Bits Beat It & Freelance Institute-Fatikchhari

Bits Beat It & Freelance Institute-Fatikchhari

In Fatikchhari Bits Beat IT & Freelance Institute is the most advanced IT training center. BBIFI was

27/05/2022

গতিই জীবনঃ
তুমি তোমার লিখার প্রতিটি লাইন নিয়ে যদি পাবলিক জাজমেন্ট এর কথা ভাবো তবে কোনো দিনও একটি বই বের করতে পারবে না। তুমি যতো ভালোই লিখো তাতে পাবলিক জাজমেন্ট থাকবেই, এটা মেনে নাও।
পারফেকশন এর জন্য পড়ে না থেকে প্রোগ্রেসিভ হও। গতিই জীবন। স্যার এডিসন শেষ পর্যন্ত বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে না পারলে তার সারা জীবনের কষ্টগুলো কখনো আলোচনায় আসতো না, লুকাকু ন্যাশনাল ফুটবলে স্থান না পেলে তার জীবনের কালো অধ্যায়গুলো অজানা-ই থেকে যেতো।
লাইফে ফিনিশিং টানা ই বড় কথা। জীবনে অসংখ্য বিচ্ছিন্ন ঘটনা থাকবে, তবে কে কিভাবে ফিনিশিং দিলো তার ওপর নির্ভর করে এ সমাজ, এ দেশ ও পৃথিবী কাকে মনে রাখবে।
All's well that's ends well.
পৃথিবীতে কোনো সফল ব্যক্তিই পুরোপুরি পারফেক্ট হয়ে কাজে নামেনি বরং কাজে নেমে সময় ও শ্রম দিতে দিতেই পারফেক্ট হয়েছে। "Practice Makes a man perfect" কথাটি এমনি এমনি আসেনি। এমনটা যেনো না হয় নিজের আইডিয়া নিয়ে ভাবতে ভাবতে নিজেকে আরো দক্ষ হিসেবে গড়তে গিয়ে অন্যজন একই আইডিয়া নিয়ে মাঠে নেমে পড়েছে। বি ফাস্ট এন্ড বি কুল।
আইকন পাবলিক স্পিকারটিরও একসময় স্টেজে উঠে হাঁটু কাঁপতো, ঘেমে শার্ট ভিজে যেতো। এখনো নার্ভাস ফিল করে ঘামে তবে ব্যাক স্টেজে, আড়ালে, যা কেউ দেখে না।
তাই বলি গোল ফিক্সড করো আর তোমার যা আছে তা নিয়েই লেগে পড়ো। তোমার কি নাম, গায়ের রং ফর্সা না কালো, কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, কোথায় পড়াশোনা করছো, নো ম্যাটার; অনলি ম্যাটার ইজ তুমি কি করছো, কেনো করছো। নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বাঁচিয়ে রাখে। তুমি তোমার লক্ষ্য সম্পর্কে যদি ক্লিয়ার থাকো তবে লোকের কথা তোমাকে তোমার লক্ষ্য থেকে টলাতে পারবেনা। লোকে পাগল বলবে? বলুক না। তুমি মুখে কিছু না বললেও তোমার ভেতর সত্তা ঠিকই হেসে জবাব দিবে, হ্যা আমি পাগল, আমি লক্ষ্য অর্জনে পাগল। পাগলরাই ইতিহাসের অংশ হয়ে থাকে আর এভারেজরা সেই ইতিহাস পড়ে। ভেঙে ফেলো তোমার কমফোর্ট জোন, দেখাও তোমার অদেখা তোমায়। জাস্ট পুশ এন্ড পুশ ইওর সেলফ। বাঁচার মতো বাঁচো আর রেখে যাও তোমার সৃষ্টিকর্ম, পৃথিবীকে জানান দিয়ে যাও তোমার অস্তিত্বের।
"When Allah gives you an opportunity to lead an extra ordinary life why do you lead an average one!"

27/04/2022

এক টাইমে ব্র‍্যান্ডের জিনিসপত্র ছাড়া পড়তাম না। আমি কোনো জামা পইড়া ব্যাচে গেসি মানে অইটা লারিভ বা আড়ং এর এবং ওইটার দাম মিনিমাম ৩০০০ টাকা। এবং প্রকাশ না করলেও এটা নিয়া আমার মধ্যে একটা সুপিরিয়র কম্পলেক্স কাজ করতো। মানুষের ৫০০-৬০০ টাকার জামা কাপড় জাজ করতাম। তবে এটা নিয়ে খুব কম ভাবতাম যে কার টাকায় এসব "ফুটানি" করতেসি।
তো, যার টাকা, মানে আমার বাপ, সে দেখলাম একদিন বায়তুল মোকাররম এর সামনে থেকে ১৫০টাকার একটা পাঞ্জাবী কিনা আনলো ঈদে পড়ার জন্য। আমি আম্মু তো খুব রাগ, কেন আড়ং থেকে পাঞ্জাবি কিনে নাই এবার। আমার বাপে পাত্তাই দিলোনা! তো যথারীতি এটা পইড়াই ঈদের দিন নামাজ পড়তে গেলো। এবং নামাজের পর বাসায় কিছু আব্বুর কিছু বন্ধু আর এলাকার আংকেল আসলো দেখা সাক্ষাতের জন্য। এরা কথায় কথায় বলতেসে আমার বাপেরে, "ভাই পাঞ্জাবিটা খুবি সুন্দর। কই থেকে কিনসেন?" আমার বাপে হাসে, কিছু কয়না। আরেক আংকেল কয়, "দেইখাই লাগতাসে দামী পাঞ্জাবী, পাঁচ হাজার টাকার নিচে তো দাম হইবোইনা৷ গলায় আবার কাজ করা", আমার বাপে এবার আমার আর মায়ের দিকে তাকায় হাসে। মানুষেরা বিশ্বাসই করলোনা এডা ফুটপাতের পাঞ্জাবী।
ওইদিন বুঝলাম ব্র‍্যান্ডের জামা জুতায় কোনো ইমপ্যাক্ট পড়েনা মানুষের ওপর, মানুষের নিজের একটা ব্র‍্যান্ড হইয়া ওঠা জরুরি। নিজেরে ততোটুকু ওপরে নিয়া যাওয়া উচিত যেখানে মানুষ আমার ভ্যালু দিয়া আমার জাজ করবো এর আগে বাপের টাকায় এসব জামা জুতা ব্যাগ ঘড়ি নিয়া ফুটানি করা অহেতুক।
লেখাঃ সিনথিয়া

22/04/2022

আপনি ছেলে?

ইনকাম না করতে পারলে আপনার স্থান কোথাও হবেনা, আপনার বেশি বেশি টাকা থাকা বাধ্যতামূলক আপনার যদি টাকা না থাকে তাহলে আপনি কোন স্থানে ভালভাবে কথাও বলতে পারবেন না,

আপনাকে ছোট করে হিংস্র প্রানীর মতো দেখবে সমাজও, টাকা থাকলে আপনি আপনার পরিবার পরিজনের কাছেও সম্মানিত ব্যক্তির কাতারে, আর না থাকলে সহ্য করতে নিতে হবে অনেক কিছুই,

তাই আপনি আপনার গুরুত্বপূর্ণ জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে বৃথা যেতে দিবেন না আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগান, কীভাবে কাজে লাগাবেন?

আপনি যদি পড়াশোনা করেন তাহলে পড়াশোনার পাশাপাশি শিখতে পারেন বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য ইন্টারনেট জগতের কোনো পছন্দের একটা কাজ যা দিয়ে আপনি আপনার জীবনকে গড়ে তুলতে পারবেন মনে করেন,

আমরা বাংলাদেশীরা পড়াশোনা করে জীবনের অর্ধেক সময় খরচ করে ফেলি পড়াশোনা শেষ করে চাকুরির পিছনে আরও অনেক সময় খরচ করে ফেলি অবশেষে যখন আমরা চাকুরী পাই তখন চিন্তা থাকে পরিবার কীভাবে চলবে, অনেকের তো ঋণের বোঝা বইতে হয়,

আমি বলি এসবে না পরে আপনি যোগ্যতা অর্জন করুন, কিন্তু তার পাশাপাশি নিজেকে কোনো কাজের দ্বারা বন্দী না করে চিন্তা মুক্ত থাকুন ইন্টারনেট জগতের সাহায্য নিয়ে কোন ব্যবসা করুন অথবা ইন্টারনেট জগতে চিন্তা মুক্ত কাজ ফ্রিল্যান্সিং সহো অনেক কিছুই রয়েছে যা করলে আমি মনে করি আপনার সময়কে বাচাতে কাজে লাগবে এবং আপনি খুবই কম সময়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।

আপনি যদি মনে করেন যে কথাগুলো বাস্তব আর আপনি এটা করতে চান তাহলে আপনার জন্য, শুভকামনা 💛

20/04/2022

সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয়-
কারণ, সহজে পাওয়া কোনোকিছুই চিরস্থায়ী থাকে না।

19/04/2022

“ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”
মারিও কুওমো।

18/04/2022

নতুন এবং আপ-কামিং ফ্রিলান্সারদের উদ্যেশ্য করে একটা রিকুয়েষ্ট।
ফ্রিলান্সিং হোক বা যে কোনো সাফল্যের প্রথম ধাপ খুবই কষ্টের হয়ে থাকে।
মাঝে মাঝে কিছু কষ্ট দাতে দাত কামড়ে সহ্য করে যেতে হয়, কিছু দুঃখ চোখ বুজে ধৈর্য ধরে নিতে হয়, কিছু আড্ডা এড়িয়ে যেতে হয়, কিছু ব্যাপার ইগ্নোর করতে হয়, কিছু প্রশ্নের জবাবে চুপ থাকতে হয়। শুধুমাত্র এই আশায় যে একদিন উপরওয়ালা সব কিছুর প্রতিদান দিবেন।
আর এত এত নিঁখুত আর পুঙ্খানুপুঙ্খ ভাবে দিবেন যে আজকের ক্ষণিকের পাওয়া এই কষ্ট সেদিন আনন্দ অশ্রু হয়ে চোখ বেয়ে পড়বে।
আশা করি আপনাদের পরিশ্রমে কোনো ত্রুটি থাকবেনা।

17/04/2022

এই জীবনের পথে তোমার সাথে অনেকেই হাঁটবে কিন্ত কেউ তোমার জন্য হাঁটবে না...!!

17/04/2022

চাকরি কিনবা ব্যবসা, কোনটিই ছোট করে দেখার মতন নয় । সৎ পথে থেকে হালাল ইনকাম করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ।

16/04/2022

আপনার স্টার্টআপ — আইডিয়া ছোট হোক বা বড় — কন্টিনিউ করেন! 🤷🏻‍♂️

আশেপাশের অতি পন্ডিতদের কথা শোনা বাদ দেন! কে মানা করতেছে, কে হাসতেছে, কে পেছনে গুতাচ্ছে — এগুলো না ভেবে, কন্টিনিউ করেন! 📈

নিজে নিজে রিসার্চ করেন। নিজে নিজে আইডিয়া বের করেন। নিজে নিজে টিম বানান! 👥

শুধু মানুষের কথা শোনাটা বাদ দেন!

নিজের স্টার্টআপ নিজের মতো করে করেন! আপনার আইডিয়া, আপনি ছাড়া কেউ খালি চোখে দেখতে পাচ্ছে না!

13/04/2022

ম্যাচিউরিটি আনুন নিজের মধ্যে :-
১. সমালোচনা করবেন না। এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিউর মানুষ কখনো অন্যের সমালোচনা করেন না।
২. তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে নাহলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচিউর মানুষ কখনো তর্ক করেন না।
৩. একজন ম্যাচিউর মানুষ অন্যকে সম্মান দিতে জানেন।
তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবেন। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবেন না।
৪. একজন ম্যাচিউর মানুষ কখনো বাবা-মা কে অসম্মান করেন না। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কারণ তারা বুঝতে পারেন একমাত্র বাবা-মা স্বার্থহীন ভাবে তাদের জন্য সব কিছু করতে পারে।
৫. একজন ম্যাচিউর মানুষ নিজেকে সময়ের সাথে আপডেট করেন।
৬. একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর সাথে নিজেকে তুলনা করেন না। কারণ তিনি জানেন এই পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী।
৭. একজন ম্যাচিউর মানুষ কখনো অভিযোগ করেন না। তিনি নিজের ঘাটতি গুলো খুঁজে বের করেন এবং তা পূরণের চেষ্টা করেন। কারণ তিনি জানেন অভিযোগ কখনো সমস্যা সমাধান করে না। তিনি নিজেকে পরিবর্তন করে নেন।
৮. একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর ভুল নিয়ে ঠাট্টা করেন না। তিনি তাকে ব্যক্তিগত ভাবে তার ভুল শুধরে দেন। যা ইম-ম্যাচিউররা প্রকাশ করে থাকেন।

13/04/2022

মোটীভেশনাল পোষ্টঃ
এক বেহালাবাদক একদিন নিউইয়র্কের সাবওয়েতে সুমধুর সুরে ৪৫ মিনিট ধরে বেহালা বাজিয়েছিল, হাজারো মানুষের মাঝে মাত্র ৪ জন তার সুর শুনে থমকে দাঁড়িয়েছিল। এদের মধ্যে মাত্র একজন তার সুর শুনে খুশিতে হাততালি দিয়েছিল। এই ৪৫ মিনিট পিয়ানো বাজিয়ে তার ইনকাম ছিল মাত্র ২০ ডলার।
অথচ পরের দিনই সেই একই বেহালাবাদক, নিউইয়র্কের ব্রডওয়েতে বিশ্বের সব থেকে বড় এবং সুসজ্জিত দামি থিয়েটারে, সেই একই সুরে বেহালা বাজিয়েছিল। খুবই সফল সেই শোয়ের সর্বনিম্ন টীকেট মূল্য ছিল মাত্র ১০০ ডলার।
এই পরীক্ষাটা প্রমান করে একজন অসাধারণ ব্যাক্তি সাধারণ একটা পরিবেশে কখনোই ভাল করে না। তাকে সেভাবে কেউ মুল্যায়নই করে না।
অনেক মেধাবী প্রফেশনাল আছে যারা পরিবেশের কারনে তাদের যোগ্যতা অনুযায়ী মুল্যায়ন পায় না। সে যদি তার বর্তমান পরিবেশ পরিবর্তন করে, উপযুক্ত পরিবেশ খুজে নিতে পারে, তবে সে অবশ্যই সফল হবে, জীবনে উন্নতি করবে, সবাই তাকে মুল্যায়ন করবে।
একজন ব্যাক্তি যখন সঠিক পরিবেশে না থাকে, তবে মানুষ সেই বেহালাবাদকের মত পাশ দিয়ে হেটে চলে যাবে, বুঝতেই পারবে না যে সে আসলে কতটা অসাধারণ। কাজেই জীবনে সফল হতে গেলে, আগে নিশ্চিত করুন আপনি সঠিক জায়গায় আছেন কিনা।
ধন্যবাদ!

12/04/2022

একজন সফল ফ্রীল্যান্সার প্রথমবার ডলার এর মুখ দেখার আগ পর্যন্ত যতটা সময় ডেক্সে দেয় কেউ যদি তার ৪ ভাগের একভাগ সময় পড়ার টেবিলে দেয় তাহলে সে বি.সি.এস এ টিকবে।
ফ্রীল্যান্সার মানে ঘরে বসে ইনকাম নয়। ফ্রীল্যান্সার মানে ঘরের ডেক্সে বসে ইনকাম করা। এরা এদের চেহারা দেখিয়ে টাকা পায়না। আপনি দেখেন এরা সারাদিন ফেসবুকে থাকে নামিদামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে ছবি দেয় এরা কতনা সুখি। কিন্তু আপনার দেখার আড়ালে থাকে অনেক কিছু। আপনার দেখা ফেসবুকে ”অনলাইন“ এর এই ইউজারের একাউন্টটা থাকে মিনিমাইজ করা কোন এক ব্রাউজারে। নামিদামি রেস্টুরেন্টে এরা ঠিকই খাইতে যায় কিন্তু মন পড়ে থাকে ঘরের ডেক্সে, কখন খুপরির মধ্যে ঢুৃকবে। এমনকি ঐ রেস্টুরেন্টে খাওয়ার সময়ও তাকে চোখ রাখতে হয় স্মার্ট ফোনের স্কৃনে। আপনি ভাবছেন এরা টাকার কাঙাল? না। গত ৫ বছর ধরে যে একাউন্টটা তিলে তিলে সাজিয়েছে সেই একাউন্টে যাতে একটা খারাপ রিভিউ না পড়ে সেজন্যই এই চেষ্টা।
আপনি কারণে আর অকারণে এদের নক করেন আর সাথে সাথে রিপ্লাই না পেলে ভাবেন ভাব ধরছে, রেস্টুরেন্টে খাইতে যাইতে পারে সারাদিন ফেসবুকে থাকতে পারে আর আমার মেসেজ এর উত্তর দিতে পারে না। আপনার এই পশ্নের উত্তরটা পৃথিবীর কেউ দিতে পারবে না! উত্তরটা আপনিই একদিন নিজে নিজে পেয়ে যাবেন যদি আপনি কখনও একজন সফল ফ্রীল্যান্সার হন।
সংগৃহীত।

11/04/2022

...যদি তুমি বার বার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছো তাহলে তোমাকে অভিনন্দন!!
কারণ বেশীর ভাগ মানুষ চেষ্টাই করে না!...আবেদীন হক আদি

06/04/2022

এডমন্ড হিলারীর মা'র ছিল উচ্চতা ভীতি । তিনি তাঁর পুত্রকে বললেন , '' বাবা তুমি আর যাই কর বাড়ির ছাদে উঠবে না ''। আর সেই হিলারীই এভারেস্টের চূড়ায় উঠে গেলেন।

06/04/2022
06/04/2022

🔥ফ্রিল্যান্সিং এর ডিমান্ড বা গ্রোথ নিয়ে বলতে গেলে..!🔥

👩‍🏫১/ ফ্রীলান্সাররা অনলাইন জগতে দক্ষ, কারণ পৃথিবীর ৯০% বেশি কাজ আইটি নির্ভর।

👩‍🏫২/ ফ্রিল্যান্সারদের স্বাধীন জীবন, তারা কাজ করে আনন্দ পায়।

👩‍🏫৩/ ইন্টারন্যাশনাল বন্ধুত্ব হয় অনেকের সাথে।

👩‍🏫৪/ ফ্রিল্যান্সাররা তাদের পরিবারের সাথে বেশি সময় দিতে পারে,যা সবচেয়ে বড় অবদান।

👩‍🏫৫/ ফ্রিল্যান্সারদের ইনকাম দিন দিন বাড়ে ও লেগে থাকলে সফলতা আসে।

👩‍🏫৬/ তারা খুবই ধৈর্যশীল হয় ও বহুদূর যাবার আগ্রহ বাড়ে কাজের ওপর নির্ভর করে।

👩‍🏫৭/ তারা অন্যকেও কাজ করতে উৎসাহী করে এবং কাজের গ্রোথ সম্পর্কে অন্যান্যদের সহযোগিতা করে।

👩‍🏫৮/ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে অনেক দেশের সংস্কৃতি জানতে পারে।

👩‍🏫৯/ফ্রিল্যান্সিং এর কিছু সেরা কাজ তারা নিজেরাই পছন্দ করে নেয় কে কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবে।

Thank You 🌸

06/04/2022

যখন ইন্টারমেডিয়েটে স্টার মার্কস পেয়ে সরকারী মেডিকেলে টিকলাম আর কলেজ বন্ধু ইন্টারে 1st Devision পেয়ে মনের দু:খে সায়েন্স বাদ দিয়ে বিবিএ তে ভর্তি হলো তখন নিজেরে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিভাবান কুতুব মনে হইতো । বুকের শিনা হুদাই ফুলায়া হাঁটতাম , দরকার ছিলোনা , তাও ফুলাইতাম ।
আজকে ২১ বছর পর সেই বন্ধুই কয়েকশো কোটি টাকার মালিক । প্রতিভা দিয়েই অর্জন করেছে , চুরি করেনি , তার কাজে সে শতভাগ ডেডিকেটেড ।

যেই বন্ধু সায়েন্সে রেজাল্ট একটু খারাপ করে বুয়েটে চান্স না পেয়ে বিদেশে পাড়ি জমালো , সে আজ রোবট বানায় , একটা দুইটা না ...... ম্যালা রোবট তার প্রোগ্রামেই তৈরি হয় ।

আজকে নিজেরে আমি আর প্রতিভাবান মনে করিনা । মনে মনে ধরেই নিছি - আমার চেয়ে বহুত বড় কুতুব আছে দুনিয়ায় । সাফল্য হলো দীর্ঘ পথ পরিক্রমায় লব্ধ ফলাফল , সাময়িক অর্জন না ।
এই কাহিনী বা গল্প শোনানোর মোরাল হইলো -
‘ Success is not always what you see through your shameless eyes ! ‘

যারা মেডিকেলে চান্স পাইলা না , হতাশ হবানা । জীবনের পদে পদে , অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে সাফল্য । মোটা ফ্রেমের কুতুবী চশমায় এসব সাফল্য ধরা পড়েনা । সাফল্য আহরণ করতে শেখো ।

©DR.ASIF UR RAHMAN
MBBS(SSMC).BCS(Health)
Intensive& Critical Care,Emergency Medicine Specialist.

04/04/2022

#ফ্রিল্যান্সিং

জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,
কাজ শুরু করা.....

🔰ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা।
ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাসা থেকে বের হয়ে কোথাও গিয়ে চাকরি করতে হচ্ছে না, বা কারো দ্বারপ্রান্ত হতে হয় না।

🔰এখন বাসায় বসেই লাখো লাখো দক্ষ ফ্রিল্যান্সার ভাইবোনেরা নিজের ক্যারিয়ার গড়তে অনলাইনের মাধ্যমেই ইনকাম করছেন প্রতিনিয়ত।

04/04/2022

"স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না।"
----- এ.পি.জে. আবদুল কালাম

04/04/2022

আপনি সবার প্রিয় হতে পারবেন না। সবার মনের মতো হয়ে ওঠাও আপনার জন্য সম্ভব না। ব্যক্তিত্ব আর‌ মেন্টালিটির ভিন্নতার কারণে প্রত্যেক টা মানুষ ‌আলাদা।

আপনি আপনার মতো। আপনার কিছু নিজস্বতা রয়েছে, রয়েছে কিছু স্বকীয়তা। আপনি চাইলে ও নিজের বৈশিষ্ট্য থেকে আলাদা কিছু হয়ে উঠতে পারবেন না।

আপনার মাঝে হয়তো অনেক কমতি, অনেক খুঁত রয়েছে। আপনি অন্য দশ জনের মতো পরিস্থিতি মোকাবেলায় পারদর্শী নন।

আপনার ভালো লাগার বিষয় গুলো একটু আলাদা। অনেকের কিছুর সাথেই আপনি খাপ খাইয়ে নিতে পারেন না। অনেকের সাথে মিশতে পারেন না।

আপনার রুচিবোধ নিয়ে হয়তো অনেকেই বিদ্রুপ করে। আপনার অনেক কিছুই অনেকের কাছে হাস্যকর মনে হয়।

কিন্তু দিন শেষে আপনি আপনার মতো। যারা আপনাকে ভালোবাসে, তারা অবশ্যই আপনার কোনো বিশেষ দিক বিবেচনা করে আপনাকে মূল্যায়ন করে না।

আপনার দক্ষতা বা কমতি নিয়ে তাদের কখনোই মাথা ব্যাথা থাকবে না, যারা সত্যিকার অর্থে আপনার সুহৃদ বা শুভাকাঙ্ক্ষী।

মানুষ হিসেবে আপনি আলাদা। আলাদা করে আপনার দূর্বলতা প্রকাশিত হবে এটাই স্বাভাবিক। তাই বলে মনের মধ্যে আলাদা বোঝা তৈরি করা যাবে না।

আপনি আপনার নিজস্ব গুনাবলী দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মানুষের মতামত গুলো গ্ৰহণ করবেন কিন্তু তাদের মূল্যায়ন অনুযায়ী নিজেকে গড়ে তুলবেন না কখনোই।

মানুষ আপনাকে তাদের পছন্দ অনুযায়ী বিচার করবে এবং তাদের প্রয়োজন বোধ অনুযায়ী কাজে লাগাতে চেষ্টা করবে।

আপনি সাধ্যমতো অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কিন্তু নিজেকে সহজলভ্য করবেন না অন্যের কাছে। নিজের গুরুত্ব নিজের কাছে সবার উপরে।

02/04/2022

আমাদের ডিজিটাল মার্কেটিং ২ য় ব্যাচ স্টুডেন্ট সিজানা $100 অর্ডার পেলো ,বাংলা টাকায় ৮000 বেশি . বসে না থেকে ফ্রিলান্সিং শিখুন। ফ্রিলান্সিং শিখে আপনিও আয় করুন বৈদেশিক মুদ্রা !ক্যারিয়ারকে আরো একধাপ এগিয়ে নিতে সহায়তা করবে ডিজিটাল মার্কটিং । ডিজিটাল মার্কেটিং হোক আপনার ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার অন্যতম মাধ্যম। আদি কাল থেকেই মার্কেটিং এর রয়েছে ব্যাপক চাহিদা । তা দিন দিন বেড়েই চলেছে। আর এজন্যই মার্কেটিং এ নিজেকে দক্ষ করে গড়ে তোলা এখন সময়ের দাবি।
বর্তমান সময়কে কাজে লাগিয়ে, আপনাকে সফল এবং দক্ষ ডিজিটাল মার্কেটের হিসাবে গড়ে তুলতে Bits Beat It & Freelance Institute নিয়ে এসেছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং & শপিফাই ড্রপশিপিং স্পেশাল কোর্স।

28/03/2022

সফল না হওয়া পর্যন্ত আপনার সব থিওরিই গাজাখুরি গল্প। জিতা শুরু করলে এই গল্পই পাড়ায় মহল্লায় মহাকাব্য বলে বিবেচিত হবে 🙂

24/03/2022

ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া।

16/03/2022

৩০ বছর পড়াশোনা করেও চা*করির পিছনে ছুটতে হয়।
কিন্তু ২০ বছর বয়সেই যদি অনলাইনে কিছু করা যায় তাহলে, কেমন হয় ?

16/03/2022

#ফ্রি_কর্মশালা #ফ্রি_কর্মশালা #ফ্রি_কর্মশালা
"সময় কে অপচয় না করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে (ইনশাআল্লাহ) সফলতা সুনিশ্চিত । "
এই স্লোগানকে সামনে রেখে Bits Beat It & Freelance Institute-Fatikchhari আয়োজন করতে যাচ্ছে “𝗙𝗿𝗲𝗲𝗹𝗮𝗻𝗰𝗶𝗻𝗴 𝗰𝗮𝗿𝗲𝗲𝗿 𝗮𝗻𝗱 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴 ” এর উপর সম্পূর্ণ #ফ্রি_কর্মশালা। এই ফ্রি_কর্মশালায় #ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গঠন এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে
তারিখঃ ২৪-০৩-২০২২ বৃহস্পতিবার
সময়ঃ সকাল ১১টা
আসন সংখ্যাঃ ৩০
আপনার আসন নিশ্চিত করতে নিচের ফর্মটি পূরণ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুনঃ
ফর্ম লিংকঃ https://forms.gle/74CYuJiY6dSdVyi27
মোবাইল নং- 01612266066
ঠিকানাঃ ঠিকানা: Bits Beat IT & Freelace institute-Fatikchhari, গোয়াছ ফকির মার্কেট , পাঠশালা+কোচিং, ফটিকছড়ি থানার দক্ষিণ পাশে (MJ Ladies Zone এর পাশে),
ফ্রিল্যান্সিং হলো মুক্তপেশা,যা কিনা বর্তমানে অনেক বেকার তরুন-তরুনির কাছে হয়ে উঠেছে আশার আলো৷
সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে বেছে নিয়েছে এবং নিচ্ছে৷
কোথাও না গিয়ে ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা সম্ভব৷
অন্য যেকোনো কাজের পাশাপাশি এই কাজটি করা যেতে পারে৷
এর জন্য আমাদের প্রয়োজন একটি র্স্মাট ডিভাইস(মোবাইল অথবা লেপটপ অথবা কম্পিউটার) এবং ইনটারনেট ৷
তবে মনে রাখতে হবে,একজন ভালো ও সফল ফ্রিল্যান্সার হতে হলে কাজের প্রতি আপনার আন্তরিকতা ও পরিশ্রমি মনোভাব থাকা অনেক অনেক বেশি জরুরি৷
কর্মশালায় আলোচনার বিষয়ঃ
1. ফ্রিল্যান্সিং কি?
2. আউটসোর্সিং কি?
3. ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং পার্থক্য কি?
4. কোন কোন কাজ গুলো দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়?
5. কেন ফ্রিল্যান্সিং করবেন বা ফ্রিল্যান্সার হবেন?
6. ফ্রিল্যান্সিং চাহিদা ও ভবিষ্যৎ কেমন?
7. কারা ফ্রিল্যান্সিং করতে পারবে বা কাদের জন্য এই ফ্রিল্যান্সিং পেশা?
8. কি যোগ্যতা লাগবে ফ্রিল্যান্সিং করার জন্য?
9. কখন থেকে ফ্রিল্যান্সিং শুরু করবো
10. কোন বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবো?
11. কত সময় লাগে ফ্রিল্যান্সিং শিখতে? বা আর্নিং লেভেল স্কিল করতে?
12. কত দিন লাগে আর্নিং শুরু করা যায়?
13. কোথায় থেকে ফ্রিল্যান্সিং শিখবো?
14. আসলে ফ্রিল্যান্সিং করে আর্নিং কি সম্ভব?
15. টাকা কিভাবে পাবো?
16. কোথায় কাজ পাব, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস পরিচিতি।
17. ফ্রিল্যান্সিং ভাগ্য বদলে দিয়েছে।
18. ইংলিশ এ কিভাবে নিজের স্কিল বৃদ্ধি করবেন।

10/03/2022

🥰🥰🥰👩‍💻👩‍💻

08/03/2022

রিজেকশান আর ব্যর্থতা অবশ্যই জীবনে নিজের টার্গেট অর্জনের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। কাজেই অ্যাপ্রচ করেন যত জায়গায় সম্ভব। আর রিজেক্টেড হন। উদ্যোগ নিন আর ব্যর্থ হন। দেখবেন, সেটা হাসিল করায় জিদ চেপে যাবে।

08/03/2022

“I think women are foolish to pretend they are equal to men. They are far superior and always have been. Whatever you give a woman, she will make greater."

Happy International Women's Day 🥰🥰🥰

08/03/2022

Shopify Store Design.🥰💪💪💪

Want your business to be the top-listed Computer & Electronics Service in Fatikchari?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Fatikchari
4350

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Other Computer Training in Fatikchari (show all)
ডিগনিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ডিগনিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
Al-Mokka Shoping Center, (2nd Floor), Upper Floor Of One Bank, College Road, Near Bibirhut Bus Stand
Fatikchari, 4350

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের NSDA কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান। রেজিঃ STP-CHA-001751 কম্পিউটার প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং শেখার নির্ভর যোগ্য প্রতিষ্ঠান

Fatickchhari Language Club Fatickchhari Language Club
Al-Macca Shopping Chenter, Bibirhat, Fatickchhari
Fatikchari, 4350

Formation of 5F (Fatikchhari, Family, Friend, Free & Future) RFNK-IT Fatikchhari Language Club

Rahmatia Computer Training Institute - RCTI Rahmatia Computer Training Institute - RCTI
Al Macca Shoping Center, Bibirhat, College Road
Fatikchari, 4350

Fatickchhari Chitagong Bangladesh

Creative Media It Institute Creative Media It Institute
Khagrachori Road, Fatikchhari, Chottogram
Fatikchari, 4350

Computer Learning Center