Umayer's
Assalamualaikum. A page of customized dresses & other qualityful products of your choice.
আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। লাখো শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী। ❤️
টুইল কটন
প্যানেল ৬/৭ ফিট বেডশিট। বালিশের কভার সহ। ❤️
❤️❤️
Umayer's এ নতুন কালেকশন বেডশিট।
টুইল কটন বেডশিট গুলো। বালিশের কভারসহ দেওয়া আছে। সেলাই ছাড়া দেওয়া আছে। ইচ্ছে করলে সেলাইও করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আলাদা চার্জ এড হবে।
ঠিক
দুনিয়াদারীর সব জিনিসের দাম যখন আকাশচুম্বী, ফুল থ্রিপিস ১০০ টাকায় অনেকেই কেমনে অর্ডারের অফার করে তখন? কেমনে! 🤔
©কালেক্টেড পিক
😢
একটা আস্ত জাতিকে শূণ্যে তুলে মাটিতে আ*ছাড় মে*রে পাউডার বানায়ে দিসিলো ফেরেশতারা, ওই জায়গায় এখন 'ডেড সি'
একটু আগালেই লূত (আ:) এর স্ত্রীকে আল্লাহ পাথর বানায়ে রেখে দিসেন পৃথিবীর মানুষ যাতে দেখে আর শিক্ষা নেয়, আল্লাহর কথা অমান্যকারীদের কপালে কি থাকতে পারে।
তাদের এই পরিণতির কারণ, তারা ছিলো সম*কামী, যাদের অধিকার নিয়ে কিছু মানুষ ম*রে যাচ্ছে। সেইদিনের ভ*য় করা উচিত যেদিন কেউ কারো উপকারে আসবে না।
©
Umayer's
আসসালামু আলাইকুম এভ্রিওয়ান 😊
আমি আমার পেজটাকে আমার জান বাচ্চার নামে পরিবর্তন করেছি। এবার থেকে এটাই থাকবে।সবাই দোয়া করবেন আমার কলিজাটার জন্য।
আর কাস্টমাইজড যে কোন ড্রেসের জন্য অবশ্যই নক করবেন আমাকে। আপনাদের সহযোগিতায় আমি একটু একটু করে কাজ কুড়িয়ে নিতে চাই।
ধন্যবাদ, পাশে থাকবেন অলওয়েজ। ❤️
বেবি পার্টি ড্রেস 🌹
ম্যাটেরিয়াল :
ফ্রক- ডাবল লেয়ার জরজেট,ইনার শাটন,ভেক্সি ভয়েল সুতি। এক্সট্রা ফ্লাপি ফ্লাওয়ার এবং ওড়নার মত করে দেওয়া আছে।
প্যান্ট : পিউর সুতি।
একটি শিশুকে বড় করা একটি চ্যালেঞ্জ হতে পারে এবং তাদের সঠিক খাবার খাওয়ানো যথাযথ গুরুত্বপূর্ণ, যাতে তারা সঠিকভাবে বিকাশ লাভ করতে পারে ও উন্নতি করতে পারে। এমন একটি খাবার যার প্রচুর স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে তা হল টমেটো এবং এটি হল বহুমুখী। আপনি আপনার শিশুদের বিভিন্নভাবে টমেটো খাওয়াতে পারেন, তবে এটি করা নিরাপদ কিনা সে সম্পর্কেও আপনাকে অবহিত হতে হবে।
টমেটোর স্বাস্থ্যে উপকারিতা এবং সেগুলি কীভাবে আপনার সন্তানের জন্য রান্না করা যায় সে সম্পর্কে আপনি একবার অবগত হয়ে গেলে আপনি তাদের খাওয়ানো শুরু করতে পারেন।
আপনি কখন আপনার বাচ্চাকে টমেটো দেওয়া শুরু করতে পারেন?
বাচ্চাদের টমেটো খাওয়ানো যেতে পারে কারণ এগুলির প্রচুর স্বাস্থ্যকর সুবিধা রয়েছে। আপনি আপনার সন্তানের সাথে টমেটোর পরিচয় করিয়ে দিতে পারেন যখন তার বয়স প্রায় ৮ থেকে ১০ মাস হয়। টমেটো সাধারণত কোনও অ্যালার্জি সৃষ্টি করে না, তবে টমেটো সেবন করার পরে আপনার শিশুর ত্বকে র্যাস হচ্ছে কিনা কেবল তার জন্য নজর রাখবেন।
টমেটোর পুষ্টির মান
টমেটোগুলিতে প্রচুর পুষ্টি থাকে। এখানে প্রতি ১০০ গ্রাম টমেটোতে কত পরিমাণ পুষ্টি থাকে তা দেওয়া হল:
পুষ্টির উপাদান
১০০ গ্রামে পরিমাণ
জল ৯৪.৭৮ গ্রাম
শক্তি ১৬ ক্যাল
প্রোটিন ১.১৬ গ্রাম
শর্করা ৩.১৮ গ্রাম
ক্যালসিয়াম ৫ এমজি
ফাইবার ০.৯ গ্রাম।
©
শিক্ষণীয় গল্পটি
আসসালামু আলাইকুম। ☺️
আলহামদুলিল্লাহ।❤️
টুক টুক করে ৫০০ লাইক পূর্ণ করলাম। এভাবেই আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।
৫০০ লাইক মানে ৫০০ সেল, ৫০০ কাস্টমার না। একদিন ইনশাল্লাহ ৫০০ ক্রেতা হবে। ❤️
এমবিভার্ট (Ambivert)
আমাদের মাঝে কেউ কেউ ইন্ট্রোভার্ট হয় আবার কেউ হয় এক্সট্রোভার্ট অর্থাৎ কেউ খুব মিশুকে হয়(Extrovert) কেউ আবার নিজের মত একা থাকে(Introvert)। কিন্তু এদের মাঝামাঝি আরেক ভাগ আছে যারা কখনো ইন্ট্রোভার্ট আবার কখনো এক্সট্রোভার্ট।
এদেরকে বলা হয় এমবিভার্ট।
জীবনে চলার পথে সবচেয়ে বেশি সমস্যা এমবিভার্টদের হয়। যারা এমবিভার্ট তারা মাঝে মাঝে খুব হৈ চৈ করতে ভালোবাসে আবার মাঝে মাঝেই একা থাকতে ভালোবাসে।এরা সহজে সবার সাথে মিশে যায় কিন্তু তবুও এদের অনেক ফ্রেন্ড থাকেনা আবার এরা একদম একাও থাকেনা।
গুটিকয়েক ফ্রেন্ড নিয়েই এরা থাকে।
এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শত কষ্ট হলেও এরা মুখ ফুটে বলবেনা কিছু আপনাকে। বরং সেই কষ্ট সহ্য করেই হাসিমুখে থাকবে।
তাই এদের মন খারাপ হলেও সেটা মুখে না বলা পর্যন্ত আপনি সেটা ধরতে পারবেননা।
ওদের একটা আলাদা জগৎ থাকে।
নিজেদের চারপাশে এরা একটা দেয়াল বানিয়ে নেয়।সে
জগতে আপনি চাইলেই প্রবেশ করতেই পারবেননা।
বরং সেখানে প্রবেশ করার চাবি হচ্ছে আপনার ভালোবাসা আর ভরসা করার মতো ভালো ব্যবহার।
এমবিভার্টরা যাকে ভালোবাসে তাকে খুব মন দিয়ে
ভালোবেসে ফেলে। আর তাই কষ্টটাও বেশি পায়।
কিন্তু তবুও এরা আপনার খারাপ চাইবেনা কোনোদিন।এরা আপনার প্রতি ভরপুর ফিলিংস রেখেও আপনার থেকে নিদিষ্ট দূরত্ব চলবে আপনি চাইলেও সেটা বুঝাতে পারবেনা। এদের সবচেয়ে বড় সমস্যা হয় কেউই এদের বুঝতে পারেনা।
কারণ যে মানুষটা ঠিক একটু আগেই অনেক খুশি ছিলো হঠাৎ করেই সে বদলে গিয়ে একা থাকতে চাইলে কেউই সেটা ভালোভাবে নিবেনা।
তখন বেশিরভাগই তাদের ভুল বুঝে। কেউই বুঝেনা এখানে এদের কোনো হাত নাই। কেউ চাইলেও এদের এই চেঞ্জ হওয়া আটকাতে পারবেনা।
এমবিভার্টরা মাঝে মাঝে নিজেদের ভীষণ একা ভাবে।কারণ মন খুলে কথা বলার মতো কেউ হয়তো নেই।
এদেরকে শামুক বলা যায়।
কারণ এরা বাহিরের দিকে শামুকের মতো শক্ত খোলস পরে থাকে কিন্তু এদের ভিতরটাও শামুকের শরীরের মতো নরম।
তাদের নিজেদের জগতে যদি আপনি একবার ঢুকে যেতে পারেন,তখন বুঝবেন সে আসলে আপনার চেনার চেয়েও কতটা অন্যরকম। তখন হয়তো আপনি তাকে আরও বেশি ভালোবেসে ফেলবেন।
কিন্তু প্রবেশ করার অধিকার পেয়েও আপনি যদি তার সেই ভরসা-বিশ্বাস একবার ভেঙে ফেলেন তখন তার সেই জগৎ টা ভেঙে চুরমার হয়ে যায়।
সে তখন ভীষণ একা হয়ে যায়।
এমবিভার্টদের ঠকানো অনেক সহজ।
কারণ হাজারবার ঠকলেও এরা আপনার নামে একটা অভিযোগও করবেনা।কিন্তু সেই ঠকে যাওয়াই এদের ভীষণভাবে পালটে দেয়।
তখন তারা তাদের চারপাশের জগৎ টাকে আরও ধোঁয়াশা বানিয়ে ফেলে।
একদল মানুষ তখন তাদের ভুল বুঝে,ভাবে এরা ভাব নেয়। কিন্তু এরা হাসিমুখে এটার পিছনে থাকা সত্যিটা লুকিয়ে সব মেনে নেয়।
আপনাকে না জানিয়েই এরা আপনাকে সারাজীবন ভালোবেসে যাওয়ার ক্ষমতা রাখে।
আপনি হয়তো কোনোদিন জানতেও পারবেননা দূর থেকে কেউ একজন সবসময়ই আপনার ভালো চায়।আর তার জন্যই দিনশেষে এরা ভীষণ একা,ধোঁয়াশার রাজ্যে ডুবে থাকা একদল মানুষ যাদের আমরা বলি এমবিভার্ট।
collect
আমি এতোদিন নিজেকে ইন্ট্রোভার্ট ভাবতাম।কিন্তু এটা দেখে বুঝতে পারলাম আসলে আমি এমবিভার্ট।কিন্তু তাতে কি?হেরে যাওয়া কে হেরে যাওয়াই বলে ভাই😎
এই হাসি মুখগুলোর কি জানা ছিলো এ সফরই শেষ সফর? 😢 আল্লাহ ওদের জান্নাত নসিব করুক। আমিন।
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। ছবিটি শুক্রবার মাইক্রোবাসে যাত্রা শুরুর আগে তোলা- সংগৃহীত
--কি চমৎকার সমাধান!!
🌻"যখন আমি কষ্ট পাই,,
কোরআন বলেঃ--"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে!""
---------[সূরা ইনশিরাহ]
🌻"যখন আমি সুখ চাই,,
কোরআন বলেঃ--"আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন! ""
--------[সূরা তালাকঃ-০৭]
🌻"যখন আমি প্রিয় জিনিস টা পেলাম না,,
কোরআন বলেঃ--"তোমরা হয়তো এমন জিনিস পছন্দ কর, যা তোমাদের জন্য অকল্যাণ কর!! ""
---------[সূরা বাক্কারাঃ-২১৬]
🌻" যখন আমি বিচার চাই,,
কোরআন বলেঃ--" আপনি ধৈর্য ধারণ করুণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার না করেন ""!!
--------[সূরা ইউসুফ ঃ-১০৯]
🌻" যখন আমি কষ্ট সহ্য করতে চাই না,,
কোরআন বলেঃ--" যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে, আর আমি কাউকে তার সামর্থ্য এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। তারা হচ্ছে জান্নাতবাসী সেখানে তারা চিরকাল থাকবে। ""
--------[সূরা আরাফঃ-৪২]
🌻" যখন আমি আল্লাহর সাহায্য চাই,,
কোরআন বলেঃ-" ভেঙে পড় না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখ আল্লাহর সাহায্য অতি নিকটে। ""
---------[সূরা বাক্কারাঃ-২১৪]
🌻" যখন আমি ধৈর্য ধারণ করি,,
কোরআন বলেঃ-"যারা সবরকারী তারা পুরুষ্কার পায় অগণিত ""।
--------[সূরা যুমারঃ১০]
🌻" যখন আমি হতাশায় থাকি,,
কোরআন বলেঃ-"আল্লাহর উপর ভরসা কর, যদি তোমরা বিশ্বাসী হও"।
--------[সূরা মায়িদাঃ-২৩]
🌻"যখন আমি তাওবা করি,,
কোরআন বলেঃ--"আল্লাহ তাওবা কবুলকারী, করুণাময় ""!
--------[সূরা তাওবাঃ-১০৪]
🌻" যখন আমি নিরাশ হই,,
কোরআন বলেঃ-"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না""!
--------[সূরা ইউসুফঃ-৮৭]
🌻" অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে, তার চেয়েও উত্তম ""!!
--------[সূরা আনফালঃ-৭০]
🌻" যখন আমি ভালো কিছু করি,,
কোরআন বলেঃ-"উত্তম কাজের প্রতিদান, উত্তম ছাড়া আর কী হতে পারে?""""
--------[সূরা আর রহমানঃ-৬০]
🌻" যখন আমি বিপদে পড়ি,,
কোরআন বলেঃ-" আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।
---------[সূরা বাক্কারাঃ-১৫৫]
🌻" খুব শীগ্রই তোমার রব তোমাকে এতো দেবে যে, তুমি খুশি হয়ে যাবে ""!
-------[সূরা আদ-দুহা :০৫]
✨💙সুবহান আল্লাহ💙✨
⚠️🚫 সালাম দেওয়াতে এখনও সতর্ক হন!🚫⚠️
১.স্লামালাইকুম ❌
অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )
২.আসসালামালাইকুম ❌
অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )
৩.স্লামালিকুম ❌
অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )
সেলামালাইকুম ❌
•আসলা মালিকুম ❌
•> যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।
আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার,
•অলাইকুম সালাম ❌
••অলাইকুম আস-সালাম ❌
•আলিকুম সালাম ❌
•>যার উত্তরেও গজব ,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়
▪️ নাঊজুবিল্লাহি মিন জালিক!
আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে :
▪️সালাম এর সঠিক উচ্চারণ হলো,
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَ
✅ আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি, ওয়া
বারকাতুহ্।❤️
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
✅ ওয়া আলাইকুমুস-সালাম, ওয়া রহমাতুল্লহি, ওয়া বারকাতুহ্।❤️
Collected ☑️
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে।
ঈদ মোবারক ❤️
মাশাল্লাহ ❤️
আসসালামু আলাইকুম।
আমার করা প্রথমবারের মত হ্যান্ডপেইন্ট শাড়ি। ২ বছরে শেষ করলাম। এটা করে বুঝতে পারলাম কোনকিছুই সহজ নয়। যাই হোক ২ বছর লাগতোনা, আমিই আলসেমি করে রেখে দিয়েছিলাম। 😊
আসসালামু আলাইকুম।
🌿🌿🌿🌿
আসসালামু আলাইকুম। ❤️
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Feni
3900
Feni
Feni, FENI
Fashionable dress represents your style and follows unique tread.So choice yours and responsibility ours.� Thanks for getting,,,,,,,