Queen’s Plus Nursing Coaching Center ,Feni.
Nearby schools & colleges
FENI
Chittagong
Feni, Fulgazi
feni
Dhaka
Didar Bhaban, 211/2, S.S.K Road, Feni.
Mohipal
ফেনীর সর্বপ্রথম নার্সিং ভর্তি কেচিং। মোবাইলঃ 01601971296 , 01815897980
কুইন্স প্লাস নার্সিং ভর্তি কোচিং (ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি) ফেনী প্রথম নার্সিং ভর্তি কোচিং
HSC পরীক্ষা দিয়েছেন?
ক্যারিয়ার হোক নার্সিংয়ে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা এখন নার্সিং। নার্সিং পেশায় ১০০% চাকরির নিশ্চয়তা। তাই আপনি যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখন থেকেই প্রস্তুতি নিন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য।
আমাদের কোর্স সমূহঃ
১) বিএসসি ইন নার্সিং ভর্তি কোচিং
২) ডিপ্লোমা ইন ন
নতুন ব্যাচে ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত !!!
কুইন্স প্লাস পল্লী চিকিৎসক প্রশিক্ষণ একাডেমি, ফেনী
♦ কোর্স সমুহ :
DMA (Diploma in Medical Assistant) 1 বছর
DMS (Diploma in Medicine and Surgery) 3 বছর
প্রশিক্ষণের বিষয়ঃ
1. এনাটমী ও ফিজিওলজী
2. র্ফামাকোলজী
3. মেডিসিন
4. গাইনী এন্ড অবস এন্ড মা ও শিশু স্বাস্থ্য
5. প্যাথলজী
সনদঃ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ সনদ প্রদান করা হবে ,যা সরকার অনুমোদিত ফাউন্ডেশন থেকে যা অন লাইনে মাকর্সীট পাবেন।
♦ কোর্স করে যা শিখতে পারবেন:
✔ কমন রোগের চিকিৎসা
✔ রোগের কারন ,লক্ষণ ও টেষ্ট সম্পর্কে বিস্তারিত ধারণা।
✔ জ্বর মাপা।
✔ ইনজেকশন পুশিং
✔ স্যালাইন পুশিং
✔ ব্যান্ডেজ ও ড্রেসিং
✔ ডায়বেটিস পরীক্ষা।
✔ রক্তচাপ মাপা ও রক্তের গ্রুপ পরীক্ষা।
✔ নেবুলাইজার দেয়া
✔ বিভিন্ন টেস্টের রিপোর্ট বুঝা।
✔ সার্জিক্যাল যন্ত্রপাতির নাম ও ব্যবহার হাতে কলমে শিখানো হয়।
✔ এছাড়াও অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা ক্লাস করানো হয়।
♦ কোর্স করে আপনার লাভ :
১। পল্লী চিকিৎসক হিসেবে প্রাথমিক চিকিৎসা সেবা দিতে পারবেন।
২। ফার্মেসী দিয়ে ঔষধের ব্যাবসা করতে পারবেন।
৩। অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও এনজিওতে নার্স / স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতে পারবেন।
♦ ভর্তির নূন্যতম যোগ্যতা: যে কোন বিভাগে SSC / দাখিল সমমান ।
♦ ভর্তি হতে যা যা লাগবে:
# ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
# 2 কপি শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি।
# 2 কপি ভোটার আইডি কার্ড বা জন্মনিবন্ধন
প্রশিক্ষণ কেন্দ্র: শান্তি ভিলা , ৪৬ (সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপরে)শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ,ফেনী।
মোবাইলঃ 01889515425
#পল্লীচিকিৎসক #পল্লীচিকিৎসকপ্রশিক্ষণ
ভর্তি চলছে!ভর্তি চলছে!ভর্তি চলছে!
✅ ২০২২-২৩ সেশনে HSC পরীক্ষার্থী & সেকেন্ড টাইমারদের ভর্তি চলছে.......!
নার্সিং একটি মহৎ সেবামূলক পেশা। তাছাড়া নার্সিং-এর ক্যারিয়ার উজ্জ্বল, সরকারি ও বেসরকারি চাকুরী নিশ্চিয়তাসহ বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। যার জন্য এর ভর্তি পরীক্ষায় হয়ে থাকে তুমুল প্রতিযোগিতা । তাই এই প্রতিযোগিতায় সফল হতে, সুষম প্রস্তুতি আর সঠিক দিক নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি শাণিত করার বিকল্প নেই। আর তাই তো, নার্স হওয়ার স্বপ্নপূরণে আপনার পাশে আছে “Queen’s Plus Nursing Coaching Center ,Feni.”।
(আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সফলতা অর্জনের, আর আপনাদের সফলতাই আমাদের অর্জন।
আমাদের দিকনির্দেশনা আর আপনাদের পরিশ্রম মিলে সফলতা আসবেই ইনশাআল্লাহ)
ভর্তির যোগ্যতাঃ-
⭕ এসএসসি: ২০১৯/২০২০ পাশের সন
⭕ এইচএসসি: ২০২১/২০২২ পাশের সন
⭕ বিএসসি: SSC + HSC (মোট GPA 7), কোনোটিতে 3.00 এর কম না, বায়োলজিতে কমপক্ষে জিপিএ 3.00 পেতে হবে।
⭕ ডিপ্লোমা/মিডওয়াইফারী: SSC + HSC যে কোন বিভাগের (মোট GPA 6.00), কোনোটিতে 2.50 এর কম না।
বিঃদ্রঃ মিডওয়াইফারী শুধু মেয়েদের জন্য।
🔴মেধাবি ও মধ্যেবিত্ত এবং নিম্ন মধ্যেবিত্তদের স্বপ্ন বাস্তবায়ন হবেই ইনশাআল্লাহ।
📚☎️সবার আগে সময়ের সেরা প্রস্তুতি নিতে আজই যোগাযোগ করুন।
📖 Queen’s Plus Nursing Coaching Center ,Feni.
অফিস- আমিন টাওয়ার , ৪৭ (ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের পাশে)শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ,ফেনী।
বিস্তারিত যোগাযোগঃ-📲
01889-515425
কুইন্স প্লাস নার্সিং ভর্তি কোচিং (ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি) ফেনী প্রথম নার্সিং ভর্তি কোচিং
আমাদের কোর্স সমূহঃ
১) বিএসসি ইন নার্সিং ভর্তি কোচিং
২) ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি কোচিং
৩) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি কোচিং
কুইন্স প্লাস নার্সিং ভর্তি কোচিং।
� কোর্স ফিঃ
বিএসসি ১২,৫০০/- (এককালীন)
ডিপ্লোমা ১১,৫০০/- (এককালীন)
ঠিকানাঃ আমিন টাওয়ার , ৪৭ (ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের পাশে)শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ,ফেনী।
#বিএসসিনার্সিংভর্তিকোচিং #ডিপ্লোমানার্সিংভর্তিকোচিং
ব্রেকিং নিউজ
মেডিকেল ভর্তি পরিক্ষা মার্চে।
সুতরাং নার্সিং ভর্তি পরীক্ষা এপ্রিলে হবার সম্ভাবনা প্রবল। তাই এখন থেকেই প্রস্তুতি নাও জোরেসোরে।
বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নিতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সমাজ সেবা বিষয়ক মন্ত্রী স্টিভ বার্কলে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের (সালমান এফ রহমান) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসেবা বিষয়ক মন্ত্রী স্টিভ বার্কলে এ আগ্রহের কথা জানান। বাংলাদেশে নার্স প্রশিক্ষণ সেন্টার চালু এবং প্রশিক্ষণের মান উন্নয়ন ও বৃটিশ স্বীকৃতি অর্জনে সহযোগিতার বিষয়ে সালমান এফ রহমানকে আশ্বস্ত করেন তিনি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে স্টিভ বার্কলে ব্রিটেনের স্বীকৃতি পেতে প্রশিক্ষণের মান উন্নয়নে সহায়তার জন্য বাংলাদেশে একটি নার্স প্রশিক্ষণ কেন্দ্র চালু করার বিষয়ে সালমান এফ রহমানকে আশ্বাস দেন।
সালমান এফ রহমান বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ অ্যাপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।
১৭ ডিসেম্বর ২০২২
সূত্র: সময় সংবাদ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Feni
Feni Govt. College
Feni, 3900
This page is for Intermediate Second Year.
Feni Sadar
Feni, 3900
Porishilon is the first complete digital learning platform for Technical curriculum board in banglade
Feni Town
Feni, 3900
First district wise tuition's website. Tutors can register there free of cost. Guardians/ Students can post their desired tution.
Feni Govt. College
Feni, 3900
This Page is For Intermediate First Years Students.
Falahia Lane, Shanti Company Road
Feni
This is Al Jameatul Falahia Kamil Madrasah Feni (official fan page).Here shared notice are 100% Offi