক পরিবেশিত হতো। তখন নাটকে প্রকৃতপক্ষে দেবতাদের বিশেষ করে ডায়োনিসাসের স্তুতি করা হতো। গ্রিক নারী-পুরুষ এটি ভীষণভাবে উপভোগ করতো। ধীরে ধীরে সমাজ-জীবন, পারিবারিক জীবন নাট্যকলার প্রভাব বলয়ে চলে আসে। যাপিত জীবন নাটকে উপস্থিত হলেও ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে নাটক সম্পুর্ণ বিচ্যুত হয় নি।গ্রিকরা তাদের প্যাগান ধর্মাচারকে যাপিত জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করতো। সফোক্লিস, ইস্কিলাস, ইউরিপিডিস, অ্যারিস্টোফানিসের হাতে নাটক পূর্ণতা লাভ করে।পরবর্তীতে রোমান নাটক বিকশিত হয় বিশেষত সেনেকার হাত ধরে। ক্লাসিক্যাল নাটক গ্রিকো-রোমান সমাজে নির্মল বিনোদনের মাধ্যম হয়ে ওঠে।

ক্লাসিক্যাল ( গ্রিক ও রোমান) নাটকের উপজীব্য বিষয় ও নির্মাণ শৈলীতে তৎকালীন নাট্যকারদে সূক্ষ্ম শৈল্পিকবোধ লক্ষনীয়। নাটকের উপজীব্য বিষয়ের মধ্যে রয়েছে নিয়তির অপ্রতিরোধ্য শক্তি, মানব সমাজে দেব-দেবীর অন্তর্ভুক্তি, প্রথা-বিরুদ্ধ যৌনাচার, প্রতিশোধ, দৈব-শক্তিতে বিশ্বাস, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পাপাচার। নির্মাণশৈলীতে ছিল ছন্দের ব্যবহার, কাব্যিকতা, কোরাসের ব্যবহার,কালের ঐক্য, স্থানের ঐক্য ও ঘটনার ঐক্য।সেই সাথে প্রচুর মেলোড্রামাটিক এ্যাকশান লক্ষণীয়- যেমন লোমহর্ষক বিষয়ের উপস্থাপন, ভয়-ভীতি, ষড়যন্ত্র, রক্তপাত ইত্যাদি।সফোক্লিস ও ইস্কিলাসের নাটক অপেক্ষা ইউরিপিডিস এবং সেনেকার নাটকে মেলোড্রামার উপস্থিতি অপেক্ষাকৃত বেশী। অ্যারিস্টোফানিস কমিক্যাল এ্যাকশানকে গুরুত্ব দিয়েছেন বেশি। এখানে উল্লেখ করা প্রয়োজন গ্রিকরা কমেডি অপেক্ষা ট্রাজেডির গুরুত্ব বেশি দিতো।ট্রাজেডিতে জীবনের রহস্যময়তা বেশি ফুটে ওঠে বলে তারা মনে করতো।মহামতি অ্যারিস্টটলও তাঁর কাব্যতত্ত্বে ট্রাজেডির গুরুত্ব বেশি দিয়েছেন।

ক্যাসিক্যাল নাটকে প্যাগান-বিশ্বাসের পাশাপাশি মানুষের অসহায়ত্বের চিত্রটি বেশি ফুটে উঠেছে। তাদের দেব-দেবীও মনুষ্য প্রজাতির চেয়ে খুব বেশী উন্নত নয় নৈতিক দিক থেকে। তারা দেবদেবীকে হিউম্যান ফর্মে চিন্তা করেছেন। তাঁদেরও রয়েছে জৈবিক কামনা-বাসনা। কিন্তু তাদের রুষ্টতায় মানবজীবন ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে যায়। তারপরও যাপিত জীবনের চাওয়া-পাওয়া নাটকে পুরোপুরি উপস্থিত। গ্রিকরা নিয়মিত নাটক মঞ্চস্থ করতো এবং তা উপভোগ করতো।

রোমানরা নাট্যকলার চর্চা করলেও অচিরেই সম্রাট কন্সট্যানটাইন নাট্যকলা বাতিল করে দেন। শুরু হয় ক্রিশ্চিয়ান যুগ এবং চার্চের দোর্দণ্ড প্রতাপ।চার্চের প্রভাব বলয়ে চলে আসে সবকিছু ।মধ্যযুগ পুরোটাই চার্চের দখলে ছিল। চার্চের প্রত্যক্ষ পৃষ্ঠপোয়কতার বেড়ে ওঠে থিও-সেন্ট্রিক বা ধর্ম-কেন্দ্রিক জীবন ব্যবস্থা। এ সময় তিন প্রকার নাটকের আবির্ভাব হয় যার মূল ভিত্তি ছিলো বাইবেল। এ সময়ে মিস্ট্রি প্লে, মিরাকেল প্লে ও মরালিটি প্লে-র উদ্ভব হয়। মিস্ট্রি প্লে-র মূল উপজীব্য ছিলো বাইবেলে বর্ণিত সৃস্টি রহস্য, স্বর্গ নরকের ধারণা, মনুষ্য প্রজাতি সৃষ্টি, ঈশ্বরের শ্রেষ্ঠত্ব ইত্যাদি। মিরাকেল প্লে-র উপজীব্য ছিল প্রফেটদের ঐশ্বরিক ক্ষমতার বর্ণনা। মরালিটি প্লে-র উপজীব্য ছিল পাপ-পূণ্য, ন্যায়-অন্যায়, শুভ-অশুভের বর্ণনা। মরালিটি প্লে-তে পাপ-পূণ্যকে মানুষের চেহারায় উপস্থাপন করা হতো। এ সব নাটকের ভিত্তিভূমি ছিলো বাইবেল। ধর্মশিক্ষার অংশ হিসেবে চার্চের সামনে খোলা প্রাঙ্গণে এ জাতীয় নাটক মঞ্চস্থ হতো। তবে ধর্মীয় ও গুরুগম্ভীর জিনিষ দেখতে দেখতে দর্শকরা ক্লান্ত হয়ে যেতো বলে এ সব নাটকের মাঝখানে বিরতি দিয়ে জাগতিক জীবনের প্রেম-প্রীতিনির্ভর নাটিকা নাচ-গানের মাধ্যমে বর্ণনা করা হতো। এটিকে বলা হতো ইন্টারলিউড।পরবর্তীতে এ ইন্টারলিউড থেকেই নাটকে স্যেকুলার বিষয় অঙ্গীভূত হয়েছে।

পঞ্চদশ শতকে রেনেসাঁর আবির্ভাবের পর থেকে স্যেকুলার এজুকেশন জনপ্রিয় হয়ে পরে। থিও-সেন্ট্রিক বা ধর্মকেন্দ্রিক জ্ঞানচর্চার জায়গায় বেড়ে ওঠে এ্যান্থ্রপো-সেন্ট্রিক বা মানব-কেন্দ্রিক জ্ঞানচর্চা। এ সময় নাটকে ইহজাগতিকতা প্রাধান্য লাভ করতে থাকে। আমরা জানি, রেনেসাঁ দুই শো বছর ধরে ইউরোপের জীবনব্যবস্থাকে প্রভাবিত করে এবং জ্ঞানচর্চার ক্ষেত্রকে প্রসারিত করে। এলিজাবেথান যুগে (১৫৫৮-১৬০২)রেনেসাঁর ঢেউ ইংল্যান্ডে ব্যাপক ভাবে ছড়িয়ে পরে। রেনেসাঁর পাশাপাশি প্রোটেসট্যান্ট রিফরমেশন মুভমেন্ট ইউরোপের মানুষের মনোজগতে ব্যাপক পরিবর্তনের সূচনা করে। এ সময় রাণী এলিজাবেথের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ইংল্যান্ড সাহিত্য, শিল্প, নন্দনতত্ত্ব , ললিতকলায় ভীষণভাবে সমৃদ্ধ হয়ে ওঠে। শুরু হয় থিয়েট্রিক্যাল মুভমেন্ট যেখানে অংশ নেয় ইউনিভার্সিটি উইটস নামে খ্যাত ৭ জন নাট্যকার।তাঁদের মধ্যে অন্যতম ছিলেন জন লিলি, টমাস কিড এবং ক্রিস্টোফার মার্লো।তাঁদেরকে প্রি-শেক্সপিরিয়ান ড্রামাটিস্টও বলা হয়ে থাকে। এঁরা অক্সফোর্ড ও কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থাকায় এঁদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হতো। তাঁরা যাযাবরের মতো জীবন যাপন করতেন, নাটক পড়তেন, সমালোচনা করতেন, নাট্যমঞ্চে অভিনয় করতেন। তাঁদের প্রত্যক্ষ অংশগ্রহণে এবং রাণী এলিজাবেথের সক্রিয় পৃষ্ঠপোষকতায় ইংল্যান্ডে টেমস নদীর নর্থ ব্যাংক এবং সাউথ ব্যাংকে নির্মিত হয় নাট্যশালা। ব্যাপকভাবে নাট্যচর্চা চলতে থাকে। এ সময়ের নাট্যকারদের সবচেয়ে বড় অবদান হচ্ছে নাটককে ধর্মীয় প্রভাব-বলয় থেকে বের করে নিয়ে আসা, থিওলজির জায়গায় হিউম্যানিজমকে নিয়ে আসা।

এর পরেই এলেন উইলিয়াম শেক্সপিয়র। ইউনিভার্সিটি উইটসদের দ্বারা তিনি প্রভাবিত ছিলেন কিন্তু তাঁর প্রতিভার স্বকীয়তা কখনো ম্লান হয় নি। তিনি তাঁর জন্মস্থান স্ট্রাটফোর্ডে থাকাকালীন কিং এডওয়ার্ড গ্রামার স্কুলে ভর্তি হলেও লেখাপড়া চালিয়ে যেতে পারেন নি।ধনাঢ্য পিতার সন্তান হলেও তিনি স্কুলের প্রচলিত শিক্ষায় খুবই অমনোযোগী ছিলেন এবং নিয়মিত স্কুল থেকে পালিয়ে যেতেন। তবে, গ্রামার স্কুল থেকে তিনি গ্রিক এবং ল্যাটিন ভাষায় দক্ষ হয়ে ওঠেন। এ জন্য ক্লাসিক্যাল মিথ, ক্রনিকল, লিজেন্ড, নাটক, কবিতা ও দর্শন পাঠ করার সুযোগ পান যা পরবর্তিতে তাঁর সাহিত্য সাধনার দ্বার উন্মোচন করে।এছাড়াও তিনি ইংল্যান্ড , স্কটল্যান্ড, অয়ার্ল্যান্ডের রূপকথা ও ইতিহাস ব্যাপকভাবে পাঠ করেন। যৌবনে স্ট্রাটফোর্ড ছেড়ে লন্ডনে চলে আসেন এবং নাট্য আন্দোলনে যোগ দেন শেক্সপিয়র। প্রথম দিকে ইউনিভার্সিটি উইটসদের কৃপাদৃষ্টি পেলেও পরবর্তীতে তাঁরা শেক্সপিয়রের প্রতি ঈর্ষাপরায়ন হয়ে ওঠেন।শেক্সপিয়রকে বার্ড অফ অ্যাভন বলা হতো। সেটিকে তাঁরা প্যারোডি করে শ্লেষাত্নকভাবে তাঁকে বলতেন ক্লাউন অফ অ্যাভন এবং তাঁর দর্শকদের বলতেন মেঠো দর্শক। কিন্তু শেক্সপিয়রের ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাঁরা ঠেকাতে পারেন নি।নাটক এবং সনেট রচনায় চিনি অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। ট্রাজেডি, কমেডির পাশাপাশি ট্রাজি-কমেডি নামে ট্রাজিক ও কমিক এ্যাকশানের মিশ্রণে এক ধরনের নাটক নির্মাণ করেন এবং এ ধরণের নাটক ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। শেক্সপিয়র এক সময় গ্লোব থিয়েটারের মালিক হয়ে ওঠেন। তিনি নিজেও নাটকে অভিনয় করেছেন।

এলিজাবেথান যুগে রিভেঞ্জ ট্রাজেডি নামে এক ধরণের নাটক ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। রোমান নাট্যকার সেনেকা-কে অনুসরণ করে এ জাতীয় নাটকের উদ্ভব হয় টমাস কিড, জন ওয়েবস্টার এজাতীয় নাটককে জনপ্রিয় করে তোলেন। টমাস কিডের “দ্য স্প্যানিশ ট্রাজেডি”-র আদলে শেক্সপিয়র রচনা করেন রিভেঞ্জ ট্রাজেডি “হ্যামলেট” যদিও “হ্যামলেট”-কে নিরেট রিভেঞ্জ ট্রাজেডি হিসেবে দেখলে চলে না। শেক্সপিয়র ইতিহাসভিত্তিক নাটকও নির্মাণ করেন।এ যুগে কমেডি অফ হিউমর নামে এক ধরণের ব্যাঙ্গাত্মক কমেডিও প্রসিদ্ধি লাভ করে।বেন জনসন এ ধরণের হাস্যরসাত্মক কমেডিকে জনপ্রিয় করে তোলেন।

এলিজাবেথান যুগ পার হয়ে আসে জ্যাকোবিয়ান যুগ। এ যুগে সাহিত্যকর্মে ডেকাডেন্স বা অধপতন নেমে আসে। নাটকেও তার প্রভাব পরিলক্ষিত হয়।পরবর্তীতে ইংল্যান্ডে সিভিল ওয়ার হয়। গৃহযুদ্ধ-পরবর্তী অবস্থায় সাহিত্য চর্চায় আরেকবার আসে ভাটার টান। কারণ, অলিভার ক্রোমওয়েল কয়েক বছর পিউরিটানদের রক্ষণশীল ধর্মীয় ধারায় রাজ্য শাসন করেন। এ সময়ের সাহিত্য ক্রিশ্চিয়ানিটির প্রভাব অত্যাধিক। জন মিল্টন “স্যামসন এ্যাগোনিস্টিস” নামে একটি বাইবেলের কাহিনীনির্ভর নাটক রচনা করেন। অলিভার ক্রোমওয়েলের মৃত্যুর পর রাজতন্ত্র পুণঃপ্রতিষ্ঠিত হয়। এ যুগকে রেস্টোরেশন যুগ (১৬৬০-১৭০০) বলা হয়। এ যুগে ইংল্যান্ডে ফরাসি নাটকের ধারা অনুসরণ করে কমেডি অফ ম্যানার্স নামে এক ধরণের নাটকের উদ্ভব হয়। নাটকের বিষয়বস্তুর মধ্যে ছিল অভিজাত সমাজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, ঢিলেঢালা নৈতিকতা, ষড়যন্ত্র, বিবাহবহির্ভূত যৌনাচার, লোভ-লালসা, স্থুল রুচিবোধ ইত্যাদি।কংগ্রিভ, উইচারলি, ভ্যানবার্গ এ যুগের জনপ্রিয় নাট্যকার।

অষ্টাদশ শতকে নাট্য সাহিত্য পিছিয়ে পড়ে। তখন বিকশিত হয় গদ্য সাহিত্য। উপন্যাস, প্রবন্ধ, সাময়িকী বেড়ে উঠতে থাকে। শিল্পায়ন ও নগরায়ন বাড়তে থাকে। এ সময় নাটক অপেক্ষা গদ্যসাহিত্য এবং শ্লেষাত্মক রচনা বিশেষভাবে জনপ্রিয় হয়। হুইগ এবং টোরি দুটি রাজনৈতিক দলের দ্বন্দ্ব-সংঘাতও সাহিত্যে জায়গা করে নেয়। নাট্যকলায় শুরু হয় ভাটার টান।রোমান্টিক যুগে ( ১৭৯৮-১৮৩২) কবিতার চর্চা বেড়ে যায়। উপন্যাস রচিত হলেও তা ছিল যতসামান্য। ভিক্টোরিয়ান যুগের ( ১৮৩২–১৯০১) শেষ দিকে জর্জ বার্নার্ড শ এক ধরণের নাটক নাটক রচনার কাজে হাত দেন যা ড্রামা অফ আইডিয়া নামে খ্যাত। এ জাতীয় নাটকে ঘটনার চেয়ে দার্শনিক সমস্যা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি নরওয়েজিয়ান নাট্যকার হেনরিখ ইবসেনকে অনুসরণ করে নাটকে রিয়েলইজম এবং ন্যাচারালইজম- এর প্রয়োগ ঘটান। বার্নার্ড শ-এর নাটকে সমাজের প্রচলিত ধারণাকে ভেঙে ফেলে নতুন ধারণা প্রতিস্থাপন করা হয়েছে। তিনি মূলত প্রথাবিরুদ্ধ এবং বিপ্লবী মানসিকতা প্রদর্শন করেছেন তাঁর নাটকে। এ সময়ে সাধারণ মানুষের জীবন-নির্ভর নাটক তৈরি হয়েছে। রাজকীয় ব্যক্তিবর্গ বা অভিযাততন্ত্রের হাত থেকে নাটক মুক্তি পেয়েছে এবং শ্রমজীবী মানুষ নাটকের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

আমেরিকান সাহিত্যে নাটকের প্রসার ঘটেছে ইউজিন ও’নিল ও আর্থার মিলারের হাত ধরে। তাঁরা নাটকে এক্সপেশনিজম নামে এক ধরণের টেকনিক অবলম্বন করেছেন যেখানে চরিত্র ও সংলাপের পাশাপাশি আরও অনেক অবজেক্ট ব্যবহার করে নাটকের উপজীব্য বিষয়কে উপস্থাপন করা হয়েছে। এঁদের পর ইউজিন ইয়োনেস্কো, টেনেসি উইলিয়ামস, পিরান্ডেলো নাট্যকলার উন্নয়ন সাধন করেন। তাঁদের কেউ কেউ অ্যাবসার্ড নাটকও রচনা করেন। ক্রমবিকাশমান পুঁজিবাদী সমাজে মানুষের নৈতিক অধপতনের চিত্র আমেরিকান নাটকের প্রধান উপজীব্য। আমেরিকান নাটকে ব্রাত্যজন বা শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের উপস্থিতি ভীষণভাবে পরিলক্ষিত হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাটকে সংশয়বাদ, হতাশা, অস্তিত্বের সংকট, জীবনের অন্তসারশূণ্যতা প্রাধান্য পেয়েছে। স্যামুয়েল বেকেট-এর “ Waiting for Godot “ বা “গডোর প্রতীক্ষায়” কিংবা হেরল্ড পিন্টারের “ The Caretaker “ বা “ তদারককারী” নাটকে এর প্রমান মেলে। জন অসবর্ন-এর “ Look Back in Anger” বা আক্রোশে ফিরে দেখা” নাটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর হতাশার চিত্র, মানবিক সংকট, অস্তিত্বের সংকট ভীষণভাবে লক্ষণীয়।

বাংলা নাটক মূলত বেঙ্গল রেনেসাঁর পটভূমিতেই বেড়ে উঠেছে। ইউরোপীয় সাহিত্য বাংলা সাহিত্যকে ভীষণভাবে প্রভাবিত করে। শেক্সপিয়রের নাটকের আদলে বাংলার যাত্রাশিল্প বেড়ে উঠেছে।মাইকেল মধুসূদন দত্তের “ শর্মিষ্ঠা” ইউরোপীয় ট্রাজেডির আদলে নির্মিত। প্রহসন “ বুড়ো শালিকের ঘাড়ে রোঁ” ইউরোপীয় ট্রেন্ডের বাইরে নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক নাটকে শেক্সপিয়র কিংবা হেনরিখ ইবসেনের প্রভাব লক্ষ্য করা যায়। শেক্সপিয়রের নাটকের অনুবাদও তিনি করেছেন।ঠাকুর পরিবারে ইংরেজি সাহিত্য নিয়মিত চর্চা হতো। মীর মশাররফ হোসেন এবং দীনবন্ধু মিত্র নাটকে ইংরেজ শাসন বা সামন্তবাদের বিরোধিতা করলেও নাটকের নির্মান শৈলীতে ইউরোপীয় প্রভাব বিদ্যমান ।

বাংলা সাহিত্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত মুনীর চৌধুরীর “ কবর” নাটক জার্মান নাট্যকার বেরটল্ট ব্রেখট্- এর নাটকের আদলে তৈরি করা হয়েছে। পরবর্তীকালে প্রচুর নাটক রচিত হয়েছে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। সৈয়দ শামসুল হকের নাটক “ পায়ের আওয়াজ পাওয়া যায়” এ্যাবসার্ড নাটকের আদলে রচিত চমৎকার একটি নাটক। এ সময় অনেক গল্প উপন্যাসকে নাট্যরূপ দান করা হয়েছে এবং সেগুলি মঞ্চস্থ হয়েছে।নাট্য আন্দোলনের মাধ্যমে আমাদের সমাজপ্রগতি, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে নিরন্তর কাজ করেছেন আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশীদ এবং সেলিম আল দীন। মহিলা সমিতির মঞ্চে, গাইড হাউস মিলনায়তনে, বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিয়মিত নাটক মঞ্চস্থ করে এদেশে প্রগতিশীল সংস্কৃতিচর্চার দ্বার অবারিত ও উন্মুক্ত হয়েছে। বাংলা নাটকে এখনও শেক্সপিয়র, জার্মান নাট্যকার ব্রেখট,ফরাসি নাট্যকার মলিয়ের, আইরিশ নাট্যকার স্যামুয়েল বেকেট, নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেন, আমেরিকান নাট্যকার ইউজিন ও’নিলের প্রভাব পাওয়া যায়। তবে প্রেক্ষাপট হিসেবে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র, সংস্কৃতি বা যাপিত জীবনের ছবি অনুপস্থিত নয়।

31/12/2022

বাংলা থিয়েটারের জয় হোক.....

Photos from বাংলা থিয়েটার, ফরিদপুর's post 10/09/2022

আজ "বাংলা থিয়েটার, ফরিদপুর কার্যনির্বাহী পর্ষদ ২০১৮-২০১৯ ভেঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠন করা হলো কার্যনির্বাহী পর্ষদ ২০২২-২০২৩।

কার্যনির্বাহী পর্ষদ ২০২২-২০২৩

উপদেষ্টা মন্ডলীঃ
১. এম এস পলাশ খান,
২. সাইফুল হাসান মিলন,
৩. মোঃ আমীর হোসেন

সভাপতিঃ মোঃ আনিসুর রহমান
সহ-সভাপতিঃ
১. ইউসুফ আলী মন্ডল
২. মোঃ আশিবউজ্জামান রূপম
সাধারণ সম্পাদকঃ ওয়াহিদ বিন সিরাজ
সহ-সাধারণ সম্পাদকঃ নিত্য রবি দাস
সাংগঠনিক সম্পাদকঃ তন্ময় সরকার
প্রচার ও দপ্তর সম্পাদকঃ তিতলী হোসাইন

কার্যকরী সদস্যঃ
১. মোঃ মিঠুন হোসাইন
২. এস এম আল ইমরান
৩. বিজয় কুমার দাস

10/09/2022

আজ "বাংলা থিয়েটার, ফরিদপুর কার্যনির্বাহী পর্ষদ ২০১৮-২০১৯ ভেঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠন করা হলো কার্যনির্বাহী পর্ষদ ২০২২-২০২৩।

কার্যনির্বাহী পর্ষদ ২০২২-২০২৩

উপদেষ্টা মন্ডলীঃ
১. এম এস পলাশ খান,
২. সাইফুল হাসান মিলন,
৩. মোঃ আমীর হোসেন

সভাপতিঃ মোঃ আনিসুর রহমান
সহ-সভাপতিঃ
১. ইউসুফ আলী মন্ডল
২. মোঃ আশিবউজ্জামান রূপম
সাধারণ সম্পাদকঃ ওয়াহিদ বিন সিরাজ
সহ-সাধারণ সম্পাদকঃ নিত্য রবি দাস
সাংগঠনিক সম্পাদকঃ তন্ময় সরকার
প্রচার ও দপ্তর সম্পাদকঃ তিতলী হোসাইন

কার্যকরী সদস্যঃ
১. মোঃ মিঠুন হোসাইন
২. এস এম আল ইমরান
৩. বিজয় কুমার দাস

Bangla Theatre stages Siren at Shilpakala 20/08/2022

➤ Bangla Theatre stages Siren at Shilpakala

Cultural Correspondent | Published by New Age: 23:03, Aug 19,2022

A scene from Siren. — Press release

Faridpur-based theatre troupe Bangla Theatre staged the fourth show of its production titled Siren at the Studio Theatre Hall of Bangladesh Shilpakala Academy on Thursday.

Siren, penned and directed by Wahid Bin Seraj, is the 23rd production of the troupe.

‘We have to face various challenges while staging theatre productions outside Dhaka. Therefore, we cannot organise rehearsals frequently. We urge Bangladesh Shilpakala Academy authority to make the procedure easy for district-based theatre troupes staging plays at the academy,’ Wahid Bin Seraj told New Age.

‘This was my first time directing a theatre production at Bangladesh Shilpakala Academy in the capital. We enjoyed a lot while staging the production. The play received a huge response from the audience. The artistes deserve kudos for their performance,’ said Wahid Bin Seraj.

The play revolves around the three identified inmates inside jail as well as an accused convicted in a false case. Contract killer Raghudeb Nath is serving a life sentence in prison while ex-chairman Korban Ali is serving for food hoarding and youth leader Litu Molla for carrying illegal arms in the play. They look at the other accused school teacher Ataur Rahman with respect.

As the play moves forward, they share the darkest chapters of their lives.

Nitto Robi Das, Kamruzzaman Tapu, Shohid Chisty, SM Al Emran, Sazid Bin Seraj, Titly Hossain, Banolota Sarkar, Urmee Kundu, Anisur Rahman, Sojeeb Ahmed, Nafis Islam, Afzal Hossain, Bijoy Kumar Das, Tonmoy Sarkar, Mithun Hossain and Pollob Biswas played different characters in Siren.

Bangla Theatre stages Siren at Shilpakala Faridpur-based theatre troupe Bangla Theatre staged the fourth show of its production titled Siren at the Studio Theatre Hall of Bangladesh Shilpakala Academy on Thursday....

14/08/2022

বাংলা থিয়েটার, ফরিদপুর -এর ২৩তম প্রযোজনা মঞ্চনাটক #সাইরেন আগামী ১৮ আগস্ট সন্ধ্যা ৭.১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে। সকলেই আমন্ত্রিত।

মঞ্চনাটকঃ সাইরেন
রচনা ও নির্দেশনাঃ #ওয়াহিদ_বিন_সিরাজ
অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করুনঃ 01812825468

09/07/2022

❤️__ঈদ মোবারক__❤️

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল উচ্ছ্বাস ও আনন্দ।

পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা লালন করি সকলে। ঈদুল আজহা হোক নিজের মনকে পবিত্র করা ও মনের পশুত্বকে কোরবানি করার প্রতিশ্রুতি। কোরবানি হোক মহান আল্লাহ পাককে খুশি করার জন্য, মাংস খাওয়ার জন্য নয়। ত্যাগের মহিমায় মহিমান্বিত ও উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সকলের অনাগত জীবন।

꧁ঈদ মোবারক꧂

❤️__ Eid Mubarak __❤️

On the occasion of the holy Eid-ul-Azha, I convey my sincere love and best wishes to all. May Eid bring endless excitement and joy in everyone's life.

Let us all cherish the true teachings of the holy Eid-ul-Azha. May Eid-ul-Azha be a promise to purify one's mind and sacrifice one's be******ty. Sacrifice should be made to please Allah, not to eat meat. May the future life of all of us be glorified and manifested in the glory of sacrifice.

"Eid Mubarak"

07/07/2022

অসাধারণ গান__❤️

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Faridpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কবি ও কবিতার আড্ডা
কমিটি গঠনঃ বাংলা থিয়েটার, ফরিদপুর কার্যনির্বাহী পর্ষদ ২০২২- ২০২৩
নাটকঃ রাজকার্য

Website

Address


Faridpur

Other Faridpur arts & entertainment (show all)
Up Lizan gamer Up Lizan gamer
Goalchumot, One No Sorok
Faridpur

Hi, im up Lizan , im a gamer, please follow me to get my videos photo everytime. #Up Lizan #up lizan

Artoverse by PJ Artoverse by PJ
Faridpur

Page about my arts,Hope all will like this. I usually draw Graphics,Visual Arts,Sketches,etc.

Fahad 55 Fahad 55
Faridpur

সব খরব সবার আগে দেখার জন্য চোখ রাখুন FN Television ফেইসবুক পেইজে। ধন্যবাদ।

Fahim On Motion Fahim On Motion
Faridpur, 7800

আমি ফাহিম আমি জানি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন কিছু দিতে পারি এই দোয়া করবেন

RIMON GAMER J.R RIMON GAMER J.R
Faridpur

https://youtube.com/channel/UC-s01mM7V4OOSEHvRtmnnhw

Jaber Islamic blogs Jaber Islamic blogs
Tambulkhana, Faridpur Sadar, Faridpur
Faridpur, 7801

আসসালামু ওয়ালাইকু। নতুন,নতুন ইসলামিক বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

RJ Riyajul ≈≈ RJ Riyajul ≈≈
Faridpur, 97025

Rapid X - Free Fire Rapid X - Free Fire
Nagarkanda
Faridpur

This is a Bangladeshi gaming page. So dear friends, follow my page and stay by my side.

Priya Islam Priya Islam
Phulsuti, Nagarkanda
Faridpur, 7840

Beautiful World Gadgets Beautiful World Gadgets
Faridpur

Welcome to our page. Here you will find entertainment, fun, adventure etc. Stay with us by liking and following the page. Thanks

Gaming With Oggy Gaming With Oggy
Faridpur

আপনার একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা �� নতুন পেইজ লাইক দিয়ে সাথে থাকুন��

TS AARAV Gaming TS AARAV Gaming
Boailmari. Faridpur. Bangladesh
Faridpur, FARIDPUR,BOAILMARI

Love mom and DAD��� Only believe this Allah �� And Love Free Fire �� Single Boy�?