অনুভূতি ,

অনুভূতি ,

জীবনবৃত্তান্তের রূপরেখা ফুটিয়ে তোলা?

12/05/2023

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা‍‌❗

১. লজ্জা স্থানের হেফাজত হয়।
২. বিবাহ চক্ষু নিচু করে।
৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪. ইমান পরিপূর্ণ হয়
৫. অসুস্থতা দূর হয়।
৬. ইবাদতে মজা পাওয়া যায়।
৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়। (এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন যিনা করতে গিয়েও তা পাবেন না।)
৯. মেজাজ ঠান্ডা থাকে। মাথা কখনো হট হবে না।
১০. যৌবনের ক্ষুদা নিবারণ হয়।
আরো অংসখ্য উপকারিতা আছে।

এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার তো ইনকাম নাই, আমি তো এখনো ছাত্র, এমন হাজারো প্রশ্নের উত্তরঃ
আল্লাহ বলেছেন,
وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থ: বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।
২. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়। কেন এতো বিয়ে করতে দেরি করছেন,আল্লাহ তো অফার দিয়ে রাখছেন। আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন।

শুধু খামাখা কেন দেরি করছেন, বিয়ে করুন। যৌবন শুরু হয়েছে, আল্লাহর দেয়া বিশাল অফার টাকে গ্রহণ করুন।

বিয়েকে সহজ করুন,দেখবেন সমাজ থেকে যিনা ব্যভিচার কমে যাবে ইনশাআল্লাহ।

29/04/2023

আগেরদিন রাত্রে তুমুল ঝগড়া* পরেরদিন সকালে বেডামানুষ

কি করো?

31/12/2022

💔😅

24/11/2022

রাত ১ ঘটিকায় সময় মুক্তি পেতে যাচ্ছে কাতার পরিচালিত 7up নিবেদিত নেইমার অভিনীত ৯০ মিনিট কমেডি মুভি
"ছুয়ো না আমায় পড়ে যাবো মাটিতে"

30/10/2022

৬ বছর হয়ে গেল ফেই'সবুক চালাই কিন্তু আজ জানলাম লা'ইক বা'টনে তিন বার টিপলে স্ক্রিনশট পাওয়া যায়।😁

01/09/2022

যে দুবাই থেকে ক্রিকেটাররা হেরে এসেছে!
সে দুবাই থেকেই কুরআনের হাফেজরা বিশ্ব জয় করে এসেছে।
আলহামদুলিল্লাহ!❤

01/09/2022

আমি যত দিন বেঁচে থাকব ততদিন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তোমাকে অভিশাপ দিবো।🌚💔

আল্লাহ যেনো আমার প্রত্যেকটা ফোটা চোখের পানির হিসাব তোমার কাছে নেয়।🤲😌

প্রাক্তন

23/08/2022

হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি

21/08/2022



𝗬𝗮𝗮 𝗔𝗹𝗹𝗮𝗵! 𝗣𝗹𝗲𝗮𝘀𝗲 𝗿𝗲𝗺𝗼𝘃𝗲 𝘁𝗵𝗲 𝗛𝗮𝗿𝗮𝗺 𝗳𝗲𝗲𝗹𝗶𝗻𝗴𝘀 𝗳𝗿𝗼𝗺 𝗼𝘂𝗿𝗺𝗶𝗻𝗱.!❤️🌸

21/08/2022

হুম💔🥀

17/08/2022

জীবন হয়ে গেল আক্ষেপ- আফসোসের, কিছু শব্দ আঘাত দেয় জেনেও আমি সেই শব্দ শুনতেই বেশি অস্থির হয়ে উঠি; আমরা আঘাত পছন্দ করি।
আমার অভাবের এক জীবন, মানুষের বড্ড অভাব, এইতো সেদিনের কথা কত মানুষ প্রিয়জন, আপনজন, কাঙ্খিত, অনাকাঙ্খিত কত মানুষ আসলো সব কেমন ঝরে গেল।

আমরা জানি কেউ থাকেনা তবুও ধরে রাখতে চাই; এই ধরে রাখতে চাওয়া আমাদের রোগ। কিছু ব্যাধির কোনো ওষুধ নেই। আমার কখনও মানুষ হলো না, নিজের কোনো অক্ষর হলো না। পরিচয় দেয়ার মতো বিশেষ কোনো অবয়ব নেই, নেই দিগন্ত পাড়ি দেয়ার মতো কোনো মানুষ। চোখের সামনে, জানালার বাইরে সব মেঘ যা ভেসে যায়, থেকে যায় না।

15/08/2022

১৫ আগস্ট জাতীয় শোক দিবস! 🖤

শোক থেকে শক্তি শোক থেকে জাগরণ! 🖤✨

14/08/2022

Watch till end

13/08/2022

হ্যা...!🖤🥀

09/08/2022

🥹

09/08/2022

জানুয়ারী - ফেব্রুয়ারী - মার্চ - এপ্রিল।

জাস্ট চারটা মাস। এই চারটা মাসের মধ্যে আমাদের সবার পাওয়া না পাওয়া, ভালোবাসা আর হারিয়ে ফেলার কিসব সমীকরণ লুকিয়ে আছে। এই চারটা মাস জীবনে সব নিয়ে আসে, বছর ঘুরতেই আবার টুক করে সব নিয়ে পালিয়ে যায়। এইসব মাসগুলাতে শুরু হওয়া গল্পগুলা এইসব মাসগুলাতেই শেষ হয়। আমাদের জীবনের পাওয়া আর হারানোর সঙ্গে শীত আসি আসি এই সময়টা আর শীতের একটা অদ্ভুত যোগাযোগ আছে।

কি ভয়ানক বিষন্ন সুন্দর ৪ টা মাস!❤️

04/08/2022

- বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়"😐

- জীবনে কিছু কিছু মুহূর্ত আসে নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়!🖤🥀

01/08/2022

মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেনো, ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে অসহায়! ❤

29/07/2022
29/07/2022

আপনি কোন পথে আছেন..

29/07/2022

সুযোগ পেলে আপনি কোথায় আগে যাবেন

29/07/2022

কেউ যদি আপনার অভিমানের ভাষা বুঝতে না পারে তাহলে আর সেই মানুষ তার কাছে শুধু শুধু অভিমান করতে যাবেন না🙂

29/07/2022

Life_Changing_speech_|_Best_Heart_Touching_Motivational_Video_In_Bangla_|_Emotional_ukti

28/07/2022

দ্বীনের নামে ভন্ডামি বন্ধ করুন‼️

বন্ধু তালিকার সকলকে বলছি...নিজেও সতর্ক হোন এবং অন্যদের নিকট পৌছে দিন এই লেখাটি। এতে করে অন্তত কিছু মানুষ সচেতন হবে ইনশাআল্লাহ।

কয়েকটি ছোট্ট উদাহরণ দেই, মনোযোগ দিয়ে পড়ার পর বলবেন আপনি একমত কি না।

১০ সেকেন্ড সময় হবে আল্লাহ্ নামটা লেখার জন্য? তোমার রব কে?
১ ঘন্টার মধ্যে 1k আল্লাহ ভক্ত দেখতে চাই!!

এমন স্ট্যাটাস রেগুলার দেখি। সাধারণ মানুষও হাজার হাজার কমেন্ট করে এগুলোতে। কিন্তু পোস্টকারীর উদ্দেশ্য কি আসলেই "আল্লাহ্" লিখানো? নাকি পোস্ট-এ কিছু কমেন্ট আদায় করা?

আরেকজন একটা ফটো পোস্ট করেছেন, ক্যাপশনে লিখা, “মা ফাতেমার কবর, প্রথম বার দেখে থাকলে লিখুন "আমীন”
কবরের ছবি দেখে আমীন লিখার কি আছে আমার জানা নেই। এখানেও উদ্দেশ্য কিছু কমেন্ট আদায় করা।

একজন পর্দার প্রয়োজনীয়তা সম্পর্কে পোস্ট করেছে। ভালো লাগলো বলে একটা লাইক দিলাম। কিছুক্ষণ পরে পোস্টকারী ইনবক্সে এসে বলছেন, “ভাইয়া লাইক তুলে লাভ রিয়েক্ট দেন প্লিজ”এখানে উদ্দেশ্য প্রচুর লাভ রিয়েক্ট আদায় করা। তাদের উদ্দেশ্য জোরে করে লাইক/কমেন্ট করিয়ে নিজেকে সেলিব্রিটি বানানো।

আরো কয়েকজন কে দেখলাম, মসজিদের ছবি আপলোড করছে। ক্যাপশন,

"আল্লাহর ঘর মসজিদ, জানি নাইস বলার কেউ নাই"।

এদের কথা কি আর বলবো, এরা ব্ল্যাকমেইল করে হলেও কমেন্ট আদায় করে নেবে।এমন আরও অনেক উদাহরণ আছে, পোস্ট বড় হয়ে যাচ্ছে বলে আর লিখলাম না। উপরের যতটা উদাহরণ দেখলেন, তাদের কারোরই উদ্দেশ্য মহৎ না। ভেতরে অসৎ উদ্দেশ্য নিয়ে বাহিরে দ্বীনের কথা বলে বেড়ানো স্পষ্টতই মুনাফিকী তাদেরকে বলছি সময় থাকতে এসকল বেহুদা কাজ বাদ দিয়ে দিন। আল্লাহ এগুলো মোটেও পছন্দ করেন না তাই তওবা করে উদ্দেশ্যে ঠিক করে নিন। আর কখনো কমেন্ট বক্সে 'আল্লাহ' লিখে ইসলামের বিজয় সম্ভব না। আপনার লাভ ও হচ্ছে না। তার থেকে উত্তম মুখেই জিকির করুন।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমীন।

28/07/2022

__ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া

জরাই ধরি 😌💚🦋
/\_/\🌈🍭

27/07/2022

- তুমি কি আমার সাথে রাগ করশো😞

@চিটাইংগে টিভি❤️

27/07/2022

__ ইনশাআল্লাহ...!🥰🥀

26/07/2022

.

-আসসালা'তু খাইরু মিনান নাও'ম ঘুম হতে নামা'জ উত্তম 🦋✨

25/07/2022

-কবিরের এক্সিডেন্টের দিন শুট করা ভিডিও,দেখে চোখে পানি এসে গেলো💔😰জেলখানা নিয়ে💔 দয়াকরে সবাই মনোযোগ দিয়ে দেখবেন, সবার কাছে শেয়ার করে দিবেন🙏 দয়াকরে সবাই কবিরের জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেনো কবিরকে জান্নাতবাসী করুন🤲💔

24/07/2022

- পরিস্থিতির অজুহাত দিয়ে যে হারিয়ে যায় 😔🖤

- সে কখনো'ই সত্যিকারে 'র ভালোবাসেনি.!🥀💔

23/07/2022

🥀-❝সম্মান❞ツ'
🥀-❝ভালবাসা❞🥰
🥀-❝বিশ্বাস❝
এগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না'💖

🖤🥰এগুলো অর্জন করে নিতে হয়🙂✌️🙏

23/07/2022

- স্কুল লাইফের অনেক কিছু ভুলা গেলেও!🙂

- ক্লাস Ten এর স্মৃতি গুলো কখনো ভুলা যায় না 😥

23/07/2022

༎♣💁‍♀️🖤
𝗜 𝗹𝗼𝘃𝗲 𝘁𝗼 𝘀𝗺𝗶𝗹𝗲😊❤️🥱

𝗕𝗲𝗰𝗮𝘂𝘀𝗲 𝗦𝗺𝗶𝗹𝗲 𝗶𝘀 𝘁𝗵𝗲 𝗼𝗻𝗹𝘆 𝗺𝗲𝗱𝗶𝗰𝗶𝗻𝗲 𝘁𝗼 𝗵𝗶𝗱𝗲 𝘀𝗮𝗱𝗻𝗲𝘀𝘀♣🤞
তার হাসি টা`ও আমার খুব প্রিয়🙂😇🌺

23/07/2022

༆❀࿐

____চোখে পানি চলে আসে!💔😥
- কি হবে তখন যখন মা থাকবে না!🥀

23/07/2022

ღ︵বিকেল হলে ঠিকি'ই-!!🙂

— আগের মতো নদীর পাড়ে বসে তোমাকে দেখতে ইচ্ছে করে-!!💔🥀

23/07/2022

- জীবন কারো জন্য থেমে থাকে না!🙂

ღ︵কিন্তু মন'টা থেমে যায় প্রিয় মানুষ'টার জন্য-!!💔🥀

Want your business to be the top-listed Photography Service in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

হুম💔🥀
হ্যা...!🖤🥀
🥹#vairal
- বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়"😐- জীবনে কিছু কিছু মুহূর্ত আসে নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়!🖤🥀

Telephone

Address


Feni
3923

Other Photography Videography in Feni (show all)
জীবন চিত্র- Jibon Chitro জীবন চিত্র- Jibon Chitro
Feni

I like photography very much

Piyas Photo Piyas Photo
Feni, 3900

Wedding_photography Cinematography Post_wedding Pre_Wedding Outdoor_photography ndoor_photography

Rifat photographer Rifat photographer
Feni

phtographe nd videography ---_----------★----------__-------★-----

PJ-Pranjol Films PJ-Pranjol Films
Feni

Youtube:-https://youtube.com/channel/UClU_EGnpehidfKbiGvzL3-A

Arman AB Photography Arman AB Photography
Dagonbhuiyan
Feni

সস্তা মানুষ।

Saira Yasir Nowrin Saira Yasir Nowrin
Feni, 3900

Photogeaphy

LáFoto Fantasia LáFoto Fantasia
Feni, 3910

We are ready to capture your precious moments in any kind of event like wedding ,model shoot,outdoor shoot, pre-wedding shoot ,akdh

Tuhin Tuhin
Sonagazi, Feni
Feni

Sayemツ Sayemツ
Feni

Follow my page to see new all video

Rank Event Planner & Management Rank Event Planner & Management
Feni, 3900

Planning a party or an event, whether it’s a fun Wedding or a Corporate Event, isn’t easy to do