Chhagalnaiya Government College Rover Scout
�
বিপি দিবস-২০২৪!!
-রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল, প্রথম ব্যারন বেডেন-পাওয়েল, ওএম, জিসিএমজি, জিসিভিও, কেসিবি (ইংরেজি: Robert Stephenson Smyth Baden-Powell; ফেব্রুয়ারি ২২ , ১৮৫৭ - ৮ জানুয়ারি, ১৯৪১)
-স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বৈশ্বিকভাবে পরিচিত হয়ে আছেন। এছাড়াও, তিনি ইংরেজ সামরিক কর্মকর্তা ছিলেন। তার পূর্ণ নাম রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল।
স্কাউটদের মাঝে তিনি বি.পি. এবং গিলওয়েলের ব্যাডেন পাওয়েল নামেও সমাধিক পরিচিত।
-আজ ১৬৭ তম জন্মদিন ।
শুভ জন্মদিন ব্যাডেন পাওয়েল ❤️
"আমার ভাইয়ের রক্তে রাঙানো,
একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি"
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২১শে ফেব্রুয়ারী উপলক্ষে ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনার ও কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শৃঙ্খলার দায়িত্ব পালন করেন ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপ।
অদ্য ২১ ফেব্রুয়ারী,২০২৪ রোজ বুধবার ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিটের নবীন রোভার সহচরদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।
রোভার ইউনিটের আরএসএল জনাব মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক জনাব পেয়ার আহমেদ স্যার, রোভার স্কাউটের গার্লস রোভার লিডার জনাব মাহবুবা ফাতিমা জুঁই স্যার এবং বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার জনাব মোঃ নাছির উদ্দিন স্যার।
ছাগলনাইয়া সরকারি কলেজের সকল রোভার সদস্যদের জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের নবীন রোভার সদস্যদের বরণ অনুষ্ঠান আগামী ২১/০২/২০২৪ খ্রিস্টাব্দে ছাগলনাইয়া সরকারি কলেজ অডিটোরিয়াম,কক্ষ নং ২০২ এ অনুষ্ঠিত হবে।উক্ত নবীন বরণ অনুষ্ঠানে সকল সিনিয়র ও জুনিয়র রোভার স্কাউট সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হলো।
নির্দেশক্রমে
মোঃ আলমগীর হোসেন
প্রভাষক
ছাগলনাইয়া সরকারি কলেজ ও
রোভার স্কাউট লিডার, ছাগলনাইয়া সরকারি কলেজ ইউনিট।
"সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার,স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার" এই স্লোগানকে সামনে রেখে আজ ২৭ জানুয়ারি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের নির্দেশনায় একযোগে
"৬৪ জেলায় সুবর্ণ জয়ন্তী ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়"
বাংলাদেশ স্কাউটস, ফেনী জেলা রোভারের আয়োজনে ফেনী সরকারি কলেজ মাঠে ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপ সহ মোট ১৮ টি দল ডে-ক্যাম্পে অংশগ্রহণ করে।
উক্ত ডে-ক্যাম্প এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
#জনাব_মুছাম্মৎ_শাহীনা_আক্তার জেলা প্রশাসক, ফেনী ও সভাপতি, ফেনী জেলা রোভার স্কাউটস।
এবং সভাপতিত্ব করেন #প্রফেসর_মোহাম্মদ_মোক্তার_হোসেইন অধ্যক্ষ,ফেনী সরকারি কলেজ,ফেনী।
উক্ত ডে- ক্যাম্পে অংশগ্রহণ করে ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিটের রোভার সদস্য আবদুর রহমান ফাহাদ, মাহফুজ রহমান,মো:আলী পলাশ,হোসাইন মাহমুদ নাবিল, ইমাম হোসেন রিদয়, গাজী মোশাররফ হোসেন, মাহমুদ চোধুরী মাহির।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাসক রোভার স্কাউটস ইউনিটের সম্মানিত রোভার স্কাউটস লিডার জনাব মো: আলমগীর হোসেন স্যার।
আজ ৮ জানুয়ারি বিশ্ব স্কাউটস এর জনক, রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ৮৩তম মৃত্যু বার্ষিকী। স্কাউটের জনক ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৪১ সালের ৮ জানুয়ারিতে পরলোকগমন করেন।তার জীবন দশায় তিনি স্কাউটিং এর কার্যক্রমকে প্রতিষ্ঠিত করেন।তিনি বলেন - “সুখ লাভের প্রকৃত পন্থা হলো অপরকে সুখী করা। তিনি আরও বলেন "এ সুন্দর পৃথিবীটাকে যেমন পেয়েছো তার চেয়ে একটু শ্রেষ্ঠতর করে রেখে যাওয়ার চেষ্টা করো। তোমার মৃত্যুর পালা যখন আসবে তুমি সানন্দে এই অনুভূতি নিয়ে মৃত্যুবরণ করতে পারবে য়ে তুমি তোমরা জীবনটা কে বৃথা নষ্ট করোনি। সত্যি তার প্রতিটি বানী চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিজয় দিবস ২০২৩
ছাগলনাইয়া সরকারি কলেজ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস।
উক্ত অনুষ্ঠানে শৃঙ্খলা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিট।
আজকের কার্যক্রম...
১২-১২-২০২৩
আজকের রোভারিং কার্যক্রম...
উক্ত রোভারিং কার্যক্রম পরিচালনা করেন সাবেক সিনিয়র রোভার মেট ফয়জিয়া আক্তার।
আজকের কার্যক্রম...
০৪-১২-২০২৩
আজকের কার্যক্রম (০২-১২-২০২৩)
১৬ই ডিসেম্বর বিজয় দিবস প্যারেডের জন্য প্রস্তুত হচ্ছে ছাসক রোভার স্কাউটস ইউনিট।
আজকের কার্যক্রম..
২৯-১১-২০২৩
এইচএসসি ও সমমান পরিক্ষা-২০২৩ এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে ছাসক রোভার স্কাউটস ইউনিটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকের রোভারিং কার্যক্রম (২৬-১১-২০২৩)
উপস্থিত ছিলেন ছাসক রোভার স্কাউটস ইউনিটের সম্মানিত রোভার স্কাউটস লিডার জনাব মো. আলমগীর হোসেন স্যার এবং গার্লস রোভার লিডার জনাব মাহবুবা ফাতেমা জুঁই স্যার।
উক্ত রোভারিং কার্যক্রম পরিচালনা করেন সাবেক সিনিয়র রোভার মেট ফয়জিয়া আক্তার।
সুদক্ষ নেতৃত্ব ও কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে বিজয় দিবস প্যারেডের জন্য প্রস্তুত হচ্ছে ছাসক রোভার স্কাউটস ইউনিট।
২৫-১১-২০২৩
আজকের রোভারিং কার্যক্রমের অংশবিশেষ!
উক্ত রোভারিং কার্যক্রম পরিচালনা করেন সাবেক সিনিয়র রোভার মেট ফয়জিয়া আক্তার।
২৩-১১-২০২৩
আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজের জন্য নিজেদের কে প্রস্তুত করছে ছাসক রোভার স্কাউটস ইউনিটের সদস্যবৃন্দ।
আজকে প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট অন্তর চন্দ্র দাস এবং ফয়জিয়া আক্তার।
আজকের রোভারিং কার্যক্রম
২১-১১-২০২৩
উক্ত রোভারিং কার্যক্রম পরিচালনা করেন সাবেক সিনিয়র রোভার মেট ফয়জিয়া আক্তার।
আসন্ন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ছাসক রোভার স্কাউটস ইউনিটের কুচকাওয়াজ এর প্রস্তুতি।
২১-১১-২০২৩
আজকের রোভারিং কার্যক্রম
১৬-১১-২০২৩
রোভারিং কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র রোভার মেট শাহরিয়ার আহমেদ আদিল এবং ফারজানা কাজী সুমাইয়া।
ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিটে রোভার স্কাউটস লিডার পদে যোগদান করায় অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মো.আলমগীর হোসেন স্যারকে ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।।
অদ্য ১৩-১১-২০২৩ রোজ সোমবার, জনাব মো. আলমগীর হোসেন স্যার ছাসক রোভার স্কাউটস ইউনিটে যোগদান করেন। এসময় স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, রোভার ইউনিটের সিনিয়র রোভার মেট শাহরিয়ার আহমেদ আদিল এবং ফারজানা কাজী সুমাইয়া।
ছাসক রোভার স্কাউটস ইউনিটের রোভার সদস্যদের সাথে সাবেক রোভার সদস্যদের একাংশ!!
এসময় সাবেক রোভার রা তাদেরকে রোভারিং বিষয়ক বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।।
আজকের রোভারিং কার্যক্রম...
উক্ত রোভারিং কার্যক্রম পরিচালনা করেন সাবেক সিনিয়র রোভার মেট ফয়জিয়া আক্তার।
জরুরি নোটিশ!
অনিবার্য কারণ বশত একাদশ সম্পূরক পরীক্ষা-২০২৩ এর ৫ ও ৬ তারিখের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হলো।
৭ তারিখ হতে রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিঃদ্রঃ ৫ ও ৬ তারিখের স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আদেশক্রমে
আহবায়ক
একাদশ সম্পূরক পরীক্ষা-২০২৩
⭕ভর্তি চলিতেছে⭕ভর্তি চলিতেছে ⭕ভর্তি চলিতেছে
"নেতৃত্ব, সেবা ও আত্ম উন্নয়নে রোভারিং"।
কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিটের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️❤️
ছাগলনাইয়া সরকারি কলেজের রোভার স্কাউটস ইউনিট এবং গার্লস ইন রোভার ইউনিটে সদস্য ভর্তি চলিতেছে।
ভর্তি সংক্রান্ত তথ্য ও ফরম প্রাপ্তির স্থান-
রোভার স্কাউটস ডেন, ছাগলনাইয়া সরকারি কলেজ।
সময়- সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
ভর্তির শর্তঃ
১.ছাগলনাইয়া সরকারি কলেজের শিক্ষার্থী হতে হবে।
২.রোভারের সকল নিয়ম-কানুন মেনে চলার মানসিকতা থাকতে হবে।
যোগাযোগঃ
রোভার স্কাউটস ডেন
ছাগলনাইয়া সরকারি কলেজ
প্রয়োজনেঃ
১.জনাব মাহবুবা ফাতেমা জুঁই
গার্লস রোভার লিডার,ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিট।
মোবাইল - 01784455536
২. শাহরিয়ার আহমেদ আদিল (রোভার সদস্য)
মোবাইল- 01890132871
৩. ফারজানা কাজী সুমাইয়া (গার্লস ইন রোভার)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে ছাগলনাইয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের খন্ডচিত্র।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও শৃঙ্খলার দায়িত্বে ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিট।
সাপ্তাহিক রোভারিং কার্যক্রমের কিছু মুহূর্ত।
রোভার স্কাউটস ইউনিটে ভর্তিকৃত নবীন সদস্যদের ১ম প্রশিক্ষণের খন্ডচিত্র..
প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক সিনিয়র রোভার মেট ফয়জিয়া আক্তার।
ছাগলনাইয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিটের সম্মনিত রোভার স্কাউটস লিডার এবং কলেজের দর্শন বিভাগের প্রভাষক জনাব মিনহাজুল হক স্যার অত্র কলেজ থেকে বদলি হয়ে লক্ষীপুর সরকারি কলেজ,লক্ষীপুর এ যোগদান করেন।
স্যারের আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Feni Govt. Technical School And College, Salahuddin Mor, Feni Sadar
Feni, 3900
ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে?
ফেনী জেলা কার্যালয়ঃ৩৭১ইব্রাহীম ম্যানশন(২য় তলা) মহিপাল, ফেনী।
Feni, 3900
জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের জিহাদে শরীক হোন
Feni
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি।
229 Master Para
Feni, 3900
একটি সামাজিক কার্যক্রম মূলক প্রতিষ্ঠান।সমাজের পিছিয়ে পড়া ছেলে-মেয়েদেরকে নিয়ে কার্যক্রম।
550, HAZI ABDUL SALAM MANSION, NORTH DOCTOR PARA
Feni, 3900
লিও জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর অধিভুক্ত
Dagobhuyan
Feni, 3900
জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রত্যয় দীপ্ত সংগঠন ইসলামী ছাত্র মজলিস।
Feni
"Exuberant Youth empowers youth through talent cultivation and skill enhancement."
Chhagalnaiya
Feni
This is the official page of Chhagalnaiya Government College Rover Scout Group, Chhagalnaiya, Feni.