FGTSC Rover Scouts Group
ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে?
বন্ধু নির্বাচনে সতর্ক হোন।
😭😭😭
ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর গত প্রায় ২০ বছরের ইতিহাসে কখনো কলেজে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি।
কিন্তু মাননীয় প্রিন্সিপাল মহোদয় এর বিরুদ্ধে অভিযোগ উঠার পর যখন তদন্ত করার জন্য লোক আসবে বলা হলো তখনই কেনো হটাৎ করে কলেজে আ*গুন লাগলো। তাও আবার সামান্য বৈদ্যুতিক ত্রুটির জন্য। যেখানে ইলেক্ট্রিক্যাল কাজ করার জন্য জনাব মূসা স্যার(ওরফে কারেন্ট মিস্ত্রি) উপস্থিত আছেন। আচ্ছা সব না হয় বুঝলাম। কিন্তু আ*গুন টা কলেজের অন্য কোথাও না লেগে শুধুমাত্র হিসাব শাখায়ই কেনো লাগলো।
এটা কি কোনো দূ*র্ঘটনা নাকি প্রমাণ লোপাট করার জন্য ইচ্ছাকৃত ভাবে লাগানো আ*গুন।
সব কিছুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানাচ্ছি।
- ছাত্র-ছাত্রীদের জীবন গড়ার বদলে বর্তমানে তাদের জীবন ধ্বংস করছে অধিকাংশ শিক্ষকরা।
- ক্ষমতার অপব্যবহার করে আপনারা সুখে থাকুন প্রিয় স্যার।
- ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার ধ্বংস করার এই মহৎ অবদান ভুলবো না।
প্রিন্সিপাল মহোদয় এর বলা কথার উত্তর😅
৩০০ টাকার মামলা🙃
আমাদের মাননীয় প্রিন্সিপাল মহোদয়😅
সকলের প্রিয় স্কাউটার মোঃ শহিদ উল্যাহ চৌধুরী,
প্রাক্তন জেলা কাব লিডার ও প্রধান শিক্ষক, দারোগার হাট সপ্রাবি,ছাগলনাইয়া
আজ ৩/১০/২০২২ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজেউন।
ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্কাউট গ্রুপ ফোরাম #গভীর_শোকাহত
ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রোভার স্কাউটস গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের কিছু মুহূর্ত🥰🥰
ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রোভার স্কাউটস গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জনাব কাজী মেজবাহউল ইসলাম এর বক্তব্য 🥰
গতকাল ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রোভার স্কাউটস গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি মিটিং এর কিছু সময়🥰
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Feni
3900
ফেনী জেলা কার্যালয়ঃ৩৭১ইব্রাহীম ম্যানশন(২য় তলা) মহিপাল, ফেনী।
Feni, 3900
জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের জিহাদে শরীক হোন
Feni
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি।
229 Master Para
Feni, 3900
একটি সামাজিক কার্যক্রম মূলক প্রতিষ্ঠান।সমাজের পিছিয়ে পড়া ছেলে-মেয়েদেরকে নিয়ে কার্যক্রম।
550, HAZI ABDUL SALAM MANSION, NORTH DOCTOR PARA
Feni, 3900
লিও জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর অধিভুক্ত
Dagobhuyan
Feni, 3900
জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রত্যয় দীপ্ত সংগঠন ইসলামী ছাত্র মজলিস।
Feni
"Exuberant Youth empowers youth through talent cultivation and skill enhancement."
Chhagalnaiya
Feni
This is the official page of Chhagalnaiya Government College Rover Scout Group, Chhagalnaiya, Feni.