Salafi Bookstore BD
অনলাইনে সহীহ আক্বীদার বই কেনার বিশ্বস্ত মাধ্যম সালাফী বুকষ্টোর বিডি।
রাসূলুল্লাহ (ছাঃ) সহ ২৫ জন নবীর জীবনী সম্পর্কে বিশুদ্ধ তথ্য সমৃদ্ধ অনন্য গ্রন্থ
(১) সীরাতুর রাসূল (ছা.) (২) নবীদের কাহিনী-১ (৩) নবীদের কাহিনী-২
🔴একত্রে তিনটি বই প্যাকেজ মূল্য ৮০০ টাকা🔴
▪️রাসূল (ছা.) সীরাত পড়ি, তাঁর আদর্শে জীবন গড়ি
আল্লাহ বলেন, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসকে কামনা করে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে’ (আহযাব ৩৩/২১)।
রাসূলুল্লাহ (ছাঃ)-এর প্রশংসায় আল্লাহ বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِلْعَالَمِينَ ‘আমরা তো তোমাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত হিসাবেই প্রেরণ করেছি’। (আম্বিয়া ২১/১০৭)
🔴 গ্রন্থগুলোর পরিচিতি ও বৈশিষ্ট্য
🔴নবীদের কাহিনী (১ম ও ২য় খণ্ড)
লেখক : মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
পরিচিতি ও বৈশিষ্ট্য : অত্র বইটিতে হযরত আদম, নূহ, ইদরীস, ছালেহ, ইবরাহীম, লূত্ব, ইসমাঈল, ইয়াকূব, ইউসুফ, আইয়ূব, শুআঈব, মূসা, ঈসা (আঃ) সহ পবিত্র কুরআনে বর্ণিত মোট ২৪ জন নবী-রাসূলের জীবনালেখ্য বর্ণিত হয়েছে। মাননীয় লেখক এই ইতিহাস রচনায় কেবল বিশুদ্ধ সূত্রগুলির উপর নির্ভর করেছেন। বইটি পাঠের মাধ্যমে পাঠকসমাজ নবীগণের উন্নত জীবনকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার প্রেরণা লাভ করবেন।
▪️নির্ধারিত মূল্য; নবীদের কাহিনী (১ম খণ্ড) : ১৫০ টাকা।
▪️নবীদের কাহিনী (২য় খণ্ড) : ১২০ টাকা।
🔴 সীরাতুর রাসূল (ছাঃ)
লেখক : মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
পরিচিতি ও বৈশিষ্ট্য : অত্র গ্রন্থটি রাসূলুল্লাহ (ছাঃ)-এর বস্তুনিষ্ঠ জীবনী সন্ধানীদের জন্য অনন্য একটি উপহার। লেখক এখানে নবী করীম (ছাঃ)-এর জীবনালেখ্য হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করেছেন, সাধ্যমত কেবল বিশুদ্ধ সূত্রগুলির উপর নির্ভর করেছেন, যাবতীয় ইস্রাঈলী বর্ণনা ও সমাজে প্রচলিত নানা উপকথা ও ভিত্তিহীন কেচ্ছা-কাহিনী থেকে সর্বতোভাবে মুক্ত থাকার চেষ্টা করেছেন, প্রাচীন ও আধুনিক সীরাত গ্রন্থ সমূহ থেকে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় -এরূপ ঘটনাবলী বিশ্লেষণ করেছেন এবং রাসূল (ছাঃ)-এর জীবনী থেকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে শিক্ষণীয় বিষয়সমূহ তুলে ধরেছেন।
▪️নির্ধারিত মূল্য : ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) টাকা মাত্র।
ঐ ব্যক্তি সত্যিকার জ্ঞানী নয়, যার ইতিহাস জ্ঞান নেই।
▪️▪️ প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ▪️▪️
🔴গ্রন্থটি পেতে যোগাযোগ করুন-
সালাফী বুকষ্টোর বিডি
মোবাইল - 01872-987886
ক্বিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার ছালাতের।ছালাতের হিসাব ঠিক হ'লে তার সমস্ত আমল সঠিক হবে। আর ছালাতের হিসাব বেঠিক হ'লে তার সমস্ত আমল বরবাদ হবে (সিলসিলা ছহীহাহ হা/১৩৫৮)।
অন্যদিকে রাসূল (ছা:) বলেন,"তোমরা সেভাবেই ছালাত আদায় কর,যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ" (বুখারী হা/৬৩১)।
অথচ বর্তমান সমাজে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি বিকৃত হয়ে পড়েছে।তাই রাসূলুল্লাহ (ছা:)এর নির্দেশিত তরীক্বায় ছালাত আদায় করতে পড়ুন:-
রাসূল (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত
লেখক: আব্দুর রাযযাক বিন ইউসুফ
কপিটি সংগ্রহের জন্য যোগাযোগ করুনঃ-
সালাফী বুকষ্টোর বিডি
মোবাইল - 01823-391020
“মরন একদিন আসবেই” বইটি পড়লে ইন শা আল্লাহ মরনের ভয় সবার অন্তরে জাগ্রত হবে।
সকল পাপ খারাপ কাজ থেকে বিরত রাখবে বইটি পড়ার পর। ইনশাআল্লাহ।
কবর, জাহান্নাম, জান্নাত, মৃত্য, মালাকুল মউত এই সকল ব্যাপারে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা বই মানেই কুরআন ও সহি হাদিস ব্যতীত কিছু নেই। সেখানে নেই নিজস্ব মতাদর্শের কোন স্থান।
এই বইতে লেখক আমাদের বাস্তব জীবন কিরুপ হওয়া উচিত এবং মৃত্যুর জন্য আমাদের কি কি প্রস্তুতি নেওয়া দরকার সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে।
অত্যন্ত ভালো এবং কুরআন হাদীস নির্ভর বই এটি আমার মতে সকলে মুমিনের এটি পাঠ করা উচিত।
ক্বিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার ছালাতের।ছালাতের হিসাব ঠিক হ'লে তার সমস্ত আমল সঠিক হবে। আর ছালাতের হিসাব বেঠিক হ'লে তার সমস্ত আমল বরবাদ হবে (সিলসিলা ছহীহাহ হা/১৩৫৮)।
অন্যদিকে রাসূল (ছা:) বলেন,"তোমরা সেভাবেই ছালাত আদায় কর,যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ" (বুখারী হা/৬৩১)।
অথচ বর্তমান সমাজে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি বিকৃত হয়ে পড়েছে।তাই রাসূলুল্লাহ (ছা:)এর নির্দেশিত তরীক্বায় ছালাত আদায় করতে পড়ুন:-
রাসূল (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত
লেখক: আব্দুর রাযযাক বিন ইউসুফ
কপিটি সংগ্রহের জন্য যোগাযোগ করুনঃ-
সালাফী বুকষ্টোর বিডি
মোবাইল - 01872-987886
শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর ৮টি বই এক সাথে ৮০০/- টাকা মাত্র।
🔴বই গুলো পেতে যোগাযোগ করুন-
সালাফী বুকষ্টোর বিডি
মোবাইল - 01872-987886
সারা দেশে কুরিয়ারে বই ডেলিভারি দেওয়া হয়।
আশুরার সিয়াম কেন রাখবেন? - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
যে আত্মীয় বা প্রতিবেশী নামাজ পড়েন না তাদের কিভাবে বোঝানো উচিৎ? - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
জিন যাদু টোনা বদ নজর থেকে রক্ষার উপায়। - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
আল্লাহ তায়ালা আকার না নিরাকার এবং তিনি কি সর্বত্র বিরাজমান? - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
যাদেরকে হাউজে কাউসারের পানি, পান করতে দেয়া হবে না। - প্রফেসর ডঃ আবু বকর মোহাম্মদ জাকারিয়া।
আল্লাহকে কোন নবী, রাসুল বা মানুষ সরাসরি দেখেছেন কি? - শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
আল্লাহ কোথায় আছেন - এটা বিশ্বাস করতে হবে। - শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
আমি জ্ঞান এর শহর আলি তার দরজা এই হাদিস কি সঠিক? - শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
আমারিতো কপাল পোড়া, কোপাল খারাপ ইত্যাদি বলা বৈধ কি? - শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
নবী (সা) কি নূরের তৈরী- তিনি কি গায়েব জানেন? - শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদা কেমন? - শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
যারা কোনদিন হেদায়েত পাবেনা। - শাইখ ডঃ মুফতি ইমাম হোসাইন।
আমি চ্যালেন্জ করে বলছি, বাংলার যমীনে সবচেয়ে বড় হানাফী আমি। - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
আপনি সিদ্ধান্ত নিন দুনিয়া বেশি মূল্যবান নাকি আখেরাত বেশি মূল্যবান! - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
১০ লতিফার জিকির কি কুরআনে আছে? - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
যাদেরকে কখনোই জাহান্নামের স্পর্শ করবে না জাহান্নাম থেকে বাঁচার উপায়। - শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
শিক্ষকের কাছে ছাএীরা নিরাপদ নয় কেন? - শাইখ ডঃ মোহাম্মদ মানজুরে ইলাহী।
নবী (সঃ) কবরে কি জিবিত? - শাইখ ড. মুহাম্মাদ মানজুরে ইলাহী।
আল্লাহর গজব কেন আসে? ঝড় তুফান বিপদ আপদ এগুলো আল্লাহর গজব কি? - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
সিগারেট জর্দা ও তামাক হারাম কোরআনে কোন দলিল আছে কি? - শাইখ মতিউর রহমান মাদানী।
রিযিক বৃদ্ধির ৪ টি উপায়। - শাইখ মতিউর রহমান মাদানী।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর যিকির কি জায়েজ? - শাইখ মতিউর রহমান মাদানী।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটি কথা। - শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
লজ্জা খুব বড় জিনিস! - শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
ইসলামের ইতিহাসে দেড় হাজার বছরে তিন হাজার ইমাম মাহাদীর আগমন হয়েছে !! - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
তাবিজ, সুতা লটকানো শির্ক! - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
আবু জেহেলের সুন্নাত যিকির !! - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
ইমাম মাহদীর আগম তার মাজহাব কি হবে? - শাইখ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Grand Trunk Rd
Feni
3900
Feni, 3900
পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল কুরআন
K D Hat ,Dagonbhyain ,Feni
Feni, 6900
Its a library.its our offical facbook page
Nazir Road
Feni, 3900
We R sOmE nAuGhTy BoYsZ oF fEnI dIsTrIcT.We ArE tHoUgHt By EvErYoNe ThAt We ArE tHE bEsT...na bole kono word amader dictionary te nai.
College Road, Chandgazi, Chhagalnaiya
Feni
২০০১ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ম?