ঘড়াভাঙ্গা সততা ক্লাব
একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন।
স্মৃতিতে....
আলী হায়দার চৌধুরী।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
মহান আল্লাহতায়ালা মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।আমিন
ফি আমানিল্লাহ!
আপনাদের প্রবাস জীবন সুখের হোক।পূরণ হোক আপনাদের সকল স্বপ্ন।ঘড়াভাঙ্গা সততা ক্লাবের সম্মানিত সিনিয়র সদস্য মোঃ রমজান আলী ও মোঃ হোসেন।আপনাদের জন্য সব সময় দোয়া ও ভালবাসা রইলো।
শুভ জন্মদিন!
মোঃ কাইয়ুম হোসেন চৌধুরী।সভাপতি ঘড়াভাঙ্গা সততা ক্লাব।
শুভ জন্মদিন!
মোঃ নজরুল ইসলাম।সহ-সভাপতি ঘড়াভাঙ্গা সততা ক্লাব।
অভিনন্দন!
নব-নির্বাচিত সভাপতি মোঃ কাইয়ুম হোসেন চৌধুরী।
আপনার হাত ধরেই এগিয়ে যাক সামাজিক সংগঠণ ঘড়াভাঙ্গা সততা ক্লাব।
বিঃদ্রঃ সততা ক্লাবের ২০২২/২৩ অর্থ বছরের নির্বাচিত সভাপতি মোঃ পারভেজ উল করিম ব্যাক্তিগত সমস্যা এবং সংগঠণকে যথেষ্ট সময় দিতে অপারকতার কারণে পদ থেকে অব্যাহতি নিলে সংগঠণের পদস্থ এবং গুরুপ্তপূর্ণ সদস্যদের মতামতের ভিত্তিতে মোঃ কাইয়ুম হোসেন পূণরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
৫৭০ সালের আজকের দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি 😡
আসাদ নূর নামক এই কুলাঙ্গার আমাদের প্রাণাধিক প্রিয় মহানবী (সা.)কে নিষ্ঠুর ও মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে।
এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোটা মুসলিম উম্মাহর দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে✊
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘড়াভাঙ্গা সততা ক্লাব ২০২৩/২৪ এর নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভ জন্মদিন!🎂
Mohammad Jaker Hussain. শিক্ষা বিষয়ক সম্পাদক - ঘড়াভাঙ্গা সততা ক্লাব
মিটিং নোটিশ:
ঈদুল আজহা পুনর্মিলন উপলক্ষে
সততা ক্লাবের পরবর্তী অনুষ্ঠান বা নিয়ম নিতি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ২৯-০৬-২৩ তারিখ রোজ বৃহস্পতিবার সন্ধা ৭ টা। আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় ক্লাবের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে।
বি.দ্র:মিটিং এ নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে বলে বিবেচিত হবে।
অনুরোধক্রমে
সাধারণ সম্পাদক
আবদুর রহিম
স্মৃতি....
ঘড়াভাঙ্গা সততা ক্লাব কর্তৃক আয়োজিত ২০১৮ সালের মাহফিলে প্রধান অতিথিকে বরণ করে নেয়ার সময়।
নতুন বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশ, ৫ দিনের টেস্ট ম্যাচে সবচেয়ে বড় জয় এখন আমাদের। ৫৪৬ রানে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিতলো বাংলাদেশ। এটা বাংলাদেশের ইতিহাসে এবং ২১ শতাব্দীরও সবচেয়ে বড় জয়।
ক্রিকেটের ইতিহাসে এর চেয়ে বড় জয় আছে মাত্র ২টি, ১৯২৮ সালে ইংল্যান্ড (৬৭৫) এবং ১৯৩৪ সালে অস্ট্রেলিয়া (৫৬২)। তবে তখন টেস্ট ম্যাচে ৫ দিনের বাঁধাধরা সময় ছিলো না।
অভিনন্দন টাইগারদের👏
প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া...
অভিনন্দন!
ঘড়াভাঙ্গা সততা ক্লাবের সম্মানিত উপদ্রেষ্টা জনাব, মোঃ জিয়াউল হক জিবন।বাংলাদেশ কৃষকলীগ ৭নং ওয়ার্ড শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় ঘড়াভাঙ্গা সততা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ জন্মদিন!
MD Momtaz Uddin Momtaz.
আলহামদুলিল্লাহ😍
আবারো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন
মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা রিসাপ তাইয়্যেব এরদোয়ান।
শুভ জন্মদিন!
মোঃ আনোয়ার হোসেন।সদস্যঃ- ঘড়াভাঙ্গা সততা ক্লাব।
শুভ জন্মদিন!
ঘড়াভাঙ্গা সততা ক্লাব ২০২৩/২৪ অর্থ বছরের নব-নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।
----------------------------------------------
♦সভাপতি-
মোঃ পারভেজ উল করিম
♦সহ-সভাপতি
মোঃ নজরুল ইসলাম
♦সাধারণ সম্পাদক
মোঃ আবদুর রহিম
♦সাংগঠনিক সম্পাদক
মোঃ এয়াকুব
♦অর্থ সম্পাদক
মোঃ আকবর হোসেন
♦সহ-অর্থ সম্পাদক
মোঃ রমজান
♦সহ-অর্থ সম্পাদক প্রবাসী
মোঃ মোতালেব হোসেন
♦যুগ্ন সাধারণ সম্পাদক
মোঃ হানিফ
♦তথ্য সম্পাদক
মোঃ নুর হোসেন
♦ধর্ম বিষয়ক সম্পাদক
মোঃ আব্দুল মালেক সোহেল
♦দপ্তর সম্পাদক
মোঃ আলী হোসেন
♦পরিকল্পনা বিষয়ক সম্পাদক
মোঃ অহিদুর রহমান
♦শিক্ষা বিষয়ক সম্পাদক
মোঃ জাকের হোসাইন
♦ক্রিয়া সম্পাদক
মোঃ সাহাব উদ্দিন
♦প্রচার সম্পাদক
মোঃ আলমগীর হোসেন
♦সহ-প্রচার সম্পাদক
মোঃ রমজান আলী
♦সহ-প্রচার সম্পাদক
মোঃ হোসেন (প্রবাসী)
সামাজিক সংগঠনের গুরুত্বঃ
কয়েকজন সদস্যের মাঝে কথা হচ্ছে। মতের অমিল থাকায় হঠাৎ একজন বললো আমি আজ হতে ক্লাবে থাকবো না।আমার নাম কেটে দিন।
ক্লাব বা সংগঠন বস্তুত কি? কয়েকজন মিলে কোনো অধিকার আদায় করা কিংবা বৃহত্তর স্বার্থের জন্য সুসংগঠিত হওয়ার নাম ক্লাব।সামাজিক সংগঠন গুলো সমাজ সেবায় নিয়োজিত থাকে।
সামাজিক সংগঠন নিয়েই লিখছি আজ।সে সাথে লিখবো ক্লাবে থাকার স্বার্থকতা নিয়ে।
আপনি জেনে নিবেন.......
আপনি ক্লাবে থাকবেন কেনো?
সংগঠন করবেন কেনো?
কয়েকজনের সমন্বয়ে সংগঠিত সংঘের সদস্যগণ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে।সবসময় মতের মিল হয় এমন নয়,বরং সবসময় মতানৈক্য দেখা যাওয়া স্বাভাবিক। কারণ জন ভেদে মনের চিন্তাধারা ভিন্ন। এমতাবস্থায় নিজের মতকে প্রাধান্য কিংবা নিজের জ্ঞানের বড়াই করে আপনি সরে পড়বেন নাকি যুক্তি ভিত্তিক গঠনমূলক আলোচনা করবেন এটা আপনার ব্যক্তিগত মননশীলতার উপর নির্ভর করবে।
তুচ্ছ কারণে ছেলেমি করে আপনি হঠাৎ বলবেন আমি আর সাথে নাই।এর মানে আপনার মাঝে সামাজিকতার অভাব আছে।চিন্তা চেতনায় কপটতা আছে।
যাইহোক, সামাজিক সংগঠন করবেন কেনো?এর প্রথম উত্তর বলাবো আপনার নিজের জন্য সংগঠন করবেন।নিজের যোগ্যতা যাচাই করার জন্য ক্লাবে কাজ করা প্রয়োজন। বিভিন্ন পদে দায়িত্ব পালন করে দক্ষতা বাড়িয়ে পরবর্তী কর্মজীবনে নিজেকে একধাপ এগিয়ে রাখতেই আপনাকে সংগঠন করার পরামর্শ দিবো।
সে সাথে আপনার গ্রাম, সমাজ কে উন্নত করার দায়িত্ব আপনার।সংগঠনে কাজ করে কোনো কর্মসূচির আয়োজন করে উন্নয়নমূলক কাজে নিজেকে অংশীদার না করে আপনি কেনো সরে পড়বেন।
এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য।সুতরাং গ্রামের সংগঠনে থাকতে পারা আপনার অধিকার।
সংগঠন হতে নিজেকে অপসারণ করতে চাইলে, সংগঠনের সমস্যা উল্লেখপূর্বক লিখিত অভিযোগ পত্র জমা করে সংগঠন কে সমস্যার হাত থেকে বাঁচাবেন। অথবা সদস্যদের অযোগ্যতা থাকলে তাও জানাবেন।কিংবা ব্যক্তিগত সময়জনিত কারণ থাকলে তাও জানাবেন।
কারণ না দশিয়ে হঠাৎ সরে পড়াটা আপনার বিবেকহীনতার পরিচায়ক।
লিখছি-আকবর হোসেন
অভিনন্দন!
নব-নির্বাচিত সভাপতি মোঃ পারভেজ উল করিম।আপনার হাত ধরেই সংগঠন এগিয়ে যাক বহুদূর।
অভিনন্দন!
নব-নির্বাচিত সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম।
ইদের খুশি
আজি সালাম জানাই,হে অতিথি,
বিষাদ ভুলে লও মোর প্রীতি,
হে প্রিয় জেনে নিও তুমি আমার,
দাও মেলে যত খুশির বাহার।
সওম সাধনার ইতি হবে আজ
মুমিন জনের পুলকিত সাজ,
বাঁধ ভাঙ্গা উল্লাসে মনের মিনার,
ঢেউে ঢেউে মুখরিত পাথার।
কে বড় কেবা ছোট নাহি জানি
খুশির এই দিনে নাহি মানি,
হিয়ার কোণে দাও মোরে ঠাই,
এক মুঠো হাসি যেন পাই।
খুশি ভরা এই দিনে স্বাগত স্বরে
এসো মোর খর চালা ঘরে,
পাটি খুলে পিরি মেলে দিব হে,
জলঘটি যাহি পারি আহারে।
১২.১০ রাত,২২-৪-২৩ ইং
জন্ম সদন,ফটিকছড়ি।
রচনাঃইদের খুশি
রচকঃআকবর হোসেন
ইদ মোবারক,
প্রিয় সদস্য আসসালামু আলাইকুম।
অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩-২৪ অর্থ বছরের জন্য সততা ক্লাব নির্বাচন।উক্ত নির্বাচনে পছন্দের প্রতিদ্বন্দ্বী কে ভোট প্রদান করে নির্বাচন সফল করুন।
নির্বাচন সময়ঃ ইদের রাত ৮.০০
নির্বাচন স্থানঃ রুনা আপুর দোকান
ধন্যবাদ।
নিবেদনঃ সততা নির্বাচন কমিশন।
আসন্ন "ঘড়াভাঙ্গা সততা ক্লাব" নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃপারভেজ_উল করিম।
আসন্ন "ঘড়াভাঙ্গা সততা ক্লাব" নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ হোসেন।
আসন্ন "ঘড়াভাঙ্গা সততা ক্লাব" নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম।
আসন্ন "ঘড়াভাঙ্গা সততা ক্লাব" নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ কাইয়ুম হোসেন চৌধুরী।
আসন্ন নির্বাচনের জন্য নির্ধারিত ব্যালট পেপারঃ
নির্বাচন পরিচালনা করছেন..
কমিশনঃ সততা নির্বাচন কমিশন
প্রধান নির্বাচন কমিশনারঃ ইয়াকুব চৌধুরী
সরকারি নির্বাচন কমিশনারঃ জাকের হোসেন
সহকারী নির্বাচন কমিশনারঃ আকবর হোসেন।
আসন্ন নির্বচানে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা।ইদের দিন রাত আটটায় নির্বাচন অনুষ্ঠিত হবে।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
আপনাকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৯ রমজান, ২০ এপ্রিল ২০২৩ ইং, রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায়, ঘড়াভাঙ্গা সততা ক্লাব এর পক্ষ হতে :-----
পবিত্র সিয়াম সাধনার শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।
আবদুর রহিম
সাধারণ সম্পাদক
সততা ক্লাব
Ramadhan Mubarak
"শুভ জন্মদিন"
ঘড়াভাঙ্গা সততা ক্লাবের সম্মানিত শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আকবর হোসেন।শুভ হোক আপনার সুন্দর আগামী।
‘মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা’
‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’’
অমর ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি 🙏
"শুভ জন্মদিন"
ঘড়াভাঙ্গা সততা ক্লাবের সম্মানিত উপদ্রেষ্টা জনাব,মাস্টার মুহাম্মদ এমরানুল করিম।
স্মৃতি....
সততা ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল ম্যাচ।
সততা ক্লাবের সকল সদস্যবৃন্দ ও উক্ত গ্রুপের অনুসারী...
সবাইকে জানাই সোমবারের রাজকীয় শুভেচ্ছা।।
বিদায়........
দীর্ঘ পাঁচ বছরের পথচলায় খুব আপন হয়ে উঠেছিলেন ঘড়াভাঙ্গা সততা ক্লাবের সকল সদস্যদের।প্রতিটি কাজেই আপনি পাশে ছিলেন সততা ক্লাবের।আপনার অনুপ্রেরণা এবং সুন্দর উপদেশ গুলো বরাবরই ভালো লাগতো।যখন কোন সিদ্ধান্ত নিতে আমরা সমস্যায় পড়ে যেতাম ঠিক তখনই মাস্টার মোঃ এমরানুল করিম এবং আপনার শরণাপন্ন হয়ে বিভিন্ন পরামর্শ নিতাম।আজ থেকে হয়তো সেটা আর সম্ভব হবে না।খুব বেশি মনে পড়বে আপনাকে।
মহান আল্লাহতায়ালা সর্বদা আপনার মঙ্গল কামনা করুক।আপনার প্রবাস যাত্রা শুভ হোক।সততা ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে আপনার জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইলো।ভালো থাকবেন প্রবাসের মাটিতে।
মোঃ এয়াকুব-সাংগাঠনিক সম্পাদক-
ঘড়াভাঙ্গা সততা ক্লাব।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Website
Address
Fatickchhari-Chittagong
Fatikchari
4355